Mahamaya Kayaking Point-MKP

Mahamaya Kayaking Point-MKP A wonderful tourist spot to enjoy kayaking with crystal clear lake-water & eye-catching natural beauty around the Mahamaya eco-park.
(128)

11/04/2024

!!ঈদ মোবারক!!

দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো ক্যাম্পিং ★★★মহামায়া লেকে জনপ্রতি মাত্র ৯০০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★প্যাকেজে ...
06/09/2023

দীর্ঘ ২ মাস বন্ধ থাকার পর আবারও শুরু হলো ক্যাম্পিং
★★★মহামায়া লেকে জনপ্রতি মাত্র ৯০০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★
প্যাকেজে যা যা থাকছে-------
#মহামায়া ইকো-পার্কে প্রবেশ টিকেট (৩০ টাকা)
#তাবু- গ্রুপ মেম্বার অনুযায়ী তাবু দেওয়া হবে।
#ক্যাম্প_ফায়ারিং (শীতকালের জন্য প্রযোজ্য)
#রাতের খাবার-ভাত+আলু ভর্তা+চিকেন ক্যারি (ব্রয়লার)+ডাল (রাত-১০ঃ৩০ মিনিটে)
#চিকেন বারবিকিউ (কোয়াটার পিস)+ পরটা ২ পিস
#সকালের নাস্তা:ডিম-খিঁচুড়ি
#টয়লেট_এর ব্যবস্থা আছে (লো-কমোড)
#পার্কে ইলেক্ট্রিসিটি নেই, কেবল সোলার স্ট্রিট লাইট রয়েছে ক্যাম্প এরিয়াতে।

প্যাকেজে যা থাকছেনা-
#কায়াকিং-কায়াকিং এর ক্ষেত্রে আমাদের নিয়মিত রেট প্রযোজ্য হবে। জনপ্রতি-১৫০ টাকা/ঘন্টায় তবে যারা ক্যাম্পিং করবপন তাদের জন্য সকাল ৯ টা পর্যন্ত ১০০ টাকা /ঘন্টায়

#প্রতি সপ্তাহের যে কোন দিন রাতে ক্যাম্পিং করা যাবে। তবে আসার পূর্বে অবশ্যই প্রি-বুকিং দিয়ে আসতে হবে কারণ আমাদের এখানে রেস্টুরেন্ট নেই সেজন্য আগে থেকেই আমাদের খাবারের প্রস্তুতি নিতে হয়।
#ক্যাম্পিং টাইম- (সন্ধ্যা ৭ টা হতে পরদিন সকাল ৮ টা পর্যন্ত)
#ক্যাম্পিংএ কোন প্রকার মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বি:দ্র- এখানে ক্যাম্পিং কেবলমাত্র ছেলেরা অংশগ্রহন করতে পারবে। মেয়েদের অংশগ্রহনের অনুমতি নেই।
🔵বুকিং পিলিসি- 01816110300 নাম্বারে কল করে ডেইট আর পার্সন জানিয়ে জনপ্রতি-২৫০ টাকা করে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে পরিশোধ করে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং মানি নন-রিফান্ডেবল। কোন কারণে বুকিং ক্যান্সেল করতে চাইলে বুকিং মানি অফেরতযোগ্য এবং কেবলমাত্র বুকিং ডেইট থেকে ১ মাসের মধ্যে রিশিডিউল করে অন্য কোন ডেইটে আসা যাবে।

Good morning😍
10/03/2023

Good morning😍

এই সীজনের শেষ পূর্ণিমা!!!!
09/03/2023

এই সীজনের শেষ পূর্ণিমা!!!!

01/03/2023

এই সীজনের শেষ পূর্ণিমা !!!
মার্চের ১৩ তারিখ পর্যন্ত পূর্ণিমা পাওয়া যাবে, তবে সবচেয়ে বেশি পূর্ণিমা থাকবে ৫ তারিখ থেকে ০৯ তারিখ। আর ফুলমুন হলো ০৭ তারিখে।

ক্যাম্পিং করার জন্য এই সীজনের সবচেয়ে উত্তম সময় নিঃসন্দেহে। কারণ শীতও অনেক কমে এসেছে আর পূর্ণিমার সংমিশ্রণ অন্যরকম ক্যাম্পিং- এর অনুভূতি সৃষ্টি করবে।

Thanks for this amazing vlog❤️
22/01/2023

Thanks for this amazing vlog❤️

Mohamaya Lake। মহামায়া লেক । Mohamaya Lake Camping & Kayaking । mohamaya lake travel guidemohamaya LakeIt is the second largest artificial heart in Banglades...

আবারও পূর্ণিমা শুরু হয়ে গেলো!!!ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত মোটামুটি পূর্ণিমা পাওয়া যাবে, তবে সবচেয়ে বেশি পূর্ণিমা থাকবে ...
05/12/2022

আবারও পূর্ণিমা শুরু হয়ে গেলো!!!
ডিসেম্বরের ১৬ তারিখ পর্যন্ত মোটামুটি পূর্ণিমা পাওয়া যাবে, তবে সবচেয়ে বেশি পূর্ণিমা থাকবে ৭ তারিখ থেকে ১০ তারিখ।

ক্যাম্পিং করার জন্য এই সীজনের সবচেয়ে উত্তম সময় নিঃসন্দেহে। কারণ শীতের আমেজ ও পূর্ণিমার সংমিশ্রণ অন্যরকম ক্যাম্পিং- এর অনুভূতি সৃষ্টি করবে।

Last night guestsDate-24/11/2022Courtesy- Wahiduzzaman Emon bhai
26/11/2022

Last night guests
Date-24/11/2022
Courtesy- Wahiduzzaman Emon bhai

ও বন্ধু,চল যাই এক সাথে, কোনো এক পূর্ণিমা রাতে—ঐ দূর খোলা প্রান্তরে।যেখানে বৃষ্টির মতো ঝরে জোছনা রাশি রাশি। #ক্যাম্পিং কর...
06/11/2022

ও বন্ধু,
চল যাই এক সাথে, কোনো এক পূর্ণিমা রাতে—
ঐ দূর খোলা প্রান্তরে।
যেখানে বৃষ্টির মতো ঝরে জোছনা রাশি রাশি।

#ক্যাম্পিং করার জন্য বেস্ট সময় হলো পূর্ণিমা, পূর্ণিমা ব্যতীত ক্যাম্পিং-এর ষোলকলা কখনোই পূর্ণ হওয়ার না।

#পরশুদিন অর্থাৎ ৮ তারিখ রাতে ফুলমুন/সর্বোচ্চ পূর্ণিমা পাওয়া যাবে, তবে ১৫ তারিখ পর্যন্তই পূর্ণিমা পাওয়া যাবে এই মাসে

সকলকে আন্তর্জাতিক পর্যটন দিবস-২০২২ এর শুভেচ্ছা। এই দিবসের এবারের প্রতিপাদ্য "পর্যটনে নতুন ভাবনা"।২০১৭ সালেই এই প্রতিপাদ্...
27/09/2022

সকলকে আন্তর্জাতিক পর্যটন দিবস-২০২২ এর শুভেচ্ছা।
এই দিবসের এবারের প্রতিপাদ্য "পর্যটনে নতুন ভাবনা"।
২০১৭ সালেই এই প্রতিপাদ্যের আলোকেই শুরু হয়েছিলো কায়াকিং এবং তার পরবর্তীতে ক্যাম্পিং এর।

★★★মহামায়া লেকে জনপ্রতি মাত্র ৭৫০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★প্যাকেজে যা যা থাকছে------- #মহামায়া ইকো-পার্কে প্রবেশ টিকেট...
19/08/2022

★★★মহামায়া লেকে জনপ্রতি মাত্র ৭৫০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★
প্যাকেজে যা যা থাকছে-------
#মহামায়া ইকো-পার্কে প্রবেশ টিকেট (৩০ টাকা)
#তাবু- গ্রুপ মেম্বার অনুযায়ী তাবু দেওয়া হবে।
#ক্যাম্প_ফায়ারিং (শীতকালের জন্য প্রযোজ্য)
#রাতের খাবার-ভাত+আলু ভর্তা+চিকেন ক্যারি (ব্রয়লার)+ডাল (রাত-১০ঃ৩০ মিনিটে)
#চিকেন বারবিকিউ (কোয়াটার পিস)+ পরটা ২ পিস
#সকালের নাস্তা:ডিম-খিঁচুড়ি
#টয়লেট_এর ব্যবস্থা আছে (লো-কমোড)
#পার্কে ইলেক্ট্রিসিটি নেই, কেবল সোলার স্ট্রিট লাইট রয়েছে ক্যাম্প এরিয়াতে।

প্যাকেজে যা থাকছেনা-
#কায়াকিং-কায়াকিং এর ক্ষেত্রে আমাদের নিয়মিত রেট প্রযোজ্য হবে। জনপ্রতি-১৫০ টাকা/ঘন্টায়

#প্রতি সপ্তাহের যে কোন দিন রাতে ক্যাম্পিং করা যাবে। তবে আসার পূর্বে অবশ্যই প্রি-বুকিং দিয়ে আসতে হবে কারণ আমাদের এখানে রেস্টুরেন্ট নেই সেজন্য আগে থেকেই আমাদের খাবারের প্রস্তুতি নিতে হয়।
#ক্যাম্পিং টাইম- (সন্ধ্যা ৭ টা হতে পরদিন সকাল ৮ টা পর্যন্ত)
#ক্যাম্পিংএ কোন প্রকার মাদকদ্রব্য বহন বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ।
বি:দ্র- এখানে ক্যাম্পিং কেবলমাত্র ছেলেরা অংশগ্রহন করতে পারবে। মেয়েদের অংশগ্রহনের অনুমতি নেই।
🔵বুকিং পিলিসি- 01816110300 নাম্বারে কল করে ডেইট আর পার্সন জানিয়ে জনপ্রতি-২৫০ টাকা করে বিকাশ/রকেট/নগদের মাধ্যমে পরিশোধ করে বুকিং কনফার্ম করতে হবে। বুকিং মানি নন-রিফান্ডেবল। কোন কারণে বুকিং ক্যান্সেল করতে চাইলে বুকিং মানি অফেরতযোগ্য এবং কেবলমাত্র বুকিং ডেইট থেকে ১ মাসের মধ্যে রিশিডিউল করে অন্য কোন ডেইটে আসা যাবে।

Address

Mahamaya Kayaking Point, Mahamaya Eco-park, মিরসরাই
চট্টগ্রাম

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Friday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Telephone

+8801816110300

Website

Alerts

Be the first to know and let us send you an email when Mahamaya Kayaking Point-MKP posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category


Other চট্টগ্রাম travel agencies

  • Misfalah Trade Link

    Misfalah Trade Link

    বিভাগীয় পাসপোর্ট অফিসের বিপরীত পাশে
Show All