16/01/2019
মেডোরিনাম এর একটি সুন্দর ইন্ডিভিজুয়াল ক্যারেক্টারিস্টিক মেন্টাল স্ট্যাট --------Afjal Islam Homoeopath
মেডোরিনামের একটি মেন্টাল স্টেট হলো সে মনে করে তার পিছনে কেউ হাঁটছে, তার পিছনে কেউ আছে, তার পিছনে কেউ ফিসফিস করে কথা বলছে।। এমনকি পিছনে থাকা ব্যাক্তিটি তার সাথেই কথা বলছে এরকম অনুভূতি কাজ করে তার। যখন সে হাঁটে তখন সে মনে করে তাকে কেউ অনুসরণ করছে, তাকে কেউ ফলো করে হাঁটছে, এমনকি সে ওই ব্যক্তির হাঁটার শব্দ শুনতে পাই।। ওই ব্যক্তি তাকে অনুসরণ করে হাঁটছে,, তাকে অনুকরণ করছে এরকম প্রত্যেকটা পদক্ষেপ সে যেন শুনতে পাচ্ছে। পিছনের দিকে তাকিয়ে দেখবে যে কোন ব্যক্তিই সেখানে নেই। কিন্তু মেডোরিনাম মেডিসিনের এইরকম একটা মেন্টাল ডিলিউসন খুব জোরালোভাবে কাজ করে। এজন্য সে হাটা চলা অবস্থায় মাঝেমধ্যেই পিছনের দিকে তাকায় কেউ তাকে অনুসরণ করছে কিনা সেটা নিশ্চিত হওয়ার জন্য। আবার ভয়ও পাই। মানে তাকে ফলো করে কেহ আসছে, তার সাথে কথা বলছে, ফিসফিস করে কথা বলছে ইত্যাদি অনূভূতিগুলো তার মনে ভয় এবং আতংকের উদ্রেক করে।।।
কম্পলিট রেপার্টরীর এই রুব্রিকগুলোর সমন্বিত অর্থ বের করলে মেডোরিনামের এরকম ডিলিউসন বা অনুভূতির উপস্থিতি বুঝা যায় -------
Mind; delusions, imaginations; footsteps, hears; behind him
Mind; delusions, imaginations; people, some one; behind him, someone, something is
Mind; delusions, imaginations; people, some one; behind him, someone, something is; whispering
Mind; delusions, imaginations; talking; someone behind him, with
Mind; delusions, imaginations; walk, walking; someone walks; behind him
Mind; fear; behind him, that someone is
আপনার লেখার সাথে আর একটু যোগ না করে পারলাম না............
রোগীর পিছনে থাকা ভূত (কাল্পনিক কোন লোক) তার (রোগীর) (১)মাথায় হাত বুলায়, (২) মাথা স্পর্শ করে, (৩)পিছনে তাকালে কাল্পনিক মুখাবয়ব দেখে; ভুত, দেয়ালের আড়াল হতে বা ঘরের কোণা হতে তাকায়; আসবাব পত্রের আড়াল হতে বা বিছার তলা হতে তাকায়; (৪) রোগীর সাথে ভুত ঘরে প্রবেশ করে আর বলে “আস “ (৫) এজন্য ঘরে আরো কেঊ আছে বলে মনে হয়, (৬) বিছানায় যেতে চায় না (৭) একা হলে ভয় পেয়ে সঙ্গী ও আলো চায় । (৮) আলো ছাড়া ঘুমাতে পারে না ।
১। Mind; delusions, imaginations; hand, hands; delicate, smoothing her head
২। Mind; delusions, imaginations; touched, is; head, her
৩। Mind; delusions, imaginations; faces, sees
৩। Mind; delusions, imaginations; faces, sees; many
৩। Mind; delusions, imaginations; faces, sees; looking out of every corner
৩। Mind; delusions, imaginations; faces, sees; wherever he turns his eyes, or looking out from corners
৩। MIND - DELUSIONS - faces, sees - looking from behind bed and furniture
৪। Mind; delusions, imaginations; people, some one; coming in and looking at her and saying " come "
৫। Mind; delusions, imaginations; people, some one; large, in room at night, saw
৫। Mind; delusions, imaginations; bed; someone; at bedside
৫। Mind; delusions, imaginations; bed; under
৫। Mind; delusions, imaginations; room; people in, sees; bedside, at
৬। Mind; bed; agg.
৭। Mind; fear; alone, being; light and company, wants
৮। Sleep; falling asleep; difficult; light, needs