A K Tour & Travels International Ltd

A K Tour & Travels International Ltd A.K. Tours & Travels International Ltd has been serving though all over the world Our presence on th

21/02/2023
18/02/2023
জমির শেয়ার সহ ফ্ল্যাট বিক্রিঃ
14/02/2023

জমির শেয়ার সহ ফ্ল্যাট বিক্রিঃ

Time to Explore The World.
08/02/2023

Time to Explore The World.

26/12/2022
03/03/2021
18/01/2021

আগেই নিশ্চিত করুন কম মূল্যে বিমান_টিকেট
Hotline: 01944001283,01944001288,01912100448,02-8832426,02-8832429
Dhaka New York-Dhaka -BDT. 72500/- Return ticket
Dhaka -Washington Dulles-Dhaka- BDT.87500/- Return ticket Dhaka- Rome One way BDT 44000/-
Dhaka- Milon One way BDT 45000/-
Dhaka- Venice - One Way - BDT.64,000/-
Dhaka- London One way BDT. 48300/-
Dhaka- LISBON One way BDT 53500/-
Dhaka- PARIS One way BDT 47800/-
Dhaka- Athens One way BDT. 48300/-
Dhaka-Budapest One way -BDT.58900/-
Dhaka-Barcelona - One Way - BDT. 53,900/-
Dhaka-Berlin – One Way -BDT.50,000/-
Dhaka- Munich - One Way BDT.51,500/-
Dhaka- Norway /Oslo - One Way - BDT.66,500/-
Dhaka- Sweden/Stockholm - One Way - BDT.45500/-
Dhaka- Austria/Vienna- One Way - BDT.71000/-
Dhaka- Praug One way BDT. 74500/-
Dhaka- Rumania One way BDT 60700/-

(Ticket Prices may vary on peak & off-peak period)

জাপান থেকে আমদানি কৃত এম ভি বে ওয়ান জাহাজ টি চট্রগ্রাম থেকে সেন্টমার্টিন সাগর পথে নিয়মিত ভাবে চলছে । জাহাজ টির পুর্বের ন...
16/01/2021

জাপান থেকে আমদানি কৃত এম ভি বে ওয়ান জাহাজ টি চট্রগ্রাম থেকে সেন্টমার্টিন সাগর পথে নিয়মিত ভাবে চলছে । জাহাজ টির পুর্বের নাম ছিলো এম ভি সালভিয়া মারু । গত সেপ্টেম্বর ২০২০ এ কর্ণফুলী শিপ বিল্ডার্স লি. এম ভি বে ওয়ান জাহাজ টি বাংলাদেশ এ নিয়ে আসে এবং ২০ ডিসেম্বর ২০২০ তারিখে শুভ উদ্বোধন এর মাধ্যমে জাহাজ টি বাংলাদেশ এর অভ্যান্তরীন নৌ পথে যুক্ত হয় এবং ১৪ জানুয়ারী ২০২১ থেকে চট্রগ্রাম থেকে সেন্টমার্টিন সাগর পথে চলাচল শুরু করেছে।

এম ভি বে ওয়ান জাহাজ চটগ্রাম এর পতেঙ্গা থেকে ছাড়বেঃ রাত ১১.০০ মিনিটে, সেন্টমারটিন থেকে ছাড়বে দুপুর : ১.০০ মিনিটে। সপ্তাহে ৩ দিন বৃহস্পতি, শুক্র, শনি বার রাত ১১ .০০ মিনিটে চট্রগ্রাম থেকে সেন্টমার্টিন এর উদ্দেশ্যে ছাড়বে এবং শুক্র, শনি ও রবিবার দুপুর ১.০০ মিনিটে সেন্টমার্টিন থেকে ছেড়ে আসবে চট্রগ্রাম এর উদ্দেশ্যে। যা কোন কারন এ জাহাজ ছাড়ার সময় সূচী পরিবর্তন হলে, আমরা সেটা যাত্রী দের কে পুর্বেই মোবাইলে এস এম এস বা কল করে জানিয়ে দেবো , যদি শিপ টিকেট এ.কে. ট্যুর এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনালের এর মাধ্যমে টিকেট বুকিং করে থাকেন। সপ্তাহের অন্য দিন গুলোতে চট্রগ্রাম এ সমুদ্র ও কর্ণফুলী নদীর মোহনায় শুধু রাত্রি যাপন প্যাকেজ চালু থাকবে ।

এম ভি বে ওয়ান জাহাজ টি সমুদ্রগামী অনেক বড় জাহাজ হওয়ায় এর ড্রাফট বা গভীরতা বেশী তাই জাহাজ টি সেন্টমারটিন জেটি সমুদ্র সৈকত থেকে কিছুটা দূরে নোঙ্গর করে থাকবে । অন্য একটি সমুদ্রগামী জাহাজ এ করে যাত্রী দের MV Bay One জাহাজ থেকে অবতরন করানো হবে এবং সেন্টমার্টিন থেকে আরোহন করানো হবে ।

টিকিট প্রাইস ও বিস্তারিত জানতে যোগাযোগ করুনঃ
এ কে ট্যুর এন্ড ট্রাভেলস ইন্টারন্যাশনাল
ফোনঃ ০১৯৪৪০০১২৮৩, ০১৯৪৪০০১২৮৮

ঢাকা-কক্সবাজার ৩৫৫০/- টাকা থেকে শুরু...✈️🏡 ঘরে বসেই সর্বনিম্ন মূল্যে টিকিট নিশ্চিত করতে কল করুনঃ 📞 +8801944001283 (10:00...
11/01/2021

ঢাকা-কক্সবাজার ৩৫৫০/- টাকা থেকে শুরু...✈️
🏡 ঘরে বসেই সর্বনিম্ন মূল্যে টিকিট নিশ্চিত করতে কল করুনঃ
📞 +8801944001283 (10:00AM-7:00PM)
📞 +8801944001288 (10:AM-7:00PM)
🎫 টিকেট সংগ্রহ করুন সরাসরি আমাদের অফিস থেকে অথবা SMS/E-mail/Facebook/WhatsApp এর মাধ্যমে
🛫 অভ্যন্তরীণ গন্তব্যসমুহ: 🛬
১. ঢাকা-কক্সবাজার = ৩৫৫০* জনপ্রতি
২. ঢাকা-চট্টগ্রাম = ২৬৫০* জনপ্রতি
৩. ঢাকা-সিলেট = ২৬৫০* জনপ্রতি
৪. ঢাকা-যশোর = ২৬৫০* জনপ্রতি
৫. ঢাকা-সৈয়দপুর = ২৬৫০* জনপ্রতি
৬. ঢাকা-রাজশাহী = ২৬৫০* জনপ্রতি
৭. ঢাকা-বরিশাল = ২৬৫০* জনপ্রতি
------------------------------------------
Cox’s bazar Hotel Price For 2 Person
* Hotel Golden Hill : 2000/- Per Night
* Royal Beach Resort : 2000/ per Night
* Hotel Sea cox : 2200/- per Night
* Hotel vista bay : 2000/- per Night
* Muscat Holliday Resort : 1800/- per Night
* Hotel Reyadha International : 1500/-per Night
**Special note: Without Blackout period this price is available
**Package rates are may vary subject to availability
**This price not acceptable in Thursday, friday on January

Dhaka To Kolkata 6,400/- BDT (One Way)
Dhaka To Kolkata 12,000/- BDT (Round)
Dhaka To Chennai 8,900/- BDT (One Way)
Dhaka To Chennai 15,000/- BDT (Round)
Dhaka to Delhi 10,500/- BDT (One way)
Dhaka to Delhi 18,000/- BDT (Round)
Dhaka to Mumbai 11,000/- BDT (One way)
Dhaka to Mumbai 20,000/- BDT (Round)
📌 (বিঃদ্রঃ আপনার কাঙ্খিত ভ্রমন তারিখে টিকিট প্রাপ্যতার উপর ভিত্তি করে টিকিটের মূল্য কম বেশি হতে পারে এবং উল্লেখিত মূল্য সর্বনিম্ন মূল্য )
🔴 কক্সবাজার সহ বিশ্বের যে কোন জায়গার হোটেল বুকিং করে থাকি আমরা 🔴
✈️
------------------------------------------
🏡 যে কোন অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক টিকিট এর জন্য কল করুন এবং মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে পেমেন্ট করে ঘরে বসেই ...
------------------------------------------
💵 পেমেন্ট করতে পারবেন সরাসরি Bank এর মাধ্যমে অথবা bKash/Rocket/Nogod/NexusPay এর মাধ্যমে ।
🏠 Adress:
130/A,Progati Shoroni,(Azhar Tower,Lift-11),Middle Badda, Gulshan, Dhaka-1212

গত ২০শে ডিসেম্বর ২০২০ রোজ রবি বার শুভ উদ্বোধন  হয়ে গেল  "এম ভি বে ওয়ান" জাহাজ টি। জাহাজ টি কক্সবাজার থেকে সেন্টমার্টিন ...
07/01/2021

গত ২০শে ডিসেম্বর ২০২০ রোজ রবি বার শুভ উদ্বোধন হয়ে গেল
"এম ভি বে ওয়ান" জাহাজ টি। জাহাজ টি কক্সবাজার থেকে সেন্টমার্টিন সাগর পথে চলাচল করবে নিয়মিত।
-----------------------------------
এম ভি বে ওয়ান জাহাজ টির দৈর্ঘ্য ৪০০ ফুট ও প্রস্থ ৫৫ ফুট। জাহাজ টির গ্রস টনেজ ৫০১৯, জাহাজ টিতে মোট ১১২০০ বি এইচ পি সম্পন্ন মেইন প্রপালেশন ইঞ্জিন রয়েছে। যার দ্বারা জাহাজ টি প্রতি ঘন্টায় ২৪ নটিক্যাল মাইল গতিতে ছুটতে পারে। উত্তাল সমুদ্র মোকাবেলায় জাহাজ টিতে ফিন স্ট্যাবিলাইজার সংযুক্ত আছে। প্রায় ২০০০ জন যাত্রী ধারন ক্ষমতা সম্পন্ন জাহাজ টিতে অপারেটিং ক্রু রয়েছে ১৭ জন। যাত্রী সেবায় নিয়োজিত রয়েছে ১৫০ জন ক্রু। জাহাজ টিতে সাচ্ছন্দময় ভ্রমন, রাত্রি যাপন ও বিভিন্ন স্বাদ এর খাবার পরিবেশন এর ব্যাবস্থা আছে।
কক্সবাজার টু সেন্টমার্টিন টু কক্সবাজার।

Wish You All a Very
31/12/2020

Wish You All a Very

কক্সবাজার ভ্রমণের পূর্বে কিছু সংক্ষিপ্ত ধারনাসারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে...
29/12/2020

কক্সবাজার ভ্রমণের পূর্বে কিছু সংক্ষিপ্ত ধারনা

সারি সারি ঝাউবন, বালুর নরম বিছানা, সামনে বিশাল সমুদ্র। কক্সবাজার গেলে সকালে-বিকেলে সমুদ্রতীরে বেড়াতে মন চাইবে। নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। যারা সপরিবারে বেড়াতে চান তাদের জন্যই এই প্রতিবেদন। মহেশখালী, কুতুবদিয়া, সোনাদিয়া, মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন, কক্সবাজারকে করেছে আরো আকর্ষণীয় ও দৃষ্টিনন্দন। এ জেলার উপর দিয়ে বয়ে গেছে মাতা মুহুরী, বাঁকখালী, রেজু, কুহেলিয়অ ও নাফ নদী। পর্যটন, বনজসম্পদ, মৎস্য, শুটকিমাছ, শামুক, ঝিনুক ও সিলিকাসমৃদ্ধ বালুর জন্য কক্সবাজারের অবস্থান তাই ভ্রমণবিলাসী পর্যটকদের কাছে সবার উপরে।

সমুদ্রে নামার আগে সতর্কতা ও অন্যান্য তথ্য

সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিন। এ সম্পর্কিত ইয়াছির লাইফ গার্ডের বেশ কয়েকটি সাইনবোর্ড ও পতাকা রয়েছে বিচের বিভিন্ন স্থানে। জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ। এ সময় তাই জোয়ারের সময় নির্দেশিত থাকে, পাশাপাশি সবুজ পতাকা ওড়ানো হয়।
ভাটার সময়ে সমুদ্রে স্নান বিপজ্জনক ভাটার টানে মুহূর্তেই হারিয়ে যেতে পারে যে কেউ।তাই এ সময় বিচ এলাকায় ভাটার সময় লেখাসহ লাল পতাকা ওড়ানো থাকলে সমুদ্রে নামা থেকে বিরত থাকুন। কোনোভাবেই দূরে যাবেন না। প্রয়োজেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত ইয়াছির লাইফ গার্ডের সহায়তা নিন। ওদের জানিয়ে বিচে নামুন।

বিচ ফটোগ্রাফি

কক্সবাজারে পর্যটন মৌসুমে শ দুয়েক বিচ ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলে থাকে। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই এসব ছবি প্রিন্ট করে নেগেটিভসহ পর্যটকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। লাল পোশাক পরা এসব বিচ ফটোগ্রাফারদের প্রত্যেকের রয়েছে একটি করে আইডি কার্ড।বেশ কয়েকটি স্টুডিও এ কাজের সঙ্গে জড়িত। সরকারি রেট অনুযায়ী ফোরআর সাইজের ছবি ৩০টাকা । এ সম্পর্কিত সাইনবোর্ড মেইন বিচে দেখতে পাওয়া যায়। এসব বিচ ফটোগ্রাফারদের কাছ থেকে ছবি তোলার আগে আইডি কার্ড দেখে নেওয়া ভালো।

স্পিডবোট

বিচে বেশ কয়েকটি স্পিডবোট চলে। মেইন বিচ থেকে এগুলো চলাচল করে লাবণী পয়েন্ট পর্যন্ত। ভাড়া এক রাউন্ড ১০০টাকা। এছাড়া খোলা স্পিডবোটের সাহায্যে চলে লাইফ বোট জনপ্রতি ভাড়া ২৫০ টাকা।বিচ বাইক: তিন চাকার বেশ কয়েকটি বিচে চলার উপযোগী বাইক কক্সবাজার সাগর সৈকতে চলাচল করে। প্রায় ১ কিলোমিটার দূরত্বে এসব বাইক রাউন্ড প্রতি পঞ্চাশ টাকা করে পর্যটকদের প্রদান করতে হয়।

হিমছড়ি ও ইনানী বিচ ভ্রমন
ণকক্সবাজারের ১২ থেকে ২২ কিলোমিটার দূরত্বের মধ্যে রয়েছে দুটি আকর্ষণীয় পর্যটন স্থান। একটি হলো হিমছড়ি এবং অন্যটি হলো ইনানী। কক্সবাজার সমুদ্র থেকে মাত্র ২২ কিলোমিটার দূরে রয়েছে অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত ইনানী সমুদ্র সৈকত। আর এই সমুদ্র সৈকতে যাওয়ার পথে মাত্র ১২ কিলোমিটার গেলেই পাওয়া যাবে আরেক দর্শনীয় পর্যটন স্থান হিমছড়ি। কলাতলী থেকে জিপে চড়ে যেতে পারেন এ জায়গা দুটিতে। খুব সকালে গেলে জায়গা দুটি ঘুরে আবার দুপুরের মধ্যেই ফিরতে পারবেন কক্সবাজার শহরে। কক্সবাজার থেকে জিপে যেতে পারবেন এখানে। রিজার্ভ নিলে খরচ পড়বে দেড় থেকে আড়াইহাজার টাকা। আর লোকাল জিপে গেলে এ জায়গা দুটি ঘুরে আসতে জনপ্রতি খরচ হবে দুই আড়াইশ টাকা।

যাতায়াত ও ভাড়া

যারা ঢাকা থেকে সরাসরি কক্সবাজার যেতে চান তারা ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে কক্সবাজার অথবা সরাসির বাসে কক্সবাজারে যেতে পারে। ঢাকার ফকিরাপুল, আরামবাগ, মতিঝিলসহ বেশ কয়েকটি স্থানে সরাসরি কক্সবাজারের উদ্দেশে বাস ছেড়ে যায়।এসি ও নন এসি, ডিলাক্স ও সাধারণ। সোহাগ, গ্রীন লাইন ছাড়াও ঈগল ও অন্যান্য পরিবহনের বাস চলাচল করে। এছাড়া ঢাকা থেকে ট্রেনে বা বাসে প্রথমে চট্টগ্রাম এবং পরে চট্টগ্রাম থেকে সরাসরি কক্সবাজারে যাওয়া যায়। ঢাকার কমলাপুর থেকে প্রতিদিন ট্রেন বা বাস ছেড়ে যায়। তবে টিকেট বুকিং আগেভাগেই করে রাখা ভালো।

কক্সবাজারের আবাসিক ব্যবস্থা

বাংলাদেশের সর্ববৃহৎ পর্যটন কেন্দ্র কক্সবাজার। বিশ্বের সর্ববৃহৎ ও দর্শনীয় বিচ কক্সবাজারে রয়েছে আন্তর্জাতিকমানের বেশ কয়েকটি হোটেল, মোটেল ও রিসোর্ট। এছাড়া সরকারি ও ব্যক্তিগত ব্যবস্থাপনায় গড়ে উঠেছে ছোট বড় বিভিন্ন মানের অনেক রিসোর্ট, হোটেল ও বোর্ডিং হাউস। সর্বনিম্ন ২০০টাকা থেকে সর্বোচ্চ ১০,০০০ টাকায় কক্সবাজারে রাতযাপন করা যায়। অন্যান্য হোটেল রেস্টহাউসের ভাড়া প্রায়ই নির্ধারিত। তবে কক্সবাজার ভ্রমণের পূর্বে ফোনে যোগাযোগ করে বুকিংমানিং পাঠিয়ে আবাসন ব্যবস্থা নিশ্চিত করা ভালো। সরাসরি গিয়েও কথা বলে রুম ভাড়া নেওয়া যায়।

খাওয়াদাওয়া ও রেস্টুরেন্ট

প্রায় প্রতিটি আবাসিক হোটেল বা হোটেলের সন্নিকটে রেস্টুরেন্ট বা খাবার হোটেল রয়েছে। কক্সবাজার ভ্রমণে গিয়ে পর্যটকদের বেশি আকর্ষণ থাকে সাগরের বিভিন্ন মাছের মেন্যুর প্রতি। বিশেষ করে চিংড়ি, রূপচাঁদা, লাইট্যা, ছুরি মাছসহ মজাদার শুটকি মাছের ভর্তার প্রতিই পর্যটকদের আকর্ষণ বেশি থাকে। খাবারের মেন্যু অনুযায়ী একে রেস্টুরেন্টে একেক ধরনের মূল্য তালিকা দেখা যায়। তবে বর্তমানে সরকার নির্ধারিত কিছু কিছু তালিকা ভোজন রসিকদের আশ্বস্ত করেছে। মোটামুটি ১০-৫০০ টাকার মধ্যে সাধ ও সাধ্য অনুযায়ী মজাদার খাবার গ্রহণ করতে পারবেন। তবে খাবার গ্রহণের পূর্বে খাবারের নাম, মূল্য এবং তৈরির সময় সম্পর্কে জেনে নিন। প্রয়োজনে খাদ্যের তালিকা ও মূল্য টুকে রাখুন। তালিকা সঙ্গে মিলিয়ে বিল প্রদান করুন।

সেন্টমার্টিন ভ্রমনের প্রয়োজনীয় তথ্য

আকাশের নীল আর সমুদ্রের নীল সেখানে মিলেমিশে একাকার, তীরে বাঁধা নৌকা, নান্দনিক নারিকেল বৃক্ষের সারি আর ঢেউয়ের ছন্দে মৃদু পবনের কোমল স্পর্শ এটি বাংলাদেশের সেন্টমার্টিন প্রবাল দ্বীপের সৌন্দর্য বর্ণনার ক্ষুদ্র প্রয়াস। বালি, পাথর, প্রবাল কিংবা জীব বৈচিত্র্যের সমন্বয়ে জ্ঞান আর ভ্রমণ পিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র সেন্টমার্টিন। স্বচ্ছ পানিতে জেলি ফিশ, হরেক রকমের সামুদ্রিক মাছ, কচ্ছপ, প্রবাল বিশ্ব রহস্যের জীবন্ত পাঠশালায় পরিণত করেছে সেন্টমার্টিন ও তৎসংলগ্ন এলাকাকে। এটি বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ। কক্সবাজার জেলা শহর থেকে ১২০ কিলোমিটার দূরে সাগর বক্ষের একটি ক্ষুদ্র দ্বীপ সেন্টমার্টিন। চারদিকে শুধু পানি আর পানি। আয়তন ১৭ বর্গ কিলোমিটার। টেকনাফ থেকে ট্রলারে লঞ্চে কিংবা জাহাজে যেতে লাগে দুই থেকে সোয়া দুই ঘণ্টা। এর জনসংখ্যা প্রায় সাড়ে ছয় হাজার। নারিকেল, পেঁয়াজ, মরিচ, টমেটো ধান এই দ্বীপের প্রধান কৃষিজাত পণ্য। আর অধিবাসীদের প্রায় সবারই পেশা মৎস্য শিকার। তবে ইদানীং পর্যটন শিল্পের বিকাশের কারণে অনেকেই রেস্টুরেন্ট, আবাসিক হোটেল কিংবা গ্রোসারি শপের মাধ্যমে জীবিকা নির্বাহ করছে। সেন্টমার্টিন দ্বীপের মানুষ নিতান্ত সহজ-সরল, তাদের উষ্ণ আতিথেয়তা পর্যটকদের প্রধান আকর্ষণ। স্বল্প খরচে পর্যটকদের জন্য থাকা-খাওয়ার ব্যবস্থা রয়েছে এখানে।

সেন্টমার্টিন যেভাবে যাবেন

বাংলাদেশের যে কোনও স্থান থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজার। কক্সবাজার থেকে প্রথমে জিপে চড়ে টেকনাফ, টেকনাফ থেকে সি-ট্রাক, জাহাজ কিংবা ট্রলারে চড়ে পৌঁছাবেন সেন্টমার্টিনে। প্রতিদিন ঢাকা থেকে সরাসরি কক্সবাজারের উদ্দেশে ছেড়ে যায় দূরপাল্লার বেশ কিছু গাড়ি। প্রতিদিন সকাল থেকে কক্সবাজার-টেকনাফ রুটে চলাচল করে এসব গাড়ি। টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে সি-ট্রাক, কেয়ারি সিন্দাবাদ এবং নাফসি হাজাজ। চমৎকার এসব জাহাজের পাশাপাশি ট্রলার ও চলাচল করে এই সমুদ্র রুটে। পছন্দসই বাহনে যেতে পারেন। তবে নিরাপদ জলযান হিসেবে কেয়ারি সিন্দাবাদ ও নাফসি জাহাজই নির্ভরযোগ্য। এসব জাহাজে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে সময় লাগে দুই ঘণ্টা। অন্যদিকে প্রতিদিনই বিকাল ৩টায় এসব সাহাজ সেন্টমার্টিন ছেড়ে আসে। শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবং গ্রীষ্ম-বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে, তখন চলাচল ঝুঁকিপূর্ণ।

কোথায় খাবেন

যারা স্বল্প সময়ের জন্য সেন্টমার্টিনে যেতে চান অর্থাৎ সন্ধ্যার আগে ফিরতে চান তাদের অবশ্যই ৩টার আগে ফিরতি জাহাজে আরোহণ করতে হবে। ছোট এই দ্বীপ এলাকা ঘুরে দেখতে ৩ ঘণ্টা সময়ই যথেষ্ট। তবে প্রধান দ্বীপ ও ছেড়া দ্বীপে যারা যেতে চান তাদের হাতে বেশ খানিকটা সময় থাকা উচিত। পর্যটকদের খাবারের জন্য রয়েছে এখানে বেশ কিছু হোটেল ও রেস্তোরাঁ। তার কয়েকটি হল কেয়ারি মারজান রেস্তোরাঁ, বিচ পয়েন্ট, । হোটেল আল্লার দান, বাজার বিচ। এছাড়া আসাম হোটেল, সি বিচ, সেন্টমার্টিন, কুমিল্লা রেস্টুরেন্ট, রিয়েল রেস্তোরাঁ, হাজী সেলিম পার্ক, সেন্টমার্টিন টুরিস্ট পার্ক, হোটেল সাদেক ইত্যাদি উল্লেখযোগ্য।

থাকবেন কোথায়

সেন্টমার্টিনে থাকার জন্য বেশ উন্নতমানের কয়েকটি হোটেল ও কটেজ রয়েছে। ১৬টি হোটেলসহ বেশ ক’টি কটেজে প্রতিরাতে কমপক্ষে পাচশ জন পর্যটক থাকতে পারেন। অনেক বাড়িতেও আছে পর্যটকদের জন্য থাকার ব্যবস্থা। শীত মৌসুমে চাপ বেশি বিধায় ইচ্ছামতো ভাড়া নেয় মালিকরা।

Address

130/A, Progati Sharoni (Azhar Tower, Lift-11), Middle Badda, Gulshan, Dhaka
Badda
1212

Opening Hours

Monday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801912100448

Website

Alerts

Be the first to know and let us send you an email when A K Tour & Travels International Ltd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Nearby travel agencies


Other Badda travel agencies

Show All