Global Visit Consultancy

Global Visit Consultancy বিশ্বের বিভিন্ন দেশে স্টুডেন্ট ভিসা,? This is why both our web site and our professional team are at your service.
(4)

We know that today's travelers need useful information and professional consultation, regardless of whether they stay is for business or for leisure. Do not hesitate to contact us..........................................................................
As a Bangladeshi Tours & Travel Agency, we are offering service of International & Domestic Air Ticketing on different Airlines (Online/Offline)

and to different destinations. GLOBAL VISIT CONSULTANCY also under take Hotel & Ticket Reservations all over Bangladesh, Transportations for ground handling and Hotel Reservations. GLOBAL VISIT CONSULTANCY always intend to provide the best possible Hotel accommodation to our clients in different destinations at very reasonable cost.

ভারতীয় ভিসা আবেদনের সঠিক নিয়ম জানুন।আপনার মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হ...
29/09/2022

ভারতীয় ভিসা আবেদনের সঠিক নিয়ম জানুন।
আপনার মূল পাসপোর্ট, ভিসার আবেদন দাখিল করার তারিখের আগে থেকে সর্বনিন্ম ৬ মাস মেয়াদী হতে হবে।
পাসপোর্টে অন্তত: দু’টি সাদা পাতা থাকতে হবে।
পাসপোর্টের অনুলিপি (দ্বিতীয় পৃষ্ঠা এবং তৃতীয় পৃষ্ঠা এবং বৈধতার মেয়াদ বাড়ানোর এসডোর্সমেন্ট, (যদি থাকে) সংযুক্ত করতে হবে।
রঙ্গিন পোশাকে সাদা ব্যাকগ্রাউন্ডে ২X২ সাইজের ছবি তুলবেন।মনে রাখবেন ছবি যেন ল্যাব প্রিন্টেড হয়।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।
ব্যাংক স্ট্যাট্মেন্ট গত ৩/৬ মাসের স্ট্যাট্মেন্ট নিবেন, ব্যাংকে এন্ডিং ব্যালেন্স মিনিমাম ২০ হাজার থাকতে হবে।
আর যদি ডলার এন্ডরসমেন্ট করেন তাহলে মিনিমাম ১৫০ ডলার এন্ডরস করতে হবে। তবে বেশি করা ভাল।
ফর্ম ফিলাপ করে টাকা জমা দেওয়ার আগে অবশই পেপারস গুলো আপনি নিজে ভাল করে চেক করে নিবেন। যেন কোথাও কোন ভুল না থাকে,
তারপর প্রিন্ট করে ফী ৮২৪ টাকা জমা দিয়ে ভিসা সেন্টারে চলে যান। টাকা জমা দেওয়া হয়ে গেলে মোবাইলে একটি ম্যাসেজ পাবেন।
আপনি আপনার যে কোন বিকাশ/নগদ/মোবাইল ব্যাংকিং একাউন্ট এবং কিছু ব্যাংকের ডেবিট, ক্রেডিট, ভিসা, মাস্টার কার্ড দিয়ে পেমেন্ট করতে পারবেন।
আপনার ফাইল জমা দেওয়ার দিন যে সব পেপারস সাথে নিয়ে যাবেন।
ভিসা আবেদন পত্রের প্রিন্ট কপি।
ভিসা আবেদনে ছবি লাগানো, ২টা স্বাক্ষর করবেন,পাসপোর্টে যেভাবে স্বাক্ষর করা আছে।
জাতীয় পরিচয় পত্র বা জন্ম নিবন্ধন সনদের কপি।যেটা দিয়ে পাসপোর্ট করেছেন সেটাই দিবেন।
ব্যাংক স্টেটমেন্ট/ডলার এন্ডরসমেন্ট/ক্রেডিট কার্ড/ট্র্যাভেল কার্ড।
ট্রেড লাইসেন্স/এন ও সি/ স্টুডেন্ট আইডি কার্ডের কপি।
আবেদনকারীর পাসপোর্টের ফটোকপি।
ফ্যামিলি ভিসার ক্ষেত্রে (বাবা/মা, ভাই/বোন অবিবাহিত, স্বামী/স্ত্রী, ছেলে/মেয়ে যারা যারা ভিসা আবেদন করবেন বায়োমেট্রিক ডাটা কেপচার এর জন্য সবাইকে ভিসা সেন্টারে আসতে হবে।
বায়োমেট্রিক ডাটা কেপচার দেশের সকল ভিসা সেন্টার গুলোতে নেয়া হচ্ছে।
সকল পুরাতন পাসপোর্ট সাথে নিয়ে যেতে হবে।
পুরাতন পাসপোর্ট হারিয়ে গেলে
জিডি কপি,
লস্ট সার্কুলেশন কপি,
এফিডেভিট কপি করে নিয়ে যেতে হবে।
ঢাকা ভিসা সেন্টারে পাসপোর্ট জমা দিতে পারবেন সকাল ৯ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত।
সকাল সকাল ভিসা সেন্টারে চলে যাবেন কারন কোন ডকুমেন্টস মিসিং থাকলে সময় থাকতেই কালেক্ট করে জমা দিতে পারবেন।
আবেদন জমা দেওয়ার পর একটা রিসিট দিবে সেখানে আপনার পাসপোর্ট কালেকশনের ডেট লেখা থাকবে,
নরমালি ৫-৭ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন।
ভিসা হয়েছে কিনা সেটা পাসপোর্ট না পাওয়া পর্যন্ত বুঝা যাবে না।
তবে আপনার পাসপোর্ট ডেলিভারির জন্য রেডি আছে কিনা সেটা এখান থেকে দেখতে পারবেনঃ আইভেক এর এই সাইটে👉 https://passtrack.net/regular_visa_application.php
ভিসা সেন্টারের ভিতরে মোবাইলে ছবি তুলা থেকে বিরত থাকুন।
ভারতীয় ভিসা এপ্লিকেশন সেন্টার শুক্রবার ও শনিবার নিয়মিত বন্ধ থাকে।
লিগালি ১০ হাজার টাকা নিয়ে যেতে এবং আনতে পারবেন।
পরিশেষে একটি রিকোয়েস্ট রইলো
আপনার পাসপোর্ট একান্তই আপনার নাহ এটি একটি দেশ ও জাতির সন্মান বহন করে।
আপনি যখন বাংলাদেশ ছেড়ে অন্য দেশে যান, তখন আপনার মাধ্যমেই বাংলাদেশকে চিনে অন্য দেশের মানুষজন।
নিজেকে, নিজের দেশকে সুন্দর ভাবে উপস্থাপন করুন। তাতে আপনার মর্যাদা বাড়বে, দেশের মর্যাদা বাড়বে।
Thank u stay safe,stay with us...

Address

House No 06 (3rd Floor) Road 2/D Block J, Baridhara Gulshan Dhaka 1212
Banani Model Town
1213

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801920791128

Alerts

Be the first to know and let us send you an email when Global Visit Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Global Visit Consultancy:

Share

Category

Nearby travel agencies