15/01/2024
সুন্দরবন ভ্রমন করুন বাংলাদেশের সবচেয়ে ফ্যামিলি ফ্রেন্ডলি ও ফিমেল ফ্রেন্ডলি আমাদের সঙ্গে।
𝗦𝗨𝗡𝗗𝗔𝗥𝗕𝗔𝗡 𝗧𝗢𝗨𝗥 এ আমাদের রয়েছে বিলাসবহুল এসি ৭৫ জনের ক্রুজ শীপ।
জানুয়ারি ২৬-২৭-২৮ (শুক্র-রবি)
বিশেষ বিশেষ দিনসমূহে নিয়মিত ট্যুর রয়েছে। আপনার পছন্দের ভ্রমণের তারিখ জানিয়ে বুকিং করতে পারেন।
সুন্দরবন। বিশ্বের অন্যতম ঐতিহ্য। প্রতি বছর দেশ বিদেশের ট্যুরিস্টদের অন্যতম আকর্ষণ সুন্দরবন। যারা পরিবার নিয়ে একটু আরাম আয়েশে সুন্দরবন ঘুরতে চাচ্ছেন তাদের জন্যই আমাদের আয়োজন। যেখানে শিশু থেকে বৃদ্ধ সবাই জয়েন করতে পারবেন। কর্পোরেট, ফ্যামেলি ট্যুরের জন্য- বিলাসবহুল এসি শিপ, যার ধারন ক্ষমতা ৭৫ জন।
🔹𝗝𝗮𝗻𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮𝟰
💢19-20-21 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢26-27-28 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗙𝗲𝗯𝗿𝘂𝗮𝗿𝘆’𝟮𝟬𝟮4
💢02-𝟎3-𝟎4 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟎𝟗-𝟏𝟎-𝟏𝟏 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟭𝟲-𝟭𝟕-𝟭𝟴 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢23-24-25 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🔹𝗠𝗮𝗿𝗰𝗵’𝟮𝟬𝟮𝟰
💢𝟎𝟏-𝟎𝟐-𝟎𝟑 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
💢𝟬𝟴-𝟎𝟗-𝟭𝟬 (𝐅𝐫𝐢-𝐒𝐚𝐭-𝐒𝐮𝐧)
🛑আরো অন্যান্য তারিখসমূহ অনুগ্রহ করে ফোনে জেনে নিতে পারেন।
🔳 ট্যুরের সময়সূচি: ২ রাত ৩ দিন (জাহাজে)
🔷 ১ম দিন:
নির্ধারিত দিনে খুলনার বাস কাউন্টার/ট্র্রেন স্টেশন থেকে আমাদের গাইড আপনাকে রিসিভ করে জাহাজে নিয়ে আসবে। অত:পর আপনার রুমে চেকইন। ফ্রেশ হয়ে সকালের নাস্তা পরিবেশন। জাহাজ মংলা পোর্টে পৌঁছানোর পূর্বে রুপসা ব্রীজ, খুলনা শীপ ইর্য়াড ও রামপাল বিদ্যুৎ কেন্দ্র দেখা যাবে। দুপুর ১ টার মধ্যে আমরা চাঁদপাই ফরেস্ট অফিস পৌঁছাবো। অত:পর ২/৩ টার মধ্যে হারবাড়িয়া/আন্দারমানিক পৌছে এ ইকো ট্যুরিজম সেন্টার ভ্রমণ। এরপর বনের ভিতর দিয়ে ছোট ছোট ক্যানেল পার হয়ে কটকা অভয়ারণ্যের উদ্দেশ্যে রওনা হয়ে আনুমানিক রাত ৯/১০ টায় পৌছানো এবং রাতে জাহাজে অবস্থান।
🔷২য় দিন:
ভোরে কান্ট্রি বোটে করে কটকার আশেপাশে ক্যানেল ক্রুজিং। তারপর ওয়াচ টাওয়ার হয়ে জামতলা হয়ে গহীন বনের মধ্যে দিয়ে পায়ে হেটে অভয়ারণ্য, সী-বিচ ভ্রমণ। ফিরে এসে ব্রেকফাস্ট করে কটকা শরণখোলা অভয়ারণ্য কেন্দ্র পরিদর্শন। যেখানে প্রচুর হরিন দেখা যায়, সেখান থেকে ঘুরে আমরা জাহাজে ফিরবো এবং কচিখালীর উদ্দেশে রওনা হবো। ছোট ক্যানেল দিয়ে জঙ্গলের কোল ঘেষে জাহাজ এগিয়ে চলবে- এ দৃশ্য অসাধারণ।
এরপর ডিমেরচর ভ্রমণ ও সমূদ্র স্নান। দুপুরের পর কচিখালী অভয়ারণ্য ভ্রমণ ও রোমাঞ্চকর অনুভূতি অর্জন করে অথবা হিরনপয়েন্ট ও দুবৱার চরে ভ্রমণ শেষে সূর্যাস্তের পরে শীপে এসে বার-বি-কিউ ডিনার করে জাহাজে রাত্রি যাপন।
🔷৩য় দিন :
সকালের নাস্তা খেয়ে করমজল ইকো ট্যুরিজম সেন্টার পরিদর্শন। সকাল ১০টায় করমজলে কুমিরের প্রজননকেন্দ্র দেখে দুপুরের দিকে খুলনার উদ্দেশ্যে রওনা। বিকালে/সন্ধ্য়ায় খুলনা পৌছে আনুমানিক ৪/৫ টায়।
🔺ফুড মেন্যু জানতে আমাদেরকে ফোন করুন , হোয়াটসঅ্যাপ/মেইলে বিস্তারিত অবহিত করা হবে।
🔹বুকিং ফোন:
📞+8801720331144
🔺নিরাপত্তাঃ
বনবিভাগ থেকে থাকবে সার্বক্ষনিক আর্মসসহ দুজন নিরাপত্তা কর্মী । আবহাওয়া এবং অন্য যে কোন প্রয়োজনে VHF এর মাধ্যমে ফরেস্ট, কোষ্ট গার্ড এবং নৌ-বাহিনীর সাথে সার্বক্ষনিক যোগাযোগ এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন।
🔺রয়েছে উন্নত আইনশৃংখলা ব্যবস্থা।
🔺 #সাইটসিইং
🛑হাড়বাড়িয়া / আন্ধারমানিক
🛑কটকা অভয়ারণ্য কেন্দ্র
🛑জামতলা সী-বীচ
🛑করমজল
🛑ক্যানেল ক্রুজিং
🛑কটকা সীবিচ
🛑কচিখালী/ হিরনপয়েন্ট অভয়ারণ্য কেন্দ্র
🛑ডিমেরচর/ দুবলার চর
🔺প্রসঙ্গত:
🔹বুকিং এর আগে ফোন করে বিস্তারিত জেনে নিন অনুগ্রহ করে।
🔹বুকিং মানি জমা দেবার আগে আপনার জন্য নির্ধারিত রুম সম্পর্কে নিশ্চিত হোন, ছবিসহ তথ্য সংগ্রহ করুন অত:পর টাকা জমা দিন ও আপনার ‘রশিদ’ সংগ্রহ করুন।
🔹দেশের ভেতরে অন্যান্য পর্যটন কেন্দ্রে ভ্রমণের তুলনায় সুন্দরবন ভ্রমণ খরচ একটু বেশি হয়। এর অনেকগুলি কারণ আছে। অতিথি এ বিষয়ে প্রশ্ন করলে অবশ্যই আমরা উত্তর দেব।
🔹বুকিং যেভাবে দিতে পারবেন...
📞হোয়াটসঅ্যাপ: 01720-331144 এই নম্বরসমূহে ফোন করে আপনার প্রাথমিক বুকিং নিশ্চিত করতে পারেন। এরপর আমাদের অফিস পরিদর্শন করে সবকিছু বিস্তারিত জেনে ভালো লাগলে বুকিং কনফার্ম করতে পারেন। তবে অফিসে আসতে না চাইলে ওভারফোনে কথা বলেও বুকিং করতে পারবেন।
❐ বুকিং মানি ৫০% অফিসে নগদ, ব্যাংক একাউন্টে এর মাধ্যমে দিতে পারবেন। বুকিং এর সময় ট্যুরের বিস্তারিত কোম্পানীর পক্ষ থেকে আপনাকে লিখিতভাবে দেয়া হবে এবং এর একটি কপি আমাদের কাছেও থাকবে।
❐ অতিথিদের যৌক্তিক যে কোন প্রশ্নের উত্তর দিতে আমরা সাধ্যমত চেষ্টা করবো। ভালো লাগলে বুকিং কনফার্ম করুন। সেক্ষেত্রে ব্যাংক একাউন্ট, বিকাশ অথবা রকেট একাউন্টে টাকা জমা দিয়ে আমাদেরকে ফোনে জানিয়ে দিলেই হবে।
❐ ব্যাংক একাউন্ট বা বিকাশ, রকেট একাউন্টে টাকা পাঠালে- টাকা পাঠানো মাত্রই ফোন করে জেনে নিন ও মেসেজের মাধ্যমে জমা নিশ্চিত হয়ে তথ্য সংরক্ষণ করুন।
❐ ব্যাংকিং মাধ্যমে টাকা পাঠিয়ে বুকিং করলে ব্যাংক স্লিপ জমা দিতে হবে এবং টাকা পাঠানোর সময়েই ফোন করে বুকিং কনফার্ম করতে হবে।
❐ ব্র্যাক ব্যাংক, ডাচ বাংলা ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এ আমাদের একাউন্ট রয়েছে। আপনার জন্য সুবিধাজনক ব্যাংকের একাউন্ট নাম্বার কল করে জেনে নিতে পারেন। এ ছাড়াও বিকাশ/রকেট/নগদ একাউন্ট রয়েছে। তবে আমরা অনুরোধ করবো– সবকিছু বুঝে, ট্যুরের বিস্তারিত এবং উল্লেখিত টাকার মধ্যে কী কী রয়েছে তা লিখিতভাবে নিয়ে তারপর বুকিং চূড়ান্ত করতে। যাতে কারো মধ্যেই কোন গ্যাপ না থাকে। গ্যাপ থাকলে আপনার ভ্রমণের আনন্দ এবং আমাদের সুনাম দুটিই নষ্ট হতে পারে। যা আমরা কেউই চাইনা।
𝐏𝐡𝐨𝐧𝐞:
📞+𝟖𝟖𝟎1720331144