ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা

ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা সল্প খরচে বিশুদ্ধ ভাবে হজ্ব ও ওমরা করার জন্য যোগাযোগ করুন।
(1)

22/08/2024

আগামী মাসের ৪ তারিখে ইনশাআল্লাহ পবিত্র ওমরার উদ্দেশ্যে রওনা করার ইচ্ছা করেছি যদি কেউ সাথী হতে চান,০১৭২৯৬৩৭৮৩৪

21/06/2024

১০০০+ হাজী এবার হজ্জ্বে মারা যাওয়ার আসল কারণ: গত ২০২৩ সালের হজে ও একই কাহিনী হয়েছে।

সৌদি আরবে হাজীদের জন্য গাড়ি গাড়ি পানি হাজির। রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে মক্কাতে পানি দেয় হাজিদের। পানির কোম্পানি অন্তত ১০০ টা হবে। ছবিতেই দেখেন ৫ কোম্পানির বোতল দেখানো আছে।

গাড়ি নিয়ে যখন পানি দিতে আসে তখন চাইলে আপনাকে এক কেস মানে ২৪ বোতল দিয়ে দিবে।পানির দাম কিন্তু কম না।
500-600 ml এর বোতল ১ রিয়াল
250-350 ml এর বোতল ০.৫ রিয়াল
এইদেশে আবার তেলের দাম কিন্তু লিটারে ১.১৫ রিয়াল।
অর্থাৎ তেল থেকে পানি দামি কিন্তু পানি বিতরনে কোন কার্পণ্য করে নাই একটা স্পেছিফিক ১০ জিলহজ্জ্ব ছাড়া।

আরাফার ময়দানে অন্তত ১ কোটি বোতল পানি বিতরণ করেছে। মানুষ শেষ দিকে যখন Washroom এ পানি ছিল না ,তারা পানির বোতল নিয়ে গেছে washroom এ।

কিন্তু বিপত্তি বাধে রাতে মুজদালিফা থেকে ,কোথাও পানির বোতল নাই।অল্প কিছু যায়গা ছাড়া। আরাফা থেকে আমরা যে পানি নিয়ে গিয়েছি তা খেলাম মুজদালিফায়। পানি শেষ সবার কাছেই।এত পানি দেয় সবসময় তাই সবাই ভেবেছে সামনে জামারাতে পাথর মারতে যাওয়ার পথেও পানি থাকবে। কারণ অলয়েস ওরা সব জায়গায় পানি দেয়।

ফজরের নামাজের শেষেই সবাই হাটা দিলো জামার পথে। মুজদালিফা থেকে জামারা ৬ কিলোর মত। হাটছে মানুষ হাটছে ব্যাগের পানি শেষ কিন্তু কোথাও পানির বোতল নাই আর।
পানি নেওয়ার কলও নাই। আস্তে আস্তে সূর্য উকি দিচ্ছে ,এক মানুষ ভাপসা গরমে সবাই ঘামানো শুরু। নাই পানি তো নাই পানি। পুলিশকে জিজ্ঞাস করলে বলে গুদ্দাম মানে সামনে । অল্প কিছু পানির সে কল সেখানে বিশাল লাইন ও মারামারি।

গরমে-ঘামে ও পানির অভাবে মানুষের এই অবস্থা কারো মুখ দিয়ে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক শব্দও বের হচ্ছিল না। জামারায় পাথর মারতে যাদের ৪ তালায় উঠাইছে তাদের তো পাহাড় বাইতে হইছে। এত ভয়াবহ কষ্ট হইছে। যা আমার কাছে এখনো এক ভয়াবহ স্মৃতি। জ্বী হজ্জের স্মৃতি আবেগের হলেও সেদিন যারা জামারা থেকে মিনা গেছে এবং তাবু দূরে ছিল তাদের কাছে এই স্মৃতিটা আতংকের।

জামারা থেকে বের হয়ে যারা মিনার দিকে হাটা দিছে তারাই মূলত মারা গেছে,যারা মক্কা গেছে তারা বেচে গেছে ও সঠিক সিদ্ধান্ত নিয়েছে। জামারা থেকে আমাদের মিনার তাবু অন্তত ৭-৮ কিলো দূরে ছিল। তখন বাজে সকাল ৯.৩০।

৫ মিনিটও হাটা যাচ্ছিল না এতগরম-এতগরম এবং No water।এমনকি পানির বোতলও নাই আমার কাছে পরে রাস্তা থেকে অন্যের খাওয়া বোতল কুড়িয়ে আমি পানি ভরছি।কে খাইছে,বোতল ময়লা কিনা বিবেচনা করতে পারি নাই।

কিন্তু এই ৩৩০ ml এর বোতল কাউকেই হেল্প করছিল না। ৫ মিনিট পর পর পানির পিপাসা ও গরমে হাসফাস। কোথাও ছায়া নাই,দাড়ানোর জায়গা নাই। ৫০ ডিগ্রী+ তাপমাত্রা এবং পানি নাই তো নাই ই।

কোথাও বসতেও দিচ্ছিল না পুলিশ। পুরো রাস্তা ধরে অজ্ঞান হয়ে পড়ে ছিল মানুষ। কোন Paramedic team নাই ,পুলিশ থেকে কোন হেল্প নাই। অ্যাম্বুলেন্স ছিল অনেক কম। চূড়ান্ত বাজে আচরণ করছিল পুলিশ। Heat Related ইস্যুতে অসুস্থরা লিটারেলি কোন হেল্প পায় নাই।

নিজের হেল্প নিজেকেই করতে হইছে। আমার আম্মু অসুস্থ হওয়ার পর নিজেই wheel chair নিয়ে আগাইতে হইছে।

অন্তত ২-৩ হাজার মানুষের মারা যাওয়ার কথা ১০ ই জিলহজ্জ্ব।১০০০+ মৃত্যুর সংখ্যা,নিখোজ লোক আরো বেশি। যারা নিখোজ তাদের বাচার সম্ভবনা কমই।

এখন রাস্তায় কেউ পানি দিলে মনে হয় ,ইস ১০ ই জিলহজ্জ্ব জামারা থেকে মিনা যাওয়ার পথে যদি পানি দিত তাইলে এত কষ্ট হত না। আমি জানি এটা আমাদের রিজিকে ছিল ,যারা মারা গেছে তারা শহীদী মৃত্যুবরণ করছে। সৌভাগ্যব্ন তারা অবশ্যই।

কিন্তু এই বিষয়টা আমার মাথায় যাচ্ছে না,পানির কোন অভাব ছিল না। তাও কেন পানির কষ্ট দেওয়া হলো ,মিনার তাবুগুলায় কয়েক কোটি পানির বোতল ছিল। প্রতিটা তাবু আটকে রেখেছিল ,তাবুগুলা থেকে ৪-৫ কেস পানি বের করলেও মানুষগুলা এইভাবে কষ্ট পেত না।

হজ্জ্ব মানে কষ্ট,এই হাদিসের উপর আমল করানোর জন্য মেবি ইচ্ছাকৃতভাবে সৌদি হুকুমত এই কাজ করলো কিনা কে জানে। নেও কষ্ট পাও।

আমার কাছে মনে হয় ,মুজদালিফা থেকে জামারা-জামারা থেকে মিনা একটা মৃত্যুফাদ ছিল। আল্লাহ বাচাইয়া আনছে ,নাইলে কোন সম্ভবনা ছিল না বাচার।

হজ্জ্ব young age এ করেন সবাই আর বয়স্ক বাবা মাকে একা পাঠাইয়েন না। আমাদের কাফেলার বয়স্ক ব্যক্তিদের দেখছি কি অবস্থা।প্রতিটা লোক কান্না করছে আমার কাফেলার।

আল্লাহ ,মৃতহাজীদের জান্নাত নসিব করুন আর হারিয়ে যাওয়া হাজীদের খোজ দিন 🥰।

লিখেছেন: ডা: সাদিকুর রাহমান

13/06/2024

পবিত্র হজ্জ পরবর্তী ওমরা বুকিং চলছে। ইনশাআল্লাহ জুলাই মাসের শেষের দিকে ফ্লাইট।হজ ২০২৫ এর প্রাক নিবন্ধন চলছে।
01729-637834

22/03/2024

মাসজিদুল হারাম। তারাবীহ নামায।শায়খ আব্দুর রহমান আস সুদাইস।

আলহামদুলিল্লাহ। আজ ছয়টা বেজে ৪০ মিনিটের সময় ইনশাআল্লাহ এমিরেটস এয়ারলাইন্স এ আল্লাহর ঘর কাবাতুল্লাহ এবং নূর নবীজি সাল্...
19/03/2024

আলহামদুলিল্লাহ। আজ ছয়টা বেজে ৪০ মিনিটের সময় ইনশাআল্লাহ এমিরেটস এয়ারলাইন্স এ আল্লাহর ঘর কাবাতুল্লাহ এবং নূর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারক জিয়ারতের উদ্দেশ্যে রওনা হবো ইনশাআল্লাহ। আমাদের পরবর্তী ওমরা কাফেলার সম্ভাব্য তারিখ ১৫ ই এপ্রিল থেকে ২০ এপ্রিলের মধ্যে ইনশাআল্লাহ। আগ্রহীগণ দ্রুত যোগাযোগ করুন। ০১৭২৯৬৩৭৮৩৪ whatsapp এবং imo

আলহামদুলিল্লাহ। ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা এর ডিসেম্বর মাসের কাফেলা নিয়ে পবিত্র মক্কাতুল মোকাররমায় ওমরা হজ সম্পন্ন ...
04/01/2024

আলহামদুলিল্লাহ। ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা এর ডিসেম্বর মাসের কাফেলা নিয়ে পবিত্র মক্কাতুল মোকাররমায় ওমরা হজ সম্পন্ন করে, বর্তমানে মদিনা শরীফে অবস্থান করছি। নবীজির কদমের সালাম দিয়ে এশার নামাজ আদায় করে বাসায় যাব ইনশাআল্লাহ।

ইনশাআল্লাহ ,২৭শে ডিসেম্বর চলুন আল্লাহ তা'আলা ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে ওমরা এবং জিয়ারা সেরে আসি।...
10/12/2023

ইনশাআল্লাহ ,২৭শে ডিসেম্বর চলুন আল্লাহ তা'আলা ও তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেশে ওমরা এবং জিয়ারা সেরে আসি। আকর্ষণীয় অফার প্রাইজে পাসপোর্ট রেডি থাকা সাপেক্ষে নেয়া হচ্ছে। যোগাযোগ ০১৭২৯৬৩৭৮৩৪ হোয়াটস্যাপ ইমো এবং ডাইরেক্ট কল।

21/11/2023

ইয়া নবী নাজরে কারাম ফরমানা।
আয় হাসনাইনকি নানা।
জাহরা পাক কি ছদকে ফের মাদিনে বুলানা।
ডিসেম্বর মাসের ওমরা কাফেলা প্রস্তুত হচ্ছে মেহেরবানী করে যারা যাবেন যোগাযোগ করুন। ০১৭২৯-৬৩৭৮৩৪ হোয়াটস্যাপ ইমো এবং ডাইরেক্ট কল। ভিডিওঃ মদিনায় বৃহস্পতিবারের ইফতারের চিত্র।

আলহামদুলিল্লাহ এই তো সেদিনের পেজটি আজকে 3K ফলোয়ার এবং লাইক ছাড়ালো। সবার ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ...
16/11/2023

আলহামদুলিল্লাহ এই তো সেদিনের পেজটি আজকে 3K ফলোয়ার এবং লাইক ছাড়ালো। সবার ভালবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চাই ইনশাআল্লাহ। যারা নিজে হজে যাবেন অথবা আত্মীয়-স্বজন হজে যাওয়ার নিয়ত করেছেন আপনারা সরকারি গেজেটটি আদ্যোপান্ত সময় নিয়ে পড়ুন। হজ সম্পর্কিত সম্পূর্ণ ধারণা পেয়ে যাবেন। সবাইকে জানাই শিশির ভেজা স্নিগ্ধ গোলাপের পাপড়ির শুভেচ্ছা। ডিসেম্বর ২০২৩ ইং এর ওমরা গ্রুপ বুকিং চলছে দ্রুত যোগাযোগ করুন। ০১৭২৯-৬৩ ৭৮৩৪।

অফিস চলছে। ডিসেম্বরের ওমরা বুকিং চলছে। হজ্জের প্রাক নিবন্ধন চলছে। আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করুন। মুয়াল্লিম।০১৭২৯৬৩৭৮৩৪।...
15/11/2023

অফিস চলছে। ডিসেম্বরের ওমরা বুকিং চলছে। হজ্জের প্রাক নিবন্ধন চলছে। আগ্রহী ব্যক্তিগণ যোগাযোগ করুন। মুয়াল্লিম।০১৭২৯৬৩৭৮৩৪। (whatsapp, imo ডাইরেক্ট কল) যেকোনো সময়। অফিস:০১৩০৩৮৩২৩৭৭ সন্ধ্যা ঃ ছয়টা ১৫ মিনিট থেকে রাত ৮ঃ৩০ মিনিট।

হজ্জের প্রাক নিবন্ধন চলছে। যারা যেতে আগ্রহী যোগাযোগ করুন। ০১৭২৯-৬৩৭৮৩৪ (whatsapp, imo ডাইরেক্ট কল) ০১৩০৩ ৮৩২৩৭৭ অফিসঃ (স...
14/11/2023

হজ্জের প্রাক নিবন্ধন চলছে। যারা যেতে আগ্রহী যোগাযোগ করুন। ০১৭২৯-৬৩৭৮৩৪ (whatsapp, imo ডাইরেক্ট কল) ০১৩০৩ ৮৩২৩৭৭ অফিসঃ (সন্ধ্যা ৬:১৫ মিনিট থেকে রাত ৮:৩০ মিনিট)

12/11/2023

ডিসেম্বর মাসের ওমরা কাফেলা প্রস্তুত হচ্ছে। আপনার পাসপোর্ট এবং কিছু টাকা জমা দিয়ে বুকিং নিশ্চিত করুন।মসজিদের নাবাবি। জুমার খুতবা।

10/11/2023

তায়েফে মসজিদে আদ্দাস রাদিয়াল্লাহু তা'আলা আনহু এর পাশে সুন্দর একটি পার্ক দেখার মত একটি ঝর্ণা। ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা । অক্টোবর ২০২৩ ইং

মদিনা থেকে আমাদের ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা এর অক্টোবর ২০২৩ এর ওমরা কারী কাফেলা বাংলাদেশে চলে এসেছে। আলহামদুলিল্লাহ।...
09/11/2023

মদিনা থেকে আমাদের ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা এর অক্টোবর ২০২৩ এর ওমরা কারী কাফেলা বাংলাদেশে চলে এসেছে। আলহামদুলিল্লাহ। ডিসেম্বরের বুকিং চলতেছে ১০ থেকে ১৫ তারিখের মধ্যে ফ্লাইট ইনশাআল্লাহ। যারা ডিসেম্বরে যেতে চান মেহেরবানী করে যোগাযোগ করুন পাসপোর্ট এবং কিছু টাকা দিয়ে বুকিং নিশ্চিত করুন। ০১৭২৯-৬৩৭৮৩৪ whatsapp imo ডাইরেক্ট কল।

04/11/2023

আলহামদুলিল্লাহ। নূর নবী হায়াতুন নাবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফ জিয়ারত। দূর থেকে যারা সালাম প্রদান করেন তাদের সালাম রওজা শরীফের পৌঁছে দেয়া হয়। আশেকের সালাম নবীজির নিজ কানে শুনতে পান এবং জবাব দেন।

02/11/2023

২০২৪ সালের হজ্জ যাত্রীদের
প্যাকেজ এ-৯,৩৬,৩১৬/-টাকা
হোটেলের দূরত্ব: মক্কা ৮০০ মিটার।
হোটেলের দূরত্ব: মদিনা মারকাজিয়া।

সর্বনিন্ম প্যাকেজ বি-৫,৮৭,১০১/- টাকা
হোটেলের দূরত্ব: মক্কা ২০০০ মিটার (২ কি:মি:)
হোটেলের দূরত্ব: মদিনা ১৫০০ মিটার (১.৫ কি:মি:)

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।

ওমরা কাফেলাঅক্টোবর2023ইং ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা । (আসা ২৪ শে অক্টোবর যাওয়া ৭ই নভেম্বর) আলহামদুলিল্লাহ প্রত্যেকেই...
29/10/2023

ওমরা কাফেলাঅক্টোবর2023ইং ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা । (আসা ২৪ শে অক্টোবর যাওয়া ৭ই নভেম্বর) আলহামদুলিল্লাহ প্রত্যেকেই সুন্দর ভাবে ওমরা সুসম্পন্ন করেছেন সকলেই খুশি আছেন আলহামদুলিল্লাহ।

27/10/2023

মক্কাতুল মোকাররমায় ব্যাপক বৃষ্টি হচ্ছে।

26/10/2023

Shout out to my newest followers! Excited to have you onboard!

MD Harichur Rahman, Nurul Islam, MD Sapon, Ahmed Tushar, Md Muin, Zakir Hossain, Rj Santo

25/10/2023
আলহামদুলিল্লাহ। সকল হাজী সাহেবদের নিয়ে মক্কার হোটেলে নিরাপদে আল্লাহ রাব্বুল আলামীন পৌছিয়েছেন। কাফেলা অক্টোবর ২০২৩ ইং
25/10/2023

আলহামদুলিল্লাহ। সকল হাজী সাহেবদের নিয়ে মক্কার হোটেলে নিরাপদে আল্লাহ রাব্বুল আলামীন পৌছিয়েছেন। কাফেলা অক্টোবর ২০২৩ ইং

🕋 ডিসেম্বর ২০২৩ইং তারিখের উমরাহ কাফেলার বুকিং চলছে 🕋👉 ১৪ দিনের সফর।✈ উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত:👉 তিন মাসের উমরাহ ভিস...
21/10/2023

🕋 ডিসেম্বর ২০২৩ইং তারিখের উমরাহ কাফেলার বুকিং চলছে 🕋
👉 ১৪ দিনের সফর।

✈ উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত:
👉 তিন মাসের উমরাহ ভিসা
👉 আসা যাওয়া এয়ার টিকেট।
👉 মক্কা-মদিনা হোটেল।
👉 তিন বেলা রুচি সম্মত বাংলা খাবার।
👉 ট্রান্সপোর্টঃ ইয়ারপোর্ট টু হোটেল (আসা যাওয়া)
👉 মক্কা ও মদীনার ঐতিহাসিক স্থানমূহে জিয়ারাহ
👉 অভিজ্ঞ মুয়াল্লিম ও মুফতি সাহেবের মাধ্যমে গাইড প্রদান।

ধন্যবাদান্তে-

“ফুয়ুজুল হারামাইন হজ্জ কাফেলা”
মুয়াল্লিম ও পরিচালকঃ
আলহজ্ব মাওলানা মুফতি মোঃ নাছরুল্লাহ বিন তৈয়্যেব
প্রতিষ্ঠাতা পরিচালকঃ দারুত তাকওয়া কমপ্লেক্স কাঠালিয়া, ঝালকাঠি।

ঠিকানাঃ
মীরেরহাট, পুটিয়াখালী, রাজাপুর, ঝালকাঠী, বরিশাল।
(মোল্লা ফাউন্ডেশন ওয়াক্ফ এস্টেট জামে মসজিদের পশ্চিম দিকে)
যোগাযোগ করুন: 01729-637834, 01303-832377

আসসালামু আলাইকুম। #বিসমিল্লাহির রহমানির রহিম। #একটু ধৈর্য নিয়ে পড়ুন উপকার হবেই হবে ইনশাআল্লাহ।সকল প্রশংসা একমাত্র মহান...
20/10/2023

আসসালামু আলাইকুম।
#বিসমিল্লাহির রহমানির রহিম।
#একটু ধৈর্য নিয়ে পড়ুন উপকার হবেই হবে ইনশাআল্লাহ।
সকল প্রশংসা একমাত্র মহান আল্লাহর জন্য, দরুদ ও সালাম নবীজি মুহাম্মদ সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ওপর।
সম্মানিত আল্লাহর ঘরের এবং নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রওজা শরীফের মেহমান বৃন্দ,
ফুয়ুজুল হারামাইন হজ্জ কাফেলা একটি ব্যতিক্রমী হজ্জ কাফেলা। স্বাভাবিকভাবে সাধারণত হজ্জ এবং ওমরা কাফেলার মুয়াল্লিমগন যে সকল সুযোগ সুবিধা দিয়ে থাকেন সেগুলো সকলের ক্ষেত্রে প্রায়ই সেইম।সেক্ষেত্রে আমাদের উদ্যোগ গুলো একটু ব্যতিক্রম এবং অ্যাডভান্স আলহামদুলিল্লাহ। যে সকল আনকমন, ব্যতিক্রমী আলাদা সুযোগগুলো আমাদের কাছে পাবেন সেগুলো হলঃ
#এক। মাসআলা জানার জন্য সার্বক্ষণিক একজন নির্ভরযোগ্য মুফতি সাহেব আপনারা পাবেন, যার কাছে যতবার ইচ্ছা, যা কিছু ইচ্ছা প্রশ্ন করে জানতে পারবেন। ইনশাআল্লাহ।
#দুই। প্রথম ওমরা করার পরে যারা দ্বিতীয় তৃতীয় বা আরো বেশি ওমরা করতে চান তাদের সাথে মুয়াল্লিম গন সাধারণত প্রথম ওমরার পরে যেতে চান না। আমরা সেক্ষেত্রে আপনাদের সাথে গিয়ে গিয়ে সহযোগিতা করবো ইনশাআল্লাহ। দেখা যায় অনেক মোয়াল্লিম এটা করতে চান না। বিরক্ত হন।
#তিন। মক্কা এবং মদিনা শরীফের গুরুত্বপূর্ণ জায়গা গুলো জিয়ারতের সময় অনেক মুয়াল্লিম এগুলোর রহস্য, হকিকত, ইতিহাস, তাৎপর্য ও গুরুত্ব সঠিকভাবে তুলে ধরতে ব্যর্থ হন। এক্ষেত্রে আমরা সম্পূর্ণ অগ্রগামী। আমরা প্রত্যেকটা জায়গার ইতিহাস, ঐতিহ্য, গুরুত্ব, গুরুত্বের সাথে তুলে ধরব ইনশাআল্লাহ।
#চার। অনেক মোয়াল্লিম ওমরার তাওয়াফ সাইর দোয়াগুলো অবহেলা করেন, পড়ার জন্য নিরুৎসাহিত করেন, বলেন এগুলো প্রয়োজন নেই, নিজে নিজে দোয়া করুন, আসলে নিজ দোয়ার সাথে কুরআন ও সুন্নাহর দোয়া গুলো পড়লে আরো বেশি ছওয়াব পূর্ণ হয়।আমরা নিজ দায়িত্বে দোয়াগুলো সহিহভাবে পড়িয়ে উমরাকে পরিপূর্ণ এবং বেশি সওয়াব পূর্ণ করার চেষ্টা করি।
#পাঁচ। দোয়া কবুলের জায়গা গুলোতে হাজীদের কে নিয়ে, জায়গার বিবরণ প্রদান-পূর্বক আন্তরিকভাবে কান্না বিজড়িত মোনাজাত করা হয়। যা অনেক মোয়াল্লিম কষ্টের জন্য এড়িয়ে যায়।
#ছয়। হাজিরা কোন জায়গায় কোন সমস্যায় পড়লে তাৎক্ষণিকভাবে আমরা সেটা সমাধান করার চেষ্টা করি।
#সাত।মুয়াল্লিম গন সাধারণত কেনাকাটার দায়িত্ব নিতে চান না আমরা হাজী সাহেবদেরকে সাথে নিয়ে যেহেতু তারা আরবী বুঝেন না, তাই হাজী সাহেবদেরকে সাথে নিয়ে দোকানে গিয়ে তাদের মন মত জিনিসগুলো ক্রয় করে দিতে সহযোগিতা করি।
#আট।অন্যান্য মুয়াল্লিমগণ সাধারণত একবার পথ চিনিয়ে দিয়ে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েন, আমরা প্রতি ওয়াক্ত নামাজে আমাদের সাথে করে নিয়ে যেতে চেষ্টা করি।
#নয়।সাধারণত মোয়াল্লিমগণ নিজের মাল সামানা নিজে বহন করেন অন্যদের মাল সামানা উঠিয়ে দেওয়া বা হেল্প করা একটু ধরা এগুলোর ব্যপারে অনেকেই ইতস্তত করেন।আমরা সে ক্ষেত্রে বিশেষ করে যারা অপারগ এবং মুরুব্বী তাদেরকে যথাসম্ভব সাহায্য করে থাকি।
#দশ। আমরা গ্রামের প্রত্যন্ত অঞ্চলের হাজিরা যারা অনেকে ঠিকমতো ঢাকা ও চেনেন না তাদেরকে তাদের আত্মীয়স্বজনের হাত থেকে রিসিভ করি এবং আবার তাদের আত্মীয়-স্বজনের হাতে পৌঁছে দেই। বাড়িতে পৌঁছা পর্যন্ত আমরা খবর রাখি।
#এগারো।তাছাড়া কমন সেবা গুলো যা সকলে দেয় তা তো আমরা দিচ্ছিই দেবোই ইনশাআল্লাহ।
#বার।অনেক মুয়াল্লিম তায়েফ, বদর, লোহিত সাগর, মাকবারাতু হাওয়া,ওয়াদিয়ে জিন ইত্যাদি জায়গায় যাওয়ার ব্যাপারে নিরুৎসাহিত করেন। আমরা নিরুৎসাহিত্য না করে বরং উৎসাহিত করি এবং যারা নিজের খরচে যেতে চায় তাদেরকে আমাদের সাথে করে নিয়ে যাই, যদিও সেক্ষেত্রে মোয়াল্লেমের খরচ তারা বহন করেন। কিন্তু আমরা তাদের সঙ্গ ছাড়া করি না।
#তের। হাজীদের সাথে চুক্তি হয়ে যাওয়ার পরও অনেক মোয়াল্লিম অনেক বাহানা দেখিয়ে হাজীদের কাছ থেকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে অতিরিক্ত অর্থ আদায় করেন। যেটা প্যাকেজের মধ্যে ছিল না। আমরা সেক্ষেত্রে কোন জায়গায় লস বহন করা লাগলেও হাজীদের থেকে নির্ধারিত প্যাকেজের বাইরে কিছুই আদায় করি না।
বিষয়গুলো প্রত্যেকটা গভীরভাবে ভাবুন এবং চিন্তা করুন যে কেন আপনি আমাদের সাথী হবেন? এবং কেন আপনি ফুয়ুজুল হারামাইন হজ কাফেলার সাথী হবেন? এবং কেন আপনি অন্যদেরকে এভোয়েড করবেন? এখন বিষয়টি সম্পূর্ণ আপনার বিবেকের উপরে। আল্লাহ যদি আপনার খেদমতের সুযোগ আমাদেরকে প্রদান করেন তাহলে নিজেদেরকে ধন্য বলে মনে করব। আল্লাহ রাব্বুল আলামীন যদি আপনার অর্থে আমার রিযিক রেখে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমি আপনাকে পেয়ে যাব।সর্বোপরি একটি স্বল্প খরচে, সুন্দর, সার্বিক নিয়ম কানুন পালন কর, আরামের সাথে, নির্ভরতার সাথে, নিরাপত্তার সাথে হজ্জ ও ওমরা করার জন্য আমাদের প্রতিষ্ঠান ফুয়ুজুল হারামাইন হজ কাফেলা আপনাকে হাতছানি দিয়ে ডাকছে। আশা করি আপনি আমাদের ডাকে সাড়া দিয়ে একটি সঠিক, সুন্দর, আরামদায়ক, হজ্জ অথবা ওমরা করবেন। আল্লাহ আপনাদেরকে কবুল করেন। আমিন। মেহেরবানী করে বার্তাটি শেয়ার করে দিন।
আপনাদের সুন্দর হজ্জ ও ওমরা কামনায়ঃ আলহাজ্ব হযরত মাওলানা মুফতি মোহাম্মদ নাছরুল্লাহ বিন তৈয়্যেব। মুয়াল্লিম ও পরিচালক, ফুয়ুজুল হারামাইন হজ্জ কাফেলা। কাঠালিয়া, ঝালকাঠি।
আমাদের পেইজ। ফুয়ুজুল হারামাইন হজ্জ কাফেলা।
মোবাইল নাম্বরঃ ০১৭২৯-৬৩৭৮৩৪ (whatsapp,imo এবং ডাইরেক্ট কল)

মদিনার স্মৃতিগুলো জাগে বারে বার কবে যাব আমি প্রিয় নবীজির দরবার।পবিত্র ভূমি মদিনার স্মৃতি 2022/2023ইং
18/10/2023

মদিনার স্মৃতিগুলো জাগে বারে বার
কবে যাব আমি প্রিয় নবীজির দরবার।
পবিত্র ভূমি মদিনার স্মৃতি 2022/2023ইং

আলহামদুলিল্লাহ। ডিসেম্বর  ২০২৩ ইং এর ওমরা কাফেলার সাথী ইনশাআল্লাহ ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান নিপু ভাই তার সহধর্মিনী এবং...
18/10/2023

আলহামদুলিল্লাহ। ডিসেম্বর ২০২৩ ইং এর ওমরা কাফেলার সাথী ইনশাআল্লাহ ডাঃ মোহাম্মদ মাহমুদুল হাসান নিপু ভাই তার সহধর্মিনী এবং একমাত্র ছেলে মুয়াজের জন্য এহরামের কাপড় নিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামীন কবুল করেন আমিন। জি,হ্যাঁ আপনারও যাওয়ার ইচ্ছা থাকলে মেহেরবানী করে অতিসত্বর যোগাযোগ করুন এই নাম্বারে।01729637834 হোয়াটসঅ্যাপ ইমুএবং ডাইরেক্ট কল।

Address

HAT PUTIAKHALI
Barishal
8410

Alerts

Be the first to know and let us send you an email when ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ফুয়ুজুল হারামাইন হজ্ব কাফেলা:

Videos

Share

Category