চল ঘুরি

চল ঘুরি আমরা ইকো-ফ্রেন্ডলি এডভেঞ্চারের অভিজ্ঞতা প্রদান করতে প্রতিশ্রুতিবদ্ধ, যা আমাদের প্রাকৃতিক বিস্ময়গুলো প্রদর্শন এবং একইসাথে টেকসই পর্যটনকেও প্রমোট করে।

ChalGhuri "চল ঘুরি" is travel planner Group in Barishal, Bangladesh. Our Dream to Explore World.

আরেকটি বনের খবর। বিস্তারিত পড়ে নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।‘‘সবুজের ভিড়ে হারানোর সময় সঙ্গী হয় পাতার শব্দ আর পাখির কিচ...
03/12/2024

আরেকটি বনের খবর। বিস্তারিত পড়ে নিলে সিদ্ধান্ত নিতে সুবিধা হবে।

‘‘সবুজের ভিড়ে হারানোর সময় সঙ্গী হয় পাতার শব্দ আর পাখির কিচির-মিচির। বনের যত গহীনে যাওয়া যায় ততই প্রবল হতে থাকে বিস্ময়কর কিছু খুঁজে পাওয়ার আকর্ষণ। কখনো তা দুর্লভ প্রজাতির কোনও গাছ বা অদ্ভূত কোনও বন্যপ্রাণী। কখনো কেবলই শান্ত স্নিগ্ধ সুন্দর সবুজ প্রকৃতি। বাংলাদেশের পাহাড়ি বনগুলোতে এ সবকিছুরই দেখা মেলে।

এ রকম একটি বনের গল্প শুনব আজ। শুকনো ও চিরহরিৎ যে-বনটি সুন্দরবনের পরেই বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম প্রাকৃতিক বনভূমি। একই সঙ্গে দেশের দ্বিতীয় বৃহত্তম বন্যপ্রাণী অভয়ারণ্য হিসেবেও স্বীকৃত এটি।

বনটির অবস্থান সিলেটের হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায়। ঢাকা থেকে সড়কপথে প্রায় ১৩০ কিলোমিটার দূরত্বে এই সংরক্ষিত বনাঞ্চলটির অবস্থান।

ভারতের ত্রিপুরা সীমান্ত সংলগ্ন সমগ্র অভয়ারণ্যটির আয়তন ১ হাজার ৭৯৫ দশমিক ৫৪ হেক্টর। হবিগঞ্জ বনবিভাগের কালেঙ্গা রেঞ্জের রেমা, কালেঙ্গা, ও ছনবাড়ী- এই তিনটি বিট পড়েছে অভয়ারণ্যের মধ্যে। অরণ্যের ভেতর দিয়ে ট্রেকিং পথে সিন্দুরখান ইউনিয়ন হয়ে পিচঢালা পথে শ্রীমঙ্গল পৌঁছা যায়।

বনে প্রবেশ করতেই স্বাগত জানাবে মনোরম একটি লেক। পাশেই সুউচ্চ ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো বনভূমি এক নজরে দেখে নেওয়া যায়।

এখানকার প্রধান আকর্ষণের মধ্যে রয়েছে শকুন দর্শন। বনভূমিটি শকুনের নিরাপদ অভয়ারণ্য হিসেবে জাতীয়ভাবে স্বীকৃত।

এই অভয়ারণ্যে ৬৩৮ প্রজাতির উদ্ভিদ, ৩৭ প্রজাতির স্তন্যপায়ী প্রাণী, ৭ প্রজাতির উভচর প্রাণী, ১৮ প্রজাতির সরীসৃপ, এবং ১৬৭ প্রজাতির পাখি। পাখি প্রেমিদের জন্য এই অভয়ারণ্য সর্বোত্তম জায়গা। তবে একসঙ্গে অনেক পাখির দেখা পাওয়ার জন্য খুব ভোরে বনের ভেতর ঢুকতে হয়। এগুলোর মধ্যে রয়েছে পাহাড়ি ময়না, ভিমরাজ, কাও ধনেশ, ফোটা কান্টি সাতভারলা, শালিক, শ্যামা, শামুক খাওরি, ও টুনটুনিসহ আরও দুর্লভ প্রজাতির পাখি।

এই বনে ৩ প্রজাতির বানরের দেখা মেলে। এগুলো হলো- লাল বানর, নিশাচর লজ্জাবতী বানর, এবং উল্টোলেজি বানর। কাঠবিড়ালী আছে ৫ প্রজাতির, যেগুলোর মধ্যে বিরল প্রজাতির মালয়ান বড় কাঠবিড়ালি শুধুমাত্র এখানেই পাওয়া যায়। সাপের মধ্যে দেখা যায় দুধরাজ, কোবরা, দাঁড়াশ, এবং লাউডগা।

ট্রেকিং-এর জন্য রয়েছে ৩টি ট্রেইল। এই পথে দেখা হয়ে যেতে পারে পাহাড়ি জনগোষ্ঠীর সাথে। এখানে মোট চারটি পাহাড়ি জনগোষ্ঠীর বসবাস- ত্রিপুরা, সাঁওতাল, উড়ং এবং তেলুগু।

এখানে ভ্রমণের সেরা সময় কখন : ডিসেম্বর থেকে ফেব্রুয়ারির যেকোনো দিন এখানে ঘুরে আসা যেতে পারে। এই বনভূমিতে বৃষ্টির মৌসুম বাদে বছরের যে কোনও সময়েই ঘুরতে যাওয়া যায়। বর্ষায় ৩টি ট্রেইলের ২টিই চলাচলের একদম অযোগ্য হয়ে পড়ে। তাই এই অভয়ারণ্য ভ্রমণের সেরা সময় হচ্ছে পুরো শীতকাল আর বসন্তের শুরুর সময়টা। ’’

চল ঘুরি - এর শীঘ্রই ক্যাম্পিং হবে এই বনে; রেমা-কালেঙ্গা ও ছনবাড়ীর বনে। যাবেন?

জরুরি জ্ঞাতব্য :
- কোনোভাবেই উচ্চস্বরে গান বাজানো বা শব্দদূষণ হয় এমন কোনো কাজ করা যাবে না
- যেখানে-সেখানে পলিথিন, খাবারের উচ্ছিষ্ট, প্যাকেট ও পানির বোতল ফেলা যাবে না
-ফানুস ওড়ানো যাবে না
-বনের ভেতর আগুন ধরানো যাবে না
- স্থানীয় অধিবাসীদের সংস্কৃতি ও জীবনাচরণের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করতে হবে।

02/12/2024

জন্মে যে জন পাপ করে নাই ভাগী নয় সে করুণার

ভ্রমণ সবসময় আনন্দেরই হয় 😀সেই আনন্দ থেকেই কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়ে থাকে 🥰আচ্ছা স্মৃতি তো মনে করিয়ে দি...
02/12/2024

ভ্রমণ সবসময় আনন্দেরই হয় 😀
সেই আনন্দ থেকেই কিছু সুন্দর মুহূর্ত ক্যামেরায় বন্দী হয়ে থাকে 🥰
আচ্ছা স্মৃতি তো মনে করিয়ে দিলাম, বলেন তো কোন দিন আমরা এখানে গিয়েছিলাম!!! 🤣

স্থানের নাম ছিল: মৌডুবি জাহাজ মারা | রাঙ্গাবালী উপজেলা

কলাপাড়া উপজেলার, পাখি মারা, আন্ধার মানিক নদীর তীরের স্মৃতি 💖💖💖 ভ্রমণ শুধু মনের আনন্দের খোরাকি না, অনেক নতুন মানুষের সাথ...
01/12/2024

কলাপাড়া উপজেলার, পাখি মারা, আন্ধার মানিক নদীর তীরের স্মৃতি 💖💖💖 ভ্রমণ শুধু মনের আনন্দের খোরাকি না, অনেক নতুন মানুষের সাথে সম্পর্ক তৈরি হয়, এই ট্যুরটি ছিল তেমনি একটি মেমোরাবল ট্যুর। আমাদের এই (ক্যাম্প ফায়ার) ট্যুরে যারা অংশগ্রহণ করেছিলেন সবার সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করছি, ইনশাল্লাহ দেখা হবে আগামী ১২~১৪ ডিসেম্বরে তারুয়া সি বিচে (ঢাল চরে)

01/12/2024

চল ঘুরি | গঙ্গামতি ক্যাম্পায়ার

দেশের জনপ্রিয় ১০ ক্যাম্পিং সাইট --শীত তাঁবুবাসের আদর্শ সময়। তাঁবু নিয়ে এ সময় নতুন কোনো গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েন রোম...
30/11/2024

দেশের জনপ্রিয় ১০ ক্যাম্পিং সাইট --

শীত তাঁবুবাসের আদর্শ সময়। তাঁবু নিয়ে এ সময় নতুন কোনো গন্তব্যের উদ্দেশে বেরিয়ে পড়েন রোমাঞ্চপ্রিয় মানুষ। আপনিও বেরিয়ে পড়তে পারেন—একা কিংবা সদলবলে। নিজের তাঁবুবাসের সরঞ্জাম না থাকলে খুঁজে নিতে পারেন ক্যাম্পিং সাইট। তবে ক্যাম্পিংয়ের আগে নিরাপত্তা, অবস্থান, প্রাকৃতিক সৌন্দর্যের বিষয়টি বিবেচনায় নিন।

এই সময়ের জনপ্রিয় ১০ ক্যাম্পিং সাইটের খোঁজ পাবেন এই লেখায়।

মারায়ন তং, বান্দরবান
মিরিঞ্জা রেঞ্জের পাহাড়টির নাম মারায়ন তং। প্রকৃতিপূজারিদের কাছে তাঁবুবাসের জন্য বান্দরবানের আলী কদমের এই পাহাড়চূড়া দারুণ জনপ্রিয়। চূড়ায় দাঁড়িয়ে যত দূর চোখ যায়, শুধু সবুজে মোড়া পাহাড়। সকালে মুগ্ধ করে সাদা ফিনফিনে মেঘে ঢেকে থাকা দূরের পাহাড়। এখান থেকে সূর্যোদয় দেখার অভিজ্ঞতা অনন্য। সূর্য উঠতেই সোনালি আলোয় ভেসে যায় পুরো উপত্যকা। বেলা বাড়ে, ক্ষণে ক্ষণে বদলায় পাহাড়ি প্রকৃতির রূপ।

চর কুকরি-মুকরি, ভোলা
নামের সঙ্গে চর লেপটে গেলেও কুকরি-মুকরি আসলে একটি দ্বীপ। ভোলার চরফ্যাশনের এই দ্বীপ বঙ্গোপসাগরের কোল ঘেঁষে মেঘনা ও তেঁতুলিয়া নদীর মোহনায় জেগে আছে। চর কুকরি-মুকরির ঘন জঙ্গল আর শ্বাসমূলীয় বৃক্ষরাজি দেখে মনে হবে সুন্দরবনের গভীরে ঢুকে পড়েছেন। জঙ্গল আর জলরাশি সহজেই ভুলিয়ে দেয় শহুরে জীবনের জটিলতা। আর রাতের নিস্তব্ধতায় তারাভরা আকাশপানে চেয়ে কাটিয়ে দেওয়া যায় ঘণ্টার পর ঘণ্টা।

সোনাদিয়া দ্বীপ, কক্সবাজার
কক্সবাজার সমুদ্রসৈকত ভ্রামণিকদের পছন্দের তালিকার শীর্ষে। তবে যাঁরা জনারণ্য পছন্দ করেন না, তাঁদের জন্য আছে সোনাদিয়া সমুদ্রসৈকত। মহেশখালীর সোনাদিয়ায় সমুদ্রের গর্জন ছাড়া কিছু নেই। এখানকার সৈকতে তাঁবুতে থাকা রাতটি হতে পারে আপনার জীবনের শ্রেষ্ঠ মুহূর্তের একটি। আর যদি রাতটি হয় চাঁদনি, তাহলে তো কথাই নেই! সকালে সূর্যোদয়ের সোনালি আলো গায়ে মেখে সৈকতে খালি পায়ে বেরিয়ে পড়তে পারেন। লাল কাঁকড়ার সঙ্গে লুকোচুরি খেলাটা বেশ জমে ওঠে এ সময়। আর ঝাউবনে হ্যামক টানিয়ে দোল খেতে খেতে কাটিয়ে দিতে পারবেন অখণ্ড অবসর।

রেমা-কালেঙ্গা, হবিগঞ্জ
কোথায় যেন পড়েছিলাম, বন দেখতে হয় রাতে। রাতের গভীরতার সঙ্গে নাকি তার পরিবেশ ও সৌন্দর্য পরিবর্তিত হতে থাকে। আমি বলি, অরণ্যকে যদি হৃদয় দিয়ে অনুভব করতে চান, তাঁবু নিয়ে হাজির হতে পারেন রেমা-কালেঙ্গা অভয়ারণ্যে। রাতে এখানে নিবিড় নৈঃশব্দ্য এসে ভর করে। জঙ্গলের ঝিঁঝিপোকার দল মহোৎসাহে ক্লান্তিহীন ডাকতে থাকে। তবে সেই শব্দ বনের পরিবেশের সঙ্গে অবলীলায় মিশে যায়। রেমা-কালেঙ্গা অভয়ারণ্য হবিগঞ্জ জেলার চুনারুঘাট উপজেলায় অবস্থিত।

মনপুরা, ভোলা
সাইক্লিং ও ক্যাম্পিংয়ের আদর্শ জায়গা মনপুরা। ভোলার দ্বীপ উপজেলাটির তিন দিকে মেঘনা আর এক দিকে বঙ্গোপসাগর। মনপুরা যেতে খুব একটা বেগও পেতে হয় না। সদরঘাট থেকে বেতুয়া বা হাতিয়াগামী যেকোনো লঞ্চে উঠলেই সূর্য ওঠার আগে মনপুরায় পৌঁছে দেবে। এই দ্বীপের আকর্ষণীয় বিষয়গুলোর মধ্যে অন্যতম হলো মাইলের পর মাইল সবুজ ম্যানগ্রোভ বন। বনের চারপাশ ঘিরে আছে নদী। নদীপাড়ে তাঁবু ফেলে কাটিয়ে দেওয়া যায় একটি আনন্দময় রাত। এ ছাড়া সাকুচিয়া সমুদ্রসৈকত, উপজেলা পরিষদের ৫ দিঘি, চৌধুরী ফিশারিজ প্রজেক্ট, মনপুরা ল্যান্ডিং স্টেশনও এখানকার বেশ জনপ্রিয় স্থান।

তেঁতুলিয়া, পঞ্চগড়
কনকনে শীত উপভোগ করতে মহানন্দার পাড়ে তাঁবু নিয়ে হাজির হন পর্যটকেরা। অনুমতি নিয়ে কেউ কেউ আবার চা–বাগানে তাঁবু ফেলেন। কাঞ্চনজঙ্ঘার রূপ দর্শনের সুযোগ মেলে বলে পঞ্চগড়ের তেঁতুলিয়া ক্যাম্পারদের কাছে খুবই জনপ্রিয়।

হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্য, চট্টগ্রাম
হাজারিখিল বন্য প্রাণী অভয়ারণ্যের অবস্থান চট্টগ্রামের ফটিকছড়ি, তবে সীতাকুণ্ড শহরে নেমেও সহজে যাওয়া যায়। অভয়ারণ্য হলেও জায়গাটায় জনসমাগম অনেক কম। শান্ত, নিরিবিলি, পরিচ্ছন্ন বনে যাঁরা ক্যাম্পিং করতে চান, তাঁদের জন্য সেরা জায়গা হতে পারে হাজারিখিল। ক্যাম্পিংয়ের জন্য যা যা প্রয়োজন, সবকিছু সেখানেই পাবেন।

নিঝুম দ্বীপ, নোয়াখালী
বঙ্গোপসাগরের বুকে মেঘনা নদীর মোহনায় জেগে আছে নিঝুম দ্বীপ। হাতিয়ার মূল ভূখণ্ড থেকে আলাদা এই দ্বীপ সরকারঘোষিত জাতীয় উদ্যান। এই উদ্যানে ছেড়ে দেওয়া হয়েছিল চিত্রা হরিণ, যারা এখন পালে পালে চরে বেড়ায়। শীতের সময় আসে পরিযায়ী পাখির ঝাঁক। সৈকত বা জঙ্গলের কাছে তাঁবু ফেলতে পারেন। তাঁবুর ব্যবস্থা করে বন বিভাগও। আগে থেকে যোগাযোগ করে গেলে ভাড়ায় নেওয়া তাঁবুতে কাটিয়ে আসতে পারেন দুই রাত।

সোনার চর, পটুয়াখালী
পটুয়াখালীর রাঙ্গাবালীর সোনার চর। বুড়াগৌরাঙ্গ নদের মোহনায় বঙ্গোপসাগরের দ্বীপটি। এখান থেকে সূর্যোদয় ও সূর্যাস্ত—দুটোই দেখা যায়। হালে দ্বীপটি ক্যাম্পারদের কাছে জনপ্রিয় উঠছে। যাতায়াত কিছুটা দুর্গম হওয়ায় মানুষের আনাগোনা অনেকটাই কম। জেলেদের মাছ ধরা, সমুদ্রসৈকত ও ম্যানগ্রোভ বন আপনাকে মোহিত করে রাখবে। তবে মনে রাখবেন, এখানে শিয়ালের দৌরাত্ম্য বেশ, দল বেঁধে এরা মহিষকেও তাড়া করে। ২০১১ সালে সোনার চরকে বন্য প্রাণী অভয়ারণ্য ঘোষণা হয়।

কাপ্তাই, রাঙামাটি
কর্ণফুলী নদীর তীর, লেকের পাড়, সুউচ্চ পাহাড়ের পাদদেশ—কাপ্তাইয়ের যেখানেই তাঁবু ফেলা হয়, সেটাই যেন হয়ে ওঠে মনের মতো ক্যাম্পিং সাইট। শীতের সকালে তাঁবুর ফাঁক গলে কুয়াশার চাদরে মোড়ানো লেকের সৌন্দর্য নিয়ে যায় স্বপ্নলোকে। অরণ্যের নির্জনতা এখানে নেই, নেই শব্দের অযাচিত বৈরিতা। তাই তো অনেক বাণিজ্যিক ক্যাম্পিং সাইটও গড়ে উঠেছে কাপ্তাইয়ে। তাঁবুযাপনের পাশাপাশি ঝাঁপিয়ে পড়তে পারেন লেকের পানিতে, কায়াক নিয়ে বেড়াতে পারেন লেকের স্বচ্ছ জলে।

তারুয়া সমুদ্র সৈকত: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অভিজ্ঞতা! ️ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত এই সৈকতে এসে নিজেকে হারি...
29/11/2024

তারুয়া সমুদ্র সৈকত: প্রকৃতির অপরূপ সৌন্দর্যের অভিজ্ঞতা! ️ ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত এই সৈকতে এসে নিজেকে হারিয়ে ফেলুন প্রকৃতির কোলে। বিশাল সমুদ্রের বিস্তার, সবুজ ম্যানগ্রোভ বন, আর শান্ত পরিবেশ মিলে মিশে তৈরি করেছে এক অপরূপ সৌন্দর্য। নৌকা ভ্রমণ করে নতুন এক অভিজ্ঞতা উপভোগ করুন। ‍♂️️

#তারুয়াসৈকত #ভোলা #বাংলাদেশ #সমুদ্রসৈকত #প্রকৃতি #ভ্রমণ #বাংলাদেশপর্যটন

https://youtu.be/CpJ9oJYTkzs?si=hIqv_H9LVcd4kQVo
28/11/2024

https://youtu.be/CpJ9oJYTkzs?si=hIqv_H9LVcd4kQVo

Camp Fire | শীতের ভ্রমণ: চলঘুরি ইকো ট্যুরিজম, তাঁবু ট্যুরের মজা | ক্যাম্প ফায়ার অভিজ্ঞতা! | Vlogg 02শীতের ভ্রমণের রোমাঞ্চ নিয়....

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য -তারুয়া সমুদ্র সৈকত। (ঢালচর ) 📣📣আমরাই সর্বপ্রথম বরিশাল থেকে বড় বোটে সরাসরি যাচ্ছি ত...
26/11/2024

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য -তারুয়া সমুদ্র সৈকত। (ঢালচর ) 📣📣
আমরাই সর্বপ্রথম বরিশাল থেকে বড় বোটে সরাসরি যাচ্ছি তারুয়া সি বিচে।

ব্যস্তময় জীবনের একঘেয়েমি থেকে অবকাশ যাপনের ইচ্ছায় ঘুরে আসার মতো একটি স্থান তারুয়া সমুদ্র সৈকত। উত্তাল ঢেউয়ের গর্জন, কেওড়ার শ্বাসমূল, নির্মল বাতাস, সমুদ্রের তাজা মাছ দেখে যেকেউ প্রেমে পড়ে যাবে। প্রকৃতি প্রেমিরা ঘুরে এলেও মন রয়ে যাবে সেখানেই।
চন্দ্রালোকে বড় বোটে রাত যাপন, তাবুতে রাত্রী যাপন, চাদের আলোতে প্রকৃতির মাঝে, কোলাহল মুক্ত পরিবেশে সময় কাটানো, ক্যাম্প-ফায়ারের আনন্দ, মজা মাস্তি আড্ডা কি থাকবে না।
➡আমাদের ২ দিন ৩ রাতের ট্যুর
➡বরিশাল থেকে যাত্রা শুরু: ১২ ডিসেম্বর- রাত ১১:৪৫টা
➡বরিশালে উদ্দেশ্যে যাত্রা শুরু : ১৪ ডিসেম্বর - বিকেল ৪:০০টা।

এই ট্যুর টি সম্পুর্ন ব্যাচেলর ট্যুর, তাই কোন কাপল এলাউড না।

তারুয়া সমুদ্র সৈকতে 2 দিনের অ্যাডভেঞ্চার! ️
সময় :
১২-১৪ ডিসেম্বর (৩ রাত)
কোথায় থেকে আমাদের যাত্রা শুরু হবে : বরিশাল।

কেন যেতে চাই :
* চাঁদের আলোয় বোটে রাত কাটানো।
* তাবুতে শিবির।
* ক্যাম্পফায়ার আর আড্ডা।
* প্রকৃতির কোলে মন খুলে সময় কাটানো মিস করবো না।
* সম্পূর্ণ ব্যাচেলর ট্যুর।
* কোলাহলমুক্ত পরিবেশ।
* নতুন বন্ধু বানানোর সুযোগ।

জয়েন করুন আমাদের সাথে এই অবিস্মরণীয় অভিজ্ঞতায়!

বিঃদ্রঃ: সীট সীমিত। দ্রুত যোগাযোগ করুন।

তারুয়া বিচ:
ঢালচর বাংলাদেশের ভোলা জেলার অন্তর্গত চরফ্যাশন উপজেলার একটি ইউনিয়ন। এটি মেঘনা নদীর মোহনায় অবস্থিত সর্বশেষ দ্বীপ যেখানে মানুষের বসতি রয়েছে।
ঢালচরের অন্যতম দর্শনীয় স্থান তারুয়া সমুদ্র সৈকত ও ভাষানচর বা পূবের চর
*তারুয়া সমুদ্র সৈকত* বাংলাদেশের ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় অবস্থিত একটি সমুদ্র সৈকত। জেলা সদর থেকে দেড়শ কিলোমিটার দূরে তারুয়া সমুদ্র সৈকতের অবস্থান। একশত পয়ত্রিশ কিলোমিটার পাকা সড়কের পর পনের কিলোমিটার নৌ-পথ পেরিয়ে সেখানে যেতে হয়।
তারুয়া সমুদ্র সৈকতে পর্যটকরা একই সঙ্গে উপভোগ করতে পারেন বিশাল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি, নানা ধরনের পাখিদের কল-কাকলি, বালুকাময় মরুপথ আর ম্যানগ্রোভ বনাঞ্চলের ছায়াঘন মনকাড়া নিবিঢ় পরিবেশে সময় কাটানোর সুযোগ, বৈচিত্রময় প্রাণী আর সাগরের উত্তাল গর্জন। প্রকৃতি যেন নিজ হাতে দ্বীপটিকে সাজিয়ে তুলেছে।
বর্তমানে তারুয়া দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে পরিচিতি পেয়েছে।

ঢালচর থেকে পূর্ব দিকে অবস্থিত অন্য আরেকটি দর্শনীয় স্থান হল *ভাষানচর বা পূবের চর* সমুদ্র সৈকতে পর্যটকরা একই সঙ্গে উপভোগ করতে পারেন বিশাল সমুদ্রের বিস্তীর্ণ জলরাশি, নানা ধরনের পাখিদের কল-কাকলি, বালুকাময় মরুপথ আর ম্যানগ্রোভ বনাঞ্চলের ছায়াঘন মনকাড়া নিবিঢ় পরিবেশে সময় কাটানোর সুযোগ, বৈচিত্রময় প্রাণী আর সাগরের উত্তাল গর্জন।

প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের সঙ্গী হতে পারেন

আমাদের সাথে যোগাযোগের ঠিকানা এবং নম্বর :
🏢বরিশাল অফিসঃ নুর প্লাজা, ২য় তলা, বনমালি গাংগুলি ছাত্রী নিবাসের পাশের বিল্ডিং, বি.এম কলেজ রোড, নতুন বাজার, বরিশাল।

বুকিং সম্পর্কে যে কোন প্রয়োজনে যোগাযোগ:
ইমরান: 01671501526 (bKash/Nagad)
শাহেদ: 01756966766 (bKash/Nagad)

#তারুয়া #সমুদ্রসৈকত #অ্যাডভেঞ্চার #ব্যাচেলরট্যুর #প্রকৃতি

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য পাখিমারা ক্যাম্পিং (আগুনমুখা নদীর তীরে ) 📣📣প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের সঙ্গী হতে...
21/10/2024

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য পাখিমারা ক্যাম্পিং (আগুনমুখা নদীর তীরে ) 📣📣

প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের সঙ্গী হতে পারেন

➡আমাদের ১ দিন ১ রাতের ট্যুর
➡বরিশাল থেকে যাত্রা শুরু: ২৫ অক্টোবর- সকাল ৬:০০টা
➡পাখিমারা থেকে যাত্রা শুরু: ২৬ অক্টোবর- সকাল ৯ :০০টা

🍛খাবার মেন্যুঃ
✅প্রথম দিনঃ
🔹ব্রেকফাস্টঃ পরোটা, ডাল-ভাজি, ডিম, বিশুদ্ধ পানি।

🔹দুপুর- সাদা ভাত, নদীর মাছ, মিক্সড সবজি, ভর্তা, ডাল, বিশুদ্ধ পানি।

🔹রাত- সাদা ভাত, মুরগির মাংস, মিক্সড সবজি, ডাল, বিশুদ্ধ পানি।

✅দ্বিতীয় দিনঃ
🔹ব্রেকফাস্টঃ পরোটা, ডাল-ভাজি, ডিম, বিশুদ্ধ পানি।

🔹বিশেষ দ্রষ্টব্যঃ প্রাপ্যতার উপর নির্ভর করে খাবার মেনু আংশিক পরিবর্তন হতে পারে।

🔹সাথে অন্তর্ভুক্ত:
* আসা-যাওয়া বাইকের ফুয়েল।
* সমস্ত রকম টোল।

প্যাকেজ প্রাইস: ১৫০০/- (প্রতিজন)

➡বুকিং পলিসিঃ বুকিং এর জন্য সরাসরি বরিশাল অফিসে এসে অথবা বিকাশ, নগদ অথবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ৫০% টাকা অগ্রিম প্রদান করতে হবে।

➡বুকিং ক্যান্সেলেশন পলিসি:
√ বুকিং মানি অফেরতযোগ্য। তবে নূন্যতম ৭ দিন পূর্বে ট্রিপের ডেট পরিবর্তন করতে পারবেন।

√ প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে ট্রিপ বাতিল হলে ট্রিপের তারিখ রি-সিডিউল করা হবে।

➡শর্ত সমূহঃ
১. এই ট্যুর টি সম্পুর্ন ব্যাচেলর ট্যুর, তাই কোন কাপল এলাউড না।

২. যেহেতু ক্যাম্পিং ট্যুর তাই তাবুতে রাত্রী যাপন করতে হবে তাই তাবুর ব্যাপারে কোন এলার্জি থাকলে বুকিং না করার অনুরোধ রইল।

৩. ধুমপান ব্যাতিত কোন প্রকার মাদক বহন বা সেবন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

৪. এই ট্যুর টি সম্পুর্ন বাইক/ মোটরসাইকেল ট্যুর।

৫. যেকোন প্রতিকুল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার মানুষীক ও শারীরিক সক্ষমতা থাকলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন।

৬. যেহেতু আমরা একটা রুর‍্যাল এড়িয়াতে যাব, তাই সমস্ত নাগরিক সুবিধা এভেইলেভেল নাও থাকতে পারে, বুকিং এর আগে এটা বিবেচনায় নিবেন।

প্যাকেজে অন্তর্ভুক্ত নয়-
➡️কোন রকম ব্যক্তিগত খরচ
➡️ আমাদের ঘোষণার বাহিরে যেকোন খাবার(চা/নাস্তা) বিল।

সাথে যা নেওয়া প্রয়োজনঃ
★ বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা বা রেইনকোট।

★ রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।

★ কম্ফোর্ট ভাবে পথে হাটার জন্য কেডস।

★ টুথপেষ্ট, টুথব্রাশ, তোয়ালে, স্লিপার।

★ জরুরী ঔষধ পত্র।

বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ

১। একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।

২। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে।

৩। ভ্রমণ সুন্দর ভাবে পরিচালনা সাপেক্ষে সবার কাছে সর্বাত্মক সহায়তা আমাদের একান্ত কাম্য।

৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।

৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যা আমরা সকলে মিলেই ঠিক করব।

৬। সম্মান হানী হয় এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না।

*চলঘুরির পক্ষ থেকে প্রিমিয়াম কোয়ালিটির পোলো টি-শার্ট ফ্রী*

*বিশেষ দ্রষ্টব্যঃ আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন*

🏢বরিশাল অফিসঃ নুর প্লাজা, ২য় তলা, বনমালি গাংগুলি ছাত্রী নিবাসের পাশের বিল্ডিং, বি.এম কলেজ রোড, নতুন বাজার, বরিশাল।

বুকিং সম্পর্কে যে কোন প্রয়োজনে যোগাযোগ:
ইমরান: 01671501526 (bKash/Nagad)
শাহেদ: 01756966766 (bKash/Nagad)

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য সুরঞ্জনা ইকোপার্ক এন্ড রিসোর্ট📣📣প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের সঙ্গী হতে পারেন ➡আমা...
01/10/2024

📣📣ইনশাআল্লাহ চল ঘুরির এবারের গন্তব্য সুরঞ্জনা ইকোপার্ক এন্ড রিসোর্ট📣📣

প্রকৃতির সান্নিধ্য পেতে আমাদের সঙ্গী হতে পারেন

➡আমাদের ২ দিন ১ রাতের ট্যুর
➡বরিশাল থেকে যাত্রা শুরু: ১১ অক্টোবর- সকাল ৯:০০টা
➡বরগুনা থেকে যাত্রা শুরু: ১২ অক্টোবর- বিকেল ৪:০০টা

🍛খাবার মেন্যুঃ

✅প্রথম দিনঃ
🔹দুপুর- সাদা ভাত, নদীর মাছ, মিক্সড সবজি, ভর্তা, ডাল, বিশুদ্ধ পানি।

🔹রাত- সাদা ভাত, মুরগির মাংস, মিক্সড সবজি, ডাল, বিশুদ্ধ পানি।

✅দ্বিতীয় দিনঃ
🔹ব্রেকফাস্টঃ পরোটা, ডাল-ভাজি, ডিম, বিশুদ্ধ পানি।

🔹দুপুর- সাদা ভাত, খাসির মাংস, মিক্সড সবজি, ভর্তা, ডাল, বিশুদ্ধ পানি।

🔹বিশেষ দ্রষ্টব্যঃ প্রাপ্যতার উপর নির্ভর করে খাবার মেনু আংশিক পরিবর্তন হতে পারে।

🔹সাথে অন্তর্ভুক্ত:
* আসা-যাওয়া বাইকের ফুয়েল।
* সমস্ত রকম টোল।
* রিসোর্ট এ এন্ট্রি।
*
*প্যাকেজ প্রাইস: ২৫৫০/- (প্রতিজন)*

➡বুকিং পলিসিঃ বুকিং এর জন্য সরাসরি বরিশাল অফিসে এসে অথবা বিকাশ, নগদ অথবা ব্যাংক একাউন্ট এর মাধ্যমে ৫০% টাকা অগ্রিম প্রদান করতে হবে।

➡বুকিং ক্যান্সেলেশন পলিসি:
√ বুকিং মানি অফেরতযোগ্য। তবে নূন্যতম ৭ দিন পূর্বে ট্রিপের ডেট পরিবর্তন করতে পারবেন।

√ প্রাকৃতিক বা রাজনৈতিক কারণে ট্রিপ বাতিল হলে ট্রিপের তারিখ রি-সিডিউল করা হবে।

➡শর্ত সমূহঃ
১. এই ট্যুর টি সম্পুর্ন ব্যাচেলর ট্যুর, তাই কোন কাপল এলাউড না।
২. ধুমপান ব্যাতিত কোন প্রকার মাদক বহন বা সেবন করলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
3. এই ট্যুর টি সম্পুর্ন বাইক/ মোটরসাইকেল ট্যুর।
4. যেকোন প্রতিকুল পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নেয়ার মানুষীক ও শারীরিক সক্ষমতা থাকলে আমাদের সাথে অংশগ্রহণ করতে পারেন।
5. যেহেতু আমরা একটা রুর‍্যাল এড়িয়াতে যাব, তাই সমস্ত নাগরিক সুবিধা এভেইলেভেল নাও থাকতে পারে, বুকিং এর আগে এটা বিবেচনায় নিবেন।

প্যাকেজে অন্তর্ভুক্ত নয়-
➡️কোন রকম ব্যক্তিগত খরচ
➡️ আমাদের ঘোষণার বাহিরে যেকোন খাবার(চা/নাস্তা) বিল।

সাথে যা নেওয়া প্রয়োজনঃ
★ বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা বা রেইনকোট।
★ রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
★ কম্ফোর্ট ভাবে পথে হাটার জন্য কেডস।
★ টুথপেষ্ট, টুথব্রাশ, তোয়ালে, স্লিপার।
★ জরুরী ঔষধ পত্র।

বিশেষভাবে লক্ষ্যনীয়ঃ
১। একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।

২। ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেদের মধ্যে আলোচনা করে সমাধান করতে হবে।

৩। ভ্রমণ সুন্দর ভাবে পরিচালনা সাপেক্ষে সবার কাছে সর্বাত্মক সহায়তা আমাদের একান্ত কাম্য।

৪। আমরা শালীনতার মধ্য থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।

৫। অবস্থার পরিপ্রেক্ষিতে যে কোন সময় সিদ্ধান্ত বদলাতে পারে, যা আমরা সকলে মিলেই ঠিক করব।

৬। সম্মান হানী হয় এমন কোন কাজে লিপ্ত হওয়া যাবে না।

**বিশেষ দ্রষ্টব্য দিয়ে যে আসন সংখ্যা সীমিত আগে আসলে আগে পাবেন**

🏢বরিশাল অফিসঃ নুর প্লাজা, ২য় তলা, বনমালি গাংগুলি ছাত্রী নিবাসের পাশের বিল্ডিং, বি.এম কলেজ রোড, নতুন বাজার, বরিশাল।

বুকিং সম্পর্কে যে কোন প্রয়োজনে যোগাযোগ:
ইমরান: 01671501526 (bKash/Nagad)
শাহেদ: 01756966766 (bKash/Nagad)

ভ্রমণ পিপাসুদের জীবন হচ্ছে ঘাস ফড়িং এর মত। নির্মলতা এবং স্নিগ্ধতায় ঘেরা। আপনি নির্মলেন্দু গুণের বই পড়ে নির্মল হতে পারবেন...
30/09/2024

ভ্রমণ পিপাসুদের জীবন হচ্ছে ঘাস ফড়িং এর মত।
নির্মলতা এবং স্নিগ্ধতায় ঘেরা। আপনি নির্মলেন্দু গুণের বই পড়ে নির্মল হতে পারবেন না, নির্মল হওয়ার চেষ্টা করবেন কিন্তু ভ্রমণ সরাসরি আপনাকে নির্মল করে দিবে। নতুন মানুষ, নতুন সংস্কৃতি, নতুন দৃষ্টিভঙ্গি মানে হচ্ছে আপনি যখন জীবন ধারণের সম্পূর্ণ একটা লাইফ সাইকেল দেখবেন প্রকৃতির রূপ সহকারে, নিশ্চিত থাকুন এটা আপনার মেধাকে নতুন ভাবে ভাবতে শেখাবে। সেই সাথে মনের জটলাটাও হালকা হবে।

ভ্রমণ মানুষকে আত্মবিশ্বাসী করে। – হযরত যাকারিয়া (রা.)

আমি জীবনে অসংখ্য বার ভ্রমণ করেছি। ভ্রমণের বিষয়ে আমাকে এগ্রেসিভ বলা চলে। টেকনাফ থেকে তেঁতুলিয়া ঘুরে বেড়িয়েছি। আমাদের সংস্কৃতি, আমাদের মানুষ এবং আমাদের প্রকৃতির সুন্দরটা দেখা সবার আগে ফরজ। আমি কখনোই ব্লগ করিনি। আমার কাছের অনেকেই খুব মোটিভেট করতো ব্লগের জন্য। আমি ভ্রমণ করি নিজেকে খুজে পেতে, আনন্দ পেতে এবং নিজের মেন্টাল স্পিড বাড়াতে। ব্লগ করাটা মোটেও আমার ইচ্ছা বা নেশা না।সেলিব্রিটি টাইপ কিছু হতে পারাটা কখনোই স্বার্থকতা না, স্বার্থকতা হচ্ছে আমাকে যা আনন্দ দিবে তা করতে পারাটা। কারণ জীবনের মূহুর্ত গুলো কখনোই ফিরে আসবে না এবং জীবন হচ্ছে এক কাপ চায়ের মত।

ভ্রমণ আপনাকে টাকা দিবে না, তবে আপনার মনকে প্রফিট দিবে। জীবনের একচুয়াল প্রফিট যা বেচে থাকার আনন্দ।জীবন নামের টঙে এক কাপ চা শেষ হয়ার আগেই নিজেকে একবার কাছ থেকে শুনুন,দেখুন এবং জানুন।

সকল ভ্রমণ পিপাসুদের প্রতি একটি শিশিরভেজা ঘাস ফড়িং এর ভালোবাসা রইলো। 💚

Photography 📸 - Rasel WanderLens

প্রকৃতির ক্যানভাসে আজ সূর্যের রং ধরা।   #বাংলাদেশ  #প্রকৃতি  #সন্ধ্যা  #সূর্যাস্ত  #গ্রামবাংলা  #ফটোগ্রাফি  #ভ্রমণ  #বাং...
27/09/2024

প্রকৃতির ক্যানভাসে আজ সূর্যের রং ধরা।


#বাংলাদেশ #প্রকৃতি #সন্ধ্যা #সূর্যাস্ত #গ্রামবাংলা #ফটোগ্রাফি #ভ্রমণ #বাংলাদেশিফটোগ্রাফি #প্রকৃতিরসৌন্দর্য #শান্তি #মন #দৃশ্য #আকাশ #পাহাড় #ধানক্ষেত #রং #বাংলাদেশ_সুন্দর

26/09/2024

ধামাকা আসছে........

**🌍 ভ্রমণের নেশা 🌄**বন্ধুরা, জীবনটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার!🌟 ভ্রমণের মাধ্যমে আমরা নতুন নতুন জায়গা, সংস্কৃতি এবং মান...
31/07/2024

**🌍 ভ্রমণের নেশা 🌄**

বন্ধুরা, জীবনটা অনেক বড় একটা অ্যাডভেঞ্চার!🌟 ভ্রমণের মাধ্যমে আমরা নতুন নতুন জায়গা, সংস্কৃতি এবং মানুষের সাথে পরিচিত হতে পারি।🏞

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Iqbal, Robin Ahmed, Md Sumon Ctg, Ismetara Begum, Any ...
13/07/2024

Shout out to my newest followers! Excited to have you onboard! Md Iqbal, Robin Ahmed, Md Sumon Ctg, Ismetara Begum, Any Any, MD Ratun, Roia Moni, Rubaiya Jannat Kurshi

Address

Noor Plaza (2nd Floor), Banmali Ganguli Girl Residence Building, Notun Bazaar, Barisal City Corporation
Barishal
8200

Website

https://www.youtube.com/@ChalGhuri

Alerts

Be the first to know and let us send you an email when চল ঘুরি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category