27/08/2023
✅ সেঙ্গেন (EU Schengen Country) দেশ ক্রোয়েশিয়ার রেসিডেন্স ওয়ার্কপার্মিট ভিসা ২ বছর ।
✅ যাবার ১ থেকে ২ মাস এর মধ্যে TR (temporary residence) CARD হবে যা কিনা ক্রোয়েশিয়ার ইমিগ্রেশন আইন অনুযায়ী হবে।
✅ কাজঃ কনষ্ট্রাকশন ওয়ার্কার + অন্যান্য। স্যালারি ৬০০-৬৫০ ইউরো । থাকা কোম্পানির। খাওয়া নিজের। সপ্তাহে ৫ দিন কাজ।
✅ পুরুষ মহিলা উভয় যেতে পারবেন। মহিলাদের জন্য ক্লিনিং জব।
✅ বয়স ১৮-৪৫ বছর। শিক্ষাগত যোগ্যতা: মিনিমাম এইচএসসি পাস।
✅ মিডলইস্টে যারা ওয়ার্কার ভিসায় আছেন তারাও এপ্লাই করতে পারবেন।
✅ প্রসেসিং টাইম: ফাইনাল সাবমিশন আর ডিপোজিট দেয়ার পর ৭ থেকে ৯ মাস এর মধ্যে।
✅ প্রয়োজনীয় ডকুমেন্টস: ই-পাসপোর্ট, ছবি ১০ কপি (ইউরোপীয়ান সাইজ, ৩৫×৪৫ এমএম, সাদা ব্যাকগ্রাউন্ড এবং কোন ধরনের এডিট করা যাবে না), NID কপি, জন্ম নিবন্ধন কপি, বায়ো ডাটা, পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট (এটেস্টেশন ফ্রম ক্রোয়েশা এম্বেসী, দিল্লি যা কিনা এজেন্সি করাবে)!
✅ কোন কারণে যদি আগে কখনো ইউরোপ এর জন্য ভিসা এপ্লাই করে থাকে কেউ তবে তার কাগজপত্র (কি ভিসা এপ্লাই করেছিলো, কি কি ইনফরমেশন দিয়েছিলো ইত্যাদির সামঞ্জস্য রাখার জন্য) লাগবে।
✅ ফাইনাল ভিসা এপ্লাইয়ের জন্য দিল্লি যেতে হবে, দিল্লি আসা যাওয়া, থাকা খাওয়া, ভিসা ফি (আনুমানিক ৭৫০০ রুপি) ইত্যাদি খরচ এপ্লিকেন্টের নিজেকে বহন করতে হবে। আনুমানিক ৩ থেকে ৫ সপ্তাহ সময় লাগে সাধারণতন। সম্পূর্ণ নির্ভর করে তা ক্রোয়েশিয়ান এম্বাসির ডিসিশন এর টাইমের উপরে। তবে এজেন্সি থেকে সাধারণত একটা ৫/১০/১৫ জনের গ্রূপেই যাওয়া হবে। সর্বোচ্চ চেষ্টা করা হবে সকল ভাবে সাহায্য করার জন্য যাতে এপ্লিকেন্টদের খরচ কম হয় আর ভালোভাবে থাকতে পারে এই সময়টা।
✅ প্রসেসিং ফি: ১৬ লাখ ৫০ হাজার টাকা (ম্যানপাওয়ার অফিস সিকিউরিটি ডিপোজিট ১ লাখ টাকা, প্লেন ফেয়ার ইত্যাদি সহ)।
* এডভান্স ৪ লাখ ৫০ হাজার টাকা
( ৩ লাখ টাকা ইনিশিয়াল ডকুমেন্টস সাবমিশন এর সময়, বাকি ১ লক্ষ ৫০ হাজার ফাইনাল সাবমিশন এর আগে)
* বাকী ১২ লক্ষ টাকা ভিসা কালেকশন এর দিনে পে করতে হবে। এ-ক্ষেত্রে এপ্লিকেন্ট আগে থেকেই তা ট্রান্সফার বা জমা দেয়ার জন্য ব্যাক্তিগত প্রস্তুতি নিয়ে রাখবে দিল্লী যাবার আগেই।
✅ দুর্ভাগ্যবশত কোন কারণে যদি ভিসা না হয়, তবে এডভান্স এর ৩ লক্ষ ৯০ হাজার টাকা ফেরত দেয়া হবে এপ্লিকেন্টকে। শুধুমাত্র ৬০ হাজার টাকা নন-রিফান্ডেবল।
** উল্লেখ্য যে ভিসা হলেও কিংবা না হলেও, ভিসা এপ্লাইয়ের সময়ে এপ্লিকেন্ট এর দিল্লী তে যাওয়া আসা থাকা খাওয়া বাবদ সকল খরচ এপ্লিকেন্টকেই বহন করতে হবে।