ARC TRADING

ARC TRADING সর্বনিম্ন লাভে, সর্বোচ্চ সেবা নিশ্চিত করাই আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য। A Complete Solutions to Fulfill Your Demands

01/10/2024
29/09/2024

সাইনবোর্ড মাহাত্ম্য:

১) একটি সেলুনের সাইনবোর্ডে লেখা ছিল মনের বোঝা হাল্কা করতে না পারলেও মাথার বোঝা হাল্কা করে থাকি।

২) একটি চা দোকানের সাইনবোর্ডে ছিল: আমি যতই সাধারণ মানুষ হয়ে থাকি আমার তৈরী চা কিন্তু অসাধারণ।

৩) ফুচকারওয়ালার সাইনবোর্ডে লেখা ছিল: আমার দোকানের ফুচকা খেতে হলে "দিল" বড় না হলেও চলবে কিন্তু "মুখের হাঁ" অবশ্যই বড় হতে হবে।

৪) ফলের দোকানের সাইনবোর্ডে লেখা ছিল আপনি কর্ম করে যান ফল আমি জোগাবো।

৫) জ্যোতিষীর চেম্বারের সামনে লেখা: মাত্র একশ টাকার বিনিময়ে জীবনের আগামী এপিসোডগুলি দেখতে পাবেন।

25/09/2024

ডান হাত, বাম হাত আর অজুহাত এই তিনটি হাতের মধ্যে আমরা অজুহাত টাকেই বেশী ব্যবহার করি ম্যাক্সিমাম ক্ষেত্রে ...

স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা হাত হারিয়ে অন্য এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এ...
24/09/2024

স্বৈরাচার বিরোধী আন্দোলনে একটা হাত হারিয়ে অন্য এক হাত নিয়ে বাড়ি ফিরলেন জুলাই বিপ্লবের যোদ্ধা আতিকুল। ফেরার সময় বললেন, ‘এক হাত কেটে ফেলতে হয়েছে তো কী হয়েছে, আরেকটা হাত আছে। জীবনটাও আছে। অনেকে তো জীবনটাই হারিয়ে ফেলছেন। আর দেশের প্রয়োজনের সময় কিছু একটা করতে পারলাম, এইটাই তো অনেক।’
বুকে হাত দিয়ে বলুন তো, ঠিক কজন আছেন আমাদের এই সমাজে যারা এরকম দুঃসাহস নিয়ে বলতে পারবেন???
সন্দেহ আছে ম্যাক্সিমামের উপরেই।
এই ছেলেটার একশত ভাগের অর্ধভাগ দেশপ্রেমও নেই যারা ফেসবুকে নিজেদের মধ্যে কুতর্ক সৃষ্টি করছেন। একটা বিপ্লবের দেড় মাস না যেতেই ‘আমি’ হিসেবে হাজির হয়েছেন।
বলি ‘আমি’ থেকে ‘আমরা’ হয়েছিলেন বলেই ফেসবুকে বড় বড় বাতেলা ঝাড়তে পারছেন। এমনকি সতেরো বছর যারা ‘জ্বি হুজুর’ ছিলেন তারাও বড় গপ্পো করছেন।

‘আমি’ মানেই বিভেদ, ‘আমরা’ মানেই ঐক্য। মনে রাখতে হবে ‘আমরা’ই বাংলাদেশ নতুন ভাবে নির্মাণ করতে পারি, ‘আমি’র দ্বারা যা সম্ভব নয়। সুতরাং বিভক্ত না হয়ে বিভেদকারীদের চিহ্নিত করুন।

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের...
04/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী:
🇧🇩✈️🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই অনলাইনে পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। সহজেই ঘরে বসে বা কাছের কোনো কম্পিউটার দোকান থেকে আবেদন করা যাবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী
★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।
★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

02/09/2024

বাংলাদেশের একাউন্ট সিস, কোম্পানীর একাউন্ট সিস, বিদেশের টাকা রিটার্ন... এরপরে কি হবে নমুণা?
সাধু সাবধান!
খেলা শুরু হয়ে গেছে...

29/08/2024

শিক্ষা ব্যবস্থায় ৬মাসের মিলিটারী ট্রেনিং সিলেবাসে বাধ্যতামূলক করা হোকঃ ডিসিপ্লিন, সুশাসন, ফিটনেসের পাশাপাশি আদর্শ জীবনে সহায়ক হবে।

29/08/2024

আল্লাহ মানুষকে সম্মানিত করলে কেউ তা ঠেকিয়ে রাখতে পারে না।এখন যে-সব লোকজন, যে-সব জায়গার দায়িত্ব পালন করছেন; তা কখনো কল্পনাও করেননি।

28/08/2024

অতিদ্রুত দ্রব্যমূল্য নিয়ন্ত্রন করুন।🙏
আমাদের মৌলিক অধিকারগুলো নিশ্চিত করুন।🙏

27/08/2024

জীবনে এমন বন্ধু বানাও যেন আয়না আর ছায়ার মত হয়।
কারণ আয়না কখনো মিথ্যা বলে না 🫶
আর ছায়া কখনো ছেড়ে যায় না 🤝

"বন্যা-দূর্যোগে বাংলাদেশ", অন্যদিকে আনসার বাহিনীর মহা সমাবেশ। কতটুকু যৌক্তিক এসময়ে আন্দোলনের নামে ব্লাকমেইল করা?দাবি মেন...
25/08/2024

"বন্যা-দূর্যোগে বাংলাদেশ", অন্যদিকে আনসার বাহিনীর মহা সমাবেশ। কতটুকু যৌক্তিক এসময়ে আন্দোলনের নামে ব্লাকমেইল করা?

দাবি মেনে নেওয়ার পরও আনসার সদস্যদের একটি অংশ এখনো উপদেষ্টাদের সচিবালয়ে আটকে রেখেছে😭।
এই সংকটের সময়ে তারা সবাইকে আটকে রেখে ব্লেকমেইল করছে😭😭।

আনসারবাহিনী আপনারা কি বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত আছেন? আপনাদের ব্যবহারেই আপনাদের পূর্বের কাজ এবং ভবিষ্যত সোনার বাংলাদেশে আপনাদের কতটুকুই অংশগ্রহণ থাকবে তা প্রশ্নে জর্জরিত করে ফেলেছেন, দেশের দুর্যোগের সময় আন্দোলনের নামে ব্লাকমেইলিং এর মাধ্যমে।

আনসারের কাজ কি? আপনাদের কাজ হইলো পাহারাদার হিসাবে কাজ করা। আপনাদের যে কাজ সেটা, যাকে দেওয়া হবে সেই করতে পারবে। তাই আনসারকে সরকারি(জাতীয়করণ) করতে হইলে, বর্তমানের সকল আনসারকে চাকরি থেকে অব্যহতি দিয়ে বাড়ি পাঠিয়ে দিয়ে, নতুন করে শিক্ষিত (কমপক্ষে এসএসসি পাস) আনসার নিয়োগে ৬ মাসের ট্রেনিং দিয়ে নতুন করে আনসার বাহিনী গঠন করতে হবে। সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে পরীক্ষা বাধ্যতামূলক। সুতরাং পরীক্ষার মাধ্যমে কৃতকার্য হয়েই এই বাহিনীতে যোগদান নিশ্চিত করতে হবে। দেশে অসংখ্য Well-Educated বেকার-যুবক রয়েছে সেটা আপনাদের বুঝতে হবে এবং সর্বপরি বর্তমান সময়ে আন্দোলনের একটা সুস্পষ্ট যুক্তি থাকতে হবে। দেশটা একেবারে মগের মুল্লুক হয়ে গেছে মনে হচ্ছে আপনাদের আচরনে😭। সাধারণ মানুষকে উত্তেজিত করবেন না, যাতে সবাই আপনাদের বিপক্ষে চলে যায় সেটা যে কোন আন্দোলনই হোক না কেন...

বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো....১. As Sunnah Foundation https://www.facebook.com/shar...
22/08/2024

বন্যার্তদের জন্য সাদাকাহ করার বিশ্বস্ত কিছু পেইজ লিংক দেওয়া হলো....

১. As Sunnah Foundation
https://www.facebook.com/share/p/Z8U3JPibrqabNy9t/?mibextid=oFDknk

২. Sab'a Sanabil Foundation
https://www.facebook.com/share/p/fo8Nxi1NDxz7DpGc/?mibextid=oFDknk

৩. Muslim Youth, Noakhali
https://www.facebook.com/share/p/SeXFQUScfmVDKvq7/?mibextid=oFDknk

৪. Siraat Foundation
https://www.facebook.com/share/p/LdqD3z4t1eyUf4SK/?mibextid=oFDknk

৫. 3Tk/Day For Ummah
https://www.facebook.com/share/p/EqjPYmMuNmRKqWk6/?mibextid=oFDknk

৬. হাফেজ্জী হুজুর রহঃ সেবা ফাউন্ডেশন
https://www.facebook.com/share/p/8HZGrREYQ9TbiCan/?mibextid=oFDknk

৭. Madrasatus Sunnah Noakhali
https://www.facebook.com/share/p/6D8ywibChigsAU6y/?mibextid=oFDknk

৮. হাফিজ্জি চ্যারিটেবল সোসাইটি অব বাংলাদেশ
https://www.facebook.com/share/p/iRKkT5YDmBzE13oG/?mibextid=oFDknk

৯. তরঙ্গ সংঘ
https://www.facebook.com/share/p/LHi2HfHbXKMRo2VM/?mibextid=oFDknk

১০. কুমিল্লা দাওয়াহ সার্কেল
https://www.facebook.com/share/p/Nki865hfTCjercQ5/?mibextid=oFDknk

১১. শায়খ হারুন ইজহার হুজুরের দ্বারা পরিচালিত
https://www.facebook.com/share/p/anGSj9wrBPQMDw91/?mibextid=oFDknk

21/08/2024

ভারতের সৃষ্ট প্রতিটি বাঁধের সামনে বাংলাদেশ সীমানায় বাঁধ নির্মাণের জোড় দাবী জানাচ্ছি।
এটা আমাদের দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ বিষয়।

20/08/2024

অতৃপ্তিবোধ আপনাকে ডোবাচ্ছে!😭😭
যা পেয়েছেন শুকরিয়া আদায় করুন, দেখবেন আল্লাহ আপনাকে অনেক গুনে রহমত বাড়িয়ে দিয়েছেন ইনশাআল্লাহ।

রোকসানা আঞ্জুম নিকোল (যমুনার উপস্থাপিকা) যখন 'পানি লাগবে কিনা' বলে কান্না করে দিলেন তখন উনার কান্নায় আবেগাপ্লুত হয়ে সবাই...
20/08/2024

রোকসানা আঞ্জুম নিকোল (যমুনার উপস্থাপিকা) যখন 'পানি লাগবে কিনা' বলে কান্না করে দিলেন তখন উনার কান্নায় আবেগাপ্লুত হয়ে সবাই উনাকে 'কুইন' উপাদি দিলেন, ফেইসবুক ভরপুর উনার বন্দনায়।

কয়েকদিন পর উনি ফারহানা রুমিন কে আয়না ঘর আর হাওয়া ভবন নিয়ে এবং হাসানাত কে "লুঙ্গী ডান্স" নিয়ে একটু ওকয়ার্ড প্রশ্ন করায় উনি বনে গেলেন জাতীয় ভিলেন, উনার পুরাতন হিষ্ট্রি বের করে উনাকে যাচ্ছেতাই ট্রল করা শুরু করলেন।
--
ফারজানা সিথি মেয়েটা কয়েকদিন আগেও কোটা সংস্কার আন্দোলনে দুর্দান্ত সাহসিকতার জন্য সবার ভূয়সী প্রশংসা পেয়েছে, তার প্রতিবাদী ভয়েস আর সাহসিকতার জন্য তাকে 'কুইন'/'বাঘিনী কণ্যা' বানাইছে।
গতকাল সেনাবাহিনীর ক্যাপ্টেন আশিকের সাথে তর্কের পর সে বনে গেলো জাতীয় ভিলেন/নষ্টা, রাতের খাবার, ৭০০ টাকার মাল ইত্যাদি।

ট্রলের নামে ইচ্ছামতো নোংরামি চলছে এখনো।
-
-
-
এই যে অল্পতেই জাজ করে কাউকে হিরো কিংবা ভিলেন বানানোর একটা প্রবণতা আমাদের মাঝে আছে এটা খুবই বাজে একটা সংস্কৃতি। এগুলোর নেগেটিভ ইমপ্যাক্ট অনেক বেশী।

যাদের কে নায়ক বানানো হয় তারা মিডিয়ার হট কেকে পরিণত হয়, কথায় কথায় মিডিয়া তাদেরকে নিয়ে নিউজ করে; মানুষের অতি ভালোবাসা পেয়ে এরা নিজের অবস্থান ধরে রাখতে পারে না, জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে করে অনৈতিক কাজ, ভুলে যায় নিজের আদর্শ/দায়িত্ব। এর প্রকৃত উদাহরণ ডাকসুর নুরু, আমাদের জাতীয় দলের খেলোয়াররা।

আবার যাদের ভিলেন বানানো হয় তাদেরকে সামাজিকভাবে একেবারে বিপর্যস্ত করে ফেলে, বিভিন্নভাবে অপদস্ত হয় ভিক্টিম এবং ভিক্টিমের পরিবার, সমালোচনায় নিজের অস্তিত্বকে খুজে ফেরে, মানসিকভাবে শক্ত না হলে সুসাইডের মতো ঘটনাও ঘটতে পারে।

ভালো কাজে প্রশংসা, খারাপ কাজে সমালোচনা অবশ্যই করতে হবে কিন্তু সেটার একটা লিমিট থাকা উচিত। অতি প্রশংসা কিংবা অতি সমালোচনা কোনটাই ভালো না, এইগুলা বাড়াবাড়ি।

এই যে আজকে আমরা ড. ইউনুস সহ সমন্বয়কদেরকে নায়ক বানাইয়া রাখছি, ওদের কারো যদি একটা নেগেটিভ ক্লিপ বের হয়ে যায় দেখবেন ওদেরকে জাতীয় ভিলেন বানানো শুরু হয়ে গেছে।

তাই ওদের ছোটখাটো ভুল ডিসিশনগুলোর যৌক্তিক সমালোচনা হওয়া উচিত এখন থেকেই, যেন ওরা সতর্ক থাকে। ভুল থেকে শিক্ষা নিয়ে সেটাকে কাজে লাগায়, পরবর্তীতে আরও বড় ভুল ডিসিশন নেয়া থেকে বিরত থাকে, জনপ্রিয়তাকে কাজে লাগাইয়া অসাধু কাজে লিপ্ত না হয়।

একইভাবে কোন একজন সমন্বয়ক কোন ভুল কাজ করলে যেন সবাইকেই ভিলেন বানাইয়া না দেই, একটা দুইটা ভুলের জন্য তাদের অবদান কে যেন ভুলে না যাই।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের  শিক্ষার্থীদের জন্য সুখবর! আজ বরিশাল BRTC ইউনিট প্রধানের সাথে বৈঠক করি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় ...
18/08/2024

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য সুখবর! আজ বরিশাল BRTC ইউনিট প্রধানের সাথে বৈঠক করি আমরা বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা। বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, ১৫ই আগস্ট থেকে বরিশাল থেকে সকল রুটে শিক্ষার্থীরা পাবেন BRTC টিকিট ভাড়াতে ৩০% ছাড়! এটি পেতে অবশ্যই স্টুডেন্ট আইডি কার্ড দেখাতে হবে।

দক্ষিনাঞ্চলের খুলনা বরিশাল সকল রুটে এটি প্রযোজ্য। অন্যান্য রুটে শুধুমাত্র বরিশাল থেকে যাওয়া ক্ষেত্রে এটি প্রযোজ্য হবে।

বি:দ্র: এই সুবিধা বরিশাল বিশ্ববিদ্যালয়, শেবাচিম, বিএম কলেজ, ইউজিভি, জিইউবি, ট্রাস্ট ইউনি, হাতেম আলী, টেক্সটাইল, পলিটেকনিক, ইঞ্জিনিয়ারিং কলেজ, মাদ্রাসা, সরকারি বরিশাল কলেজ, মহিলা কলেজ, নার্সিং কলেজ, মেট্রোপলিটন কলেজ, অমৃতলাল দে কলেজ, ইসলামিয়া কলেজ সহ বরিশালের সকল স্কুল-কলেজে বিভিন্ন জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীরা আইডি কার্ড দেখানোর শর্তে পাবেন।





অনেকের জন্য প্রযোজ্য নতুন উপদেষ্টা নিয়ে প্রশ্নের উত্তরঃ
11/08/2024

অনেকের জন্য প্রযোজ্য নতুন উপদেষ্টা নিয়ে প্রশ্নের উত্তরঃ

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশের জন্য সবচেয়ে বিশ্বস্ত দল হিসেবে বাছাই করেন, সেক্ষেত্রে একমাত্র দল বি এন পি...
09/08/2024

১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে যদি দেশের জন্য সবচেয়ে বিশ্বস্ত দল হিসেবে বাছাই করেন, সেক্ষেত্রে একমাত্র দল বি এন পি কারন এই দল এখন পর্যন্ত দেশের স্বার্থে দল হিসেবে কখনোই বিট্রে করেনি।
কিন্তু বি এন পির নীতি-নির্ধারকরা একবার নিজেদের প্রশ্ন করেন তো আপনারা কি এই মূহুর্তে দেশ চালানোর জন্য প্রস্তুত?
আমার এক কথায় উত্তরঃ "না"
কারন বি এন পির অস্তিত্ব প্রায়ই বিপন্ন হওয়ার পথে ছিলো, তৃনমূল পর্যায় থেকে সেন্ট্রাল পর্যন্ত হিসেবে মিলিয়ে দেখুন। আশা করি অযথা কেউ তর্ক করবেন না।
আল্লাহর রহমতে ছাত্র-জনতা মিলে দেশের জন্য এক মিরাকল স্বাধীনতা অর্জন করে নিয়ে আসছে, যা ছিলো এক কথায় অকল্পনীয়। এখন দরকার সেই স্বাধীনতা রক্ষা করা এবং বর্তমান অন্ত্যবর্তীকালীন সরকার দ্বারাই যা একমাত্র সম্ভব কিন্তু আপনাদের পক্ষে নয়।
ফ্যাসিবাদী হাসিনা গত ১৫/১৬ বছরে যেভাবে দেশের প্রত্যেকটি সেক্টর সাজিয়েছিলেন, আপনাদের পক্ষে সেটা ভাঙ্গার চিন্তা করাও দুঃস্বাধ্য এবং অকল্পনীয়। সুতরাং নিজেদের সাংগঠনিক মেরুদন্ড (মাজা-কোমর) সোজা করুন আধুনিকতার ছোয়ায়, সুপরিকল্পিতভাবে।
৩ মাস পরে সাধারণ নির্বাচন দিলে আপনাদের হাতেই হয়তো দেশ চালানোর ক্ষমতা যাবে কিন্তু ফ্যাসিবাদী হাসিনার বিছানো জাল ভেঙ্গে দেশকে সত্যিকারের স্বাধীনতা উপভোগের সুযোগ করে দেয়া সম্ভব হবে না কারন আপনারা তাদের ফ্যাসিজম, কুটনৈতিক এবং বিশ্বাসঘাতক পলিটিক্সের সাথে কোনভাবেই পারবেন না; যা বর্তমান অন্ত্যবর্তীকালীন সরকার পারবে ইনশাআল্লাহ যদি সকলে সহযোগীতা করেন।
এখনো সময় আছে সবাই দলমত নির্বিশেষে দেশকে সত্যিকারের স্বাধীনতা উপভোগ করার জন্য বর্তমান সরকারকে সহযোগীতা করুন এবং নিজেদের তৃনমূল পর্যায় থেকে শিক্ষিত-মার্জিত-ত্যাগীদের খুজে বের করুন, কমিটি গঠন করুন এবং তাদের কাছে থেকে প্রতিদিনকার কাজের রিপোর্ট গ্রহন করুন চেইন অফ কমান্ডের মাধ্যমে; এককথায় নিজেদেরকে সাংগঠিনিকভাবে শক্তিশালী হিসেবে দেশবাসীর সামনে প্রমাণ করুন, সেটা কোন শোডাউনের মাধ্যমে নয়, অবশ্যই কাজের মাধ্যমে। পরিবর্তন মানে শুধু চেহারা পরিবর্তন বুঝানো হয় নাই, দেশের সিস্টেম বা কাঠামোগত পরিবর্তন বুঝানো হয়েছে।
মানুষ এখন অনেক সচেতন হয়েছে এবং আমরা সবাই পুরো দেশের পরিবর্তন চাই। সেক্ষেত্রে আমরা আশা করবো আপনারাও নিজেদের দলকে পূনঃগঠিত করেন, যাতে সকলের মধ্যে আদর্শিক চিন্তাধারা তৈরী হয়।
শুভ কামনা বি এন পি সহ সকল দলের জন্য।
ইনশাআল্লাহ সবাই গনতান্ত্রীক ধারায় চলে আসুন।
আমরা শান্তিকামী সাধারণ জনগন।

দুই মাস আগে চালাইতে চাইছিলো লেগুনা, মহান আল্লাহ বানিয়ে দিলেন উপদেষ্টা।-  আসিফ মাহমুদ।
08/08/2024

দুই মাস আগে চালাইতে চাইছিলো লেগুনা, মহান আল্লাহ বানিয়ে দিলেন উপদেষ্টা।
- আসিফ মাহমুদ।

অসাধারন একটা নিয়মানুবর্তিতা ও আয়ের পথ হতে পারে স্টুডেন্টদের জন্য...
08/08/2024

অসাধারন একটা নিয়মানুবর্তিতা ও আয়ের পথ হতে পারে স্টুডেন্টদের জন্য...

07/08/2024

ফ্যাসিবাদের সমর্থক চেনার ফিল্টারঃ

১. বিকল্প দেখান।
২. সব একই।
৩. এক দল খাইছে ১৭ বছর আর এক দল খাবে ১৭ বছর।
৪. আগেইতো ভালো ছিলো।
৫. এইজন্যই কি দেশ স্বাধীন করলাম?
৬. আহা! গণভবনে কি লুটপাট চলছে। ( অথচ ১১ লক্ষ কোটি লোপাটের ব্যপারে নিশ্চুপ)
৭. এইবার আসছে ভাগ বসাইতে।
৮. আমরা কিছু সীমাবদ্ধতার কারণে আন্দোলনে ছিলাম না।

সংগৃহীত : বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলন

NDTV' কে দেওযা পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটে...
07/08/2024

NDTV' কে দেওযা পুরা ইন্টারভিউ এর চোখ জুড়ানো পার্ট ছিলো কোনটা, জানেন?
প্রফেসর ইউনূস পুরোটা সময় বাংলাদেশের মানুষকে প্রোটেক্ট করে গেছে। যেইটা আমার জন্মে আর কোন ক্ষমতাবান মানুষের মুখে শুনি নাই।
সঞ্চালক জিগাইলো, মানুষ ঢাকাতে নৈরাজ্য করছে।
উনি উত্তর দিলেন, বহুদিন পর দেশের মানুষ সত্যিকারের স্বাধীনতা পেয়েছে। তারা এঞ্জয় করছে। আমরাও এই স্বাধীনতা এঞ্জয় করতেছি।
সঞ্চালক বললো, তাই বলে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙার কারণ কী?
স্যার বললেন, এর একমাত্র দায় শেখ হাসিনার। সে দুঃশাসনের মাধ্যমে পিতার ইমেজ ধ্বংস করছে। এর ফলে এই ভাঙচুর হচ্ছে।
সঞ্চালক এবার জানতে চাইলো, এই লুটতরাজের কারণ কী? এইটা কীভাবে দেখেন?
ইউনূস একবারও মানুষের দোষ দিলেন না।
বললেন, এইটা হাসিনার দুঃশাসনের ধারাবাহিকতা। মানুষ ভোট দিতে পারে নাই বহুবছর। এই ক্ষোভ তাদের মধ্যে থাকাটাই স্বাভাবিক। ডেমোক্রেসি আসলেই এসব বন্ধ হয়ে যাবে। মানুষকে ভোটের অধিকার ফিরিয়ে দেওয়াই আইনের শাসন ফিরিয়ে আনার প্রথম এবং প্রধান পদক্ষেপ।
এরপর উনি ভারতকে হুমকি দিয়ে বলেছেন, বাংলাদেশকে অস্থিতিশীল করার কোন চেষ্টা হলে ভারত, মায়ানমার, সেভেনসিস্টারও অক্ষত থাকবে না।
খেয়াল করেন, সে ভারত আর সেভেন সিস্টার আলাদা আলাদা উচ্চারণ করেছে। হুমকিটা কত ব্যাপক, বুঝতেসেন তো?
সারাজীবন যে কোন আন্দোলনে প্রধানমন্ত্রীর কাছে সন্ত্রাসী তকমা শুনে এসেছি।
আমার ভাইদের লাশ হাসপাতালে রেখে মেট্রোরেল ধরে খুনি স্বৈরাচারীর কান্নার নাটক দেখেছি।
বিদেশি সাংবাদিকদের সামনে দেশের মানুষকে সন্ত্রাসী বানানোর কুৎসিত চেষ্টা দেখে দেখে বড় হয়েছি।
আমাদের কখনও কেউ ডিফেন্ড করে নাই, ওউন করে নাই, এতো মায়া দিয়ে কথা বলে নাই আমার জন্য।
অথচ আজ প্রফেসর ইউনূস মানুষকে ভিলিফাই করেন নাই। আমাদের রাগটা বুঝেছেন। আমাদের ওউন করেছেন। আমাদের থ্রেটকে মোকাবিলা করেছেন পাল্টা থ্রেট দিয়ে।
এরপরে ডক্টর ইউনূসকে আমাদের ওউন করতে আর কোন বাঁধা নাই। আজ থেকেই আমি উনাকে মাননীয় প্রধানমন্ত্রী বলে সম্বোধন করলাম।
বিদেশের সাংবাদিকের কাছে যে মানুষ দেশের জনগণকে এভাবে প্রটেক্ট করে, তার হাতে বাংলাদেশ তুলে দিতে আমাদের আর কোন দ্বিধা নাই।
©️ Sadiqur Rahman Khan

কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে তাৎক্ষণিক ফোন দিন: 1. Dinajpur20 BIRCO Lt Col Raushanul Islam...
05/08/2024

কারো বাসায়/মন্দিরে/পূজা মন্ডপে/ ধর্মীয় উপাসনালয়ে হামলা হলে তাৎক্ষণিক ফোন দিন:
1. Dinajpur
20 BIR
CO Lt Col Raushanul Islam, 57 LC
01769682454
2. Mymensingh
21 EB
Capt Faisal
01769208174
3. Sirajganj
40 Fd
Capt Shudipto
01769510524
4. Rampura-7RE Bn,
CO- Lt Col Rehgir Al Shahid,
57 LC, 01769053150
5. Rangpur
30 EB
Capt Ashraf
01615332446
6. Rangpur
34EB (Mech)
Capt Ma-ariz
01745207469
7. Kishorganj (Bhairab)
4 Fd Regt Arty
CO: 01769202354
Capt Raihan
Adjt: 01769202366
8. Jashore
14 BIR
Capt Sabbir
+880 1886-910514
9. Rajbari
2 EB
Capt Enam
+880 1795-615950
10. Dhaka (Jatrabari)
5 BIR (sp bn)
Capt Hemel, 01766162077
11. Uttara , airport, Diabari
CO: 01769024280
Adjt: 01769024284
Capt Sazzad (Parvez):01769510457
12. Cox’s Bazar
9 EB
Capt Muztahid: 01769119988
13. Thakurgaon (7bir)
Lt Faiz -01769510866
Capt Mohtashim -01769009855
14. Mirpur Area (25 AD)
Capt Mahomud : 01833585736
01769024256
Adjt: 01769024254
Courtesy: Imtiaz Jamil Sir

জাতীয় পরিচয় পত্রে ভূল সংশোধন কক্ষে মহিলা অফিসার বললেন - কি করতে পারি?- সুতির নাইটি টা ঠিক করতে হবে।এই শুনে মহিলা তো রে...
08/07/2024

জাতীয় পরিচয় পত্রে ভূল সংশোধন কক্ষে মহিলা অফিসার বললেন - কি করতে পারি?

- সুতির নাইটি টা ঠিক করতে হবে।

এই শুনে মহিলা তো রেগে আগুন। খেঁকিয়ে উঠলেন রীতিমতো।
- অসভ্যতা করছেন? জানেন, আমি কি করতে পারি?

- জানি তো। সেজন্যই এসেছি। বাবা-মা আদর করে আমার নাম রেখেছিল সুধীর। সুধীর মাইতি। আপনারা জাতীয় পরিচয় পত্রে লিখে দিলেন সুতির নাইটি?

পাশে বসে স্বপন'দা কেঁদে দিলেন। বললেন - আপনার তো তবুও ভদ্র অবস্থা মশাই। আমার কথা ভাবুন। নাম স্বপন ঘোষ আর এনআইডি তে আসলো 'স্বপ্নদোষ'"। বলি, এই ৭২ বছর বয়সে কি এসব থাকে নাকি???

পিছনে দাঁড়ানো রোদন দে কেঁপে ওঠে বললেন, "ওদিকে আমার র যে চ হয়ে গেল, এই দুঃখের কথা আমি কাকে বলবো?"

Address

Nathullahbad
Barishal
8200

Alerts

Be the first to know and let us send you an email when ARC TRADING posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ARC TRADING:

Videos

Share

পটভূমি

বাংলাদেশে গত কয়েকবছর ধরে ফুডপান্ডা, হাঙ্গরি নাকি বা পাঠাও ফুডের মত অনলাইন ডেলিভারি সার্ভিস ব্যবহার করে রেস্টুরেন্ট থেকে খাবার অর্ডার করার চল তৈরি হলেও শাকসবজি, মাছ-মাংস বা রান্নার জন্য প্রয়োজনীয় বাজার সদাই কেনার ক্ষেত্রে অনলাইন ডেলিভারি সিস্টেম ব্যবহার করার প্রবণতা মানুষের মধ্যে বেশ কম ছিল।

কিন্তু করোনাকালীন সাধারণ ছুটির সময়কার দুই মাসে মানুষের এই প্রবণতা হঠাৎ করেই বহুগুণ বেড়েছে।

একইসাথে বেড়েছে ইলেকট্রনিক পণ্য, মোবাইল ফোন বা দৈনন্দিন ব্যবহারের পণ্য অনলাইনে কেনার প্রবণতাও।

তবে মানুষের মধ্যে অনলাইনে অর্ডার করার চাহিদা বাড়লেও মানুষের প্রত্যাশার সাথে সামঞ্জস্য রেখে অনলাইনে এই ধরণের সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো সেবা দিতে পারছে না বলে হতাশা প্রকাশ করতে দেখা গেছে সাধারণ মানুষকে।


Other Passport & Visa Services in Barishal

Show All