Lukhmipur Bhairab - লক্ষীপুর, ভৈরব, কিশোরগঞ্জ।
Bhairab 6 No: ওয়ার্ড এর সবার প্রিয় একজন শিক্ষক #জনাব_আনোয়ার_হোসেন স্যার এর কর্ম জীবন শেষ করায় তার জন্যে উৎসর্গ।
তবে ভিডিও টি প্রিয় ছোট ভাই, স্যারের ভাতিজা #জুবায়ের এর ওয়াল থেকে নেওয়া।
।।।।।।।।তার পোস্ট এর কপি নিচে দেওয়া হল।।।।।।।।।।
------------------------""""""""""""""""""--------------------------
কর্মময় জীবনের ৪১ বছর ৪ মাস কাটিয়ে আজ সেই অবসানের দিন।
মানুষেরও যে আকাশের মত হৃদয় থাকতে পারে তাকে না দেখলে আমাদের হয়তো জানাই হতো না।
আমরা কি আর কোনো দিন ফিরে পাবো আমাদের মো: আনোয়ার স্যার এর কোমল হাত।
সবাই আশাকরি দোয়া করবেন আমাদের এই মো:আনোয়ার স্যার এর জন্য বাকিটা জীবন যেন তার সুখময় ও কল্যাণকর ভাবে কেটে যায়।
-----------"""""""
হে আল্লাহ আপনি আমাদের কে রক্ষা করুন।
গ্রামের জলাবদ্ধতা নিরশনে সকলের সম্মিলিত প্রচেষ্টা, সয়ং কাউন্সিলর সাহেব ও। ৬ নং ওয়ার্ড ভৈরব পৌরসভা।
#শেয়ার_করুন_লক্ষ্মীপুর_বাসী_হিসাবে।
গ্রামের জলাবদ্ধতা নিরশনে সকলের সম্মিলিত প্রচেষ্টা, সয়ং কাউন্সিলর সাহেব ও।
শেয়ার করুন লক্ষ্মীপুর বাসী হিসাবে।
এখানে কার কথা বলছে।
ভাল করে খেয়াল করে দেখুন তো।
বিদেশী
#পেজ,
বিদেশী লোক, আর কাহিনী ও
#সালমান_খানের
আর শেয়ার করছে বাঙালীরা।
বুজে থাকলে শেয়ার করুন।