Bd Tour Int. Ltd. Bhola Branch

Bd Tour Int. Ltd. Bhola Branch আমাদের সার্ভিস সমূহ
১. বিএমইটি রেজিস্ট্রেশন
২. ম্যানপাওয়ার
৩. এয়ার টিকেট
৪. গামকা স্লীপ
৫. পাসপোর

27/10/2023

সুন্দরবন

24/10/2023
24/10/2023
24/10/2023
19/10/2023
26/09/2023

💚 আমাদের সার্ভিস সমূহ 💚

১। বাংলাদেশের যেকোন জেলার বিদেশে লোক যাওয়ার জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে তিন দিনের পিডিও ওরিয়েন্টেশন টেনিং অনলাইন ভর্তি করা হয়।

২। বিএমইটি রেজিস্ট্রেশন করা হয়।

৩। বিভিন্ন দেশের ম্যানপাওয়ার করা হয়।

৪। আন্তর্জাতিক ও আঞ্চলিক বিমান টিকেট করা হয়।

৫। ভিসা চেক করা হয়।

৬। পাসপোর্ট এর যে কোন সমস্যা।

৭।বাংলাদেশের যেকোন জেলার নতুন জন্ম নিবন্ধন করা হয়

৮।যে কোন জেলার জন্ম নিবন্ধনের নাম ডকুমেন্ট ছাড়া সংশোধন করা হয় একদিনে

৯। জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ করা হয়

🇧🇾 এনআইডি অনলাইন কপি উত্তোলন।

১০। করোনা টিকা সনদের যাবতীয় কাজ করা হয়

🇧🇾রবি
🇧🇾এয়ারটেল
🇧🇾গ্রামীন
😃সিমের নাম্বার দিয়ে তথ্য বের করা যায়*

💖💖- *ট্রাবেল এজেন্সির কেও থাকলে যোগাযোগ করবেন আপনাদের সাথে কনট্রাকে করা হবে💖💖
মোবাইল নাম: 01830502567

15/09/2023
সৌদি আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৮ ধরনের কাজ।...
05/09/2023

সৌদি আরবে পাঁচটি খাতে বিদেশিদের কাজ করতে হলে সে দেশের সনদ বাধ্যতামূলক করা হয়েছিল। এর সঙ্গে যুক্ত হয়েছে আরও ২৮ ধরনের কাজ। এখন থেকে এই ৩৩ রকম কাজ করতে সৌদি আরব যেতে হলে বাধ্যতামূলকভাবে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। সম্প্রতি ঢাকার সৌদি দূতাবাস এক চিঠিতে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোকে (বিএমইটি) এ কথা জানায়। সোমবার (১৪ আগস্ট) দুপুরে বিএমইটি ভবনে আয়োজিত এক মতবিনিময় সভায় এ কথা জানান ব্যুরোর মহাপরিচালক মো. শহীদুল আলম।

বাংলাদেশ থেকে এই খাতগুলোতে দক্ষ জনশক্তি পাঠানোর জন্য একটি পাইলট প্রকল্প হাতে নেওয়া হয়েছে। যার অধীনে বাংলাদেশিদের পরীক্ষা দিয়ে সনদ নিয়ে সৌদি আরবে কাজ করতে যেতে হবে। প্রথমে শুরু করা পাঁচ খাত হচ্ছে প্লাম্বার, ওয়েল্ডিং, অটোমোবাইল, ইলেকট্রিশিয়ান ও এসি মেকানিক। এর সঙ্গে যুক্ত হয়েছে ১৫ ধরনের নির্মাণকাজ, পাঁচ ধরনের টাইলিং, চার ধরনের গাড়ি মেরামত, প্লাস্টার কাজ এবং তিন ধরনের গাড়ির মেকানিক। এসব কাজে যেতে হলে পরীক্ষা দিয়ে সনদ নিয়ে যেতে হবে। আর পরীক্ষা দেওয়ার জন্য ছয়টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নির্ধারিত করা আছে। এগুলো হচ্ছে, বাংলাদেশ কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (বিকেটিটিসি) ঢাকা ও চট্টগ্রাম এবং রাজশাহী, বরিশাল, কুমিল্লা ও টাঙ্গাইলের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) ।

গত ফেব্রুয়ারিতে সৌদি দূতাবাসে স্কিল ভেরিফিকেশন প্রোগ্রাম উদ্বোধন করা হয়। তখন বলা হয়, অদক্ষ শ্রমিকদের বেতন যদি ৮০০ থেকে ১ হাজার ২০০ রিয়াল হয়ে থাকে, তাহলে ওই দক্ষ শ্রমিকদের বেতন হবে ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ রিয়াল। ফলে ওই পাঁচ খাতে সনদ নিয়ে কাজ করতে গেলে তারা বেশি আয় করতে পারবেন বলে তখন জানায় সৌদি দূতাবাস।

এই পরীক্ষা নেওয়ার জন্য বাংলাদেশের জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ও সৌদি সরকারি সংস্থা তাকানলের মধ্যে একটি চুক্তি সই হয়েছে। এ জন্য গমনেচ্ছুদের কোনও টাকা দিতে হবে না। একজন বাংলাদেশি যতবার ইচ্ছা ততবার পরীক্ষা দিতে পারবেন। পরীক্ষা দিয়ে সনদ পাওয়ার পর এর মেয়াদ হবে পাঁচ বছর। প্রথাগত শ্রমিকদের এ ধরনের কোনও পরীক্ষা দেওয়া লাগবে না।

মো. শহীদুল আলম বলেন, সৌদি আরব আমাদের সবচেয়ে বড় শ্রমবাজার। সম্প্রতি সৌদি দূতাবাস থেকে একটি চিঠিতে বলা হয়েছে, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের মাধ্যমে দক্ষতা আছে কিনা ভেরিফাই করে যেতে হবে। সম্প্রতি ভারত ও পাকিস্তানও একই ভেরিফিকেশন প্রোগ্রাম চালু করেছে। সৌদি সরকার বলেছে, ৩৩ ধরনের চাকরিতে গেলে পরীক্ষা দিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, এই পরীক্ষা দেওয়ার জন্য আমাদের ছয়টি সেন্টার অনুমোদন পেয়েছে। আমরা অনুরোধ করেছি, লোক যেহেতু অনেক বেশি যায় সেহেতু সেন্টার বাড়াতে হবে। কোনও এজেন্সি যদি বলে যেকোনোভাবে সৌদি যাওয়া যাবে, সেটা আর করা যাবে না। যার যে দক্ষতা সেটি যাচাই করে সনদ নিয়ে যেতে হবে। আমরা আরও বলেছি সনদ দেখে ভিসা দেওয়ার জন্য। যেন এটার দায় অন্য কারও ঘাড়ে না যায়।

বিএমইটি জানায়, স্কিল ভেরিফিকেশন প্রোগ্রামের আওতায় এখন পর্যন্ত ১২টি পেশায় ১ হাজার ১২৪ জন সৌদি আরবে গমনেচ্ছু কর্মীর মূল্যায়ন ও সনদ দেওয়া হয়েছে।-

Bangla Tribune is one of the most revered Bangla online newspapers in Bangladesh, due to its reputation of neutral coverage and incisive analysis. A young...

30/08/2023
28/08/2023
09/08/2023
জরুরী
29/07/2023

জরুরী

03/06/2023

এম্বারকেশন / বহির্গমন / ডিপার্চার কার্ড:
বাংলাদেশ থেকে বিদেশে ভ্রমণে যাবার পূর্বে বহির্গমন কার্ড পূরণ করা দরকার হতে পারে।
অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ
+88 01730666936, +88 01713086330
#এমআরসি #অভিবাসীতথ্যকেন্দ্র

22/05/2023

এগ্রো সেক্টরে কাজ করতে গিয়ে যখন দেখেছি মিষ্টি বানানোর টেকনিশিয়ান পাওয়া যায় না ৩০-৪০ হাজার টাকা বেতনে, অথচ মাস্টার্স পাশ করা ছেলেরা ১০-১২ হাজারে যব পায়না তখন থেকেই পরিকল্পনা ছিল দেশে টেকনিক্যাল সেক্টরে বেকার ছেলেদের দক্ষ করে গড়ে তোলার জন্য কিছু একটা করার।

অফিসের কাজ করাতে গিয়ে রেজায়ুল নামে ২৩ বছর বয়সের একজন কাঠের মিস্ত্রিকে জিজ্ঞেস করলাম তুমি মাসে কত টাকা আয় করো। উত্তরে বললো, মাসে দেড় লাখ টাকার মতন। কথা বার্তায় ভদ্র ছেলেটার কাজের কোন অভাব হয়না কখনও৷

বিদেশে অসংখ্য দক্ষ কর্মী ইমিগ্রেশন দিয়ে নিয়ে যাচ্ছে। দেশের ভেতরেই রয়েছে অনেক অনেক কাজের সুযোগ। বাংলাদেশে দক্ষ কর্মীর যথেষ্ট অভাব। তাই Beacon Academy Bangladesh একটি ট্রেনিং ইন্সটিটিউটের যাত্রা শুরু করলাম।

ছবিতে ইটালি যাবে এরকম কিছু কর্মীদের ইটালিয়ান ভাষায় ইটালিয়ান রান্না শিখিয়ে ৪২ জন স্টুডেন্টদের একটি টিমকে দক্ষ করে গড়ে তুলে বিদেশে বাংলাদেশের নাম উজ্জ্বল করার দৃঢ় প্রত্যয়ে কাজ করছে বিকন। একইভাবে এরাবিয়ান, ইংলিশ ল্যাংগুয়েজে কালিনারি-বেকিং ৩-৬-১২ মাস ও ডিপ্লোমা সার্টিফিকেট কোর্সের প্রশিক্ষন দেয়া হচ্ছে।

রান্নার ট্রেনিং ছাড়াও রেস্টুরেন্টে হাইজিন, ক্লিনিং, নার্সিং, ক্যাটেল - পোল্ট্রি - ফিস ফার্মিং, ভেটেরিনারি মেডিসিন, এ.আই টেকনিশিয়ান, সিনেমাটোগ্রাফি, কার্পেন্টার ইত্যাদি কার্যক্রম আসছে শিঘ্রই।

02/05/2023

অভিবাসী তথ্য কেন্দ্র বাংলাদেশ
+8801730666936, +8801713086330
#অভিবাসীতথ্যকেন্দ্র

30/04/2023

Address

Bhola Sadar
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bd Tour Int. Ltd. Bhola Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Tour Int. Ltd. Bhola Branch:

Share

Category