Bd Tour Int. Ltd. Bhola Branch

Bd Tour Int. Ltd. Bhola Branch আমাদের সার্ভিস সমূহ
১. বিএমইটি রেজিস্ট্রেশন
২. ম্যানপাওয়ার
৩. এয়ার টিকেট
৪. গামকা স্লীপ
৫. পাসপোর

26/12/2024
22/12/2024
08/12/2024

আমেরিকার সবচেয়ে সহজ ভিসা হলো ভিজিট ভিসা !!
এই ভিসা করতে জনপ্রতি খরচ হয় মাত্র ১৮৫ ডলার যা বাংলা টাকায় 22-23 হাজার টাকার মত ।

প্রতিবছর আমাদের দেশ থেকে আমেরিকার এই ক্যাটাগরির ভিসা হয় প্রায় 20000 থেকে 35 হাজার জনের । প্রতি দিন গড়ে 100 জনের বেশি মানুষ ভিসা পায় । কমেন্টে লিঙ্ক দিচ্ছি দেখে নিতে পারেন ।

পাঁচ বছরের মাল্টিপল এই ক্যাটাগরিতে আবেদের জন্য কোন অ্যাকাডেমির যোগ্যতা লাগেনা, কোন IELTS এর প্রয়োজন নেই । পুরো পরিবারসহ আবেদন করা যায় ‌।

সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনি বাংলায় ইন্টারভিউ দিতে পারবেন ।

আপনি যে পেশায় থাকেন না কেন সাথে আবেদন করতে কোন বাধা নেই । প্রচুর মানুষ এই ক্যাটাগরিতে প্রতিনিয়ত ভিসা পাচ্ছে ।

অবৈধভাবে আমেরিকা যাওয়ার কোন প্রয়োজন নেই, মাত্র ২২ থেকে ২৩ হাজার টাকা খরচ করে ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারবেন ।

বর্তমানে বাংলাদেশ থেকে ভিসা রেশিও অনেক বেশি । সঠিকভাবে আবেদন করলে এবং ভালোভাবে ইন্টারভিউ দিলে অন্যান্য ক্যাটাগরির চেয়ে ভিসা হওয়ার সম্ভাবনা অনেক বেশি ।

আমি আপনাদের জন্য একটি কোর্স রেডি করছি, সেখানে ভিজিট ভিসা, EB3 ভিসা, F1, E2 সহ আমেরিকার অন্যান্য ক্যাটাগরি নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে ।

আমি ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো স্টেপ বাই স্টেপ কিভাবে আবেদন করবেন ।

আশা করছি আমার এই কোর্সটি করলে আপনারা একা একা আবেদন করতে পারবেন ।

যারা আগ্রহী তারা এই পোস্টটি অবশ্যই শেয়ার করবেন, সর্বোচ্চ শেয়ারকারীদের আমার টিম B1/B2 ক্যাটাগরিতে সম্পূর্ণ ফ্রিতে আবেদন করে দেবে ইনশাল্লাহ ।

আপনি যদি আমার কোর্স টি করতে চান তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন ।

পোস্টটি আপনার ফেসবুকে শেয়ার করে, নিচে কমেন্টে দেওয়া আমার প্রাইভেট ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে থাকবেন । ধন্যবাদ ।

07/12/2024

আপনি বিদেশে যাওয়ার প্ল্যান করলে,
সেখানে বসবাসরত বাঙালি কাউকেই জিজ্ঞাসা করবেন না সেখানে সুযোগ সুবিধা এবং কাজকর্ম কেমন! বিশেষ করে নিজের কোনো আত্মীয় কে!

তারা কখনোই আপনাকে বলবে না, "আয়! এখানে সব কিছু ভালো। কাজ আছে। টাকা পয়সা কামাতে পারবি।" তারা সব সময় বলবে "খুবই খারাপ অবস্থা, এখানে কাজ নাই। কিছু নাই। না খেয়ে থাকতে হবে। আসিস না।" অথচ এত খারাপ অবস্থাতেও সে কিন্তু ফিরে আসছে না।

আসলে বাঙালি কখনো চায় না আরেকজন বাঙালি বিদেশে এসে ভালো অবস্থানে চলে যাক। এর কারণটা হচ্ছে, ছোট মানসিকতা। মানসিকতায় আমরা পৃথিবীর অন্যতম নি"কৃ"ষ্ট জাতি।

শিল্পপতির ঘরে যেহেতু জন্ম নেন নাই। লড়াই আপনাকে করতেই হবে। সেটা যেখানেই থাকেন। আপনার জন্য ঢাকা যা, আমেরিকাও তা, দুবাইও তা। যেখানেই যান লড়াইটা আপনাকে করতেই হবে। সুতরাং এত যাচাই না করে, মানুষের সাহায্য সহযোগীতা আশা না করে আল্লাহর নাম নিয়ে পথে নেমে যান। পুরুষ মানুষ লড়াই করেই বাঁচে। পথ একটা বের হবেই।
"ইনশাআল্লাহ" 💌🥀

ভুল হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন।

জাপানের ভিসার জন্য বাংলাদেশীদের ভিসা ফি লাগবেনা শুধু   চার্জ হিসেবে ১৯০০ টাকা খরচ হবে ! কোনপ্রকার ইন্টারভিউ ফেস করতে হবে...
23/11/2024

জাপানের ভিসার জন্য বাংলাদেশীদের ভিসা ফি লাগবেনা শুধু চার্জ হিসেবে ১৯০০ টাকা খরচ হবে ! কোনপ্রকার ইন্টারভিউ ফেস করতে হবেনা এবং ভিসা ইস্যু হবে ডকুমেন্টস থেকেই !

৩ নভেম্বর, ২০২৪ থেকে জাপান দূতাবাসের পক্ষ থেকে ভিসা আবেদন পরিষেবা প্রদান করবে। আপাতত জাপান দূতাবাস থেকে সরাসরি ভিসার আবেদন গ্রহণ করবে না।

প্রয়োজনীয় ডকুমেন্টস :
১. এপ্লিকেশন ফর্ম
২. ভেলিড পাসপোর্ট ও ফটোকপি
৩ .পুরনো পাসপোর্ট ও ফটোকপি
৪ .ছবি ২ কপি – ৩৫*৪৫
৫ .এয়ারলাইন্স বুকিং কপি
৬ .হোটেল বুকিং কপি
৭ . ট্যাক্স পেমেন্ট রিসিপ্ট ( লাস্ট ৩ বছরের )
৮ .ব্যাংক স্টেমেন্ট ( বিগত ছয় মাসের )
৯ . ভিজিট শিডিউল
১০ .এন ও সি
১১ কাভার লেটার
** এক্সট্রা বৈধ ডকুমেন্টস
যদি গ্যারান্টার থাকে
১ .ইনভাইটেশন লেটার গ্যারান্টারের কাছ থেকে
২ .গ্যারান্টারের সাথে সম্পর্কের প্রত্যয়িত বা ব্যাখ্যা করার নথি
৩ .ব্যাংক স্টেটমেন্ট 6 মাসের সর্বশেষ (ব্যক্তিগত/কোম্পানী) যদি ভ্রমণ খরচ জাপানে বসবাসকারী একজন গ্যারান্টার দ্বারা বহন করা হয়
৪ .গ্যারান্টি লেটার ইত্যাদি..

01/11/2024
23/09/2024
16/09/2024

Address

Bhola Sadar
Bhola
8300

Alerts

Be the first to know and let us send you an email when Bd Tour Int. Ltd. Bhola Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bd Tour Int. Ltd. Bhola Branch:

Share

Category