আবহমান

আবহমান আজীবন একা

হঠাৎ একদিন একটা নূতন ধরণের লোক এল।মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডাল ভাঙ্গলো না...
11/08/2023

হঠাৎ একদিন একটা নূতন ধরণের লোক এল।
মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল নিমগাছের দিকে। ছাল তুললো না, পাতা ছিঁড়লো না, ডাল ভাঙ্গলো না। মুগ্ধ দৃষ্টিতে চেয়ে রইল শুধু।
বলে উঠলো, “বাঃ কি সুন্দর পাতাগুলো…..কি রূপ। থোকা থোকা ফুলেরই বা কি বাহার….এক ঝাঁক নক্ষত্র নেমে এসেছে যেন নীল আকাশ থেকে সবুজ সায়রে। বাঃ–”
খানিকক্ষণ চেয়ে থেকে চলে গেল।`
কবিরাজ নয়, কবি।
নিমগাছটার ইচ্ছে করতে লাগল লোকটার সঙ্গে চলে যায়। কিন্তু পারলে না।মাটির ভেতর শিকড় অনেক দূরে চলে গেছে। বাড়ির পিছনে আবর্জনার স্তূপের মধ্যেই দাঁড়িয়ে রইল সে।

-বনফুল।

মৃত্যু, অস্তিত্বের বুননে বোনা একটি পবিত্র অনুচ্ছেদ, শেষ নয় বরং একটি আধ্যাত্মিক রূপান্তর, যেখানে আত্মা অনন্তকালের নক্ষত্...
23/07/2023

মৃত্যু, অস্তিত্বের বুননে বোনা একটি পবিত্র অনুচ্ছেদ, শেষ নয় বরং একটি আধ্যাত্মিক রূপান্তর, যেখানে আত্মা অনন্তকালের নক্ষত্রের মাঝে নৃত্য করে ক্ষণস্থায়ী রাজ্যের বাইরে উড়তে তার ডানা উড়িয়ে দেয়।

"তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো, কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো! তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো, কিন্তু রোদের দিনে ত...
21/07/2023

"তুমি বলো, তুমি বৃষ্টি ভালোবাসো,
কিন্তু তার তলে তুমি ছাতা নিয়ে হাঁটো!

তুমি বলো, তুমি সূর্য ভালোবাসো,
কিন্তু রোদের দিনে তুমি ছায়া খোঁজো!

তুমি বলো, তুমি বাতাস ভালোবাসো,
কিন্তু যখন সে আসে তুমি জানালা বন্ধ করে দাও!

তাই আমি ভয় পাই,
যখন তুমি বলো, তুমি আমাকে ভালোবাসো!

-বব মার্লে'

04/10/2022
কোন রোগের জন্য কোন ডাক্তার দেখে নিন-1. Dermatologist ( ডার্মাটোলজিস্ট ) = A doctor who treats & advises the diseases of ...
04/10/2022

কোন রোগের জন্য কোন ডাক্তার দেখে নিন-
1. Dermatologist ( ডার্মাটোলজিস্ট ) = A doctor who treats & advises the diseases of skin. Skin specialist. ( ত্বক বা চর্ম বিশেষজ্ঞ)

2. Cardiologist (কার্ডিওলজিস্ট) = A doctor who treats the diseases of the heart. Heart specialist. (হৃদরোগ বিশেষজ্ঞ)

3. Gynecologist/ Gynaecologist (গাইনীকোলজিস্ট) = Female disease specialist. (মহিলা রোগ বিশেষজ্ঞ / স্ত্রীরোগ বিশেষজ্ঞ / প্রসূতি বিশেষ্জ্ঞ)

4. Dentist (ডেন্টিস্ট) = Doctor of teeth & jaw bones. Dental Specialist. (দন্ত চিকিৎসক)

5. Ophthalmologist (অপথালমোলজিস্ট) = A doctor treats & operates the diseases of eye. Eye specialist. (চক্ষু বিশেষজ্ঞ)

6. Orthopedist (অর্থোপেডিস্ট) =A doctor treats & operates the diseases of muscle, bone & joints. Muscle and bones expert. (পেশী এবং হাড় বিশেষজ্ঞ।/ অর্থোপেডিক সার্জন)

7. Anesthesiologist / Anesthetist (এ্যানেস্থেসিওলজিস্ট / এ্যানেস্থেসিস্ট) = A specialist who administers an anesthetic to a patient before he is treated (এমন বিশেষজ্ঞ যিনি চিকিত্সার আগে শরীরের সেই অংগ অবশ করেন / অজ্ঞান বিশেষজ্ঞ)

8. Endocrinologist (এন্ডোক্রিনোলজিস্ট) = Diagnosis and treats diabetes, hormone imbalances, thyroid disease and other disorders of the endocrine system. (রোগ নির্ণয় এবং একইরূপে ডায়াবেটিস, হরমোন ভারসাম্য, থাইরয়েড রোগ এবং অন্ত:ক্ষরা সিস্টেমের অন্যান্য রোগের বিশেষজ্ঞ। / হরমন বিশেষজ্ঞ)

9. Gastroenterology (গ্যাস্ট্রো- এন্টেরোলজিস্ট) = Specializes in diseases of the digestive system. (পরিপাক তন্ত্রের বিশেষজ্ঞ/গ্যাস্ট্রো- লিভার বিশেষজ্ঞ)

10. Hematologist (হেমাটোলজিস্ট) = A hematologist specializes in diseases of the blood and bone marrow. (রক্ত ও অস্থি-মজ্জার রোগ বিশেষজ্ঞ / রক্ত রোগ বিশেষজ্ঞ)

11. Hepatologist (হেপাটোলজিস্ট) = Specializes in diseases of the liver. (যকৃতের রোগের বিশেষজ্ঞ / যকৃত বা লিভার বিশেষজ্ঞ)

12. Neonatologist (নিওন্যাটোলজিস্ট) = Cares for premature and critically ill newborns. (যে অকাল এবং গুরুতর অসুস্থ নবজাতকদের জন্য চিন্তা করেন / নবজাতক বিশেষজ্ঞ)

13. Neurologist (নিউরোলজিস্ট) = A neurologist specializes in the diagnosis and treat

ভোলা জেলা ১৯৮৪ সালে স্থাপিত হয়েছিল।ভোলার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভোলা জেলাকে ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ বলা হয়। এ...
29/09/2022

ভোলা জেলা ১৯৮৪ সালে স্থাপিত হয়েছিল।

ভোলার প্রাকৃতিক সৌন্দর্যের কারণে ভোলা জেলাকে ‘কুইন আইল্যান্ড অব বাংলাদেশ’ বলা হয়। এটি বাংলাদেশের সবচেয়ে বড় দ্বীপ।

ভোলার পূর্ব নাম ছিল দক্ষিণ শাহবাজপুর।

ভোলার আয়তন ৩৪০৪.৪৮ বর্গ কি.মি (১৩১৪ বর্গ মাইল)। যদি ভোলা একটি দেশ হতো তাহলে আকারে এটি পৃথিবীর ১৬৮ তম দেশ হতো। যার মানে পৃথিবীতে ২৮ টি স্বাধীন দেশ রয়েছে যেগুলো ভোলা জেলা থেকেও আয়তনে ছোট।

ভোলা জেলার জনসংখ্যা প্রায় ২.০৪ মিলিয়ন বা ২০ লাখ ৪০ হাজার। যার মানে পৃথিবীতে প্রায় ৪৯ টি স্বাধীন দেশ রয়েছে যেদেশগুলোর জনসংখ্যা ভোলা থেকে কম।

ভোলাতে পুরুষ মহিলার অনুপাত ১০০:১০৫।

ভোলাই বাংলাদেশের একমাত্র জেলা যার নিজস্ব কোন ভাষা নেই

ভোলা জেলার ৭ টি উপজেলা, ৫ টি পৌরসভা এবং ৬৬ টি ইউনিয়ন রয়েছে।

শহীদ জাতীয় বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল এবং সমাজতান্ত্রিক নেতা নলিনী দাসের জন্ম এই ভোলাতেই।

মহিষের দুধের দইয়ের জন্য ভোলা জেলা খুবই বিখ্যাত। এটি বানানোর প্রক্রিয়াটি এখন পর্যন্ত অভিন্ন। এটি ঐতিহ্যবাহী ভাবে ওখানকার বানানো পটে ১৮ ঘন্টা সময় ধরে রেখে তৈরি করা হয়। ভোলা দ্বীপে এটি খুবই জনপ্রিয় এবং ওখানকার বিভিন্ন অনুষ্ঠান যেমন বিয়ে, ফেস্টিবাল এবং অন্যান্য বিশেষ অনুষ্ঠানে এটি পরিবেশন করা হয়।

Address

Bhola

Website

Alerts

Be the first to know and let us send you an email when আবহমান posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category