Bank Asia Dorun Bazar Branch

Bank Asia Dorun Bazar Branch Bank Asia has been launched by a group of successful entrepreneurs with recognized standing in the society.

The management of the Bank consists of a team led by senior bankers with decades of experience in national and international markets.

17/01/2024
আমাদের সেবা সমুহ-* সঞ্চয়ী ও চলতি একাউন্ট খোলা* মাসিক সঞ্চয় (ডিপিএস) একাউন্ট খোলা* মেয়াদী সঞ্চয় (এফডিআর) একাউন্ট খোলা* বি...
18/05/2022

আমাদের সেবা সমুহ-
* সঞ্চয়ী ও চলতি একাউন্ট খোলা
* মাসিক সঞ্চয় (ডিপিএস) একাউন্ট খোলা
* মেয়াদী সঞ্চয় (এফডিআর) একাউন্ট খোলা
* বিদ্যুৎ বিল গ্রহন করা
* মিট লাইফ এর প্রিমিয়ার গ্রহন করা
* চেক বহি প্রদান
* এটিএম কার্ড প্রদান
* পাসপোর্ট ফি গ্রহন
* মোবাইল এ্যাপসের মাধ্যমে ব্যাংকি সেবা

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে সবাইকে বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।
15/05/2022

ব্যাংক এশিয়ার পক্ষ থেকে সবাইকে বুদ্ধ পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা।

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক এশিয়া পরিবারের পক্ষ থেকে সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা। #অমরএ...
21/02/2022

মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্যাংক এশিয়া পরিবারের পক্ষ থেকে সকল ভাষা সৈনিকের প্রতি বিনম্র শ্রদ্ধা।

#অমরএকুশে

এখন ব্যাংক এশিয়া থেকে বিকাশে প্রথম ৫০০ টাকা কিংবা এর বেশি অ্যাড মানি'তে পাচ্ছেন ২০০ টাকার অফার!
10/02/2022

এখন ব্যাংক এশিয়া থেকে বিকাশে প্রথম ৫০০ টাকা কিংবা এর বেশি অ্যাড মানি'তে পাচ্ছেন ২০০ টাকার অফার!

আলহামদুলিল্লাহ NPSB সার্ভিস চালু হলো ব্যাংক এশিয়া  স্মার্ট এ্যাপ্সে।
07/02/2022

আলহামদুলিল্লাহ NPSB সার্ভিস চালু হলো ব্যাংক এশিয়া স্মার্ট এ্যাপ্সে।

আজ ব্যাংক এশিয়ার ৮ম ‘এজেন্ট ব্যাংকিং দিবস'।ব্যাংকিং সেবা বহির্ভুত বিপুল জনগােষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১৪ সাল...
17/01/2022

আজ ব্যাংক এশিয়ার ৮ম ‘এজেন্ট ব্যাংকিং দিবস'।
ব্যাংকিং সেবা বহির্ভুত বিপুল জনগােষ্ঠীকে ব্যাংকিং সেবার আওতায় আনতে ২০১৪ সালে ব্যাংক এশিয়া দেশে এজেন্ট ব্যাংকিং সেবা প্রবর্তন করে। ব্যক্তিক, প্রাতিষ্ঠানিক, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সিটি ডিজিটাল সেন্টার ও ডিজিটাল পােষ্ট অফিস ব্যাংকিং মিলে ব্যাংক এশিয়ার বর্তমান এজেন্ট আউটলেট সংখ্যা ৫০০০-এর উপরে। এছাড়া দেশব্যাপী ৫১ হাজারেরও বেশী মাইক্রো মার্চেন্ট-এর মাধ্যমে ডিজিটাল লেনদেন সুবিধা পৌঁছে দিচ্ছে গ্রামীন জনগােষ্ঠীর কাছে। দেশের ৬৪টি জেলায় এখন ৫০ লক্ষের বেশী গ্রাহক ব্যাংক এশিয়ার সেবা গ্রহণ করছেন। এ গ্রাহকের ৯২% গ্রামীন জনগােষ্ঠী এবং ৬৩% নারী। এজেন্ট ব্যাংকিং-এর মাধ্যমে অর্থনৈতিক অন্তর্ভুক্তির অভিযাত্রায় যুক্ত হয়েছে দেশের আরাে ২৯টি সরকারি ও বেসরকারি বাণিজ্যিক ব্যাংক।
ব্যাংক এশিয়া এজেন্ট ব্যাংকিং এর অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভলগ্নে দেশব্যাপী সকল গ্রাহক, এজেন্ট, উন্নয়ন সহযোগী, পৃষ্ঠপোষক ও শুভানুধ্যায়ীদের জানাই প্রাণঢালা শুভেচ্ছা ।
সমাজের সকল স্তরে ব্যাংকিং সেবাকে আরও ছড়িয়ে দিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তি নিশ্চিত করার লক্ষ্যে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।

“শুদ্ধতাই আপনার মুনাফা” এই স্লোগান নিয়ে ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ব্যাংক এশিয়া প্রবর্তন করে ইসলামিক ব্যাংকিং সেবা। আজ এ সেব...
24/12/2021

“শুদ্ধতাই আপনার মুনাফা” এই স্লোগান নিয়ে ২০০৮ সালের ২৪ ডিসেম্বর ব্যাংক এশিয়া প্রবর্তন করে ইসলামিক ব্যাংকিং সেবা। আজ এ সেবা প্রবর্তনের ১৩ বছর পূর্ণ হলো।

প্রথম থেকেই ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং এদেশের ইসলামপ্রিয় গ্রাহকদের প্রতি শরীয়াহর সর্বোচ্চ অনুশীলন নিশ্চিত করাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমানত সংগ্রহ ও বিনিয়োগ প্রদানসহ সব ধরনের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে আসছে। ভিসা ডেবিট কার্ড, এসএমএস এলার্ট, ইন্টারনেট ব্যাংকিং ও মোবাইল অ্যাপ ব্যবহারের মতো আধুনিক সকল সেবাও ইসলামিক ব্যাংকিং গ্রাহকদের জন্য চালু করা হয়েছে৷

শরীয়াহ্‌ পরিপালনে শুদ্ধতার অঙ্গীকার নিয়ে প্রবর্তিত ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিং সেবায় গ্রাহকদের জন্য রয়েছেঃ

◾ শরীয়াহ্‌ মোতাবেক আমানত সেবা ও বিনিয়োগ সুবিধা
◾ অর্জিত আয়ের ভিত্তিতে জমাকৃত অর্থের উপর মুনাফা
◾ পৃথক ইসলামিক সফটওয়্যার নির্ভর হিসাব ব্যবস্থা
সম্পূর্ণ পৃথক হিসাবরক্ষণ, বিনিয়োগ ও তহবিল ব্যবস্থাপনা
◾ অন্যান্য সব ধরনের ইসলামিক ব্যাংকিং সেবা
◾ সারাদেশে অনলাইন চার্জ ফ্রি

ডিপোজিটরদের সাথে মুনাফা ভাগাভাগির লক্ষ্যে অত্যন্ত সহজবোধ্য ‘ইনকাম শেয়ারিং রেশিও’ বা ‘আইএসআর’ পদ্ধতি বাংলাদেশে সর্বপ্রথম প্রবর্তনের মাধ্যমে ব্যাংক এশিয়া ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে নিয়েছে।

৫টি ইসলামিক ব্যাংকিং উইন্ডো ছাড়াও অনলাইনের মাধ্যমে ব্যাংকের সকল শাখা ও এসএমই সেন্টার ইসলামিক ব্যাংকিং সেবার আওতায় এসেছে। এর পাশাপাশি এজেন্ট ব্যাংকিং ব্যবস্থার অধীনে প্রবর্তিত ইসলামিক এজেন্ট ব্যাংকিং সেবা আজ সারা দেশব্যাপী সম্প্রসারিত হয়েছে।

আজকের এ শুভক্ষণে আমরা বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি ব্যাংক এশিয়ার মাননীয় চেয়ারম্যান, সম্মানিত ইসি চেয়ারম্যান, পরিচালনা পর্ষ দের সদস্যবৃন্দ, শরীয়াহ্ সুপারভাইজরি কমিটির চেয়ারম্যান ও সদস্যবৃন্দ, ব্যাংকের সম্মানিত প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক, ডিএমডিবৃন্দ, শাখা ব্যবস্থাপকবৃন্দ এবং সর্বস্তরের নির্বাহী-কর্মকর্তা-কর্মচারিগণের প্রতি, যাদের আন্তরিক সহযোগিতা ও অকৃত্রিম ভালোবাসা আমাদের পথচলাকে করেছে মসৃণ।

আর সবচাইতে বেশি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাতে চাই ব্যাংক এশিয়া ইসলামিক ব্যাংকিং সেবা গ্রহণ করা অগণিত গ্রাহকদের। আপনাদের আস্থা, ভালোবাসা ও বিশ্বাস আমাদের সামনে এগিয়ে যাওয়ার সবচেয়ে বড় শক্তি।

পরিশেষে মহান আল্লাহ্ রাব্বুল আলামীনের দরবারে ব্যাংক এশিয়ার ইসলামিক ব্যাংকিংকে কবুল করে নেওয়ার দোয়া চাইছি।

আমীন ।।

#ব্যাংক_এশিয়া #ইসলামিক #ব্যাংকিং

শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বরের সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।
14/12/2021

শহীদ বুদ্ধিজীবী দিবসে ১৪ ডিসেম্বরের সকল শহীদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।

     # সমৃদ্ধির_পথে_সবার_সাথে
27/11/2021


# সমৃদ্ধির_পথে_সবার_সাথে

20/10/2021

ব্যাংকিং সেবা আপনার দোরগোড়ায়।
ব্যাংক এশিয়া দরুন বাজার।
Golam Mahamud Shawon Chowdhury
01714828245

ব্যাংক এশিয়া লি:   দরুন বাজার শাখায়, বোরহানউদ্দিন,  ভোলা ।এখন থেকে ব্যাংক এশিয়া দরুন বাজার শাখায় ইসলামি ব্যাংক,  ইসলামিক...
16/10/2021

ব্যাংক এশিয়া লি:
দরুন বাজার শাখায়, বোরহানউদ্দিন, ভোলা ।

এখন থেকে ব্যাংক এশিয়া দরুন বাজার শাখায় ইসলামি ব্যাংক, ইসলামিক একাউন্ট, ইসলামিক ডিপিএস, মুদাররাবা হারে এককালিন টাকা রাখা যায়।।।।

যোগাযোগ - 01714-828245
Golam Mahamud Shawon Chowdhury

আপনার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করুন......সন্তানদের ভবিষ্যৎ কথা বিবেচন করে একটি স্কুল ব্যাংক একাউন্ট করুন এবং টাকা জমা ক...
07/10/2021

আপনার সন্তানদের ভবিষ্যৎ নিশ্চিত করুন......
সন্তানদের ভবিষ্যৎ কথা বিবেচন করে একটি স্কুল ব্যাংক একাউন্ট করুন এবং টাকা জমা করুন আকর্ষনীয় মুনাফার হারে। স্কুল ব্যাংকিং সকল চার্জ ফ্রি
যোগাযোগ:
ব্যাংক এশিয়া,দরুন বাজার।
Golam Mahamud Shawon Chowdhury
ফোন- ০১৭১৪-৮২৮২৩৪

Address

Dorun Bazar, Borhanuddin
Bhola
8320

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 10:00 - 17:00
Thursday 10:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801714828245

Alerts

Be the first to know and let us send you an email when Bank Asia Dorun Bazar Branch posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bank Asia Dorun Bazar Branch:

Videos

Share