Linex

Linex Air Ticketing Agent
Our Services: Visa Processing, Air Ticketing, Hotel Booking, Tour Package, Omrah/ Haze, Passport Service, etc.
(2)

 #থাইল্যান্ড_ভিসা_গাইডএক নজরে জেনে নিন সব তথ্যবিদেশ ভ্রমণ আমাদের বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় একটি রিক্রিয়েশন গেটওয়ে।...
14/12/2022

#থাইল্যান্ড_ভিসা_গাইড
এক নজরে জেনে নিন সব তথ্য

বিদেশ ভ্রমণ আমাদের বাংলাদেশিদের কাছে অনেক জনপ্রিয় একটি রিক্রিয়েশন গেটওয়ে। আর এর মধ্যে সবচেয়ে জনপ্রিয় টুরিস্ট ডেস্টিনেশান হল থাইল্যান্ড। থাইল্যান্ড ইমিগ্রেশান এর তথ্য অনুযায়ী, বিগত কয়েক বছরে প্রায় ১৩৯,৬২২ জন বাংলাদেশি পর্যটক থাইল্যান্ড-এ ট্রাভেল করেছেন। এতেই বুঝা যায় থাইল্যান্ড কতটা জনপ্রিয় । আর হবেই বা না কেন? নৈসর্গিক আইল্যান্ড এবং বিচ, হরেক রকম ওয়াটার অ্যাক্টিভিটি থেকে শুরু করে ব্যাংকক এর অসংখ্য দর্শনীয় স্থান, ঐতিহাসিক মন্দির আর স্থাপত্য, নানারকম প্রদর্শণীয় গ্যালারি, ভাসমান বাজার কিংবা শপিং মল, কি নেই এখানে? এই সব কিছুর কারণে মানুষ সময় পেলেই পরিবার কিংবা গ্রুপ ভিত্তিক থাইল্যান্ড টুর প্ল্যান করে থাকেন। তবে থাইল্যান্ড ঘুরতে যাওয়ার প্ল্যান করার শুরুতেই যে বিষয়টি সবাই চিন্তা করে তা হল কিভাবে থাই ভিসা পাব, কোথা থেকে এপ্লাই করব, কী কী ডকুমেন্টস লাগবে অর্থাৎ ভিসা প্রসেসিং। তাই সকলের কনফিউশান ক্লিয়ার করতে আর থাই ভিসা পাওয়ার একটি কমপ্লিট গাইডলাইন দিতেই আমাদের আজকে থাইল্যান্ড ভিসা গাইড ব্লগটি সাজানো হয়েছে।

কি কি প্রকারের থাইল্যান্ড ভিসা হয়ে থাকেঃ
বাংলাদেশে অবস্থিত রয়েল থাই এম্বাসি থেকে কয়েক ক্যাটাগরির ভিসা পাওয়া যায়। এগুলো হচ্ছেঃ
* টুরিস্ট ভিসা
* মেডিকেল ভিসা
* বিজনেস ভিসা
* ট্রান্সিট ভিসা ইত্যাদি।

এসব ক্যাটাগরির মধ্যে সবচেয়ে জনপ্রিয় হল থাইল্যান্ড টুরিস্ট ভিসা। এটি সাধারণত সিংগেল এন্ট্রি - যার মেয়াদ তিন মাস অথবা মাল্টিপল এন্ট্রি- যার মেয়াদ ছয় মাস হয়। দুই ধরনের ভিসাতেই আপনি থাইল্যান্ডে সর্বোচ্চ ৬০ দিন থাকতে পারবেন। থাই টুরিস্ট ভিসার টাইপ হল “TR”।

থাইল্যান্ড ভিসার জন্য কী কী ডকুমেন্টস প্রয়োজন?
থাইল্যান্ড ভিসার জন্য এপ্লাই করার আগে কিছু প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে হবে। নিচে বিস্তারিতভাবে কী কী ডকুমেন্টস প্রয়োজন তা নিয়ে আলোচনা করা হলঃ

পাসপোর্ট এবং ছবি
দেশের বাইরে ট্রাভেল করতে হলে সবার আগেই আবশ্যক হল নিজস্ব পাসপোর্ট। ভিসা এপ্লাই করার আগে পাসপোর্ট এর কিছু বিষয় মাথায় রাখা জরুরী। এগুলো হলঃ

* আপনার পাসপোর্ট এর মেয়াদ কমপক্ষে ৬ মাস বা তার বেশি থাকতে হবে
* আপনার পাসপোর্টে মিনিমাম দুটি ফাঁকা পাতা থাকতে হবে ভিসা ও ইমিগ্রেশান সিলের জন্য
* আপনার যদি এক কিংবা একাধিক পুরনো পাসপোর্ট থাকে, তাহলে অবশ্যই সেগুলো নতুন পাসপোর্ট এর সাথে দিতে হবে

থাইল্যান্ড ভিসা আবেদন এর জন্য আপনার ২ কপি পাসপোর্ট সাইজের (৩.৫ সে.মি * ৪.৫ সে.মি), সাদা ব্যাকগ্রাউন্ড এর ল্যাব প্রিন্ট ছবি প্রয়োজন। খেয়াল রাখবেন আপনার ছবিটি যাতে গত ৬ মাসের মধ্যে তোলা হয়। সবচেয়ে ভাল হল এপ্লাই করার ৪-৫ দিন যেয়ে নতুন ছবি তুলে সেটি ব্যবহার করা।

ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট
থাই ভিসার জন্য আপনার গত ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট জমা দিতে হবে এবং একাউন্ট এ কারেন্ট ব্যালেন্স মিনিমাম ৬০,০০০ টাকা থাকতে হবে। আপনি যদি ফ্যামিলি হিসাবে আবেদন করে থাকেন তাহলে আপনার মিনিমাম ১,২০,০০০ টাকা থাকতে হবে। ব্যাংক স্টেটমেন্ট এর অরিজিনাল কপি জমা দেওয়া আবশ্যক। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট
* ব্যাংক স্টেটমেন্ট এর অরিজিনাল কপি
* একা যেতে হলে কারেন্ট ব্যালেন্স মিনিমাম ৬০,০০০ টাকা
* ফ্যামিলি সহ যেতে হলে মিনিমাম ১,২০,০০০ টাকা

ব্যাংক স্টেটমেন্ট এর সাথে আপনাকে আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট/লেটার জমা দিতে হবে। আপনার ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এ কারেন্ট ব্যালেন্স উল্লেখ করতে পারলে ভাল তবে এটি বাধ্যতামূলক নয়। ব্যাংক সলভেন্সি এর অরিজিনাল কপি জমা দেওয়া আবশ্যক।

বিভিন্ন পেশা অনুযায়ী ভিসার ডকুমেন্ট
যেকোন দেশের ভিসা আবেদনের জন্য আপনার পেশার প্রমাণ একটা গুরুত্বপূর্ণ বিষয়। এক এক পেশার ক্ষেত্রে এক এক প্রকার ডকুমেন্ট প্রদান করতে হয়। নিচে এগুলো নিয়ে আলোচনা করা হলঃ

চাকুরিজীবী
আপনি যদি চাকুরিজীবী হয়ে থাকেন তাহলে সবার আগে আপনাকে অফিস থেকে NOC বা নো অবজেকশন সার্টিফিকেট নিয়ে জমা দিতে হবে। NOC-টি অবশ্যই আপনার কোম্পানির অফিশিয়াল প্যাডে থাকতে হবে এবং এতে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ভ্রমণ ডেস্টিনেশান ইত্যাদি উল্লেখ থাকতে হবে। অফিসিয়াল প্যাডে থাকার কারণ হল এতে করে এম্বাসি থেকে আপনার অফিসে ফোন দিয়ে আপনার ব্যাপারে তথ্য জানতে পারে। সেই সাথে আপনার অফিসের ভিজিটিং কার্ড এবং আইডি কার্ডের এর ফটোকপি সাথে দিয়ে দিতে হবে। এছাড়া আপনার স্যালারি ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট জমা দিতে হবে। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* অফিস থেকে NOC
* NOC কোম্পানির অফিশিয়াল প্যাডে থাকতে হবে
* NOC-তে আপনার নাম, পাসপোর্ট নাম্বার, ভ্রমণ ডেস্টিনেশান ইত্যাদি উল্লেখ থাকতে হবে
* অফিসের ভিজিটিং কার্ড
* অফিসের আইডি কার্ড
* স্যালারি ব্যাংক স্টেটমেন্ট, পে স্লিপ অথবা স্যালারি সার্টিফিকেট

ফ্রিল্যান্সার
আপনি ফ্রিল্যান্সার হয়ে থাকলে আপনি যে প্ল্যাটফর্মে কাজ কার করেন, সেই প্ল্যাটফর্মের কিছু প্রমাণ দিতে হবে। যেমনঃ আপনার প্রোফাইল স্ক্রিনশট, আর্নিং হিস্টোরি, ‘Certificate of Earnings’ দিতে পারেন। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* প্রোফাইল স্ক্রিনশট
* আর্নিং হিস্টোরি
* ‘Certificate of Earnings’ ইত্যাদি

ছাত্র/স্টুডেন্ট
আপনি যদি ছাত্র হন তাহলে আপনার আইডি কার্ড এর কপি দিতে হবে। অনেক সময় আপনার শিক্ষা প্রতিষ্ঠান থেকে একটা রেকমেন্ডেশান লেটার আপনার ছাত্রত্ব প্রমাণ হিসেবে দিতে পারেন। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* স্টুডেন্ট আইডি কার্ড
* শিক্ষা প্রতিষ্ঠান থেকে রেকমেন্ডেশন লেটার
* শিক্ষা প্রতিষ্ঠান থেকে নো অবজেকশান সার্টিফিকেট

ব্যবসায়ী
ব্যবসায়ী ট্রাভেলারদের ট্রেড লাইসেন্সের কপি জমা দিতে হবে এবিং সেই লাইসেন্সে এ আপনার নাম থাকতে হবে। লিমিটেড কোম্পানি হলে ট্রেড লাইসেন্সের সাথে মেমোরেন্ডাম অব আর্টিকেলের কপি জমা দিতে হবে। সেই সাথে ভিজিটিং কার্ড এর কপিও জমা দিতে হবে। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* ট্রেড লাইসেন্সের কপি
* লিমিটেড কোম্পানি হলে মেমোরেন্ডাম অব আর্টিকেল/ কোম্পানি প্যাড
* ভিজিটিং কার্ড ইত্যাদি

ডাক্তার/আইনজীবী
ডাক্তার হলে হাসপাতাল থেকে NOC অথবা BMDC সার্টিফিকেট লাগবে। আর আইনজীবী হলে বার কাউন্সিল সনদ বা আপনার ল ফার্মের NOC। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* হাসপাতাল থেকে NOC
* BMDC সার্টিফিকেট
* বার কাউন্সিল এর সনদ অথবা ল ফার্মের NOC


ভিসা রিকুয়েস্ট লেটার
সকল আবেদনকারীদের ভিসা অফিসারকে এড্রেস করে ভিসা এপ্লিকেশন লেটার দিতে হবে।

অপশনাল ডকুমেন্টস
আপনার বাংলাদেশ থেকে থাইল্যান্ড এবং ফিরতি এয়ার টিকেট এর বুকিং কপি কিংবা কনফার্ম এয়ার টিকেট এর কপি দিতে পারেন। সেই সাথে থাইল্যান্ডের এর যেই হোটেল এ থাকবেন সেই হোটেল এর বুকিং কপিটাও দিতে হবে। এসব মেন্ডেটরি না তবে অনেক সময় ডুকমেন্ট দিয়ে দিলে ভাল। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ
* ঢাকা-ব্যাংকক-ঢাকা রিটার্ন টিকেট
* থাইল্যান্ড হোটেল বুকিং কপি

মেডিকেল ভিসা
মেডিকেল ভিসার জন্য থাইল্যান্ডের যেকোন হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার এবং বাংলাদেশের যেকোন ডাক্তারের রেকমেন্ডেশন লেটার এর কপি জমা দিতে হবে। সেই সাথে রোগীর টেস্ট রিপোর্ট, প্রেস্ক্রিপ্সশান, রোগীর আগের সকল মেডিকেল ডকুমেন্ট ইত্যাদি জমা দিতে হবে। এরপর রোগীর ট্রাভেল মোড এবং তারিখ অনুযায়ী একটা রেফারেন্স লেটার ব্যাংকক এর হাসপাতালে প্রদান করতে হবে এবং সেটির এপ্রুভড কপি জমা দিতে হবে। রোগী অবস্থা অনুযায়ী যদি এয়ার এম্বুলেন্স এ যাতায়াত করতে হয় সেটাও উল্লেখ থাকতে হবে। এক নজরে ডকুমেন্ট চেকলিস্টঃ

* থাইল্যান্ডের হাসপাতালের অ্যাপয়েন্টমেন্ট লেটার
* বাংলাদেশি ডাক্তারের রেকমেন্ডেশন লেটার
* রোগীর টেস্ট রিপোর্ট
* আগের সকল মেডিকেল ডকুমেন্ট
* রোগীর ট্রাভেল মোড ইত্যাদি

ভিসা ফি: ৪,৯০০ টাকা (অফেরতযোগ্য)
ডেলিভারির সময়ঃ ৫ থেকে ৭ কার্যদিবস
ভিসার মেয়াদঃ ৩ মাস
ভিসার টাইপঃ ট্যুরিস্ট, একক প্রবেশ

বিশেষ দ্রষ্টব্য: পূর্ব বিজ্ঞপ্তি ছাড়াই ভিসার হার পরিবর্তন করা যেতে পারে এবং ভিসা প্রদানের অধিকার দূতাবাস দ্বারা সংরক্ষিত।

ভিসা সংক্রান্ত যেকোন তথ্য পেতে কল করুন আমাদের হটলাইন নাম্বার ০১৯২০ ৯৬২ ৯৬২ অথবা +৮৮-০১৭২৭০৩০৩৯৩।

আমাদের কাছে নগদ এর সেন্ট মানি বা ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ৭ টাকায়, বিস্তারিত ০১৭২৭০৩০৩৯৩।
12/10/2022

আমাদের কাছে নগদ এর সেন্ট মানি বা ক্যাশ আউট করতে পারবেন হাজারে মাত্র ৭ টাকায়, বিস্তারিত ০১৭২৭০৩০৩৯৩।

জরুরি নিয়োগ...সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে 'ফ্লেবোটোমিস্ট' পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টে...
02/09/2022

জরুরি নিয়োগ...
সম্প্রতি ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে 'ফ্লেবোটোমিস্ট' পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ০৭ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।

প্রতিষ্ঠানের নাম: ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেড

পদের নাম: ফ্লেবোটোমিস্ট

পদসংখ্যা: ০১ জন

শিক্ষাগত যোগ্যতা: ডিপ্লোমা (মেডিক্যাল টেকনোলজি)

অভিজ্ঞতা: ০৫ বছর

বেতন: আলোচনা সাপেক্ষে

চাকরির ধরন: ফুল টাইম

প্রার্থীর ধরন: পুরুষ

বয়স: সর্বনিম্ন ৩০ বছর

কর্মস্থল: ঢাকা

আবেদনের নিয়ম: আগ্রহীরা jobs.bdjobs.com এর মাধ্যমে আবেদন করতে পারবেন।

আবেদনের শেষ সময়: ০৭ সেপ্টেম্বর ২০২২

স্ত্রীঃ মুদ্রাস্ফীতি কি গো?স্বামীঃ বিয়ের সময় তোমার বয়স ছিল ২২ বছর, ওজন ছিল ৪৮ কেজি, কোমর ছিল ২৮ ইঞ্চি। কিন্তু বর্তমানে ত...
20/08/2022

স্ত্রীঃ মুদ্রাস্ফীতি কি গো?
স্বামীঃ বিয়ের সময় তোমার বয়স ছিল ২২ বছর, ওজন ছিল ৪৮ কেজি, কোমর ছিল ২৮ ইঞ্চি। কিন্তু বর্তমানে তোমার বয়স ৩৫ বছর, ওজন ৭১ কেজি, কোমর ৪৪ ইঞ্চি।
বর্তমানে তোমার ব্যালেন্স বেড়েছে, কিন্তু ভ্যালু আগের চেয়ে অনেক কম, প্রকৃত পক্ষে এটাই হলো মুদ্রাস্ফীতি।

 #শেয়ার_করে_কাছে_রাখুন....বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের হটলাইন নাম্বার।
17/08/2022

#শেয়ার_করে_কাছে_রাখুন....
বিমানবন্দরে লাগেজ সংক্রান্ত বিষয়ে এয়ারলাইন্সের সাথে যোগাযোগের হটলাইন নাম্বার।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্র...
17/08/2022

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল থেকে ট্রলি নিয়ে বিমানবন্দরের উত্তর পাশের বহুতল( ৩ তলা) পার্কিং ভবনে প্রবেশ করা যায়।

ফলে আপনাকে রিসিভ করতে আসা গাড়ি টার্মিনালের সামনে খোলা আকাশের নিচে পার্কিং না করে বহুতল কার পার্কিং ভবনে রাখতে বলুন আপনার স্বজনদের। আপনার সঙ্গে ভারি লাগেজ থাকলে ট্রলিতে নিয়ে ২ নাম্বার গেট দিয়ে বের হয়ে সহজে বহুতল কার পার্কিং ভবনে যেতে পারবেন।

টার্মিনাল থেকে বের হবার সময় বহুতল কার পার্কিং ভবনের যাবার এমন নির্দেশনা অনুসরণ করুন।

#বাংলা_এভিয়েশন

ভারতীয় মেডিকেল ভিসা পেতে ডাক্তার এপোয়েন্টমেন্ট নিন যখন তখন, বিস্তারিত +৮৮ ০১৭২৭ ০৩ ০৩ ৯৩।
14/07/2022

ভারতীয় মেডিকেল ভিসা পেতে ডাক্তার এপোয়েন্টমেন্ট নিন যখন তখন, বিস্তারিত +৮৮ ০১৭২৭ ০৩ ০৩ ৯৩।

06/07/2022
17/06/2022

জুলাই থেকে
থাইল্যান্ড যেতে লাগবেনা, থাইপাস আর ইন্সুরেন্স

Wow ! Thai pass and insurance are no more needed to visit Thailand.
17/06/2022

Wow ! Thai pass and insurance are no more needed to visit Thailand.

09/06/2022

অনেকেই যারা বুঝে না বুঝে শুধু মাত্র হরিদাসপুর-আগরতলা দিয়ে ভিসা নেন বা নিয়েছেন, কিন্তু দার্জিলিং/সিক্কিম অথবা মেঘালয় ভ্রমণে যেতেচান, তারা ছবিতে দেওয়া ফ্রমে চ্যাংড়াবান্ধা এবং ডাউকি পোর্ট লিখে, ভিসা সেন্টারে পাসপোর্ট, ছবি এবং ভিসার কপি স্টাপল করে ৩০০ টাকা দিয়ে ভিসা সেন্টারে ফ্রম জমা দিয়ে দিন।

৭ দিনের মধ্যেই আগের পোর্ট সহ অতিরিক্ত দুইটা পোর্ট এড হয়ে আসবে।

কোরবানির ঈদের ছুটিতে আমরা যাচ্ছি মেঘালয়(শিলং-চেরাপুঞ্জি -ডাউকি) ভ্রমণে।
৫ রাত ৪ দিনের এই ভ্রমণ হবে ১২-১৬ জুলাই।

ভ্রমণ খরচ নন এসি বাসে জন প্রতি ১৪০০০৳
এবং এসি বাসে জন প্রতি ১৫০০০৳
কাপল জন প্রতি ১০০০৳ যোগ হবে।

যোগাযোগঃ 01814719019 & 01831022199

কি কি থাকছে ভ্রমণ খরচের মধ্যেঃ
১. ঢাকা-সিলেট-ঢাকা নন এসি/ এসি বাসের টিকিট
২. মেঘালয়ের শিলং এ ৩ রাত স্টান্ডার্ড হোটেলে থাকা।
৩. সিলেট -তামাবিল-সিলেট লেগুনা বা সিএনজি রিজার্ভ
৪. ৪ দিনে শিলং, চেরাপুঞ্জি, ডাউকি, বিভিন্ন সাইটসিং এর জন্য রিজার্ভ জীপ।
৫. প্রতিদিন ৩ বেলা খাবার।
৬. একজন গাইড।

বি.দ্র. পোর্ট এড এর আবেদনটি ছবিতে দেওয়া হোলো।

08/06/2022

অবশেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ই-পাসপোর্টধারীদের জন্য ই-গেট (স্বয়ংক্রিয় বর্ডার কন্ট্রোল ব্যবস্থ....

04/06/2022

পুরো জুন মাস জুড়েই এটা দেখা দেখা যাবে। তবে, ৩ এবং ৪ জুন সকালে বুধ এবং শনি গ্রহের মধ্যকার কোণ হবে ৯১ ডিগ্রি।

03/06/2022

আলহামদুলিল্লাহ,
কতই সুন্দর সবুজ শ্যামল দুনিয়া.!!

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!! উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন ...
03/06/2022

উমরাহর ভিসা এখন দারুণ সহজ হয়ে গেলো!! উমরাহ ভিসাকে কিছুটা ট্যুরিস্ট ভিসার আদলে করা হয়েছে।

যাত্রী নিজে নিজেই অনলাইনে আবেদন করতে পারবেন। মাত্র ২৪ ঘন্টার মধ্যেই ভিসা ইস্যু হয়ে যাবে। তাও আবার কোন এজেন্সির সহযোগিতা ছাড়াই!!

আরো সুখবর আছে:
আগে জিদ্দা, মক্কা আর মদীনা ছাড়া উমরাহ যাত্রীগণ অন্য কোথাও যেতে পারতেন না। এখন সৌদি আরবের যে কোন স্থানই উমরাহর যাত্রীগণের জন্য উন্মুক্ত!

এখানেই শেষ নয়।

আগে ইস্যু হতো ১ মাসের ভিসা। এখন ইস্যু হবে ৩ মাসের উমরাহ ভিসা!

মাশা আল্লাহ!

সৌদি আরবের ভিশন ২০৩০।

নিউজ লিংক কমেন্টে।

No more umrah agency. You can apply for Umrah visa via the online and get it directly by yourself. The visit visa for Umrah will be issued now within 24 hours and for 3 months.
_________________________
Saudi Gazette report

AMMAN — Minister of Hajj and Umrah Dr. Tawfiq Al-Rabiah announced on Thursday the launching of an electronic service to apply for Umrah visa for individual Umrah pilgrims from outside Saudi Arabia. “The visit visa for Umrah will be issued now within 24 hours.

Applications for Umrah visas can be submitted from outside Saudi Arabia, away from Umrah campaigns,” he said.

Al-Rabiah said the Kingdom’s Vision 2030 aims to facilitate the reception of Umrah pilgrims in larger numbers.

02/06/2022
02/06/2022
01/06/2022
01/06/2022

মাশাআল্লাহ কি অপরুপ সুন্দর ❤️

29/05/2022

ঢাকা-কক্সবাজার ফ্লাইটের টিকিট কাটলে দুই রাত হোটেলে ফ্রি-তে থাকার ব্যবস্থা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। শনিবার রা....

আজ থেকে চালু হলো  বাংলাদেশ-ভারত এর মধ্যে চলাচলকারী ট্রেন সমূহের টিকেট ইস্যু।সকাল ৮:০০ থেকে মিতালী এবং মৈত্রী এক্সপ্রেসের...
26/05/2022

আজ থেকে চালু হলো বাংলাদেশ-ভারত এর মধ্যে চলাচলকারী ট্রেন সমূহের টিকেট ইস্যু।

সকাল ৮:০০ থেকে মিতালী এবং মৈত্রী এক্সপ্রেসের টিকেট পাওয়া যাবে ঢাকা এবং চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের নির্ধারিত কাউন্টারে।
বন্ধন এক্সপ্রেসের টিকেট পাওয়া যাবে খুলনা এবং যশোর স্টেশনের নির্ধারিত কাউন্টারে।

21/05/2022
20/05/2022
11/05/2022
04/05/2022

সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) দুবাইয়ের জনপ্রিয় লটারি বিগ টিকেট র‍্যাফেল ড্র’র প্রথম পুরস্কার জিতেছেন দুই বাংলাদেশ....

04/05/2022
জরুরি_বিজ্ঞপ্তি°°°°°°°°°°°°°°° #হজযাত্রীদের_বয়সসীমা_সংক্রান্ত_জরুরি_বিজ্ঞপ্তি।
29/04/2022

জরুরি_বিজ্ঞপ্তি
°°°°°°°°°°°°°°°
#হজযাত্রীদের_বয়সসীমা_সংক্রান্ত_জরুরি_বিজ্ঞপ্তি।

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদনের লিংক:http://stipen.wewb.gov.bd/stipend/ #/application-form
26/04/2022

প্রবাসী কর্মীর সন্তানদের শিক্ষাবৃত্তির জন্য অনলাইনে আবেদনের লিংক:

http://stipen.wewb.gov.bd/stipend/ #/application-form

তথ্যসূত্র: BOESL
26/04/2022

তথ্যসূত্র: BOESL

“আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি বয়সীরা এবার হজ্বে যেতে পারবেন না”---ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান
26/04/2022

“আগে নিবন্ধিত হলেও ৬৫ বছরের বেশি
বয়সীরা এবার হজ্বে যেতে পারবেন না”
---ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান

https://ekattor.tv/blog/article?article_id=22335
23/04/2022

https://ekattor.tv/blog/article?article_id=22335

তুরস্কের ইস্তাম্বুলে হিরকা-ই শেরিফ মসজিদে ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যবহৃত পোশাক প্রদর্শনীতে হাজার.....

22/04/2022
শুধুমাত্র ভোলা জেলার প্রত্যেক উপজেলা হতে সর্বোচ্চ ২জন করে ভ্রমন পিপাসুকে বিজ্ঞাপনের অংশ হিসেবে নামমাত্র খরচে ভ্রমনের সুয...
22/04/2022

শুধুমাত্র ভোলা জেলার প্রত্যেক উপজেলা হতে সর্বোচ্চ ২জন করে ভ্রমন পিপাসুকে বিজ্ঞাপনের অংশ হিসেবে নামমাত্র খরচে ভ্রমনের সুযোগ দেয়া হবে। ৩ দিনের পাতায়া ট্যুর মাত্র ৩৮০০০/- ( টিকেট+ভিসা+হোটেল)। বিস্তারিত- ০১৭২৭০৩০৩৯৩।

Address

541/12, Sadar Road, Jugirghol
Bhola
1000

Opening Hours

Monday 10:00 - 22:00
Tuesday 10:00 - 22:00
Wednesday 10:00 - 22:00
Thursday 10:00 - 22:00
Friday 16:30 - 22:00
Saturday 10:00 - 22:00
Sunday 10:00 - 22:00

Telephone

+8801920962962

Alerts

Be the first to know and let us send you an email when Linex posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Linex:

Videos

Share

Nearby travel agencies