11/05/2022
চলো ঘুরে আসি মেঘের রাজ্যে (ব্রাহ্মণবাড়িয়া টো সাজেক) সাজেক ২ রাত, ২ দিন,
🚌 যাত্রার তারিখঃ ২২মে ২০২২।
পুরনো ফারুকী পার্ক অবকাশ থেকে বাস ছেড়ে যাবে
যাত্রা শেষের তারিখ :-২৫ মে ২০২২।
❑ ভ্রমণের স্থান সমুহ :
⦿সাজেক ভ্যালি ⦿রিসাং ঝর্ণা ⦿তারেং ⦿রুই লুই পাড়া ⦿কংলাক পাহাড় ⦿স্টোন গার্ডেন ⦿হ্যালিপ্যাড
❑ স্পেশাল ফিচার:
⦿ সবার অংশ গ্রহনে বার-বি-কিউ পার্টি।
❑ সাজেক ভ্রমণ খরচ
১ জন ৪৯৯০ টাকা ( বিজনেস ক্লাস)
( একরুম ৪জন ২টা বেড থাকবে)
কাপল ১২,০০০ টাকা ২জন ( বিজনেস ক্লাস)
কাপল দের জন্য সিঙ্গেল রুম থাকবে
❑
ভ্রমণের বর্ণনাঃ
প্রথমদিন রাতে রওনা দিয়ে পরদিন ভোরে খাগড়াছড়ি পৌঁছাবো।
তারপর সাজেকের উদ্দেশ্যে রওনা করবো। দুপুরের মধ্যে সাজেকে রিসোর্টে চেক-ইন। সারাদিন সাজেক এবং তার আশেপাশের স্পট ভ্রমন এবং রাতে সাজেকে বার-বি-কিউ পার্টি।
পরের দিন সকালে কংলাক পাহাড়, হেলিপ্যাড সহ সাজেক এর সকল দর্শনীয় জায়গা ঘুরে দেখব এরপর রাতের বাসে রওনা দিয়ে দিবো
খাবার : সকালের খাবারে থাকবে পরোটা, ডিমভাজি, সবজি, ডাল, চা। দুপুরে ব্যম্বো চিকেন, গরুর মাংস, ভর্তা, ডাল, সবজি সাদাভাত। ২য় দিন সকালে খিচুড়ি, দুপুরে পাহাড়ি মুরগী, মাছ সবজি, ডাল, সাদাভাত। রাতে খাবো খাগড়াছড়ির সুস্বাদু বিরানি।
সাজেক ভ্যালি ভ্রমণ প্যাকেজে যা যা থাকছে
⦿ ব্রাহ্মণবাড়িয়া -খাগড়াছড়ি- বাস টিকেট।
⦿ দুই দিনের পুরোটা সময় সার্বক্ষনিক জিপ।
⦿ খাগড়াছড়ি পৌঁছানোর পর সকালের খাবার থেকে শুরু করে আসার দিন রাতের খাবার সহ প্রতিদিন ৩ বেলা খাবার।
⦿ সাজেক ভ্যালিতে রাত্রি যাপনের কটেজ।
আপনার বুকিং কনফার্ম করতে অবশ্যই 2020 টাকা বিকাশ করে আপনার সিট নাম্বার কনফার্ম করতে হবে.
আমাদের অফিসঃ
সমবায় মার্কেট ২য় তালা
যোগাযোগ:- 01792270675
২. বিকাশ ও নগদ করা যাবে।
৩. ব্যাংক ডিপোজিট করে বুকিং করা যাবে। (City Bank, DBBL, Pubali bank)