02/02/2023
🇮🇹একনজরে ইতালিতে লোক আনার সিস্টেম তথা ফ্লুসি নিয়ে যত কথা..!!!
🇮🇹অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ইতালিতে যে লোক নিবে তথা ফ্লুসি এর জন্য কি কি কাগজ লাগবে??
কত লোক ইতালিতে আসতে পারবে?? আবেদনের লাস্ট ডেট কবে? ইত্যাদি .. ইত্যাদি....!!!
🇮🇹মোট প্রবেশ ৮২,৭০৫ জন! (৩২ টা দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে নয়) কিন্তু আরও শর্ত আছে...!
✅সিজনাল ভিসায় 4 4 হাজার লোক এবং
✅স্পন্সর ক্যাটাগরিতে 38705 জন লোক )
কিন্তু ইতালির ভিতরে যারা বেকার আছে তাদের দিয়ে এই কোটা পূর্ণ করার চেষ্টা করা হবে যদি তারা আগ্রহী না হয় তবেই বাহির থেকে থেকে লোক আনা হবে। এছাড়াও এর ভিতরে কিছু সাব কোটা আছে)
🇮🇹ফ্লুসি এর জন্য যে যে ডকুমেন্টস লাগবেঃ
Documenti per flussi 2023:
1. Passaporto del lavoratore straniero in corso di validità. যে ইতালিতে আসবে তার পাসপোর্ট)
2.carta di identità o passaporto del datore di lavoro in Italia. ইতালিতে মালিকের পাসপোর্ট অথবা কাতা ইদেন্তিতা)
3. dati identificativi del datore di lavoro (numero di telefono, Partita Iva, indirizzo della sede legale e del luogo di lavoro, indirizzo PEC e indirizzo email). (ইতালিতে কোম্পানির মোবাইল নাম্বার,লাইসেন্স নাম্বার, হেড অফিসের ঠিকানা, রেজিস্টার্ড ইমেইল ইত্যাদি)
4. certificato di idoneità allogiativa e indirizzo di dimora in Italia del lavoratore. (আলোজ সার্টিফিকেট এবং ইতালিতে যে লোক আসবে সে যে জায়গায় থাকবে তার ঠিকানা)
5. marca da bollo da 16€। ১৬ ইউরো স্টাম্প)
6. indicazioni relative al contratto di lavoro da stipulare: CCNIL, livello e mansione, orario settimanale. কাজের কন্টাকের ধরন, মজুরি, ঘন্টা, পদবি, সাপ্তাহিক কর্মঘন্টা ইত্যাদির বিস্তারিত কাগজ)
7. numero attuale dei dipendenti della ditta (al fine di verificare se il datore di lavoro abbia le capacità economiche di retribuire tutti i dipendenti).কোম্পানিতে কতজন লোক কাজ করে, এবং কোম্পানির আর্থিক সক্ষমতা ইত্যাদির কাগজ।
8. delega del datore di lavoro e autorizzazione (privacy). ইতালির মালিকের একটা দেলেগা কপি)
9. visura camerale del datore di lavoro. কোম্পানির লাইসেন্স এর মূল কপি)
10. DURC (documento necessario per verificare la regolarità contributiva) da richiedersi tramite il sito INPS o INAIL con il codice fiscale। কোম্পানিতে যে নিয়মিত সব ধরনের টেক্স এবং আয়কর দিয়েছে তার প্রমান পত্র)
11. modello UNICO 2022 (dichiarazione dei redditi del datore di lavoro). কোম্পানির বাৎসরিক আয় এর কপি।
12. bilancio contabile anno 2022 dell’azienda/impresa। এটাও কোম্পানির নিট আয়ের পান্ডুলিপি।
13. indicazione della Rappresentanza diplomatica del Paese di origine dove sarà richiesto il visto di ingresso; যে দেশের থেকে লোক আনা হবে ঠিকানা)
14.modulo ANPAL da parte del datore di lavoro.
( centro per inpiego অফিস থেকে ছাড়পত্র)
15. Spid id (স্প্রিট আইডি)
🇮🇹যে যে সেক্টরে আবেদন করা যাবেঃ
Settori di lavoro decreto flussi 2022/2023
১.autotrasport, পরিবহন )
২.edilizia;বিল্ডিং নির্মাণ)
৩.turistico-alberghiero;পর্যটন-হোটেল)
৪.meccanica, মেকানিক্স)
৫.telecomunicazioni,টেলিযোগাযোগ)
৬.alimentare, খাদ্য)
৭.cantieristica navale, জাহাজ নির্মাণ।
🇮🇹আবেদন করতে মালিকের কত টাকা income থাকা লাগবে???
এখানে আবেদন করতে মালিকের কত টাকা ইনকাম থাকা লাগবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু একটা প্রতিষ্ঠান কয়জন কর্মচারী আছে তার উপর ভিত্তি করে মালিকের ইনকাম পর্যাপ্ত না হলে অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে।
🇮🇹কবে থেকে আবেদন করা যাবে বা Click Day 2023 কবে??
La domande dovranno essere inviate :
dalle ore 9:00 del 27 marzo 2023 - 31 decembre (27 মার্চ 2023 সাল থেকে 31 ডিসেম্বর 2023 পযন্ত করা যাবে)
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আরো বিস্তারিত তথ্যের জন্য courtesy : ahsan tahsan (immigration consultant) Monfalcone, italy!