Ahsan Air Travels

Ahsan Air Travels All kinds of VISA and Airline Tickets buy from us.

01/03/2023

মালয়েশিয়া যারা যেতে ইচ্ছুক খুব ভাল কয়েকটি টি ভিসা আছে।
রেস্টুরেন্টে জব
ওয়েস্টার্ন ফুড/ থাই ফুড/ চিকেন রাইস
থাকা খাওয়া ফ্রি
বেতন ৪৫ হাজার++ টাকা

এই রেস্টুরেন্টে ভাল কাজ দেখাতে পারলে সুপারভাইজার হতে পারলে বেতন ৬০-৭০ হাজার টাকা পরবে।

সময় খুব সীমিত

যোগাযোগ: wtsapp: 01933710614

🇮🇹একনজরে ইতালিতে লোক আনার সিস্টেম তথা  ফ্লুসি  নিয়ে যত কথা..!!!🇮🇹অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন  ইতালিতে যে লোক নিবে  তথা ...
02/02/2023

🇮🇹একনজরে ইতালিতে লোক আনার সিস্টেম তথা ফ্লুসি নিয়ে যত কথা..!!!
🇮🇹অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন ইতালিতে যে লোক নিবে তথা ফ্লুসি এর জন্য কি কি কাগজ লাগবে??
কত লোক ইতালিতে আসতে পারবে?? আবেদনের লাস্ট ডেট কবে? ইত্যাদি .. ইত্যাদি....!!!
🇮🇹মোট প্রবেশ ৮২,৭০৫ জন! (৩২ টা দেশ থেকে শুধু বাংলাদেশ থেকে নয়) কিন্তু আরও শর্ত আছে...!
✅সিজনাল ভিসায় 4 4 হাজার লোক এবং
✅স্পন্সর ক্যাটাগরিতে 38705 জন লোক )
কিন্তু ইতালির ভিতরে যারা বেকার আছে তাদের দিয়ে এই কোটা পূর্ণ করার চেষ্টা করা হবে যদি তারা আগ্রহী না হয় তবেই বাহির থেকে থেকে লোক আনা হবে। এছাড়াও এর ভিতরে কিছু সাব কোটা আছে)

🇮🇹ফ্লুসি এর জন্য যে যে ডকুমেন্টস লাগবেঃ
Documenti per flussi 2023:
1. Passaporto del lavoratore straniero in corso di validità. যে ইতালিতে আসবে তার পাসপোর্ট)
2.carta di identità o passaporto del datore di lavoro in Italia. ইতালিতে মালিকের পাসপোর্ট অথবা কাতা ইদেন্তিতা)
3. dati identificativi del datore di lavoro (numero di telefono, Partita Iva, indirizzo della sede legale e del luogo di lavoro, indirizzo PEC e indirizzo email). (ইতালিতে কোম্পানির মোবাইল নাম্বার,লাইসেন্স নাম্বার, হেড অফিসের ঠিকানা, রেজিস্টার্ড ইমেইল ইত্যাদি)
4. certificato di idoneità allogiativa e indirizzo di dimora in Italia del lavoratore. (আলোজ সার্টিফিকেট এবং ইতালিতে যে লোক আসবে সে যে জায়গায় থাকবে তার ঠিকানা)
5. marca da bollo da 16€। ১৬ ইউরো স্টাম্প)
6. indicazioni relative al contratto di lavoro da stipulare: CCNIL, livello e mansione, orario settimanale. কাজের কন্টাকের ধরন, মজুরি, ঘন্টা, পদবি, সাপ্তাহিক কর্মঘন্টা ইত্যাদির বিস্তারিত কাগজ)
7. numero attuale dei dipendenti della ditta (al fine di verificare se il datore di lavoro abbia le capacità economiche di retribuire tutti i dipendenti).কোম্পানিতে কতজন লোক কাজ করে, এবং কোম্পানির আর্থিক সক্ষমতা ইত্যাদির কাগজ।
8. delega del datore di lavoro e autorizzazione (privacy). ইতালির মালিকের একটা দেলেগা কপি)

9. visura camerale del datore di lavoro. কোম্পানির লাইসেন্স এর মূল কপি)
10. DURC (documento necessario per verificare la regolarità contributiva) da richiedersi tramite il sito INPS o INAIL con il codice fiscale। কোম্পানিতে যে নিয়মিত সব ধরনের টেক্স এবং আয়কর দিয়েছে তার প্রমান পত্র)
11. modello UNICO 2022 (dichiarazione dei redditi del datore di lavoro). কোম্পানির বাৎসরিক আয় এর কপি।
12. bilancio contabile anno 2022 dell’azienda/impresa। এটাও কোম্পানির নিট আয়ের পান্ডুলিপি।
13. indicazione della Rappresentanza diplomatica del Paese di origine dove sarà richiesto il visto di ingresso; যে দেশের থেকে লোক আনা হবে ঠিকানা)
14.modulo ANPAL da parte del datore di lavoro.
( centro per inpiego অফিস থেকে ছাড়পত্র)
15. Spid id (স্প্রিট আইডি)

🇮🇹যে যে সেক্টরে আবেদন করা যাবেঃ
Settori di lavoro decreto flussi 2022/2023
১.autotrasport, পরিবহন )
২.edilizia;বিল্ডিং নির্মাণ)
৩.turistico-alberghiero;পর্যটন-হোটেল)
৪.meccanica, মেকানিক্স)
৫.telecomunicazioni,টেলিযোগাযোগ)
৬.alimentare, খাদ্য)
৭.cantieristica navale, জাহাজ নির্মাণ।

🇮🇹আবেদন করতে মালিকের কত টাকা income থাকা লাগবে???
এখানে আবেদন করতে মালিকের কত টাকা ইনকাম থাকা লাগবে তা নির্দিষ্ট করে বলা হয়নি। কিন্তু একটা প্রতিষ্ঠান কয়জন কর্মচারী আছে তার উপর ভিত্তি করে মালিকের ইনকাম পর্যাপ্ত না হলে অ্যাপ্লিকেশনটি বাতিল বলে গণ্য হবে।

🇮🇹কবে থেকে আবেদন করা যাবে বা Click Day 2023 কবে??
La domande dovranno essere inviate :
dalle ore 9:00 del 27 marzo 2023 - 31 decembre (27 মার্চ 2023 সাল থেকে 31 ডিসেম্বর 2023 পযন্ত করা যাবে)
সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মত শেষ করছি। আরো বিস্তারিত তথ্যের জন্য courtesy : ahsan tahsan (immigration consultant) Monfalcone, italy!

09/08/2022

Be Ready All Malaysian Lover to work in Malaysia.

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া শ্রমবাজার টি খুলতে যাচ্ছেন.আজকে মন্ত্রণালয় থেকে মেডিকেল পরিদর্শন করা হয়েছে.আশা করা যাচ্ছে এ...
03/07/2022

আলহামদুলিল্লাহ মালয়েশিয়া শ্রমবাজার টি খুলতে যাচ্ছেন.
আজকে মন্ত্রণালয় থেকে মেডিকেল পরিদর্শন করা হয়েছে.আশা করা যাচ্ছে এই মাসের শেষের দিকে 27 অথবা 28 তারিখের ভিতরে মেডিকেল ঘোষণা করা হবে.যারা মালয়েশিয়া যাবার জন্য অতি আগ্রহ করতেছেন তারা মেডিকেল চালু কর সাথে সাথে আমাদের সাথে দ্রুত যোগাযোগ করুন.

কাজের ধরন :

1:কন্ট্রাকশন

2:ফ্যাক্টরি কাজ

3:এগ্রিকালচার

4:প্লান্টেশন

5:সার্ভিস সেক্টর: হোটেল. রেস্টুরেন্ট. আবাসিক হোটেল. এয়ারপোর্ট ক্লিনার.মার্কেট. সুপারমার্কেট ক্লিনার ইত্যাদি |

13/06/2022

মালয়েশিয়া যেতে ইচ্ছুক কর্মীদের বিএমইটি’র ডাটাবেইজে নিবন্ধন ১৩ জুন থেকে শুরু হচ্ছে বলে জানিয়েছে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষন ব্যুরোর (বিএমইটি’) মহাপরিচালক শহীদুল আলম এনডিসি।

রবিবার (১২ জুন) বিকেলে প্রবাস বার্তাকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানান বিএমইটি’র মহাপরিচালক। তিনি বলেন, প্রতাড়নার ফাঁদে না পড়ে মালয়েশিয়ায় যেতে হলে কর্মীকে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে হবে। এক্ষেত্রে দেশের ৪২ টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সরাসরি গিয়ে কর্মীরা তাদের নিবন্ধন সম্পন্ন করতে পারবেন।

শহীদুল আলম আরো বলেন, আজ (১২জুন) বিএমইটি থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে বলা হয় দেশের যে সকল জেলায় ডিইএমও অফিস নেই এগুলোর মধ্যে নির্ধারিত ১২টি জেলায় (নারায়ণগঞ্জ. নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, মাদারীপুর, শরীয়তপুর, মেহেরপুর, সুনামগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, লক্ষিপুর, কেরানিগঞ্জ ও গাজিপুর) অবস্থিত টিটিসি বা আইএমটি এর মাধ্যমে বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হতে পারবেন কর্মীরা। নিবন্ধন সম্পূর্ণ করতে কর্মীকে সরকারি নিবন্ধন ফি বাবদ ২’শ টাকা পরিষোধ করতে হবে। এছাড়াও কর্মীরা চাইলে সরকার অনুমোদিত “আমি প্রবাসী” অ্যাপের মাধ্যমে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। তবে এর জন্য কর্মীকে অতিরিক্ত ১’শ টাকা পরিষোধ করতে হবে বলে জানান তিনি।

আবারও মালয়েশিয়া কলিং ভিসার বিস্তারিত পদ্ধতির তারিখ  পেছানো হয়েছে।প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ...
09/06/2022

আবারও মালয়েশিয়া কলিং ভিসার বিস্তারিত পদ্ধতির তারিখ পেছানো হয়েছে।

প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ জানিয়েছেন

৯ ও ১০ জুন সংসদে বাজেট অধিবেশন থাকায় মালয়েশিয়ায় কর্মী যাওয়ার পদ্ধতি ঘোষণা চলতি সপ্তাহে দেয়া সম্ভব হচ্ছে না।

মন্ত্রীর বাজেট অধিবেশনে তার প্রশ্নোত্তর পর্ব থাকায় এ সপ্তাহে অভিবাসন ব্যায়ের বিষয়ে ঘোষণা দেয়া সম্ভব হয়নি।

মন্ত্রী বলেছেন,

আগামী সপ্তাহে সব কিছু চূরান্ত করে কর্মী যাওয়ার পদ্ধতি ঘোষণা করা হবে।
তিনি আরও জানান যেহেতু রি প্রক্রিয়ার সাথে দুই দেশসহ বেশ কয়েকটি পক্ষ সম্পৃক্ত তাই কর্মীদের স্বার্থ রক্ষা করতে সবকিছু যাচাই-বাছাই করছে মন্ত্রণালয়।

বাজেট অধিবেশনের ব্যাস্ততা শেষে মালয়েশিয়ায় কর্মী যাওয়ার বিস্তারিত পদ্ধতির ঘোষণা আগামী সপ্তাহের শুরুর দিকে আসতে পারে।

অর্থাৎ জুনের ১২ অথবা ১৩ তারিখের মধ্যে,
এমনটাই জানিয়েছে মন্ত্রী ইমরান আহমদ।

01/06/2022
28/04/2022

মালয়েশিয়া ভিসা প্রসেসিং শুরু হবে ঈদের পর থেকে আমাদের আহসান এয়ার ট্রাভেলস এ সীমিত কয়েকটা রেস্টুরেন্টে ভাল ভিসা আছে থাকা খাওয়া ফ্রি বেতন ৩০ হাজার থেকে ৩৫ হাজার।

23/04/2022

সৌদি আরব সহ মধ্যপ্রাচ্চের বিমান এর টিকেট এর দাম অনেক কমতেছে আলহামদুলিল্লাহ্।
প্রবাসী বাংলাদেশিদের রক্তে কামাই করা এতদিন বিমান কোম্পানি গুলো চুষে খাইছে।

বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশনের কিছু ইনফরমেশন দেই যার কিছু আগে ছিলো, কিছু নতুনঃ # ডলার ইন্ডোর্সমেন্ট মাস্ট লাগছে, না থাকলে...
23/04/2022

বেনাপোল-পেট্রোপোল ইমিগ্রেশনের কিছু ইনফরমেশন দেই যার কিছু আগে ছিলো, কিছু নতুনঃ

# ডলার ইন্ডোর্সমেন্ট মাস্ট লাগছে, না থাকলে হয়রানি পোহাতে কিংবা ঘুস দেওয়া লাগবে।

# ডুয়াল কারেন্সি কার্ড দেখতে চাইবে। থাকলে ভালো, না থাকে ভিসা লেখা কার্ড দেখায়ে পার হয়ে যাবেন।

# কলম সাথে নিয়ে যাবেন। ইমিগ্রেশন ফ্রম এবং মেডিকেল ফ্রম ফিলাপের সময় দেরি না হয় এই জন্য। ইন্ডিয়ান সাইডে নিজেদের ফিল আপ করা লাগবে।

# মিনিমাম দুই ডোজ দেওয়া টিকার সার্টিফিকেট ৫ কপি লাগছে যাওয়া আসা সব মিলিয়ে। বেশি করে নিয়ে যেয়েন। কারন ইন্ডিয়ার অনেকেই OTP পাবেন না সিমে নেটওয়ার্ক না থাকার কারনে।

# ইন্ডিয়া সাইডে ফিংগার প্রিন্ট লাগতেছে ১০ আংগুলের। যাদের গোপন পাসপোর্ট আছে দুই দেশের তারা এইবার ধরা খাবেন।

# বাজেটে যারা বনগা লোকাল হয়ে কলকাতা হয়ে যান তাদের খরচ কিছু বাড়বে। মাহেন্দ্রভাড়া ৫০ রুপি হয়ে গেছে পেট্রাপোল থেকে বনগা স্টেশন।

সৌদি আরব সরকার ৫ মার্চ ঘোষণা করেছে, ভ্যাকসিন দেওয়া থাকলে সৌদি আরব প্রবেশে করতে  করোনা পরীক্ষার দরকার নেই। একই সাথে হোম ক...
06/03/2022

সৌদি আরব সরকার ৫ মার্চ ঘোষণা করেছে, ভ্যাকসিন দেওয়া থাকলে সৌদি আরব প্রবেশে করতে করোনা পরীক্ষার দরকার নেই। একই সাথে হোম কোয়ারান্টাইন বা প্রাতিষ্ঠানিক কোয়ারান্টাইন প্রয়োজন নেই।

ইতোমধ্যে আজ ৬ মার্চ থেকে এই নির্দেশনা অনুযায়ী করোনা রিপোর্ট
ছাড়াই যাত্রীদের ফ্লাইটে নেওয়া শুরু করেছে সৌদি অ্যারাবিয়ান এয়ারলাইন (সাউদিয়া)।

তবে সৌদি সরকারের এই ঘোষণা এখনও বিমান বাংলাদেশ এয়ারলাইনসহ অন্য এয়ারলাইনগুলো বাস্তবায়ন করেনি। ফলে এয়ারলাইনগুলোর নির্দেশনা ছাড়া, কেউ করোনা পরীক্ষা না করে বিমানবন্দরে আসলে ফ্লাইটে উঠতে পারবেন না। ফলে বাংলা এভিয়েশন অনুরোধ করছে, আপনি যে এয়ারলাইনের যাত্রী, তাদের সাথে যোগাযোগ করুন, তারা যদি আপনাকে নিশ্চিত করে তাহলেই আপনি করোনা পরীক্ষা ছাড়া যেতে পারবেন। এয়ারলাইনের কাছ থেকে নিশ্চিত না হয়ে করোনা পরীক্ষা ছাড়া বিমানবন্দরে আসবেন না।

অন্যদিকে সৌদি আরবে যেকোন প্রকার ভিজিট ভিসায় আসার ক্ষেত্রে হেলথ ইন্সুরেন্স করা বাধ্যতামূলক। সৌদিতে প্রবেশের ক্ষেত্রে মুকিমে রেজিস্ট্রেশন করতে হবে।

যেসব টিকা দেওয়া থাকলে সৌদি আরবে যেতে পারবেন, সেগুলো হচ্ছে, :
Pfizer-BioNTech, Moderna, Oxford AstraZeneca, Janssen, Sinopharm, Sinovac, Covaxin, Aesthetics (Sputni ), Kovofax
সৌদি আরবে প্রবেশের আাগে টিকার তথ্য নিবন্ধন করতে হয়। নিবন্ধন করতে পারবেন এই লিংকে https://eservices.moh.gov.sa/CoronaVaccineRegistration

তথ্যঃ বাংলা এভিয়েশন

22/02/2022

বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ
সদর দপ্তর, কুর্মিটোলা, ঢাকা।।

প্রেস বিজ্ঞপ্তি -
তারিখ- ২২/২/২০২২

সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, আজ ২২/২/২০২২ তারিখ সকাল ১০:০০ টা হতে ইউএই গামী যাত্রীদের ক্ষেত্রে বিমানবন্দরে ৬ ঘন্টা পুর্বে PCR টেষ্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হলো।

চেয়ারম্যান
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।।

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনে...
18/02/2022

ভুল করলেন ক্ষতিগ্রস্থ হবেন, কিন্তু ট্রানজিট হবে না।

সম্প্রতি ট্রানজিট নিয়ে পরিস্কার ধারণা না থাকায় ক্ষতিগ্রস্থ হচ্ছেন অনেক যাত্রী। অনেকে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ট্রানজিট হয়ে বিশ্বের বিভিন্ন গন্তব্যে যেতে টিকিট কাটছেন। বেশির ভাগ ক্ষেত্রে টিকিট কাটছেন অনলােইনে। কিন্তু ঢাকায় বিমানবন্দর থেকেই তাদের বাড়ি ফিরতে হচ্ছে। বাংলা এভিয়েশনের কাছে অনেকে এ বিষয়ে জানিয়েছেন। তাদের টিকিটের টাকা লোকসান হচ্ছে ভুলের কারণে। 😭

আসুন আগে জানি ট্রানজিট কী

✔️ একটি দেশ থেকে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশের যাওয়া। বিশ্বের বেশির ভাগ দেশে প্রবেশ না করলে ট্রানজিটের জন্য আলাদা করে ভিসা নিতে হয় না। তবে ট্রানজিট সুবিধার জন্য আন্তর্জাতিক কিছু বিধিবিধান মেনে চলতে হয়। বিশ্বের বেশির ভাগ দেশের বিমিানবন্দরের নিয়ম হচ্ছে, আপনি সেদেশে প্রবেশ না করে ট্রানজিট সুবিধা নিতে হবে। অর্থাৎ আপনি ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। যারা ট্রানজিট হবেন, তারা ইমিগ্রেশন পার হবেন না।

🔎 কি ভুল করছেন যাত্রীরা ??

উদাহরণ দিয়ে যদি বলি, মফিজ সাহেব ওমান যাবেন। তিনি ইউএস বাংলার ঢাকা কলকাতার টিকিট কেটেছেন, আর ওমান এয়ারের কলকাতা –ওমান টিকিটি কেটেছেন। ঢাকায় বিমানবন্দর থেকে মফিজ সাহেবকে বোর্ডিং করেনি ইউএস বাংলা, কারণ তার ভারতের ভিসা নাই। মফিজ সাহেব, আকাশ থেকে পড়লেন, সব টাকা জলে গেলো। কিন্তু তিনি তো জানতেন ট্রানজিটে ভিসা লাগে না।

এখানে সমস্যা হচ্ছে, ঢাকা থেকে কলকাতা যাওয়ার পর মফিজ সাহেবের লাগেজ বেল্টে যাবে সেগুলো সংগ্রহ করতে হলে তাকে ইমিগ্রেশন পার হয়ে লাাগেজ বেল্টে যেতে হবে। অন্য দিকে যদি লাগেজও না থাকে,- তাকে বোর্ডিং করতে বোডিং কাউন্টারে যেতে হবে। সেখানে যেতে হলেও তাকে ইমিগ্রেশন পার হতে হবে। আর ইমিগ্রেশন পার হতে হলে অবশ্যই ভিসা লাগবে। আর কোন দেশে ভিসা ছাড়া যাত্রী নিলে এয়ারলাইনকে বড় অংকের জরিমানা দিতে হয়।

ট্রানজিট সুবিধা পেতে হলে এয়ারলাইনের মাধ্যমে নিতে হবে। অর্থাৎ ইমিগ্রেশন পার না হয়ে আপনি যাতে পরবর্তী ফ্লাইটে উঠতে পারেন, সে ব্যবস্থা করবে এয়ারলাইন। তখন আপনি দ্বিতীয় দেশের ইমিগ্রেশন পার না হয়ে তৃতীয় কোনো দেশে যেতে পারবেন।

❤️ বাংলা এভিয়েশনের অনুরোধ, দুটি আলাদা, আলাদা টিকিট কাটবেন না, তাতে আপনি ক্ষতিগ্রস্থ হবেন।

তথ্যঃ বাংলা এভিয়েশন

সৌদি কন্সুলেট সেবা যাদের প্রয়োজন সেবা নিতে পারেন নিচের ছবিতে তারিখ ও জায়গার নাম দেওয়া আছে।
28/01/2022

সৌদি কন্সুলেট সেবা যাদের প্রয়োজন সেবা নিতে পারেন নিচের ছবিতে তারিখ ও জায়গার নাম দেওয়া আছে।

জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশের  #চট্টগ্রামে ফ্লাইট চালু করেছে সপ্তাহে ৩ দিন....জাজিরা এয়ারওয়েজ ২৩ শে জানুয়ারী (আজ) থেকে...
26/01/2022

জাজিরা এয়ারওয়েজ বাংলাদেশের #চট্টগ্রামে ফ্লাইট চালু করেছে সপ্তাহে ৩ দিন....

জাজিরা এয়ারওয়েজ ২৩ শে জানুয়ারী (আজ) থেকে কুয়েত এবং বাংলাদেশের মধ্যে একটি নতুন পরিষেবা চালু করেছে। সাপ্তাহিক তিনটি সরাসরি ফ্লাইট পরিচালনা করবে #চট্টগ্রামের শাহ্ আমানাত বিমানবন্দরে।

কুয়েতে বসবাসকারী ২ লাখ এরও বেশি বাংলাদেশি প্রবাসীকে সেবা দিচ্ছে এবং মধ্যপ্রাচ্যের দেশ জুড়ে আরও অনেক দেশের সাথে ফ্লাইট পরিচালনা করছে।

নোটঃ নিজ দায়িত্বে টিকেটের জন্য যোগাযোগ করবেন বা টিকেট কাটবেন। বিস্তারিত ট্রার্ভেলস বা জাজিরা এয়ারওয়েজ থেকে জেনে নিবেন।

#কুয়েতপ্রবাসীনিউজ

জীবনের ঝুঁকি নিয়ে কেন ইউরোপ যেতে হবে।ভাই যেখানে যে দেশে আছেন ভালই আছেন দালালের খপ্পরে পরে অবৈধভাবে ইউরোপ যাওয়া থেকে বিরত...
26/01/2022

জীবনের ঝুঁকি নিয়ে কেন ইউরোপ যেতে হবে।ভাই যেখানে যে দেশে আছেন ভালই আছেন দালালের খপ্পরে পরে অবৈধভাবে ইউরোপ যাওয়া থেকে বিরত থাকুন।

লিবিয়া থেকে ইতালি অভিমুখী নৌকায় ২৮০ জন অভিবাসনপ্রত্যাশীর অধিকাংশই ছিলেন বাংলাদেশ, মিশর, মালি ও সুদানের নাগরিক।

26/01/2022

সৌদি আরবে থাকা খাওয়া সহ, ইকামা, ইন্সুরেন্স সব কোম্পানি বহন করবে। রেস্টুরেন্টের ভিসা আছে।🇧🇩🇸🇦

এয়ারলাইন্স গুলো প্রবাসীদের রক্ত চুষে খাবে মনে হচ্ছে।
24/01/2022

এয়ারলাইন্স গুলো প্রবাসীদের রক্ত চুষে খাবে মনে হচ্ছে।

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে রুটের ফ্লাইটের পিছনের সিট ফাঁকা – এমন ছবি ফেসবুকে প্রকাশ করার প্রবণতা দেখা যাচ্ছে।  সাধারণা...
12/01/2022

সাম্প্রতিক সময়ে মধ্যপ্রাচ্যে রুটের ফ্লাইটের পিছনের সিট ফাঁকা – এমন ছবি ফেসবুকে প্রকাশ করার প্রবণতা দেখা যাচ্ছে। সাধারণা যাত্রীরা না বুঝে এ ধরণের ছবি প্রকাশ করে নানা রকম মন্তব্য করছেন। তবে মধ্যপ্রাচ্য ভিত্তিক একটি সিন্ডিকেট এবং রাজনৈতিক গোষ্ঠী অসৎ উদ্দেশ্যে উষ্কানীমুলক বক্তব্য প্রচার করছেন।

করোনা মহামারির শুরুর পর থেকে বিভিন্ন দেশে আকাশপথে চলাচলে বিভিন্ন সময়ে নানা রকম বিধি নিষেধ আরোপ করা হয়। বাংলাদেশেও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) বিভিন্ন সময়ে বিধি নিষেধ জারি করেছে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনায় কোন কোন দেশ থেকে আসতে পারবেন, কোন দেশে থেকে আসলে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হবে তা যাত্রীদের জানানো হয়।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের বিজ্ঞপ্তিতে এয়ারলাইনগুলোর জন্যও বেশ কিছু নির্দেশনা থাকে। সেই নির্দেশনাগুলোর মধ্যে অন্যতম হচ্ছে, ফ্লাইটে কতজন যাত্রী নেওয়া যাবে, কতগুলো সিট ফাাঁকা রাখতে হবে।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সর্বশেষ জারি করা আদেশে এয়ারলাইনগুলোকে বলা হয়েছে,-

১. বাংলাদেশে থেকে বিদেশে যাওয়ার সময় একটি আইলের ছোট উড়োজাহাজে যাত্রী বহনে কোন নিষেধাজ্ঞা নেই। তবে ইকোনমিক ক্লাসে কমপেক্ষে শেষের রো-র সবগুলো সিট ফাঁকা রাখতে হবে। বিজনেসে ক্লাসে ১টি সিট ফাঁকা রাখতে হবে।

২. বাংলাদেশে থেকে বিদেশে যাওয়ার সময় ২টি আাইলের বড় উড়োজাহোজে সর্বোচ্চ ২৮০ জন যাত্রী নেওয়া যাবে। তবে বোয়িং ৭৭৭ এবং বোয়িং ৭৪৭ উড়োজাহাজে ৩৫০ জন যাত্রী নেওয়া যাবে। ইকোনমিক ক্লাসে কমপেক্ষে শেষের রো-র সবগুলো সিট ফাঁকা রাখতে হবে। বিজনেসে ক্লাসে ১টি সিট ফাঁকা রাখতে হবে।

এখানে উল্লেখ্য বোয়িং বোয়িং ৭৭৭ উড়োজাহাজে কমপক্ষে ৩৮৪ জন যাত্রী পরিবহন সম্ভব। কিন্তু বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী কমপক্ষে ৩৪টি সিট ফাঁকা রাখতে হচ্ছে এয়ারলাইনগুলোকে। আর বোয়িং ৭৪৭ উড়োজাহাজ ধরণ অনুসারে কমপক্ষে ৪১৬ জন যাত্রী পরিবহণে সক্ষম।

অন্যদিকে বিদেশ থেকে বাংলাদেশে যাত্রী আনার সময় একটি আইলের ছোট উড়োজাহাজে সর্বোচ্চ ১৪০জন যাত্রী আনা যাবে। আর বড় উড়োজাহাজে ধারণ ক্ষমতার সর্বোচ্চ ৮০ ভাগে ব্যবহার করে যাত্রী আনা যাবে। ইকোনমিক ক্লাসে কমপেক্ষে শেষের রো-র সবগুলো সিট ফাঁকা রাখতে হবে। বিজনেসে ক্লাসে ১টি সিট ফাঁকা রাখতে হবে।

সব এয়ারলাইন্সকে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নির্দেশনা মেনেই ফ্লাইটে নির্ধারিত সংখ্যার সিট খালি রাখতে বাধ্য হচ্ছে।


তথ্যঃ বাংলা এভিয়েশন

মালয়েশিয়ার কলিং ভিসার জন্য বাংলাদেশের ২৫ টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার সরকার অনুমতি দিয়েছে। এই ২৫ টি এজেন্সির সাথ...
11/01/2022

মালয়েশিয়ার কলিং ভিসার জন্য বাংলাদেশের ২৫ টি রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়ার সরকার অনুমতি দিয়েছে। এই ২৫ টি এজেন্সির সাথে ২৫০ টি সাব এজেন্সি কাজ করবে।

ঢাকা সহ ঢাকার পাশের জেলায় যারা আছেন তারা সিংগাপুর আসার জন্য পি সি আর টেস্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে করাতে পারেন, এখ...
04/01/2022

ঢাকা সহ ঢাকার পাশের জেলায় যারা আছেন তারা সিংগাপুর আসার জন্য পি সি আর টেস্ট বাংলাদেশ আর্মি স্টেডিয়াম থেকে করাতে পারেন, এখানে খুব সহজ মাত্র ১৫ মিনিটের মধ্যে সবকিছু করা হয়। কোন প্রকার দালালের দ্বারা প্রাতারনা হওয়ার সম্ভাবনা তেমন নাই। অনেকেই
টেস্টের সময় নিয়ে চিন্তিত, সহজে হিসাব বুজে নেন আপনার যদি ৩০ তারিখ সকালে ফ্লাইট থাকে তাহলে আপনি ২৮ তারিখ সকাল ১০ টার পর যেকোনো সময় টেস্ট করাতে পারবেন, তারা আপনার টিকিটের সময়ের সাথে মিলিয়ে সারটিফিকেট করে দিবে যাতে এয়ারপোর্টে কোন প্রকার ঝামেলা না হয়।
যে পেপারগুলো লাগবে
১- পিসি আর টেস্ট ফরম [ ওখান থেকে সংগ্রহ করতে পারবেন ফ্রি ]
২- এয়ার টিকেট ২ কপি
৩- পাসপোর্ট আপনার ছবিযুক্ত পৃষ্টার ২ কপি
৪- বি এম ই টি কার্ডের ফটোকপি ১ কপি
৫- নগদ ৩১০ টাকা
ঠিকানা কমেন্ট বক্সে গুগল ম্যাপের লিংক দেয়া আছে দেখে নিন।

©️ আল আমিন ঢালী
সিঙ্গাপুর প্রবাসী

আলহামদুলিল্লাহ্ খুব ভালভাবে মানিক ভাই এর ওমান ভিসা আমাদের আহসান এয়ার ট্রাভেলস থেকে সফলভাবে প্রসেস করতে পেরেছি। মানিক ভাই...
03/01/2022

আলহামদুলিল্লাহ্ খুব ভালভাবে মানিক ভাই এর ওমান ভিসা আমাদের আহসান এয়ার ট্রাভেলস থেকে সফলভাবে প্রসেস করতে পেরেছি। মানিক ভাই এর ফ্লাইট হয় গত ২৮শে ডিসেম্বর। তিনি এখন কাজে যোগ দিয়েছেন মানিক ভাই জন্য রইল দোয়া ও শুভ কামনা।

আমাদের আহসান এয়ার ট্রাভেলস থেকে বিশ্বের সব দেশের ভিসা প্রসেসিং ও এয়ার টিকেট বিক্রয় করা হয়।

ভিসা ও এয়ারটিকেট যে কোন প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন

আহসান এয়ার ট্রাভেলস
অফিসঃ বিজেশ্বর মীরবাড়ি মোড়, ব্রাহ্মণবাড়ীয়া

25/12/2021

মালয়েশিয়ার অবৈধদের দেশে যাওয়ার রিকেল্যিবারেশন প্রোগ্রাম এর মেয়াদ বাড়ানো হল
৩০ শে জুন ২০২২ পর্যন্ত
সোর্সঃ ইমিগ্রেশন মালয়েশিয়া

25/12/2021

মালয়েশিয়া কলিং ভিসা রেস্টুরেন্টে কিচেন হেলপার হিসাবে বেশ কিছু ভিসা আসছে বেতন হবে ৩৫-৪০ হাজার টাকা থাকা খাওয়া ফ্রি পাসপোর্ট রেডী রেখে আমাদের অফিসে যোগাযোগ করুন।

Address

BIJESHWAR, ULCHAPARA, BRAHMANBARIA
Brahmanbaria
3400

Alerts

Be the first to know and let us send you an email when Ahsan Air Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Ahsan Air Travels:

Videos

Share

Category