TravelBee

TravelBee Commit to travel.

01/06/2024
বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সিলেটের প্রধান প্রধান পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্...
31/05/2024

বৃষ্টি ও পাহাড়ি ঢলে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করায় সিলেটের প্রধান প্রধান পর্যটনকেন্দ্র বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোবারক হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

হজ্বের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ। ৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্...
07/05/2024

হজ্বের লাগেজ এবং কিছু দরকারি পরামর্শ।

৯ মে ২০২৪ থেকে শুরু হচ্ছে হজ ফ্লাইট । হজযাত্রীদের অনেকের জানার আগ্রহ, লাগেজ ব্যবস্থাপনাটা কেমন হওয়া উচিত। হজের সফর হয় কম বেশি ৪০ দিন । তাই ন্যূনতম লাগেজ হবে দুইটা। একটি বড় লাগেজ যা বিমানে বুকিংএ দেওয়া হয়, অন্যটি হাতব্যাগে। বিমানে হাতে ৭ কেজি ব্যাগ বহন করা যায়। রোড টু মক্কার অধীনে লাগেজগুলো ঢাকা বিমানবন্দর থেকে সরাসরি মক্কা বা মদিনার বাসায় পৌঁছে যায়। নানাবিধ কারণে কারও কারও লাগেজ ব্যাগ হারিয়ে যায়। যদিও দেশে ফেরার আগে লাগেজ ফেরত পাওয়া যায়। ফলে ওই কয়দিন হজযাত্রীর অসুবিধা হয়।
হজযাত্রী সৌদি আরবে পৌঁছে বিড়ম্বনায় পরলেও যাতে পরিস্থিতি মোকাবিলা করা যায় সে ক্ষেত্রে কিছু পরামর্শ দেওয়া হলো।

• হজের সফরে প্রয়োজনীয় জিনিসগুলোকে দুই লাগেজে (বড় লাগেজ ও হাত ব্যাগে) ভাগ করে নিতে হবে।
• ৫০ দিনের সফরে ধরা যাক, ১০ সেট কাপড় নেবেন। এর থেকে ৪ সেট কাপড় হাত ব্যাগে নিতে পারেন। বাকি ৬ সেট বড় লাগেজে থাকবে।
• ৫০ দিনের ওষুধগুলো দুটি ভাগে ভাগ করুন। ২০ দিনের ওষুধ থাকবে হাত ব্যাগে বাকি ৩০ দিনের ওষুধ বড় লাগেজে নেবেন।
• মক্কা মদিনায় শুষ্কতার কারণে হাত, পা, ত্বক ফেটে যায়। ভেসলিন বা পা মোজা ব্যবহার করতে পারেন। ভেসলিন সৌদি আরবে কাছের দোকানে কিনতে পাওয়া যায়।
• পেস্ট , ব্রাশ, মোবাইল চার্জার, একসেট ইহরাম কাপড় হাত ব্যাগে নিতে পারেন।
• সৌদি আরবের তাপমাত্রা ৪০ থেকে ৫০ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত হয়ে থাকে । সেই সঙ্গে বাতাসে জলীয় বাষ্পের আর্দ্রতা ও কম থাকে হজযাত্রীদের বেশ কিছু অসুবিধে দেখা যায়। এ বিষয়ে সতর্কতা থাকতে হবে।
• দিনের বেলা রোদ থেকে বাঁচতে ছোট ছাতা ব্যবহার করতে পারেন।
• অপরিচিত কারও মালামাল নিজের ব্যাগে রাখবেন না।
• ভিসার কপি, পাসপোর্ট, টাকা পয়সা, বিমান টিকেট, হজের বই, অন্য কাগজ হাত ব্যাগে নেবেন।
• দেশে ফেরার সময় প্রত্যেক হজযাত্রী ২টি লাগেজে ২৩ কেজি করে ৪৬ কেজি মালামাল এবং কেবিন ব্যাগেজে হাতে ৭ কেজি বিমানে আনতে পারবেন।
• প্রত্যেক হাজি ৫ লিটার জমজমের পানি পাবেন।
• যেকোনো ধারালো বস্তু যেমন ছুরি, কাঁচি, নেইল কাটার, ধাতব নির্মিত দাঁত খিলন, তাবিজ ও গ্যাস জাতীয় বস্তু যেমন অ্যারোসল এবং ১০০ (এম এল)-এর বেশি তরল পদার্থ হাত ব্যাগেজে বহন করা যাবে না।
• ছুরি, কাঁচি ধারালো কিছু হাত ব্যাগে নেবেন না।
• কোনো প্রকার খাদ্যসামগ্রী সঙ্গে নেওয়া যাবে না।
• লাগেজ স্যুটকেস অথবা ট্রলিব্যাগ (৬৫ x ৪৫ x ২৫ সেমি ) হতে হবে। কোনো অবস্থায় গোলাকৃতি, দড়িবাঁধা ব্যাগ ইত্যাদি বিভিন্ন আকৃতির ব্যাগেজ গ্রহণযোগ্য হবে না।
• সৌদি আরব বিমানবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম ঢাকা থেকেই সম্পন্ন করা হবে।

অনলাইন শপিং কে দোষারোপ করবেন না, কারণ আপনি নিজেও দেখতে শতভাগ  আপনার প্রোফাইল পিকচারের মত না ।
03/05/2024

অনলাইন শপিং কে দোষারোপ করবেন না, কারণ আপনি নিজেও দেখতে শতভাগ আপনার প্রোফাইল পিকচারের মত না ।

12/03/2024

ব্রেকিং নিউজঃ হাইকোর্টের আদেশ স্থগিত করলো আপিল বিভাগ। ১০ রমজান পর্যন্ত প্রাথমিক এবং ১৫ রমজান পর্যন্ত মাধ্যমিক বিদ্যালয় খোলা থাকবে।

এভারেস্ট আপনাদের চাপ সামলাইতে পারছে নাএবার থেকে নিজের চাপ সাথে নিয়ে আসতে হবে। 🤭
10/02/2024

এভারেস্ট আপনাদের চাপ সামলাইতে পারছে না

এবার থেকে নিজের চাপ সাথে নিয়ে আসতে হবে। 🤭

নতুন বছর মানেই নতুন কোনো অ্যাডভেঞ্চার  💥💥প্রিয় ট্রাভেলার্স  নতুন বছরে আপনি কোথায় ঘুরতে যেতে চান ?
04/01/2024

নতুন বছর মানেই নতুন কোনো অ্যাডভেঞ্চার 💥💥
প্রিয় ট্রাভেলার্স নতুন বছরে আপনি কোথায় ঘুরতে যেতে চান ?

ডলার সাশ্রয়ে দেশে সেপ্টেম্বর থেকে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ কার্ড দিয়ে দেশের ...
19/06/2023

ডলার সাশ্রয়ে দেশে সেপ্টেম্বর থেকে টাকা-রুপির ডেবিট কার্ড চালু করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ কার্ড দিয়ে দেশের ভেতরে টাকা দিয়ে কেনাকাটাসহ বিভিন্ন বিল পরিশোধ করা যাবে এবং পাশাপাশি ভারত ভ্রমণের সময় রুপিতে খরচ করার সুযোগ পাবেন ব্যবহারকারীরা।

রোববার (১৮ জুন) ২০২৩-২৪ অর্থবছরের প্রথমার্ধের জন্য নতুন মুদ্রানীতি ঘোষণার সময় এ তথ্য জানান বাংলাদেশ ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার।

গভর্নর বলেন, 'আমরা টাকার একটি পে-কার্ড চালু করছি। এটাকে ভারতের রুপির সঙ্গে সংযুক্ত করে দেব। এ কার্ড থাকলে গ্রাহকরা বাংলাদেশে ডেবিট কার্ড হিসেবে ব্যবহার করতে পারবেন। যেকোনো কেনাকাটা করতে পারবেন। আবার যখন ভারতে যাবেন তখনও এ কার্ড দিয়েই ভ্রমণ কোটায় ১২ হাজার ডলার খরচ করতে পারবেন। ফলে দুইবার মানি চেঞ্জে যে লস হচ্ছে, তা আর হবে না। অর্থাৎ ভ্রমণে যেতে হলে প্রথমে টাকা থেকে ডলারে কনভার্ট করতে হয়, পরে ভারতে গিয়ে ডলার রুপিতে কনভার্ট করতে হয়। টাকার পে-কার্ড নিলে দুইবার মানি চেঞ্জ করতে হবে না।'

এতে করে কমপক্ষে ৬ শতাংশের মতো খরচ কমবে বলে জানান গভর্নর।

তিনি বলেন, ভারতে প্রতি বছর অনেক বাংলাদেশি পর্যটক ঘুরতে যান। তাদের জন্য এ কার্ড অনেক সুবিধাজনক হবে।

যেসব দেশ থেকে বেশি সংখ্যায় পর্যটক ভারতে গেছে, তার শীর্ষে আছে বাংলাদেশ। ২০১৭ সালে বাংলাদেশ থেকে ২১ লাখ ৫৬ হাজার ৫৫৭ জন বাংলাদেশি পর্যটক ভিসায় ভারতে গিয়েছিল।

গভর্নর আব্দুর রউফ তালুকদার আরও বলেন, বাংলাদেশ ও ভারত তাদের দ্বিপাক্ষিক বাণিজ্য লেনদেনের একটি অংশ নিজ নিজ মুদ্রায় নিষ্পত্তি করতে একটি চুক্তিতে পৌঁছেছে। এ চুক্তির লক্ষ্য ডলারের রিজার্ভের ওপর চাপ কমানো।

তিনি বলেন, ভারত থেকে বাংলাদেশের রপ্তানি আয় আসে প্রায় ২ বিলিয়ন ডলার; এই পরিমাণ বাণিজ্য লেনদেন রুপিতে নিষ্পত্তি করা হবে।

© The Business Standard

01/06/2023

ভ্রমণ কর বৃদ্ধি করা হচ্ছে প্রায় দ্বিগুন

নতুন প্রস্তাবিত ভ্রমণ করঃ
- সড়ক পথে ভারতে গেলে কর ১০০০
- বিমানে গেলে ২০০০ টাকা
- কাছাকাছি কোন দেশে দেশে গেলে ৪০০০ টাকা
- আমেরিকা ও ইউরোপে গেলে ৬০০০ টাকা ভ্রমণ কর দিতে হবে।

বাঙালি! এবার পালাবে কোথায়?

মিরাকল!মিরাকল!!
16/12/2022

মিরাকল!মিরাকল!!

হোয়াট দ্যা ফিস ব্রো!
15/12/2022

হোয়াট দ্যা ফিস ব্রো!

30/09/2022

If you want to do it, do it on time...

02/09/2022

এমন তিন জন মানুষকে ম্যানশন দিন- যাদের সাথে দেখা করতে খুবই ইচ্ছে করছে কিন্তু পরিস্থিতির কারণে সম্ভব হচ্ছে না।
কিছু কিছু সময় তাদেরও জানা উচিৎ আপনি তাদের মিস করেন।

10/08/2022

জীবনে প্রথম লং ট্যুর কার সাথে দিয়েছিলেন?

05/08/2022

ট্যুর ক্যান্সেল করা আমার বন্ধু 🙂🤣

দিনটি সবার ভালো কাটুক,  শুভ সকাল ❤️
31/07/2022

দিনটি সবার ভালো কাটুক, শুভ সকাল ❤️

মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱...
17/07/2022

মহাসড়কে নিষেধাজ্ঞা না থাকলেও হাইওয়েতে মানতে হবে “6N”-
👉 𝟭𝘀𝘁 “𝗡” : 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘂𝘀𝗲 𝗵𝗮𝗿𝗱 𝗯𝗿𝗲𝗮𝗸 𝗼𝗻 𝘀𝗮𝗻𝗱, 𝘀𝘁𝗲𝗲𝗹 𝗰𝘂𝗹𝘃𝗲𝗿𝘁 𝗼𝗿 𝘄𝗲𝘁 𝗿𝗼𝗮𝗱.
কখনো বালু, স্টিলের ব্রিজ কিংবা ভেজা রাস্তায় হার্ড ব্রেক করা উচিৎ নয়। এতে বাইক স্লিপ করে দূর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে!
👉 𝟮𝗻𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗦𝘁𝗼𝗽 𝗡𝗲𝗰𝗸 𝘁𝗼 𝗡𝗲𝗰𝗸:
সড়কে চলাকালে নির্দিষ্ট দূরত্ব বজায় রাখুন। খুব কাছাকাছি দূরত্বে চললে দুর্ঘটনা ঘটতে পারে।
👉 𝟯𝗿𝗱 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗿𝘂𝗻 𝘆𝗼𝘂𝗿 𝗯𝗶𝗸𝗲 𝗺𝗶𝗱𝗱𝗹𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗹𝗶𝗻𝗲 𝗼𝗳 𝘁𝗵𝗲 𝗶𝗻-𝗳𝗿𝗼𝗻𝘁 𝗿𝗲𝗮𝗿 𝘄𝗵𝗲𝗲𝗹:
বাইক চলাকালীন সময়ে অন্যান্য যানবাহনের পিছনে মাঝ বরাবর না থাকাই উত্তম। এতে করে রাস্তা ভাঙ্গা থাকলে হঠাৎ করে বুঝে ওঠা কষ্টকর। আর হঠাৎ ভাঙ্গা রাস্তায় ব্যালেন্স না রাখতে পেড়ে দুর্ঘটনা ঘটতে পারে।
👉 𝟰𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗸𝗲𝗲𝗽 𝘀𝗵𝗶𝗳𝘁𝗶𝗻𝗴 𝗹𝗮𝗻𝗲 𝗼𝗻 𝗵𝗶𝗴𝗵𝘄𝗮𝘆:
মহাসড়কে ঘনঘন লেন পরিবর্তন করবেন না। এটি অন্যান্য যানবাহন শুধু বিরক্তের কারণই নয়, বরং আপনার বাইকের সাথে অন্যান্য যানবাহনের দুর্ঘটনার সম্ভাবনা বেড়ে যায়।
👉 𝟱𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝘁𝗿𝘆 𝘁𝗼 𝗼𝘃𝗲𝗿𝘁𝗮𝗸𝗲 𝗼𝘃𝗲𝗿 𝟭𝟬𝟬 𝗞𝗺𝗽𝗵:
মহাসড়কে সবাই দ্রুতগতিতে ছোটে। তবে ১০০কিমি চেয়ে বেশি গতিতে ওভারটেক না করাই ভালো। এটা দুর্ঘটনার ঝুঁকি বেশি থাকে!
👉 𝟲𝘁𝗵 “𝗡”: 𝗡𝗲𝘃𝗲𝗿 𝗔𝗰𝗰𝗲𝗹𝗲𝗿𝗮𝘁𝗲 𝗼𝗿 𝗯𝗿𝗮𝗸𝗲 𝗵𝗮𝗿𝗱 𝘄𝗵𝗲𝗻 𝗰𝗼𝗿𝗻𝗲𝗿𝗶𝗻𝗴.
কর্ণারিং এর সময় ব্রেক করা বা স্পিড উঠানোর চেষ্টা করবেন না। এতে করে বাইক স্লিপ করার সম্ভাবনা থাকে।
আশা করি, এই বিষয়গুলো মেনে চললে দুর্ঘটনার সম্ভাবনা কমে যাবে। তবে মহাসড়কে Riding gears এবং Certified Helmet অবশ্যই পরিধান করতে হবে এবং সর্বদা আশপাশ নিয়ে সতর্ক থাকতে হবে।

Address

Chaitanyapur
1704

Opening Hours

Monday 09:00 - 22:00
Tuesday 09:00 - 22:00
Wednesday 09:00 - 22:00
Thursday 09:00 - 22:00
Saturday 09:00 - 22:00
Sunday 09:00 - 22:00

Telephone

+8809638138213

Website

161255679@N03" itemprop="url" target="_blank">https://www.flickr.com/photos/161255679@N03

Alerts

Be the first to know and let us send you an email when TravelBee posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to TravelBee:

Videos

Share