Indian Medical & Tourist Guide

Indian Medical & Tourist Guide যারা ইন্ডিয়াতে মেডিকেল ও ভ্রমনের জন্য সহযোগী হিসাবে কাউকে চাচ্ছেন,আমাদের কিছু মেম্বার আছেন।যারা আপনাকে গাইড দিতে প্রস্তুত।
(2)

23/02/2016

জরুরী রক্ত প্রয়োজন

চাঁদপুরে একজন বৃদ্ধ মহিলার অপারেশন এর জন্য আজ প্রিমিয়ার হাসপাতালে ১ ব্যাগ (এবি পজেটিভ) রক্ত প্রয়োজন। আজ রাত ৮ঃ৩০ টায় ডাঃ মোবারক হোসেনের তত্ত্ববধানে অপারেশন টি হবে ইনশাআল্লাহ। কোন সুহৃদয়বান যদি রক্ত দান করেন, আমরা আপনার কাছে চির কৃতজ্ঞ থাকিব।

যোগাযোগ :-
দিবস,
হাজী মহসিন রোড,চাঁদপুর।
+8801620266888
+8801731275999

18/12/2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম
>
আমাদের গ্রুপে কিছু দক্ষ লোক দরকার। কাজ ওঠার 2/3 ঘন্টার মধ্যে পেমেন্ট। যারা প্রতিদিন অন্তত একটা করে কাজ করতে/ তুলতে পারবেন, তারাই যোগাযোগ করুন। না পারলে যোগাযোগ করার দরকার নাই। সকল মিশনে কাজ করার মানসীকতা থাকতে হবে। তবে কাজ নিয়ে কাজ তুলে দেওয়ার মানসীকতা থাকতে হবে। যারা নিয়মিত ডেট তুলতে পারেন দয়া করে তারাই যোগাযোগ করুন। আমরা নিয়মিত চাহিদা মত কাজ দিতে পারবো। ভাল কাজ দেখাতে পারলে ভাল পারিশ্রমিক দেওয়া হবে। আমাদের পারিশ্রমিক দাওয়াতে কোন ভেজাল নেই কারন আমারা একদিনের জন্যে কাজ করাতে আসি নি আপনাকে আমরা নিয়মিত কাজ করানোর জন্যেই নিয়োগ দিব। আসা করি ভবিষ্যতে সম্পর্ক অনেক ভাল হবে। নিচের ফরমটি কাজ করতে আগ্রহীগণ অবশ্যই পূরণ করুন আমরা আপনার সাথে যত দ্রুত সম্ভব সরাসরি যোগাযোগ করব...
In a word about us we believe in quality not quantity & We are trying our level best to give you best service so if you believe in commitment than come to us cause we are working with so much people and it’s our duty to deal with everyone same priority like you.
Thank you for choosing us & stay connected…
Best Regards,
Md. Soyed Hossain Manik
Worker Support: (+880) 1689-604851 (+880) 16877-99695(মানিক)
(+৮৮০) ১৭০৩০২৯০৩৮ (অফিস), (+৮৮০) ১৮৩৪৯৭৩৪২৬ (অফিস)
(+৮৮০) ১৬২০২৬৬৮৮৮, (+৮৮০) ০১৭৩১২৭৫৯৯৯ (দিবস)
E-mail Address: [email protected]
Facebook: www.facebook.com/soyedhossainmanik
page Link: https://www.facebook.com/pages/Indian-Visa-ProcessChandpur

31/07/2015

গণজাগরণ মঞ্চের একাংশের মুখপাত্র ইমরান এইচ সরকার সঠিক পরিচয় জানতে চেয়েছেন রাষ্ট্রের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্টের আপিল বিভাগ ।
আজ সকালে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে বিএনপি নেতা সালাহউদ্দিন কাদের চৌধুরীকে ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখার রায়ের সময় ইমরান সম্পর্কে বিস্তারিত তথ্য চান বলে সাংবাদিকদের জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বুধবার সকালে সালাউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দিয়ে রায় ঘোষণার পরপরই অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের কাছে ইমরান এর ব্যক্তিগত তথ্যসহ বিস্তারিত জীবনবৃত্তান্ত ও ঠিকানা জানতে চান।
এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমকে এ বিষয়ে আদেশ দিয়ে আদালত বলেন, আপনি ইমরান এইচ সরকারের বিষয়ে সব কিছু আদালতে জমা দেবেন। কেন ইমরান এইচ সরকারের জীবনবৃত্তান্ত জমা দিতে হবে তা এ্যাটর্নি জেনারেল জানতে চাইলে আদালত বলেন, তিনি বিভিন্ন রায়ের আগে ও পরে রায় নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তাই তার জীবনবৃত্তান্ত জানতে চাওয়া হয়েছে।
প্র্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চের অপর সদস্যরা হলেন- বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ও বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
উল্লেখ্য, ইমরান এর গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার বালিয়ামারী বাজারপাড়া গ্রামের এলাকাবাসীরা জানান, এমরানের দাদা খয়ের উদ্দিন ছিলেন একজন চিহ্নিত রাজাকার। মুক্তিযোদ্ধারা একাত্তর সালেই রাজাকার খয়ের উদ্দিনকে বিএসএফের সহযোগিতায় হত্যা করে।
খয়ের উদ্দিন সম্পর্কে রাজীবপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এবং মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবদুল হাই সরকার জানান, ইমরানের দাদা খয়ের উদ্দিন কোনোদিনই মুক্তিযোদ্ধা ছিলেন না। মুক্তিযুদ্ধের সময় তাকে বিএসএফের সহযোগিতায় মুক্তিযোদ্ধারা হত্যা করে।
এলাকাবাসী ও স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ সূত্র জানায়, ইমরানের বাবা আবদুল মতিন সরকারও ছিলেন তার দাদার অনুসারী। দেশ শত্রুমুক্ত হওয়ার পর জীবন বাঁচাতে মতিন সরকার প্রথমে সিপিবি এবং পরে সুযোগমত ১৯৯১ সালে আওয়ামী লীগে আশ্রয় নেন।
স্বাধীনতার পর ঢাকায় থাকা তার আত্মীয়স্বজন ডা. ইমরানের পরিবারকে শহীদ পরিবার বানিয়ে সরকার থেকে একটি বাড়ি বরাদ্দ নেয়। পরে বিষয়টি ভুয়া বলে জানাজানি হয়ে গেলে বাড়িরটির বরাদ্দ বাতিল হয় বলে জানা যায়।

27/07/2015

হাদীসের বাণীঃ
****************
হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, একদা জিবরাঈল (আঃ) আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে কোন এক সময়ে সাক্ষাৎ করার জন্য ওয়াদা করেন। সুতরাং সে নির্ধারিত সময়টি এসে পৌঁছল; কিন্তু জিবরাঈল (আঃ) আসলেন না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাতে একটি লাঠি ছিল। তিনি তা ফেলে দিলেন এবং বললেন, ‘‘আল্লাহ নিজ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না এবং তাঁর দূতগণও না।’’
তারপর তিনি ফিরে দৃষ্টি নিক্ষেপ করে দেখতে পেলেন যে, তাঁর খাটের নীচে একটি কুকুর ছানা বসে আছে। তখন তিনি বললেন, ‘‘এ কুকুরটি কখন এখানে ঢুকে পড়েছে?’’ [আয়েশা (রাঃ) বলেন] আমি বললাম, ‘আল্লাহর কসম!! আমি ওর ব্যাপারে জানতেই পারিনি।’ সুতরাং তিনি আদেশ দিলে ওটাকে বাইরে বের করা হল।
তারপর জিবরাঈল (আঃ) এর আগমন ঘটল।
তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম [অভিযোগ করে] বললেন, ‘‘আপনি আমার সঙ্গে ওয়াদা করেছিলেন, আর আমি আপনার প্রতীক্ষায় বসেছিলাম, অথচ আপনি আসলেন না?’’ জিবরাঈল (আঃ) বললেন, ‘আমাকে ঐ কুকুর ছানাটি [ঘরে ঢুকতে] বাধা দিয়েছিল; যেটা আপনার ঘরের মধ্যে ছিল। নিশ্চয়ই আমরা সে ঘরে প্রবেশ করি না, যে ঘরে কুকুর কোন ছবি বা মূর্তি থাকে।’
[রিয়াদুস স্বালেহীনঃ ১৬৯৫। মুসলিম ২১০৪, আহমাদ ২৪৫৭৬]

27/07/2015
দুই টাকা থেকে পাঁচ কোটি

দুই টাকা থেকে পাঁচ কোটি



http://amarbangladesh-online.com/%E0%A6%A6%E0%A7%81%E0%A6%87-%E0%A6%9F%E0%A6%BE%E0%A6%95%E0%A6%BE-%E0%A6%A5%E0%A7%87%E0%A6%95%E0%A7%87-%E0%A6%AA%E0%A6%BE%E0%A6%81%E0%A6%9A-%E0%A6%95%E0%A7%8B%E0%A6%9F%E0%A6%BF/ #.VbWq3Pmqqko

রাজধানীর বাংলামোটর ক্রসিং পার হয়ে ইস্কাটন-মগবাজারের দিকে রিকশা যাওয়া নিষেধ। সেখানে আনসার বা ওই ধরনের কোনো বাহিনীর পোশাক পরা এক বা একাধিক লোক ডাণ্ডা হাতে দাঁড়িয়ে থাকে। রিকশা পার হতে নিলে ডাণ্ডা দিয়ে থামায়। এখানকার ডাণ্ডা রহস্য রিকশাচালকেরা জানেন। তারা মাত্র দু’টি টাকা গুঁজে দেন ওই ডাণ্ডাঅলা লোকটির হা…

26/07/2015
নামাজ বন্ধ করে মসজিদে অফিস বানালেন দিলীপ বড়ুয়া

নামাজ বন্ধ করে মসজিদে অফিস বানালেন দিলীপ বড়ুয়া




http://bdview24.com/bn/%E0%A6%A8%E0%A6%BE%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%9C-%E0%A6%AC%E0%A6%A8%E0%A7%8D%E0%A6%A7-%E0%A6%95%E0%A6%B0%E0%A7%87-%E0%A6%AE%E0%A6%B8%E0%A6%9C%E0%A6%BF%E0%A6%A6%E0%A7%87-%E0%A6%85%E0%A6%AB%E0%A6%BF/

ডেস্ক রিপোর্টঃ চট্টগ্রাম মীরসরাই থানার ১৪নং হাইকান্দি ইউনিয়নের দমদমা সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ইউনিয়ন পরিষদের পুরনো পরিত্যক্ত কক্ষে জনসাধারণের নামাজ আদায় বন্ধ করে দিয়ে সাম্যবাদী দলের অফিস স্থাপন করেছেন সাবেক মন্ত্রী দিলীপ বড়–য়া। এ ঘটনা নিয়ে স্থানীয়ভাবে প্রতিবাদ অব্যাহত থাকলেও এর কোনো বিহিত হচ্…

17/07/2015
২৫ লাখ টাকায় রফা হচ্ছে রাজন হত্যা মামলা! : গ্রেফতার হচ্ছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা

সিলেটে অত্যন্ত ঠাণ্ডা মাথায় ১৩ বছরের শিশু শেখ সামিউল আলম রাজনকে আঘাতে আঘাত তিলে তিলে হত্যা করার সেই দৃশ্য ফেসবুক, ইউটিউবের কল্যাণে এখন দেশ ছড়িয়ে বিদেশে সমালোচনার ঝড় তুলছে। হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে বিশ্বজনমত গঠনে লন্ডনে চলছে ‘জাস্টিস ফর রাজন’ নামে ফান্ডরাইজিং কর্মসূচি।

এদিকে এর আগে ১২ লাথ টাকায় রাজন হত্যাকারীদের বাঁচিয়ে দিতে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ঘুষ গ্রহণের অভিযোগ গণমাধ্যমে চাউড় হলেও এখন শোনা যাচ্ছে ২৫ লাখ টাকায় পুরো মামলাটাই রফা করার চেষ্টা চলছে। এলাবাসী এ অভিযোগ করেছেন গণমাধ্যম কর্মীদের কাছে।

মামলা রফা করার অংশ হিসেবে হত্যাকাণ্ডের বিরুদ্ধে যারাই সাক্ষ্য দিচ্ছেন তাদেরকেও মামলায় জড়ানোর অভিযোগ উঠেছে ওসির বিরুদ্ধে। এ নিয়ে ক্ষোভ করেছেন এলাকাবাসী।

প্রসঙ্গত ৮ জুলাই চোর সন্দেহে নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় শিশু রাজনকে। হত্যার এ দৃশ্য ফেসবুক ইউটিউবসহ সামাজিক যোগাযোগের মাধ্যমে ছড়িয়ে পড়লে দেশবিদেশে সমালোচনার ঝড় বয়ে যায়। হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিদিনই এলাকাবসী মিছিল মিটিং করছেন। বৃহস্পতিবারও সিলেটের বিভিন্ন স্থানে মানববন্ধন, প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ হয়েছে।

এ ঘটনা ধামচাপা দিতে আসামি মুহিতকে ছাড়িয়ে নিতে ও তার ভাই আসামি কামরুলকে নিরাপদে বিদেশে যেতে সহায়তা করতে জালালাবাদ থানার ওসি (তদন্ত) মো. আলমগীর হোসেন ও এসআই আমিনুল ইসলামের বিরুদ্ধে ৬ লাখ টাকা ঘুষ গ্রহণের অভিযোগ ওঠে। ছেলে হত্যার বিচার চাওয়ায় টাকা খেয়ে এসআই আমিনুল ইসলাম রাজনের বাবা শেখ মো. আজিজুর রহমানের সঙ্গে খারাপ ব্যবহার করেন। তখন পুরো ১২ লাখ টাকায় পুরো বিষয়টি মিমাংসা করার খবর এলাকায় চাউর হলেও এখন এলাকাবাসী ২৫ লাখ টাকায় তা রফা করার চেষ্টা চলছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন। তারা জানান, এ টাকার মধ্যে ৫ লাখ রাজনের বাবাকে দেয়া হবে, বাকিটা মধ্যস্থতাকারীদের।

হত্যার তথ্য দিতে গিয়ে জেলে!: এদিকে রাজন হত্যার ব্যাপারে পুলিশকে তথ্য দিয়ে বিপাকে পড়ছেন সাধারণ মানুষ—এরকম অভিযোগ কুমারগাঁওয়ের অনেকেরই। তারা বলেছেন, রাজন হত্যা সম্পর্কে তথ্য দিতে পুলিশের আহ্বানে সাড়া দিয়ে প্রত্যক্ষদর্শীরা এখন মামলার আসামি। তাদের কেউ কেউ এখন জেলে।

কুমারগাঁওয়ের আজমত উল্লাহ ও তমজিদ আলী নামের দুই দিনমজুরের ১৬৪ ধারায় স্বীকারোক্তিও আদায় করেছে পুলিশ। এলাকাবাসী বলছেন, রাজনের লাশ গুম করার সময় যারা খুনিদের হাতেনাতে ধরিয়ে দিয়েছিল তাদেরকে এখন উল্টো মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। রাজনের লাশ গুম করার জন্য খুনিরা যখন মাইক্রোবাস নিয়ে কুমারগাঁও অভিমুখে যাচ্ছিল তখন তাদেরকে আটক করে পুলিশে ধরিয়ে দিয়েছিল গ্রামের কয়েকজন যুবক। কিন্তু তাদের পরিবারের সদস্যদেরকেই এখন উল্টো মামলায় ফাঁসাচ্ছে পুলিশ। কুমারগাঁও জামে মসজিদের মোতায়াল্লি মাওলানা নূরুল ইসলাম, আলা উদ্দিন, কুতুব উদ্দিন, ফয়জুল মিয়াসহ অনেকেই বলেছেন, এ ধরনের ঘটনা হলে কেউ আইন-শৃঙ্খলা বাহিনীকে সাহায্য করতে ভয় পাবে।

রাজন হত্যা মামলার তদন্তের স্বার্থে পুলিশ এই ঘটনা সম্পর্কে প্রত্যক্ষদর্শীদের তথ্য দেয়ার আহ্বান জানালে কুমারগাঁওয়ের দিনমজুর আজমত উল্লাহ (৫৫) ছুটে গিয়েছিলেন থানায়। স্বজনরা জানান, সাক্ষ্য নেয়ার পর বাড়ি পৌঁছে দেয়ার কথা বললেও পরবর্তীতে আজমত উল্লাহকে মামলার আসামি সাজিয়ে কোর্টে চালান দেয় পুলিশ। আজমত উল্লাহর ছেলে আব্দুস সালাম ও মেয়ে নাজমা বেগম জানান, তারা দিনমজুর। দিন আনেন দিন খান। এখন তারা মামলা মোকাবেলা করবে কীভাবে, আর খাবেই বা কী?

পুলিশ বলছে, আজমত উল্লাহসহ দুজন ঘটনাস্থলে উপস্থিত ছিল। তাই তাদের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়েছে। ওসি জানান, কোনো অপরাধ সম্পর্কে অবহিত হয়ে বা প্রত্যক্ষ করে যদি বিষয়টি পুলিশকে না জানানো হয় তাহলে সেটাও আইনের দৃষ্টিতে অপরাধ।

বিশেষ ট্রাইব্যুনাল গঠনের আহ্বান: রাজন হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে রাজা ম্যানশন ব্যবসায়ী সমিতির উদ্যোগে পশ্চিম জিন্দাবাজার এলাকায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি আব্দুল লতিফ তানুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাসুদ হোসেন খানের পরিচালনায় এতে বক্তব্য রাখেন ব্যবসায়ী সমিতির উপদেষ্টা মো. আবুল বশর, আবুল কাশেম আহমদ, তৈয়বুর রহমান নান্নু প্রমুখ। মানববন্ধনে বক্তারা রাজন হত্যাকারীদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে বিচারের দাবি জানান। তারা রাজনের খুনিদের ফাঁসির দাবি জানান।

আন্তর্জাতিক উদ্যোগ: রাজনের পরিবারকে সহায়তার জন্য ‘জাস্টিস ফর রাজন’ নামে অনলাইনে চলছে ফান্ডরাইজিং কর্মসূচি। রাজনের জন্য আন্তর্জাতিক এই উদ্যোগ নিয়েছেন লন্ডনের টাওয়ার হ্যামলেটসের সাবেক ডেপুটি মেয়র, কাউন্সিলর ওলিউর রহমান। তার সাথে রয়েছেন যুক্তরাজ্য প্রবাসীরা। মাসব্যাপী এই কালেকশনে ইতোমধ্যে দুই হাজার ৮১৮ পাউন্ড সংগ্রহ হয়েছে। দিন দিন এই অঙ্ক দ্রুত বাড়ছে। একই সাথে রাজন হত্যাকারীদের সর্বোচ্চ সাজা নিশ্চিত করতে বিশ্বজনমত গঠনে নানামুখী কর্মসূচি পালিত হচ্ছে।

লন্ডন থেকে এই তথ্য জানিয়েছেন ওলিউর রহমানের ভাই মনসুর আহমদ। তিনি জানান, রাজনের ন্যায়বিচার নিশ্চিত করতে বিশ্বজনমত ও উদ্যোগের জন্য যুক্তরাজ্যে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন বরাবর ই-পিটিশন দাখিল করা হয়েছে। চিঠি দেয়া হয়েছে যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়, অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটেনের এমপি রুশনারা আলীর কাছে।

ওলিউর রহমান বলেন, রাজন হত্যার লোমহর্ষক ভিডিও দেখে সবার মতো তিনিও মর্মাহত হয়েছেন। রাজন যাতে ন্যায়বিচার পায়, তার পরিবার যাতে অর্থনৈতিক সাপোর্ট পায় এজন্য সাহায্যের আবেদন জানানো হয়েছে। এতে ব্যাপক সাড়া পড়েছে। এই উদ্যোগ সম্পর্কে রাজনের মা-বাবার সাথেও তিনি কথা বলেছেন। সার্বক্ষণিক তাদের সাথে যোগাযোগ রাখছেন।

সুত্র :- http://www.amardeshonline.com/pages/details/2015/07/17/293009 #.Vakzr-Hw_IV

Description for my template

14/07/2015

রাজন হত্যাকারী খুনি কামরুল জেদ্দায় গ্রেফতার

কিশোর রাজন কে হত্যাকারী কামরুলকে শুধু গ্রেফতার নয়, দেশে ফিরিয়ে এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। এবং এ ভয়ানক পিশাচকে যারা দেশত্যাগে সহযোগিতা করেছে সে অসাধু প্রশাসনের লোকদেরও চিহ্নিত করে বিচারের মুখোমুখি করতে হবে। অন্যথায় এ অমানুষদের দৌরাত্ম্য সমাজ থেকে দূর হবে না। https://www.facebook.com/newbasherkella/videos/vb.428835640537739/920784628009502/?type=2&theater

14/06/2015

বিদেশ যামুগা frown emoticon

//শুনুন তাহলে বিষ+বিষ এর ভয়াবহ কাহিনী যা আমদের খাওয়ানো হচ্ছে। নিষিদ্ধ ঘন চিনি (সোডিয়াম সাইক্লামেট) হাজার হাজার টন আমদানি হয়ে দেশে ঢুকছে কিভাবে? অনেক দিনের চেষ্টায় ক্লু পেয়ে গেলাম বণিক বার্তা পত্রিকার এক সংবাদে। সাইট্রিক এসিড নামে আমদানি হচ্ছে এই বিষ। দেয়া হচ্ছে, মিষ্টি, বেকারি আইটেম, আইসক্রিম, বেভারেজ, জুস, চকোলেট, কন্ডেন্সড মিল্ক প্রভৃতি মিষ্টি জাতীয় খাদ্য দ্রব্যে।

চিনির চেয়ে প্রায় পঞ্চাশ গুণ বেশি মিষ্টি এই ঘন চিনি পৃথিবীর অনেক দেশেই নিষিদ্ধ। ক্যান্সার, কিডনি বিকল, হজম শক্তি হ্রাস সহ নানাবিধ জটিল রোগের সৃষ্টি করতে পারে এই চিনি। সাইট্রিক এসিড এর মত দেখতে হুবহু এক রকম বলে অসাধু ব্যবসায়ীরা অতি সহজেই সাইট্রিক এসিড নামে ও কোডে ঘন চিনি আমদানি করছে।

ঢাকার মিটফোর্ড থেকে বের করলাম আরও এক নামে ঘন চিনি আমদানি হচ্ছে। সোডিয়াম সাইট্রেট দেখতেও ঘন চিনির মত দেখতে। সাইট্রিক এসিড এবং সোডিয়াম সাইট্রেট নামে আসছে নিষিদ্ধ বিষ ঘন চিনি।

বণিক বার্তার সাংবাদিক ভাই খবর দিলেন মিটফোর্ডে দুই রকম ঘন চিনি বিক্রি হয়। একটা পিউর অন্যটা ভেজাল মিশ্রিত। পিউর ঘন চিনি কেজি ২২০ টাকা হলে ভেজাল ঘন চিনি ১৪০ টাকা কেজি।

মাথাটা ঘুরে গেল!! বিষের সাথে বিষ! সেখানে সংবাদ নিলাম কম দাম বিধায় এই ভেজাল ঘন চিনির বিক্রি সর্বাধিক। সবাই গাড়ি ভর্তি করে এই ভেজাল ঘন চিনি নিয়ে যায় বিভিন্ন খাদ্যদ্রব্যে দেয়ার জন্য।

ভেজাল মিশাতে হলে তো ঘন চিনির মতই অন্য কোন একটি দ্রব্য মেশাতে হবে, যার দাম হবে খুব কম এবং মিষ্টি অথবা টেস্টলেস হতে হবে। কি হতে পারে তা??

দুই দিন ঘুমাতে পারিনি। সমানে পারমুটেশন কম্বিনেশন করতে লাগলাম। কি সেই আইটেম? কেউ বলে না। গুগলে ঘন চিনির ছবি বের করে তার সাথে মিল রেখে খুঁজতে লাগলাম আইটেম।
হটাত মাথার মধ্যে বিদ্যুৎ চমকে উঠল। প্রথমে বিশ্বাস হচ্ছিল না, কি করে সম্ভব!! আমার এক ভাই সার (ফার্টিলাইজার) বিক্রি করে। তাকে বললাম, “চিনির মত দানাদার সার কি আছে রে?” ইউরিয়া? না ইউরিয়া গোলাকার এবং খুব খারাপ স্বাদ। আর কি আছে? আচ্ছা ম্যাগনেসিয়াম সালফেট সার? ভাই আমার লাফ দিয়ে উঠল!! হ্যাঁ ভাই, ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে চিনির মত দানাদার, দাম কম ১৫/২০ টাকা কেজি এবং স্বাদহীন।

এবার আমি লাফ দিয়ে উঠে গুগলে ছবি দেখলাম। ঘন চিনি এবং ম্যাগনেসিয়াম সালফেট সার দেখতে একই রকম। বিশ্বাস হচ্ছিল না, যে আমাদের সার খাওয়াচ্ছে আর একটি বিষের সাথে।

সেই সাংবাদিক ভাইয়ের দ্বারা মিটফোর্ড থেকে এক কেজি ভেজাল ঘন চিনি কিনে আমি সরকারীভাবে চিঠি দিয়ে ১০০ গ্রাম নমুনা পরীক্ষার জন্য পাঠালাম সরকারী ল্যাব (সারের জন্য) খামার বাড়ির মৃত্তিকা সম্পদ উন্নয়ন ইন্সটিটিউটে। ঘুম হারাম হয়ে গেল আমার টেনশনে। রিপোর্ট পেলাম সেই ঘন চিনির নমুনায় ম্যাগনেসিয়াম সালফেট সার পাওয়া গেছে।
যা সন্দেহ করেছি তাই। সেই সার মিশ্রিত ঘন চিনির প্যাকেট বা নমুনা না দেখেই এত হাজার লাখ আইটেমের মধ্যে ম্যাগনেসিয়াম সালফেট সার কিভাবে নির্বাচিত করলাম, তা সত্যিই হবাক হবার বিষয়!! মহান আল্লাহ্‌পাক হয়ত সাহায্য করেছেন আমায়।

কয়েকজন বিজ্ঞানী রসায়নবীদকে জিজ্ঞাস করলাম, সার খেলে কি হয়? তাঁরা হতবাক হয়ে গেলেন। কেন সার খাবেন কেন? আমি বললাম, যদি খাই। ম্যাগনেসিয়াম সালফেট সার সাথে ঘন চিনি!! হেসে তাঁরা উত্তর দিলেন, "ভাই আপনার শখ লাগলে আপনি খান। তবে দুনিয়ার কোন অসুখ থেকে বাদ যাবেন না এবং প্রথম শেষ হবে বাচ্চারা"।

নানা ধরণের মিষ্টি জাতীয় খাদ্যে দীর্ঘদিন ধরে এক বিষ ঘন চিনির সাথে আর এক বিষ রাসায়নিক সার ম্যাগনেসিয়াম সালফেট খেয়ে আমাদের পরিণতি কি হচ্ছে??

পৃথিবীর কোথাও আছে মানুষকে সার খাওয়ানোর উদাহরণ?? কোথায় আছি কোথায় আমাদের গন্তব্য? কে আমাদের বাঁচাবে, বাঁচাবে আমাদের সন্তানদের?//
..স্টাটাসটি বাংলাদেশ সরকারের একজন যুগ্মসচিব জনাব মাহবুব কবির স্যারের ওয়াল থেকে নেয়া। বিষয়টি যেহেতু সরকারের আন্তরিকতায় উদঘাটিত, প্রতিকারও নিশ্চয় আসন্ন..!। কিছু প্রমাণক কমেন্টে দেয়া হল।

30/05/2015

মুখে কুলুপ এঁটে প্রশ্নের মুখে সু চি

30 May, 2015 গণতন্ত্রের দাবিতে তার দীর্ঘ দিনের লড়াই। এর মাসুল দিতে গিয়ে টানা ১৫ বছর গৃহবন্দি থেকেছেন। এখন তিনি মুক্ত এবং মিয়ানমারের অন্যতম প্রধান বিরোধী নেত্রী। অথচ রোহিঙ্গা শরণার্থী সমস্যা নিয়ে মুখে কুলুপ নোবেলজয়ী আউং সান সু চি-র।
মাস তিনেক পরেই দেশে সাধারণ নির্বাচন। তাই নেত্রীর এই নীরবতার পিছনে রাজনৈতিক স্বার্থই দেখছেন কূটনীতিকদের একাংশ।
অভিযোগ, সংখ্যাগুরু বৌদ্ধদের নির্যাতন ও সরকারি অব়জ্ঞা থেকে বাঁচতেই দেশছাড়া রোহিঙ্গারা। গোটা ঘটনায় আন্তর্জাতিক সমালোচনার মুখে পড়েছে দেশ।
কিন্তু সু চি কেন এ নিয়ে কিছু বলছেন না? তার এই নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে সম্প্রতি প্রশ্ন তোলেন তিব্বতি ধর্মগুরু দলাই লামাও। অস্ট্রেলিয়ার একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, ২০১২ থেকে অন্তত দু’বার রোহিঙ্গা সমস্যা সমাধানে হস্তক্ষেপ করতে সু চি-কে অনুরোধ করেছেন তিনি। সু চি অবশ্য বরাবর সরকারের কোর্টেই বল ঠেলতে চেয়েছেন।
দিন দশেক আগের এক জনসভায় রোহিঙ্গা সমস্যা নিয়ে একটি বাক্যেই দায় সারেন তিনি। বলেন, ‘মিয়ানমার সরকারকেই এই সমস্যা সমাধান করতে হবে।’
সু চির এইরকম আচরণের পিছনে রাজনৈতিক স্বার্থ দেখছেন সমালোচকরা। তাদের ব্যাখ্যা, নভেম্বরে দেশে সাধারণ নির্বাচন। সেখানে তার দল এনএলডিন (ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি) জয়ের সম্ভাবনাও যথেষ্ট। দেশে প্রায় ৯০ শতাংশ বৌদ্ধ। এবং অধিকাংশই রোহিঙ্গা-বিরোধী বলে অভিযোগ। তাই এই পরিস্থিতিতে সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের সমর্থনে মুখ খুলে তীরে এসে তরী ডোবাতে চাইছেন না বিরোধী নেত্রী সু চি।
রাষ্ট্রপুঞ্জ অবশ্য রোহিঙ্গাদের বিষয়টিকে আদৌ খাটো করে দেখতে চাইছে না। অভিবাসন সমস্যার সমাধানে শুক্রবার থাইল্যান্ডের রাজধানী ব্যাঙ্ককে ১৭টি দেশের প্রতিনিধিরা বৈঠক করেন। এই বৈঠকে রাষ্ট্রপুঞ্জের শরণার্থী বিষয়ক সহকারি হাই কমিশনার ভলকার টার্ক বলেন, ‘নিজের নাগরিকদের রক্ষা করার দায়িত্ব সে দেশেরই।’
মিয়ানমার সরকার রোহিঙ্গা মুসলিমদের কেন নিজের নাগরিক বলে স্বীকার করে না, তা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
মিয়ানমার অবশ্য দাবি করেছে, শরণার্থী সমস্যার জন্য শুধু মিয়ানমারকে কাঠগড়ায় তুলে বিষয়টিতে রাজনৈতিক রং লাগানোর চেষ্টা হচ্ছে। বৈঠকে হাজির মিয়ানমারের বিদেশ মন্ত্রকের প্রতিনিধি তিন লিন বলেন, ‘এখানে মানুষ পাচারের সমস্যাটাই সব চেয়ে বড়।’
সূত্র: এএফপি

21/05/2015
বাংলাদেশীদের সৌদি আরব আসতে ৮ লক্ষ টাকা লাগে!

বাংলাদেশীদের সৌদি আরব আসতে ৮ লক্ষ টাকা লাগে!

কি বলব আর কাকে দোষ দিব বুঝতে পারছি না! এই যে দুজন ভাই সবে মাত্র সৌদি আরবে রিয়াদে একটি কোম্পানিতে এসেছেন। তাদের সৌদি আরবে আসতে সর্বমোট খরচ হয়েছে সাত লক্ষ আশি ...

16/05/2015

আপনি কি চিটাগাং মিশনের কাজ করতে চাচ্ছেন বা আমাদের দিয়ে করাতে চাচ্ছেন?

আমাদের সাথে যোগাযোগ করুন :
পেজ ইনবক্স : https://www.facebook.com/pages/Indian-Visa-ProcessChandpur
মোবাইল - 0168-779-9695 : 0168-960-4851
ই-মেইল - [email protected]

*( সকাল ১১:০০ টা - রাত ১০:০০ টা )*
ধন্যবাদ

03/04/2015

বিসমিল্লাহির রাহমানির রাহিম

>

আমাদের গ্রুপে কিছু দক্ষ লোক দরকার। কাজ ওঠার 2/3 ঘন্টার মধ্যে পেমেন্ট। যারা প্রতিদিন অন্তত একটা করে কাজ করতে/ তুলতে পারবেন, তারাই যোগাযোগ করুন। না পারলে যোগাযোগ করার দরকার নাই। সকল মিশনে কাজ করার মানসীকতা থাকতে হবে। তবে কাজ নিয়ে কাজ তুলে দেওয়ার মানসীকতা থাকতে হবে। যারা নিয়মিত ডেট তুলতে পারেন দয়া করে তারাই যোগাযোগ করুন। আমরা নিয়মিত চাহিদা মত কাজ দিতে পারবো। ভাল কাজ দেখাতে পারলে ভাল পারিশ্রমিক দেওয়া হবে। আমাদের পারিশ্রমিক দাওয়াতে কোন ভেজাল নেই কারন আমারা একদিনের জন্যে কাজ করাতে আসি নি আপনাকে আমরা নিয়মিত কাজ করানোর জন্যেই নিয়োগ দিব। আসা করি ভবিষ্যতে সম্পর্ক অনেক ভাল হবে। নিচের ফরমটি কাজ করতে আগ্রহীগণ অবশ্যই পূরণ করুন আমরা আপনার সাথে যত দ্রুত সম্ভব সরাসরি যোগাযোগ করব...

In a word about us we believe in quality not quantity & We are trying our level best to give you best service so if you believe in commitment than come to us cause we are working with so much people and it’s our duty to deal with everyone same priority like you.

Thank you for choosing us & stay connected…

Best Regards,

Md. Soyed Hossain Manik
Worker Support: (+880) 1689-604851
(+880) 16877-99695
(+880) 1617-101030
(+880) 1715-846516
E-mail Address: [email protected]
Facebook: www.facebook.com/soyedhossainmanik
page Link: https://www.facebook.com/pages/Indian-Visa-ProcessChandpur

02/04/2015

যারা ইন্ডিয়াতে মেডিকেল ও ভ্রমনের জন্য সহযোগী হিসাবে কাউকে চাচ্ছেন,আমাদের কিছু মেম্বার আছেন।যারা আপনাকে গাইড দিতে প্রস্তুত।

Address

409, Strand Road
Chandpur
3600

Telephone

+8801689604851

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Medical & Tourist Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Medical & Tourist Guide:

Share