Israfil Hajj Kafela

Israfil Hajj Kafela হজ্ব ও ওমরাহ বুকিং চলছে

08/08/2024

১১ আগষ্ট পর্যন্ত সৌদি এয়ারলাইন্স বাংলাদেশে সকল ফ্লাইট বাতিল করেছে।

#বাংলা_এভিয়েশন #বাংলা_প্রবাস

আলহামদুলিল্লাহ,অন্তবর্তী কালীন সরকারের কাছে ভালো কিছু আশা করছি।।
08/08/2024

আলহামদুলিল্লাহ,
অন্তবর্তী কালীন সরকারের কাছে ভালো কিছু আশা করছি।।

হে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়ার তৌফিক দান করুন
08/08/2024

হে আল্লাহ প্রত্যেকটা মুসলমানকে কোরআন পড়ার তৌফিক দান করুন

16/07/2024
16/07/2024
02/11/2023

(আলহামদুলিল্লাহ)

স্বপ্নের প্রতিষ্ঠান আজ চালু হওয়ার পথে।

( নভেম্বর মাসের 15/11/2023 ইং থেকে আমাদের মাদ্রাসার ভর্তির কার্যক্রম চালু হবে। আমরা আমাদের সন্তান কে দ্বীনি শিক্ষার জন্য মাদ্রাসায় ভর্তি করিয়ে দিবো )

(ভর্তির জন্য যোগাযোগঃ

01824966362

01404994766)

(মাদ্রাসার ঠিকানাঃ বাবুরহাট কলেজ রোড..কলেজ থেকে 200গজ দক্ষিনে মজিবের দোকান সংলগ্ন..শিলন্দিয়া বাবুরহাট চাঁদপুর।)

29/06/2023

Israfil Hajj Kafela
পক্ষ থেকে সবাই কে ঈদুল আযহার শুভেচ্ছা
ঈদ মোবারক

22/04/2023

ঈদ মোবারক

হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম,  দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী।।
19/04/2023

হিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩ এর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারকারী।।

17/04/2023

ধন্যবাদ( Israfil Hajj Kafela ) ইসরাফিল হজ্ব কাফেলা কে,,এরুকম সুন্দর আয়োজন করার জন্য,,

16/04/2023
15/04/2023

পুরষ্কার বিতরণ

15/04/2023

আলহামদুলিল্লাহ
ইসরাফিল হজ্জ কাফেলার পক্ষ থেকে আয়োজিত
ফিফজুল কোরআন প্রতিযোগিতা ২০২৩

07/04/2023
05/04/2023
আসসালা-মু আলাইকুম সম্মানিত সুধীআসছে আগামী ১৫ এপ্রিল ২৩ রমজান সকাল ৯ঃ৩০ মিনিটের সময়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে...
02/04/2023

আসসালা-মু আলাইকুম

সম্মানিত সুধী
আসছে আগামী ১৫ এপ্রিল ২৩ রমজান সকাল ৯ঃ৩০ মিনিটের সময়, মতলব দক্ষিণ উপজেলা পরিষদ মিলনায়তনে
Israfil Hajj Kafela ("ইসরাফিল হজ কাফেলা"র) পক্ষ থেকে হিফজুল কোরআন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
উক্ত হিফজুল কোরআন প্রতিযোগিতায় আপনারা সবাই আমন্ত্রিত।
#উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য
যা যা প্রয়োজন
১/ পূর্ণাঙ্গ ৩০ পারার হাফেজ হতে হবে
২/ বয়স সর্বোচ্চ ১৮ হতে হবে
৩/ অবশ্যই সাথে করে জন্ম নিবন্ধন আনতে হবে

বাংলাদেশের যে কোন জায়গা থেকে অংশগ্রহণ করতে পারবেন।
যারা যারা উক্ত প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে ইচ্ছুক তাদেরকে, আগামী ১৫ রমজানের মধ্যে যোগাযোগ করার জন্য আহবান করা যাচ্ছে

যোগাযোগ মোহাম্মাদ হাবিবুর রহমান আশেক্বী
মোবাইলঃ-

হে পরম করুণাময় আপনি সকল নিয়ামতের মালিক।।
24/03/2023

হে পরম করুণাময় আপনি সকল নিয়ামতের মালিক।।

22/03/2023

♥️সোনার মদিনা রিয়াজুল জান্নাহ এর ভিডিও সাথে মধুর আজান।♥️

(মদিনার মসজিদে নববির মর্যাদা ও জিয়ারতের ফজিলত)

প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের নিজ হাতে গড়া মদিনার অন্যতম স্থাপনা মসজিদে নববি। এ মসজিদের মর্যাদা ও জিয়ারতে রয়েছে অনেক ফজিলত। তবে যে কোনো জিনিসের মর্যাদা ও ফজিলতের জন্য নিয়তের পরিশুদ্ধতা আবশ্যক। মসজিদে নববির জিয়ারতে ফজিলত লাভের ক্ষেত্রেও নিয়তের আবশ্যকতা অপরিহার্য।

হাদিসের বিখ্যাত গ্রন্থ বুখারি ও মুসলিমে সুস্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে- 'তিনটি মসজিদ ছাড়া অন্য কোথাও (সাওয়াবের আশায়) সফর করাই বৈধ নয়। আর তাহলো-> মসজিদুল হারাম তথা পবিত্র মক্কা নগরির কাবা শরিফ।> আমার এ মসজিদ তথা মদিনার মসজিদে নববি এবং> মসজিদুল আকসা তথা মুসলমানদের প্রথম কেবলা ও অসংখ্য আম্বিয়া কেরামের পদধূলিতে ধন্য বাইতুল মুকাদ্দাস।

মসজিদে হারাম তথা কাবা শরিফ প্রসঙ্গে পবিত্র কুরআনে আল্লাহ তাআলা ঘোষণা করেন-‘অবশ্যই যে মসজিদ প্রতিষ্ঠিত হয়েছে তাকওয়ার ওপর, প্রথম দিন থেকে তার বেশি হকদার যে, তুমি সেখানে সালাত কায়েম করতে দাঁড়াবে। সেখানে এমন লোক আছে, যারা উত্তমরূপে পবিত্রতা অর্জন করতে ভালোবাসে। আর আল্লাহ পবিত্রতা অর্জনকারীদের ভালোবাসেন।’(সুরা তওবা : আয়াত ১০৮)

অন্য দিকে মদিনার মসজিদে নববির জিয়ারত ও ফজিলত লাভের ব্যাপারে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করেন->> হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে আমার এ মসজিদে শুধুমাত্র কোনো কল্যাণ শেখার জন্য কিংবা শেখানোর জন্য আসবে, তার মর্যাদা হবে আল্লাহর রাস্তায় জিহাদকারীর সমতুল্য।আর যে অন্য কোনো উদ্দেশে আসবে, তার অবস্থা হবে ওই ব্যক্তির মতো, যে অন্যের মাল-সামগ্রীর প্রতি তাকায়। (ইবনে মাজাহ)

সুতরাং মদিনার মসজিদে নববির জিয়ারাতের নিয়তে থাকতে হবে পরিশুদ্ধতা। উদ্দেশ্য থাকবে শুধু কল্যাণ লাভ করা। যার সুসংবাদ দিয়েছেন বিশ্বনবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম।

>> হজরত আবু উমামা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘোষণা করনে, ‘যে ব্যক্তি শুধুমাত্র কল্যাণ শেখা বা শেখানোর উদ্দেশে মসজিদে (নববিতে) আসবে, তার জন্য পূর্ণ এক হজের সওয়াব লেখা হবে।

>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরও বলেন, ‘আমার ঘর (আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘর) ও তার মিম্বরের মাঝখানের জায়গা টুকুকে (রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ) জান্নাতের অন্যতম উদ্যান বলা হয়। (বুখারি ও মুসলিম)

আর এ কারণেই মদিনার মসজিদে নববি মর্যাদা এতবেশি। আর এ মসজিদে ইবাদাত বন্দেগিতে রয়েছে অনেক ফজিলত। যা প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত।

>> হজরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়া সাল্লাম বলেন, 'আমার এ মসজিদে এক নামাজ আদায় করা মসজিদে হারাম ছাড়া অন্যান্য মসজিদে এক হাজার নামাজ আদায় করার চেয়েও উত্তম। (বুখারি ও মুসলিম)

>> রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, এতে এক ওয়াক্ত নামাজ পড়লে এক হাজার নামাজ পড়ার সওয়াব পাওয়া যায়।’

সুতরাং হাদিসের তথ্য অনুযায়ী মসজিদে নববিতে এক ওয়াক্ত নামাজ আদায় করা অন্য মসজিদে ৬ মাস ২০ দিন নামাজ পড়ার সমতুল্য।

তবে এ জন্য শর্ত হলো মসজিদে নববির জিয়ারত ও ফজিলত লাভে নিজেদের নিয়তকে পরিশুদ্ধ করে নিতে হবে। লোক দেখানো কিংবা খ্যাতি ছড়ানোর কোনো মানসিকতা না থাকাই শ্রেয়। তবেই সম্ভব হবে সফলতা লাভ করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হৃদয়ের সর্বোচ্চ আবেগ ও অনুভূতির সঙ্গে পবিত্র এ স্থান জিয়ারতের তাওফিক দান করুন। হাদিসে ঘোষিত ফজিলত লাভ করার তাওফিক দান করুন। আমিন।

Address

Matlab
Chandpur
246725

Telephone

+966544913335

Website

Alerts

Be the first to know and let us send you an email when Israfil Hajj Kafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Israfil Hajj Kafela:

Videos

Share

Category


Other Travel Companies in Chandpur

Show All

You may also like