চাঁদপুর হজ্জ কাফেলা - Chandpur Hajj Qafela

চাঁদপুর হজ্জ কাফেলা - Chandpur Hajj Qafela হজ্জ ও উমরাহ এর জন্য একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান।

01/03/2025

رَمَضَانُ ٱلْمُبَارَكُ ✨

Ramadanul Mubarak! May Allah accept our fasts, forgive our sins, and grant us the strength to become better Muslims.

O Allah, if I fail to attain Your forgiveness this Ramadan, I have truly lost. You have said:

"Whoever reaches Ramadan and is not forgiven, he is from the people of Hellfire." (Tirmidhi)

Ya Allah, do not let us be among the unfortunate ones. Accept our repentance, purify our hearts, and fulfill our righteous dreams. Ameen.

আকাবা ইন্টারন্যাশনাল পরিচালিত চাঁদপুর হজ কাফেলার হজ যাত্রীদের কুরআনুল কারিম শিক্ষা  প্রতিদিনের ন্যায় আজকেও যাহারাতুল ম্...
06/10/2024

আকাবা ইন্টারন্যাশনাল পরিচালিত চাঁদপুর হজ কাফেলার হজ যাত্রীদের কুরআনুল কারিম শিক্ষা প্রতিদিনের ন্যায় আজকেও যাহারাতুল ম্যাচফালা হোটেলে অনুষ্ঠিত হয়েছে।
সকলের কাছে দোয়াপ্রার্থী আল্লাহ তাআলা আমাদের সকলকে পবিত্র কুরআনুল কারীম বিশুদ্ধভাবে শিখার এবং তেলাওয়াত করার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন।
( ৩ জুন ২০২৪)

সৌদি ময়াল্লেম অফিসে জমজমের পানির জন্য সাথে ছিলেন হযরত মাওলানা কামরুল ইসলাম আনসারী আকাবা ইন্টারন্যাশনালের এমডি মুসলেউদ্দি...
06/10/2024

সৌদি ময়াল্লেম অফিসে জমজমের পানির জন্য সাথে ছিলেন হযরত মাওলানা কামরুল ইসলাম আনসারী আকাবা ইন্টারন্যাশনালের এমডি মুসলেউদ্দিন আলমগীর এবং চাঁদপুর হজ কাফেলার আমির হযরত মাওলানা আবুল খায়ের।
( ৪ জুন ২০২৪)

06/10/2024

আরাফাহ ময়দান এরকম তাবু ও বিছানায় থাকবেন আল্লাহর মেহমানগন,আলহামদুলিল্লাহ।
( ১১ জুন ২০২৪)

06/10/2024

আকাবা ইন্টারন্যাশনাল হজ্জ গ্রুপ এর হজ্জপালনকারী মেহমানদের নিয়ে আজ মক্কার হোটেলে তালিমী বৈঠক শেষে দুআ ও মুনাজাত পরিচালনা করছেন বিশিষ্ট আলেমেদ্বীন দায়ী মুয়াল্লিমুল হুজ্জাজ অধ্যক্ষ মাওলানা ওয়ালিউল্লাহ হেলালী হাফিজাহুল্লাহ।
আল্লাহ পাক আমাদেরকে কবুল করুক আ মীন।

(24 june 2024)

◼️ হজ্জ  ওমরাহ ◼️   ( ২০২৪ - ২৫ ইং)  এর বুকিং চলছেচাঁদপুর হজ্জ কাফেলা আগামী ০৬-ই নভেম্বর ও ১৭-ই ডিসেম্বর পবিত্র উমরাহ হজ...
04/10/2024

◼️ হজ্জ ওমরাহ ◼️
( ২০২৪ - ২৫ ইং)
এর বুকিং চলছে

চাঁদপুর হজ্জ কাফেলা আগামী ০৬-ই নভেম্বর ও ১৭-ই ডিসেম্বর পবিত্র উমরাহ হজ্জ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ ত্যাগ করবে(ইনশাআল্লাহ)।
কেউ যেতে আগ্রহী হলে যোগাযোগের অনুরোধ করা হলো।
নিবন্ধন ফি:- ৩০,০০০ টাকা মাত্র।
হজ্জ লাইসেন্স নং:- ৩৪৭

উমরাহ প্যাকেজ সমূহঃ-

• VIP প্যাকেজ:
-১৪ দিন, ফাইভ স্টার হোটেল, সরাসরি ফ্লাইটে আসা যাওয়া, ৩ বেলা খাবারের সুব্যবস্থা।
আনুমানিক খরচ:- ২,৭৫,০০০/-

• A প্যাকেজ:
- ১৪ দিন, থ্রী স্টার হোটেল, হেরেম থেকে ৪০০ মিটারের ভিতর, সরাসরি ফ্লাইট, ৩ বেলা খাবারের সুব্যবস্থা।
আনুমানিক খরচ:- ১,৬০,০০০/-

• B প্যাকেজ:
- ১৫ দিন, হেরেম থেকে ৬০০ মিটারের ভিতর হোটেল, সরাসরি ফ্লাইট, ৩ বেলা খাবারের সুব্যবস্থা।
আনুমানিক খরচ:- ১,৪০,০০০/-

• C প্যাকেজ:
- ১৪ দিন, হেরেম থেকে ৮০০ মিটারের ভিতর হোটেল, ট্রানজিট ফ্লাইট, ৩ বেলা খাবারের সুব্যবস্থা।
আনুমানিক খরচ:- ১,৩০,০০০/-

প্যাকেজের আওতায় যা যা থাকছেঃ-
• উমরাহ ভিসা
• এয়ার টিকেট
• মক্কা - মদিনায় হোটেল
• প্রশিক্ষণ প্রাপ্ত অভিজ্ঞ মুয়াল্লিম
• মক্কা - মদীনা জিয়ারাহ্
• ট্রান্সপোর্ট (এয়ারপোর্ট - মক্কা - মদিনা)

(২/৩ জনের ফ্যামেলী রুম নিলে অতিরিক্ত কিছু খরচ যুক্ত হবে।)

যোগাযোগ:-
আলহাজ্জ মাওলানা আবুল খায়ের
আমিরুল হুজ্জাজ, চাঁদপুর হজ্জ কাফেলা।
প্রিন্সিপাল, দারুল আরকাম মোহাম্মদীয়া হাফিজিয়া মাদরাসা, প্রফেসর পাড়া, চাঁদপুর।
মোবাইল:- 01814232953

আলহাজ্ব হাফেজ মাওলানা নিজামুল হক
আমিরুল হুজ্জাজ, চাঁদপুর হ্জ্জ কাফেলা।
ইমাম ও খতিব, চাঁদপুর সরকারি কলেজ মসজিদ।
প্রিন্সিপাল, আন-নাজির আইডিয়াল মাদরাসা, নাজিরপাড়া, চাঁদপুর।
মোবাইল:- 01712770675

আকাবা ইন্টারন্যাশনাল পরিচালিত চাঁদপুর হজ্জ  কাফেলার হজ্জ যাত্রিদের "তালিমী জলসা" মাদিনাতুল মুনাওয়ারাহ  হায়া প্লাজায় অনু...
22/05/2024

আকাবা ইন্টারন্যাশনাল পরিচালিত চাঁদপুর হজ্জ কাফেলার হজ্জ যাত্রিদের "তালিমী জলসা" মাদিনাতুল মুনাওয়ারাহ হায়া প্লাজায় অনুস্ঠিত হয়েছে।
আল্লাহ তায়ালা সকলকে হজ্জে মাবরুর নছিব করুন,
আমিন!

Address

Chandpur Sadar
Chandpur
3600

Website

Alerts

Be the first to know and let us send you an email when চাঁদপুর হজ্জ কাফেলা - Chandpur Hajj Qafela posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category