Babar Travels & Tourism

Babar Travels & Tourism ভিসা প্রসেসিং, টিকেটের তারিখ পরিবর্ত?

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মানবাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে...
04/12/2023

বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।📕📕

★SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট।

★S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

★SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

আরও পড়ুন : মোবাইলে ট্রেনের টিকেট

★F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

★F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

★F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

★AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

★AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।বাংলাদেশের ট্রেন সিট প্রকারভেদ, ধরণ ও মান
বাংলাদেশ সব ট্রেনেই কয়েক ধরণের সিট বা কোচ ক্লাস থাকে। টিকেট কেনার সময় বিশেষ করে অনলাইনে টিকেট কেনার সময় সেখানে সিট ক্লাস পছন্দ করতে গিয়ে অনেকেই বুঝতে পারেন না কোন সিট কেমন ধরণের হয় বা ঐ সিটের বিশেষ কি সুবিধা আছে। আবার অনেকেই হয়তো জানেন না সিট ক্লাস কোডের পূর্ণ রূপ কি বা সেই সিট কেমন বা কি সুবিধা অসুবিধা আছে। তাদের জন্যে আমাদের এই আর্টিকেল। এখানে বাংলাদেশের বিভিন্ন ট্রেনে যে ধরণের সিট বা কোচ ক্লাস টাইপ থাকে তার বিস্তারিত নিচে তুলে ধরা হলো।

★SHOVAN : পুরো নাম শোভন (Shovan)। নন এসি শোভন ক্লাসের চেয়ার সিট। দেশের সকল মেইল ট্রেন ও কিছু আন্তঃনগর ট্রেনে শোভন সিট থাকে। ট্রেনের সবচেয়ে কম খরচের সিট এবং আরামদায়ক নয় এই সিট।

★S_CHAIR : পুরো নাম শোভন চেয়ার (Shovan Chair)। নন এসি এই সেকেন্ড ক্লাস শোভন চেয়ার সিট প্রায় সব আন্তঃনগর ট্রেনে থাকে। শোভন চেয়ারের ভাড়া শোভন এর চেয়ে বেশী। সিট মোটামুটি আরামদায়ক। শোভন চেয়ার, শোভন এর চেয়ে ভালো সিটের হয়ে থাকে।

★SNIGDHA : পুরো নাম স্নিগ্ধা (Snigdha)। এসি চেয়ার (AC Chair) হিসেবেও পরিচিত। এসি কোচের চেয়ার সিট। দেশের সব আন্তঃনগর ট্রেনে না থাকলেও বেশিরভাগ জনপ্রিয় গন্তব্যের ট্রেনে স্নিগ্ধা কোচ থাকে। সীট শোভন চেয়ারের চেয়ে আরামদায়ক। পুরো কোচ এসি থাকায় ভ্রমণও আরামদায়ক।

আরও পড়ুন : মোবাইলে ট্রেনের টিকেট

★F_CHAIR : পুরো নাম ফার্স্ট ক্লাস চেয়ার (First Class Chair)। নন এসি চেয়ার। শোভন চেয়ার (F_CHAIR) এর চেয়ে আরামদায়ক সিট। সব আন্তঃনগর ট্রেনে এই টাইপ থাকেনা।

★F_BERTH : পুরো নাম ফার্স্ট ক্লাস বার্থ (First Class Berth)। নন এসি কেবিন সিট। রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। এখানে ঘুমানোর সুযোগ রয়েছে। দিনের বেলায় এই কোচ ক্লাস F_SEAT ফার্স্ট ক্লাস সিট হিসেবে ব্যবহৃত হয়।

★F_SEAT : পুরো নাম ফার্স্ট ক্লাস সিট (First Class Seat)। দিনের ট্রেনে নন এসি কেবিন গুলো এই সিট হিসেবে ব্যবহার করা যায়। এখানে ঘুমানোর সুযোগ নেই, বসে যেতে হবে। মূলত F_BERTH কেবিন গুলোই দিনের বেলা F_SEAT সিট হিসেবে ব্যবহার হয়।

★AC_B : পুরো নাম এসি বার্থ (AC Berth)। এয়ার কন্ডিশনড কেবিন। শুধু রাতের ট্রেনে এই ক্লাস পাওয়া যায়। ২ অথবা ৪ সিটের কেবিন হয়ে থাকে। বাংলাদেশের দূরপাল্লার আন্তঃনগর রাতের ট্রেনে এই কেবিন থাকে। বাংলাদেশের ট্রেন গুলোর মধ্যে সবচেয়ে আরামদায়ক ও বেশী খরচের সিট।

★AC_S : পুরো নাম এসি সিট (AC Seat)। এয়ার কন্ডিশনড সিট। মূলত এসি বার্থ (AC_B) কেবিন গুলো দিনের বেলার যাত্রার সময় এসি সিট হিসেবে ব্যবহার করা হয়।

ছবিতে ৭৭২/ডাউন রংপুর এক্সপ্রেস- এসি বার্থ

ইউএসবাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক সকল রুটের সকল দেশের প্রতিদিনের ফ্লাইট সিডিউল...
30/11/2023

ইউএসবাংলা এয়ারলাইন্সের আন্তর্জাতিক সকল রুটের সকল দেশের প্রতিদিনের ফ্লাইট সিডিউল...

দুঃসংবাদ বাংলাদেশিদের জন্য।  Oman এর ভিসা বন্ধ ঘোষণা করেছে
02/11/2023

দুঃসংবাদ বাংলাদেশিদের জন্য। Oman এর ভিসা বন্ধ ঘোষণা করেছে

আগামী ১লা নভেম্বর ২০২৩ থেকে কক্সবাজার ট্রেন রুটের (সম্ভাব্য) ট্রেনের সময়সূচি জেনে নিন।        🚩❤️😘    #বাংলাদেশ         ...
15/10/2023

আগামী ১লা নভেম্বর ২০২৩ থেকে কক্সবাজার ট্রেন রুটের (সম্ভাব্য) ট্রেনের সময়সূচি জেনে নিন।

🚩❤️😘 #বাংলাদেশ #কক্সবাজার

কক্সবাজারের বেড়াতে আসলেঅনেকেরই জানার আগ্রহের শীর্ষে থাকে সুইমিংপুল আছে এমন হোটেল । মিনিমাম ৩★ মানের হোটেল ছাড়া নরমাল হোট...
07/10/2023

কক্সবাজারের বেড়াতে আসলেঅনেকেরই জানার আগ্রহের শীর্ষে থাকে সুইমিংপুল আছে এমন হোটেল । মিনিমাম ৩★ মানের হোটেল ছাড়া নরমাল হোটেলে সুইমিংপুল আছে একমাত্র Zaman Sea Height . এছাড়া কক্সবাজারে মাত্র মোট ১৮টি হোটেলে সুইমিংপুল আছে ।সেগুলোর তালিকা নিচে দেয়া হল।
সকল ৫ তারকা হোটেলের মধ্যে সুইমিংপুল রয়েছে।
যথাঃ

1. Royal Tulip
2. Sayemon Beach Resort
3. Ocean Paradise
4. Sea Gull
5. Cox Today
6. Long Beach
7. Best Western Herritage

৪ তারকা হোটেল সুইমিংপুল সহ

1. Neesorgo
2. Joltorongo
3. Prassad Paradise
4. Sea Palace

৩ তারকা সুইমিংপুল সহ হোটেল

1. Grace Cox Smart Hotel
2. Suite Sadaf
3. Maui Resort
4. Sea Pearl Serviced Apartment
5. Hotel Sea Moon
6. Hotel Long Bay

নরমাল হোটেলের মধ্যে সুইমিংপুল রয়েছে একমাত্র
1. Jaman Sea Height

হোটেলের বাহিরে সুইমিংপুল রয়েছে সরকারী মোটেল এর পাশে। যেখানে ঘন্টায় ২০০ টাকা করে ফি।

ভারতীয় ৪ ধরনের ভিসার আবেদনের জন্য যে সব কাগজপত্র লাগবে।
28/09/2023

ভারতীয় ৪ ধরনের ভিসার আবেদনের জন্য যে সব কাগজপত্র লাগবে।

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত  স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দিয়ে ভ...
10/09/2023

বাংলাদেশী পাসপোর্টধারী নাগরিক গন 🇧🇩 - 🇮🇳 ভারতের নিম্ন লিখিত স্থল বন্দর দিয়ে ভিসা পাওয়া সাপেক্ষে নির্দিষ্ট বর্ডার দিয়ে ভারতে প্রবেশ করতে পারবেন

1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India

2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India

3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India

4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India

5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India

6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India

7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India

8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India

9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India

10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.

11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India

12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.

13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোবার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India

14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India

15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India

16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam

17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.

18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India

19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India

20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar

21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura

22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India

জেনে নিন বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স🎖️💵২০২২ এর আয়ের হিসেবে সেরা ১০ এয়ারলাইন্সঃ🏆১.ডেল্টা এয়ারলাইন্স।(U...
29/08/2023

জেনে নিন বিভিন্ন ক্যাটাগরিতে বিশ্বের সেরা ১০ এয়ারলাইন্স🎖️

💵২০২২ এর আয়ের হিসেবে সেরা ১০ এয়ারলাইন্সঃ🏆
১.ডেল্টা এয়ারলাইন্স।(USA)
২.আমেরিকান এয়ারলাইন্স(USA)
৩.ইউনাইটেড এয়ারলাইন্স(USA)
৪.লুফথানসা এয়ার(Germany)
৫.এয়ারফ্রান্স কে এল এম(France)
৬.সাউথইস্ট এয়ারলাইন্স(USA)
৭. আই. এ. জি (Europe)
৮.চায়না সাউদার্ন এয়ারলাইন্স(China)
৯.এয়ার কানাডা(Canada)
১০.তুর্কিস এয়ারলাইন্স(Türkiye)

🎖️২০২৩ এর স্কাইট্র্যাক্স এওয়ার্ড এর আলোকে সেরা১০✈️
১.সিঙ্গাপুর এয়ারলাইন্স(Singapore)
২.কাতার এয়ারওয়েজ(Qatar)
৩.আল নিপ্পন এয়ারওয়েজ(Japan)
৪.এমিরাত এয়ারলাইন্স(Dubai,UAE)
৫.জাপান এয়ারলাইন্স(Japan)
৬.তুর্কিশ এয়ারলাইন্স(Türkiye)
৭.এয়ার ফ্রান্স(France)
৮.ক্যাথেই প্যাসিপিক(Hong Kong)
৯.ইভা এয়ার (Taiwan)
১০.কোরিয়ান এয়ার(South Korea)

🌆এয়ারক্রাফ্ট সংখ্যার দিক থেকে সেরা ১০
১.আমেরিকান এয়ারলাইন্স (956)
২.ডেল্টা এয়ারলাইন্স(879)
৩.ইউনাইটেড এয়ারলাইন্স(765)
৪.সাউথইস্ট এয়ারলাইন্স(749)
৫.চায়না সাউদার্ন এয়ারলাইন্স(597)
৬.চায়না ইস্টার্ণ(525)
৭.রায়ান এয়ার(439)
৮.এয়ার চায়না(418)
৯.তুর্কিশ এয়ার(350)
১০.লুফথানসা(338)

🏵️নিরাপদ ভ্রমনের দিক থেকে সেরা ১০
১.কানতাস এয়ারলাইন্স(Australia)
২.এয়ার নিউজিল্যান্ড(New Zealand)
৩.ইত্তেহাদ এয়ার ওয়েজ(AbuDhabi,UAE)
৪.কাতার এয়ারওয়েজ(Qatar)
৫.সিঙ্গাপুর এয়ারলাইন্স(Singapore)
৬.টাপ এয়ার পর্তুগাল(Portugal)
৭.এমিরেটস এয়ার(Dubai,UAE)
৮.আলাস্কা এয়ারলাইন্স(USA)
৯.EVA এয়ার(Taiwan)
১০.ভার্জিন আটলান্টিক(UK)

১ সেপ্টেম্বর থেকে  বাংলাদেশ-জাপান রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে
27/08/2023

১ সেপ্টেম্বর থেকে বাংলাদেশ-জাপান রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে

আগস্ট মাস থেকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে।  প্রতি প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতি...
10/08/2023

আগস্ট মাস থেকে বাংলাদেশ বিমানের সিলেট থেকে কক্সবাজার সরাসরি ফ্লাইট পুনরায় চালু হয়েছে। প্রতি প্রতি রবি, মঙ্গল ও বৃহস্পতিবার সিলেট থেকে কক্সাবাজারের উদ্দ্যেশে দুপুর ১২.২৫ মিনিটে এবং কক্সবাজার থেকে সিলেটের উদ্দ্যেশে দুপুর ২.২০ মিনিটে রওয়ানা দিবে।

সিলেট-কক্সবাজারের ফ্লাইটের টিকেট বুক করতে যোগাযোগ করুন আমাদের সাথে।

প্রেস রিলিজতারিখ: ০৭ আগস্ট ২০২৩খ্রি. বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আ...
09/08/2023

প্রেস রিলিজ
তারিখ: ০৭ আগস্ট ২০২৩খ্রি.
বিশেষ ছাড়ে চীনের গুয়াংজু রুটে বিমানের টিকেট বিক্রয় শুরু

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স আগামী ১৪ সেপ্টেম্বর ২০২৩ তারিখ থেকে ঢাকা থেকে চীনের গুয়াংজু রুটে পুনরায় সরাসরি ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে। আগামী ১৪ সেপ্টেম্বর রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট বিজি৩৬৬ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চীনের গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। এ উপলক্ষ্যে ইতোমধ্যে বিশেষ ছাড়ে এ রুটের টিকেট বিক্রয় শুরু হয়েছে। সম্মানিত যাত্রীগণ বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com, মোবাইল অ্যাপস, বিমানের যে কোন সেলস সেন্টার, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকে এ রুটের টিকেট ক্রয় করতে পারবেন। বিমানের ওয়েবসাইট ও অ্যাপস থেকে টিকেট ক্রয়ের ক্ষেত্রে প্রমোকোড NEWYEAR23 ব্যবহার করে মূল ভাড়ার উপর ৫% ডিসকাউন্ট পাওয়া যাবে।

ঢাকা-গুয়াংজু রুটে ইকোনমি ক্লাসের একমূখি সর্বনিম্ন ভাড়া জনপ্রতি সর্বমোট ৩০,৬৭০ টাকা থেকে শুরু এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন ভাড়া শুরু হবে ৫০,৫৩৯ টাকা থেকে। অন্যদিকে গুয়াংজু-ঢাকা রুটে ইকোনমি ক্লাসে একমূখি সর্বনিম্ন ভাড়া শুরু হবে জনপ্রতি ২৪,১৫৭ টাকা থেকে এবং রিটার্ন টিকেটের সর্বনিম্ন মূল্য শুরু হবে ৪৮,৯১১ টাকা থেকে। আগামী ৩১ ডিসেম্বর ২০২৩ তারিখ পর্যন্ত বিশেষ ছাড় চালু থাকবে।

ঢাকা থেকে সপ্তাহে প্রতি রবিবার, মঙ্গলবার ও বৃহস্পতিবার রাত ১০:২০টায় বিমানের ফ্লাইট গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করে গুয়াংজু পৌঁছাবে পরবর্তী দিন ভোর ০৪:০০টায়। গুয়াংজু থেকে সপ্তাহে প্রতি শুক্রবার, সোমবার ও বুধবার স্থানীয় সময় ভোর ০৫:৩০ টায় ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে ঢাকায় পৌঁছাবে সকাল ০৭:২০টায়।

নতুন এ টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার ও ৬৪ অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক, ২৭টি ব্যাগ...
05/08/2023

নতুন এ টার্মিনালে যাত্রীদের জন্য থাকছে ১১৫টি চেক-ইন কাউন্টার, ৬৪টি ডিপার্চার ও ৬৪ অ্যারাইভাল ইমিগ্রেশন ডেস্ক, ২৭টি ব্যাগেজ স্ক্যানিং মেশিন, ৪০টি স্ক্যানিং মেশিন ও ১১টি বডি স্ক্যানার। চেকিং থেকে শুরু করে যাত্রীদের ব্যাগ সরাসরি স্ক্যান হয়ে সয়ংক্রিয়ভাবে বিমানে পৌঁছে যাবে বলে জানান বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মো. মফিদুর রহমান।

এদিকে, তৃতীয় এ টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের দায়িত্ব জাপান বিমানবন্দরকে দেয়ার নীতিগত সিদ্ধান্তকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তাদের মতে, জাপানিজরা দায়িত্ব নিলে আস্থা বাড়বে এয়ারলাইন্সগুলোর।

এভিয়েশন বিশেষজ্ঞ নাফিজ ইমতিয়াজ উদ্দিন বলেন, বিশ্বজুড়ে জাপানি কাজের প্রতি মানুষ আস্থাবান। যাত্রীদের পাশাপাশি অন্যান্য নামি-দামি বিমান পরিষেবা সংস্থা যখন দেখবে এখানে জাপানি সংস্থা কাজ করছে, তখন তারা উন্নত সার্ভিস পেতে তাদের ফ্লাইট সংখ্যা বাড়াবে। চিন্তা করবে তারা এটাকে ট্রানজিট হিসেবে ব্যবহার করতে পারবে। এতে সবাই লাভবান হবে।

সর্বাধুনিক সেবা নিশ্চিতে জাইকার অর্থায়নে ২১ হাজার ৩৯৯ কোটি টাকা ব্যয়ে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরের আদলে নির্মাণ করা হচ্ছে এ বিমানবন্দরের অত্যাধুনিক থার্ড টার্মিনাল। এর আয়তন ২ লাখ ৩০ হাজার বর্গমিটার। ২০২৪ সালের শেষ নাগাদ এ টার্মিনাল ব্যবহারের সুবিধা পাবেন যাত্রীরা।

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজ পত্র নিয়ে আমাদের অফিসে আসবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্য...
01/08/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজ পত্র নিয়ে আমাদের অফিসে আসবেন

ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি ২ কপি
২। ছবির সফট কপি
৩। জাতীয় পরিচয় পত্র
৪। বিদুৎ / গ্যাস / হোল্ডিং টেক্স বিলের কপি
৫। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট
৬। ট্রেড লাইসেন্স / NOC / স্টুডেন্ট আইডি
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট

ভিসা প্রসেসিং করতে আমাদের অফিসে চলে আসুন।

Baggage Information Updated..01 AUG 2023
31/07/2023

Baggage Information Updated..01 AUG 2023

ইন্ডিয়াতে মোট কয়টি এয়ারলাইন আছে(২৮ টা) । ইন্ডিগুর( IndiGo)আছে ৩১৫ টা  উড়োজাহাজ  ,অর্ডার দিয়েছে ৯৮৪টি। এয়ার ইন্ডিয়ার আছে...
30/07/2023

ইন্ডিয়াতে মোট কয়টি এয়ারলাইন আছে(২৮ টা) । ইন্ডিগুর( IndiGo)আছে ৩১৫ টা উড়োজাহাজ ,অর্ডার দিয়েছে ৯৮৪টি। এয়ার ইন্ডিয়ার আছে ১২১টি উড়োজাহাজ ,অর্ডার ৪৯৯টি ।

29/07/2023

বাংলাদেশ থেকে ভিসা ছাড়া ৪১ টি দেশে যেতে পারবেন।
#এশিয়ার মধ্যে রয়েছে-৫ টি
১। ভুটান ২। মালদ্বীপ ৩।নেপাল ৪। শ্রীলঙ্কা ৫। পূর্ব তিমুর।
#আফ্রিকার মধ্যে রয়েছে-১৬ টি
৭। বেনিন ৮। কেপ ভার্দ ৯। কমোরো দ্বীপপুঞ্জ ১০। জিবুতি ১১। গাম্বিয়া ১২। গিনি বিসাউ ১৩। কেনিয়া ১৪। লেসোথো ১৫। মাদাগাস্কার ১৬। মৌরিতানিয়া ১৭। মোজাম্বিক ১৮। রুয়ান্ডা ১৯। সিসিলি ২০। সোমালিয়া ২১। টোগো ২২। উগান্ডা।
#আমেরিকার মধ্যে রয়েছে-১ টি
২৩। বলিভিয়া
#ওশেনিয়া অঞ্চলের মধ্যে রয়েছে-৭ টি
২৪। কুক আইল্যান্ডস ২৫। ফিজি ২৬। মাইক্রোনেশিয়া ২৭। নিউই ২৮। সামাউ ২৯। ত্রিভালু ৩০। ভানুয়াতু।
#ক্যারিবীয় অঞ্চলের মধ্যে রয়েছে-১২ টি
৩১। বাহামা ৩২। বার্বাডোজ ৩৩। ব্রিটিশ ভার্জিনিয়া আইল্যান্ডস ৩৪। ডোমিনিকা ৩৫। গ্রেনাডা ৩৬। হাইতি ৩৭। জামাইকা ৩৮। মন্টসেরাত ৩৯। সেন্ট কিটস অ্যান্ড নেভিস ৪০। সেন্ট ভিনসেন্ট
৪১। ত্রিনিদাদ ৪২। টোব্যাগো।

↪️ আমাদের সার্ভিস সমূহঃ
-------------------------------
🟢হজ্জ ও উমরাহ
🟢এয়ার টিকেট
🟢 ভিসা প্রসেসিং
🟢 ট্যুর প্যাকেজ
🟢পাসপোর্ট আবেদন
🟢 ভিসা আবেদন।

কক্সবাজারেসাগরের জলরাশি ছুঁয়ে ওঠা-নামা করবে বিমানরানওয়ের উদ্বোধন ডিসেম্বরে
27/07/2023

কক্সবাজারে
সাগরের জলরাশি ছুঁয়ে
ওঠা-নামা করবে বিমান

রানওয়ের উদ্বোধন ডিসেম্বরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জন্য চালু হচ্ছে হটলাইন। ২৪ ঘন্টা বিমানবন্দর সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে এই হট লাইন...
27/07/2023

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর জন্য চালু হচ্ছে হটলাইন। ২৪ ঘন্টা বিমানবন্দর সম্পর্কিত যে কোন বিষয়ে জানতে এই হট লাইনে যোগাযাগ করতে পারবেন যাত্রীরা। ২৭ জুলাই বিকেলে এই হটলাইন আনুষ্ঠানিক ভাবে যাত্রা শুরু করবে। এছাড়া www.hsia.gov.bd ওয়েব সাইটের মাধ্যমে তথ্য জানতে পারবেন যাত্রীরা।

চট্টগ্রাম বিমান বন্দর এবং সুবিশাল সমুদ্র😍
26/07/2023

চট্টগ্রাম বিমান বন্দর এবং সুবিশাল সমুদ্র😍

ইউএস বাংলা এবার আবুধাবির সাথে ফ্লাইট যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে---------------------------------------------------------...
26/07/2023

ইউএস বাংলা এবার আবুধাবির সাথে ফ্লাইট যোগাযোগ স্থাপন করতে যাচ্ছে
-----------------------------------------------------------------------------
দুবাই'র পর এবার আবুধাবি রুটে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইন্স। চলতি বছর ইউএস-বাংলার বিমান বহরে ছয়টি ওয়াইডবডি এয়ারক্রাফট যোগ করার পরিকল্পনা রয়েছে।
বর্তমানে ইউএস-বাংলার বিমান বহরে মোট ১৯টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে আটটি বোয়িং ৭৩৭-৮০০, আটটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ৮-কিউ৪০০ এয়ারক্রাফট আছে। যাত্রা শুরুর পর থেকে এখন পর্যন্ত ৯০ শতাংশের অধিক অন-টাইম ফ্লাইট পরিচালনার রেকর্ড রয়েছে ইউএস-বাংলার।
👉নবম প্রতিষ্ঠা বর্ষপূর্তি লগ্নে ইউএস-বাংলা এয়ারলাইন্স এর এই ঘোষণা আবুধাবি প্রবাসীদের মধ্যে আশার সঞ্চার করেছে।

ইউএস বাংলার সাথে যুক্ত হল আজ ২০ তম বিমান।

Biman Bangladesh Airlines... Update Route Flight Operate...Japan
26/07/2023

Biman Bangladesh Airlines... Update Route Flight Operate...Japan

30/05/2023
ব্রেকিং নিউজ চট্রগ্রাম এয়ারপোর্ট১৩ই মে শনিবার রাত ১২ টা থেকে ১৪ মে রবিবার ৬ টা পর্যন্ত  বন্ধ থাকবে।
12/05/2023

ব্রেকিং নিউজ

চট্রগ্রাম এয়ারপোর্ট
১৩ই মে শনিবার রাত ১২ টা থেকে ১৪ মে রবিবার ৬ টা পর্যন্ত বন্ধ থাকবে।

আগামী বছর হজ্বের খরচ আরো বাড়বে।
02/04/2023

আগামী বছর হজ্বের খরচ আরো বাড়বে।

চায়না : ১৫,০০০/-টাকাআমেরিকা : ৬,০০০/- প্রসেসিং ফিকানাডা : ৭,০০০/- প্রসেসিং ফিইংল্যান্ড : ৬,০০০/- প্রসেসিং ফিঅস্ট্রেলিয়া ...
28/03/2023

চায়না : ১৫,০০০/-টাকা
আমেরিকা : ৬,০০০/- প্রসেসিং ফি
কানাডা : ৭,০০০/- প্রসেসিং ফি
ইংল্যান্ড : ৬,০০০/- প্রসেসিং ফি
অস্ট্রেলিয়া : ৬,০০০/- প্রসেসিং ফি
সেনজেন : ৬,০০০/- প্রসেসিং ফি
ভারত: ১,০০০/-(শুধু প্রসেসিং ১ কর্ম দিবস)
মালয়েশিয়া : ৫,৫০০/- (ই- ভিসা ৭-১০ কর্ম দিবস আনুমানিক)

সিঙ্গাপুর : ৪,৫০০/- (ইনভাইটেশন ছাড়া) (৪-৫ কর্ম দিবস আনুমানিক)
সিঙ্গাপুর : ৫০০০/- (ইনভাইটেশন সহ) ৪-৫ কর্ম দিবস আনুমানিক )
থাইল্যান্ড : ৫,৫০০/- (ট্যুরিস্ট ভিসা - ৩ মাসের সিঙ্গেল এন্ট্রি) (৭ কর্ম দিবস আনুমানিক)
থাইল্যান্ড : ১৮,৫০০/- (ট্যুরিস্ট ভিসা - ৬ মাসের মাল্টিপল এন্ট্রি) -
*পূর্বে ৪/৫ বার থাইল্যান্ড যাওয়া থাকতে হবে।

কম্বোডিয়াঃ ৫,২০০/ (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
শ্রীলঙ্কা : ৩,৫০০/- (ই-ভিসা) (৩ কর্ম দিবস আনুমানিক)
ফিলিপাইন : ৭,৫০০/- (৩০ কর্ম দিবস এর অধিক আনুমানিক)
দুবাই ৩০ দিনের ভিসা : ১৭, ৫০০/- (ছেলে ) (৪-৫ কর্ম দিবস আনুমানিক )
মিশর : ১,৫০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্ক : ১,০০০/- প্রসেসিং ফি (১ কর্ম দিবস আনুমানিক )
তুরস্ক ই- ভিসা: ৮,৫০০ /- (১ কর্ম দিবস আনুমানিক )
উজবেকিস্তান : ৪,৫০০/- (ই-ভিসা ৩ কর্ম দিবস আনুমানি
জাপান: ৫,০০০/- প্রসেসিং ফি (৩ কর্ম দিবস আনুমানিক)

Please Call at Office Time 10.00am to 6.00 pm
01838-673803
01648017053
01814878720

travel-site

অফ টপিক সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।আগাম...
27/03/2023

অফ টপিক

সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,আগামী ৩১ মার্চ ২০২৩ তারিখ হতে পাসপোর্ট কল সেন্টারের কার্যক্রম শুরু হচ্ছে।

আগামী ৩১ মার্চ ২০২৩ খ্রিষ্টাব্দ তারিখ হতে বাংলাদেশের সকল নাগরিক দেশের অভ্যন্তর থেকে ১৬৪৪৫ এবং প্রবাস/বিদেশ থেকে ০৯৬৬৬৭১৬৪৪৫ নম্বরে কল করে পাসপোর্ট সংক্রান্ত তথ্য ও পরামর্শ পেতে পারবেন। এছাড়াও বিদেশী নাগরিকগণ একই নম্বরে কল করে ভিসা সংক্রান্ত তথ্য ও পরামর্শ পাবেন।

10th Anniversary..Fly Dubai...The Peninsula..Chattogram..16 February 2023
17/02/2023

10th Anniversary..Fly Dubai...The Peninsula..Chattogram..16 February 2023

10th Anniversary Fly Dubai invited Babar Travels
09/02/2023

10th Anniversary Fly Dubai invited Babar Travels

রানওয়ের সংস্কার কাজ চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে আগামী ৩ এপ্রিল পর্...
02/02/2023

রানওয়ের সংস্কার কাজ চলছে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে। এজন্য বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) থেকে আগামী ৩ এপ্রিল পর্যন্ত রাত ২টা থেকে সকাল ৭টা অবধি ফ্লাইট চলাচল বন্ধ থাকবে।

আপনারা সবাই জানেন যে ইতোমধ্যে , সংযুক্ত আরব আমিরাতে নতুন এমিরাতস আইডিতে ভিসা সংযুক্ত করা হয়েছে। পাসপোর্টে ভিসা স্ট্যাম্প...
30/01/2023

আপনারা সবাই জানেন যে ইতোমধ্যে , সংযুক্ত আরব আমিরাতে নতুন এমিরাতস আইডিতে ভিসা সংযুক্ত করা হয়েছে। পাসপোর্টে ভিসা স্ট্যাম্পের প্রয়োজনীয়তা না থাকায় এমিরাতস আইডি বা রেসিডেন্স কার্ড দিয়েই এখন সকল কাজ সম্পন্ন হচ্ছে৷

একই কারণে দেশে যাওয়া-আসার ক্ষেত্রে পাসপোর্টের পাশাপাশি এমিরাতস আইডি সঙ্গে থাকা বাধ্যতামূলক। একটা সময় পাসপোর্টে ভিসা থাকায় তেমন প্রয়োজন হতো না৷ সম্প্রতি বাংলাদেশ বিমানবন্দর থেকে অনেকেই ফেরত গিয়েছেন৷ আমিরাত থেকে কার্ডটি দেশে নিয়ে পরে আবার আসতে হয়েছে।

আপনারা অবশ্যই দেশে যাওয়ার ক্ষেত্রে এমিরাতস আইডি সঙ্গে রাখবেন৷

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। জবের ধরন-অফিসিয়ালপোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/একাউন্টটি ...
12/01/2023

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন।
জবের ধরন-অফিসিয়াল
পোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/
একাউন্টটি অফিসার
সেলারী-আলোচনা সাপেক্ষে
যোগ্যতা-এইচ এস সি/ডিগ্রি
হাটহাজারী/ফটিকছড়ি
অগ্রাধিকার দেওয়া হবে।
এজেন্সি-বাবর ট্রাভেল এন্ড টুরিজম
ঝংকার নতুন ব্রীজ, মেরীল্যান্ড কনভেনশন সেন্টার(২য় তলা),হাটহাজারী,চট্টগ্রাম
সিভি ইমেইল করুন -
[email protected]
মোবাইল:-
01648017053
01838-673803

✈️ ইউএস - বাংলা বহরে যুক্ত হচ্ছে ওয়াইড বডি এয়ারবাস ৩৩০। -------------------------------🌟 দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমা...
10/01/2023

✈️ ইউএস - বাংলা বহরে যুক্ত হচ্ছে ওয়াইড বডি এয়ারবাস ৩৩০।
-------------------------------
🌟 দেশের সবচেয়ে বড় বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনসে যুক্ত হতে যাচ্ছে নতুন প্রজন্মের দুটি সুপরিসর বিমান এয়ারবাস ৩৩০। চলতি বছরের মে মাসে সংস্থাটির বিমানবহরে যুক্ত হওয়া এয়ারবাসে মোট আসনসংখ্যা হবে ৪৩৬।

🌟 আজ সোমবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান সংস্থাটি জানিয়েছে, নতুন যুক্ত হতে যাওয়া এয়ারবাস ৩৩০ এয়ারক্রাফট দিয়ে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মাম রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। বাংলাদেশি হজ-ওমরাহ পালনকারী যাত্রী ও প্রবাসী শ্রমিকদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে সৌদি আরবের বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনার পরিকল্পনা নিয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।

🌟 আজকের পত্রিকা অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
বিমান সংস্থাটি জানিয়েছে, বর্তমানে ইউএস-বাংলার বহরে মোট ১৭টি এয়ারক্রাফট রয়েছে, যার মধ্যে সাতটি বোয়িং ৭৩৭-৮০০, সাতটি এটিআর ৭২-৬০০ এবং তিনটি ড্যাশ ৮-কিউ ৪০০ এয়ারক্রাফট। চলতি মাসে ইউএস-বাংলা বিমানবহরকে আরও বেশি শক্তিশালী করার জন্য একটি এটিআর ৭২-৬০০ এবং একটি বোয়িং ৭৩৭-৮০০ এয়ারক্রাফট যুক্ত করতে যাচ্ছে।

🌟 বর্তমানে দেশের অভ্যন্তরে ঢাকা, চট্টগ্রাম, কক্সবাজার, সিলেট, যশোর, সৈয়দপুর, রাজশাহী, বরিশালসহ আন্তর্জাতিক গন্তব্য কলকাতা, চেন্নাই, মালে, সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা, শারজাহ, দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন। জবের ধরন-অফিসিয়ালপোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/একাউন্টটি ...
25/12/2022

ট্রাভেল এজেন্সি অফিসে কাজ করতে ইচ্ছুক যোগাযোগ করতে পারেন।
জবের ধরন-অফিসিয়াল
পোস্ট-টিকেট ও ভিসা প্রসেসিং অফিসার/
একাউন্টটি অফিসার
সেলারী-আলোচনা সাপেক্ষে
যোগ্যতা-এইচ এস সি/ডিগ্রি
হাটহাজারী/ফটিকছড়ি
অগ্রাধিকার দেওয়া হবে।
এজেন্সি-বাবর ট্রাভেল এন্ড টুরিজম
ঝংকার নতুন ব্রীজ, মেরীল্যান্ড কনভেনশন সেন্টার(২য় তলা),হাটহাজারী,চট্টগ্রাম
সিভি ইমেইল করুন -
[email protected]
মোবাইল:-
01648017053
01838673803
২৫ ডিসেম্বর ২০২২

আলহামদুলিল্লাহ:-😍🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ...
26/11/2022

আলহামদুলিল্লাহ:-😍
🇸🇦হজযাত্রীদের জন্য সুখবর"
🇧🇩বাংলাদেশ থেকে হজযাত্রীদের জন্য সাশ্রয়ী খরচে ২০২৪ সাল থেকে আধুনিক বিলাস বহুল ১৮ তলাবিশিষ্ট জাহাজ চলাচল শুরু হবে চট্টগ্রাম-জেদ্দা নৌরুটে।

👉🏼দেশের জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান- কর্ণফুলী শিপবিল্ডার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ইঞ্জিনিয়ার এমএ রশিদ
👉🏼বুধবার২৩ নভেম্বর,দুপুরে পতেঙ্গার ওয়াটার বাস টার্মিনালে অবস্থানরত 'এমভি বে ওয়ানে' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।মাএ ৮ দিনে চট্টগ্রাম থেকে জেদ্দা পৌঁছাবে জাহাজটি।

27/10/2022

বিদেশগামী যাত্রীদের সুবিধার্থে এ পোস্ট

25/10/2022

প্রেস রিলিজ
তারিখ: ২৩শে অক্টোবর, ২০২২ খ্রি.।
২৪শে অক্টোবর থেকে চীনের গুয়াংজু রুটে বিমানের ৪র্থ ফ্লাইটের টিকেট বিক্রয় শুরু।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ৪র্থ ফ্লাইটটি আগামী ১০ই নভেম্বর ২০২২ তারিখ গুয়াংজুর উদ্দেশ্যে যাত্রা করবে। উক্ত ফ্লাইটের টিকেটসমূহ আগামীকাল ২৪শে অক্টোবর ২০২২ তারিখ দুপুর ১২.০১ টায় বিমান এবং ট্রাভেল এজেন্ট এর সকল সিস্টেমে বিক্রয়ের জন্য উন্মুক্ত করা হবে।

ঢাকা-গুয়াংজু-ঢাকা রুটের ফ্লাইটের টিকেট বিমানের দেশি-বিদেশি বিক্রয় কেন্দ্রের পাশাপাশি বিমানের বাণিজ্যিক ওয়েবসাইট www.biman-airlines.com এবং বিমান অনুমোদিত ট্রাভেল এজেন্সি থেকেও ক্রয় করা যাবে।

সম্মানিত যাত্রীগণ কোভিড-১৯ প্রটোকল নিশ্চিত হয়ে এবং ট্রাভেল অ্যাডভাইজরি অনুসরণপূর্বক বিমানের যে কোন বিক্রয় অফিস, বিমানের ওয়েবসাইট অথবা বিমান অনুমোদিত যে কোন ট্রাভেল এজেন্সি হতে টিকেট সংগ্রহ করতে পারবেন।

আগামী ১০ই নভেম্বর বিমানের ফ্লাইট বিজি৩৬৬ স্থানীয় সময় দুপুর ১৩:০০ টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দরে পোঁছাবে স্থানীয় সময় সন্ধ্যা ১৮:৪০ টায়। ফিরতি ফ্লাইট বিজি৩৬৭ একই দিন স্থানীয় সময় রাত ২১:০০ টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে রাত ২৩:০০ টায়।

আসন ও ভাড়া বিমানের নিজস্ব ও ট্রাভেল এজেন্টদের সিস্টেমে যথাসময়ে আপলোড করা হবে।

প্রেস রিলিজতারিখ: ২৩শে অক্টোবর, ২০২২ খ্রি.সিলেট থেকে জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।যাত্রীদের সুবিধার্থে বিমান ব...
24/10/2022

প্রেস রিলিজ
তারিখ: ২৩শে অক্টোবর, ২০২২ খ্রি.
সিলেট থেকে জেদ্দা রুটে বিমানের সরাসরি ফ্লাইট চালু।

যাত্রীদের সুবিধার্থে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে জেদ্দা রুটে সরাসরি ফ্লাইট চালু করেছে। আগামীকাল ২৪শে অক্টোবর সোমবার বিমানের ফ্লাইট বিজি২৩৫ ঢাকা থেকে স্থানীয় সময় বিকাল ০৪:৫০টায় উড্ডয়ন করে সিলেট পৌঁছাবে বিকাল ০৫:৩০টায়, এরপর সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ০৬:৩০টায় জেদ্দার উদ্দেশ্যে যাত্রা করবে। ফ্লাইটটি জেদ্দা পৌঁছাবে স্থানীয় সময় রাত ১০:১০টায়। ফিরতি ফ্লাইট জেদ্দা থেকে মঙ্গলবার রাত ১২:১০টায় ছেড়ে এসে সিলেট পৌঁছাবে মঙ্গলবার সকাল ০৯:৪৫টায়, এরপর সিলেট থেকে সকাল ১০:৪৫টায় ছেড়ে এসে ঢাকায় পৌঁছাবে সকাল ১১:২৫টায়।

সিলেট থেকে জেদ্দা রুটে সপ্তাহে প্রতি সোমবার একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।

Address

Marry Land Convention Centre[2nd Floor], Hathazari
Chattogram
4353

Opening Hours

Monday 09:00 - 21:00
Tuesday 09:00 - 21:00
Wednesday 09:00 - 21:00
Thursday 09:00 - 21:00
Friday 09:00 - 21:00
Saturday 09:00 - 21:00
Sunday 09:00 - 21:00

Telephone

+8801838673803

Website

Alerts

Be the first to know and let us send you an email when Babar Travels & Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Babar Travels & Tourism:

Videos

Share