World Mission Advising

World Mission Advising Welcome to World Mission Advising. We are the only reliable visa security provider. We are completely uncompromising in terms of service quality.
(2)

Stay with us with likes and messages to take the path of " World Mission Consultancy" one step further.

18/12/2023

Marine drive cox'sbazar

18/12/2023

Marine drive cox'bazar

13/11/2023

ইতালির ফাইল এর রিলিজ পেমেন্ট যাদের বাকি আছে দিয়ে দিবেন,না হলে এপোয়েন্টমেন্ট নিবোনা।আর নতুন ফাইলের টাকা ১৪ তারিখের ভিতর ক্লিয়ার করবেন সবাই,ফাইল জমার লাস্ট ডেইট ১৫/১১/২০২৩

ইউরোপ এর সপ্ন সারথি Jahangir Alam ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া।মহান আল্লাহ আপনার সব মনের আশা পূর্ণ করুক🇪🇺🇪🇺🇧🇩🇧🇩
11/11/2023

ইউরোপ এর সপ্ন সারথি Jahangir Alam ভাই, আপনার জন্য অনেক অনেক দোয়া।মহান আল্লাহ আপনার সব মনের আশা পূর্ণ করুক🇪🇺🇪🇺🇧🇩🇧🇩

08/10/2023

আমার মোবাইল চুরি হওয়াতে সবার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন আছে।অনেকেই হয়তো কল দিয়ে পাচ্ছেন না।তার উপর আমার জ্বর ও কালকে রাত থেকে,তাই
এখনো ফোন নিতে পারিনাই,২/১ দিনের ভিতর সবাই পাবেন ইনশাআল্লাহ,যোগাযোগ বিঘ্ন ঘটায় আন্তরিক ভাবে দুঃখিত🥲

26/09/2023
25/09/2023

♐দরিয়া নগর প্যারাসেলিং পয়েন্ট, মেরিন ড্রাইভ
কক্সবাজার




জোছনা❑“যদিও দেখতে ভালোতবু তাকে আমি বিশ্বাস করি না,চাঁদকে ছেড়ে এসেছেযে আলো”।
25/09/2023

জোছনা

“যদিও দেখতে ভালো
তবু তাকে আমি বিশ্বাস করি না,
চাঁদকে ছেড়ে এসেছে
যে আলো”।

23/09/2023

মেরিন ড্রাইভ কক্সবাজার। অসাধারণ মূহুর্ত বিকাল বেলায় ঘুরাঘুরি

I wish i could escape I don't wanna fake it
23/09/2023

I wish i could escape I don't wanna fake it

Jahangir Alam  ভাই😘😘😘😘😘ধৈর্য আর সাহসের সাথে সব প্রতিকূলতা পেরিয়েই  সফলতার দারপ্রান্তে✌️মহান আল্লাহ আপনার সব চেস্টা কে কম...
16/09/2023

Jahangir Alam ভাই😘😘😘😘😘
ধৈর্য আর সাহসের সাথে সব প্রতিকূলতা পেরিয়েই সফলতার দারপ্রান্তে✌️মহান আল্লাহ আপনার সব চেস্টা কে কমুল করুক🤲।পার্মিট পাওয়ার ১৪ মাস পর এম্বাসি ফেইস করে!

,এই এতো সময়ের মাজে কোন অভিযোগ দেয়নি আমাকে কিংবা কোন মানসিক অসান্তি ও করেনি!!করলে আমি হয়তো কাজটা করতে পারতাম না!মোটকথা আপনাকে নিয়ে বলে শেষ করা যাবেনা🥰🥰🥰🫡🫡🫡🫡🫡🫡

পরিশেষে আপনার সফলতা কামনা করি এবং দোয়া করি আরো উপরে উঠেন পরিশ্রম এর মাধ্যমে🤲🤲🤲
বাটপার দের থেকে দূরে থাকবেন তাদের অভিনন্দন থেকে ও✌️
🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇧🇩🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺🇪🇺

16/09/2023

Congratulations Jahangir Alam For having Visa After a long process.
Your patient made you successful.
Wishes you better life.

If Anyone needs more informations,Please
Contact us 01815-497393

08/09/2023

বাংলাদেশে পাওয়া গেলো এমন এক লোক 🤣।। ভিডিওতে দেখতে থাকুন।আর আপনার মতামত কমেন্ট এ জানান।

BMET স্মার্ট কার্ড কি? কিভাবে পাবেন? আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে কোন দেশে অথবা বিদেশ গমনে ইচ্ছুক হয়ে থাকেন। তাহলে অবশ্যই ...
05/09/2023

BMET স্মার্ট কার্ড কি? কিভাবে পাবেন? আপনি বাংলাদেশ থেকে বৈধভাবে কোন দেশে অথবা বিদেশ গমনে ইচ্ছুক হয়ে থাকেন। তাহলে অবশ্যই এই বিএমইটি কার্ড থাকতে হবে। এ বিষয়টি আমাদের অনেকেরই অজানা।

আজকে BMET স্মার্ট কার্ড সম্পর্কে বিষদ আলোচনা করব, BMET স্মার্ট কার্ড কি, কারা পাবেন এ কার্ড, কিভাবে পাবেন। প্রবাসী এ বিষয়টি নিয়ে বিভিন্ন প্রশ্ন করে থাকেন। এই বিষয়ে জানতে ইচ্ছুক হয়ে থাকলে পোস্টটি আপনার জন্য।

BMET স্মার্ট কার্ড কি?
প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো প্রতিষ্ঠান এ BMET কার্ড সার্ভিস দিয়ে থাকে। BMET এর পূর্ণরূপ (BUREAU OF MANPOWER EMPLOYMENT AND TRAINING)। এ প্রতিষ্ঠান যে সকল কারিগরি বিষয়ের উপর ট্রেনিং দিয়ে থাকে কোন রিক্রুটিং এজেন্সির লাইসেন্সে দেওয়া, তাদের লাইসেন্স স্থগিত করা, বিদেশ গামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট, তাদের প্রশিক্ষণ, সার্টিফিকেট প্রদান, বন্ধ করা, তাদেরকে নিয়ন্ত্রণ করা।

সমগ্র বাংলাদেশে ৪২টি টিটিসি রয়েছে সেগুলো নিয়ন্ত্রণ করার কাজে নিয়োজিত এ প্রতিষ্ঠান। সর্বপরি বিদেশ যাওয়ার অনুমতি স্বরূপ স্মার্ট কার্ড প্রদান করে BMET।

বিএমইটি কার্ড ব্যতিত কোন কর্মী বৈধভাবে বিদেশে যেতে পারবেন না। বিদেশ যেতে হলে প্রথমে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো হতে এই বিএমইটি কার্ড সংগ্রহ করতে হবে।

যাদের হাতে সময় আছে,তারা যোগাযোগ করতে পারবেন❤️রোমানিয়ার জন্য🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇧🇩🇧🇩🇧🇩বিস্তারিত জানতে 01815-497393
05/09/2023

যাদের হাতে সময় আছে,তারা যোগাযোগ করতে পারবেন❤️
রোমানিয়ার জন্য🇷🇴🇷🇴🇷🇴🇷🇴🇧🇩🇧🇩🇧🇩
বিস্তারিত জানতে 01815-497393

আসেন পরিচয় হই।আমি ০১ নাম্বারে। আপনি☺️1. Chittagong (চিটাগাং)2. Bandarban (বান্দরবন)3. Barguna (বরগুনা)4. Barisal (বরিশা...
04/09/2023

আসেন পরিচয় হই।
আমি ০১ নাম্বারে।
আপনি☺️

1. Chittagong (চিটাগাং)
2. Bandarban (বান্দরবন)
3. Barguna (বরগুনা)
4. Barisal (বরিশাল)
5. Bagerhat (বাগেরহাট)
6. Bhola (ভোলা)
7. Brahmanbaria (ব্রাহ্মণবাড়িয়া)
8. Chandpur (চাঁদপুর)
9. Sylhet (সিলেট)
10. Chuadanga (চুয়াডাঙ্গা)
11. Cumilla (কুমিল্লা)
12. Cox's Bazar (কক্সবাজার)
13. Dhaka (ঢাকা)
14. Dinajpur (দিনাজপুর)
15. Faridpur (ফরিদপুর)
16. Feni (ফেনী)
17. Gaibandha (গাইবান্ধা)
18. Gazipur (গাজীপুর)
19. Gopalganj (গোপালগঞ্জ)
20. Habiganj (হবিগঞ্জ)
21. Jaipurhat (জয়পুরহাট)
22. Jamalpur (জামালপুর)
23. Jessore (যশোর)
24. Jhalakathi (ঝালকাঠী)
25. Jhinaidah (ঝিনাইদাহ)
26. Khagrachari (খাগড়াছড়ি)
27. Khulna (খুলনা)
28. Kishoreganj (কিশোরগঞ্জ)
29. Kurigram (কুড়িগ্রাম)
30. Kushtia (কুষ্টিয়া)
31. Lakshmipur (লক্ষ্মীপুর)
32. Lalmonirhat (লালমনিরহাট)
33. Madaripur (মাদারীপুর)
34. Magura (মাগুরা)
35. Manikganj (মানিকগঞ্জ)
36. Meherpur (মেহেরপুর)
37. Moulavibazar (মৌলভীবাজার)
38. Munshiganj (মুন্সীগঞ্জ)
39. Mymensingh ( ময়মনসিংহ)
40. Naogaon (নওগাঁ)
41. Narayanganj (নারায়ণগঞ্জ)
42. Narsingdi (নরসিংদী)
43. Natore (নাটোর)
44. Nawabgonj (নওয়াবগঞ্জ)
45. Netrokona (নেত্রকোনা)
46. Nilphamari (নীলফামারী)
47. Noakhali (নোয়াখালী)
48. Norail (নড়াইল)
49. Pabna (পাবনা)
50. Panchagarh (পঞ্চগড়)
51. Patuakhali (পটুয়াখালী)
52. Pirojpur (পিরোজপুর)
53. Rajbari (রাজবাড়ী)
54. Rajshahi (রাজশাহী)
55. Rangamati (রাঙ্গামাটি)
56. Rangpur (রংপুর)
57. Satkhira (সাতক্ষীরা)
58. Shariyatpur (শরীয়তপুর)
59. Sherpur (শেরপুর)
60. Sirajgonj (সিরাজগঞ্জ)
61. Sunamganj (সুনামগঞ্জ)
62. Bagura (বগুড়া)
63.Thakurgaon(ঠাকুরগাঁও)
64.Tangail( টাঙ্গাইল)

25/07/2023
19/07/2023

Serbia work demand for
Hospitality workers,
Construction workers,
Babysitters,
Food delivery personnel, etc.
৩ জন লাগবে
সময় শনিবার পর্যন্ত

বিস্তারিত 01815-497393

18/07/2023

সার্বিয়ার জন্য ৬ জন কনস্ট্রাকশন ওয়ার্কার প্রয়োজন।সময় আগামি কাল পর্যন্ত।গিয়ে কাজ করবে এমন প্রার্থী কল করবেন ধন্যবাদ।

বিস্তারিত 01815-497393

আলহামদুলিল্লাহ 🤲রোমানিয়ার এপোয়েন্টমেন্ট আমরা আগস্ট এর পর্যন্ত পেয়ে গেছি✅🇧🇩🇷🇴🇷🇴ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবাই পাবেন,হাল চেড়ে...
10/07/2023

আলহামদুলিল্লাহ 🤲রোমানিয়ার এপোয়েন্টমেন্ট আমরা আগস্ট এর পর্যন্ত পেয়ে গেছি✅🇧🇩🇷🇴🇷🇴
ইনশাআল্লাহ পর্যায়ক্রমে সবাই পাবেন,হাল চেড়ে দেওয়া যাবেনা।
সবাই ইন্ডিয়ান ভিসা করে রাখবেন দয়া করে,তাতে আপনাদের ই মঙ্গল হবে✅

ইতালির ফাইল সেন্ড করা হয়ে গেছে🇮🇹🇧🇩সবার যার যার ইমেইল আইডি ইউজ করা হইছে✅সবাই আইডি লগিং করে রাখবেন✅পরবর্তী পজেক্ট পোল্যান্...
09/07/2023

ইতালির ফাইল সেন্ড করা হয়ে গেছে🇮🇹🇧🇩
সবার যার যার ইমেইল আইডি ইউজ করা হইছে✅
সবাই আইডি লগিং করে রাখবেন✅

পরবর্তী পজেক্ট পোল্যান্ড,পর্তুগাল ইনশাআল্লাহ✌️🇪🇺

24/06/2023

Coxbazar marine drive

10/06/2023

I gained 1,191 followers, created 28 posts and received 2,045 reactions from March to June! Thank you all for your continued support. I could not have done it without you. 🙏🤗🎉

সম্মানিত গ্রাহক,👈যারা  poland যেতে ইচ্ছুক  । যাদের যে যে কাজের অভিজ্ঞতা আছে ঐ কাজের (সনদপত্র✅) থাকলে এবং আপনার (ইংরেজী✅)...
15/05/2023

সম্মানিত গ্রাহক,👈
যারা poland যেতে ইচ্ছুক । যাদের যে যে কাজের অভিজ্ঞতা আছে ঐ কাজের (সনদপত্র✅) থাকলে এবং আপনার (ইংরেজী✅) কথা বলার অভিজ্ঞতা থাকে এবং (SSC✅) সারটিফিকেট থাকে তাহলে আমাদের মাধ্যমে আবেদন করতে পারেন ভিসা process এর জন্য।

তারা আগামি ২সাপ্তাহের মধ্য ঢাকাতে আসতে পারে physical ইন্টারভিউ জন্য অথবা ঢাকা থেকে zoom এ ইন্টার ভিউ নিতে পারে।পরবর্তী জানিয়ে দেওয়া হবে কিভাবে হবে।

ভিসার জন্য যা যা লাগবে :
*Euro pass CV✅
*Passport scan✅
*photo ✅(35/45)

এই তিনটি আমাদের মেইল এ ইমেল করবেন
Email: [email protected]

ভিসা process এর কিছু Rules:-
*Dhaka অফিস এ. Physical ইন্টারভিউ দেওয়া লাগতে পারে
*অথবা zoomএর মাধ্যমে ইন্টারভিউ নিতে পারে
*যদি ইন্টারভিউ তে টিকলে তারপর ইন্ডিয়া এম্বাসি ফেইস করা লাগবে।

তাই যারা ইংরেজি✅ কথা বলতে পারেন অথবা বেসিক✅ ধারনা আছে তারাই আবেদন করতে পারবেন আমাদের মাধ্যমে।ইংরেজী না জানলে যোগাযোগ করার দরকার নাই।
ধন্যবাদ সবাইকে।

World Mission advising এর সাথে যোগাযোগ করতে চাইলে নিচের নামবারে যোগাযোগ করুন।
Mobile: 01815497393

Founder of WMA: https://l8.nu/q4Nv(Fb Id✅)

07/09/2021
27/08/2021

Croatia work permit visa
Jobs in construction, agriculture, packing and hotel line.
Salary : 600£
Time: 3/4 month.
Total payment: 800,000 BDT.
Advance: 100,000 BDT.
After visa: 700,000 BDT.
Including manpower & tickt.
Note: india cost, embassy & insurence fee by client.

আমরা বাঙালি জাতি রোমানিয়া -ইটালীসার্ভিয়া- ফ্রান্স মরক্কো-ইটালীটুনিসিয়া- ইটালীইরান- গ্রিস, তুরস্ক, আলবেনিয়া বাই রোড, বাই ...
17/08/2021

আমরা বাঙালি জাতি
রোমানিয়া -ইটালী
সার্ভিয়া- ফ্রান্স
মরক্কো-ইটালী
টুনিসিয়া- ইটালী
ইরান- গ্রিস, তুরস্ক, আলবেনিয়া বাই রোড, বাই ট‍্যাক্সি, বাই সীপ ইত্যাদি, ইত্যাদি, ইত্যাদি শোনে যারা পাগল হয়ে যান তাদের উদ্দেশ্যে বলছি।
যারা এ পথে যাচ্ছে তাদের মধ্যে ৯৫% লোক, হয় সমুদ্রে ডুবে মরছে, না হয় তুষারপাতে বরফে জমে মরছে, না হয়ে শূন্য রাস্তায় পানি পানি করে পিপাসায় মরছে। আপনি যে ৯৫℅ লোকের মধ্যে একজন না কে বলেছে, জেনে-শোনে আপনি মৃত্যু যাত্রায় অগ্রসর হচ্ছেন। আর যদি আল্লাহর অতি কৃপায় ৫℅ এর মধ্যে একজন হন অর্থাৎ পৌছে গেলেন ইউরোপ, খেলা তো শুরু এখন, বৈধভাবে ইউরোপ গিয়ে ষ্ট্রাগল করতে করতে ৮-১০ বছর সময় লেগে যায় পাসপোর্ট পেতে। আপনার মত অবৈধ লোককে কাজ দেবে কে? থাকবেন কোথায়? খাবেন কি? করবেন কি? আর দেশে পাঠাবেন কি? হকারি করবেন, পেট চালাতেও হিমশিম খাবেন! মনে রাখবেন উন্নত দেশে আপনার চিৎকার শোনার সময় কারো নাই! আর দেশটা আপনার জন্মস্থান না, চাইলেই বার্থ সার্টিফিকেট বানিয়ে নিবেন। বৈধভাবে ইউরোপে থেকেও বহু কষ্ট সহিতে হয়, আপনার মত অবৈধ লোকের ইউরোপে ১ পয়সারও দাম নাই।

এত সব কিছু বলার পরও যারা মরতে চান এগিয়ে চলুন, কারণ মৃত্যুর পথ আপনি নিজেই বেছে নিয়েছেন।

RUMANIA নিয়ে মানুষের মনে  কিছু প্রশ্ন এর উত্তর ----------রোমানিয়া গিয়ে নাকি কোন কাজ নাই/ গিয়ে লাভ নাই❓👉🏻উত্তরঃ- এটা ভুল ...
12/08/2021

RUMANIA নিয়ে মানুষের মনে কিছু প্রশ্ন এর উত্তর ----------
রোমানিয়া গিয়ে নাকি কোন কাজ নাই/ গিয়ে লাভ নাই❓
👉🏻উত্তরঃ- এটা ভুল ধারনা ! আসলে কাজ পাওয়া যায়। সেঞ্জেনের তুলনায় বেতন কম।

★ রোমানিয়া থেকে কি সেঞ্জেন এ যাওয়া যায়❓
👉🏻উত্তরঃ- জি। বৈধ ভিসা নিয়ে যাওয়া যায়। ভিসা কিভাবে করবেন, একটু ইন্টারনেটে দেখে নিন।

★ রোমানিয়া ভিসার জন্য আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগে❓
👉🏻উত্তরঃ-
১. অনলাইন পুলিশ ক্লিয়ারেন্স
২. ছবি
৩.ভেলিট পাসপোর্ট।

★ ভিসার জন্য কি ইন্ডিয়া তে যাওয়া লাগবে❓
👉🏻উত্তরঃ- সাধারণত ইন্ডিয়া যাওয়া লাগে না। আপনার এজেন্সি ভিসা স্টিকার করে নিয়ে আসবে। তবে এম্বাসি থেকে কল করলে যেতে হবে।

★ ভিসা পেতে কতোদিন লাগে❓
👉🏻উত্তরঃ- কমপক্ষে ৩-৪ মাস লাগবে। যদি আপনার এজেন্সি যথা সময়ে আবেদন করে রাখে।

★ এজেন্সি ব্যাংকের চেক দিতে বলতেছে❓
👉🏻উত্তরঃ- চাইলে আপনি চেক দিতে পারেন, আর ডিট(স্টাম্প) এর মধ্যে চেক নাম্বার সহ কি কারনে দিচ্ছেন তা উল্লেখ করে দিবেন।

★ ভিসা পেলে করনীয় কি❓
এজেন্সির সাথে লেনদেন শেষ করুন & ম্যানপাওয়ার করুন ! মনে রাখবেন ভিসা যদি অরজিনাল না হয় তাহলে কখনই ম্যানপাওয়ার হবে না।

যদি কারো কোন প্রশ্ন বা অন্য কোন কিছু জানার থাকে তাহলে আমাদেরকে সরাসরি কল বা মেসেজ করতে পারেন।

এজেন্সি নামঃ- World Mission Consultancy
কলঃ- 01815497393 (What'sapp)

Address

Kadamtoli, Dhaka Trunk Road
Chittagong
4100

Alerts

Be the first to know and let us send you an email when World Mission Advising posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to World Mission Advising:

Videos

Share