আল্লাহু ট্রাভেল এজেন্সি

আল্লাহু ট্রাভেল এজেন্সি Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from আল্লাহু ট্রাভেল এজেন্সি, Travel Agency, Chittagong.

01/11/2024

বিদেশে যাওয়ার সময় যাত্রাপথে করনীয় কাজ সমূহ

🧳করনীয় কাজ সমূহ

- বিদেশে যাওয়ার পথে যা যা নিতে হবে তার একটি তালিকা তৈরি করুন।

- যে ব্যাগটি বিমানে নিজের সাথে রাখবেন সেখানে টাকা-পয়সা, গহনা, ভ্রমন ও চাকুরী সংক্রান্ত কাগজপত্র রাখুন এবং যে ব্যাগটি বিমানের লকারে দিবেন, সেটির ওজন পরীক্ষা করবেন এবং ২০ কেজির মধ্যে ওজন রাখবেন ।

- ব্যাগটি দড়ি বা প্যাকিং টেপ দিয়ে শক্ত করে বেধে নিতে হবে, যাতে যাত্রাকালীন সময়ে ব্যাগ ছিঁড়ে না যায়। ভ্রমণের জন্য হালকা কিন্তু শক্ত উপাদান দিয়ে তৈরি এবং ভাল তালার ব্যবস্থাসহ ব্যাগ কিনবেন ।

- প্রতিটি ব্যাগে নাম, ঠিকানা ও ফোন নাম্বার লিখেবেন।

- কখনোই ধারালো বস্তু, যেমন- বেড, কাঁচি, ছুরি ইত্যাদি সিকিউরিটি চেকের সময় ধরা পড়ে এবং ফেলে দেয়া হয়। তাই নিষিদ্ধ কোনো জিনিস যেমন- আগ্নেয়াস্ত্র ও বিস্ফোরকজাতীয় পর্দাথ, নিষিদ্ধ মাদক ও ড্রাগ, আগুন ধরে এমন তরল পর্দাথ (লাইটার), দুর্গদ্ধ বের হয় এমন পদার্থ, মাংস, দুধ, ডিম ও অন্যান্য পোল্ট্রিজাতীয় খাবার , ফুল, ফল, সবজি, পান, গুল, সাদাপাতা ইত্যাদি ব্যাগে নিবেন না। এছাড়াও প্লেন ও এয়ারপোর্টে ধূমপান এবং প্লেনে মোবাইল ফোন ও ট্রানজিষ্টার রেডিও ব্যবহার করা নিষেধ।

- অপরিচিত ব্যক্তির দেয়া কোন জিনিসই বহন করবেন না ।

👮‍♂️ইমিগ্রেশন

-কাউন্টারে প্রার্থীর পাসপোর্ট, ভিসা, জনশক্তি ব্যুরোর ছাড়পত্র ইত্যাদি পরীক্ষা করে সঠিক থাকলে তবেই পাসপোর্ট সিলমোহর করে প্রার্থীকে ভেতরে প্রবেশ করার অনুমতি দেয়া হয় এবং সেখানে বিমানে আরোহণের পূর্ব পর্যন্ত অপেক্ষা করতে হয়। ইমিগ্রেশনের সামনে লাইন দিয়ে দাঁড়ান এবং আপনার পাসর্পোট, ভিসা, ইমিগ্রেশন ও কাষ্টমস ফরমসহ তৈরী থাকুন। অফিসার আপনার সপোর্টে ওই দেশে যাওয়ার তারিখসহ সিল দিয়ে দিবে।

✈️ বিমানে যা করবেন

- বিমানে আরোহণের পূর্বে ইংরেজি ও বাংলায় মাইক্রোফোনে ঘোষনা করা হবে এবং ডিসপ্লে বোর্ড ও টেলিভিশন মনিটরে দেখানো হবে।

- ঘোষণার পরই বোর্ডিং-কার্ড হাতে নিয়ে বিমানের দিকে অগ্রসর হতে হয়।

🍁বিদেশে পৌঁছানোর পর বিমানবন্দরে করনীয়

বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে বেশ কিছু কাজ থাকে, যেগুলো সম্পর্কে ঠিক মত জানা না থাকলে হতে হয় বিভিন্ন সমস্যার সম্মুখীন। তাই জেনে নিন, বিদেশে পোঁছানোর পর বিমানবন্দরে করণীয় কাজ গুলো-

১) ব্যাগ সংগ্রহ

ব্যাগ সংগ্রহের জন্য কনভেয়ার বেল্টের সামনে দাঁড়াতে হবে। কনভেয়ার বেল্টের ওপর আপনার ফ্লাইট নাম্বার দেয়া থাকবে, সেটা খেয়াল করতে হবে।

২) কাষ্টমস

আপনার কাষ্টমস ডিক্লারেশন ফরম সাথে রাখুন এবং কাষ্টমস অফিসার চাইলে তা দেখান।

৩) হারানো ব্যাগ খোঁজা

বেল্টে ব্যাগ না পাওয়া গেলে বা ব্যাগ হারিয়ে গেলে সাথে সাথে এয়ারলাইন্স কর্তৃপক্ষকে জানাতে হবে এবং ক্লেইম ফরম পূরণ করতে হবে। প্রয়োজনে তথ্যকেন্দ্রের সহায়তা নিতে পারেবেন। এয়ারলাইন্স আপনার ব্যাগ খুঁজে আপনার ঠিকানায় যোগাযোগ করে আপনার হারানো ব্যাগ আপনার কাছে পৌছে দিবে। না পাওয়া গেলে টিকেটে উল্লিখিত নীতিমালা অনুযায়ী আপনাকে ক্ষতিপূরণ দিবে।

Alhumdullallah.....Umrah Visa Best Agency Allahu Travel Agency
27/10/2024

Alhumdullallah.....Umrah Visa
Best Agency Allahu Travel Agency

✈️ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে🛑 🛑 মাঙ্কিপক্স বা এমপক্স রোগের সংক্রমণ প্রতিরোধে, ব...
17/08/2024

✈️ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ সতর্কতা জারি করা হয়েছে🛑

🛑 মাঙ্কিপক্স বা এমপক্স রোগের সংক্রমণ প্রতিরোধে, বিমানবন্দর কর্তৃপক্ষ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগমনি চ্যানেলে ২৪/৭ চিকিৎসক দল প্রস্তুত রয়েছে যাতে মাঙ্কিপক্স লক্ষণযুক্ত যাত্রীদের দ্রুত শনাক্ত করা যায়।

🌍 বিশ্ব স্বাস্থ্য সংস্থার (𝐖𝐇𝐎) মাঙ্কিপক্স সতর্কতার প্রেক্ষিতে বিমানবন্দরে সকল এয়ারলাইনসকে নির্দেশ দেয়া হয়েছে যে, কোনো যাত্রীর মধ্যে মাঙ্কিপক্সের লক্ষণ দেখা দিলে দ্রুতই স্বাস্থ্য বিভাগকে জানাতে হবে। ✋ ১৬ আগস্ট এক জরুরি বৈঠকে, বিমানবন্দর কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের মধ্যে মাঙ্কিপক্স প্রতিরোধে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

🛂 বিমানবন্দরে আগত যাত্রীদের তাপমাত্রা থার্মাল স্ক্যানার আর্চওয়ে দ্বারা স্ক্রিন করা হচ্ছে এবং প্রয়োজন হলে সংক্রমণযুক্ত যাত্রীদের হাসপাতালে পাঠানো হবে।

🏥 এছাড়াও, বাংলাদেশে আগমনের ২১ দিনের মধ্যে মাঙ্কিপক্সের কোনো লক্ষণ দেখা দিলে অবিলম্বে ১০৬৫৫ নম্বরে কল করতে অনুরোধ করা হয়েছে।

✅ সুস্থ থাকুন, সতর্ক থাকুন❗❗


10/08/2024
29/04/2024

🕋 আগামী ৯ই মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট ❗

🛫 আগামী ৯ মে শুরু হচ্ছে চলতি মৌসুমের হজ ফ্লাইট। হজযাত্রীদের নিয়ে ঢাকা থেকে ওইদিনই প্রথম ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে রওনা দেবে। এরপর শিডিউল অনুযায়ী পরবর্তী ফ্লাইটগুলো ছাড়া হবে। তবে সব ফ্লাইটের সূচি এখনও চূড়ান্ত করা হয়নি।

✈✈ বাংলাদেশ এয়ারলাইন্স, সৌদি এরাবিয়ান এয়ারলাইন্স (সৌদিয়া) ও সৌদির বেসরকারি এয়ারলাইন্স ফ্লাইনাস, এই তিন এয়ারলাইন্স হজযাত্রীদের বহন করবে। 🕌🌙

📝 চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পালিত হতে পারে পবিত্র হজ। প্রতিবছর এক মাস আগে থেকে শুরু হয় হজ ফ্লাইট। তার আগে হজযাত্রীদের ভিসা, ফ্লাইট শিডিউল-সংক্রান্ত কাজ সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয় ও এয়ারলাইন্সগুলো। এবার এখনও শুরু হয়নি ভিসা কার্যক্রম। চূড়ান্ত হজযাত্রীদের তালিকা না পাওয়ায় ঘোষণা করা হয়নি ফ্লাইট শিডিউলও। 🕋🌙✈️

✅ আপনার ভ্রমণ আরও সহজ হোক আল্লাহু ট্রাভেল এজেন্সি সাথে থাকুন।

12/11/2023
02/11/2023

**২০২৪ সালের হজ প্যাকেজ ঘোষণা; যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ বাংলাদেশি
**১ মার্চ থেকে হজের ভিসা, প্রথম ফ্লাইট ৯ মে; সাধারণ প্যাকেজ মূল্য ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা

আলহামদুলিল্লাহ।আল্লাহু ট্রাভেল এজেন্সি পক্ষে থেকে সবাইকে জানাই মোবারকবাদ। এইটা আমাদের নিজস্ব ওমরাহ ও হাজীদের জন্য হোটেল।...
25/10/2023

আলহামদুলিল্লাহ।
আল্লাহু ট্রাভেল এজেন্সি পক্ষে থেকে সবাইকে জানাই মোবারকবাদ। এইটা আমাদের নিজস্ব ওমরাহ ও হাজীদের জন্য হোটেল। পবিত্র মক্কা থেকে পাঁচ মিনিটের হোটেল আসা যাওয়া করা যাবে।

21/07/2023

এক নেককার ব্যক্তিকে জিজ্ঞাস করা হলোঃ আপনার
মুখে সবসময় হাসি লেগে থাকা এবং মানসিকভাবে
নির্ভার থাকার রহস্য কি... তিনি উত্তর দিলেনঃ

আমার সব বিষয় আল্লাহর হাতে থাকার পরেও দুশ্চিন্তা করতে লজ্জা লাগে।❤️

Allahu Travel Agency
12/07/2023

Allahu Travel Agency

26/06/2023

✈️✈️✈️ হজ্জের পরেই যারা উমরাহ করতে চান তারা আজই যোগাযোগ করুন✈️✈️✈️ আল্লাহু ট্রাভেল এজেন্সি
♥️♥️ মক্কা মদিনায় দুই জুম্মা সহ 14 দিনের ফুল উমরাহ প্যাকেজ মাত্র 130000 টাকায় ♥️♥️

হজ্ব ইসলামের পাঁচ স্তম্ভের একটি । আল্লাহ তাআলা তাঁর সামর্থ্যবান বান্দাদের উপর ফরজ করেছেন।আল্লাহ তায়ালা বলেনঃ

''সামর্থ্যবান মানুষের উপর আল্লাহর জন্য বায়তুল্লাহর হজ্ব করা ফরজ। আর যে কুফরী করে, তবে আল্লাহ তো নিশ্চয় সৃষ্টিকুল থেকে অমুখাপেক্ষী।'' [সূরা আলে ইমরান:৯৭]

রাসুল (সা.) বলেছেন,
এক ওমরার পর আরেক ওমরা—উভয়ের মধ্যবর্তী সময়ের (গুনাহর) জন্য কাফফারাস্বরূপ। আর জান্নাতই হলো কবুল হজের প্রতিদান। (বুখারি, হাদিস : ১৭৭৩)

রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরো বলেছেনঃ
তোমরা বার বার হজ্জ ও উমরাহ আদায় কর, কেননা এ দুটো দরিদ্রতা ও গুনাহকে সে ভাবে মুছে ফেলে, যে ভাবে কর্মকারের হাওয়া দেয়ার যন্ত্র লোহার ময়লাকে দূর করে থাকে। (নাসায়ী- হাদীস সহীহ)

🕋 আল্লাহর ঘরে 2 জুম্মা সহ 14 দিনের ওমরাহ্‌ প্যাকেজের বিশেষ মূল্য: 140000 টাকা মাত্র 🕋

✔️ রিটার্ন এয়ার টিকেট
✔️ ওমরাহ্ ভিসা ।
✔️ হেলথ ইনস্যুরেন্স।
✔️ তিনবেলা সুস্বাদু বাংলাদেশী খাবার ।
✔️ মক্কায় হারাম থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔️ মদিনায় মসজিদে নববী থেকে হাঁটার দূরত্বে নিকটবর্তী
হোটেল
✔️ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔️ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ
পরিদর্শন।

মক্কা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।
*তায়েফ গমন, আব্বাস রা মসজিদ, আদ্দাস রা আঙ্গুর বাগান, বুড়ির বাড়ি, মিকাত মসজিদ (ব্যক্তিগত)।

✔️ মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি, মসজিদে আলী, ইত্যাদি পরিদর্শন।

*মাহফাজে জ্বীন, শুহাদায়ে বদর, মাদায়েনে সালেহসহ ‌‌অন্যান্য স্থানে ভ্রমন (ব্যক্তিগত)।

⭕️গুরুত্বপূর্ণ বিষয়সমূহঃ

➡️ এখন একাধিকবার উমরাহ্‌ করা যায়।
➡️ যে কোন বয়সের, যে কেউ ওমরাহ্‌ ভিসার জন্য আবেদন
করতে পারবেন।
➡️ শিশুদের ভেক্সিনেশন এর প্রয়োজন নেই।
➡️ বাংলাদেশ বা সৌদি আরবে কোন পি.সি.আর (কোভিড)
টেস্টের প্রয়োজন নেই ।

🕋 বিশেষ ব্যবস্থাপনায় আমাদের সফর সঙ্গী হয়ে হজ্জে যেতে চাইলে আজই যোগাযোগ করুন। 🕋

✈️✈️✈️বিমান টিকেট মাত্র ২৭৯০ টাকা থেকে শুরু !!!
বিমান ভ্রমণ এখন আর কোন বিলাসিতা নয়, সময়ের প্রয়োজন।দেশ বিদেশের টিকেট কাটুন সহজেই।

মোবাইল থেকেই বিমানের টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন । ঈদ কিংবা গুরুত্বপূর্ণ দিন গুলির বিমান টিকেট এখনই কেটে রাখুন সাশ্রয়ী মুল্যে।

পৃথিবীর যেকোন দেশের এয়ার টিকেট , বিমানের ফ্লাইট সংক্রান্ত সকল তথ্য ও সেবা পাবেন আমাদের কাছে। বিমান যাত্রীগণ ফ্লাইট সম্পর্কিত সকল তথ্য, ফ্লাইট স্ট্যাটাস, ফ্লাইট শিডিউল, ,অনলাইন টিকেট ও রিফান্ড হেল্পডেস্ক, এবং টিকেট বুকিং সংক্রান্ত সমস্ত তথ্য জানতে পারবেন।

বিমানের টিকেট কনফার্ম করতে, তারিখ পরিবর্তন করতে বা মূল্য জানতে ইনবক্স বা 01815-332203

+8801815-332203 (WhatsApp)
+8801815-332202
+8801815-332203 imo

আমাদের অফিস:
🏠 Allahu Travel Agency
Kolpoluk abashik, Bakaliya, Chittagong.

♥️♥️বিমানের টিকেট বা উমরাহ এর জন্যে ফোন করুণ 01815-332203 বা আপনার ফোন নম্বর দিন ♥️♥️

To the ones who bring safety, comfort, and smiles at 40,000ft. Happy International Cabin Crew Day.Allahu Travel Agency
09/06/2023

To the ones who bring safety, comfort, and smiles at 40,000ft.

Happy International Cabin Crew Day.
Allahu Travel Agency

Travel Best Solution "Allahu Travel Agency"
09/06/2023

Travel Best Solution "Allahu Travel Agency"

"জরুরী বার্তা"যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ...
12/05/2023

"জরুরী বার্তা"

যারা নিয়মিত ভারত ভ্রমণ করেন তারা নিয়ম বুঝে ভারতে যাতায়াত করুন, পর্যাপ্ত কারণ ছাড়া টুরিষ্ট ভিসায় ঘনঘন ভারত ভ্রমণ থেকে বিরত থাকুন। নিয়ম না মেনে যাতায়াতের কারণে ভারতীয় ইমিগ্রেশন এন্টি রিফিউজ সিল করে ব্যাক করে দিচ্ছে। এন্টি রিফিউজ সিল পাসপোর্টে থাকা মানে আপনার পুনরায় ভিসা পেতে হিমশিম খেতে হবে।

এন্ট্রি রিফিউজের অনেক কারণ সমূহঃ

১) টুরিস্ট ভিসায় ইন্ডিয়া থেকে বের হবার ১ মাসের আগে আবার প্রবেশ করতে চাইলে তাকে এন্ট্রি রিফিউজ সিল করে ব্যাক দেওয়া হয়।

২) ইমিগ্রেশন অফিসারকে সাথে খারাপ ব্যবহার করলে।

৩) ভ্রমনের সময় ইমিগ্রেশন যদি কোনো প্রশ্ন বা কোনো পেপার দেখতে চাই তখন না দেখাতে পারলে।

৪) আপনি বৈধ পথে ভারতে প্রবেশ করে অবৈধ ভাবে দেশে ফিরে পুনরায় ভিসা নিয়ে ভারত প্রবেশ করতে চাইলে তাদের সার্ভারে রেকর্ড অনুযায়ী আপনি ধরা খাবেন, সে জন্য আপনাকে এন্ট্রি রিফিউজ সিল আর পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে আপনি আর কোনদিন ভারতে প্রবেশ করতে পারবেন না।

৫) ভারতে কোনো ক্রাইম করে মামলা খেলে আপনাকে এন্ট্রি রিফিউজি সিল+পাসপোর্ট ব্লক করে ব্যাক দিবে।

৬) তাদের বিভিন্ন সময় জারিকৃত রুলস ভঙ্গ করলে।

ইত্যাদি.....

সৌদি আরব যেতে বাংলাদেশে চালু হলো ই-ভিসা। এর আগে ওমরাহ ও পর্যটন ভিসায় এই নিয়ম চালু থাকলেও বাংলাদেশেই প্রথম কর্মী ভিসাতেও ...
03/05/2023

সৌদি আরব যেতে বাংলাদেশে চালু হলো ই-ভিসা। এর আগে ওমরাহ ও পর্যটন ভিসায় এই নিয়ম চালু থাকলেও বাংলাদেশেই প্রথম কর্মী ভিসাতেও এই নিয়ম চালু করলো সৌদি আরব।

Happy New year 2023           AndHappy Nice Day 🌹💐Allahu Travel Agency te Welcome.Our Travel service is the best service...
01/01/2023

Happy New year 2023
And
Happy Nice Day 🌹💐
Allahu Travel Agency te Welcome.
Our Travel service is the best service. All times Low price Air ticket.

🧭 সৌদি উমরাহ ভিসার জন্য কল করুন 🧭 দুবাই টুরিস্ট ভিসার জন্য কল করুন 🧭 ওমান টুরিস্ট ভিসার জন্য কল করুন ☎️ কল বা হোয়াটস্যাপ...
27/12/2022

🧭 সৌদি উমরাহ ভিসার জন্য কল করুন

🧭 দুবাই টুরিস্ট ভিসার জন্য কল করুন

🧭 ওমান টুরিস্ট ভিসার জন্য কল করুন

☎️ কল বা হোয়াটস্যাপ করুন : +01815332202

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার 🕛 শুক্রবার 🕛 ০৭ জুমাদিউল আউয়াল/১৪৪৪ হিজরি ১৭ অগ্রহায়ণ/১৪২৯ ...
02/12/2022

সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবার

🕛 শুক্রবার 🕛
০৭ জুমাদিউল আউয়াল/১৪৪৪ হিজরি
১৭ অগ্রহায়ণ/১৪২৯ বঙ্গাব্দ
০২ ডিসেম্বর/২০২২ খ্রিষ্টাব্দ

অবিশ্বাসীরা কি ভেবে দেখে না যে, আকাশমন্ডলী ও পৃথিবী ওতপ্রোতভাবে মিশে ছিল; অতঃপর আমি উভয়কে পৃথক করে দিলাম; এবং প্রাণবান সমস্ত কিছু পানি হ'তে সৃষ্টি করলাম; তবুও কি ওরা বিশ্বাস করবে না?
সূরা আম্বিয়া-২১, আয়াত-৩০

Address

Chittagong
4380

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801815332202

Website

Alerts

Be the first to know and let us send you an email when আল্লাহু ট্রাভেল এজেন্সি posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to আল্লাহু ট্রাভেল এজেন্সি:

Videos

Share

Category


Other Travel Agencies in Chittagong

Show All