চরাঞ্চল-Charanchol

চরাঞ্চল-Charanchol লক্ষ্মীপুর-নোয়াখালী-ফেনী সহ দেশের নানা জায়গার নানা বৈচিত্র্যময় দৃশ্য তুলে ধরা হয়

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১, স্বজন হারানোর দিনপ্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও ব্যাপক প্রাণহানির দুঃসহ স্মৃতি নিয়ে উপকূলবাসীর কাছে আব...
29/04/2024

আজ সেই ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১, স্বজন হারানোর দিন

প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও ব্যাপক প্রাণহানির দুঃসহ স্মৃতি নিয়ে উপকূলবাসীর কাছে আবারও ফিরে এসেছে
ভয়াল ২৯ এপ্রিল।
১৯৯১ সালের এই দিনে ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে বিরানভূমিতে পরিণত হয়েছিল বিস্তীর্ণ উপকূলীয় এলাকা। প্রাণ হারিয়েছিল অন্তত ২ লাখ মানুষ।

আজকের দিনে প্রলয়ংকরী ঘূর্ণিঝড়ে মৃত্যুবরণকারী সকলের আত্মার মাগফিরাত কামনা করি।
মহান আল্লাহ মৃত্যুবরণকারী সকলকে জান্নাতের উচ্চ মোকাম দান করুক, আমিন।

২৯ এপ্রিল ২০২৪ইং

রামগতিতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত করলেন আল্হাজ্ব মাওলানা রফিকুল ইসলাম (আফসারী আফসারী হুজুর)
27/04/2024

রামগতিতে মেঘনায় মাছের পোনা অবমুক্ত করলেন আল্হাজ্ব মাওলানা রফিকুল ইসলাম (আফসারী আফসারী হুজুর)

বয়স ৩ দিন আলহামদুলিল্লাহ
03/04/2024

বয়স ৩ দিন আলহামদুলিল্লাহ

02/04/2024
17/04/2023

মেঘনা পাড়ের সৌন্দর্য #মেঘনা_পাড়ের_অপূর্ব_সৌন্দর্য

28/03/2023

Hi everyone! 🌟 You can support me by sending Stars - they help me earn money to keep making content you love.

Whenever you see the Stars icon, you can send me Stars!

18/03/2023
24/10/2022

শুরু হয়ে গেছে ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাব,এতে ফসলী জমির ব্যাপক ক্ষতির আশংকা

ঘূর্ণিঝড় সিত্রাং  আপডেট ৪আপডেট, ২৪ শে অক্টোবর গভীর  রাত ১২ বেজে ৫৫ মিনিটে। মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত ঘূ...
23/10/2022

ঘূর্ণিঝড় সিত্রাং আপডেট ৪
আপডেট, ২৪ শে অক্টোবর গভীর রাত ১২ বেজে ৫৫ মিনিটে।

মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থিত
ঘূর্ণিঝড় সিত্রাং আরও কিছুটা উত্তর উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে মধ্যো বঙ্গপোসাগর তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছিলো।

এবং এটি আজ ২৩ শে অক্টোবর রাত ১২ টা বেজে ৪৫ মিনিটে মংলা সমুদ্র বন্দর থেকে ৬৪৫ কিলোমিটার দক্ষিণ, দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো। এবং চট্টগ্রাম বন্দর থেকে ৭২৫ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিলো
এবং এটি আরও কিছুটা জোরদার হয়ে উত্তর দিকে এবং এরপর উত্তর, উত্তর পূর্ব দিকে অগ্রসর হতেপারে।

ঘূর্ণিঝড় কেন্দ্রের ৫৫ কিলোমিটার এর ভেতরে বাতাসের একটানা গড় গতিবেগ ঘন্টায় ৬৮ কিলোমিটার, যা দমকা ও ঝড়ো হাওয়া আকারে ৮০ কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে।
সাগর ঔ স্থানে প্রচন্ড উত্তাল রয়েছে, সরকারি আবহাওয়া অধিদপ্তর দেশের সকল সমুদ্র বন্দরকে ৪ নাম্বার স্থানিয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে, সতর্ক সংকেত আরও বৃদ্ধি পেতেপারে।

ঘূর্ণিঝড় আঘাত : এই ঘূর্ণিঝড় সিত্রাং সোমবার ২৪ শে অক্টোবর দিবাগত গভীর রাতের পর বাংলাদেশের সাতক্ষীরা উপকূল হতে বরিশাল উপকূলের ভেতরে আঘাত করতেপারে।
ঘূর্ণিঝড় টি উপকূল অতিক্রম করার সময় এর বাতাসের গতিবেগ ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার এর ভেতরে থাকতেপারে।
ঘূর্ণিঝড় অতিক্রম কালে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, বরগুনা, ঝালকাঠি, ভোলা, পটুয়াখালী নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম উপকূলে ঘন্টায় ৭০ থেকে ৯০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝড়ো হাওড়া বয়ে যেতেপারে।

আপনারা আপনাদের ফোনের ব্যাটারি টর্চ লাইটের ব্যাটারি চার্জ করে রাখুন।
ঘূর্ণিঝড় চলাকালীন সময়ে সরাসরি Bwot হট লাইনে কল করে তথ্য নিতে পারেন।
Bwot হট লাইন ০১৭১০৮৫১৭৬৫ নাম্বারে যোগাযোগ করুন, সকাল ৬ টা থেকে রাত ১২ টা পর্যন্ত, এবং ঝড় আঘাত করলে ২৪ ঘন্টাই কল করতে পারেন।

জলোচ্ছ্বাস : ঘূর্ণিঝড় টি অতিক্রম কালে বরগুনা, পটুয়াখালী, ভোলা, ঝালকাঠি, নোয়াখালী, ফেণী, চট্টগ্রাম এদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহে স্বাভাবিক জোয়ার থেকে ৩ থেকে ৫ ফুট উচ্চ জলোচ্ছ্বাস দ্বারা আক্রান্ত হতেপারে, যেহেতু সেইসময় অমাবস্যা থাকবে।

বৃষ্টি : ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে আগামীকাল সকাল থেকে পরবর্তী ৩৬ ঘন্টার ভেতরে, সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট, পিরোজপুর, ঝালকাঠি, বরগুনা, নোয়াখালী পটুয়াখালী, বরিশাল, ভোলা, লক্ষ্মীপুর, ফেণী, চট্টগ্রাম ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি থেকে অতিভারি বর্ষণ হতেপারে, এবং সেইসঙ্গে, নড়াইল, গোপালগঞ্জ, মাদারীপুর, শরিয়তপুর, ফরিদপুর, মুন্সীগঞ্জ, ঢাকা, চাঁদপুর, কুমিল্লা, নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ, হবিগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, সুনামগঞ্জ, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার, রাঙ্গামাটি, ময়মনসিংহ ও এর পার্শ্ববর্তী এলাকায় ভারি বর্ষণ হতেপারে ও রাজশাহী ও রংপুর বিভাগের অধিকাংশ এলাকা ব্যাতিত দেশের বাকি এলাকায় মাঝারি থেকে ভারি বর্ষণ হতেপারে।

পাহাড়ধ্বস : এই ভারিবৃষ্টির জন্য পার্বত্য চট্টগ্রাম এলাকায় পাহাড়ধ্বস হতেপারে।

সতর্কতা! ছোট হোক এটা যেহেতু ঘূর্ণিঝড় আকারে দেশের উপকূল অতিক্রম করতেপারে, তাই উপকূলে যারা আছেন, আপনারা সময়মতো প্রয়োজনীয় ব্যাবস্থা নিয়ে রাখুন, এবং যারা বেশি ঝুকিপূর্ণ এলাকায় আছেন তারা আগামীকাল রাতের আগে আশ্রয় কেন্দ্রে অবস্থান করুন, এবং আগামী ২৬ শে অক্টোবর পর্যন্ত সকল প্রকার মাছধরা নৌকা ও ট্রলার নিরাপদ স্থানে থাকার জন্য অনুরোধ করছি।

আমরা এটাকে গভীর ভাবে পর্যবেক্ষণ করছি, লেটেস্ট আপডেট আসা মাত্রই আমরা সাথে সাথে আপনাদের জানিয়ে দিবো।
সুতরাং আপনারা আমাদের সাথেই থাকুন, এবং সুপার সাইক্লোন সংক্রান্ত গুজব থেকে দূরে থাকুন।

সবচেয়ে নির্ভরযোগ্য আবহাওয়ার পূর্বাভাস পেতে আপনারা অবস্যই দেশের সরকারি আবহাওয়া দপ্তর এর পূর্বাভাস গুলো অনুসরণ করুন।

ধন্যবাদ : Bwot weather.
আপডেট : ২৪ শে অক্টোবর রাত ১২ টা বেজে ৫৫
চিত্র : হিমাওরি ৮
পরবর্তী আপডেট, সকাল ৬ টা বেজে ৪০ মিনিটে ইনশাআল্লাহ্।

13/10/2022
তাজা ইলিশ
05/10/2022

তাজা ইলিশ

16/08/2022

চর এলাহী, নোয়াখালী

হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ‘মা-বাবার দোয়া-৩’ নামের মাছ ধরার নৌকায় এসেছে ৯৯ মণ ইলিশ। পরে নিলামে এসব ইলিশ বিক্রি করা হয়েছে ২৩...
27/07/2022

হাতিয়ার চেয়ারম্যান ঘাটে ‘মা-বাবার দোয়া-৩’ নামের মাছ ধরার নৌকায় এসেছে ৯৯ মণ ইলিশ। পরে নিলামে এসব ইলিশ বিক্রি করা হয়েছে ২৩ লাখ ২৬ হাজার ৫০০ টাকায়।মঙ্গলবার (২৬ জুলাই) সন্ধ্যায়

বোটটির সারেং মো. রশিদ ঢাকা পোস্টকে বলেন, আমাদের মালিকের বাড়ি চট্টগ্রাম। এই এলাকার সাবেক এমপি মোহাম্মদ আলী সাহেব বলেছেন আমাদের হাতিয়া ঘাটে আসার জন্য

রামগতি
20/07/2022

রামগতি

Address

Shopno Agro, Char Ummed, Char Alahi, Companygonj, Noakhali
Chittagong
SHOPNOAGRO,CHARUMMED,CHARBALUA,COMPANYGONJ,NOAKHALI

Alerts

Be the first to know and let us send you an email when চরাঞ্চল-Charanchol posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চরাঞ্চল-Charanchol:

Videos

Share


Other Tourist Information Centers in Chittagong

Show All