11/03/2023
রহস্যময় সোনাইছড়ি ট্রেইল 🌿🌿❤️
🔆 এটি ১ দিনের ডে ট্রিপ 🔆
🔰ট্রিপ শুরুঃ ১৬ই মার্চ (সকাল ৭:০০ টা) ।
🔰ট্রিপ শেষঃ ১৬ ই মার্চ (বিকাল ৫:০০) টা।
🔰মিটিং প্লেইস:- এ কে খান মোড়, পেট্রোল পাম্পের সামনে
ইভেন্ট জয়েন করার জন্য অবশ্যই সম্পূর্ণ টাকা বিকাশ চার্জ সহ বিকাশ করে বুকিং দিয়ে আসন নিতে হবে।
মৌখিক বুকিং গ্রহণযোগ্য নয়।
আগে টাকার নেওয়ার কাজ,খাবার,গাড়ী আগে থেকেই ঠিক করতে হয়।
বুকিং মানি সম্পূর্ণ অফেরতযোগ্য
🌿🌿 ইভেন্ট ফি- ৫৯৯/- টাকা।🌿🌿
ট্রিপ রেজিস্ট্রেশন করতে বিকাশ করুন নিচের নম্বরে 👇
01614396431( বিকাশ পার্সোনাল)
কনফার্মেশনের শেষ সময় তারিখ ১৫ জানুয়ারি সন্ধ্যা ৭ টা।
(ঢাকা থেকে কেউ জয়েন হতে চাইলে সরাসরি হাদিফকির হাট এসে জয়েন হতে পারেন আমাদের সাথে)
🌿❤️ এই ট্রিপে যা যা দেখবো❤️🌿
✴ সোনাইছড়ি ট্রেইল ও জলপ্রপাত।
✴বাদুইজ্জা খুম
✳️✳️ ট্রিপ ডিটেইলস ✳️✳️
সকাল ৭.০০টায় এ কে খান থেকে নাস্তা সেরে মিরসরাইয়ের উদ্দেশ্য রওনা হবো। মিরসরাই রেঞ্জের হাদি ফকিরহাট নেমে সোনাইছড়ি ট্রেইলের উদ্দেশ্যে ট্রেকিং শুরু করবো.. সোনাইছড়ি ট্রেইলের সৌন্দর্য উপভোগ করতে করতে চলে যাবো সোনাইছড়ী ঝর্ণার সামনে।সেখান থেকে মিরসরাই বাজার এসে দুপুরের খাবার সেরে নিবো।
✴️✴️ ইভেন্ট খরচায় যা যা থাকছে-
✅এ কে খান - সোনাইছড়ি - - এ কে খান যাতায়াত খরচ।
✅ গাইড খরচ।
✅ সকালের নাস্তা।
✅ দুপুরের খাবার।
🔰🔰 কনফার্মের পূর্বে অবশ্যই বিবেচিত বিষয়ঃ
➡️ এই ট্রিপে অনেক টুকু সময় ট্রেকিং করতে হবে। যারা একদমই ট্রেকিং করতে পারেনা তারা কনফার্মেশন এর পূর্বে আমাদের অবশ্যই জানাবেন।
➡️ যেহেতু এটি একটি নির্দিষ্ট বাজেট ট্রিপ তাই খাবারের মেন্যু নির্দিষ্ট ম্যেনু সেট করা থাকবে।
➡️ তাৎক্ষণিক যেকোনো ধরনের পরিস্থিতিতে নিজেকে মানিয়ে নিয়ে ট্রিপ শেষ করবো।
🔰🔰ট্রিপের_আবশ্যকীয়_শর্ত_সমূহঃ
★প্রথমেই একটি ভ্রমণ পিপাসু মন থাকতে হবে।
★ প্রতিটি জায়গাই আমাদের নিজেদের, তাই তার সৌন্দর্য রক্ষা করা আমাদের দ্বায়িত্ব। যেন প্রাকৃতিক পরিবেশের কোন রকম ক্ষতি না হয়, সেটা সর্বোচ্চ প্রাধান্য দিতে হবে।
★স্থানীয়দের সাথে কোনো প্রকার ঝামেলায় যাওয়া যাবে না। ট্রিপম্যাট ব্যতীত নতুন কারো সাথে কথা বলার ক্ষেত্রে প্রয়োজনে ট্রিপ হোস্টের সহায়তা নিতে হবে।
★নিজের ব্যাগ, পানির বোতল নিজেদেরকেই বহন করতে হবে।
★ইভেন্টে কোন ধরনের মাদকদ্রব্য সেবন/বহন করা যাবে না।
★দুর্ঘটনা বলে কয়ে আসে না তাই যে কোন প্রকার দুর্ঘটনা সকলে মিলে মোকাবেলা করতে হবে। দেশের পরিস্থিতির জন্য কিংবা কোন দুর্যোগ কিংবা দুর্ঘটনার জন্য ট্রিপ ক্যান্সেল হলে কিংবা দৃশ্যমান খরচ বৃদ্ধি পেলে সেটা সবাইকে শেয়ারে বহন করতে হবে।
★আমরা সর্বদা ট্রিপে আগত নারীদের সেইফটির বিষয়ে বিশেষ দৃষ্টি রাখি। সুতরাং তাদের সাথে কোনোরূপ খারাপ আচরণ/ ইঙ্গিতপূর্ণ আচরণ করা যাবেনা কোনো অবস্থাতেই।যদি তেমন কিছু ট্রিপহোস্টদের দৃষ্টিগোচর হয়,তৎক্ষনাৎ ব্যবস্থা নেয়া হবে।
★দলছাড়া হয়ে ঘুরা যাবে না। বিশেষ প্রয়োজনে দলকে জানিয়ে যাওয়া যেতে পারে।
★সকল নিয়ম কানুন অবশ্যই মেনে চলার দৃষ্টিভঙ্গি নিয়েই ট্রিপে অংশগ্রহন করত হবে।
★ভ্রমণকালীন যে কোন সমস্যা নিজেরা আলোচনা করে সমাধান করতে হবে। ভ্রমণ সুন্দর মত পরিচালনা করার জন্য সবাই আমাদেরকে সর্বাত্মক সহায়তা করতে হবে। আমরা শালীনতার মধ্যে থেকে সর্বোচ্চ আনন্দ উপভোগ করব।
⛔খুব অল্প সময়ে অনেকগুলো বিষয় ম্যানেজ করতে গিয়ে সর্বোচ্চ আন্তরিকতা থাকার পরও ভুলভ্রান্তি হতে পারে। সহযোগিতার মনোভাব নিয়ে যারা পাশে থাকবেন,উপভোগ করবেন নিজের মতো করে পুরো ট্রিপটি, শুধুমাত্র তারাই আমন্ত্রিত।
⛔ যেকোন প্রয়োজনে অথবা বিস্তারিত জানতে ⛔
📞 01614396431(Foysal)
#আমাদের_গ্রুপ_লিংকঃ
https://facebook.com/groups/434037250893411/
#আমাদের_পেজ_লিংকঃ
https://www.facebook.com/profile.php?id=100083255148941&mibextid=ZbWKwL
🔰যারা নিশ্চিত যাবেন বাটনে ক্লিক করুন কাইন্ডলি🌿
অথবা ট্রিপের দৈনন্দিন আপডেট পেতে বাটনে ক্লিক করে রাখুন❤️
⛔দয়া করে ভ্রমণে পদচিহ্ন👣 ব্যতীত কিছুই ফেলে আসবেন না⛔
ধন্যবাদান্তে
Travel in Bangladesh