Tour Group of Brahmanbaria

Tour Group of Brahmanbaria কিপ কানেক্টেড & হ্যাপি ট্রাভেলিং �

26/10/2021
পর্যটকদের মিঠামইনে যাতায়াত সুবিধার জন্য মিঠামইন ইউনিয়ন পরিষদ কর্তৃক (রিক্সা,অটো,মিশুক,পিকআপ) এর ভাড়া নির্ধারিত হয়েছে।মিঠ...
21/08/2020

পর্যটকদের মিঠামইনে যাতায়াত সুবিধার জন্য মিঠামইন ইউনিয়ন পরিষদ কর্তৃক (রিক্সা,অটো,মিশুক,পিকআপ) এর ভাড়া নির্ধারিত হয়েছে।
মিঠামইন,ইটনা এবং অষ্টগ্রাম এর নির্ধারিত ভাড়ার তালিকা নিন্মে দেয় হইলো..

24/05/2020

ট্যুর গ্রুপ ব্রাহ্মণবাড়িয়ার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক 🖤

বাসায় থাকুন সুস্থ থাকুন 🤜

30/04/2020

Land of peace 🏞🌲

11/04/2020

🔴 ব্রাহ্মণবাড়িয়া জেলাকে লক ডাউন ঘোষণা!
সন্ধ্যা ৬ টা থেকে কার্যকর..!!

08/04/2020

ইয়া রব, রামাদান মাস চলে এসেছে-আমাদের মসজিদসমূহ খুলে দাও👌👆

 #ব্রাহ্মণবাড়িয়া_প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ_করছি lately হলেও সবধরনের পদক্ষেপইতো আপনারা নিচ্ছেন।but এই মূহুর্তে সমগ্র ব্রাহ্...
06/04/2020

#ব্রাহ্মণবাড়িয়া_প্রশাসনের_দৃষ্টি_আকর্ষণ_করছি
lately হলেও সবধরনের পদক্ষেপইতো আপনারা নিচ্ছেন।
but এই মূহুর্তে সমগ্র ব্রাহ্মণবাড়িয়া বাসীর একটাই দাবি আমাদের জেলাটাকে totally লকডাউনের আওতায় আনা হোক।
দরকার পড়লে ব্রাহ্মণবাড়িয়াতে ১৪৪ ধারা জারি করা হোক।
At least এই পদক্ষেপটি যত তারাতাড়ি সম্ভব বাস্তবায়ন করা হোক।
পরবর্তীতে আফসোস করার চেয়ে পূর্বে প্রস্তুত থাকা অনেকাংশে better.
আশা করি প্রশাসন সর্বদা ব্রাহ্মণবাড়িয়া বাসির মঙ্গলের কথাই চিন্তা করে থাকেন।

#সংগৃহীত

রাষ্ট্রের কোষাগারে আমি পাই পাই করে ট্যাক্স-ভ্যাটের টাকা জমা দিয়েছি আকিজ গ্রুপের আইসোলেশন সেন্টারে আশ্রয় পাবার আশায় না। র...
05/04/2020

রাষ্ট্রের কোষাগারে আমি পাই পাই করে ট্যাক্স-ভ্যাটের টাকা জমা দিয়েছি আকিজ গ্রুপের আইসোলেশন সেন্টারে আশ্রয় পাবার আশায় না।
রাষ্ট্রের আইসোলেশন সেন্টার কোথায়?

মোবাইলে প্রতি ১০০ টাকায় ২২ টাকা ৭২ পয়সা ভ্যাট দিয়ে আসছি ভারতের খয়রাতের মাস্ক গ্লাভস পাবার আশায় না।

কোনো প্লাস্টিক ইন্ডাস্ট্রির মালিকের স্বপ্নে দেখা হাসপাতালে থাকার আশায় না। রাষ্ট্রের চিকিৎসা সেবা কোথায় ???

রেষ্টুরেন্টে ১০০০ টাকার বিলে ১৫% ভ্যাট দিয়েছি আলি বাবা গ্রুপের সাহায্যের টেষ্ট কিটের আশায় না। রাষ্ট্রের টেষ্ট কিট কোথায় ???

দেশে সর্দি-জ্বরে হঠাৎ করে এতো মানুষ মারা যাচ্ছে কেনো?
এর উত্তর কার কাছে পাবো???
সরকার দিবে না প্রতিদিন নতুন নতুন শাড়ী পরে সংবাদ সম্মেলনের নামে ফ্যাশন শো করতে আসা হারামজাদি (মিরজাদী) দিবে?

অলি-গলির ছোট ছোট দোকান গুলি বছরে গড়ে ১৪ হাজার টাকা ভ্যাট দিয়ে আসছে শরীর খারাপ করলে আপনার হটলাইন নাম্বারে কল করে ঝাড়ি খাবার জন্য না।

পদ্মা সেতু, মেট্রোরেল আর তলদেশে টানেল যদি হয় রাষ্ট্রের উন্নয়ন তবে আসেন আজকে গাউনের পরিবর্তে পদ্মা সেতু গাঁয়ে দেই, টেষ্ট কিট হিসেবে মেট্রোরেল ব্যবহার করি এবং চলেন সবাই মিলে টানেলে গিয়ে শুয়ে থাকি অন্ততঃ গ্লাভস মাস্ক আইসোলেশনের টেনশন থেকে মুক্তি পাওয়া যাবে।
মনে মনে অনেক দূর চলে গিয়েছি
প্যারিস, সিঙ্গাপুর, লসএঞ্জেলস।

লেখক
অধ‍্যাপক আনু মোহাম্মদ স‍্যার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়।

03/04/2020

কলকাতা পুলিশ😍😍😍
অামরা করব জয়😍😍😍

03/04/2020

করোনা নিয়ে কলকাতা পুলিশের 'বেলাবোস' গান😄

31/03/2020

সাধারণ ছুটি আবারও বাড়ছে, আগামী ৯ তারিখ পর্যন্ত ছুটি বৃদ্ধির পরিকল্পনা সরকারের।

30/03/2020

আমরা যদি মৃত্যু ১ থেকে ২ লাখের মধ্যে রাখতে পারি তবে বলতে হবে আমরা ভালো করেছি।

—ট্রাম্প

30/03/2020

ব্রাহ্মণবাড়িয়ার পানিশ্বর ইউনিয়নের সীতাহরণ গ্রামে করোনা উপসর্গ নিয়ে এক ঘণ্টার ব্যবধানে বাবা ও ছেলের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- ওই গ্রামের দক্ষিণপাড়ার বাসিন্দা আব্দুস সাত্তার (৯২) ও তার ছেলে ফজল হক (৪৫)

#ডাক্তার_জানিয়েছেন_এটা_স্বাভাবিক_মৃত্যু

©

ঘরে থেকে করব যুদ্ধ। করনা  থেকে হবো মুক্ত
30/03/2020

ঘরে থেকে করব যুদ্ধ।
করনা থেকে হবো মুক্ত

28/03/2020

বাংলাদেশ নৌ বাহিনী আজ ইপিজেড মোরে হত দরিদ্রদের মাঝে শুকনা খাবার বিতরণ করে❤❤❤
এভাবেই সব ত্রাণ নৌবাহিনী & সোনাবাহিনীরে দিয়া দেওয়ালে ঠিকমত সবাই পাবে।

27/03/2020

সমাজের অবহেলিত মানুষ গুলা, আজ মানুষ্যত্বের পরিচয় দিচ্ছে।

কিন্তু বিত্তবানরা গর্তে লুকানো......

এমপি নিক্সন চৌধুরী নামে নই কাজেও বিশ্বাসি নিজেই মাঠে নেমেছে তার আসনের জনগন কে সেবা দিতে। আমাদের কিন্তু ৩০০ আসনে ৩০০ এমপি
25/03/2020

এমপি নিক্সন চৌধুরী নামে নই কাজেও বিশ্বাসি
নিজেই মাঠে নেমেছে তার আসনের জনগন কে সেবা দিতে।
আমাদের কিন্তু ৩০০ আসনে ৩০০ এমপি

24/03/2020

সরকারি অাইন মেনে চলুন
নিজে বাঁচুন দেশকে বাঁচান

24/03/2020

এমন একশ্যান বাংলাদেশে দরকার

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিনা কারনে আড্ডারত ও চায়ের দোকানে আড্ডারত ১০ জনকে ১০০ বার কান দরে উঠা বসা এবং কয়েকজন যুবক কে ৫০০...
24/03/2020

মানিকগঞ্জ বাসস্ট্যান্ডে বিনা কারনে আড্ডারত ও চায়ের দোকানে আড্ডারত ১০ জনকে ১০০ বার কান দরে উঠা বসা এবং কয়েকজন যুবক কে ৫০০ করে বুক ডাউন শাস্তি দিয়েছে সেনা সদস্যরা।
ধন্যবাদ সেনাবাহিনী।
বাসায় থাকুন ভাল থাকুন
রাস্তায় পাওয়া গেলে আমার আপনার অবস্থাও এমন হতে পারে...

24/03/2020

ব্রেকিং নিউজ
আগামী ৯ এপ্রিল পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের নতুন নির্দেশ।
তথ্যসুত্রঃ দৈনিক যুগান্তর।

করোনা ভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ওয়াটার ক্যানন দিয়ে ব্লিচিং পাউডার (জীবানুনাশক)  মিশ্রিত পান...
24/03/2020

করোনা ভাইরাস সংক্রমন রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক ওয়াটার ক্যানন দিয়ে ব্লিচিং পাউডার (জীবানুনাশক) মিশ্রিত পানি ছিটানো

অদ্য ২৪/০৩/২০২০ খ্রিঃ ০১.৩০ ঘটিকায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও কমিউনিটি পুলিশ, চট্টগ্রাম মহানগর এর উদ্যোগে করোনা ভাইরাস জীবানু সংক্রমন রোধে ওয়াটার ক্যানন দিয়ে দামপাড়া পুলিশ লাইন্স গেইট, পুনাক মোড়, ওয়াসার মোড় ও আশপাশ এলাকায় ব্লিচিং পাউডার (জীবানুনাশক) মিশ্রিত পানি ছিটানো হয়। করোনা ভাইরাসে আতঙ্কিত না হয়ে সচেতন থাকা ও হোম কোয়ারান্টাইনের নিয়ম মেনে চলার উদ্দেশ্য জনস্বার্থে এই কার্যক্রম পরিচালনা করা হয় যাহা ভবিষ্যতে চলমান থাকবে।

24/03/2020

সন্ধা থেকে যাত্রীবাহী সকল ট্রেন বন্দ ঘোষনা

ফায়ার সার্ভিসকে বসিয়ে না রেখে ফায়ার সার্ভিসের সকল ইউনিটকে প্রয়োজনীয় ডিজ ইনফেকটেন্ট ব্লিচিং পাউডার অ্যালকোহল বেজড সল...
23/03/2020

ফায়ার সার্ভিসকে বসিয়ে না রেখে ফায়ার সার্ভিসের সকল ইউনিটকে প্রয়োজনীয় ডিজ ইনফেকটেন্ট ব্লিচিং পাউডার অ্যালকোহল বেজড সলিউশন দিয়ে পানির সাথে মিশিয়ে স্প্রেআর দিয়ে পুরো শহর কে দিনে দুইবার স্টারেলাইজড করুন ফলাফল পাবেন ইনশাল্লাহ!এখন প্রতিদিন তাদের ডিউটি দিন তাদের পরীক্ষার সময় হয়েছে|
(সংগ্রহীত)

23/03/2020

সময়োপযোগী সিদ্ধান্তঃ

১. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল ছুটি ঘোষণা।
২. ২৪ মার্চ থেকে ৬৪জেলায় মাঠ পর্যায়ে সিভিল প্রশাসন এর পাশাপাশি সেনাবাহিনী ম্যাজিস্ট্রেইট তত্ত্বাবধানে সামাজিক দূরত্ব নিশ্চিত করবে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত।
৩. কাচাঁবাজার; নিত্যপ্রয়োজনীয় সামগ্রী ও জরুরী সেবা খোলা থাকবে।
৪. সীমিত আকারে ব্যাংকিং কার্যক্রম চলবে।
৫. ইসলামিক ফাউন্ডেশন কতৃক মসজিদের পরিবর্তে ঘরে থেকে ইবাদত এর জন্য অনুরোধ। ধর্মীয় সভা-সমাবেশ স্থগিত।
৬. গণপরিবহন সীমিত আকারে থাকবে।
৭. সকল ধর্মীয়-সামাজিক-রাজনৈতিক কর্মসূচি বাতিল।
৮. ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল সব সরকারি ও বেসরকারি অফিস বন্ধ; জরুরী সেবা ব্যতীত।
৯. হত-দরিদ্রগোষ্ঠীর জন্য খাবারের ব্যবস্থা করবেন জেলা প্রশাসন।
১০. ভাসানচর হত-দরিদ্র জনগোষ্ঠীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে।

23/03/2020

কোন জেলায় কত জন আক্রান্ত
আক্রান্ত ৩৩ জনের মধ্যে ১৫ জনই ঢাকায়

23/03/2020

উহান থেকে ৩৬০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছিল। দুই সপ্তাহের কোয়ারেন্টাইন শেষে তারা সবাই যার যার গন্তব্যে ফিরে গেছে। কোন প্রকারের ঝামেলা বা গন্ডগোল ছাড়া।
তারপর ইতালি, জার্মানি, মিডল ইস্ট থেকে আসতে শুরু করল। তাদেরকে কোয়ারেন্টাইনে নিয়ে যাওয়ার কথা উঠতেই বাঁধল বিপত্তি। কেউ সিস্টেমকে ** করে দিল, কেউ তালা ভেঙে বিক্ষোভ করল, কেউ হাসপাতাল থেকে পালিয়ে গেল। আবার একজন তো হোম কোয়ারেন্টাইনের নাম করে বিয়েই করে ফেলল। অথচ ইনফেক্টেড প্যাশেন্টগুলো কিন্তু এদের মধ্য থেকেই বেরিয়েছে।
তফাত করতে পারেন??
পার্থক্যটা ধরতে পারেন??
এদেশ থেকে চীনে কারা যায়?? কি করতে যায়?? বেশিরভাগই Graduation, PhD, Post-Doc করতে যায়। অর্থাৎ চীনে যারা যায় সবাই উচ্চশিক্ষিত। তারা ক্রাইসিস বোঝে। দেশ-দশের ভালো বোঝে। এমন না যে তারা কোয়ারেন্টাইনে খুব সুখে থেকেছে। তারা সব ভোগান্তি হজম করেছে শুধুমাত্র নিজের ও দেশবাসীর ভালোর কথা চিন্তা করে।
এবার দ্বিতীয় দলের দিকে তাকান। এরা কারা?? এরা বেশিরভাগই ওয়ার্কার ভিসা নিয়ে বাইরে যায়। সবাই অশিক্ষিত, অর্ধশিক্ষিত। আপনার কাছে তারা রেমিট্যান্স যোদ্ধা হতে পারে। কিন্তু ভাই, এই লোকগুলোর গোয়ার্তুমির কারণে দেশে যদি একটা মহামারি হয়েই যায়, তবে কি রেমিট্যান্স ধুয়ে ধুয়ে পানি খাবেন?? ঠিক কত বিলিয়ন রেমিট্যান্স হলে আপনি করোনার গণসংক্রমণ রোধ করতে পারবেন??
এলাকায় প্রবাসী থাকলে খেয়াল করবেন, এদের কেউ কেউ কিরকম একটা আলগা ভাব নিয়ে ঘুরে!! তাছাড়া উপরের ঘটনাগুলো অবজার্ভ করলে স্পষ্টই বোঝা যায়, এয়ারপোর্টে উনারা ঠিক কী কারণে হয়রানির শিকার হয়।
শিক্ষার গুরুত্ব বোঝতে পারেন এখন?? আমাদের নৈতিক ও সামাজিক শিক্ষায় যে বিশাল একটা ঘাটতি রয়ে গেছে সেটা অস্বীকার করার উপায় নেই।

23/03/2020

মঙ্গলবার থেকে বাংলাদেশে সেনা মোতায়েন..

আগামী ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে।

ইতালিতে ৯৫ বছর বয়সী এই বৃদ্ধা মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিল!!আজকে সে সম্পুর্ণ সুস্থ হয়েছে...!শুধু মৃত্যুর কথা প্রচার ...
22/03/2020

ইতালিতে ৯৫ বছর বয়সী এই বৃদ্ধা মহিলা করোনা ভাইরাসে আক্রান্ত ছিল!!
আজকে সে সম্পুর্ণ সুস্থ হয়েছে...!
শুধু মৃত্যুর কথা প্রচার না করে আসুন..কিছু আশার বাণীও প্রচার করি..!
#কালেক্টেড

বেড়াতে যাবো,তাই উপহার প্যাক করি।যেসব প্রবাসী ভাইয়েরা কোয়ারান্টাইনে আছেন আগামীকাল তাদের বাসায় বেড়াতে যাবো আমরা  #সিএমপি প...
22/03/2020

বেড়াতে যাবো,তাই উপহার প্যাক করি।
যেসব প্রবাসী ভাইয়েরা কোয়ারান্টাইনে আছেন আগামীকাল তাদের বাসায় বেড়াতে যাবো আমরা #সিএমপি পরিবার।
তাদের জন্যই উপহার পাঠাচ্ছেন আমাদের অভিভাবক #চট্টগ্রাম_মেট্রোপলিটন_পুলিশ কমিশনার জনাব, মোঃ মাহাবুবর রহমান বিপিএম,পিপিএম স্যার।

#সংগৃহীত

22/03/2020
22/03/2020

মাসিক গ্যাস ও বিদ্যুতের বিল দিতে ব্যাংকে না যাওয়ার নির্দেশ দিয়েছে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়। ফেব...

ইতালির প্রধানমন্ত্রী কন্টি - "আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি, আর কী করতে হ...
22/03/2020

ইতালির প্রধানমন্ত্রী কন্টি - "আমরা মহামারীর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমরা শারীরিক ও মানসিকভাবে মারা গেছি, আর কী করতে হবে তা আমরা জানি না। পৃথিবীতে সমস্ত সমাধান শেষ হয়ে গেছে। একমাত্র সমাধান আকাশের কাছে।"

এখনো আমরা করোনা নিয়ে হাসি ঠাট্টা করে যাচ্ছি। একদম সময় নেই আমাদের হাতে। আল্লাহর দোহাই লাগে.. নিজের পরিবারের কাউকে হারানোর আগে সতর্ক হয়ে যান সবাই। নাহলে আমাদের দেশের পরবর্তী দিন গুলো খুব ভয়ানক ভাবে আমাদের জন্য অপেক্ষা করছে। 🙂

নিজে সচেতন হোন এবং সকলকে সচেতন করুণ।আতংকিত না হয়ে সেরা টা দিয়ে চেষ্টা করুণ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাবার জন্য। আপনি...
21/03/2020

নিজে সচেতন হোন এবং সকলকে সচেতন করুণ।আতংকিত না হয়ে সেরা টা দিয়ে চেষ্টা করুণ ভাইরাসের সংক্রমণ থেকে মুক্তি পাবার জন্য। আপনি সচেতন হলে আরেকজন সচেতন হবে আর সবাই সচেতন হলে দেশের মানুষ নিরাপদে থাকবে।

20/03/2020

সেনাবাহিনীর ২টি কোয়ারেন্টাইন ক্যাম্পের নাম্বার-
আশকোনা : ০১৭৬৯০১৩৪২০, ০১৭৬৯০১৩৩৫০
দিয়াবাড়ি: ০১৭৬৯০১৩০৯০, ০১৭৬৯০১৩০৬২

ব্রেকিং নিউজবান্দরবানের নীলাচল পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, কিছুক্ষন আগে। বাতাসের কারণে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে,ফায়ার ...
14/03/2020

ব্রেকিং নিউজ

বান্দরবানের নীলাচল পাহাড়ে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে, কিছুক্ষন আগে। বাতাসের কারণে আগুন খুব দ্রুত ছড়াচ্ছে,ফায়ার সার্ভিস আর সেনাবাহিনী চেষ্টা করছে আগুন নিয়ন্ত্রণে আনার জন্য।

( বিশেষ দ্রব্যষ্ট: এখন পাহাড়ে গাছপালা সব শুকনা আপনারা যারা ফায়ার ক্যাম্পিং করবেন সাবধান)

ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪআজ সোমবারএখন বসন্তকাল১৩ রজব ১৪৪১ হিজরি০৯ মার্চ ২...
08/03/2020

ﺍَﻟﺴَّﻼَﻡْ ﻋَﻠَﻴْــــــــــــــــــــﻜُﻢْ ﻭَ ﺭَﺣْﻤَﺔُ ﺍﻟﻠﮧِ ﻭَﺑَﺮَﻛَﺎﺗُﻪ
আজ সোমবার

এখন বসন্তকাল

১৩ রজব ১৪৪১ হিজরি
০৯ মার্চ ২০২০ ইংরেজি
২৫ ফাল্গুন ১৪২৬ বাংলা।

শুভেচ্ছা ও অভিনন্দন

সত্য, সহজ, সরল ও সুখময় হোক আমাদের আগামী র পথ চলা।

Address

T A Road, Brahmanbaria
Chittagong
3400

Telephone

+8801968876006

Website

Alerts

Be the first to know and let us send you an email when Tour Group of Brahmanbaria posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tour Group of Brahmanbaria:

Videos

Share

Category

Nearby travel agencies


Other Tour Agencies in Chittagong

Show All

You may also like