National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram

National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram Air Ticketing & Visa Support

Call or WhatsApp: 01685709920

(24 hours Available) Office Address: Hotel Agrabad, Ground Floor.

Our main goal is help to people, not businesses.Try our service at least once, then you can understand the quality of our service. Our Services:

• Domestic & International Air Ticket

• International Tour Package

• Visa Processing: Malaysia, Singapore, Dubai, Thailand, India, Srilanka, Australia, Canada, USA, Uk, Germany, Italy, Japan, China. National Travel Guide

(Government Approved Agency)


Air Ticketing & Visa Support Centre

Call or WhatsApp: 01685709920

Feel free to contact us. Agrabad Commercial Area, Chattogram, Bangladesh.

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):✅ এশিয়া:ভ...
17/01/2025

বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা ছাড়াই বা ভিসা-অন-অ্যারাইভাল সুবিধায় ভ্রমণের দেশসমূহ (মোট ৪২টি দেশ ও অঞ্চল):

✅ এশিয়া:

ভুটান: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নেপাল: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মালদ্বীপ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

শ্রীলঙ্কা: ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন (ETA) প্রয়োজন।

কম্বোডিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

পূর্ব তিমুর (টিমর-লেস্টে): ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ আফ্রিকা:

কেপ ভার্দে: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

কমোরোস: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

গিনি-বিসাউ: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মাদাগাস্কার: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মৌরিতানিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

মোজাম্বিক: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

রুয়ান্ডা: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সেশেলস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায় (প্রবেশ পারমিট প্রয়োজন)।

সিয়েরা লিওন: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

সোমালিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টোগো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

লেসোথো: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

✅ ওশেনিয়া:

কুক দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ফিজি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

কিরিবাতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মাইক্রোনেশিয়া: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

নিউয়ে: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সামোয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

টুভালু: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

ভানুয়াতু: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ ক্যারিবিয়ান অঞ্চল:

বাহামাস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

বার্বাডোস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ডোমিনিকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

গ্রেনাডা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

হাইতি: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

জামাইকা: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট কিটস ও নেভিস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ত্রিনিদাদ ও টোবাগো: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

মন্টসেরাট: ভিসা ছাড়াই ভ্রমণ করা যায়।

✅ দক্ষিণ আমেরিকা:

বলিভিয়া: ভিসা-অন-অ্যারাইভাল সুবিধা পাওয়া যায়।

উল্লেখযোগ্য তথ্য:

1. ভ্রমণের আগে নিশ্চিত করুন আপনার পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস রয়েছে।

2. কিছু দেশে প্রবেশের সময় ফেরত টিকিট, আর্থিক সামর্থ্যের প্রমাণ এবং স্বাস্থ্য বীমা প্রয়োজন হতে পারে।

3. প্রতিটি দেশের নির্দিষ্ট প্রবেশ নীতি ও শর্তাবলী সম্পর্কে ভ্রমণের আগে জেনে নিন।

নোট:

এই তথ্য বিভিন্ন উৎস থেকে সংগৃহীত এবং সময়ের সঙ্গে পরিবর্তিত হতে পারে। সঠিক ও হালনাগাদ তথ্যের জন্য সংশ্লিষ্ট দেশের দূতাবাস বা কনসুলেটের সাথে যোগাযোগ করুন।

নিরাপদ ও আনন্দদায়ক ভ্রমণ কামনা করছি!

এটা তেমন কিছু না হংকং এয়ারপোর্ট লবিতে তাঁদের অতীত কেমন ছিল তা তুলে রেখেছে।
16/01/2025

এটা তেমন কিছু না হংকং এয়ারপোর্ট লবিতে তাঁদের অতীত কেমন ছিল তা তুলে রেখেছে।

৩ স্টার, ৫ স্টার এবং ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী:ঠান্ডা আবহাওয়ার সঙ্গে এখন চলছে ভ্রমণেরও মৌসুম। আর অচেনা জায়গায় কয়...
14/01/2025

৩ স্টার, ৫ স্টার এবং ৭ স্টার হোটেলের মধ্যে পার্থক্য কী:

ঠান্ডা আবহাওয়ার সঙ্গে এখন চলছে ভ্রমণেরও মৌসুম। আর অচেনা জায়গায় কয়েক দিনের জন্য ভ্রমণে গেলে হোটেলই ভরসা।

সাধারণত রিভিউ বা রেটিংয়ের ভিত্তিতে গ্রাহকেরা ভ্রমণের আগে হোটেল নির্বাচন করে থাকেন। হোটেলগুলোর নামের পাশেই তা কত তারকাখচিত বা কত স্টার-যুক্ত সে উল্লেখ থাকে। সবাই জানেন, বেশি স্টারের অর্থ হোটেলের সুযোগ-সুবিধাও বেশি। স্টার অনুযায়ী হোটেলগুলোর ব্যবস্থাপনা সম্পর্কেও কিছুটা ধারণা পাওয়া যায়।

কিন্তু বিভিন্ন হোটেলের ‘স্টার’ রেটিং নির্ধারণ করেন কারা! জানলে অবাক হবেন যে, হোটেলের জন্য এককভাবে কোনো স্টার নির্ধারক কমিটি বা সংস্থা নেই পুরো বিশ্বে। বিভিন্ন দেশে বিভিন্ন সংস্থা সমন্বিতভাবে এটি নির্ধারণ করে থাকে।

সাধারণত রুমের আকার, পরিচ্ছন্নতা, সুযোগ-সুবিধা এবং পরিষেবার গুণমানের মতো বৈশিষ্ট্যগুলোকে অন্তর্ভুক্ত করে মানদণ্ডের একটি সেট মূল্যায়ন করা হয় এবং সামগ্রিক পারফরম্যান্সের ওপর ভিত্তি করে হোটেলটিকে র‌্যাঙ্কিং দেওয়া হয়।

বিংশ শতকের গোড়ার দিকে সম্ভবত প্রথম হোটেলগুলোর স্টার রেটিংয়ের প্রচলন শুরু হয়। কারও মতে, উত্তর আমেরিকা এবং ইউরোপের অটোমোবাইল অ্যাসোসিয়েশনের (এএ) হাত ধরে এর সূচনা। আবার কেউ মনে করেন, ফোর্বস ট্রাভেল গাইড সর্বপ্রথম হোটেলের এই রেটিং স্টার সিস্টেম চালু করে।

বর্তমানে উত্তর এবং দক্ষিণ আমেরিকায় হোটেল রেটিং প্রদানের জন্য দায়ী দুটি প্রধান সংস্থা হলো আমেরিকান অটোমোবাইল অ্যাসোসিয়েশন (এএএ) এবং ফোর্বস ট্রাভেল গাইড। অন্যদিকে ইউরোপের হোটেলগুলোর জন্য নিয়োজিত রয়েছে ইউরোপিয়ান হোটেল স্টারস ইউনিয়ন নামক বিশেষ সংস্থা।

হোটেলের রেটিং দেওয়ার ক্ষেত্রে প্রতিটি সংস্থার রয়েছে নিজস্ব মানদন্ড এবং শর্ত। দেখা যাবে, নেপালের একটি পাঁচতারকা হোটেলের চেয়ে যুক্তরাষ্ট্রের কিংবা অস্ট্রেলিয়ার তিন তারকা হোটেলও তুলনামূলকভাবে বেশি অভিজাত এবং বিলাসবহুল।

তবে মোটা দাগে এই স্টার রেটিং সিস্টেমে ওয়ান স্টার থেকে ফাইভ স্টার পর্যন্ত হোটেলগুলোর সাধারণ কিছু বৈশিষ্ট্য রয়েছে। সে সম্পর্কে কিছুটা ধারণা নেওয়া যাক-

ওয়ান স্টার বা একতারকা হোটেল:
ওয়ান স্টার হোটেলে থাকার খরচ তুলনামূলকভাবে খুব কম। বাজেট সাশ্রয়ী হওয়ায় যে কেউ এই হোটেলে উঠতে পারে। এতে আপনি পরিষ্কার ঘর, ঘুমানোর জন্য একটি বিছানা, টয়লেট সুবিধা এবং সর্বোচ্চ গরম ও ঠান্ডা পানির সুবিধা পাবেন। কিন্তু এসব হোটেলের রুম আকারে খুবই ছোট হয়ে থাকে।

টু স্টার বা দুইতারকা হোটেল:
টু স্টার হোটেলের সুবিধা ওয়ান স্টার হোটেলের চেয়ে কিছুটা ভালো। এই ধরনের হোটেলে রুমের আকার একটু বড় হতে পারে। এখানে রাত্রিযাপনের খরচ ১৫০০-২০০০ টাকা পর্যন্ত হতে পারে। এটি ঘুমানোর জন্য একটি ভাল বিছানা, পরিষ্কার বাথরুম, টেবিল-চেয়ার এবং অন্যান্য কিছু সুবিধা দেয়। কিছু হোটেলে টেলিফোন ও টেলিভিশন থাকলেও সেগুলো পুরানো এবং নষ্ট হওয়ার আশঙ্কাই বেশি!

থ্রি স্টার বা তিনতারকা হোটেল:

তিনতারকা হোটেলের রুম আকারে বড় এবং এতে এসি সুবিধা থেকে শুরু করে ওয়াই-ফাই, টিভি সুবিধা সবই থাকে। এছাড়াও রয়েছে পার্কিং সুবিধা। এ হোটেলে থাকতে গেলে দিনপ্রতি অন্তত ৩-৪ হাজার টাকা গুনতে হবে। অনেক তিনতারকা হোটেলে ব্যুফে ব্রেকফাস্ট সুবিধা দেখা যায় এখন।
ফোর স্টার বা চারতারকা হোটেল:

ফোর স্টার হোটেলগুলো স্যুইট রুম এবং বাথটাবের মতো সুবিধা প্রদান করে। এছাড়া ওয়াইফাই, মিনি বার, ফ্রিজ ইত্যাদি সুবিধা দেওয়া হয়। রয়েছে টিভি, সুইমিং পুল, সাইড বার, কফিশপ সহ অন্যান্য ফ্যাসিলিটিজ। এ ধরনের হোটেলে থাকার খরচ কিছুটা বেশি। বাংলাদেশে এখন প্রচুর চারতারকা হোটেল এবং রিসোর্ট গড়ে উঠেছে।

ফাইভ স্টার বা পাঁচতারকা হোটেল:

পাঁচতারা হোটেলে আতিথেয়তার প্রতি বিশেষ নজর দেওয়া হয়। গ্রাহকদের জন্য আরামদায়ক অভিজ্ঞতা নিশ্চিত করতে এখানে জিম, পার্সোনাল হেলথকেয়ার সহ নানা বিলাসবহুল সুবিধা থাকে। ২৪ ঘণ্টা রুম সার্ভিস সুবিধা পাওয়া যায়। এই হোটেলের রুমের আকার অনেক বড় হয়।
সেভেন স্টার বা সাততারকা হোটেল:

ইদানিং কিছু হোটেল নিজেদের সেভেন স্টার বলে দাবি করছে। তবে এই হোটেলের কোনো নির্ধারিত বৈশিষ্ট্য এখনও নেই। এখানকার রুম ভাড়া ও খাবারের খরচ বেশ ব্যয়বহুল।

পৃথিবীর উন্নতম সৌন্দর্যের দেশ হচ্ছে আজারবাইজান এটি হচ্ছে এশিয়া দেশ বাট দেখতে পুরা ইউরোপের মত আপনি হাজার প্রয়োজন ভ্রমণে...
13/01/2025

পৃথিবীর উন্নতম সৌন্দর্যের দেশ হচ্ছে আজারবাইজান এটি হচ্ছে এশিয়া দেশ বাট দেখতে পুরা ইউরোপের মত আপনি হাজার প্রয়োজন ভ্রমণের মাধ্যমে ইউরোপের ঘুরার মজা অনুভব করতে পারবেন

Asslamualaikum, Greetings from National Travel Guide & Rafi Enterprise.🌼Current Tourist Visa Process Price Updated…🇹🇭 Th...
05/01/2025

Asslamualaikum, Greetings from National Travel Guide & Rafi Enterprise.🌼

Current Tourist Visa Process Price Updated…

🇹🇭 Thailand :*5800/-* BDT (15-20 working days)

🇸🇬 Singapore : *6000/-* BDT (08-12 working days)

🇲🇾 Malaysia : *4500/-* BDT (10-13 working days)

🇵🇭 Philippines : *8000/-* BDT (15-20 working days)

🇮🇩 Indonesia Visa Process : *2000/-* BDT (07 working days)

🇻🇳 Vietnam Approval : *7000/-* BDT (10 to 15 Working Days)

National Travel Guide ✈️
(Air Ticketing & Visa Support)

Rafi Enterprise ✈️
(International Air Cargo)

👤Rafiul Islam Rafy : 01685709920 (WhatsApp)

🏛️Hotel Agrabad, Ground Floor, Agrabad Commercial Area, Chattogram.
Beside US Bangla Airlines.✈️

📌 Google Map Location: https://maps.app.goo.gl/E41iJrfsxCgT33wv6

Follow Our Page👉 National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram

Add👉 International Courier Service - Hotel Agrabad - Chattogram Office

Add👉 থাইল্যান্ড-মালেশিয়া-সিংগাপুর ভিসা সাপোর্ট-হোটেল আগ্রাবাদ-চট্টগ্রাম

Add👉 ডোমেস্টিক-ইন্টারন্যাশনাল এয়ার টিকেটিং সার্ভিস

Join👉 Cheapest Air Ticket & Visa Support for Bd Mariner'S ✈️ ⚓

Join👉 Air Ticketing & Visa Support Centre ✈️

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড  থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Vis...
05/01/2025

থাইল্যান্ড ই-ভিসা আবেদন করার পদ্ধতি: সহজ ধাপে ধাপে গাইড

থাইল্যান্ডে ভ্রমণ করতে চান? এখন আবেদন প্রক্রিয়া আরও সহজ! e-Visa পদ্ধতিতে ঘরে বসেই ভিসার জন্য আবেদন করা সম্ভব। নিচে পুরো প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:

---

ধাপ ১: রেজিস্ট্রেশন এবং আবেদন
1. ওয়েবসাইট ভিজিট করুন:
[https://www.thaievisa.go.th](https://www.thaievisa.go.th)।
2. একটি অ্যাকাউন্ট তৈরি করুন:
- একটি অ্যাকাউন্ট থেকে সর্বোচ্চ ১০ জনের আবেদন জমা দেওয়া যাবে।
- পাসপোর্ট বায়োডাটা পেজ এবং ছবি আপলোড করুন (jpg ফাইল, ৩MB এর কম)।
- পাসপোর্ট থেকে তথ্য স্বয়ংক্রিয়ভাবে ফর্মে আসবে। তথ্য সঠিকভাবে যাচাই করুন।
3. তথ্য এবং ডকুমেন্ট আপলোড করুন:
- প্রয়োজনীয় ডকুমেন্টস যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট বা বর্তমান অবস্থানের প্রমাণ আপলোড করুন।
4. ভিসার ধরন নির্বাচন করুন:
ভিসা ফি (টাকা):
- ট্যুরিস্ট ভিসা (সিঙ্গেল এন্ট্রি): ৩,৫০০
- ট্যুরিস্ট ভিসা (মাল্টিপল এন্ট্রি): ১৭,০০০
- অন্যান্য ভিসার বিস্তারিত ফি ও তথ্য ওয়েবসাইটে পাবেন।
5. এম্বেসি নির্বাচন করুন:
- বাংলাদেশ থেকে আবেদনকারীরা শুধুমাত্র ঢাকার রয়্যাল থাই এম্বেসির মাধ্যমে আবেদন করতে পারবেন।

---

ধাপ ২: পেমেন্ট প্রক্রিয়া
1. পেমেন্ট ইনফো সামারি (P*S) শীট:
- আবেদন জমা দেওয়ার পর এটি পাবেন। শীটটিতে QR কোড এবং রেফারেন্স নম্বর থাকবে।
2. পেমেন্ট করুন:
- [Commercial Bank of Ceylon](https://www.combank.net.bd/thaievisa)-এর ওয়েবসাইটে যান।
- ভিসা ফি জমা দেওয়ার পর P*S শীটটি পেমেন্ট প্ল্যাটফর্মে আপলোড করুন।
- পেমেন্ট নিশ্চিত হলে ই-রিসিট ইমেইলে পাঠানো হবে।

---

ধাপ ৩: ভিসা অনুমোদন
1. প্রসেসিং সময়:
- আবেদন প্রক্রিয়ার জন্য অন্তত ১০ কার্যদিবস সময় লাগবে।
- অতিরিক্ত ডকুমেন্ট চাওয়া হতে পারে।
2. ই-ভিসা গ্রহণ:
- ইমেইলের মাধ্যমে অনুমোদিত ভিসা পাবেন।
- ই-ভিসা প্রিন্ট করে থাই ইমিগ্রেশনে দেখান।

---

কী প্রাপ্তি ও সময়সূচি (পয়েন্ট আকারে)

- রেজিস্ট্রেশন:
- অ্যাকাউন্ট এবং পাসওয়ার্ড পাবেন।

- আবেদন জমা দেওয়ার পর:
- P*S শীট (QR কোড এবং পেমেন্ট তথ্য সহ) পাবেন।

- পেমেন্টের পর:
- ই-রিসিট পাবেন।

- অনুমোদনের পর:
- ই-ভিসা / অতিরিক্ত তথ্যের অনুরোধ / আবেদন প্রত্যাখ্যান সংক্রান্ত ই-মেইল পাবেন।

---

থাইল্যান্ড ভ্রমণ এখন আরও সহজ এবং দ্রুত। সময় নষ্ট না করে আজই আবেদন করুন! .

ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 😴 ✈️ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্ত...
04/01/2025

ফ্লাইট মিস হলে কী করবেন? মাথা ঠান্ডা রাখুন! 😴 ✈️

ফ্লাইট মিস করার অভিজ্ঞতা যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই হতাশাজনক। তবে চিন্তা করবেন না! ঠান্ডা মাথায় পরিকল্পনা করলে আপনি সহজেই পরিস্থিতি সামাল দিতে পারবেন। এখানে কয়েকটি কার্যকর টিপস রইলো:
---
১. দ্রুত এয়ারলাইন্সের সাথে যোগাযোগ করুন
👉 যা করবেন:
ফ্লাইট মিস করার সঙ্গে সঙ্গেই এয়ারলাইন্সের কাস্টমার কেয়ার বা অ্যাজেন্টের সাথে যোগাযোগ করুন।
👉 কেন জরুরি?
- এয়ারলাইন্স অনেক সময় “No Show” ফি কেটে পরবর্তী ফ্লাইটে জায়গা দেয়।
- কিছু ক্ষেত্রে, Standby List-এ আপনাকে রাখা হতে পারে।
---
২. টিকিটের নিয়ম জানুন
👉 ফ্লেক্সিবল টিকিট কিনেছেন?
আপনার টিকিট যদি ফ্লেক্সিবল বা রিফান্ডেবল হয়, তাহলে ফ্লাইট মিসের পরও টিকিট পরিবর্তন বা রিফান্ড পাওয়ার সুযোগ থাকতে পারে।
👉 বাজেট এয়ারলাইন্সের টিকিট?
বাজেট এয়ারলাইন্সের টিকিট সাধারণত Non-Refundable। তবে তাদের সাথে কথা বলে কম খরচে বিকল্প ব্যবস্থা করা যেতে পারে।
---
৩. এয়ারপোর্টে থাকুন এবং সাহায্য চেয়ে নিন
👉 এয়ারলাইন ডেস্কে যান:
বিমানবন্দরে এয়ারলাইন কাউন্টারে গিয়ে আপনার সমস্যা জানান।
👉 কেন দরকার?
- এয়ারলাইন কখনো কখনো বিশেষ পরিস্থিতিতে ওয়েভার দেয়।
- তারা আপনাকে নিকটবর্তী ফ্লাইটের জন্য সাহায্য করতে পারে।
---
৪. নতুন ফ্লাইট বুকিং নিয়ে ভাবুন
👉 বিকল্প ফ্লাইট দেখুন:
- এয়ারলাইন্সের অ্যাপ/ওয়েবসাইটে নতুন ফ্লাইটের খোঁজ নিন।
- ট্রাভেল এজেন্টের মাধ্যমে দ্রুত ব্যবস্থা করতে পারেন।
👉 কম খরচের উপায়:
- যদি হাতে সময় থাকে, তাহলে ভিন্ন কানেক্টিং রুট বা বাজেট এয়ারলাইন্সের দিকে নজর দিন।
---
৫. ভিসা এবং হোটেল চেক করুন
👉 কী করবেন:
ফ্লাইট মিস হলে ট্রানজিট ভিসা লাগতে পারে। এছাড়াও হোটেল বুকিং এর শর্তাবলী চেক করুন।
👉 পরামর্শ:
আপনার ভিসার মেয়াদ এবং হোটেলের ক্যান্সেলেশন পলিসি জানুন।
---
৬. মাথা ঠান্ডা রাখুন এবং সঠিক সিদ্ধান্ত নিন
👉 নিজেকে দোষারোপ করবেন না।
👉 পরিকল্পিতভাবে সিদ্ধান্ত নিন।
---

# # # শেয়ার করে জানিয়ে দিন!
এই টিপসগুলো যেকোনো ভ্রমণকারীর জন্য খুবই কাজে আসতে পারে। তাই বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না.

আপনার অভিজ্ঞতা আমাদের জানাতে কমেন্ট করুন! 😊

অ্যামেরিকার দুই যুবকের বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে। তারা যে বাসায় থাকতেন, সেটা ছিলো অনেক বড় বাসা। গেস্টরুম প্রায়ই খালি থ...
04/01/2025

অ্যামেরিকার দুই যুবকের বাসা ভাড়া দিতে সমস্যা হচ্ছে। তারা যে বাসায় থাকতেন, সেটা ছিলো অনেক বড় বাসা। গেস্টরুম প্রায়ই খালি থাকতো।
সান ফ্রান্সিসকো শহরে তখন অনেক কনফারেন্স হয়। বিভিন্ন জায়গা থেকে মানুষ ২/৩ দিনের জন্য এখানে আসে। হোটেল ভাড়া অনেক বেশি।

ব্রায়ান এবং জয় গেবিয়া নামের দুই যুবক প্ল্যান করলেন - তারা অতিথিদের জন্য রুম ভাড়া দিবেন। হোটেলের চেয়ে কম টাকায় ভাড়া, সাথে ওয়াইফাই এবং ব্রেকফাস্ট।

প্রথমদিকে তারা ভালোই সাড়া পান। নিজেদের বাসার এক রুম ২/৩ দিনের জন্য ভাড়া দিয়ে দেখা যেতো মাসে তাদের বাসা ভাড়ার অর্ধেক উঠে আসতো।

প্রত্যেকের বাসায়ই তো গেস্টরুম আছে। বাইরের অতিথি এসে হঠাৎ কারো বাসায় থাকবে, এটা কি অন্যরা ভালোভাবে নিবে?
এই আইডিয়া কি সবার মাঝে ছড়িয়ে দেয়া যায়? তারা ওয়েবসাইট তৈরি করলেন। দেখলেন অনেকেই আগ্রহী।

সালটা ২০০৭।
অতঃপর রাজনৈতিক ক্যাম্পেইন, বিভিন্ন সেমিনার সব মিলিয়ে এই আইডিয়া বেশ জনপ্রিয় হয়। অনেকেই বাড়তি ইনকামের জন্য বাসার এক রুম এভাবে রাখে যেন ‘ভাড়া’ দিতে পারে। এটা সাবলেট না, তারচেয়েও লাভজনক ব্যবসা।

গত ১৭ বছর ধরে ব্রায়ান এবং জো গেবিয়া সেই আইডিয়া পুরো বিশ্বে ছড়িয়ে দেন। তাদের সাথে পার্টনার হিশেবে যুক্ত হন নাথান। তাদের কোম্পানির নাম ‘Airbnb’।

২০২৩ সালে এই ব্যবসার মোট আয় হয় ৯.৯২ বিলিয়ন ডলার।
বাংলাদেশে টেলিফোন কোম্পানির মধ্যে সবচেয়ে বেশি আয় করে গ্রামীণফোন। Airbnb –এর বার্ষিক আয় গ্রামীণফোনের চেয়ে ৩ গুণ বেশি!
পৃথিবীর ১ লক্ষ শহরে Airbnb আছে; এমনকি আমাদের ঢাকা-কক্সবাজারেও আছে।

ব্রায়ানদের বিজনেস আইডিয়াটি দেখুন। তারা একটা সমস্যায় পড়েছে, সেটা থেকে উত্তরণের জন্য এমন একটি প্ল্যান বের করলো, যা দুনিয়ার পর্যটকদের আবাসন সমস্যা দূর করে দিলো!

আপনি পৃথিবীর যে শহরেই যাবেন না কেনো, Airbnb পাবেন।
উদ্যোক্তা হওয়ার স্বপ্ন দেখলে আপনার আশেপাশের সমস্যা দেখুন। পৃথিবীর বেশিরভাগ উদ্যোগই সমস্যা থেকেই সমাধানের রাস্তা দেখিয়েছে।

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অবসরপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল কাশেম  ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন ...
04/01/2025

ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।অবসরপ্রাপ্ত ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) আবুল কাশেম ইন্তেকাল করেছেন। তিনি দীর্ঘদিন চট্টগ্রামের বিভিন্ন থানায় ইন্সপেক্টর এর দায়িত্ব পালন করেছেন

সামান্য একটা পাখির ধাক্কায় কয়েকশ টনের এরোপ্লেন কিভাবে ভেঙে পড়ে! পাখির ধাক্কায় প্লেন ভেঙে পড়ার ঘটনা খুব বিরল হলেও, কিছু ন...
02/01/2025

সামান্য একটা পাখির ধাক্কায় কয়েকশ টনের এরোপ্লেন কিভাবে ভেঙে পড়ে!
পাখির ধাক্কায় প্লেন ভেঙে পড়ার ঘটনা খুব বিরল হলেও, কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে পাখির ধাক্কা এরোপ্লেনের জন্য ধ্বংসাত্মক হতে পারে।
আসল কারণ হল প্লেনের প্রচন্ড গতি, আকাশে এরোপ্লেন নূন্যতম ১৫০-২৫০ মিটার প্রতি সেকেন্ড বেগে গতিশীল থাকে, কখনও আরও বেশি, এইজন্য ১ থেকে ৫ কেজির একটি পাখির ধাক্কা কামানের গোলার মত আঘাত করে।
এরফলে দুটি ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয় - এরোপ্লেনে জেট এঞ্জিনের রোটরের ব্লেডগুলো প্রচন্ড বেগে (কয়েক হাজার আরপিএমে) ঘোরে এবং বাতাসের বিশাল শক্তিশালী একটা ঝটকা তৈরি করে, ফলে এঞ্জিনের সামনে কোন পাখি চলে এলে বেশিরভাগ ক্ষেত্রেই পাখি জেট এঞ্জিনের রোটর ব্লেডে আঘাত করে, এতে অনেক ক্ষেত্রেই এক বা একাধিক ব্লেড ভেঙ্গে যায় এবং সেই ভাঙ্গা ব্লেড গুলোর সঙ্গে ঘুরন্ত ব্লেড গুলোর ধাক্কা লেগে অন্য ব্লেডগুলো ও ভেঙে যায় অথবা ক্ষতিগ্রস্ত হয়, এতে পুরো জেট এঞ্জিন কার্যকারিতা হারিয়ে ফেলে যা দুর্ঘটনার মূল কারণ।
যদিও বড় এরোপ্লেনে একাধিক এঞ্জিন থাকে, একটা এঞ্জিনের ক্ষতি হলে সামাল দেওয়া যায়, তবে বিমানবন্দরে প্লেন ওঠা-নামার সময় এরোপ্লেন অনেকসময় পাখির ঝাঁকের সম্মুখীন হতে পারে, বা আকাশে উচুঁতে ওড়ার সময় পরিযায়ী পাখিদের ঝাঁকের সম্মুখীন হতে পারে, ফলে একাধিক এঞ্জিনে পাখি ঢুকে সমস্ত এঞ্জিন বন্ধ হয়ে যায়, তখন আর কিছু করার থাকেনা।
এরোপ্লেনের বডি ও কন্ট্রোল সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়া: এরোপ্লেনের পাখা, নোজ, বা রাডারের মতো গুরুত্বপূর্ণ অংশে পাখি আঘাত করলে এর গঠনগত স্থিতিশীলতা ক্ষতিগ্রস্ত হতে পারে।
ককপিট উইন্ডো ভেঙে যাওয়া: আকাশে উচুঁতে ওড়ার সময় পরিযায়ী পাখিদের আঘাতে ককপিটের উইন্ডো ভেঙে যায়, যা এরোপ্লেনের ভিতরে বাতাসের চাপের কারণে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া ঘটায়, পাইলটদের কাজে বাধা সৃষ্টি করে এবং নিরাপদে এরোপ্লেনকে নিরাপদে নামানো কঠিন হয়ে উঠতে পারে।
আবার এরোপ্লেনের ডানায় তেলের ট্যাঙ্ক থাকে, যেটা পাখির আঘাতে ফুটো হয়ে যেতে পারে, তাতে প্লেনে আগুন ধরে যেতে পারে।

সংগৃহিত- বিজ্ঞানকথা

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেট...
01/01/2025

ক্যাথে প্যাসিফিকের একটি বিমান হংকং থেকে ২০২৫ সালের পয়লা জানুয়ারির রাত ১২টা ২১ মিনিটে যাত্রা শুরু করে। নির্ধারিত সময়ে সেটি যখন যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে পৌঁছায়, তখনও সেখানকার ঘড়ির কাঁটায় বাজে ৩১ ডিসেম্বর রাত ৮টা ৩৩ মিনিট। অর্থাৎ ২০২৫ সালে রওনা দেওয়া বিমানটি পৌঁছায় ২০২৪ সালে।

এই ঘটনাটি মূলত পৃথিবীর সময় অঞ্চলের পার্থক্যের কারণে ঘটে। হংকং গ্রিনিচ মান সময় (GMT) থেকে ৮ ঘণ্টা এগিয়ে আর লস অ্যাঞ্জেলস ৮ ঘণ্টা পিছিয়ে। ফলে হংকংয়ে ২০২৫ সাল শুরু হলেও লস অ্যাঞ্জেলস তখনও ২০২৪ সালের শেষ রাত কাটাচ্ছিল। ফলে বিমানের যাত্রীরা দুইটি ভিন্ন স্থানে ১৬ ঘণ্টার ব্যবধানে দুইবার নববর্ষ উদযাপনের সাক্ষী হয়।

Please pray for them 🙏FIVE PLANE CRASH IN JUST ONE WEEK😭🙏a heartbreaking series of aviation accidents. Please Pray for t...
31/12/2024

Please pray for them 🙏
FIVE PLANE CRASH IN JUST ONE WEEK😭🙏
a heartbreaking series of aviation accidents.
Please Pray for them 🙏

1. Azerbaijan Airlines Flight 28243 - Embraer ERJ-190AR, plane crashed, suspected shot down, 38 fatalities.

2. Jeju Air Flight 2216 - Boeing 737-800, crashed landing, landing gear malfunction, suspected caused by a bird stucked in the landing gear - 179 fatalities.

3. KLM Flight 1204 - Boeing 737-800, skidded shortly after takeoff in Oslo, hydraulic failure, no fatalities.

4. Air Canada 2259 - Dash 8-400, caught fire during an emergency landing after its landing gear malfunctioned, skidding along the runway at Halifax Airport in Nova Scotia, Saturday night, no fatalities.

5. A light aircraft belonging to Jazirah Aviation Club crashed into the sea off the coast of Ras Al Khaimah in the United Arab Emirates. Tragically, both the pilot and co-pilot lost their lives in the accident.






 #যারা_আমেরিকা_যাওয়ার_চেষ্টা_করছেন লেখাটি তাদের জন্য... আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক মানেই USA না। শুধুমাত্র নিউইয়র...
31/12/2024

#যারা_আমেরিকা_যাওয়ার_চেষ্টা_করছেন লেখাটি তাদের জন্য...

আমেরিকা একটি বিশাল দেশ। নিউ ইয়র্ক মানেই USA না। শুধুমাত্র নিউইয়র্ক দিয়ে USA কে বিচার করবেন না, নতুন যারা USA আসছেন, দয়া করে New York এ স্হায়ী বসবাসের চিন্তা করবেন না। জীবনে অনেক পিছিয়ে যাবেন। সেজন্যই বলছি, সবকিছুর আগে Driving শিখুন, learn how to do parallel parking. সম্ভব বলে বাংলাদেশ থেকেই driving শিখে আসুন। driving শুধু ১ জনের শিখলে হবে না। ১৮ বৎসর বা তার উপরের পরিবারের প্রতিটি (each and everyone) সদস্যকেও গাড়ী চালানো শিখতে হবে।

আমেরিকাতে যতটি মাথা, তার চেয়ে গাড়ীর সংখ্যা আরও বেশী। কারণ প্রতিটি লোকের অন্তত ১টি করে গাড়ী আছে, কারো কারো প্রতিজনের ৩/৪টি বা তারও বেশী গাড়ী রয়েছে। এখন আন্দাজ করুন গাড়ীর সংখ্যাটি কত হতে পারে। New York ছাড়া অন্য stateগুলোতে স্হায়ী বসবাসের চিন্তা করুন। আমেরিকাকে ভালভাবে চিনতে হলে New York থেকে বের হয়ে আসুন।

আরেকটি জিনিস মনে রাখবেন ঢাকা যেমন বাংলাদেশের সবচেয়ে বড় শহর এবং ঢাকাকে কেন্দ্র করেই বাংলাদেশের সবকিছু। কিন্তু আমেরিকাতে এরকম নয়। New York আমেরিকার সবচেয়ে বড় শহর, এটা সত্য কিন্তু আমেরিকার সবকিছু New York কেন্দ্রিক নয়। New York এ যেসব সুযোগ সুবিধা, আমেরিকার সব state এই এগুলো রয়েছে (শুধুমাত্র পরিবহন ব্যবস্হা ছাড়া)। যেমন আমেরিকার ৫০টি state এই বিশ্বমানের হাসপাতাল থেকে শুরু করে, বিশ্বমানের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালযসহ সবকিছুই রয়েছে। তাই আমেরিকার যে কেন state এ নির্ভয়ে থাকতে পারেন। সব state এর নিরাপত্তা ব্যবস্হা একই রকম। বাংলাদেশে যেমন ভাল চিকিৎসা এবং ভাল পড়াশুনাসহ সবকিছুর জন্য ঢাকা আসতে হয়, আমেরিকাতে এগুলোর জন্য New York আসতে হবে না। সুতরাং feel free to stay anywhere in USA.

সস্তা বাড়ীঘরের জন্যঃ Ohio, Indiana, Texas, Georgia, Buffalo (New York), Minnesota, Wisconsin

মোটামুটি সস্তা বাড়ীঘরের জন্যঃ Arizona, Oregon, Michigan, North Carolina, South Carolina, Florida, Tennessee.

দামী বাড়ীঘরের জন্যঃ New York City, New Jersey, California, Seattle (Washington), Maryland, Virginia, Massachusetts, Connecticut. Total eastern side of America are expensive.

Lot of Bangladeshi people lives: New York City, Michigan, Texas, Maryland, Virginia, Florida, California,

Asheville (North Carolina) is a beautiful city but you can rarely find any Bangladeshi there. It’s scenic beauty is wonderful.

The states where only few Bangladeshis but these states are beautiful and living costs could be low:
Utah, Iowa, Montana, Idaho, Kansas, Kentucky, Arkansas, Oklahoma, North Dakota and South Dakota.

গরম আবহাওয়ার জন্যঃ Florida, Arizona, Georgia, Tennessee, Alabama, Texas, Arkansas.

ঠান্ডা আবহাওয়ার জন্যঃ Buffalo( New York), Michigan, Minnesota, New York City, New Jersey and entire eastern side of America, Chicago, Ohio, Indiana, Pennsylvania, Wisconsin, Massachusetts.

আমেরিকা খুব একটি সুন্দর দেশ, মানবাধিকারের দেশ, আইনের শাসনের দেশ, সুচিকিৎসার দেশ, ভালোমানের পড়াশুনা পরিষ্কার পরিচ্ছন্নতার দেশ, সত্য কথা বলার দেশ, প্রচুর চাকুরী পাবার দেশএবং কঠোর পরিশ্রমের দেশ।আপনি যদি সৎ থাকেন, পুরো আমেরিকা আপনার জন্য। অসৎ, অলস এবং আরামপ্রিয়দের জন্য আমেরিকাতে না আসাই ভাল। আরামপ্রিয়দের জন্য সর্বোত্তম স্হান হলো বাংলাদেশ। তবে আমেরিকাতেও কিছু দুর্নীতি আছে কিন্তু কোন রকম দুর্নীতির জন্য যদি একবার ধরা পড়েন, তাহলে জীবন শেষ।

বিমানের আন্তর্জাতিক রুটটিও পতেঙ্গার উপর দিয়ে ... আলহামদুলিল্লাহ। এভাবে সিডিউল করে বিমান যাতায়াত বাংলার আকাশে অবিরত পতেঙ্...
26/12/2024

বিমানের আন্তর্জাতিক রুটটিও পতেঙ্গার উপর দিয়ে ... আলহামদুলিল্লাহ।
এভাবে সিডিউল করে বিমান যাতায়াত বাংলার আকাশে অবিরত পতেঙ্গার উপর দিয়ে দেখতে পাবেন।
এর বেশীরভাগ বিমান মধ্যপ্রাচ্যের কাতার দুবাই হয়ে চিন বা জাপান অস্ট্রেলিয়া যাতায়াত করে। বিমানগুলো ৩৪-৪০ হাজার ফুট উচ্চতায় চলাচল করায় বেশীরভাগ সময় আওয়াজ শুনা যায়না এবং কম দৃশ্যমান। শুধু ফ্লাইট ট্রাকিং এ দেখা সম্ভব।
নিচের লিংকে সহজেই ফ্লাইট গুলো দেখা যাবে >>>

https://www.flightradar24.com/21.72,91.72/6

বিপিএল ২০২৫ এ এ ঢাকা ক্যাপিটালস এর সাথে স্পন্সর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে Turkish Airlines. এবং টার্কিশ এয়ারলাইন্সের ব্র্...
18/12/2024

বিপিএল ২০২৫ এ এ ঢাকা ক্যাপিটালস এর সাথে স্পন্সর হিসাবে চুক্তিবদ্ধ হয়েছে Turkish Airlines.

এবং টার্কিশ এয়ারলাইন্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে চুক্তিবদ্ধ রয়েছেন Burak Özçivit
সুতরাং Burak Özçivit আবারও বাংলাদেশে আসার জোর সম্ভাবনা রয়েছে। এমনকি Dhaka Capitals official fan club এর অফিসিয়াল পেইজও এমনই ইঙ্গিত করেছে....

প্রথম রিকশা আসে চট্টগ্রামে, এরপর ঢাকায়মিয়ানমারের রেঙ্গুনে ততদিনে রিকশা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে বাংলাপিডিয়ায় উল্ল...
17/12/2024

প্রথম রিকশা আসে চট্টগ্রামে, এরপর ঢাকায়
মিয়ানমারের রেঙ্গুনে ততদিনে রিকশা বেশ জনপ্রিয় হয়ে উঠেছে বলে বাংলাপিডিয়ায় উল্লেখ করা হয়।

কথিত আছে সেই রেঙ্গুন থেকেই চট্টগ্রামে প্রথম রিকশা আসে ১৯১৯ সালের দিকে।

এরপর রিকশা আসে ঢাকায়। তবে ঢাকার রিকশা এসেছিল ভারতের কলকাতা থেকে। ১৯৩০ এর দশকে।

এ কারণে দুই রিকশার কাঠামোগত বৈশিষ্ট্য ছিল আলাদা।

তবে মুনতাসির মামুনের গবেষণা প্রবন্ধে এই সময়কাল কিছুটা ভিন্নভাবে উল্লেখ আছে। সেখানে বলা হয়েছে ১৯৩০ এর দশকে কলকাতায় প্যাডেল চালিত সাইকেল রিকশা চালু হয়েছিল।

এরপর ১৯৩০ এর দশকের মাঝামাঝি সেই রিকশা বাংলাদেশে আসে এবং ১৯৩৭ সালে আসে ঢাকায়। বাংলাদেশে শুরু থেকে এই সাইকেল রিকশার প্রচলন ঘটে, মানুষের হাতে টানা রিকশা নয়।

মুনতাসির মামুন বলেছেন, সিঙ্গাপুরে গত শতকের ত্রিশের দশকে ব্যাপক হারে সাইকেল রিকশা চালু করা হয়। সেখান থেকে ঢাকাসহ এশিয়ার বিভিন্ন শহরে ছড়িয়ে পড়ে।

অন্যদিকে মোমিনুল হকের আত্মজীবনীতে এ সম্পর্কে নির্দিষ্ট তথ্য পাওয়া গিয়েছে। তিনি জানিয়েছেন, ১৯৪০ সালের জানুয়ারি বা ফেব্রুয়ারিতে নারায়ণগঞ্জের পাট কোম্পানি রেলি ব্রাদার্সের এক কেরানী কলকাতা থেকে একটি রিকশা নারায়ণগঞ্জে নিয়ে আসেন।

তার মতে, "এর আগে পূর্ববঙ্গে কেউ রিকশা দেখেনি।"

প্রথম রিকশার মালিক ছিলেন যদু গোপাল দত্ত। প্রথম রিকশা চালকের নাম নরেশ বলে মোমিনুল হকের আত্মজীবনীতে উল্লেখ আছে।

এরপর যদু গোপাল দত্তের প্রতিবেশী শিশির মিত্র ৪টি রিকশা আমদানি করেন। সেই থেকেই অল্প অল্প করে রিকশা আমদানি শুরু হয়।

হাতে টানা কিছু রিকশাও আমদানি করা হয়েছিল কিন্তু তাতে বিরূপ প্রতিক্রিয়া হওয়ায় পৌরসভা তা বন্ধ করে দেয়।

মূলত আমদানি করা রিকশাগুলোয় চেইন লাগানো ছিল বলে বইটিতে উল্লেখ করা হয়। যেন মানুষের পরিশ্রম কম হয়।

বাংলাপিডিয়া বলছে, নারায়ণগঞ্জ এবং নেত্রকোনা শহরে বসবাসরত ইউরোপীয় পাট রপ্তানিকারকরা তাদের ব্যক্তিগত ব্যবহারের জন্য, ১৯৩৮ সালে প্রথম কলকাতা থেকে চেইন লাগানো রিকশা আমদানি করে।

এরপর ঢাকার সূত্রাপুর এলাকার একজন বাঙালি জমিদার এবং ওয়ারীর এক গণ্যমান্য ব্যক্তি রিকশা কিনে ঢাকায় প্রচলন করেন বলে জানা যায়।

এভাবেই বাংলাদেশে রিকশা চলাচল শুরু হয়।

এ পরিপ্রেক্ষিতে বলা যেতে পারে ঢাকায় রিকশা প্রচলিত হয়েছে ১৯৪০ সালে বা তার কিছু পরে।

তবে তখনও রিকশা তেমন একটা জনপ্রিয় বাহন হয়ে ওঠেনি।

পৌরসভার রেকর্ড মতে ১৯৪১ সালেও ঢাকায় রিকশার সংখ্যা ছিল মাত্র ৩৭টি। ১৯৪৭ সালে সেটি বেড়ে ১৮১টিতে দাঁড়ায়।

১৯৫১ সালের আদমশুমারি অনুযায়ী ঢাকার জনসংখ্যা ছিল মাত্র চার লাখ। কিন্তু ১৯৯৮ সালে, শহরের জনসংখ্যা বৃদ্ধি পেয়ে ৮০ লাখে গিয়ে দাঁড়ায় এবং নিবন্ধভুক্ত রিকশার সংখ্যা দাঁড়ায় ১,১২,৫৭২-এ।

সে বছর বাংলাদেশের অন্যান্য সব জেলায় রিকশার সংখ্যা ২,৭৪,২৬৫ এবং দেশের গ্রামাঞ্চলে এর মোট সংখ্যা ছিল ৯১,০৪০টি। এরপর ধীরে ধীরে এই সংখ্যা বাড়তেই থাকে।

ঢাকাতে প্রথম রিকশার লাইসেন্স ১৯৪৪ সালের দিকে দেয়া হয় বলে জানা গেছে।

ছবি ও তথ্য – বিবিসি ডট কম
゚ ゚ #হাতেটানারিকশা

সিঙ্গাপুর বনাম হংকং: কোথায় আয় বেশি? 💰বিদেশে কাজ করতে আগ্রহী? 🤔 সিঙ্গাপুর ও হংকং, দু'টি দেশই প্রবাসীদের জন্য জনপ্রিয় গ...
17/12/2024

সিঙ্গাপুর বনাম হংকং: কোথায় আয় বেশি? 💰

বিদেশে কাজ করতে আগ্রহী? 🤔 সিঙ্গাপুর ও হংকং, দু'টি দেশই প্রবাসীদের জন্য জনপ্রিয় গন্তব্য। তবে কোন দেশ আপনাকে বেশি আয়ের সুযোগ দিতে পারে? চলুন জানি!

💼 সিঙ্গাপুরের আয়ের সুযোগ:

গড় মাসিক বেতন: ৪,৫০০-৬,০০০ SGD (বাংলাদেশি টাকায় প্রায় ৩.৬-৪.৮ লক্ষ)

কম ট্যাক্স রেট এবং সুবিধাজনক কাজের পরিবেশ।

আইটি, ফিন্যান্স, এবং হসপিটালিটি সেক্টরে উচ্চ আয়ের সুযোগ।

💼 হংকংয়ের আয়ের সুযোগ:

গড় মাসিক বেতন: ২০,০০০-৩০,০০০ HKD (বাংলাদেশি টাকায় প্রায় ২.৮-৪.২ লক্ষ)

বিশ্বমানের ব্যাংকিং ও ফাইন্যান্স সেক্টরে কাজের চাহিদা।

জীবনযাত্রার খরচ তুলনামূলক বেশি, কিন্তু আয়ের সম্ভাবনাও উঁচু।

কোথায় যাবেন?

আয় চান বেশি: হংকংয়ের সুযোগ বিবেচনা করতে পারেন।

ব্যালেন্সড জীবন চান: সিঙ্গাপুর হতে পারে আপনার জন্য সেরা।

Address

Hotel Agrabad, Ground Floor, Agrabad Commercial Area, Chattogram
Chittagong
4210

Telephone

+8801685709920

Website

Alerts

Be the first to know and let us send you an email when National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to National Travel Guide • Air Ticketing & Visa Support Centre, Chattogram:

Share

Category