09/11/2020
#মাত্র_২৫০০_টাকায় তিন তারকা মানের হোটেলে অবস্থান সহ সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ।
ইতিমধ্যে আমাদের ১৫ টি আসন বুকিং হয়ে গিয়েছে। যারা এখনো কনফার্ম করেননি দ্রুত কনফার্ম করে ফেলুন। আগে কনফার্ম করলে আগে সিট।
🍀 ভ্রমণের সময়কাল - ১ রাত ২ দিন।
🍀 আগামী ২৬শে নভেম্বর রাতে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিবো এবং ২৮শে নভেম্বর বিকেল ৫ টায় কক্সবাজার থেকে রওনা দিবো।
#ইভেন্টের দর্শনীয় স্থানসমূহঃ
🍀 কক্সবাজার সমুদ্র সৈকত
🍀 সুগন্ধা বীচ
🍀 লাবনী বীচ
🍀 কলাতলী বীচ
🍀 ইনানি বীচ
🍀 হিমছড়ি
🍀 মেরিন ড্রাইভ রোড
🍀 আমাদের এই ইভেন্টে কাপল, ফ্যামিলি, ছেলে, মেয়ে সহ যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।
✅ ভ্রমনের সময়ঃ ২৬-২৭-২৮ নভেম্বর ২০২০ খ্রিঃ।
✅ ভ্রমন খরচঃ ২৫০০ টাকা জনপ্রতি, কাপল হলে জনপ্রতি ৩০০০ টাকা।
৫বছরের উপরে বাচ্চার জন্য ৭৫০ টাকা। কাপল রুম বাদে প্রতি রুমে ৪ জন শেয়ারিং করতে হবে, অন্যথায় আপনি যদি একা থাকতে চান ১০০০ টাকা অতিরিক্ত পেমেন্ট করতে হবে।
িনঃ ২৬শে নভেম্বর ১২ টায় চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে যাত্রা শুরু। ২৭ তারিখ ভোরে আমরা পৌঁছে যাব কক্সবাজার। সরাসরি চলে যাবো হোটেলে। হোটেলে চেক ইন করে ফ্রেশ হয়ে সকালের নাস্তা। নাস্তা শেষ করে নিজের মত করে ঘুম অথবা বিশ্রাম অথবা ঘুরাঘুরি করে নিবেন। দুপুরে ২টায় আমাদের নির্দিষ্ট করা হোটেলে মধ্যাহ্ন শেষ করে নিজেদের মত ঘোরাফেরা করবেন। বিকেল ৫ টায় সৈকতে গিয়ে সূর্যাস্ত উপভোগ করবো আড্ডা সাথে। আড্ডা শেষ করে নাস্তার জন্য চলে আসবো রেস্টুরেন্ট এ। নাস্তা শেষ করে নিজেদের মত আনন্দ উপভোগ করে রাত ৯.৩০ এ চলে আসবেন রাতের খাবার খেতে আমাদের নির্দিষ্ট করা হোটেলে।
িনঃ ভ্রমণের ২য় দিন সকালে কক্সবাজারে মনোমুগ্ধকর ভোর উপভোগ করতে চলে যাব আমরা । এরপর হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে সকালের নাস্তা শেষ করে চলে যাবো বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান কক্সবাজার এর মেরিন ড্রাইভ রোড দিয়ে হিমছড়ি এবং ইনানি বীচে। সেখান থেকে এসে মধ্যাহ্ন ভোজের জন্য আমরা চলে যাব আবার আমাদের নির্দিষ্ট করে দেওয়া হোটেলে। মধ্যাহ্ন ভোজ শেষ করে আমরা বেরিয়ে পড়বো শপিং এ। শপিং শেষে ফ্রেশ হয়ে নাস্তা করে বিকেল ৫.০০ টায় চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা করব।
❐যা যা থাকছে ভ্রমণের এর মধ্যে
১) চট্টগ্রাম- কক্সবাজার- চট্টগ্রাম বাসের টিকেট (নন এসি)।
২) ২ দিন ও ১ রাত কক্সবাজার থাকা।
৩) ৩ বেলা খাবার, ৪