16/10/2024
দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। সম্প্রতি মিরসরাইয়ে স্মরনকালের ভয়াবহ বন্যার পর মহামায়া লেক কচুরিপানা ও ময়লায় ভরে উঠে। তা গত ২ অক্টোবর বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমসহ বন বিভাগ ও ইজারাদারের সমন্বয়ে পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার কয়েকদিন পর আবারো লেক ভরে উঠেছে কচুরিপানায়। তাই আগামী শুক্রবার ১৮ অক্টোবর আবারো পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিম।