মহামায়া কায়াকিং এন্ড ক্যাম্পিং পয়েন্ট

  • Home
  • Bangladesh
  • Chittagong
  • মহামায়া কায়াকিং এন্ড ক্যাম্পিং পয়েন্ট

মহামায়া কায়াকিং এন্ড ক্যাম্পিং পয়েন্ট A Wonderful tourist spot to enjoy kayaking with crystal clear lake-water & eye-catching natural beau

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। সম্প্রতি মিরসরাইয়ে স্মরনকালের ভয়াবহ বন্যার পর মহামায়া লেক কচুরিপানা ও ময়লায় ভ...
16/10/2024

দেশের দ্বিতীয় বৃহত্তম কৃত্রিম লেক মহামায়া। সম্প্রতি মিরসরাইয়ে স্মরনকালের ভয়াবহ বন্যার পর মহামায়া লেক কচুরিপানা ও ময়লায় ভরে উঠে। তা গত ২ অক্টোবর বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিমসহ বন বিভাগ ও ইজারাদারের সমন্বয়ে পরিষ্কার করা হয়। পরিচ্ছন্নতার কয়েকদিন পর আবারো লেক ভরে উঠেছে কচুরিপানায়। তাই আগামী শুক্রবার ১৮ অক্টোবর আবারো পরিষ্কার পরিচ্ছন্নতার উদ্যোগ নিয়েছে বিডি ক্লিন মিরসরাই উপজেলা টিম।

খৈয়াছড়া ঝর্না শুক্রবার থেকেপর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে **************************মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্নার ঝুঁকিপূ...
03/10/2024

খৈয়াছড়া ঝর্না শুক্রবার থেকে
পর্যটকদের জন্য উন্মুক্ত হচ্ছে
**************************
মিরসরাইয়ের খৈয়াছড়া ঝর্নার ঝুঁকিপূর্ণ পাথর অপসারণের পর আগামী শুক্রবার (৪ অক্টোবর) পর্যটকদের জন্য উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। আজ বুধবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম উত্তর বন বিভাগের বারৈয়াঢালা রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা আশরাফুল আলম। এর আগে গত শুক্রবার খৈয়াছড়া ঝর্নায় পাথর প'ড়ে পর্যটক নি'হ'ত হওয়ার পরদিন শনিবার থেকে ঝর্নায় পর্যটকদের সুরক্ষা নিশ্চিত ও ঝুঁকিপূর্ণ পাথর সরানোর জন্য সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

সম্মানিত পর্যটকবৃন্দচলমান বিরুপ আবহাওয়া এবং ঝর্ণা সংস্কার কাজের জন্য শুধুমাত্র খৈয়াছড়া ঝর্ণাটি সাময়িক-ভাবে বন্ধ ঘোষনা কর...
29/09/2024

সম্মানিত পর্যটকবৃন্দ

চলমান বিরুপ আবহাওয়া এবং ঝর্ণা সংস্কার কাজের জন্য শুধুমাত্র খৈয়াছড়া ঝর্ণাটি সাময়িক-ভাবে বন্ধ ঘোষনা করা হলো। দর্শনার্থীদেরকে বারৈয়াঢালা ন্যাশনাল পার্কের অন্তর্গত অন্যান্য ঝর্ণা ভ্রমনের জন্য পরামর্শ প্রদান করা হলো। ঝর্ণা ভ্রমনের সময় বনবিভাগের কর্মচারী অথবা ট্যুরিস্ট গাইড সাথে নিয়ে ভ্রমন করার অনুরোধ রইল।।

অনুরোধক্রমে
মো:আশরাফুল আলম
রেঞ্জ কর্মকর্তা
বারৈয়াঢালা রেঞ্জ
চট্টগ্রাম উত্তর বন বিভাগ।

20/09/2024
10/09/2024

মহামায়া লেক খোলা আছে ক্যাম্পিং বন্ধ আছে

31/08/2024

মহামায়া লেক দেশের পরিস্থিতির কারনে বন্ধ হয়েছে যে এখনো বন্ধ আছে। ক্যাম্পিং ও বন্ধ আছে।

প্রকৃতির প্রেমে পড়ে দেখো জীবন সুন্দর! ❤️ছবি কালেক্ট
22/06/2024

প্রকৃতির প্রেমে পড়ে দেখো জীবন সুন্দর! ❤️
ছবি কালেক্ট

 #🏕️ক্যাম্পিং/ #🏕️তাঁবু_নিবাস 🏕️★★★মহামায়া লেকে    জনপ্রতি মাত্র ৯০০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★প্যাকেজে যা যা থাকছে-----...
09/06/2024

#🏕️ক্যাম্পিং/ #🏕️তাঁবু_নিবাস 🏕️
★★★মহামায়া লেকে জনপ্রতি মাত্র ৯০০ টাকায় ক্যাম্পিং প্যাকেজ★★★
প্যাকেজে যা যা থাকছে-------
#🚶পার্কে_প্রবেশ_টিকেট 🚶
#🛌তাবু(বালিশ,স্লিপিং বেড,গায়ে দেওয়ার জন্য কম্বল) এক তাঁবুতে ২জন,৩জন,৪জন ও ৯জন এক সাথে থাকতে পারবেন।🛌(প্যাকেজ মূল্য জনপ্রতি )
# রাতের_খাবার ১০টার ভিতর:সাদা ভাত+ভর্তা+মুরগী+ডাল🍚🍱
#মধ্যরাতে থাকতেছে (১২টার পরে ) #বারবিকিউ🍗 (কোয়াটার পিস)+ ২টা পরটা🍞 ১ টা মিনি সস🍅
#🔥ক্যাম্প_ফায়ারিং 🔥
#🍲সকালের_নাস্তা (৮টার মধ্যে):ডিম-খিঁচুড়ি
#টয়লেট_এর_সু-ব্যবস্থা
#🚶পাহাড়_ট্রেকিং_এক্টিভেটিস👬

প্যাকেজে যা যা থাকছেনা
#🚣ভোরে_কায়াকিং
কায়াকিং এর ক্ষেত্রে আমাদের নিয়মিত রেট ১ বোট (২জন)- ১ ঘন্টা ৩০০ টাকা আধা ঘন্টা ২০০টাকা।৩জনের বোট ঘন্টা ৪৫০টাকা আধা ঘন্টা ৩০০টাকা(বি:দু:ক্যাম্প যারা করবে তারা ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত কায়াকিংয়ে বিশেষ ছাড় পাবেন!)

#প্রতি সপ্তাহের যে কোন দিন রাতে ক্যাম্পিং করা যাবে।
#🧭ক্যাম্পিং টাইম- (সন্ধ্যা ৭ টা হতে পরদিন সকাল ৮ টা পর্যন্ত)
#সর্বোচ্চ ধারণক্ষমতা- ১০০ জন
#সর্বনিম্ন ১০ জন হতে হবে। ঐদিন অন্য বুকিং থাকলে কম হলেও সমস্যা নাই
#📞বুকিং_নিশ্চিতের_জন্য_ইমরান_ 01837085074 -/ 01830305514 (পারসোনাল) নাম্বারে জনপ্রতি ২৫০ টাকা বিকাশ খরচ সহ বিকাশ করে কনফার্ম করতে হবে।( বিঃদ্রঃ কনফার্ম মেসেজ বুঝে নিবেন)বাকি টাকা তাঁবু বুঝে নিয়ে পরিশোধ করা লাগবে।
#ক্যাম্পিংএ কোন প্রকার মাদকদ্রব্য 🍷🍾বহন বা সেবন সম্পূর্ণরূপে নিষিদ্ধ। এবং যারা ক্যাম্পিং 🏕️ থাকবেন সবাই নিজ নিজ ভোটার আইডি/জন্মনিবন্ধন /স্টুডেন্ট আইডির কপি নিয়ে আসবেন
বিস্তারিত জানতে যোগাযোগ করুন- 📞📱ইমরান 01837085074/01830305514

#ইমো_হোয়াটসঅ্যাপ নাম্বার: @ [587784059354205:13708:01837-085074]

বি:দ্র-🚨🛑 এখানে ক্যাম্পিং কেবলমাত্র ছেলেরা অংশগ্রহন করতে পারবে। মেয়েদের অংশগ্রহনের অনুমতি নেই।

ক্যাম্পিং /🏕️ তাঁবুতে বিদ্যুৎ এর কোনো ব্যবস্থা নেই। টিকেট কাউন্টারে মোবাইল সার্চ এর ব্যবস্থা রয়েছে। তাঁবুর বাহিরে লাইট💡/ ফায়ারিং 🔥এর ব্যবস্থা থাকবে। সকল প্রকার প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত থাকার মনোবল রাখতে হবে

গ্রুপঃhttps://www.facebook.com/groups/256866726328389/?ref=share_group_link

পেইজঃhttps://www.facebook.com/MKCP1BD?mibextid=b06tZ0

27/02/2024

Address

01575133199
Chittagong
4320

Alerts

Be the first to know and let us send you an email when মহামায়া কায়াকিং এন্ড ক্যাম্পিং পয়েন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share