20/11/2024
চট্টগ্রাম-এ যেখানে মেয়েদের নামাজের ব্যবস্থা আছে :
★ চকবাজার : কেয়ারিতে এবং বালি আর্কেডে ২য় তলায়। মতি টাওয়ার, মতি কমপ্লেক্স ৩য় তলা।
★ মুরাদপুর : ফুট ওভারব্রিজ এর পাশের গলিতে (চকবাজারে যেতে যেখানে সিএনজি দাঁড়ায় এর একটু সামনে গেলেই গলিটা দেখা যাবে) মসজিদের আলাদা একটা রুমে।
★ নিউ মার্কেট : (গোলাম রসুল মার্কেট এর ৪র্থ তলায়)।
★ হকার্স মার্কেটে (কোণায় একটা মসজিদ আছে আল মসজিদ বায়তুল্লাহ)। দোকানদারদের জিজ্ঞেস করলে দেখিয়ে দিবে।
★ টেরিবাজারে ও আছে আমার নাম মনে নেই। এই জায়গায় নামাজের স্থান খুঁজতে গিয়ে অনেক কষ্ট হয়েছে, তবে যেখানে পড়ছি মহিলাদের ওযুর আলাদা ব্যবস্থা ছিল না।
এছাড়া টেরিবাজার সেন্টার প্লাসে ও ইসলামী ব্যাংক শাখায় সালাত এর ব্যবস্থা আছে।
★ প্রবর্তক মোড় : আফমি প্লাজা একদম টপ ফ্লোরে, এছাড়াও মিমি সুপার মার্কেটে আছে।
★ জিইসি : সানমারে, ইউনেস্কো, সেন্ট্রাল প্লাজাতে।
★ আগ্রাবাদ : লাকি প্লাজার ৫ম তলাতে আর আখতারুজ্জামান সেন্টারের নিচ তলাতে নামাজের জায়গা আছে।
★ ২ নং গেইট : ফিনলেতে ব্যবস্থা আছে।
★ কাজীর দেউড়ি : ভিআইপি টাওয়ার।
★ লালখান বাজার মোড় : আমিন সেন্টারের ২য় তলায়।
★ আন্দরকিল্লা : শাহী জামে মসজিদের পূর্ব গেইট দিয়ে উঠে হাতের বামে।
★ মেহেদীবাগ : বড় মসজিদ এর ২য় তলায়।
★ শেভরণ হাসপাতালের পাশে বেলভিউ হাসপাতালের ২য় তলায় ব্যবস্থা আছে।
★ পতেঙ্গা : বীচে ও ব্যবস্থা আছে, এছাড়া বার্মিজ মার্কেটের অপজিটে ও আছে।
★ এয়ারপোর্টে ও ব্যবস্থা আছে।
★ জামালখান এর চেরাগি মোড়েও আছে। ফুলের দোকানের অপজিটে মসজিদ আছে ওখানে মেয়েরা নামাজ পড়তে পারে উপরের তলায়।
★ পার্কভিউ হাসপাতালে আছে।
★ কাটগড় : বীচ সংলগ্ন মসজিদের নিচ তলায়।
নতুন ব্রিজ, রাহাত্তারপুল, কালামিয়া বাজার, বহদ্দারহাট, গোল পাহাড় — এসব জায়গায় নামাজের ব্যবস্থা কোথায় আছে যারা জানেন কমেন্ট সেকশনে জানাতে পারেন ইনশাআল্লাহ। আমরা আপডেট করে দিবো।
collected