Danpite - ডানপিটে

Danpite - ডানপিটে We are here to encourage eco-tourism among the community as well as to build up a traveling friendly
(5)

Look deep into nature, and then you will understand everything better... :- Einstein
15/08/2021

Look deep into nature, and then you will understand everything better...

:- Einstein

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদ উদযাপন করবেন। নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।ঈদ মুবারাক।
13/05/2021

সবাইকে পবিত্র ঈদ-উল-ফিতর এর শুভেচ্ছা। স্বাস্থ্যবিধি মেনে সবাই ঈদ উদযাপন করবেন। নিজের ও পরিবারের খেয়াল রাখবেন।
ঈদ মুবারাক।

চলছে এক নিরব ধ্বংসযজ্ঞ। পাহাড়ের মাটি, গাছ, পাথরের সাথে সাথে চলছে পশুপাখি নিধনের এক মহা উৎস। যখন আর কিছু বাকি থাকবে না, ত...
12/03/2021

চলছে এক নিরব ধ্বংসযজ্ঞ। পাহাড়ের মাটি, গাছ, পাথরের সাথে সাথে চলছে পশুপাখি নিধনের এক মহা উৎস। যখন আর কিছু বাকি থাকবে না, তখন আর কথা বলেও কোন লাভ হবে না। সময় থাকতে সচেতন হই, প্রতিবাদ করি। ১৮ কোটি মানুষের এই দেশে ছোট্ট একটা পার্বত্যভূমি। এটাকে টিকিয়ে রাখতে হবে। না হয় অচিরেই শেষ হয়ে যাবে সব।
ছবিটি বগালেক থেকে কেওক্রাডং যাওয়ার পথে তোলা। প্রকাশ্যে বেচাকেনা চলছে।

নারী যেন পণ্য না হয়, সেটাই প্রত্যাশা।ডানপিটের পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।
08/03/2021

নারী যেন পণ্য না হয়, সেটাই প্রত্যাশা।
ডানপিটের পক্ষ থেকে সবাইকে নারী দিবসের শুভেচ্ছা।

হরিশ্চন্দ্র পাড়া,থানচি, বান্দরবান।২০১৯© মুহাম্মদ ইউনুস সায়মন
05/03/2021

হরিশ্চন্দ্র পাড়া,
থানচি, বান্দরবান।
২০১৯
© মুহাম্মদ ইউনুস সায়মন

24/02/2021

মারায়ন তং,
আলিকদম, বান্দরবান।

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ডানপিটে  পরিবারের পক্ষ হতে সকল ভাষা শহীদদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা। স...
20/02/2021

আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস উপলক্ষে ডানপিটে পরিবারের পক্ষ হতে সকল ভাষা শহীদদের প্রতি জানাই আন্তরিক কৃতজ্ঞতা ও শ্রদ্ধা।

সবাইকে "আন্তর্জাতিক মাতৃ ভাষা দিবস" এর শুভেচ্ছা

09/02/2021

মেঘে ঢাকা একটুকরো কির্সতং ফরেস্ট। এতো সুন্দর গোছানো এই ফরেস্ট, দেখে মনে হয় সাজানো বাগান।

রুংরাং তং।""""""""""""""""মুরং ভাষায় ধনেশ পাখিকে রুংরাং বলে হয়ে থাকে। ইংরেজিতে যা হর্ণবিল, সেটাই বাংলায় ধনেশ আর মুরংদের ...
24/01/2021

রুংরাং তং।
""""""""""""""""

মুরং ভাষায় ধনেশ পাখিকে রুংরাং বলে হয়ে থাকে। ইংরেজিতে যা হর্ণবিল, সেটাই বাংলায় ধনেশ আর মুরংদের ভাষায় রুংরাং। আকারে বেশ বড় আর সৌন্দর্যে অপরূপ এই পাখি উঁচু গাছে বাসা করে।

তং শব্দের অর্থ পাহাড়। অর্থ্যাৎ রুংরাং তং মানে হচ্ছে ধনেশ পাখির পাহাড়।

একটা সময় রুংরাং পাহাড়ে প্রচুর বড় বড় গাছ ছিল, তাই এখানে ধনেশ পাখিও ছিল প্রচুর। স্থানীয়রা এসব শিকার করতো। এখন তেমন বড় গাছ নেই, নেই রুংরাং পাখিও। তবে এখন রুংরাং পাখি না থাকলেও পাহাড়ের নামটি এখনও রুংরাং তং-ই রয়ে গেছে।

রুংরাংরা হয়তো বাসা গুটিয়ে চলে গেছে বনের আরো গভীরে, আলিকদমের আরো গহীন কোনো অরণ্যে। বড় কোন পাহাড়ের চূড়ায় হয়ত নতুন করে বেধে নিয়েছে নিরাপদ আবাসস্থল।

দু'বার রুংরাং-এর চূড়া জয়ের সৌভাগ্য হয়েছে আমার। সৌভাগ্য হয়েছে সেখানকার গভীর অরণ্যে বিচরণের, পাহাড়ের ভাঁজে বাস করা মুরং আদিবাসীদের সাথে থেকে তাদের জীবনযাত্রা খুব কাছ থেকে দেখার৷
কি সহজ সুন্দর আর সাবলীল তাদের জীবন!

সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার।
09/01/2021

সোনাদিয়া দ্বীপ, মহেশখালী, কক্সবাজার।

ডানপিটেদের বর্ষবরণ উৎসব।
07/01/2021

ডানপিটেদের বর্ষবরণ উৎসব।

 ২য় পুরষ্কারঃ সোনাদিয়া দ্বীপ।পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলা বাংলাদেশ...
20/12/2020



২য় পুরষ্কারঃ সোনাদিয়া দ্বীপ।

পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার। আর কক্সবাজার জেলার অন্তর্গত মহেশখালী উপজেলা বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ। এই মহেশখালীর একটি দ্বীপ সোনাদিয়া। মূলত মূল ভূখণ্ড থেকে একটি খাল সোনাদিয়াকে বিচ্ছিন্ন করেছে। ৯ বর্গকিলোমিটারের এই দ্বীপের তিন দিকেই সাগর। খুবই কম জনসংখ্যার এই দ্বীপটি অনেকটাই জনমানবশূন্য। তাই এখানে রয়েছে কচ্ছপের প্রজনন কেন্দ্রসহ লাল কাঁকড়া ও হারমিট ক্র‍্যাবের অভয়ারণ্য। ক্যাম্পিং এর জন্য বাংলাদেশের অন্যতম সেরা একটি জায়গা এই সোনাদিয়া।
ডানপিটে আয়োজিত ফটো কনটেস্টের দ্বিতীয় পুরষ্কার থাকছে সোনাদিয়ে দ্বীপে একটা ক্যাম্পিং ট্রিপ ফ্রী। তাই আপনার বেস্ট ছবিগুলো নিয়ে অংশ নিন ফটো কনটেস্টে। আর জিতে নিন ফ্রী সোনাদিয়া ট্রিপ।
কনটেস্টে অংশ নিতে আমাদের অফিশিয়াল গ্রুপে জয়েন করুন।
Danpite Travels & Adventures - DTA

এছাড়াও আমাদের রেগুলার ইভেন্ট আছে এই দ্বীপে। ডানপিটেদের বর্ষবরণ হবে সোনাদিয়া ক্যাম্পিং ট্রিপ দিয়ে। ছেলে মেয়ে উভয়ই জয়েন করতে পারেন আমাদের ট্রিপে।
ইভেন্টঃ নির্জন সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং।

বর্ষা-বৃষ্টি, বরফ গলা বা বয়ে চলা নদীর পানি ভূপৃষ্ঠের উপরিতল ভেদ করে প্রায়শই গভীরে যেতে থাকে। এই বিরামহীন, মন্থর পথচলায় ব...
04/12/2020

বর্ষা-বৃষ্টি, বরফ গলা বা বয়ে চলা নদীর পানি ভূপৃষ্ঠের উপরিতল ভেদ করে প্রায়শই গভীরে যেতে থাকে। এই বিরামহীন, মন্থর পথচলায় বিঘ্ন ঘটায় আভ্যন্তরীন শিলাস্তর। তখন পানি আর নিচের দিকে চলতে না পেরে জমতে জমতে শিলাস্তরের ঢাল বরাবর চলা শুরু করে। পথিমধ্যে খাড়া কোন পাহাড়ি দেয়াল পেয়ে গেলে মাটি ফুঁড়ে বা চুইয়ে চুইয়ে বের হয়ে আসে। এটাই ঝর্ণা। এভাবেই সূচনা হয় পাহাড়ে পানির প্রবাহ।

পাহাড়ের নানা ঢাল থেকে ছোট বড় এমন ঝর্ণা থেকে সৃষ্ট পানির প্রবাহ শিরা উপশিরার মত একে অপরের সাথে মিশে সৃষ্টি করে আরও বড় জলধারা। কোনটা ছড়া, ঝিরি, খাল বা নদী। সেই জলধারা বয়ে চলে ভূপৃষ্টের উপরিতল ধরে। আর বয়ে চলা এসব ছড়া, ঝিরি, নদীর পানি উচ্চ ভূমি নিম্ন ভূমিতে চলাচলের সময় যখন 'বড় পতন' ঘটে তখন তাকে প্রপাত বা জলপ্রপাত বলে। এককথায় পানি প্রবাহের আকস্মিক পতন হলে তৈরি হয় জলপ্রপাত।

ডান পাশের ছবিটি বাকত্লাই জলপ্রপাতের। এটি বাংলাদেশের একটি উচ্চতম জলপ্রপাত। কখনো কি মনে প্রশ্ন জেগেছে, এই যে পাহাড়ের এত উঁচু থেকে পানি পড়ছে, এই অবিরত ধারায় পানিগুলো আসছে কোথা থেকে? আমরা যদি উজানের দিকে পানির প্রবাহকে অনুসরণ করতে থাকি তাহলে এক সময় দেখতে পাব, মূল ঝিরির সাথে বেশ কয়েকটি ঝিরি এসে মিশেছে। এই ঝিরিগুলো ধরে আর ও উজানে যেতে থাকলে একসময় দেখা যাবে পাহাড়ের ঢাল থেকে চুইয়ে চুইয়ে পানি বের হচ্ছে। এই জায়গায় পানির প্রভাব আর পাওয়া যাবে না, সেটি মাটির নিচে চলে যাবে। পাহাড় থেকে পানি বেরিয়ে আসার এই জায়গাটিকেই বলা হয় ঝর্ণা বা স্প্রিং। এর মানে হল একাধিক ঝর্ণা থেকে বেরিয়ে আসা পানির প্রভাব একসাথে মিলিত হয়ে বাকত্লাই ঝিরি সৃষ্টি হয়েছে, সেই ঝিরি যখন উপর থেকে নিচে পতিত হয়েছে তখন সেটি হয়েছে জলপ্রপাত।

পাহাড়-পর্বত সম্পর্কিত আপনার বিভিন্ন প্রশ্নের উত্তর জানতে যুক্ত হোন Audree Community 'র সাথে।

courtesy:- অদ্রি । Audree

শুভ সকাল.....🌸আজ থেকে শুরু হতে যাচ্ছে Danpite Travels & Adventures - DTA আয়োজিত প্রথম ফটো কনটেস্ট। কন্টেস্টে আপনাদের সকল...
01/12/2020

শুভ সকাল.....🌸

আজ থেকে শুরু হতে যাচ্ছে
Danpite Travels & Adventures - DTA আয়োজিত প্রথম ফটো কনটেস্ট। কন্টেস্টে আপনাদের সকলের অংশগ্রহণ কামনা করছি। আশা করি সবার ঝুড়ি থেকে বেরি আসবে চমৎকার সব আলোকচিত্র। নিজেকে প্রকাশ করার সুন্দর একটা সুযোগ। প্রতিযোগিতায় অংশ নিয়ে জিতে আকর্ষণীয় সব পুরস্কার।


সময়সীমাঃ ১লা ডিসেম্বর হতে ৩১শে ডিসেম্বর পর্যন্ত।

📷 প্রতিযোগিতার নিয়মাবলীঃ
· Theme of Photos ( ছবির বিষয় )
1. Nature.
2. Landscape.
3. Wildlife photography.
4. Architectural Photography (Historical).
5. Travelling.

★ Rules for Post:

১। হ্যাশট্যাগটি হুবহু দিতে হবে। অন্যথায় তা কন্টেস্টের ছবি হিসেবে বিবেচিত হবে না।
২। ক্যাপশন (শিরোনাম জাতীয় হলে দেখতে সুন্দর হয়)।
৩। ছবি তোলার ডিভাইসের নাম উল্লেখ করতে হবে।
৪। ছবির স্থানের নাম উল্লেখ করতে হবে।
৫। ছবির পেছনে কোন বর্ণনা কিংবা গল্প (যদি থাকে)।
৬। একজন সদস্য সর্বোচ্চ পাঁচটি ছবি দিতে পারবেন এবং একদিনে ১ টি করে ছবি প্রযোজ্য। এক পোষ্টে একের অধিক ছবি কোন ভাবেই এপ্রুভ হবে না। তাই অবশ্যই ১ টি ছবি আপলোড দিতে হবে।

উদাহরণ-
----------------------------------------------------------------------

ক্যাপশনঃ নিজের ইচ্ছেমত ছবির সাথে সামঞ্জস্যপূর্ণ।
ডিভাইস: Oneplus 8t/ Canon m50/ Sony a7 III
লোকেশনঃ দেবতাখুম, রোয়াংছড়ি, বান্দরবান।
বিস্তারিত গল্প কিংবা বর্ণনা।
----------------------------------------------------------------------

⚠ শর্ত সমূহঃ
* সেল্ফি কিংবা অপ্রাসঙ্গিক ছবি কোন ভাবেই গ্রহণযোগ্য হবে না।
* নিজের তোলা ছবি হলে সবচেয়ে ভালো। তবে ছবিতে আপনি নিজে আছেন এমন ছবি দেয়া যাবে। এক্ষেত্রে ফটোগ্রাফার এর নাম উল্লেখ করতে হবে।
* ম্যানুপুলেটেড ছবি গ্রহণযোগ্য হবে না।
* দেশ, ধর্ম, জাতি, আদিবাসী জনগোষ্ঠী, বর্ণবাদ কিংবা পেশার অবমাননা হয় এবং প্রকৃতি ও ভ্রমণের ওপর বিরূপ প্রভাব ফেলতে পারে, এমন কোন ছবি কন্টেস্টে দেওয়া যাবে না।
* বাণিজ্যিক উদ্দেশ্য আছে এমন কোন ছবি বা ক্যাপশন দেয়া যাবে না।
* ছবিতে ওয়াটার মার্কে কোন কোম্পানির নাম থাকা যাবে না।
* বিচারকার্য স্বচ্ছতার জন্য প্রয়োজনে ছবির প্রধান ফাইল আমরা চাইলে তা আমাদের ই-মেইলের মাধ্যমে প্রদান করতে হবে।
* অনাকাঙ্ক্ষিত কোন সমস্যা কিংবা জটিলতার সৃষ্টি হলে ডানপিটে কর্তৃপক্ষ কনটেস্টের নিয়মাবলি পরিবর্তনসহ যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা রাখেন।

ছবিতে যেভাবে মার্কিং করা হবেঃ
৬০ % মার্ক দর্শকদের হাতে থাকবে।
৪০ % বিচারকদের হাতে থাকবে।

★ ৬০% (লাইক-কমেন্ট-শেয়ার)।
লাইক ১ পয়েন্ট এবং এক আইডি থেকে একটি কমেন্টস এর জন্য ২ পয়েন্ট এবং প্রতিটি ওপেন শেয়ার ৩ পয়েন্ট করে বিবেচনা করা হবে।
★ বাকি ৪০% মার্ক বিচারকদের দেওয়া মার্কসের উপর নির্ভর করবে।

🏅🏆🏅 পুরস্কারসমূহঃ
* প্রথম পুরষ্কার - সাজেক ট্যুর।
* দ্বিতীয় পুরষ্কার - সোনাদিয়া দ্বীপে ক্যাম্পিং ট্যুর।
* তৃতীয় পুরষ্কার - দেবতাখুম ট্যুর।
* চতুর্থ ও পঞ্চম পুরষ্কার - একটি করে ডে ট্রিপ।
* ষষ্ঠ থেকে দশম পুরষ্কার - ডানপিটের পক্ষ থেকে আকর্ষণীয় উপহার সামগ্রী।

☑ বিঃ দ্রঃ - DTA ফটো কনটেস্টের বাছাইকৃত ছবি ভবিষ্যতে ফটোগ্রাফারের ক্রেডিট সহ ব্যবহার করার অধিকার রাখবে।

Mount Taranaki, New zealand.📷 Alex Stead
19/11/2020

Mount Taranaki, New zealand.

📷 Alex Stead

03/11/2020

মেঘে ঢাকা একটুকরো কির্সতং ফরেস্ট।
এতো সুন্দর গোছানো এই ফরেস্ট, দেখে মনে হয় সাজানো বাগান।

27/10/2020

মেঘের দেশ মারায়ন তং এর সকাল।

Danpite Travels & Adventures - DTA

To walk in nature is to witness a thousand miracles.:- Mary Davis
15/10/2020

To walk in nature is to witness a thousand miracles.

:- Mary Davis

20/09/2020

In every walk with nature one receives far more than he seeks.

:- John Muir

Sunset view from kewkradong.
17/09/2020

Sunset view from kewkradong.

ছাগল কান্দা, কমলদাহ ট্রেইল।
23/08/2020

ছাগল কান্দা, কমলদাহ ট্রেইল।

ডানপিটেদের বোয়ালিয়া ট্রেইল অভিযান।
16/08/2020

ডানপিটেদের বোয়ালিয়া ট্রেইল অভিযান।

m o u n t   y o t i e,   j a p a n.
03/07/2020

m o u n t y o t i e, j a p a n.

মা উ ন্ট     ফু জি
29/05/2020

মা উ ন্ট ফু জি

G O O D   M O R N G.s w i t z e r l a n d
27/05/2020

G O O D M O R N G.

s w i t z e r l a n d

Eid Mubarak to everyone❤Stay homeStay safeStay blessed& Stay with D A N P I T E - ডা ন পি টে
24/05/2020

Eid Mubarak to everyone❤
Stay home
Stay safe
Stay blessed
& Stay with D A N P I T E - ডা ন পি টে

22/05/2020

মারায়ন তং।
আলিকদম, বান্দরবান।
🎥 মুহাম্মদ ইউনুস সায়মন

গ্রুপ লিংক D A N P I T E - ডা ন পি টে

A street view of Bajitpur, Kishorganj.
21/05/2020

A street view of Bajitpur, Kishorganj.

M O U N T    F U J I🗻J A P A N 🇯🇵
18/05/2020

M O U N T F U J I🗻

J A P A N 🇯🇵

স্বপ্নের দেশ।সুইজারল্যান্ড🌸
17/05/2020

স্বপ্নের দেশ।

সুইজারল্যান্ড🌸

"মা" শব্দটাই তো একটি অনুভূতি। ভালো থাকুক জগতের সকল মা❤আমাদের গ্রুপ লিঙ্কঃ-D A N P I T E - ডা ন পি টে
10/05/2020

"মা" শব্দটাই তো একটি অনুভূতি।
ভালো থাকুক জগতের সকল মা❤

আমাদের গ্রুপ লিঙ্কঃ-
D A N P I T E - ডা ন পি টে

One day, the earth will be their again.
09/05/2020

One day, the earth will be their again.

লকডাউন শেষে ডানপিটের সাথে দেবতাখুম যাবো। 😁Our Facebook group is :-D A N P I T E - ডা ন পি টে
07/05/2020

লকডাউন শেষে ডানপিটের সাথে দেবতাখুম যাবো। 😁

Our Facebook group is :-

D A N P I T E - ডা ন পি টে

L O F O T E N, N O R W A Y 🖤
06/05/2020

L O F O T E N,

N O R W A Y 🖤

একটি রেড সেরো'র গল্প....
26/01/2020

একটি রেড সেরো'র গল্প....

22/01/2020

আমিয়াখুম জলপ্রপাত।
থানচি, বান্দরবান।

🎥 মুহাম্মদ ইউনুস সায়মন

l e a r n  to  t r a v e lt r a v e l  t o  l e a r n
20/01/2020

l e a r n to t r a v e l

t r a v e l t o l e a r n

গড়াই নদী,  কুষ্টিয়া। ছবিঃ- ওয়াসিফ কবির।
18/01/2020

গড়াই নদী, কুষ্টিয়া।

ছবিঃ- ওয়াসিফ কবির।

Address

Chittagong
4000,4100,42XX

Telephone

+8801861019789

Website

Alerts

Be the first to know and let us send you an email when Danpite - ডানপিটে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Danpite - ডানপিটে:

Videos

Share


Other Chittagong travel agencies

Show All