Peaceful Travel & Tours

Peaceful Travel & Tours Travel Hajj Umrah has one primary mission and goal: to provide quality services that exceed the expe

আলহামদুলিল্লাহAbu Taleb হুজুর ওমরাহ কাফেলা নিয়ে মদিনার পথে।।।।
24/12/2023

আলহামদুলিল্লাহ
Abu Taleb হুজুর
ওমরাহ কাফেলা নিয়ে মদিনার পথে।।।।

নিজের অংক নিজে কষোবয়স পানে চাও,বিলম্ব আর না করিয়াহজ্ব করিতে যাও ।
23/12/2023

নিজের অংক নিজে কষো
বয়স পানে চাও,
বিলম্ব আর না করিয়া
হজ্ব করিতে যাও ।

আবূ হুরাইরা رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কোন মুসলমান কিংবা বলেছেন, কোন মু‘মিন বান্...
21/12/2023

আবূ হুরাইরা رَضِىَ اللهُ تَعَالٰى عَنْهُ থেকে বর্নিত যে, রাসুলুল্লাহ ﷺ বলেছেন: কোন মুসলমান কিংবা বলেছেন, কোন মু‘মিন বান্দা যখন উযূ করে তখন মুখ ধোয়ার সাথে অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার ঐ সকল গুনা বের হয়ে যায় যার দিকে তার দু‘ চোখের দৃষ্টি পড়েছিল; এবং যখন দুই হাত ধোয়, তখন পানির সাথে অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার ঐ সকল গুনাহ বের হয়ে যায়। যে গুলো তার দু‘ হাতে ধরেছিল; এবং যখন দুই পা ধোয়, তখন পানির সাথে অথবা বলেছেন, পানির শেষ বিন্দুর সাথে তার ঐ সকল গুনাহ বের হয়ে যায় যেগুলোর দিকে তা দু‘পা অগ্রসর হয়েছিল; ফলে (উযূর শেষে) লোকটি তার সমুদয় গুনাহ থেকে সম্পূর্ণভাবে পরিস্কার হয়ে উঠে।
(মুসলিম শরীফ, হাদিস নং-৪৭০, ১ম খন্ড,)

টাকা পয়সা সবি আছেআছে বাড়ি গাড়ি,বায়তুল্লার হজ্ব করিতেতবে কেনো দেরি ।
17/12/2023

টাকা পয়সা সবি আছে
আছে বাড়ি গাড়ি,
বায়তুল্লার হজ্ব করিতে
তবে কেনো দেরি ।

16/12/2023

It’s our office building lighting for 16th December
Bangladesh victory day

 িসেম্বর_২৩_ও_জানুয়ারী_২৪_ইং_ওমরা_গ্রুপ📒 প্যাকেজে কি কি থাকছে :-🏩 ইকোনোমি প্যাকেজ , হোটেলে- ( ১ রুমে-৪/৫/ ৬ জন ) পুরুষ ও...
14/12/2023

িসেম্বর_২৩_ও_জানুয়ারী_২৪_ইং_ওমরা_গ্রুপ
📒 প্যাকেজে কি কি থাকছে :-
🏩 ইকোনোমি প্যাকেজ , হোটেলে- ( ১ রুমে-৪/৫/ ৬ জন ) পুরুষ ও মহিলা আলাদা রুম।
👉 🏤মক্কায় হোটেল ৩০০ মিটার ও মদিনা হোটেল ২০০/২৫০ মিটার।
👍২ মাস ২৫ দিনের ওমরাহ ভিসা।
👉 ✈️এয়ার টিকেট –/ বাংলাদেশ বিমান/এয়ার এরাবিয়া/ফ্লাই দুবাই/
আলজাজিরাহ/সালাম এয়ার যে কোন একটি হতে পারে।
👉 অভিজ্ঞ মুয়াল্লিম সার্বক্ষণিক সাথে থাকা।
👉 মক্কায় ও মদিনা ৮/৭ দিন থাকার ব্যাবস্থা ( হাসবেন্ড এবং ওয়াইফ এক
রুমে থাকতে চাইলে, অতিরিক্ত চার্জ যুক্ত হবে)
👉 🚌🚗🚘সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা থেকে , মক্কা থেকে মদিনা, এবং
মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট ।
👉 🕋মক্কা জিয়ারাহঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা,
মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে
খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস,
নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান, আবু জেহেলের
বাড়ি।
👉 মদিনা জিয়ারাহ : মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর,
খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি ,
মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 এর বাইরে তায়েফ, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর
ইত্যাদি জায়গায় যাওয়ার ব্যাবস্থা করে দেয়া যাবে, তবে নিজেদের
খরচে যেতে হবে।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার। (খাবার
ছাড়াও প্যাকেজ করা যাবে)।
সেবাই আমাদের উদ্দেশ্য
আমরা হাজীদের সর্বেোচ্ছ সেবা দেওয়ার চেষ্ঠা করি।
#যোগাযোগ
#পিসফুল_হজ্জ_কাফেলা
চৌধুরী টাওয়ার, ৪র্থ তলা, (জিপিও অপসিটে), শহীদ সরওয়ার্দী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।
মোবাইল: 01835201070, 01616-201070 (WhatsApp)
01825323494 (WhatsApp)
page/peaceful Travel & Tors
Gmail: [email protected]

আলহামদুলিল্লাহ ২০২৪ সালের হজ্বের রেজিষ্ট্রেশন ও পাসপোর্ট গ্রহণ করলাম। শীগ্রই  আপনার বুকিং কনফার্ম করুন।
12/12/2023

আলহামদুলিল্লাহ ২০২৪ সালের হজ্বের রেজিষ্ট্রেশন ও পাসপোর্ট গ্রহণ করলাম।
শীগ্রই আপনার বুকিং কনফার্ম করুন।

09/12/2023

আলহামদুলিল্লাহ হাজীরা আজকে বাংলাদেশে চলে আসতেছে।
পরের কাফেলা
২৪-১২-২৩,১১-০১-২৪,২০-০১-২৪

আলহামদুলিল্লাহ আমরা আজকে  রিয়াজুল জান্নাতে শুকরিয়া সালাত আদায় করে  এবং জান্নাতুল বাকীতে জিয়ারত করলাম।।।
05/12/2023

আলহামদুলিল্লাহ আমরা আজকে রিয়াজুল জান্নাতে শুকরিয়া সালাত আদায় করে এবং জান্নাতুল বাকীতে জিয়ারত করলাম।।।

আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মদিনা শরীফ  জিয়ারা শেষ করছি।।মসজিদে কুবাকিবলাত্বীন মসজিদউহুদ পাহাড়রোম পাহাড়খন্দক মসজি...
05/12/2023

আলহামদুলিল্লাহ আজকে আমরা আমাদের মদিনা শরীফ জিয়ারা শেষ করছি।।
মসজিদে কুবা
কিবলাত্বীন মসজিদ
উহুদ পাহাড়
রোম পাহাড়
খন্দক মসজিদ(সাত মসজিদ)
খেজুর বাগান।।।

❏ নবী করীম (ﷺ) বলেন, দয়ালু খোদা দয়াশীল ব্যক্তিদেরকে দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদেরকে দয়া কর, আসমানে অবস্থানকারী (আল্ল...
04/12/2023

❏ নবী করীম (ﷺ) বলেন, দয়ালু খোদা দয়াশীল ব্যক্তিদেরকে দয়া করেন। তোমরা জমিনের অধিবাসীদেরকে দয়া কর, আসমানে অবস্থানকারী (আল্লাহ) তোমাদেরকে দয়া করবেন।
➥সুনানে তিরমিযী, باب ماجاء فى رمحة الناس , পৃষ্ঠা: ১৬১

আসসালাতু আসসালামুআলায়কা ইয়া রাসূল আল্লাহআসসালাতু আসসালামুআলায়কা ইয়া হাবীব আল্লাহহাজীদের মক্কা সফর শেষ করে এখন মদিনার পথে...
02/12/2023

আসসালাতু আসসালামুআলায়কা ইয়া রাসূল আল্লাহ
আসসালাতু আসসালামুআলায়কা ইয়া হাবীব আল্লাহ
হাজীদের মক্কা সফর শেষ করে এখন মদিনার পথে।।।

01/12/2023

Esha azan 🕋🕋

মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলে...
30/11/2023

মজিদ চাচার ফ্লাইট রাত ১২টায়। তিনি বিমানববন্দরে ঢুকলেন পৌনে ১২টায়। তিনি ভেবেছেন বাসের কাউন্টারের মতো ১০/১৫ মিনিট আগে গেলেই বিমানে উঠে বসতে পারবেন। ‍কিন্তু তিনি তা পারলেন না।
Peaceful Travel & Tours এর পরামর্শ মেনে চলুন।
** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।
** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।
** ফ্লাইটের ৩ ঘন্টার আগে বিমানবন্দরে উপস্থিত হোন।
** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।
** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।
** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।
** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।
** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।
** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।
** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।
** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

আলহামদুলিল্লাহআজ আমরা মাক্কা জেয়ারা সম্পন্ন করেছি।জবলে সুরজবলে রহমত(আরাফাত)জবলে নূর(হেরা গুহা)নফরে জুবায়দামীনা মুজ্দালি...
27/11/2023

আলহামদুলিল্লাহ
আজ আমরা মাক্কা জেয়ারা সম্পন্ন করেছি।
জবলে সুর
জবলে রহমত(আরাফাত)
জবলে নূর(হেরা গুহা)
নফরে জুবায়দা
মীনা
মুজ্দালিফা
মসজাদুল হেরাম(হজ দিন একবার খোলা হয়)
জীন মসজিদ
জান্নাতুল মোয়াল্লা।।

27/11/2023

মক্কা জিয়ারাতে
আরাফাত ময়দানের আলোচনা

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে ওমরাহ জন্য যাচ্ছি
25/11/2023

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে ওমরাহ জন্য যাচ্ছি

18/11/2023

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টারের ঠিকানা বদলে ,নতুন ঠিকানায় । নাসিরাবাদ ২ নম্বর গেট সুন্দরবন কুরিয়ার সার্ভিসের পাশে চট্টগ্রাম ট্রেডিং হাউস ভবনের দ্বিতীয় তলায়।

14/11/2023

বেসরকারী ব্যবস্থাপানায় হজ্ব প্যাকেজ-২০২৪ ঘোষণা
এ প্যাকেজ-৬৯৯৩০০/=টাকা
বি প্যাকেজ-৫৮৯৮০০/=টাকা
আগামীকাল ১৫ নভেম্বর থেকে নিবন্ধন শুরু হবে।

২০২৪ সালের হজযাত্রীর নিবন্ধন বিজ্ঞপ্তি১৫ নভেম্বর হতে নিবন্ধন শুরু।
11/11/2023

২০২৪ সালের হজযাত্রীর নিবন্ধন বিজ্ঞপ্তি
১৫ নভেম্বর হতে নিবন্ধন শুরু।

02/11/2023

হজ্ব প্যাকেজে ঘোষিত সৌদি রিয়ালের রেট ২৯.৭৪ পয়সা অথচ রিয়াল কিনতে হচ্ছে ৩১.৩০ পয়সা।
সর্বনিম্ন প্যাকেজ বি তেই রিয়াল খরচ ১৮০০০ টাকা ভৌতিক ভাবে বেড়ে গেছে।
এই টাকা কে বহন করবে?

হজ ২০২৪
02/11/2023

হজ ২০২৪

02/11/2023

মক্কায় ৬০% হোটেল/বাড়ি বন্ধ অপরদিকে রিয়াল রেট যে হারে বৃদ্ধি পাচ্ছে তাতে হজ্জ প্যাকেজ রেট ঠিক থাকবে তো!!!??

02/11/2023

২০২৪ সালে বেসরকারী হজ্জ যাত্রিদের সর্ব নিন্ম
প্যাকেজ বি-৫৮৭১০১/- টাকা
প্যাকেজ-এ-৯৩৬৩১৬/-টাকা
ধর্ম বিষয়ক মন্রনালয়।

আলহামদুলিল্লাহ আমাদের অক্টোবরের গ্রুপের হাজ্বীগণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন আল্লাহ আমাদের হাজীরিকে কবুল করুক আ...
23/10/2023

আলহামদুলিল্লাহ আমাদের অক্টোবরের গ্রুপের হাজ্বীগণ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওয়ানা হয়েছেন
আল্লাহ আমাদের হাজীরিকে কবুল করুক আমিন।
ইনশাআল্লাহ আমাদের পরবর্তী গ্রুপ নভেম্বর ও ডিসেম্বর’২৩
যেতে আগ্রহীগণ শীগ্রই যোগাযোগ করুন
#পিসফুল_হজ্ব_কাফেলা
চৌধুরী টাওয়ার, ৪র্থ তলা, (জিপিও অপসিটে), শহীদ সরওয়ার্দী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।
01835-201070, 01616-201070 (WhatsApp)
01825323494 (WhatsApp)
page/Peaceful Travel & Tours
Gmail: [email protected]

 িসেম্বর_২০২৩_ইং_ওমরা_গ্রুপ📒 প্যাকেজে কি কি থাকছে :-🏩 ইকোনোমি প্যাকেজ , হোটেলে- ( ১ রুমে-৪/৫/ ৬ জন ) পুরুষ ও মহিলা আলাদা...
21/10/2023

িসেম্বর_২০২৩_ইং_ওমরা_গ্রুপ
📒 প্যাকেজে কি কি থাকছে :-
🏩 ইকোনোমি প্যাকেজ , হোটেলে- ( ১ রুমে-৪/৫/ ৬ জন ) পুরুষ ও মহিলা আলাদা রুম।
👉 🏤মক্কায় হোটেল ৩০০ মিটার ও মদিনা হোটেল ২০০/২৫০ মিটার।
👍২ মাস ২৫ দিনের ওমরাহ ভিসা।
👉 ✈️এয়ার টিকেট –/ বাংলাদেশ বিমান/এয়ার এরাবিয়া/ফ্লাই দুবাই/
আলজাজিরাহ/সালাম এয়ার যে কোন একটি হতে পারে।
👉 অভিজ্ঞ মুয়াল্লিম সার্বক্ষণিক সাথে থাকা।
👉 মক্কায় ও মদিনা ৮/৭ দিন থাকার ব্যাবস্থা ( হাসবেন্ড এবং ওয়াইফ এক
রুমে থাকতে চাইলে, অতিরিক্ত চার্জ যুক্ত হবে)
👉 🚌🚗🚘সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা থেকে , মক্কা থেকে মদিনা, এবং
মদিনা থেকে এয়ারপোর্টে ট্রান্সপোর্ট ।
👉 🕋মক্কা জিয়ারাহঃ জাবালে ছুর, জাবালে নুর, জাবালে রহমত, মিনা,
মুজদালিফা, আরাফাহ, জামারাহ, মসজিদে নামিরাহ, মসজিদে
খাইফ, মসজিদে জিন, জান্নাতুল মুয়াল্লা, জাবালে আবু কুবাইস,
নবিজির সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্মস্থান, আবু জেহেলের
বাড়ি।
👉 মদিনা জিয়ারাহ : মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন, ওহুদ প্রান্তর,
খন্দক প্রান্তর, খেজুর বাগান, মসজিদে আবু বকর , মসজিদে আলি ,
মসজিদে গামামাহ, জান্নাতুল বাকি।
👉 এর বাইরে তায়েফ, জেদ্দাহ লোহিত সাগর, হুদাইবিয়া, বদর প্রান্তর
ইত্যাদি জায়গায় যাওয়ার ব্যাবস্থা করে দেয়া যাবে, তবে নিজেদের
খরচে যেতে হবে।
👉 ৩ বেলা ঘরোয়া পরিবেশে রুচিসম্মত বাংলাদেশী খাবার। (খাবার
ছাড়াও প্যাকেজ করা যাবে)।
সেবাই আমাদের উদ্দেশ্য
আমরা হাজীদের সর্বেোচ্ছ সেবা দেওয়ার চেষ্ঠা করি।
#যোগাযোগ
#পিসফুল_হজ্জ_কাফেলা
চৌধুরী টাওয়ার, ৪র্থ তলা, (জিপিও অপসিটে), শহীদ সরওয়ার্দী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।
মোবাইল: 01835201070, 01616-201070 (WhatsApp)
01825323494 (WhatsApp)
page/peaceful Travel & Tors
Gmail: [email protected]

18/10/2023
মসজিদ আল-আকসা হল: •মুসলমানদের প্রথম কেবলা। •আল-ইসরা এবং আল-মিরাজের স্টেশন। •পৃথিবীতে নির্মিত আল্লাহর দ্বিতীয় ঘর। •যেখান...
18/10/2023

মসজিদ আল-আকসা হল:
•মুসলমানদের প্রথম কেবলা।
•আল-ইসরা এবং আল-মিরাজের স্টেশন।
•পৃথিবীতে নির্মিত আল্লাহর দ্বিতীয় ঘর।
•যেখানে শতাধিক আল্লাহর রাসূলকে দাফন করা হয়েছে।
•যেখানে অনেক সাহাবীকে কবর দেওয়া হয়েছে।
•এমন একটি জায়গা যেখানে আল্লাহর ইচ্ছায় অলৌকিক ঘটনা দেখানো হয়েছিল।
•এমন একটি স্থান যাকে আল্লাহ নিজেই 'বরকতময় স্থান' বলেছেন।
•পবিত্র কুরআনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ৭০ বার উল্লেখ করা হয়েছে।
•যেখানে ফেরেশতারা আল্লাহর বাণী নিয়ে অবতরণ করেছেন।
•পৃথিবীর একমাত্র স্থান যেখানে আল্লাহর সকল রাসুল একই সময়ে হযরত মোহাম্মদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম) এর নেতৃত্বে নামাজ পড়েছেন।

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে বাংলাদেশে রওনা দিছে।
07/10/2023

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে বাংলাদেশে রওনা দিছে।

আলহামদুলিল্লাহ পিসফুল হজ্ব কাফেলা হাজীদের মক্কা জিয়ারা শেষ হলো।০৩-১০-২৩জবলে সুরজবলে রহমতমিনামুজদালিফাজবলে নুরজীন মসজিদজ...
03/10/2023

আলহামদুলিল্লাহ পিসফুল হজ্ব কাফেলা হাজীদের মক্কা জিয়ারা শেষ হলো।
০৩-১০-২৩
জবলে সুর
জবলে রহমত
মিনা
মুজদালিফা
জবলে নুর
জীন মসজিদ
জান্নাতুল মোয়াল্লা

আলহামদুলিল্লাহ পিসফুল হজ্ব কাফেলা হাজীদের  ওমরাহ শেষ হলো।।
01/10/2023

আলহামদুলিল্লাহ পিসফুল হজ্ব কাফেলা হাজীদের ওমরাহ শেষ হলো।।

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে  মক্কা যাচ্ছি।।।পিসফুল হজ্ব কাফেলা
30/09/2023

আলহামদুলিল্লাহ হাজীদের নিয়ে মক্কা যাচ্ছি।।।
পিসফুল হজ্ব কাফেলা

আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বেরের গ্রুপের হাজ্বীগণ মদিনা জিয়ারা করছেন।তারা খুব ভাগ্যবান  প্রিয় নবী ﷺ বিলাদতের মাসে মদি...
25/09/2023

আলহামদুলিল্লাহ আমাদের সেপ্টেম্বেরের গ্রুপের হাজ্বীগণ মদিনা জিয়ারা করছেন।
তারা খুব ভাগ্যবান প্রিয় নবী ﷺ বিলাদতের মাসে মদিনা জিয়ারা।
আল্লাহ আমাদের হাজীরিকে কবুল করুক আমিন।
ইনশাআল্লাহ আমাদের পরবর্তী গ্রুপ অক্টোবরের ২৫ তারিখ।
যেতে আগ্রহীগণ শীগ্রই যোগাযোগ করুন
#পিসফুল_হজ্ব_কাফেলা
চৌধুরী টাওয়ার, ৪র্থ তলা, (জিপিও অপসিটে), শহীদ সরওয়ার্দী রোড, কোতোয়ালী, চট্টগ্রাম।01835-201070, 01616-201070 (WhatsApp)
01825323494 (WhatsApp)
page/Peaceful Travel & Tours
Gmail: [email protected]

আলহামদুলিল্লাহ আমাদের  ২৩/০৯/২৩ সেপ্টেম্বরের উমরাহ গ্রুপ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন|আল্লাহ যেন সবার উমরাহ হজ্ব ক...
23/09/2023

আলহামদুলিল্লাহ আমাদের ২৩/০৯/২৩ সেপ্টেম্বরের উমরাহ গ্রুপ আল্লাহর ঘরের উদ্দেশ্যে রওনা হয়েছেন|
আল্লাহ যেন সবার উমরাহ হজ্ব কবুল করেন আমিন
আমাদের আগামী অক্টাবরের'২৩ উমরাহ গ্রুপ যাবে যারা যেতে আগ্রহী যোগাযোগ করুন |

আহলান সাহলান মারহাবা মারহাবাসবাইকে জানাই সকলর্ ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী ﷺ এর শুভেচ্ছাসাহারাতে ফুটলরে ফুল রঙ্গীন গুলে...
17/09/2023

আহলান সাহলান মারহাবা মারহাবা
সবাইকে জানাই সকলর্ ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন্নবী ﷺ এর শুভেচ্ছা
সাহারাতে ফুটলরে ফুল রঙ্গীন গুলে- লালা
সেই ফুলেরই খোশবুতে আজ দুনিয়া মাতোয়ালা।।
সে ফুল নিয়ে কাড়াকাড়ি চাঁদ- সুরুয, গ্রহ- তারায়
ঝুঁকে পড়ে চুমে সে ফুল নীল গগন নিরালা।।
সেই ফুলেরই রওশনীতে আরশ কুর্শী রওশন,
সেই ফুলেরই রং লেগে আজ ত্রিভুবন উজালা।।
সেই ফুলেরই গুলিস্তানে আসে লাখো পাখী,
সে ফুলেরে ধরতে বুকে দোলে রে ডাল- পালা।।
চাহে সে ফুল জীন ও ইনসান হুর পরী ফেরেশতায়,
ফকীর দরবেশ বাদশাহ চাহে করতে গলে মালা।।
চেনে রসিক ভোমরা বুলবুল সেই ফুলের ঠিকানা,
কেউ বলে হযরত মোহাম্মদ কেউ বা কমলীওয়ালা।
__কাজী নজরুল ইসলাম।

 #নবী_করিম_(ﷺ) ীপে_উটের_অভিযোগ_পেশ_করা।একবার নবী করিম (ﷺ)এক আনসারীর বাগানে গেলেন। একটি উট সেখানে পানির চাক্কা টানছিল। উট...
12/09/2023

#নবী_করিম_(ﷺ) ীপে_উটের_অভিযোগ_পেশ_করা।
একবার নবী করিম (ﷺ)এক আনসারীর বাগানে গেলেন। একটি উট সেখানে পানির চাক্কা টানছিল। উটটি রাসূলে করিম (ﷺ)দেখা মাত্রই ক্রন্দনের স্বরে চিৎকার করে উঠলো। আর ওটার দু’চোখ দিয়ে দরদর বেগে পানি ঝরছিল। নবী করিম (ﷺ) উহার কাছে গিয়ে তার মাথায় ও পিঠে হাত রাখলে সে চুপ হয়ে যায়। নবীক করিম (ﷺ) জিজ্ঞাসা করলেন, এ উটের মালিক কে? লোকেরা মালিকের নাম বললো। তাকে ডেকে আনা হলে নবী করিম (ﷺ) বললেন, এ জন্তগুলো আল্লাহ তোমাদের অধীনে ও অনুগত বানিয়ে দিয়েছেন, এগুলোর প্রতি তোমরা অবশ্যই দয়া প্রদর্শন করবে। এ উট আমার নিকট অভিযোগ করছে যে, তুমি ওটাকে খেতে দাও না এবং নানাভাবে কষ্ট দিয়ে থাক।
এমনে একবার এক আনসারীর একটি উটের মেজাজ খারাপ হয়ে যায় ও পাগলামি করতে শুরু করে। লোকেরা নবী করিম(ﷺ)’কে এ ঘটনা জানালেন। নবী করিম (ﷺ)উটটির কাছে যেতে ইচ্ছা করলেন। তখন সকলেই বললো যে, ‘না, রাসুলুল্লাহ, আপনি সেখানে যাবেন না। কেননা উটটি কুকুরের মতো লোকদেরকে কামড়াচ্ছে। নবী করিম (ﷺ) বললেন, ‘আমি তা ভয় করি না।’ এ কথা বলে তিনি সম্মুখের দিখে অগ্রসর হলেন। তখন উটটি নবী করিম (ﷺ) সম্মুখে মাথা নত করে দিল। নবী করিম (ﷺ) তার মাথায় হাত বুলালেন এবং সেটিকে ধরে তার মালিকের নিকট সোর্পদ করলেন। পরে বললেন, প্রত্যেকটি সৃষ্টিরই এ কথা জানা আছে যে, আমি আল্লাহর রাসুল। কিন্তু গুনাহগার মানুষ ও নাফরমান জ্বীন এটার ব্যতিক্রম। সাহাবীরা এ দৃশ্য দেখে বললেন, ইয়া রাসুলাল্লাহ ! জন্তরা যখন আপনাকে সিজদা করে, তখন মানুষের উচিত সর্বাগ্রে আপনাকে সিজদা করা। নবী করিম (ﷺ) এর জবাবে বললেন, যদি পরস্পর সিজদা করা জায়েয হতো, তাহলে আমি স্ত্রী লোককে তাঁর স্বামীর উদ্দেশ্যে সিজদা করতে হুকুম করতাম।

(পূর্বোক্ত, পৃষ্ঠা-৩৪২,৩৪৩)(কাসিদায়ে- নু’মান, পৃষ্ঠা নং-৫৭)
চিন্তা করে দেখুন জীব জন্তু আমার নবীকে চিনতে পারল আর আমরা চিন্তে পারলাম না আপসুস

এভাবে মানুষের মতো প্রত্যেক জীব-জন্ত, পশু-পাখির উপর ফরয যে নবী করিম (ﷺ) এর আনুগত্য করা ও তাঁর নির্দেশ মেনে চলা। তাই শায়খ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী তাঁর ‘মাদারিজুন নবুয়্যাত’ গ্রন্থে বলেন, ‘নবী করিম(ﷺ) সমস্ত জীব-জন্তু, উদ্ভিদ, জড় পদার্থ এবং সকল সৃষ্টির রাসূল হয়ে প্রেরিত হয়েছেন।’ আল্লাহ তা‘আলা বলেন,
“হে রাসূল! আমি আপনাকে সমস্ত সৃষ্টির রহমত করে প্রেরণ করেছি।
(কুরআনুল করিম, সূরা আম্বিয়া পারা-১৭, আয়াত-১০৭)

নাতে রাসুল ﷺ  মদীনার বুল বুল মদীনার বুল বুল নবী রাসূলাল্লাহ্পাঠালেন খুশি হয়ে নীজে মাবুদ আল্লাহ্,তুমিযে,  আসলে এই ধরাতেঅন...
07/09/2023

নাতে রাসুল ﷺ মদীনার বুল বুল
মদীনার বুল বুল নবী রাসূলাল্লাহ্
পাঠালেন খুশি হয়ে নীজে মাবুদ আল্লাহ্,
তুমিযে, আসলে এই ধরাতে
অন্ধ যুগের মানুষের আলো দিতে,
তব নুরে আলোকিত হল দুনিয়া,
অমানুষ মানুষ হয়, তোমাকে পাইয়।
ছিল মানুষ পাপে তাপে অন্ধকারে,
তুমি এসে সেই মানুষ সোনা বানালে,
আসলেন কালিমার জিকির করিয়া,
বলতেন তিনি লাইলাহা ইল্লাল্লাহ।
আকাশেরী দ্রুব তারা আসলেন দুনিয়ায়,
পাঠালেন রাসূল করে শেষ জামানায়,
সব নবীর সরদার মোহাম্মদ রাসূল ﷺ,
তিনি হলেন আল্লাহর পেয়ারা মাকবুল,
আল্লাহর দীদার হাসিল করেন মেরাজে গিয়া,
সেখানেও উম্মতকে যান না ভুলিয়া।

আলহামদুলিল্লাহহাজীদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিলাম।।।
05/09/2023

আলহামদুলিল্লাহ
হাজীদের নিয়ে বাংলাদেশের উদ্দেশ্য রওনা দিলাম।।।

Address

Chowdhury Tower, 3rd Floor, Shahid Sowhorowardi Road, Kotwali
Chittagong
4000

Opening Hours

Monday 09:30 - 19:00
Tuesday 09:30 - 19:00
Wednesday 09:30 - 19:00
Thursday 09:30 - 19:00
Saturday 09:30 - 19:00
Sunday 09:30 - 19:00

Telephone

+8801835201070

Website

Alerts

Be the first to know and let us send you an email when Peaceful Travel & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Peaceful Travel & Tours:

Videos

Share

Nearby travel agencies