E-Air Ticket BD

E-Air Ticket BD Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from E-Air Ticket BD, Travel Agency, Bahaddarhut, Chittagong.

We provide online airlines tickets booking services that will reduce your valuable time and money just in a few minutes through online both for the domestic and international travelers with hassle free and guaranteed service & secured e-payment.

জনতা ব্যাংক গ্রাহক সেবা সপ্তাহ: ৬-১২ জুন, ২০২৩।****কোন প্রকার চেক ছাড়াই eJanata QR কোড স্ক্যান করে জনতা ব্যাংকের যে কোন ...
06/06/2023

জনতা ব্যাংক গ্রাহক সেবা সপ্তাহ: ৬-১২ জুন, ২০২৩।

****কোন প্রকার চেক ছাড়াই eJanata QR কোড স্ক্যান করে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা তুলুন নিমেষেই।

এছাড়াও থাকছে ফান্ড ট্রান্সফার ও BEFTN সুবিধা।

শীঘ্রই চালু হবে জনতা ও bKash এর মধ্যে টাকা ট্রান্সফারের সুবিধা।

জনতা ব্যাংকের অন্যান্য সেবাসমূহঃ

1. সম্পূর্ণ চার্জবিহীন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার সুবিধা (৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে হিসাব খুললেই ২০২৩ ও ২০২৪ সালের জন্য হিসাব রক্ষণাবেক্ষণ, এসএমএস ও অনলাইন চার্জ সম্পূর্ণ ফ্রী!)।

2. নগদ কমিশন ছাড়াই অনলাইন জমা ও উত্তোলন সুবিধা।

3. বিভিন্ন ধরনের ডিপিএসঃ
জনতা ডিপোজিট স্কীম,
মিলিয়নার ডিপোজিট স্কীম,
নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প ও
হজ্জ্ব ডিপোজিট স্কীম।

4. স্থায়ী আমানত হিসাব (এফডিআর) (বর্তমান রেট ৭%)।

5. বৈদেশিক রেমিট্যান্স পরিশোধ ও ২.৫% হারে নগদ প্রণোদনা সুবিধা।

6. ৯% হারে বাণিজ্যিক (সিসি) ঋণ সুবিধা।

7. সিএমএসএমই খাতে প্রণোদনা ঋণ সুবিধা।

8. যে কোন শাখা হতে বেতনভোগীদের ৯% হারে পার্সোনাল ঋণ সুবিধা।

9. বৈদেশিক চাকুরিতে নিয়োগপ্রাপ্তদের জন্য ঋণ, পেনশনভোগীদের জন্য ঋণসহ অন্যান্য ঋণ সুবিধা।

10. RTGS ও BEFTN এর মাধ্যমে যেকোন ব্যাংকে টাকা প্রেরণের সুবিধা।

11. BACH এর মাধ্যমে দ্রুত চেক ক্লিয়ারিং সুবিধা।

12. ই-চালানের মাধ্যমে পাসপোর্টের ফি ও আয়করসহ সকল ধরনের সরকারি ফি জমা করার সুবিধা।

13. জেবি পিনক্যাশের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে হিসাববিহীন গ্রাহককে টাকা প্রেরণের সুবিধা।

14. এছাড়াও অন্যান্য সকল ধরনের ব্যাংকিং সুবিধা।

রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে আপনার আমানত ১০০% নিরাপদ ও সুরক্ষিত।

ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিঃ
জুবিলী রোড শাখা
চট্টগ্রাম।।।

25/03/2022

আজ মহান স্বাধীনতা দিবস! মুক্ত আকাশে উড়াল দেয়ার গর্বিত জাতি হিসেবে আজ ৫১ বছরে পা রাখলাম আমরা। স্মরণ করছি সেই ভয়াল রাতের স্মৃতি ও হাজারো শহীদদের যারা নির্বিচারে প্রাণ দিয়েছিলো পশুর তুল্য পাক হানাদার বাহিনীর হাতে।

#স্বাধীনতাদিবস #বাংলাদেশ

02/02/2022

থাইল্যান্ড ভিসার জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস:
ব্যবসায়ীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এমএম X ৪৫ এমএম)
৩। ব্যাক্তিগত অথবা প্রতিষ্ঠানের ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। ট্রেড লাইসেন্স এর কপি মেয়াদসহ। লিমিটেড কোম্পানী হলে মেমোরেন্ডাম এর কপি।
৬। ভিজিটিং কার্ড।
৭। প্রতিষ্ঠানের লেটারহেড প্যাড।

**********************************************************************

চাকুরীজিবীদের জন্য:
১। পার্সপোর্ট (সর্ব নিম্ন ০৭ মাস মেয়াদ সহ) পূরাতন পার্সপোর্ট থাকেলে সাথে দিতে হবে।
২। সম্প্রতি তোলা ২কপি ছবি সাদা ব্যাকগ্রাউন্ড (ফটো সাইজ ৩৫ এম এম X ৪৫ এম এম)
৩। ব্যাক্তিগত ব্যাংক ষ্টেটমেন্ট (লাষ্ট ০৬ মাসের) সর্বনিম্ন ব্যালেন্স ৭০,০০০/- টাকা থাকতে হবে।
৪। ব্যাংক সলভেন্সী সার্টিফিকেট।
৫। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত নো অবজেকশন লেটার (এনওসি)
৬। প্রতিষ্ঠান কর্তৃক প্রদত্ত আই.ডি কার্ডের কপি।
৭। সেলারী ব্যাংক এ না হলে সেলারী সার্টিফিকেট অথবা ০৬ মাসের পে স্লিপের কপি।
৮। ভিজিটিং কার্ড।

*******************************************************************

Let's celebrate this new year with new dreams,hopes and inspirations.. May all our unfulfilled wishes become fulfilled i...
31/12/2021

Let's celebrate this new year with new dreams,hopes and inspirations.. May all our unfulfilled wishes become fulfilled in 2022

Address

Bahaddarhut
Chittagong
4212

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801713371042

Alerts

Be the first to know and let us send you an email when E-Air Ticket BD posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to E-Air Ticket BD:

Share

Category