06/06/2023
জনতা ব্যাংক গ্রাহক সেবা সপ্তাহ: ৬-১২ জুন, ২০২৩।
****কোন প্রকার চেক ছাড়াই eJanata QR কোড স্ক্যান করে জনতা ব্যাংকের যে কোন শাখা থেকে টাকা তুলুন নিমেষেই।
এছাড়াও থাকছে ফান্ড ট্রান্সফার ও BEFTN সুবিধা।
শীঘ্রই চালু হবে জনতা ও bKash এর মধ্যে টাকা ট্রান্সফারের সুবিধা।
জনতা ব্যাংকের অন্যান্য সেবাসমূহঃ
1. সম্পূর্ণ চার্জবিহীন সঞ্চয়ী ও চলতি হিসাব খোলার সুবিধা (৩১ আগস্ট ২০২৩ এর মধ্যে হিসাব খুললেই ২০২৩ ও ২০২৪ সালের জন্য হিসাব রক্ষণাবেক্ষণ, এসএমএস ও অনলাইন চার্জ সম্পূর্ণ ফ্রী!)।
2. নগদ কমিশন ছাড়াই অনলাইন জমা ও উত্তোলন সুবিধা।
3. বিভিন্ন ধরনের ডিপিএসঃ
জনতা ডিপোজিট স্কীম,
মিলিয়নার ডিপোজিট স্কীম,
নারী কল্যাণ সঞ্চয় প্রকল্প ও
হজ্জ্ব ডিপোজিট স্কীম।
4. স্থায়ী আমানত হিসাব (এফডিআর) (বর্তমান রেট ৭%)।
5. বৈদেশিক রেমিট্যান্স পরিশোধ ও ২.৫% হারে নগদ প্রণোদনা সুবিধা।
6. ৯% হারে বাণিজ্যিক (সিসি) ঋণ সুবিধা।
7. সিএমএসএমই খাতে প্রণোদনা ঋণ সুবিধা।
8. যে কোন শাখা হতে বেতনভোগীদের ৯% হারে পার্সোনাল ঋণ সুবিধা।
9. বৈদেশিক চাকুরিতে নিয়োগপ্রাপ্তদের জন্য ঋণ, পেনশনভোগীদের জন্য ঋণসহ অন্যান্য ঋণ সুবিধা।
10. RTGS ও BEFTN এর মাধ্যমে যেকোন ব্যাংকে টাকা প্রেরণের সুবিধা।
11. BACH এর মাধ্যমে দ্রুত চেক ক্লিয়ারিং সুবিধা।
12. ই-চালানের মাধ্যমে পাসপোর্টের ফি ও আয়করসহ সকল ধরনের সরকারি ফি জমা করার সুবিধা।
13. জেবি পিনক্যাশের মাধ্যমে দেশের যেকোন প্রান্তে হিসাববিহীন গ্রাহককে টাকা প্রেরণের সুবিধা।
14. এছাড়াও অন্যান্য সকল ধরনের ব্যাংকিং সুবিধা।
রাষ্ট্রীয় মালিকানাধীন একটি প্রতিষ্ঠান হিসেবে আপনার আমানত ১০০% নিরাপদ ও সুরক্ষিত।
ব্যবস্থাপক
জনতা ব্যাংক লিঃ
জুবিলী রোড শাখা
চট্টগ্রাম।।।