Travel Time & Tours

Travel Time & Tours Your Trusted Travel Partner Travel Time & Tours is a Tour Operator and Travel Agency being managed by a team of professionals.
(3)

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে...
12/05/2023

চট্টগ্রাম: ঘূর্ণিঝড় মোখার কারণে শনিবার (১৩ মে) সকাল ৬টা থেকে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

শুক্রবার (১২ মে) রাত সাড়ে এগারোটায় বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ কমান্ডার তাসলিম আহমেদ।

তিনি জানান, আবহাওয়া অধিদপ্তরের ৮ নম্বর মহাবিপদ সংকেতের পরিপ্রেক্ষিতে শনিবার সকাল ৬টা থেকে শাহ আমানতে আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট ওঠানামা বন্ধ থাকবে।

23/03/2023
হজের খরচ কমলচার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ২৭ মার্চ পর্যন্ত...
22/03/2023

হজের খরচ কমল

চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ না হওয়ায় হজের খরচ কিছুটা কমানো হয়েছে। ১১ হাজার ৭২৫ টাকা কমিয়ে ২৭ মার্চ পর্যন্ত নিবন্ধনের সময় বাড়ানোর কথা জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

বুধবার থেকেই এ নিবন্ধন চলবে বলে ধর্ম মন্ত্রণালয়ের হজ-১ শাখার উপ সচিব আবুল কাশেম মোহাম্মদ শাহীন জানিয়েছেন।

ধর্ম মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশসহ বিশ্বের অন্যান্য সব দেশের জন্য সৌদি আরব মিনায় ‘এ’, ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরির তাবুর খরচ বাবদ ৪১৩ সৌদি রিয়াল কমিয়েছে। বাংলাদেশি টাকায় যা ১১ হাজার ২৭৫ টাকা। যারা ইতোমধ্যে পুরাতন ফি অনুযায়ী নিবন্ধন করেছেন তাদের পরবর্তীতে খাবারের টাকার সঙ্গে টাকা ফেরত দেওয়া হবে।

এতে আরও বলা হয়, প্যাকেজ মূল্য হ্রাস পাওয়ায় এবং হজযাত্রীদের বয়সসীমা না থাকায় পরিবর্তিত প্যাকেজে নিবন্ধনের সময়সীমা আগামী ২৭ মার্চ পর্যন্ত বর্ধিত করা হলো।

উল্লেখ্য, হজের খরচ বেড়ে যাওয়ায় চার দফা সময় বাড়িয়েও কোটা পূরণ হয়নি। ৯ শতাংশ আসন খালি রেখেই গতকাল নিবন্ধনের চতুর্থ দফা নিবন্ধনের সময় শেষ হয়েছে।

চলতি বছর হজের জন্য সরকারি প্যাকেজে সর্বনিম্ন ছয় লাখ ৮৩ হাজার টাকা ও বেসরকারি প্যাকেজ ছয় লাখ ৭২ টাকা নির্ধারণ করা হয়েছিল। গত বছরের চেয়ে এবার প্যাকেজের মূল্য বেড়েছে প্রায় দেড় লাখ টাকা। অনেকেই এটাকে অস্বাভাবিক মনে করছেন।

ডলার, রিয়াল ও জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি এবং বিমান ভাড়া বাড়ার অজুহাতে প্যাকেজের খরচ বাড়ানো হয়েছে। এ ছাড়াও প্যাকেজের বাইরে যাত্রীর রয়েছে আরও বিভিন্ন ধরনের খরচ। সব মিলে প্যাকেজের বাইরে আরও খরচ রয়েছে।

হজ প্যাকেজের খরচ মাত্রাতিরিক্ত বাড়ানো নিয়ে সমালোচনার ঝড় বইছে। খরচ কমানের দাবিও উঠেছিল বিভিন্ন মহল থেকে। তবে এতদিন খরচ কমানোর সুযোগ নেই বলে জানিয়েছিল ধর্ম মন্ত্রণালয়।

উমরাহ হজ্ব নিয়ে ভাবছেন? বাজেট ফ্রেন্ডলি সব উমরাহ প্যাকেজ নিয়ে আপনার যাত্রাকে করবে ভাবনাবিহীন। উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভু...
17/03/2023

উমরাহ হজ্ব নিয়ে ভাবছেন?

বাজেট ফ্রেন্ডলি সব উমরাহ প্যাকেজ নিয়ে আপনার যাত্রাকে করবে ভাবনাবিহীন।

উমরাহ্‌ প্যাকেজের অন্তর্ভুক্ত

*এয়ার টিকেট
*উমরাহ্ ভিসা
*অভিজ্ঞ মোয়াল্লেম
*মক্কা-মদিনা হোটেল
*দেশীয় খাবার
*সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা
*মক্কায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন - জিয়ারা
*মদিনায় ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন – জিয়ারা
*উমরাহ্ গাইড

দেরি না করে আজই যোগাযোগ করুন

আল ফালাহ ট্রাভেলস এন্ড ট্যুরস।
২২৬ শেখ মুজিব রোড,এ কে টাওয়ার (৩য় তলা), হোটেল ইস্টার্ন ভিউ
আগ্রাবাদ চট্টগ্রাম।
০১৭৩০৭৯৯৯৫৬
ট্রাভেল টাইম এন্ড ট্যুরস।
১৭২১ শেখ মুজিব রোড। হাসমত আলী শালকর পাশে আগ্রাবাদ চট্টগ্রাম।
০১৭৩০৭৯৯৯৫৯
০২৩৩৪৪১৯১৩০

31/01/2023

আপনাদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে,ঢাকা বিমানবন্দরের উন্নয়ন কাজের জন্য বিভিন্ন এয়ারলাইন্সের সময়সূচির পরিবর্তন হয়েছে ।তাই আপনাদের যাদের টিকেট কাটা আছে, বর্তমানে টিকেটের সময়টি অবশ্যই যাচাই করে নিবেন। ঢাকা থেকে যাওয়া এবং ঢাকায় ফিরে আসার ফ্লাইট, উভয় ক্ষেত্রেই সময় পরিবর্তন হয়ে থাকতে পারে।তাই জরুরী ভিত্তিতে যার যার শিডিউল অনুযায়ী ফ্লাইটগুলোর সময় যাচাই করে নিন।

02/01/2023

First time in history snowfall in Makkah

15/11/2022

Masjid Al Haram

যারা ওমরাহ্ হাজ্ব করতে নিয়ত করেছেন,যোগাযোগ করতে পারেন,প্রতি মাসে আল্লাহর ঘর বায়তুল্লায় আমাদের কাফেলা থেকে সম্মানিত হাজীগ...
15/11/2022

যারা ওমরাহ্ হাজ্ব করতে নিয়ত করেছেন,যোগাযোগ করতে পারেন,প্রতি মাসে আল্লাহর ঘর বায়তুল্লায় আমাদের কাফেলা থেকে সম্মানিত হাজীগনদের প্রেরণ করা হচ্ছে
আল ফালাহ ট্রাভেলস এন্ড ট্যুরস।
০১৭৩০৭৯৯৯৫৯,০১৭৩০৭৯৯৯৫৬.

24/10/2022

চট্টগ্রাম বিমানবন্দরে আজ ২৪/১০/২০২২ সকল ফ্লাইট ঘূর্ণিঝড় "সিত্রাং" এর কারনে বাতিল ঘোষণা করা হয়েছে।।
সুত্রঃ বাংলাদেশ সিভিল অ্যাভিয়েশন, চট্টগ্রাম জোন।

মহান ঈদে মিলাদুন্নবীর পবিত্রতায় শান্তি বর্ষিত হোক সবার উপর, কল্যাণ ও সফলতা নেমে আসুক ঘরে ঘরে!Travel Time & Tours
08/10/2022

মহান ঈদে মিলাদুন্নবীর পবিত্রতায় শান্তি বর্ষিত হোক সবার উপর,
কল্যাণ ও সফলতা নেমে আসুক ঘরে ঘরে!

Travel Time & Tours

04/10/2022

োনার কারণে হজের জন্য সৌদি সরকারের বেঁধে দেয়া ৬৫ বছরের যে বয়সসীমা ছিলো, তা আগামী ...

মাত্র ৩১,০০০ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করে আপনার হজ্বযাত্রার সিরিয়াল এগিয়ে থাকুন....লাগবে সুধু মাত্র১) NID কার্ডের ফটোকপি ...
30/09/2022

মাত্র ৩১,০০০ টাকা দিয়ে প্রাক-নিবন্ধন করে আপনার হজ্বযাত্রার সিরিয়াল এগিয়ে থাকুন....লাগবে সুধু মাত্র
১) NID কার্ডের ফটোকপি ২) মোবাইল নাম্বার

আল ফালাহ হজ্জ কাফেলা
০১৭-৩০৭৯৯৯৫৬

আবারও সময় বাড়লো !!কক্সবাজার-এর টিকেট সাথে হোটেল ফ্রি!এই মৌসুমে সমুদ্র সৈকতে আপনার পছন্দের মানুষের সাথে আনন্দঘন স্মৃতি তৈ...
04/09/2022

আবারও সময় বাড়লো !!
কক্সবাজার-এর টিকেট সাথে হোটেল ফ্রি!

এই মৌসুমে সমুদ্র সৈকতে আপনার পছন্দের মানুষের সাথে আনন্দঘন স্মৃতি তৈরি করুন।
কক্সবাজার দুইটি রিটার্ন টিকেট কিনলেই

দুই রাত হোটেল ফ্রি!
সাথে থাকছে ফ্রি বুফে ব্রেকফাস্ট
এবং ফ্রি এয়ারপোর্ট ট্রান্সপোর্ট।

:: হোটেল সমূহ :::

হোটেল দ্য কক্স টুডে
গ্রেস কক্স স্মার্ট হোটেল
নিসর্গ হোটেল এন্ড রিসোর্ট
উইন্ডি টেরেস বুটিক হোটেল
হোটেল সি প্যালেস লিমিটেড

অফারটি চলবে: ৩০শে সেপ্টেম্বর ২০২২ পর্যন্ত।
ভ্রমণের শেষ সময়: ৩১ অক্টোবর ২০২২।
০১৭৩০৭৯৯৯৫৯,০১৭৩০৭৯৯৯৫৬

04/09/2022

দুবাই টুরিস্ট ভিসা এয়ার টিকেট সহ করা হয়,
যোগাযোগ ০১৭৩০৭৯৯৯৫৯,০১৭৩০৭৯৯৯৫৬

ইন্ডিয়ান ভিসার প্রসেসিং সম্পর্কে যোগাযোগ করতে পারেন,০১৭৩০৭৯৯৯৫৯,০১৭৩০৭৯৯৯৫৬
04/09/2022

ইন্ডিয়ান ভিসার প্রসেসিং সম্পর্কে যোগাযোগ করতে পারেন,
০১৭৩০৭৯৯৯৫৯,০১৭৩০৭৯৯৯৫৬

09/07/2022

এবারের ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।

28/06/2022

Food service for our Hajis.

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে, ফ্লাইট ছাড়ার ২০ মিনিট আগে চেক-ইন সম্পন্ন করুন।
21/06/2022

সঠিক সময়ে গন্তব্যে পৌঁছাতে,
ফ্লাইট ছাড়ার ২০ মিনিট আগে

চেক-ইন সম্পন্ন করুন।

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞🔹৫ জায়গা হল;১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও ৫. বাইতুল্লাহ।🔹৫ দিন হল; ...
15/06/2022

৫ জায়গায় ৫ দিনে ৯ কাজ করাকে হজ্জ বলে"‼️💞

🔹৫ জায়গা হল;
১. মিনা ২. আরাফা ৩. মুজদালিফা ৪. জামারাত ও
৫. বাইতুল্লাহ।

🔹৫ দিন হল;
জুলহিজ্জাহ (জিলহজ্জ) মাসের ৮. ৯. ১০. ১১. ১২।

🔹৯ কাজ হল;
তার মধ্যে ৩টি ফরজ ৬টি ওয়াজিব
===
ফরজ তিনটি; ১. ইহরাম ২. আরাফা ৩. তওয়াফে জিয়ারত।
===
ওয়াজিব ৬টি হল;
১. মুজদালফা ২. কঙ্কর ৩. কুরবানী ৪. মাথা কামানী ৫. সাঈ ৬. বিদায়ী তওয়াফ

🔹খোলাসা কথা,
হজ্জের জন্য জায়গা হল ৫টি, হজ্জ পালনের জন্য দিন হল ৫টি আর কাজ হল মাত্র ৯টি।
ব্যস! সিরিয়াল মত ঠিকঠাক থাকলে আপনার হজ্জ সম্পূর্ণ হবে, ইনশাআল্লাহ।
আল্লাহ সকল হাজীদের হজ্বকে কবুল করুক।
আমীন।

02/05/2022

আসসালামুআলাইকুম

আপনাকে এবং আপনার পরিবারের সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ...আসুন আমরা সবাই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিই...সবাই নিজের অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার সুখ ও সমৃদ্ধি কামনা করি...ঈদ মোবারক।

08/03/2022
🕋 উমরাহ্ ২০২২ই 🕋আলহামদুলিল্লাহ ১৫য়ে রমজান উমরাহ গ্রুপ যাবে উমরাহ্ পালন করুন বরকতময় মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের দিন গু...
19/02/2022

🕋 উমরাহ্ ২০২২ই 🕋

আলহামদুলিল্লাহ ১৫য়ে রমজান উমরাহ গ্রুপ যাবে উমরাহ্ পালন করুন বরকতময় মাসের রহমত, মাগফিরাত ও নাজাতের দিন গুলিতে।
বর্তমানে উমরার এয়ার টিকিটের যথেষ্ঠ ক্রাইসিস রয়েছে,তা রামাদানে আরো ব্যাপক আকার ধারন করার সম্ভাবনা রয়েছে। তাই দ্রুত আপনার বুকিং নিশ্চিত করুন।
উমরাহ্ প্যাকেজের সব বিষয়ে জানতে যোগাযোগ করুন।
হটলাইনঃ 📲 01730799959,

Travel Time & Tours

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সং...
04/01/2022

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু হয় এয়ারলাইনটির।

শুভ জন্মদিন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, যা সাধারণত বিমান নামে পরিচিত, বাংলাদেশের একমাত্র সরকারি এবং জাতীয় পতাকাবাহী বিমান পরিবহন সংস্থা। ১৯৭২ সালের ৪ জানুয়ারি যাত্রা শুরু হয় এয়ারলাইনটির।

শুভ জন্ম দিন বিমান।

02/01/2022

Shuttle Service At Chattogram

One way Shuttle Bus ticket fare BDT 250
per person

Shuttle Bus Contact Number
Bus - 1 # 01777707507,
Bus - 2 # 01777707509

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন...
29/12/2021

যারা ই-পাসপোর্ট করতে চান তাদের জন্য সম্পূর্ন গাইড লাইনঃ
০১. ই পাসপোর্ট করতে কখনোই কোন অবস্থাতেই কোন দালালের সরনাপন্ন হবেন না। কেনোনা এই ডিজিটাল ব্যাপারটায় দালালের কিছুই করার নেই। তাই নিজের টা নিজে করুন।
০২. আপনারা নিজের টা অবশ্যই নিজে পারবেন। আপনার পরিবারেরটাও আপনি পারবেন।
০৩. এম আর পি থেকে ই পাসপোর্ট করা আর নতুন ভাবে ই পাসপোর্ট করার ফর্মালিটি একই। এম আর পি পাসপোর্ট থাকলে শুধু এর ডাটা গুলো ভুল না করে সঠিক ভাবে নতুন আবেদনে উল্ল্যেক্ষ করুন।
০৪. একটা বিষয় মাথায় রাখবেন ই পাসপোর্ট করতে যে সাপোর্টিং পেপার লাগে তা অবশ্যই আবেদনের পূর্বেই নিজের কাছে সংগ্রহে রাখুন, জেনো কোন অবস্থাতেই আপনার আবেদন টা পরিপূর্ণ করতে ঝামেলায় পড়তে না হয়।
★কি কি ডকুমেন্ট লাগবে?
(ক) আপনার বয়স যদি ১৮ থেকে ২০বছরের মাঝে হয়, তবে NID অথবা ১৭ ডিজিটের ভেরিফাইড Birth Certificate. আর ২০ বছরের উপর হলে অবশ্যই NID লাগবে।
(খ) পুরাতন পাসপোর্ট থাকলে তার যে পেইজে ডাটা রয়েছে সেই পাতাটির ফটোকপি।
(গ) যারা বিবাহিত তাদের কাবিন নামার কপি।
(ঘ) ১৮ বছরের নিচে হলে বাবা মা এর NID এর কপি।
(অ) ৬ বছর পর্যন্ত বাচ্চাদের ক্ষেত্রে গ্রে বেকগ্রাউন্ডের উপর পাসপোর্ট সাইজের ২ কপি ছবি।
(আ) ১৫ বছরের নিচের বাচ্চাদের জন্য তাদের বাবা মা এর পাসপোর্ট সাইজের ছবি।
ই পাসপোর্টের জন্য এই সব কাগজের কোন কিছুই সত্যায়িত করার প্রয়োজন নেই।
তবে যেদিন এপয়েন্টমেন্ট তারিখে আপনারা পাসপোর্ট অফিসে যাবেন সেদিন এই সকল কপির মুল সেট টি অবশ্যই সাথে নিয়তে হবে।
★এবার আসি আবেদনের ব্যপারে।
০১. প্রথমেই একটি বৈধ ই মেইল আইডি থেকে epassport.gov.bd এই ঠিকানায় গিয়ে নির্দেশনা মোতাবেক আপনার একটা account খুলুন। একাউন্ট খুলতে আপনার একটা সচল বৈধ মোবাইল নাম্বার ব্যবহার করুন যা সব সময় আপনার নিজের কাছে থাকবে। account খোলার সময় একটা password use করতে হবে । তা যত্ন সহ সংরক্ষন করুন।
০২. আপনার একটা account থেকেই আপনি আপনার নিজের ও আপনার পরিবারের সদস্যদের জন্য আবেদন করতে পারবেন।
০৩. এবার আপনার আবেদন গুলো নির্ভয়ে আস্তে আস্তে সময় নিয়ে (প্রয়োজন হলে দুই তিন দিন ) পূরণ করুন। এটা পূরণ করতে গিয়ে প্রতিটা ষ্টেপে "Save and Continue" নির্ভয়ে চাপুন আর পরবর্তী ধাপে এগিয়ে যান। কেননা এখানে ভুল হলেও আপনি তা শুদ্ধ করার সুযোগ পাবেন। এভাবে একে একে আপনার সব গুলো আবেদন পত্র গুলো পুরন করুন। একটা বিষয় খেয়াল রাখবেন আবেদন পত্র পুরনের শেষ ধাপে "Confirm and Submit" অপশন আসবে। এই খানে ক্লিক করার আগে আপনি এতক্ষন যা পুরন করেছেন তা দারি কমা সহ পুঙ্খানুপুঙ্খ ভাবে চেক করে নিন। প্রয়োজন হলে এই ড্রাফটের একটা কপি প্রিন্ট করে নিয়ে ভালো ভাবে এর ইনফরমেশন গুলো যচাই করে নিন। আপনি এই অবস্থায় আপনার কম্পিউটার থেকে বেরিয়ে গেলেও অসুবিধা নেই । আপনার এতোক্ষন কাজের সব কিছুই সেইভ হয়ে থাকবে।
সব কিছু ঠিক থাকলে "Confirm and Submit" বাটনে ক্লিক করুন। ব্যাস আপনার আবেদন এর কাজ শেষ। এই পর্যায়ে আপনার কাছে আপনি কবে পাসপোর্ট অফিসে গিয়ে ছবি উঠাবন, আঙ্গুলের ছাপ দিবেন, চোখের আইরিশ দিতে পারবেন তার এপয়েন্টমেন্ট এর শিডিউল চাইবে, তখন আপনি আপনার সুবিধামত এপয়েন্টম্যান্ট নিন। আর এই এপয়েন্টমেন্ট শিট এর একটি কপি প্রিন্ট করে নিন। এবার আপনার আবেদনের ৩ পাতার মুল কপিটি প্রিন্ট করে রাখুন।
নাম লেখার ব্যপারে অনেকেই একটা সমস্যায় ভুগেন যেমন কারো নাম যদি হয় A.Z.M. ZUBAIDUR RAHMAN হয় তবে তিনি Sure Name এর ক্ষেত্রে লিখবেন RAHMAN. আর Given Name এ লিখবেন AZM ZUBAIDUR . এখানে কোন Dot ba ফোটা ব্যবহার করা যাবেনা।
আর মনে রাখবেন আপনার শিক্ষা সার্টিফিকেটে আপনার নাম যেভাবেই লিখা থাকুক তাতে কিছুই আসে যায়না। আপনি আপনার আবেদনে নাম লিখবেন আপনার NID অনুযায়ী।
এবার আপনি নির্দিষ্ট ব্যাংক কে আপনার পাসপোর্ট এর ফী জমা দিন। মনে রাখবেন আপনার আবেদনে যেভাবে নাম লিখেছেন ব্যাংক এর জমার স্লিপ এর নামও ঠিক হুবুহু একই যেনো হয়। ব্যাংক এ টাকা জমা দেওয়ার পর ব্যাংক আপনাকে এটা স্লিপ দিবে, যেখানে একটা রেফারেন্স নাম্বার থাকবে। এই রেফারেন্স নাম্বার টা আপনার মূল আবেদনের ৩য় পাতায় নির্ধারিত জায়গায় যত্ন নিয়ে নির্ভুল ভাবে লিখুন। আর ৩য় পাতার নিচে আপনি স্বাক্ষর ও তারিখ দিন।
এবার পর্যায়েক্রমে উপর থেকে নিচের দিকে ব্যাংক জমার স্লিপ, এপয়েন্টমেন্ট লেটার, মুল আবেদন পত্র, নিজের NID এর কপি, পুরাতন পাসপোর্ট এর ফটোকপি (যদি থাকে), স্ত্রী এর NID কপি, কাবিন নামার ফটোকপি একসাথে করে একটা সেট বানিয়ে পিনআপ করে সংরক্ষন করুন আর নিশ্চিন্তে এপয়েন্টমেন্ট দিনের জন্য অপেক্ষা করুন।
দ্বিতীয় ধাপ: আগে থেকে নির্ধারণ করা তারিখে পাসপোর্ট অফিসে দেখা করবেন সেই প্রিন্ট করা পত্রগুলো ও ব্যাংকে টাকা জমা দেওয়ার রশিদ নিয়ে। পরে বিভিন্ন ভাবে আবেদন পত্রগুলো ও জাতীয় পরিচয়পত্র চেক করে পত্রগুলোর উপর সীল মেরে দিয়ে একটি কক্ষে যেতে বলবে। সেখানে যাওয়ার পর ছবি তুলবে হাতের ফিঙ্গার প্রিন্ট ও চোখের আইরিশ নেয়া হবে। পরে পাসপোর্ট ভেলিভারির একটি স্লিপ দেওয়া হবে। এরপরে বাড়িতে পুলিশ ভেরিফিকেশন হবে।
ব্যাংক ফিঃ
ওয়ান ব্যাংক,প্রিমিয়ার ব্যাংক,সোনালী ব্যাংক,ট্রাস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া,ঢাকা ব্যাংক
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৪০২৫/- ২১ দিনে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৬৩২৫/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ৫ বছর মেয়াদে ৮৬২৫/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৫৭৫০/- ২১ দিনে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ৮০৫০/- ৭/১০ দিনে জরুরি ডেলিভারিতে
৪৮ পেজ ১০ বছর মেয়াদে ১০৩৫০/- ২ দিনে
সুপার এক্সপ্রেস ডেলিভারিতে
তৃতীয় ধাপ: পাসপোর্ট সংগ্রহ
পাসপোর্ট ভেলিভারি স্লিপের তারিখ অনুযায়ী আবার পাসপোর্ট অফিসে দেখা করবেন। ফিঙ্গারপ্রিন্ট চেক করে ই-পাসপোর্ট বুঝিয়ে দেয়া হবে।
বিশেষ দ্রষ্টব্য: ও লক্ষনীয় বিষয়
১: কোন ভূল ও মিথ্যা তথ্য দিবেন না।
২: ভূল বা মিথ্যা ঠিকানা ব্যবহার করবেন না।
৩: পাসপোর্ট সংক্রান্ত কোন সমস্যা হলে দ্রুত পাসপোর্ট অফিসে যোগাযোগ করবেন
৪: পুলিশ ভেরিফিকেশনে ঘুষ চাইলে পাসপোর্ট তদন্ত কর্মকর্তাকে তাৎক্ষণিক জানান
৫: পাসপোর্ট অফিসে কোন সমস্যা হলে সেখানে দায়িত্বরত পুলিশ, আনসার, সেনাবাহিনী বা অন্য কর্মকর্তাদের জিজ্ঞাসা করেন, তারাই বলে দিবে আপনাকে কি করতে হবে কোন কক্ষে যেতে হবে। সুতরাং কারো সাথে অভদ্র আচরণ করবেন না।
ই-পাসপোর্ট আবেদনের জন্য যা প্রয়োজন:
১: আপনার বাসার বিদ্যুৎ বিলের ফটোকপি
২: আপনার জাতীয় পরিচয়পত্র
পুলিশ ভেরিফিকেশন যা দেখতে চাইতে পারে:
১: আপনার ও আপনার বাবা মায়ের জাতীয় পরিচয়পত্র
২: পাসপোর্ট আবেদনে যে পেশা দিয়েছেন তার প্রমাণ। যেমন: স্টুডেন্ট দিলে স্টুডেন্ট আইডি কার্ড।
৩: বিদ্যুৎ বিলের ফটোকপি বা বিদ্যুৎ বিল কার্ডে রিচার্জ করলে কার্ডের ফটোকপি।

27/12/2021

Now Chattogram bound passengers can Enjoy Shuttle Bus Service

Chattogram from/to Airport and City
At only BDT 250 (per person)

Route:
Airport - Agrabad - Nasirabad
Nasirabad - Agrabad - Airport

Effective from 01-Jan-2022
******************************

Please Contact:
01777707507
01777707509


সম্মানিত যাত্রীগণ, অন-টাইম ফ্লাইট নিশ্চিত করনে আভ্যন্তরীণ রুটের সমস্ত ফ্লাইটের চেক ইন কাউন্টার ফ্লাইট ছেড়ে যাওয়ার ২০ ম...
08/12/2021

সম্মানিত যাত্রীগণ,

অন-টাইম ফ্লাইট নিশ্চিত করনে আভ্যন্তরীণ রুটের সমস্ত ফ্লাইটের চেক ইন কাউন্টার ফ্লাইট ছেড়ে যাওয়ার ২০ মিনিট আগে বন্ধ হয়ে যাবে।

সম্মানিত যাত্রীগনকে ফ্লাইট টাইমের ২০ মিনিট আগেই চেক ইন সম্পন্ন করার অনুরোধ করা হল।

14/11/2021

All kinds of ticket available,
For International, domestic ticket Inquiry don't hesitate to contact-01730799956,01730799959,01871202515

বিস্তারিত জানতে কল করুন 01730799956.01730799959
17/10/2021

বিস্তারিত জানতে কল করুন 01730799956.01730799959

প্রেস রিলিজতারিখ: ১৭ অক্টোবর, ২০২১ ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি  বিমান বাংলাদেশ এয়ারলাইন্...
17/10/2021

প্রেস রিলিজ
তারিখ: ১৭ অক্টোবর, ২০২১

ঢাকা থেকে দিল্লি ও কলকাতা রুটে বিমানের ফ্লাইট সংখ্যা বৃদ্ধি
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স বাংলাদেশ-ভারত রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করে নতুন ফ্লাইট শিডিউল ঘোষণা করেছে। এয়ার বাবল চুক্তির আওতায় আগামী ১৯ অক্টোবর, ২০২১ তারিখ থেকে ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে চারটি করে এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে পাঁচটি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান।

ঢাকা-কলকাতা রুটে সপ্তাহে প্রতি সোমবার, মঙ্গলবার, বৃহস্পতিবার ও শনিবার এবং ঢাকা-দিল্লি রুটে সপ্তাহে প্রতি বুধবার, বৃহস্পতিবার, শনিবার, রবিবার ও সোমবার ফ্লাইট পরিচালনা করবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১ টায় কলকাতার উদ্দেশে এবং কলকাতা থেকে স্থানীয় সময় দুপুর ১২:১৫ টায় ঢাকার উদ্দেশে বিমানের ফ্লাইট ছেড়ে যাবে। অন্যদিকে ঢাকা থেকে স্থানীয় সময় সকাল ১১ টায় দিল্লির উদ্দেশে এবং দিল্লি থেকে স্থানীয় সময় দুপুর ২:০০ টায় ঢাকার উদ্দেশে যাত্রা করবে।

সম্মানিত যাত্রীগণ বিমানের যে কোন সেলস্ অফিস, বলাকাস্থ প্রধান কার্যালয়ের সেলস্ সেন্টার (২৪/৭): মোবাইল নং-০১৭৭৭৭১৫৬৩০-৩১, ফোন: +৮৮-০২-৮৯০১৬০০ এক্সটেনশন ২১৩৫/২১৩৬, বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ এবং অনুমোদিত ট্রাভেল এজেন্সির মাধ্যমে টিকেট ক্রয় করতে পারবেন। ১০ বছরের কম বয়সী ব্যতিত অন্যান্য সকল যাত্রীগণকে ফ্লাইট ছাড়ার পূর্ববর্তী সর্বোচ্চ ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করাতে হবে এবং নেগেটিভ সনদ থাকতে হবে। ভারতের বিমানবন্দরে পৌঁছে যাত্রীদেরকে আরেকবার করোনা পরীক্ষা (মলিকুলার টেস্ট) করাতে হবে।

বাংলাদেশ ও ভারতের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় গত ০৫ সেপ্টেম্বর, ২০২১ তারিখ থেকে বিমান চলাচল শুরু হয়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স গত ০৭ ও ০৮ সেপ্টেম্বর হতে ঢাকা থেকে যথাক্রমে কলকাতা ও দিল্লি রুটে সপ্তাহে দুইটি করে ফ্লাইট পরিচালনা করছে। ১৯ অক্টোবর থেকে এ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করা হবে।

আপনার পছন্দের এয়ার টিকেট নিতে যোগাযোগ করুন। ট্রাভেল টাইম এন্ড ট্যুরস এ।সুলভ মূল্যে এয়ার টিকিট বুকিং করুন যে কোন সময়। বিস...
11/01/2021

আপনার পছন্দের এয়ার টিকেট নিতে যোগাযোগ করুন। ট্রাভেল টাইম এন্ড ট্যুরস এ।

সুলভ মূল্যে এয়ার টিকিট বুকিং করুন যে কোন সময়।
বিস্তারিত জানতে Inbox করুন । ফোন করতে পারেন 01730799956 নাম্বারে।

We are ready as always ! For ticketing and reservation details please call 013-714403 or 01730799956 (daily 09 am - 05 p...
31/05/2020

We are ready as always ! For ticketing and reservation details please call 013-714403 or 01730799956 (daily 09 am - 05 pm) for any query or send email [email protected]

মহান বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য চেতনায় আমাদের যে স্বাধীনতা অর্জন, বিশ্ব মানচিত্রে নিজেদের মাথা উঁচু করে বাঁচা। সেই ...
25/03/2020

মহান বীর মুক্তিযোদ্ধাদের অপ্রতিরোধ্য চেতনায় আমাদের যে স্বাধীনতা অর্জন, বিশ্ব মানচিত্রে নিজেদের মাথা উঁচু করে বাঁচা। সেই সব বীরদের এই স্বাধীনতা দিবসে স্মরণ করছি বিনম্র শ্রদ্ধায়।

Address

1721 Sk Mujib Road Agrabad Chattogram (Inside Of Hasmot Ali Dry Cleaning)
Chittagong
4100

Telephone

+8801730799956

Website

Alerts

Be the first to know and let us send you an email when Travel Time & Tours posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Travel Time & Tours:

Videos

Share

Category