হজ্জের নিয়ত
নির্ধারিত মিকাত থেকে (সম্ভব হলে) গোসল করে অথবা অজু করে পুরুষরা সেলাইবিহীন ২টি কাপড় পরবে। আর নারীরা পর্দাসহ শালীন পোশাক পরবে। এরপর ২ রাকাত নামাজ পড়ে হজের নিয়ত করে নেবে-
اَللَّهُمَّ اِنِّي اُرِيْدُ الْحَخَّ فَيَسِّرْهُ لِيْ وَ تَقَبَّلْهُ مِنِّي
উচ্চারণ : ‘আল্লাহুম্মা ইন্নি উরিদুল হাজ্জা ফাইয়াসসিরহু লি ওয়া তাকাব্বালহু মিন্নি’
অর্থ : হে আল্লাহ! আমি হজের ইচ্ছা করছি; আপনি আমার জন্য তা সহজ করে দিন এবং আমার পক্ষ থেকে তা কবুল করুন।’
অথবা এভাবেও হজের নিয়ত করা যাবে-
لَبَّيِكْ حَجًّ - اَللَّهُمَّ لَبَّيِكْ حَجًّ
উচ্চারণ : ‘লাব্বাইক হাজ্জান’ অথবা ‘আল্লাহুম্মা লাব্বাইক হাজ্জান’
নবিজী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এভাবেই নিয়ত করেছেন। যারা হজ বা ওমরার উদ্দেশ্যে ইহরাম বেঁধে বের হবেন, তাঁরা গাড়ি বা বিমান বা অন্য যে কোনো বাহনেই থাকেন; ইহরামের পর বাহনে আরোহনের সময়ই উল্লিখিত নিয়তের শব্
First time in history snowfall in Makkah
এবারের ঈদ সবার জীবনে বয়ে নিয়ে আসুক সুখ ও সমৃদ্ধি।
পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং ঈদ মোবারক।
Food service for our Hajis.
আসসালামুআলাইকুম
আপনাকে এবং আপনার পরিবারের সকলের প্রতি রইলো পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আবার এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদুল ফিতর মানেই আনন্দ...আসুন আমরা সবাই ঈদুল ফিতরের আনন্দ ভাগাভাগি করে নিই...সবাই নিজের অবস্থান থেকে ঈদুল ফিতরের মহিমায় উজ্জীবিত হয়ে দেশ ও দেশের মানুষের কল্যাণে নিজেকে আত্মনিয়োগ করি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। সবার সুখ ও সমৃদ্ধি কামনা করি...ঈদ মোবারক।