17/01/2025
⛔⛔জরুরি ঘোষণা:⛔⛔
ফেব্রুয়ারী ০১ তারিখ থেকে সৌদি আরবে যে কোনো ভিসায় ভ্রমণের ক্ষেত্রে ভ্যাক্সিন গ্রহণ বাধ্যতামূলক। উল্লেখ্য আপনার ভ্রমণের অন্তত ১০ দিন পূর্বে এই ভ্যাক্সিনেশন কমপ্লিট করতে হবে।
*সৌদির নির্ধারিত ভ্যাকসিন কোথায় কোথায় পাওয়া যাচ্ছে*
চট্টগ্রামে : সিভিল সার্জন অফিসে আগামী
২১ জানুয়ারি ২৫ মংগলবার থেকে সকাল
০৯ টা হইতে ০২ টা পর্যন্ত , সাথে প্রমাণক স্বরুপ এন,আই,ডি, পাসপোর্ট , টিকেট , ও এজেন্সির প্যাডে লিখিত আনিতে হইবে।
ঢাকা : মেনিনজাইটিস (Quadrivalent Neisseria meningitis) এর দুই ধরণের টিকা পাওয়া যায়।
১. Polysaccharide: মেয়াদ ৩ বছর, Ingovax (ইনসেপ্টা) এর দাম ১০০০ টাকা।
২. Conjugate: মেয়াদ ৫ বছর / লাইফটাইম, দাম ৪০০০-৪৫০০ টাকা
*যেখানে পাওয়া যাচ্ছেঃ*
১. ইবনে সিনা হসপিটাল (শুধু ধানমন্ডি). ১০০০ টাকা / ৪৫০০ টাকা, দুই মানের আছে। যেকোন দিন সকাল ৭টা থেকে রাত ১০ টা
২. ICDDRB, মহাখালী (৪৮০০ টাকা + ১০০ টাকা রেজিস্ট্রেশন)
৩. স্কয়ার হসপিটাল (৪৫০০ টাকা )
৪. Bangladesh Specialized Hospital, মিরপুর, (৪৬০০/৪৮০০)
৫. Praava Health, বনানী (১০০০ টাকা + ৩০০ টাকা সার্ভিস চার্জ)