Chittagong Tourist Spots

Chittagong Tourist Spots আমরা চট্টগ্রামের নানা দর্শনীয় স্থান ?
(22)

আমাদের চিটাগাং নিয়ে একটা page তৈরি করেছি...... আমাদের Chittagong এ পর্যটন এলাকা কি কি আছে তুলে ধরার চেষ্টা করেছি।
কোন এলাকায় কিকি আছে......
এটি কোথায় অবস্থিত... কিকি পাওয়া যাই......
কিভাবে যেতে হবে ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছি।
আশা করি আপনাদের সবার ভাল লাগবে।
page টি visit করার পর সকলে page এ like দিবেন।
তাহলে আরো নতুন নতুন তথ্য পাবেন প্রতিদিন।

"অনুগ্রহ করে যত বেশি পারেন শেয়ার/ রিপোস্ট করুন :বন্যায় আশ্রয়কেন্দ্র আপটেডনোয়াখালীআশ্রয়কেন্দ্র ১একলাশপুর মাদরাসা, একলাশপু...
26/08/2024

"অনুগ্রহ করে যত বেশি পারেন শেয়ার/ রিপোস্ট করুন :

বন্যায় আশ্রয়কেন্দ্র আপটেড
নোয়াখালী

আশ্রয়কেন্দ্র ১
একলাশপুর মাদরাসা, একলাশপুর উচ্চ বিদ্যালয়
01812355103

আশ্রয়কেন্দ্র ২
এম এ রশিদ উচ্চ বিদ্যালয়,মাইজদি
01616-537086
01609884684

আশ্রয়কেন্দ্র ৩
নোয়াখালী সরকারি কলেজের নতুন ভবন
01875418577

আশ্রয়কেন্দ্র ৪
লক্ষীনারায়ণপুর ,মাইজদি
আদর্শ উচ্চ বিদ্যালয়,
আল ফারুক জামে মসজিদ।
01680943899

আশ্রয়কেন্দ্র ৫
নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়
প্রধান শিক্ষক(মোজাম্মেল স্যার):- 01831873324
সহকারী প্রধান শিক্ষক(জসীম স্যার):- 01813053711

আশ্রয়কেন্দ্র ৬
সেনবাগ
মোহাম্মদপুর রামেন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়
01956852538
চাঁদপুর আদর্শ উচ্চ বিদ্যালয়, সেনবাগ।
01713941594

আশ্রয়কেন্দ্র ৭
নুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে
ব্রাদার আঁন্দ্রে উচ্চ বিদ্যালয় হয়েছে
জাফর স্যার : 01788404424

আশ্রয়কেন্দ্র ৮
চৌমুহনী সরকারী এস এ কলেজ -চৌমুহনী।

আশ্রয়কেন্দ্র ৯
সোনাপুর ডিগ্রি কলেজ, বিজ্ঞান ভবন ১
নুরুল ইসলাম উচ্চ বিদ্যালয়,শরীফপুর।
01820926840,
01881065039

আশ্রয়কেন্দ্র ১০
জমিদারহাট বিএন উচ্চ বিদ্যালয়-রসুলপুর।
আবদুর রশিদ চেয়ারম্যান
01812988990

আশ্রয়কেন্দ্র ১১
বেগমগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়
01816780490

আশ্রয়কেন্দ্র ১২
পশ্চিম চরউরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের (খলিল মিয়ার দরজা) ভবন।
৬ নং নোয়াখালী ইউনিয়নের ৪ নং ওয়ার্ড
01712327653 (মজিব স্যার)

আশ্রয়কেন্দ্র ১২
সোনাইমুড়ি মডেল উচ্চ বিদ্যালয়
যোগাযোগ:
01778711108
01835011434
01902680292
01754497533

আশ্রয়কেন্দ্র ১৩
মফিজ উল্যাহ মেমোরিয়াল একাডেমী। মিরওয়ারিশপুর, নরোত্তমপুর

আশ্রয়কেন্দ্র ১৪
নোয়াখালী স্কুল।
হরিনায়ণপুর স্কুলের পাশে

আশ্রয়কেন্দ্র ১৫
ব্রাইট ফিউচার মডেল হাই স্কুল
রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়,দূর্গাপুর।

আশ্রয়কেন্দ্র ১৬
পৌর কল্যাণ উচ্চ বিদ্যালয়

আশ্রয়কেন্দ্র ১৭
উত্তরলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়

প্রয়োজনে:
বাংলাদেশ সেনাবাহিনী বন্যা নিয়ন্ত্রণ টিম:
01769331519
01769331520
AC(Land):
01307249392
PIO:
01614259627
ফায়ার সার্ভিসের হটলাইন :
102
কেন্দ্রীয় নিয়ন্ত্রণ কক্ষ
02223355555

সকলে সাবধান থাকুন, আবহাওয়া খুবই খারাপ। জলাবদ্ধতা বেশি হলে আশ্রয়কেন্দ্রে উপস্থিত হোন। বাড়িতে অবস্থান করতে পারলে, প্রয়োজনীয় শুকনা খাবার, পানি, স্যালাইন,মোম মজুত রাখুন।"

23/08/2024

জরুরি পোস্ট, সবার দৃষ্টি আকর্ষন করছি: এখনো প্রায় ২০ লাখ বা তারো বেশি মানুষ পানিবন্দী। অনেক জায়গায় রেস্কিউ টিমও যেতে পারছে না, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অনেকাংশেই জ্যাম তাই ত্রাণ পৌঁছানোতে অসুবিধা হচ্ছে।
অনেক জায়গাতেই রেললাইন পানির নিচে, তারপরো আগামীকাল (শনিবার) সকালের দিকে আমাদের একটা রিলিফ ট্রেন ফেনীর দিকে যতটুকু সম্ভব ততটুকু চালানোর চেষ্টা করব।
সেই ট্রেনের সাথে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য আমরা বাংলাদেশ রেলওয়ের পক্ষ থেকে ত্রাণ সামগ্রীর ব্যবস্থা করব। পানিবন্দী মানুষজনকেও চট্টগ্রাম নিয়ে আসা সম্ভব হবে।
আপনারা যারা যারা ক্ষতিগ্রস্তদের সহযোগিতায় অবদান রাখতে চান, তারা পাহাড়তলী স্টেশনে আপনাদের ত্রান সামগ্রী পৌঁছে দিতে পারেন।
(শুকনো খাবার,পাউরুটি, পানি,বিস্কিট,মোমবাতি, চিড়া, মুড়ি, জুস, গুঁড়ো দুধ, স্যালাইন ইত্যাদি।)
রিলিফ ট্রেন টি আগামীকাল সকাল ১০ টায় পাহাড়তলী স্টেশন থেকে ছেড়ে যাবে। মহান সৃষ্টিকর্তা আমাদের সহায় হোন।

যোগাযোগ:
মাসুদ, 01711692816, সহ: যান্ত্রিক প্রকৌশলী
মেহেদী, 01711691630, সহ: বাণিজ্যিক কর্মকর্তা
নির্ঝর, 0171169552/ 01737589393, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী
আনিস, 01515602670, বিভাগীয় পরিবহন কর্মকর্তা
সজীব, 01711691553, বিভাগীয় যান্ত্রিক প্রকৌশলী
শফিক,01829385252,স্টেশন মাস্টার
মনির, 01711691550, স্টেশন ম্যানেজার

সাজিদ হাসান নির্ঝর
ডিভিশনাল মেকানিকাল ইঞ্জিনিয়ার
বাংলাদেশ রেলওয়ে, চট্টগ্রাম

নৌকা ও বোড নেয়ার জন্য গাড়ি আছে দুইটা কারো লাগলে জানাবেন কোনো ধরণের টাকা পয়সা দিতে হবে না...বর্তমানে দেশে বন্যার এই সময়ে ...
22/08/2024

নৌকা ও বোড নেয়ার জন্য গাড়ি আছে দুইটা কারো লাগলে জানাবেন কোনো ধরণের টাকা পয়সা দিতে হবে না...

বর্তমানে দেশে বন্যার এই সময়ে ফেনী, নোয়াখালী ,কুমিল্লা সহ দেশের যেই যেই স্থানে বন্যার জন্য ইজ্ঞিন চালিত নৌকা/ স্পিড বোট নেওয়ার জন্য গাড়ি লাগলে (ঢাকা অথবা চট্টগ্রাম) যেই কোনো স্থান থেকে আমাদের গাড়ির মাধ্যমে নিয়ে যেতে পারবেন। কোনো ধরণের টাকা পয়সা দিতে হবে না সম্পূর্ণ বিনামূল্য আমরা এই সেবায় নিয়োজিত থাকবো ইনশাআল্লাহ।
যোগাযোগ :০১৩০০০১৫৬৬৬, ০১৭৩১৫৬৫৫৯১, ০১৮১৬২৭৮৫২৭, ০১৬০৪৮৯৬৩৪০

সৌজন্যে /S Safa Motor’s

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম কয়েকটি স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্...
22/08/2024

স্পিডবোট ম্যানেজ হয়েছে। প্রতি ট্রিপে অন্তত ৩০ জন উদ্ধারে সক্ষম কয়েকটি স্পিডবোট চাঁদপুর থেকে ফেনীর পথে রওনা হয়েছে। কুমিল্লা ও ফেনী পৌঁছাতে ৩-৪ ঘণ্টা লাগতে পারে।
এখন কোন এলাকায় যাওয়া বেশি প্রয়োজন জানান!
সহযোগিতা পেতে যোগাযোগ
01814720758 (সোহাগ)
01875810789 (সাজ্জাদ)
ফেনী সদর থেকে সেনাবাহিনীর উদ্ধারদল ১২টি স্পীড বোট ও হেলিকপ্টার নিয়ে পরশুরাম-ফুলগাজী যাচ্ছে।
যোগাযোগ:
মেজর সানজিদ 01769331213
আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি। আপনারাও করুন।©

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
24/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন। (আমরা সুনির্দিষ্ট ভাড়া নির্ধারণ করার উদ্যোগ নিয়েছি)
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন। যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।🚃 ঢাকা টু কক্সবাজার।🚃 সিলেট টু কক্সবা...
04/11/2023

ভ্রমন প্রেমিদের জন্য, জেনে নিন কক্সবাজার ট্রেনের সময়সূচি:

🚃 চট্টগ্রাম টু কক্সবাজার।
🚃 ঢাকা টু কক্সবাজার।
🚃 সিলেট টু কক্সবাজার।
🚃 চাঁদপুর টু কক্সবাজার।

কক্সবাজার রুটে ট্রেনের সময় সূচীঃ

১.♦️ চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৬.৩০ টায়
কক্সবাজার পৌঁছাবে সকাল ১০ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

২.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সকাল ৯.৩০ টায়
কক্সবাজার পৌছাবে দুপুর ১ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৩.♦️চট্টগ্রাম কক্সবাজার♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে দুপুর ৩.১৫
কক্সবাজার পৌছাবে সন্ধ্যা ৭ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস ।

৪.♦️চট্টগ্রাম কক্সবাজার ♦️
চট্টগ্রাম ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০
কক্সবাজার পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৫.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ৫ টায়
চট্টগ্রাম পৌঁছাবে ৮.৫০ টায়
ট্রেনের নাম দোহাজারী কমিউটার।

৬.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সকাল ১০ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে দুপুর ২.৩০ টায়
ট্রেনের নাম চট্রলা এক্সপ্রেস।

৭.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১ঃ৩০
চট্টগ্রাম পৌঁছাবে বিকাল ৫ টায়
ট্রেনের নাম কক্সবাজার কমিউটার।

৮.♦️কক্সবাজার চট্টগ্রাম♦️
কক্সবাজার ছেড়ে যাবে সন্ধ্যা ৭:৩০ টায়
চট্টগ্রাম পৌঁছাবে রাত ১১ টায়
ট্রেনের নাম চট্টলা এক্সপ্রেস।

----------------------------------------

৯.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ৭.৪৫ টায়
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৪ টায়
ট্রেনের নাম মহানগর প্রভাতী।

১০.♦️ঢাকা কক্সবাজার♦️
ঢাকা ছেড়ে যাবে সকাল ১০ টায়
কক্সবাজার পৌঁছাবে সন্ধ্যা ৬.৩০ টায়
ট্রেনের নাম ট্যুরিস্ট কোচ।

১১.♦️ঢাকা কক্সবাজার ♦️
ঢাকা ছেড়ে যাবে রাত ১১ঃ১৫ টায়
কক্সবাজার পৌঁছাবে ৭.১৫ টায়।
ট্রেনের নাম, কোরিয়ান কোচ।

১২.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে দুপুর ১.০০ টায়
ঢাকা পৌঁছাবে রাত ৯.০০ টায়
আপাতত কোরিয়ান কোচ।

১৩.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ঃ৪৫ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৬টায়
ট্রেনের নাম তূর্না এক্সপ্রেস।

১৪.♦️কক্সবাজার ঢাকা♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ১০ টায়
ঢাকা পৌঁছাবে সকাল ৭ টায়
আপাতত টুরিস্ট কোচ।

---------------------------------------

১৫.♦️সিলেট কক্সবাজার♦️
সিলেট ছেড়ে যাবে সকাল ৭.৩০
কক্সবাজার পৌঁছাবে বিকেল ৫ টায়
ট্রেনের নাম ঠিক করা হয়নি।

১৬.♦️কক্সবাজার সিলেট♦️
কক্সবাজার ছেড়ে যাবে রাত ৮ টায়
সিলেট পৌঁছাবে সকাল ৫.৩০
টায় ট্রেনের নাম ঠিক করা হয়নি।

----------------------------------------
১৭.♦️কক্সবাজার চাঁদপুর♦️
টাইম টেবিল করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।

১৮.♦️চাঁদপুর কক্সবাজার♦️
টাইমটেবিল ঠিক করা হয়নি
ট্রেনের নাম মেঘনা এক্সপ্রেস।
(নেট থেকে সংগ্রীহিত)
#কক্সবাজার

❑ একটি মেয়ে তার মা কে জিজ্ঞেস করলোঃ- মা আমি কি এমন কোন ছেলেকে আমার স্বামী হিসেবে পাবো যে কিনা আমাকে বুঝবে চারিত্রিক দিক ...
26/10/2023

❑ একটি মেয়ে তার মা কে জিজ্ঞেস করলোঃ- মা আমি কি এমন কোন ছেলেকে আমার স্বামী হিসেবে পাবো যে কিনা আমাকে বুঝবে চারিত্রিক দিক থেকে ভালো এবং সৎ হবে??

তার মা বললঃ- ভালো ছেলে খোঁজা বাদ দাও আর নিজে সৎ থাকো। কারন আমরা পবিত্র কোরআনে পড়েছি......

"ভালো মেয়ের জন্য ভালো ছেলে এবং ভালো ছেলে জন্য ভালো মেয়ে" [সূরাঃ আন-নূর, আয়াত ২৬]
______________________________

Patenga Sea Beachপতেঙ্গা সমুদ্র সৈকত
16/07/2023

Patenga Sea Beach
পতেঙ্গা সমুদ্র সৈকত

Chittagong portচট্টগ্রাম বন্দর
16/07/2023

Chittagong port
চট্টগ্রাম বন্দর

Address

CHITTAGONG
Chittagong
4000

Website

Alerts

Be the first to know and let us send you an email when Chittagong Tourist Spots posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Videos

Share

Category

Our Story

চট্টগ্রাম(/tʃɪtəɡɒŋ/ Chôṭṭôgram) ঐতিহাসিক নাম সমূহ: পোর্টো গ্র্যান্ডে এবং ইসলামাবাদ) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর। বন্দরনগরী নামে পরিচিত শহর, দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের চট্টগ্রাম জেলায় অবস্থিত। বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত পাহাড়, সমুদ্রে এবং উপত্যকায় ঘেরা চট্টগ্রাম শহর প্রাকৃতিক সৌন্দর্যের জন্যে প্রাচ্যের রাণী হিসেবে বিখ্যাত। এখানে দেশের সর্ববৃহৎ বন্দর ছাড়াও বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এটি এশিয়ায় ৭ম এবং বিশ্বের ১০ম দ্রুততম ক্রমবর্ধমান শহর

আমাদের Chittagong এ পর্যটন এলাকা কি কি আছে তুলে ধরার চেষ্টা করেছি। কোন এলাকায় কিকি আছে...... এটি কোথায় অবস্থিত... কিকি পাওয়া যাই...... কিভাবে যেতে হবে ইত্যাদি দেওয়ার চেষ্টা করেছি। আশা করি আপনাদের সবার ভাল লাগবে। page টি visit করার পর সকলে page এ like দিবেন। তাহলে আরো নতুন নতুন তথ্য পাবেন প্রতিদিন।



You may also like