Spider Tours & Consultancy

Spider Tours & Consultancy WE ARE HAPPY TO SERVE YOU

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিসনোট: অনেকেই না বুঝে বিভ্রান্তিকর কথা বলছেন। মূলত এই সার্ভ...
25/09/2024

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস

নোট: অনেকেই না বুঝে বিভ্রান্তিকর কথা বলছেন। মূলত এই সার্ভিস নেয়া বাধ্যতামূলক নয়। সার্ভিস যাদের প্রয়োজন শুধু তারা ইচ্ছে করলে ব্যবহার করতে পারেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আন্তরিকতার সাথে মিট এন্ড গ্রিট সার্ভিস দিচ্ছে ট্রাভেল শপ। এটি একটি বেসরকারি প্রতিষ্ঠান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের অনুমোদিত ও নীতিমালা অনুসরণ করে ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করা হয়।

_____________________________
ট্রাভেল শপের মিট অ্যান্ড গ্রিট সার্ভিস কী?
____________________________

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস মূলত সহায়তা মুলক সেবা। কিছু দিন আগে আপনার অপারেশন হয়েছে ভারি ব্যাগ নাড়াচাড়া করা মানা, কিংবা সাথে দুটি বাচ্চা আছে- এখন আপনি ব্যাগ সামলাবেন নাকি বাচ্চা সামলাবেন ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট আপনার হয়ে আপনার লাগেজগুলো বহন করে আপনাকে বিমানবন্দরে সহায়তা করবে।

আপনার বয়স্ক মা-বাবা একা একা প্রথমবারের মতো আপনার কাছে বিদেশ আসবেন, বিমানবন্দরের আনুষ্ঠানিকতা কিছু তো তারা বোঝেন না। একজন কেউ যদি পাশে থেকে তাদের লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট যাত্রীর পাশে থেকে লাগেজগুলো বহন করে বিমানবন্দরের আনুষ্ঠানিকতায় সহায়তা করবে।

বড় একটা প্রজেক্ট নিয়ে কাজ করছেন। বিদেশি বিনিয়োগকারী আপনার প্রজেক্ট দেখতে আসবেন। হোটেল থেকে গাড়ি সবই রেডি তার জন্য। বিমানবন্দরে তাকে যদি কেউ রিসিভ করে লাগেজগুলো সাথে নিয়ে সব কিছু করে দিতো ? হ্যা এখানেও সহায়তা করবে মিট অ্যান্ড গ্রিট সার্ভিস প্রতিষ্ঠানের কাস্টমার সার্ভিস এজেন্ট।

বিশ্বের অন্যান্য দেশের বিমানবন্দরের মতো বাংলাদেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের জন্য মিট অ্যান্ড গ্রীট এর সুবিধা রয়েছে। দীর্ঘ ১৫ বছরের বেশি সময় ধরে বেসরকারি প্রতিষ্ঠান সার্ভিস চার্জের বিনিময়ে সম্মানিত যাত্রীদের প্রটোকল, নির্দেশনামূলক সহায়তা প্রদান করে আসছে। মিট অ্যান্ড গ্রিট টিম সপ্তাহে ৭দিন, ২৪ ঘন্টা সার্ভিস প্রদান করে থাকে।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস উপভোগ করতে আপনাকে বিজনেস ক্লাস টিকিট বা অন্য কোন নীতি অনুসরণ করতে হবে না। সার্ভিস চার্জ দিয়ে যে কেউ এ সার্ভিস গ্রহণ করতে পারবেন।

তবে, পাশে থেকে সহায়তা করলেও যাত্রীর এয়ারলাইনের টিকিট, ভিসা, ইমিগ্রেশন, কাস্টমস সংক্রান্ত বৈধতা যাচাই বা আনুষ্ঠানিকতা যাত্রীকেই সম্পন্ন করতে হবে। এ সকল বিষয়ে সংশ্লিষ্ট এয়ারলাইন, ইমিগ্রেশন, কাস্টমসের আইনগত বিষয়ের দায় যাত্রীর, মিট অ্যান্ড গ্রিট সার্ভিসে নয়।

মিট অ্যান্ড গ্রিট সার্ভিস চার্জ কত ?.......................................................................................................
✈ বিদেশ যাওয়ার ক্ষেত্রে ✈
১. টার্মিনাল ভবনের প্রবেশ গেট থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২. ডোমেস্টিক টার্মিনালের অ্যারাইভাল থেকে রিসিভ করে ইমিগ্রেশন পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা...............................................................................................................................

✈️ বিদেশে থেকে দেশে আসার ক্ষেত্রে ✈️

১.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ৫০০ টাকা

২.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে টার্মিনাল ভবনের সামেনের ক্যানোপি অথবা বহুতল কার পার্কিং পর্যন্ত পৌছে দেয়ার জন্য সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা

৩.
ইমিগ্রেশন থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১০০০ টাকা।

৪.
ইমিগ্রেশন আগে ভিসা অন অ্যারিভাল ডেস্ক পয়েন্ট থেকে যাত্রীকে রিসিভ করে ডোমেস্টিক টার্মিনালের এয়ারলাইনের বুকিং কাউন্টার পর্যন্ত সার্ভিস চার্জ জনপ্রতি ১৫০০ টাকা।

_____________________________
নোট:
_____________________________
১. জন প্রতি চার্জ প্রদান করতে হয়। ২ বছর বা ২ বছরের কমবয়সী যাত্রীদের সার্ভিস চার্জ ফ্রি।

২. একজন সম্মানিত যাত্রীর এয়ারলাইনের সাধারণ লাগেজ এলাউন্স থেকে বড় আকারের কিংবা অধিক সংখ্যক লাগেজ থাকলে, তখন যদি ১ জন সম্মানিত যাত্রীর জন্য একাধিক কাস্টমার সার্ভিস এজেন্ট প্রয়োজন হয়, তবে যাত্রীকে অতিরিক্ত সার্ভিস চার্জ দিতে হবে।

Dubai 5years Multiple Entry Visit visa available only for VIP..please contact us on whatsappBD- 01789-402041Dubai  +9715...
12/09/2024

Dubai 5years Multiple Entry Visit visa available only for VIP..please contact us on whatsapp
BD- 01789-402041
Dubai +971586640457

কাতারে রেস্টুরেন্টের জন্য কিছু সংখক লোক প্রয়োজন,★ বাবুর্চি একজন অভিজ্ঞ বাবুর্চি দরকার, যিনি সকল ধরনের বাঙালি খাবার তৈরিত...
07/09/2024

কাতারে রেস্টুরেন্টের জন্য কিছু সংখক লোক প্রয়োজন,

★ বাবুর্চি
একজন অভিজ্ঞ বাবুর্চি দরকার, যিনি সকল ধরনের বাঙালি খাবার তৈরিতে দক্ষ, যেমন: কাচ্চি বিরিয়ানি, তেহেরি, ভুনা খিচুড়ি, ডাম বিরিয়ানি, মেজবানি, কালা ভুনা, সবজি, মাছ এবং সাদা ভাত-মাংস।
প্রার্থীকে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ৫০ হাজার টাকা ,থাকা খাওয়া কোম্পানি বহন করবে

★ নাস্তার কারিগর,

সকল ধরনের বাঙালি নাস্তা এবং চাইনিজ আইটেম তৈরিতে দক্ষ এমন একজন কারিগর দরকার।

প্রার্থীকে ৫ থেকে ১০ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

বেতন ৫০ হাজার টাকা ,থাকা খাওয়া কোম্পানি বহন করবে

★ হোটেল বয়
৪ জন হোটেল বয় প্রয়োজন।ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা: SSC পাশ।

বেতন ৩৫ হাজার টাকা ,থাকা খাওয়া কোম্পানি বহন করবে

সর্বনিম্ন ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।যোগাযোগের ঠিকানা:+971586640457 (whatsapp)
+8801789402041 (whatsapp)

আলহামদুমিল্লাহ ! ছাত্র আন্দোলনে সাজা প্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সেই দেশের সরকার 🇧🇩🇦🇪
03/09/2024

আলহামদুমিল্লাহ ! ছাত্র আন্দোলনে সাজা প্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে ক্ষমা করেছেন সেই দেশের সরকার 🇧🇩🇦🇪

31/08/2024

যারা দুবাই সংযুক্ত আরব আমিরাতে আছেন, ভিসা টাইম চলে গিয়ে ফাইন আছে তারা ১ম সেপ্টেম্বর থেকে অক্টোবর পর্যন্ত ফাইন দেয়া ছাড়া দেশে চলে যেতে পারবেন অথবা যারা ভিসা লাগাতে চাচ্ছেন তারা ভিসা করে নিতে পারবেন।

ভিসা সম্পর্কে যাবতীয় তথ্য জানতে যোগাযোগ করুন
Dubai +971586640457 (whatsapp)
BD +8801789402041 (whatsapp)

DHAKA to PATTAYA FULL PACKAGE PER PERSON ONLY AT 49,000 TAKA ONLY..Including Visa, Return Air tickets, Hotel with Breakf...
13/07/2024

DHAKA to PATTAYA FULL PACKAGE PER PERSON ONLY AT 49,000 TAKA ONLY..
Including Visa, Return Air tickets, Hotel with Breakfast, sightseeing, and Airport Pick and Drop.
2 nights 3 days.
Call now for booking at 01789-402041

DHAKA to THAILAND FULL PACKAGE PER PERSON ONLY AT 55,999 TAKA.Including Visa, Return Air tickets, Hotel with Breakfast, ...
13/07/2024

DHAKA to THAILAND FULL PACKAGE PER PERSON ONLY AT 55,999 TAKA.
Including Visa, Return Air tickets, Hotel with Breakfast, and Airport Pick and Drop.
Call now for booking 01789-402041

29/05/2024
৩০ দিনের দুবাই ভিসিট ভিসা শুধুমাত্র ২৯,০০০ টাকায় Must have previous travel history.call 01789-402041 for more details.
22/05/2024

৩০ দিনের দুবাই ভিসিট ভিসা শুধুমাত্র ২৯,০০০ টাকায়

Must have previous travel history.

call 01789-402041 for more details.

চট্টগ্রাম থেকে ঘুরতে আসুন থাইল্যান্ড , শুধু মাত্র ৬১,৫০০ টাকায় ,প্যাকেজে থাকছে থাইল্যান্ড ভিসা, চট্টগ্রাম - ঢাকা - থাইল...
20/05/2024

চট্টগ্রাম থেকে ঘুরতে আসুন থাইল্যান্ড , শুধু মাত্র ৬১,৫০০ টাকায় ,
প্যাকেজে থাকছে থাইল্যান্ড ভিসা, চট্টগ্রাম - ঢাকা - থাইল্যান্ড রিটার্ন এয়ারটিকেট, ৩ দিন ২ রাত হোটেল , সকালের বুফে নাস্তা।
বুকিং করতে এখনই কল করুন ০১৭৮৯৪০২০৪১

শুধু মাত্র ৭৮,০০০ টাকায় ঘুরে আসুন ৩রাত মালদ্বীপ ও ৩ রাত শ্রীলংকা। নিজের পার্সোনাল খরচ ছাড়া এক টাকাও খরচ নেই। অফারটি শু...
16/05/2024

শুধু মাত্র ৭৮,০০০ টাকায় ঘুরে আসুন ৩রাত মালদ্বীপ ও ৩ রাত শ্রীলংকা। নিজের পার্সোনাল খরচ ছাড়া এক টাকাও খরচ নেই।
অফারটি শুধু মাত্র আজকের জন্য ,বুকিং শেষ তারিক ১৬ই মে ২০২৪।বিস্তারিত জানতে কল করুন ০১৭৮৯৪০২০৪১

এখন চট্টগ্রামে বসেই আমেরিকার ভিসার আবেদন করতে পারেন খুব সহজেই , আপনার আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা যাচাই করতে এখনই চলে ...
08/05/2024

এখন চট্টগ্রামে বসেই আমেরিকার ভিসার আবেদন করতে পারেন খুব সহজেই , আপনার আমেরিকার ভিসা পাওয়ার যোগ্যতা যাচাই করতে এখনই চলে আসুন আমাদের চট্টগ্রাম অফিস। ফ্রি অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন ০১৭৮৯৪০২০৪১।
চট্টগ্রাম অফিস : এপিক এমদাদ হাইটস , চট্টশ্বরী মোড় ,চট্টগ্রাম।
ঢাকা অফিস : বরাস্তি হোরাইজোন , রোড নো ১৭, ব্লক ২১, বনানী-C/A ,ঢাকা

USA ভিসা করতে অনেক ডকুমেন্টস লাগেনা।সঠিক পদ্ধতিতে ফাইল প্রসসেসিং করলে খালি পাসপোর্টেও ভিসা হয়ে যেতে পারে। ভিসিট অথবা স্...
04/05/2024

USA ভিসা করতে অনেক ডকুমেন্টস লাগেনা।সঠিক পদ্ধতিতে ফাইল প্রসসেসিং করলে খালি পাসপোর্টেও ভিসা হয়ে যেতে পারে। ভিসিট অথবা স্টুডেন্ট হিসেবে আপনার ভিসা পাওয়ার যোগ্যতা যাচাই করতে চলে আসুন আমাদের চট্টগ্রাম অফিসে। ঠিকানা : এপিক এমদাদ হাইটস ,চট্টেশ্বরী মোড় ,চট্টগ্রাম।
০১৭৮৯৪০২০৪১

দুবাই বানাতে যাচ্ছে পৃথীবির সবচেয়ে বড় এয়ারপোর্ট।৩০ দিনের ভিসা শুধু মাত্র ২১,৫০০ টাকা। For more details please call 01789...
30/04/2024

দুবাই বানাতে যাচ্ছে পৃথীবির সবচেয়ে বড় এয়ারপোর্ট।
৩০ দিনের ভিসা শুধু মাত্র ২১,৫০০ টাকা।
For more details please call 01789-402041

মালেশিয়া +  সিঙ্গাপুর ঘুরে আসুন শুধুমাত্র ৮৮,০০০ টাকায় ,সাথে থাকছে ভিসা, রিটার্ন এয়ারটিকেট, হোটেল।বিস্তারিত জানতে কল ...
25/04/2024

মালেশিয়া + সিঙ্গাপুর ঘুরে আসুন শুধুমাত্র ৮৮,০০০ টাকায় ,
সাথে থাকছে ভিসা, রিটার্ন এয়ারটিকেট, হোটেল।
বিস্তারিত জানতে কল করুন ০১৭৮৯৪০২০৪১

ফ্রেশ পাসপোর্টে ঘুরে আসুন দুবাই ,৩০ দিনের ভিসা শুধুমাত্র ২১,৫০০ টাকা। ভিসা করতে পাসপোর্ট ছবি ছাড়া আর কিছুই লাগবে না। এখ...
20/04/2024

ফ্রেশ পাসপোর্টে ঘুরে আসুন দুবাই ,৩০ দিনের ভিসা শুধুমাত্র ২১,৫০০ টাকা।
ভিসা করতে পাসপোর্ট ছবি ছাড়া আর কিছুই লাগবে না।

এখনই যোগাযোগ করুন ০১৭৮৯৪০২০৪১
চট্টগ্রাম অফিস : এপিক এমদাদ হাইটস ,চট্টেশ্বরী মোড় ,চট্টগ্রাম

Address

Epic Emadad Heights, 7th Floor-B7, Chattesshawari Circle, Chattogram
Chittagong
4330

Opening Hours

Monday 10:00 - 19:00
Tuesday 10:00 - 19:00
Wednesday 10:00 - 19:00
Thursday 10:00 - 19:00
Saturday 10:00 - 19:00
Sunday 10:00 - 19:00

Telephone

+8801789402041

Alerts

Be the first to know and let us send you an email when Spider Tours & Consultancy posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Spider Tours & Consultancy:

Videos

Share