Authentic Tourism Network

Authentic Tourism Network Authentic Tourism Network is one of the leading Tour Operator in Bangladesh since 1998. Provides Best Quality & Authentic Services with Reasonable Price.

আপনার ভ্রমণকে আরোও সহজ করতে সাথে আছে authentic tourism । কারন আমরা যেকোনো দেশের ভিসা সহযোগিতা দিচ্ছি সবচেয়ে সুলভে!বাংলাদ...
18/02/2020

আপনার ভ্রমণকে আরোও সহজ করতে সাথে আছে authentic tourism । কারন আমরা যেকোনো দেশের ভিসা সহযোগিতা দিচ্ছি সবচেয়ে সুলভে!

বাংলাদেশ থেকে যেসব দেশে ই-ভিসা, স্টিকার ভিসা নিয়েই যাওয়া যায়, ভিসা ফি সহ তা নিম্নে দেওয়া হল ।

✈️ UAE / Dubai tourist e-visa (normal)- BDT 8500
✈️ UAE / Dubai tourist e-visa (urgent)- BDT 10500
✈️ Egypt Single Entry Tourist Sticker Visa- BDT 4500
✈️ Egypt Multiple Entry Tourist Sticker Visa- BDT 6500
✈️ Vietnam Visa Approval (Need Transport Service)- BDT 3300
✈️ Vietnam Visa Approval (No Need Transport Service)- BDT 4000
✈️ Vietnam Visa Approval+ Stamping in Dhaka (Need Transport Service)- BDT 10200
✈️ Malaysia Single Entry eVisa- BDT 4000
✈️ Malaysia Single Entry Sticker Visa- BDT 6000
✈️ Singapore Tourist Visa With Invitation- BDT 4700
✈️ Kenya Single Entry tourist eVisa- BDT 7200
✈️ Turkey Single Entry tourist eVisa- BDT 6700
✈️ Turkey Single Entry tourist Sticker Visa with Health Insurance- BDT 11800
✈️ China Single Entry 1st time (Visited 3 Countries with Sticker vIsa)- BDT 7500
✈️ China Single Entry 2nd time- BDT 7500
✈️ China Double Entry 6 Month Validity- BDT 9500

বিস্তারিত জানতে যোগাযোগ করুন এই নম্বর গুলোতেঃ

✅ T&C Applicable.
For more details, contact the following numbers:
📱01908821317

31/12/2019

বিমানের ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্...
28/12/2019

বিমানের ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে নতুন যুক্ত হওয়া বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির ড্রিমলাইনার ৭৮৭-৯ সিরিজের নতুন দুটি উড়োজাহাজ ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (২৮ ডিসেম্বর) সকাল ১০টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড়োজাহাজ দুটির উদ্বোধন করেন তিনি।

উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী উড়োজাহাজে আরোহণ করেন এবং ককপিটসহ বিভিন্ন অংশ ঘুরে দেখেন।

এসময় আরও উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, বিমানের পরিচালনা পরিষদের চেয়ারম্যান ইনামুল বারি, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান মফিদুর রহমান, বিমান সচিব মহিবুল হক, বিমানের এমডি মোকাব্বের হোসেন ও বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল রবার্ট মিলার প্রমুখ।

গত সেপ্টেম্বরে চতুর্থ ড্রিমলাইনার ’রাজহংস’ উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিমানের জন্য আরও নতুন দুটি ড্রিমলাইনার কেনার ঘোষণা দেন। মূলত প্রধানমন্ত্রীর আগ্রহেই এ দুটি উড়োজাহাজ কিনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৪০টি নামের মধ্য থেকে দুটি নাম পছন্দ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটির নাম ‘সোনার তরী’, অন্যটি ‘অচিন পাখি’।

অত্যাধুনিক এই উড়োজাহাজ দুটি যুক্ত হওয়ার মধ্য দিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে ড্রিমলাইনার উড়োজাহাজের সংখ্যা দাঁড়ালো ছয়টিতে।

এর আগে ২০১৮ সালে বাংলাদেশ বিমানের বহরে ড্রিমলাইনারের ‘আকাশবীণা’ ও ‘হংসবলাকা’ এবং চলতি বছরে যুক্ত হয় ‘গাঙচিল’ ও ’রাজহংস’।

বিমানের সবগুলো ড্রিমলাইনারের নাম-ই দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তির উড়োজাহাজ ড্রিমলাইনার একটানা ১৬ ঘণ্টার বেশি উড়তে পারে। অন্য উড়োজাহাজের চেয়ে এর জ্বালানি খরচও ২০ শতাংশ কম।

নতুন দুটিসহ বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৮টি। এর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১২। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১২টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ছয়টি ড্রিমলাইনার ৭৮৭-৮, চারটি ৭৭৭-৩০০ ইআর ও দুটি ৭৩৭-৮০০। এছাড়া কানাডা থেকে কেনা তিনটি ড্যাশ-৮ আগামী বছর দেশে আসছে।

Source: http://bit.ly/2srWg2A

বিমানের ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী।

25/12/2019
পঞ্চগড়ে বসেই দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।পঞ্চগড়ে বসেদেশের গণ্ডিতেই পাসপোর্ট ভিসা ছাড়াই দেখা যাচ্ছে হিমালয়ের দ্বি...
23/12/2019

পঞ্চগড়ে বসেই দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

পঞ্চগড়ে বসেদেশের গণ্ডিতেই পাসপোর্ট ভিসা ছাড়াই দেখা যাচ্ছে হিমালয়ের দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা। শীত এলেই অনেকেইপঞ্চগড়ে ছুটে আসেন এক পলক এই কাঞ্চনজঙ্ঘার মনোহর দৃশ্য উপভোগ করার জন্য।

প্রকৃতিতে চলছে হেমন্তকাল। হেমন্তের এই সময়টিতেই পঞ্চগড়ের বিভিন্নস্থান দেখে খালি চোখেই হিমালয় পর্বত মালার দ্বিতীয় উচ্চতম ও পৃথিবীর তৃতীয় উচ্চতম পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই পঞ্চগড়কে হিমালয় কন্যা বলা হয়ে থাকে।

পঞ্চগড়ের প্রায় সব জায়গা থেকেই কাঞ্চনজঙ্ঘা দেখা গেলেও সবচেয়ে ভালো করে উপভোগ করা যায় তেঁতুলিয়ার মহানন্দা নদীর তীরে অবস্থিত জেলা পরিষদের ঐতিহাসিক ডাকবাংলো থেকে।

এই আবহাওয়াতেই চমৎকারভাবে ভেসে উঠে কাঞ্চনজঙ্ঘা। সেই সঙ্গে দার্জিলিংয়ের পাহাড়ি অঞ্চলও কালো পাহাড়ের মতো দেখা যায়।

স্থানীয়রা জানান, অক্টোবর থেকে ডিসেম্বর পর্যন্ত হালকা শীতে পরিষ্কার আকাশে এই পর্বত চূড়া দেখা যায়। উত্তরে চোখ গেলেই দেখতে পাবেন খোলা মাঠের ফাঁক দিয়ে চোখের সামনে দাঁড়িয়ে আছে শুভ্র কাঞ্চনজঙ্ঘা।

ভোরের আলোয় এবং বিকালে পর্বত চূড়াটি পোড়া মাটির রঙ নেয়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু ঝাপসা হয়ে আসে। তখন রং হয় সাদা। দূর থেকে মনে হয় এ যেন আকাশের গায়ে এক খণ্ড বরফ। পর্বত চূড়াটির নিচ দিয়েই কালো রঙে দার্জিলিংয়ের পাহাড়ি এলাকা দেখা যায়।

সন্ধ্যায় দার্জিলিংয়ের জ্বলে উঠা বাতি গুলোও এখানে দাঁড়িয়ে দেখা যায়। পাহাড়টি উপভোগ করতে তেঁতুলিয়া উপজেলা প্রশাসন একটি ওয়াচ টাওয়ার নির্মাণ করেছে।

রাজশাহী থেকে ঘুরতে আসা বঙ্গবন্ধু কলেজের প্রভাষক রওশন আরা খাতুন বলেন, সত্যিই চোখের সামনে কাঞ্চনজঙ্ঘা ভেসে আছে ভাবতেই পারছি না। একদিকে সীমান্ত নদী মহানন্দা আর মহানন্দার তীরেব সে কাঞ্চনজঙ্ঘা উপভোগ করার মজাই আলাদা।

দিনাজপুর থেকে আসা শাহিনুর বলেন, শীতের এই সময়টিতে পঞ্চগড় থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় এই খবর শুনে পরিবার নিয়ে এসেছি।

বগুড়া থেকে আসা আব্দুল রশিদ বলেন, খুব ভালো লাগলো পবর্ত চূড়ার অপরূপ সৌন্দর্য দেখে। সেই সঙ্গে আমরা পঞ্চগড়ের সমতলের চাবাগান, বাংলাবান্ধা জিরোপয়েন্ট, মহারাজার দীঘিসহ সকল পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখেছি। সব মিলে পঞ্চগড়ের অপরূপ প্রকৃতি আমাদের মুগ্ধ করেছে।

পাবনা থেকে আসা হাবিবুর রহমান বলেন, এমন বিস্ময়কর সৌন্দর্য আমি আগে কখনো দেখিনি। গত কয়েকদিন আকাশ কুয়াশাচ্ছন্ন থাকায় পর্বতচূড়াটি দেখা যায়নি। আমরা ভাগ্যবান যে এমন দৃশ্য দেখার সুযোগ পেয়েছি।

পরিষ্কার মেঘমুক্ত আকাশেই কেবল কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। তাই অনেক সময় খুব আগ্রহ নিয়ে কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে অনেককেই নিরাশ হয়ে বাড়ি ফিরতে হয়। তবে এবার অক্টোবর থেকে বেশ অনেকবার চমৎকারভাবে কাঞ্চনজঙ্ঘা দেখা গেছে।

Source: http://bit.ly/2MmsKCa

পঞ্চগড়ে বসেই দেখা যাচ্ছে পর্বত শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা।

চট্টগ্রাম থেকেই বিমানের ড্রিমলাইনার যাবে চীন-জাপান-থাইল্যান্ডে।বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি অত্...
23/12/2019

চট্টগ্রাম থেকেই বিমানের ড্রিমলাইনার যাবে চীন-জাপান-থাইল্যান্ডে।

বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের বহরে যুক্ত হচ্ছে আরও দুটি অত্যাধুনিক ড্রিমলাইনার। এগুলো এলেই চট্টগ্রাম থেকে বন্ধ থাকা চীন-জাপান-থাইল্যান্ড রুটে ফ্লাইট চালু করবে বাংলাদেশ বিমান এয়ারলাইন্স। দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে পূর্বমুখী ফ্লাইট বন্ধ থাকা নিয়ে চট্টগ্রামের ব্যবসায়ীদের মধ্যে অসন্তোষ ছিল।

জানা গেছে, দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন বছরে আবার ভারতের চেন্নাই ও চীনের গুয়াংজুর পাশাপাশি ব্যাংকক হয়ে জাপানে যাবে বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির হোসেন বলেন, জানুয়ারি থেকে ম্যানচেস্টার রুটে ফ্লাইট চালু করা হবে। এছাড়াও সৌদি আরবেও ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে। নতুন বছরে ভারতের চেন্নাই ও চীনের গুয়াংজুর পাশাপাশি ব্যাংকক হয়ে জাপানে যাবে বাংলাদেশ বিমান।

এর আগে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বমুখী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালুর জন্য বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলীকে সম্প্রতি চিঠি দেন চট্টগ্রাম চেম্বার সভাপতি মাহবুবুল আলম।

মাহবুবুল আলম বলেন, ‘এক দশক আগেও চট্টগ্রাম থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু ছিল, যা পরবর্তীতে বন্ধ হয়ে যায়। একসময় থাই এয়ারওয়েজ ও ফুকেট এয়ারলাইন্স নিয়মিত চট্টগ্রাম বিমানবন্দরের মাধ্যমে ফ্লাইট পরিচালনা করলেও দীর্ঘদিন ধরে তারা এ রুটে কোনও ফ্লাইট পরিচালনা করছে না।’

কিছুদিন আগে বেসরকারি রিজেন্ট এয়ারওয়েজ চট্টগ্রাম-ব্যাংকক রুটে সরাসরি ফ্লাইট চালু করে। বর্তমানে তা স্থগিত করা হয়েছে। ফলে উল্লেখযোগ্য সংখ্যক ব্যবসায়ী, পর্যটক ও চিকিৎসাসেবা প্রত্যাশী সরাসরি থাইল্যান্ড যেতে না পেরে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। অনেকের ব্যবসায়িক কার্যক্রম ও উন্নত চিকিৎসাসেবা গ্রহণ মারাত্মকভাবে বিঘ্নিত হচ্ছে। সরাসরি চট্টগ্রাম-ব্যাংকক ফ্লাইট বন্ধ থাকায় ওই রুটে ভ্রমণকারী ব্যবসায়ী, পর্যটক ও রোগীরা বিপাকে পড়েছেন বলে চেম্বার সভাপতি চিঠিতে উল্লেখ করেন।

এদিকে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বহরে অত্যাধুনিক প্রযুক্তির আরও দুটি ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচিন পাখি’ উড়োজাহাজ যুক্ত হচ্ছে। এর মধ্যে ‘সোনার তরী’ আসবে আজ শনিবার এবং ‘অচিন পাখি’ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) একই সময়ে ঢাকায় এসে পৌঁছানোর কথা রয়েছে। এ নিয়ে বিমানের বহরে উড়োজাহাজের সংখ্যা দাঁড়াবে ১৮-তে।

বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার জানান, উড়োজাহাজ দুটির নামকরণ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ দুটি ড্রিমলাইনার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। আগামী ২৮ ডিসেম্বর এ দুটি ড্রিমলাইনারসহ বিমানের মোবাইল অ্যাপ প্রধানমন্ত্রী উদ্বোধন করবেন বলে জানান তিনি।

উড়োজাহাজ দুটি দেশে পৌঁছালে চট্টগ্রাম থেকে পূর্বমুখী রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট আবার চালুর বিষয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হবে বলে জানান তাহেরা খন্দকার।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ম্যানেজার উইং কমান্ডার সরওয়ার ই জামান বলেন, ‘চট্টগ্রাম বাংলাদেশের দ্বিতীয় রাজধানী। চট্টগ্রাম থেকে পূর্বমুখী রুটে বন্ধ থাকা ফ্লাইট চালু করা এখানকার ব্যবসায়ীদের দীর্ঘদিনের দাবি। এ রুটে ফ্লাইট চালু হলে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর আরও জমজমাট হবে।’

জানা গেছে, দুটি ড্রিমলাইনার দিয়ে লন্ডনের হিথ্রোর পাশাপাশি বন্ধ হয়ে যাওয়া ম্যানচেস্টার রুটে আবার যাবে বিমান। এদিকে সিভিল এভিয়েশন ‘ক্যাটাগরি ওয়ান’ না হওয়ায় সহসা নিউইয়র্কে ফ্লাইট চালু হচ্ছে না। এ কারণে বাড়ানো হচ্ছে মধ্যপ্রাচ্যের ফ্লাইট।

২০০৮ সালে করা চুক্তি অনুযায়ী গত সেপ্টেম্বরে বাংলাদেশ বিমানকে সর্বশেষ ড্রিমলাইনার ‘রাজহংস’ বুঝিয়ে দেয় নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং। এরপর এত কম সময়ে কোনও উড়োজাহাজ পাওয়ার চিন্তা করেনি সংস্থাটি। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য যুদ্ধের প্রেক্ষাপটে চীনের হাইনান এয়ারলাইন্স দুটি ড্রিমলাইনার কেনার অর্ডার বাতিল করলে সুযোগটি লুফে নেয় বাংলাদেশ। বর্তমানে লন্ডন রুটে সপ্তাহে চারটি ফ্লাইট চালু আছে। ২৯৮ আসনের দুটি ‘সেভেন এইট সেভেন নাইন’যোগ হলে ৫ জানুয়ারি থেকে লন্ডন ও ম্যানচেস্টারে সাত দিন যাবে বিমান। সেই সঙ্গে মধ্যপ্রাচ্য রুটেও বাড়বে ফ্লাইট।

এদিকে সহসা নিউইয়র্ক ফ্লাইট চালু না হলেও মার্চেই ম্যানেচস্টার হয়ে টরোন্টো ফ্লাইট চালুর অনুমোদন মিলবে প্রত্যাশা সিভিল এভিয়েশন চেয়ারম্যানের।

সিভিল এভিয়েশনের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, ‘নিউইয়র্কে ফ্লাইট চালু করার জন্য আমরা কথা বলেছি। আশা করি আগামী ছয় মাসের মধ্যে সমস্যার সমাধান করতে পারবো।’

বর্তমানে বহরে থাকা ১৬টি উড়োজাহাজ দিয়ে ১৬টি আন্তর্জাতিক ও সাতটি অভ্যন্তরীণ রুটে চলাচল করছে বিমান। দুটি ড্রিমলাইনার এসে গেলে উড়োজাহাজের সংখ্যা বেড়ে দাঁড়াবে ১৮টি। পর্যায়ক্রমে শ্রীলঙ্কার কলম্বো, মালদ্বীপের রাজধানী মালে ও সিডনিসহ বেশ কিছু নতুন রুটে পাখা মেলার পরিকল্পনা আছে বিমানের।

Source: http://bit.ly/2PNGCqZ

চট্টগ্রাম থেকেই বিমানের ড্রিমলাইনার যাবে চীন-জাপান-থাইল্যান্ডে।

যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটেই চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচীন প...
18/12/2019

যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটেই চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনার তরী’ ও ‘অচীন পাখি’। ২০২০ সালের ৫ জানুয়ারি থেকে যুক্তরাজ্যের ম্যানচেস্টারে নতুন করে ফ্লাইট পরিচালনা করতে যাচ্ছে বিমান। সোনার তরী অথবা অচিন পাখি দিয়েই এ রুট উদ্বোধন করা হবে। এছাড়াও অপরটি লন্ডন রুটে নিয়মিত ফ্লাইট যাতায়াত করবে।

বিমান সূত্রে জানা গেছে, সর্বাধুনিক প্রযুক্তির ৭৮৭-৯ সিরিজের বোয়িং সোনার তরী ও অচিন পাখি আগামী ২১ ও ২৩ ডিসেম্বর যুক্তরাষ্ট্র থেকে দেশে আসার কথা রয়েছে। সেই বিমানগুলোতে অত্যাধুনিক সব সুবিধা থাকবে।

জানা গেছে, গত সেপ্টেম্বর মাসে চতুর্থ ড্রিমলাইনার উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছিলেন, বিমানের জন্য আরো নতুন দুটি ড্রিমলাইনার কেনা হবে। মূলত প্রধানমন্ত্রীর আগ্রহেই এ দুটি উড়োজাহাজ কিনেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রায় ৪০টি নামের মধ্যে দুটি নাম পছন্দ করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একটির নাম ‘সোনার তরী’, অন্যটি ‘অচিন পাখি’।

বিমানের উপ-মহাব্যবস্থাপক তাহেরা খন্দকার বাংলানিউজকে বলেন, ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার সোনার তরী ও অচিন পাখির যেকোনো একটি দিয়ে ম্যানচেস্টার রুটে অপারেশন শুরু করা হবে। আর অপরটি চলবে লন্ডন রুটে।

তথ্য মতে, বিমানের বহরে বর্তমানে উড়োজাহাজ রয়েছে ১৬টি। এর মধ্যে নিজস্ব উড়োজাহাজের সংখ্যা ১০। বাকি ৬টি লিজে আনা। নিজস্ব ১০টি উড়োজাহাজের সবই বোয়িং কোম্পানি থেকে কেনা। এর মধ্যে ৪টি ড্রিমলাইনার ৭৮৭-৮, ৪টি ৭৭৭-৩০০ ইআর ও ২টি ৭৩৭-৮০০। নতুন দুটি ৭৮৭-৯ উড়োজাহাজ নিয়ে বিমানের উড়োজাহাজ হবে ১৮টি। আগামী বছর কানাডা থেকে কেনা ৩টি ড্যাশ-৮ দেশে আসছে।

Source: http://bit.ly/38RMF5C

ঢাকা: যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেস্টার রুটেই চলবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৭৮৭-৯ সিরিজের ড্রিমলাইনার ‘সোনা...

নতুন বছরের শুরুতেই দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি প্লেন যুক্ত করা ...
18/12/2019

নতুন বছরের শুরুতেই দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি প্লেন যুক্ত করা হবে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য জানাইয় ইউ-এস বাংলা কর্তৃপক্ষ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২০ সালে জানুয়ারির তৃতীয় সপ্তাহে সরাসরি ইউএস-বাংলা এয়ারলাইন্সে দ্বাদশ এয়ারক্রাফট হিসেবে এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৮৯ ও ত্রয়োদশ এয়ারক্রাফট হিসেবে এটিআর ৭২-৬০০ এমএসএন ১৫৯০ মডেলের উড়োজাহাজ দুটি যুক্ত হবে। এগুলো আনা হচ্ছে ফ্রান্স থেকে।

বর্তমানে ইউ-এস বাংলায় ১৬৪ আসনের ৪টি বোয়িং ৭৩৭-৮০০, ৪টি এটিআর ৭২-৬০০ ও ৩টি ড্যাশ ৮-কিউ ৪০০, অর্থাৎ মোট ১১টি এয়ারক্রাফট রয়েছে।

নিজেদের বহরে নতুন উড়োজাহাজ যুক্ত করার ব্যাপারে জানতে চাইলে ইউএস-বাংলা এয়ারলাইন্সের জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম বলেন, নতুন বছরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট সংখ্যা বৃদ্ধি করার পরিকল্পনা রয়েছে আমাদের। ইউএস-বাংলা এয়ারলাইন্স একমাত্র দেশীয় উড়োজাহাজ সংস্থা, যা ব্রান্ডনিউ এয়ারক্রাফট দিয়ে অভ্যন্তরীণ রুটে যাত্রীদের সেবা দিয়ে চলেছে। ভবিষ্যতে জেদ্দা, দাম্মাম, রিয়াদ, হংকং, দিল্লি, কলম্বো ও মালেসহ বিভিন্ন রুটে আমাদের ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে।

২০১৪ সালের ১৭ জুলাই ‘ফ্লাই ফাস্ট-ফ্লাই সেফ’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করে ইউ-এস বাংলা। অভ্যন্তরীণ রুট ছাড়াও এরই মধ্যে তারা সিঙ্গাপুর, কুয়ালালামপুর, ব্যাংকক, গুয়াংজু, মাস্কাট, দোহা চেন্নাই ও কলকাতায় ফ্লাইট পরিচালনা করছে।

Source: http://bit.ly/36JyJsq

ঢাকা: নতুন বছরের শুরুতেই দেশের শীর্ষ বেসরকারি উড়োজাহাজ সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্সে এটিআর ৭২-৬০০ মডেলের দুটি প্...

ডিসেম্বরে সুন্দরবন ভ্রমণে #ট্যুর_প্ল্যানঃ ২৬/১২/২০১৯ – ঢাকা থেকে সন্ধ্যা ৭টার ট্রেনের শোভন চেয়ারে অথবা নন-এসি বাসে খুলনা...
17/12/2019

ডিসেম্বরে সুন্দরবন ভ্রমণে
#ট্যুর_প্ল্যানঃ
২৬/১২/২০১৯ – ঢাকা থেকে সন্ধ্যা ৭টার ট্রেনের শোভন চেয়ারে অথবা নন-এসি বাসে খুলনার উদ্দেশ্যে যাত্রা শুরু। সন্ধ্যায় থাকছে হালকা স্ন্যাক্স।
২৭/১২/২০১৯ – সকালে খুলনার BIWTA ঘাট থেকে যাত্রা শুরু করে হারবাড়িয়া, ভিজিট শেষে কটকা রাত্রি জাপন ।
২৮/১২/২০১৯ – *কটকা টাইগার ওয়াচ টাওয়ার *জামতলা সি বিচ্ ও কটকা অফিস পাড়া ভিজিট শেষ করে হিরন পয়েন্ট,আলোর কোলের উদ্দেশ্যে....
২৯/১২/২০১৯ – করমজল ভিজিট করে খুলনার উদ্দেশ্যে যাত্রা।
৩০/১২/২০১৯ – আবহাওয়া ও পরিবেশ অনুকূলে থাকলে ভোর বেলাতেই ঢাকায় প্রবেশ।

#খরচঃ ৮৭০০/- টাকা মাত্র!

#সদস্যঃ ২০ জন।

#ভ্রমন_স্থানঃ
১. হারবাড়িয়া
২. জামতলা সি বিচ্, কটকা (১+১=২ ঘন্টা হাঁটতে হবে)
৩. টাইগার ওয়ার্চ টাওয়ার
৪. অফিস পাড়া, টাইগার টিলা (হাঁটতে হবে)
৫. আলোর কোল/ দুবলার চর
৬. করমজল

#খাবার_মেন্যুঃ
১য় দিনঃ
★সকালের নাস্তাঃ পরটা, সবজী, ডিম,হালুয়া।
★হালকা নাস্তাঃ পেয়ারা, কেক।
★দুপুরের খাবারঃ সাদা ভাত, গ্রীন সবজী,পার্শে মাছ,খাসির মাংস ভূনা,ডাল, রসগোল্লা।
★বিকালের নাস্তাঃ সবজী পাকুড়া,লাড্ডু।
★রাতের খাবারঃ ফ্রাইড রাইস, চাইনিজ ভেজিটেবল,ফিস্ ফ্রাই, চিকেণ দোপেয়াজা,কোক।

২য় দিনঃ
★সকালের নাস্তাঃ খিচুড়ি,ডিমের মালাইকারী,বেগুন ভাঁজি ও আচার।
★হালকা নাস্তাঃ আপেল,ওয়েফার।
★দুপুরের খাবারঃ সাদা ভাত, লাউ চিংড়ী, কোরাল মাছ, চিকেন কারি, ডাল, ছান জিলাপি।
★বিকালের নাস্তাঃ কেক/বিস্কুট,চিড়ার মোয়া।
★রাতের খাবারঃ লুচি,চিকেন বার-বি-কিউ,ফুলকপি ভাজি, ডাল মাখনা, সালাত, কোক।

৩য় দিনঃ
★সকালের নাস্তাঃ প্লেন পরটা, সবজী, লটপটি ।
★হালকা নাস্তাঃ কেক ও অরেঞ্জ জুস।
★দুপুরের খাবারঃ পোলাও,চিংড়ি মাছ,রোস্ট,মুড়োঘন্ট,সালাত,দই।
★বিকালের নাস্তাঃ ঝাল মুড়ি।
★রাতের খাবারঃ সাদা ভাত, সবজী,রুই মাছ, ডাল।

★এ ছাড়া চব্বিশ ঘন্টা ২০ লিটার জারের ফিল্টার পানির ব্যাবস্হা থাকবে।
★ বনে হাটর সময়ে জন প্রতি ৫০০ML মিনারেল ওয়াটার ও মুখো রোচক নাস্তা থাকবে।

ভ্রমনের সময় আপনারা যা পাচ্ছেনঃ
★ ঢাকা-সুন্দরবন-ঢাকা সমস্ত পরিবহন খরচ।
★ ১ম দিন সকাল থেকে ৩য় দিন রাত পর্যন্ত সকাল, দুপুর ও রাতের খাবার।
★ ঘুমানোর জন্য কেবিনে জনপ্রতি ১টি বালিশ এবং ১টি কম্বল।
★ নৌকায় সরু খালে ঘুরে বেড়ানো।
★ ভ্রমনের জন্য বন বিভাগের অনুমতি ও ট্যাক্স প্রদান।
★ ভারি অস্ত্র সহ দুই জন বন প্রোহরী ও এক্সপার্ট গাইড সেবা।

যা যা পাচ্ছেন নাঃ
★ যেকোনো ধরণের ব্যক্তিগত খরচ ।

★ ভ্রমনের সময় সাথে যা আনবেনঃ
* ছোট সাইজের ট্রাভেল ব্যাগ
* টেলিটক সিম,কারন গহিন বনে অন্য মোবাইল অপারেটিং সিস্টেমের নেটওয়ার্কের থেকে টেলিটকের নেটওয়ার্ক ভালো।
* প্রয়োজনিয় শীত বস্ত্র।
* তোয়ালে বা গামছা।
* তলা সমান স্যান্ডেল ও কেডস।
* সানক্রিম ও লোশন।
* টুথপেষ্ট + ব্রাশ + সাবান + শ্যাম্পু।

কিছু নির্দেশাবলীঃ
* সীট খালি থাকা সাপেক্ষে ২৩ ডিসেম্বরের মধ্যে ৪০৮০/- টাকা বিকাশের মাধ্যমে অথবা ব্যাংক একাউন্টে (অফেরতযোগ্য) অগ্রীম দিয়ে নিজ নিজ আসন কনফার্ম করতে পারবেন।

(বিঃ দ্রঃ এডভান্স এর টাকা দিয়ে আপনার সিট কনফার্ম হবার পর, আপনি যদি কোন কারনে না যেতে পারেন সেক্ষেত্রে আপনার রিপ্লেসমেন্ট হিসেবে অন্য কেউ কনফার্ম করলে অবশ্যই আপনার টাকা ফেরত দিয়ে দেওয়া হবে। অন্যথায় এডভান্স এর টাকা অফেরতযোগ্য।)

বিঃদ্রঃ বুকিং মানি কনর্ফাম সাপেক্ষে বাসের ১ম সারি থেকে সিট বিন্যাস হবে ।
contact: 01908821317

Keep enjoying freedom to its fullest! Happy Victory Day 2019!
15/12/2019

Keep enjoying freedom to its fullest! Happy Victory Day 2019!

https://www.banglanews24.com/tourism/news/bd/758167.details
12/12/2019

https://www.banglanews24.com/tourism/news/bd/758167.details

ঢাকা: পর্যটকদের যাতায়াত সহজ করতে ঢাকা থেকে ভারতের দার্জিলিং ও সিকিম রুটে প্রথমবারের মতো চালু হতে যাচ্ছে বিআরটিসি...

Wishing colour, bliss and beauty to you this Durga Puja... :) "Stay blessed" :)
07/10/2019

Wishing colour, bliss and beauty to you this Durga Puja... :)
"Stay blessed" :)

19/09/2019

On the way to Alexandria from Cairo

Address

1557, Agrabad Access Road, Hazi Para, Singapore Market (5th Floor) Room No. 609
Chittagong
4000

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Alerts

Be the first to know and let us send you an email when Authentic Tourism Network posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Authentic Tourism Network:

Videos

Share

Category

FOR ANY QUERY PLEASE CALL 01908821301-6

Dhaka Office: Suite 30/A, Level #2, Block #C, Jamuna Future Park, Kuril, Baridhara, Dhaka, Bangladesh.

From the year 1998, Authentic Tourism Network is working successfully with a lot of renowned company as exclusive Tourism, Catering & mass publicity Company in Bangladesh. In this Successful 20 Years, Authentic Tourism Network accrues huge renown by working together with renowned companies in Bangladesh. In this meanwhile, Authentic Tourism Network wants to join with your company as an Exclusive Tour Partner for all kinds of Tourism Solutions.

Our Services for your company are mentioned below:

Air Ticket: