মেঘচূড়া তে মাচাং এ বসে চলতেছে রাতের গানের আড্ডা
ডিসেম্বর মাস চলে আসছে
খেলা হবে প্রকৃতির সাথে 😌
কোদালা চা বাগান।
যদিও এই সাইডটা মানুষজন খুব একটা চিনেনা, যায়ও না।
আগামী ১৬ ডিসেম্বর ডে ট্যুরে বাদুড় গুহার পাশাপাশি ঘুরবো এই সুন্দর চা বাগানেও।
যারা নতুন নতুন জায়গায় ঘুরতে চান ওয়েলকাম
যেতে চাইলে কনফার্ম করতে পারেন।
আগামী ১৬ তারিখ বাদুড় গুহাতে ইভেন্ট আসতেছে।
যারা যেতে ইচ্ছুক রেডি হয়ে যান।
বিস্তারিত পরের পোস্টে জানানো হবে।
প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে, পাহাড়ে যাও।
📌 সীতাকুণ্ড
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের চিত্র
এই এক অনন্য সম্প্রীতির বাংলাদেশ😰❤️
ফেনীর উদ্দেশ্যে শত শত বোট নিয়ে ছুটে গেলো মানুষ😰
নিজ খরচে স্ব উদ্যোগে নিজের জীবনের মায়া ত্যাগ করে
বন্যার্তদের জীবন বাঁচাতে এবং সহযোগিতার জন্য চট্টগ্রাম থেকে শতশত ট্রাকে এবং লরি করে ছোট বড় ইঞ্জিন চালিত কয়েকশত বোট নিয়ে বানভাসি মানুষের কাছে ছুটে চলছে তরুণরা।। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র দল-মত নির্বিশেষে সকল মানুষ ছুটে চলছে ফেনীর বন্যার্তদের জীবন বাঁচাতে।।
সবাই সবার অবস্থান থেকে এগিয়ে আসুন!!
আল্লাহ আমাদের সকল ভাই বোনদের রক্ষা করুণ...!
মাধপুর লেক, শ্রীমঙ্গল।
মনোরম পরিবেশ, সৌন্দর্যে ভরপুর
একাকীত্বে নিজের সত্তাকে খুঁজে পাওয়া যায়
📌 বোয়ালিয়া, মিরসরাই
🗓️০৫-০৭-২০২৪
প্রাইভেট সুইমিংপুলে আমাদের ধাপাধাপি 🤗
আমাদের বোয়ালিয়া ডে ট্যুরে ট্রেইলে গিয়ে মজা করার একটা মুহুর্ত।
ঝর্ণা দেখতে গিয়ে কিছু আপুর অবস্থা এমনই হয় 😁🙈