চলো হারাই - Cholo Harai

চলো হারাই - Cholo Harai Traveling is a hobby for someone and someone need it to keep themselves alive.Who want to find their existence in the midst of nature join with us.

প্রকৃতি, জল এবং সান্ত্বনার গল্প এই খুম গুলোর সাথে বিচ্ছেদ কয়েকবছর হয়ে যাচ্ছে৷ যেখানে প্রতিদিন শ-দুয়েক মানুষের বিচরণ থাকত...
03/01/2025

প্রকৃতি, জল এবং সান্ত্বনার গল্প
এই খুম গুলোর সাথে বিচ্ছেদ কয়েকবছর হয়ে যাচ্ছে৷
যেখানে প্রতিদিন শ-দুয়েক মানুষের বিচরণ থাকতো সেখানে এখন পর্যটক শূন্য একেবারেই।
কেমন আছে প্রাকৃতিক সৌন্দর্যের খনি তথা প্রিয় বান্দরবান?
পাহাড়ে কবে শান্তি ফিরে আসবে..!!
কবে আবার যেতে পারবো...!!
কোন কিছুরই উত্তর আর সমীকরণ মিলে না।

📌 আমিয়াখুম, থানচি

মিরিঞ্জা,মারাংইছা,সুখিয়া ভ্যালি ইত্যাদি নামে লামা-আলিকদম সহ রোড সাইডে বাণিজ্যিক এরিয়ায় আমরা যেসব জুমঘরে গিয়ে ঘুরছি থাকছি...
30/12/2024

মিরিঞ্জা,মারাংইছা,সুখিয়া ভ্যালি ইত্যাদি নামে লামা-আলিকদম সহ রোড সাইডে বাণিজ্যিক এরিয়ায় আমরা যেসব জুমঘরে গিয়ে ঘুরছি থাকছি এই গুলো আক্ষরিক অর্থে জুমঘর হলেও এই গুলোতে কি আসলেই জুমঘরের ফীল পাওয়া যায়???
এই গুলো কি আসলেই জুমঘরের ভাবার্থ বহন করে??
জুমঘর বা মৌনঘর পাহাড়ি জনগোষ্ঠীর সংস্কৃতি ও ঐতিহ্য প্রতীক। জুমঘর তৈরি করা হয় মূলত জুমের ফসল দেখাশোনা করার জন্য, কাজ করতে করতে ক্লান্ত হয়ে গেলে জুমঘরে গিয়ে বিশ্রাম নেয়ার জন্য, ধান সহ নানা ফসল পাহাড় থেকে সংগ্রহ করে অস্থায়ী সংরক্ষণ করার জন্য৷ এক কথায় জুমঘর অস্থায়ী নিবাস।
পাহাড়ে ঘুরতে গিয়ে ঘন্টার পর ঘন্টা হেটে যখন জুম চাষিদের জুমঘরে বিশ্রাম নেয়া হয় কিংবা রাত্রি যাপন করা হয় তখন যেই শান্তিটা পাওয়া যায় তা অনির্বাণ, মূল্যহীন।
এই জুমঘরের সাথে বাণিজ্যিক জুমঘরের অনেক তফাৎ, তৃপ্তির মধ্যে তফাৎ।

তবে যারা গহীনে ঘুরতে যেতে পারেনা, হাটতে পারেনা + ট্যুরিজমকে বিকশিত করার জন্য এই বাণিজ্যিক জুমঘর গুলোর অবদানও অনস্বীকার্য।
কিন্তু সাজেকের মতো লামা আলিকদম নষ্ট হওয়ার পথে। রাস্তার পাশে সব গুলো পাহাড়েই এখন জুমঘর হওয়ার প্রতিযোগিতা চলছে। একই সাথে প্রায় জুমঘরে অব্যবস্থাপনাও বিদ্যমান।

21/12/2024

মেঘচূড়া তে মাচাং এ বসে চলতেছে রাতের গানের আড্ডা

চলতেছে আমাদের মেঘচূড়া হিল রিসোর্ট ট্যুর।
21/12/2024

চলতেছে আমাদের মেঘচূড়া হিল রিসোর্ট ট্যুর।

আমাদের ২১-২২ তারিখ এক রাত দুই দিনের আলিকদম ট্রিপে আর ৪ জন যেতে পারবেন। ইন্টারেস্টেড কেউ থাকলে যেতে পারেন সাথে৷ 💰  #ভ্রমণ...
19/12/2024

আমাদের ২১-২২ তারিখ এক রাত দুই দিনের আলিকদম ট্রিপে আর ৪ জন যেতে পারবেন।
ইন্টারেস্টেড কেউ থাকলে যেতে পারেন সাথে৷

💰 #ভ্রমণের_খরচঃ ২৪০০/- টাকা প্রতি জন।

✳>> #ভ্রমণের_স্থান_সমুহঃ
✅মেঘছূড়া হিল রিসোর্ট / জাজিয়া পাহাড়
✅মারায়নতং পাহাড়
✅আলির গুহা
✅শিলবুনিয়া ঝর্না ( যদিও ঝর্ণাতে পানি থাকবেনা)

আলির গুহা আগামী ২১-২২ তারিখ মেঘচূড়াতে জুমঘর বিলাসের সাথে   আলির গুহাও দেখবো আমরা। কেউ যেতে চাইলে কনফার্ম করতে পারেন।
18/12/2024

আলির গুহা
আগামী ২১-২২ তারিখ মেঘচূড়াতে জুমঘর বিলাসের সাথে আলির গুহাও দেখবো আমরা।
কেউ যেতে চাইলে কনফার্ম করতে পারেন।

চলুন কিছুটা সময়ের জন্য হারিয়ে যাই আলিকদমে  চলো হারাই টিমের সাথে৷  যেখানে আপনি জুম ঘরে কিংবা  তাবুতে থেকে পাহাড়ের সৌন্দ...
17/12/2024

চলুন কিছুটা সময়ের জন্য হারিয়ে যাই আলিকদমে চলো হারাই টিমের সাথে৷ যেখানে আপনি জুম ঘরে কিংবা তাবুতে থেকে পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে পারবেন, পাহাড় ও আকাশের মিলন মেঘ- সূর্যের লুকোচুরি খেলা।

➡ #যাত্রার তারিখঃ ২১ ডিসেম্বর সকাল ৭ টা (শাহআমানত ব্রিজ/নতুন ব্রিজ থেকে)

⬅ #ফেরার তারিখঃ ২২ ডিসেম্বর
ট্যুর ব্যাপ্তিঃ ১ রাত ২ দিন

💰 #ভ্রমণের_খরচঃ ২৪০০/- টাকা প্রতি জন।

✳>> #ভ্রমণের_স্থান_সমুহঃ
✅মেঘছূড়া হিল রিসোর্ট / জাজিয়া পাহাড়
✅মারায়নতং পাহাড়
✅আলির গুহা
✅শিলবুনিয়া ঝর্না ( যদিও ঝর্ণাতে পানি থাকবেনা)

২১ তারিখ রাতে থাকবো এই জুমঘরে।
কেউ যেতে চাইলে যোগাযোগ করতে পারেন।

মাতামুহুরি নদীর উৎস☘️বইয়ে ত অনেক পড়লাম এই দেশ নদীর দেশ, কিন্তু ঠিক জানতাম না মাতামুহুরি নদীর শুরু আসলে কোত্থেকে!মাতামুহু...
10/12/2024

মাতামুহুরি নদীর উৎস☘️

বইয়ে ত অনেক পড়লাম এই দেশ নদীর দেশ, কিন্তু ঠিক জানতাম না মাতামুহুরি নদীর শুরু আসলে কোত্থেকে!

মাতামুহুরী নদীকে ম্রো’গণ ডাকেন মুরি অ নামে,আমার ডানেরটা দোসরি (মাতাদুসরী ঝিরি), আর বামেরটা ফাতরা ঝিরি, আর এই দুই ঝিরির মিলিত স্থান থেকে নদীটি মাতামুহুরী নাম ধারণ করে, তবে ভৌগলিক সংজ্ঞায় এর উৎস হতে পারে আন্দালি ঝিরি (হেডওয়াটার স্ট্রীম বিবেচনায় নিয়ে)

এই জায়গায় গিয়ে আলাদা অনুভুতি কাজ করছিল কারণ ৭ দিন গড়ে ৬/৭ ঘন্টা করে ট্রেকিং এর পর পৌছুলাম, তাছাড়া ৬ষ্ট দিন থেকে বাম পায়ে প্রচন্ড ব্যাথা করছিল, সামনে এক পা এগুতে খবর হচ্ছিল, এভাবে শারীরিক ধকল পার করে এই জায়গায়

বি:দ্র: মাতামুহুরী নদীর উৎস নিয়ে ভিন্ন মতভেদ থাকতে পারে, থাকলে জানাইতে পারেন

🏞️মাতামুহুরি রিজার্ভ ফরেস্ট, বান্দরবান

সবত্র এখন চলো হারাই এর টিশার্ট।  আপনি কবে অর্ডার করছেন??  টিশার্টের প্রি অর্ডার চলমান রয়েছে।  নিজের নাম দিয়ে বানিয়ে নিতে...
10/12/2024

সবত্র এখন চলো হারাই এর টিশার্ট।

আপনি কবে অর্ডার করছেন??
টিশার্টের প্রি অর্ডার চলমান রয়েছে। নিজের নাম দিয়ে বানিয়ে নিতে পারেন এই টিশার্ট ।

📷 Shamim

08/12/2024

ডিসেম্বর মাস চলে আসছে
খেলা হবে প্রকৃতির সাথে 😌

07/12/2024

কোদালা চা বাগান।

যদিও এই সাইডটা মানুষজন খুব একটা চিনেনা, যায়ও না।
আগামী ১৬ ডিসেম্বর ডে ট্যুরে বাদুড় গুহার পাশাপাশি ঘুরবো এই সুন্দর চা বাগানেও।
যারা নতুন নতুন জায়গায় ঘুরতে চান ওয়েলকাম
যেতে চাইলে কনফার্ম করতে পারেন।

যেখানে মেঘেরা খেলা করে। উপরে যেগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মেঘ৷ ঐ জায়গাটা গুহার ভিতর থেকে ঠাণ্...
05/12/2024

যেখানে মেঘেরা খেলা করে।
উপরে যেগুলো কুয়াশার মতো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে প্রকৃতপক্ষে মেঘ৷ ঐ জায়গাটা গুহার ভিতর থেকে ঠাণ্ডা বাতাস ক্রমাগত বের হতে থাকে৷ বৃষ্টি হওয়ায় আর আকাশ মেঘলা থাকায় অই জায়গায় মেঘের জমাট বেঁধে ছিলো।

এক দিনের ট্যুরের জন্য রাঙ্গুনিয়ার মধ্যে পারফেক্ট একটা জায়গা৷ এই জায়গার লোকেশন মানুষ জানেনা বললেই চলে৷ একদম নির্জন,মনোরম পাহাড়ি পরিবেশ।
এই জায়গায় ডে ট্যুরে যাবো আগামী ১৬ তারিখ।
জায়গার লোকেশন সরাসরি পাবলিক্যালি দেয়া হবেনা।
অনলি যারা ট্যুরে যাবেন তাদের শেয়ার করা হবে শুধুমাত্র।
এই ট্যুরে যা যা দেখবো 👇
#গুহা
#চা_বাগান
#রাবার_ড্যাম

ট্যুর ফি : ১০৯৯৳

(বহদ্দারহাট - বহদ্দারহাট)

চলো হারাই এর অফিসিয়াল টিশার্টের প্রি বুকিং আজ থেকেই চলমান।  নিজের নাম দিয়ে বানিয়ে নিতে পারবেন এই টিশার্ট।  👉অর্ডার নেয়া ...
05/12/2024

চলো হারাই এর অফিসিয়াল টিশার্টের প্রি বুকিং আজ থেকেই চলমান।
নিজের নাম দিয়ে বানিয়ে নিতে পারবেন এই টিশার্ট।
👉অর্ডার নেয়া হবে আগামী ১৬ ডিসেম্বর পর্যন্ত।
👉প্রিন্টে যাবে ১৭ ডিসেম্বর ( প্রিন্ট শেষ হওয়ার পর ডেলিভারি দেয়া শুরু হবে।
💠 কোয়ালিটি অবশ্যই প্রিমিয়াম মানের হবে 💠

🔰টিশার্ট নিতে আপনার ডিটেইলস গুলো দিয়ে সহায়তা করবেন৷
★ Name _______
★Tshirt Size _______ ( M,S,L,XL, XXL)
★Delivery location ________
★Phone Number _______
(Full / Half sleeve Available)

💵💵 টিশার্ট মূল্যঃ ৪৫০৳

ডেলিভারি চার্জ 👇
চট্টগ্রাম সিটির ভিতর : ৬০ ৳
চট্টগ্রামের বাইরে: ১২০৳

⭕টিশার্ট মূল্য + ডেলিভারি চার্জ একসাথে অগ্রীম প্রদান করতে হবে৷ ⭕
বিকাশ / নগদ নাম্বার : 01834074305 (personal)

04/12/2024

আগামী ১৬ তারিখ বাদুড় গুহাতে ইভেন্ট আসতেছে।
যারা যেতে ইচ্ছুক রেডি হয়ে যান।
বিস্তারিত পরের পোস্টে জানানো হবে।

ভেলাখুম, থানচি
04/12/2024

ভেলাখুম, থানচি

03/12/2024

প্রকৃতির সবচেয়ে কাছাকাছি যেতে চাইলে, পাহাড়ে যাও।

📌 সীতাকুণ্ড

আমার ডানপাশে  সীতাকুণ্ডের বাড়ৈয়ঢালা জাতীয় উদ্যান আর বাম পাশে ফটিকছড়ির হাজারিখীল অভয়ারণ্য। পাহাড়ের দুই পাশেই গভীর খাদ। যা...
02/12/2024

আমার ডানপাশে সীতাকুণ্ডের বাড়ৈয়ঢালা জাতীয় উদ্যান আর বাম পাশে ফটিকছড়ির হাজারিখীল অভয়ারণ্য।
পাহাড়ের দুই পাশেই গভীর খাদ। যা লতাপাতা আর গাছের জন্য ছবিতে দৃশ্যমান নাহ।

#সীতাকুণ্ড_টু_ফটিকছড়ি_ট্রেক

Address

Chittagong
4360

Telephone

+8801571771101

Website

Alerts

Be the first to know and let us send you an email when চলো হারাই - Cholo Harai posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to চলো হারাই - Cholo Harai:

Videos

Share

Category