Somewhere in Chittagong

Somewhere in Chittagong Somewhere in Chittagong

The government has taken the project to turn Cox's Bazar's airport into an international one by extending its runway. Th...
26/08/2021

The government has taken the project to turn Cox's Bazar's airport into an international one by extending its runway. This will be Bangladesh's first maritime runway after govt. has reclaimed 1700 feet from the sea. Once completed, this 10,700-foot airport runway will be conducting international flights. The civil aviation authority has teamed up with Chinese venture Changjiang Yichang Waterway Engineering Bureau and China Civil Engineering Construction Corporation for the project. The project is being planned to be completed by 2024 with an estimated cost of Tk1568.86 crores.

Source- https://www.dhakatribune.com/bangladesh/2021/08/22/bangladesh-to-get-first-maritime-runway-in-2024?fbclid=IwAR1UIDXNkKRTjtUe9L_ap6gVxIOXIq3Pis1UckyULpaKKmtzL912UGH4tVY

সিআরবি বাঁচাও! সরকারি সংস্থা হিসেবে দেশে দখল ও বেদখল মিলিয়ে সবচেয়ে বেশি ভূমির মালিক হল বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশের বাণিজ...
12/07/2021

সিআরবি বাঁচাও!

সরকারি সংস্থা হিসেবে দেশে দখল ও বেদখল মিলিয়ে সবচেয়ে বেশি ভূমির মালিক হল বাংলাদেশ রেলওয়ে। বাংলাদেশের বাণিজ্যিক রাজধানী চট্টগ্রামে কোন স্পেশালাইজড শিশু হাসপাতাল না থাকায় সরকার ২০১৭ সালে একটি শিশু হাসপাতাল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়ে এই রেলওয়ের কাছে ২ একর খালি জমি চেয়ে পায়নি। ৩০ কোটি টাকা বরাদ্দ পাওয়া সত্ত্বেও রেলওয়ের অসম্মতির কারণে সরকারি প্রকল্পটি এখনো আলোর মুখ দেখছে না।

কিন্তু, বিস্ময়করভাবে, সরকারি হাসপাতাল প্রতিষ্ঠায় জমি বরাদ্দ দিতে অস্বীকার করলেও, এই রেলওয়ে কর্তৃপক্ষ-ই বর্তমানে ইউনাইটেড হাসপাতাল লিমিটেড এর পরিচালনায় বেসরকারি হাসপাতালের জন্য ৬ একর জমি বরাদ্দ দিয়েছে, সেটিও আবার 'চট্টগ্রামের ফুসফুস' খ্যাত ছায়া সুনিবিড় ঐতিহাসিক সিআরবি এলাকায়!

জানা গেছে, ৫০০ শয্যার একটি বেসরকারি হাসপাতাল ও মেডিকেল কলেজ গড়ে তোলা হবে সিআরবি এলাকায় বাংলাদেশ রেলওয়ের জমিতে। সিআরবি এলাকায় ৬ একর জমি জুড়ে এই হাসপাতাল ও কলেজ গড়ে তোলা হবে। পাবলিক প্রাইভেট পার্টনারশিপের আওতায় ৪৮৬ কোটি টাকা ব্যয়ে প্রকল্পটি বাস্তবায়ন করা হবে, ইতোমধ্যে সাইনবোর্ডও লেগেছে। কিন্তু সরকারি জমিতে হলেও এই হাসপাতাল ও মেডিকেল কলেজের ব্যবস্থাপনা ও পরিচালনা হবে সম্পূর্ণ বেসরকারি কর্তৃপক্ষের মাধ্যমে। প্রাইভেট মালিকানায় পরিচালিত এই হাসপাতালের চিকিৎসা ব্যয় চট্টগ্রামের সাধারণ ও প্রান্তিক জনগণের নাগালের বাইরে থাকবে- এই আশঙ্কার দৃঢ় ভিত্তি রয়েছে।

চিকিৎসা মানুষের সাংবিধানিক মৌলিক অধিকার। চট্টগ্রামে চিকিৎসা সেবাব্যবস্থার অপ্রতুলতা রয়েছে সত্য, বিশেষায়িত সরকারি হাসপাতালও প্রয়োজন কিন্তু সরকারি চিকিৎসাসুবিধা সম্প্রসারণের প্রকল্পে অসম্মতি দিয়ে, সরকারি জমিতে বেসরকারি হাসপাতাল বানিয়ে চিকিৎসাকে বাণিজ্যিকরণ বা ব্যয়বহুল করে তোলার উদ্দেশ্যসম্বলিত এই পুঁজিবাদী প্রকল্প চিকিৎসা সেবার নাগরিক অধিকারকে খর্ব করবে এবং এর প্রতিবাদ করা নৈতিক কর্তব্য।

আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বেসরকারি পরিচালনার হাসপাতাল সিআরবি- তে কেন করতে হবে? সিআরবি- অর্থ সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং যেটি বর্তমানে রেলের পূর্বাঞ্চলীয় সদর দপ্তর। তবে এটি এক সময় ছিল আসাম-বেঙ্গল রেলের সদর দপ্তর। ১৮৭২ সালে সম্পূর্ণ হওয়া সিআরবির ভবনটি চট্টগ্রামের প্রাচীনতম ভবন বলে মনে করা হয়। এটি একটি ঐতিহাসিক এলাকা যা ছায়া সুনিবিড় অজস্র শতবর্ষী বৃক্ষ আচ্ছাদিত জায়গা। এটি নগরীর ফুসফুস যা আমাদের অক্সিজেন দেয়। এখানের শিরীষ গাছের তলায় বছরব্যাপী নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, এখানের মাঠটিতে শিশু-কিশোরেরা প্রতিদিন খেলাধুলা করে, স্বাস্থ্য-সচেতন নাগরিক ও বয়স্করা এই সিআরবি এলাকায় হাঁটাহাঁটি ও ব্যায়াম করে, বিকেল ও সন্ধ্যায় চট্টগ্রামবাসী এখানে এসে খোলা আকাশের নিচে খানিক দম নেয়, আড্ডা মারে।

চট্টগ্রাম মহানগরীর ১ হাজার ১৫২ বর্গ কিলোমিটার এলাকার স্ট্র্যাকচার প্ল্যান ও ডিটেইল এরিয়া প্ল্যানে সিআরবিকে কালচার অ্যান্ড হেরিটেজ হিসেবে সংরক্ষণের কথা বলা আছে। এখানে হাসপাতাল তৈরি হলে এই এলাকায় গড়ে উঠবে নতুন দালান অবকাঠামো, দোকানপাট, ফার্মেসি, পার্কিং, আবাসিক ভবন। কাটা পড়বে শতবর্ষ প্রাচীন বৃক্ষ, পরিবেশ দূষণ ও আবর্জনার ভাগাড়ে পরিণত হবে এই স্থান।

বেসরকারি হাসপাতাল বানানোর জন্য অনেক বিকল্প স্থান চট্টগ্রামে পাওয়া যাবে কিন্তু চট্টগ্রামবাসীর জন্য এই একটাই সিআরবি। সিলিন্ডার থেকে নয়, আমরা গাছ হতে অক্সিজেন নিতে চাই। সিআরবি-কে এভাবে বাণিজ্যের জন্য ধ্বংস হতে দেওয়া যায় না।

অবিলম্বে এই প্রকল্প বাতিল করা হোক। চট্টগ্রামের অন্য কোন স্থানে সরকারি উদ্যোগ ও পরিচালনায় বিশেষায়িত হাসপাতাল প্রতিষ্ঠা করা হোক যাতে মানুষ স্বল্পমূল্যে চিকিৎসা সেবা পেতে পারে। দেশের সকল নাগরিক বিশেষত চট্টগ্রামের অধিবাসীদের সচেতনতা ও প্রতিবাদ জরুরি, নিজেদের নিশ্বাসের স্বার্থেই।

লিখেছেন সাঈদ আহসান খালিদ স্যার
আইন বিভাগ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।

16/08/2020

চট্টগ্রাম নোয়াখালী অঞ্চলের প্রথম মুসলিম গ্র্যাজুয়েট বিএ, বিএল (১৮৮৭) শেখ রিয়াজউদ্দিন আহমদ সিদ্দিকীর নামে রিয়াজউদ্দিন বাজারের নামকরণ হয়।

এই এলাকাটি একসময় ছিল জমিদার দেওয়ান বৈদ্যনাথের বাগানবাড়ি। এখানে সেগুনবাগিচা ছিল। পরবর্তীতে এই এলাকাটি কিনে নেন তাঁর পিতা শেখ মোঃ ওয়াশীল।

শেখ রিয়াজুদ্দিন এই এলাকার প্রভূত উন্নয়ন ঘটালে এটি তাঁর নামে পরিচিত হয়ে উঠে।

#চট্টগ্রাম #ইতিহাস

Photo by ▽❛❛ Tag or use   to share your photos.@ Mail your travel story!
15/05/2020

Photo by

❛❛ Tag or use to share your photos.
@ Mail your travel story!

Photo by .chowdhury▽❛❛ Tag or use   to share your photos.@ Mail your travel story!
14/05/2020

Photo by .chowdhury

❛❛ Tag or use to share your photos.
@ Mail your travel story!

There is a place, Far away, Lost,From everywhere,Like the people who arrived there,Lost,After everywhere.▽Photo by ▽❛❛ T...
11/05/2020

There is a place,
Far away,
Lost,
From everywhere,
Like the people who arrived there,
Lost,
After everywhere.

Photo by

❛❛ Tag or use to share your photos.
@ Mail your travel story!

08/05/2020

চট্টগ্রামের বড় সব শপিংমল বন্ধ রাখার সিদ্ধান্ত

বর্তমান করোনা পরিস্হিতির ভয়াবহতায় মানুষের জানমালের কথা চিন্তা করে চট্টগ্রামের যে সকল মার্কেট ঈদ এর আগে বন্ধ রাখার ঘোষণা দেয়া হয়েছে

চট্টগ্রাম নগরীর যে ৯টি শপিং মল ও মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে সেগুলো হলো সানমার ওশান সিটি, মিমি সুপার মার্কেট, ফিনলে স্কয়ার, আফমি প্লাজা, চিটাগাং শপিং কমপ্লেক্স, কল্লোল সুপার মার্কেট, আমিন সেন্টার, সেন্ট্রাল প্লাজা, খুলশী কনকর্ড টাউন সেন্টার। এছাড়া আগামীকাল শনিবার আরো ৫টি মল ও মার্কেট বন্ধ রাখা হবে নাকি খোলা থাকবে সে ব্যাপারে তারা সিদ্ধান্ত জানাবে। এই মার্কেটগুলো হলো চট্টগ্রামের নিউ মার্কেট, আখতারুজ্জামান সেন্টার, ইউনেস্কো সিটি সেন্টার, সিঙ্গাপুর-ব্যাংকক মার্কেট এবং লাকি প্লাজা।

সানমার ওশান সিটি দোকান মালিক সমিতির সভাপতি আসাদ ইফতেখার শপিংমল বন্ধের সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন।

08/05/2020

💕৭৪০টি কাছিমের বাচ্চা অবমুক্তকরণ ভিডিও💕

করোনা পরিস্থিতিতে পর্যটকের আগমন বন্ধ হওয়ায় কাছিমগুলো যেন ফিরে পেয়েছে তার নিরাপদ স্থান একটা না, দুটা না যেন শত শত কাছিম এসে ডিম দিয়ে নিরাপদে নীড়ে চলে যায়। এবছর সর্বোচ্ছ সংখ্যক প্রায় এপর্যন্ত ১৩১৯৮টি ডিম সংগ্রহ করে ভিসিজি সদস্যরা। যা প্রতিদিন বাড়তেছে।

💕প্রকৃতি সেজেছে নতুন সাজে💕সারাবিশ্ব লকডাউনের কারণে পর্যটকশূন্য কক্সবাজার যেন হয়ে ওটেছে বিভিন্ন প্রানীদের নিরাপদ আশ্রয়স্থ...
08/05/2020

💕প্রকৃতি সেজেছে নতুন সাজে💕

সারাবিশ্ব লকডাউনের কারণে পর্যটকশূন্য কক্সবাজার যেন হয়ে ওটেছে বিভিন্ন প্রানীদের নিরাপদ আশ্রয়স্থল। একদিকে সৈকতের বুকে সাগরলতার বহুগুণে বৃদ্ধি পেয়েছে, তেমনি এই সাগরলতা বুকে নিরাপদে বাসা বেঁধেছে সৈকতের 💕লারকোয়া পাখি।

ছবি: রেজুখালের ব্রিজের পর সৈকত হতে তুলা ছবি। তুলেছেন ভিসিজি সদস্য Mohammad Fazlul Haque

08/05/2020

বিভিন্ন সূত্রে জানা গেছে চট্টগ্রাম রিয়াজুদ্দিন বাজার বনিক সমিতি করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মার্কেট বন্ধ রাখার চিন্তা ভাবনা করছে, অানুষ্ঠানিক ঘোষণা অাসতে পারে অাজ কালের মধ্যে।। বন্ধ থাকবে সানমার আর ফিনলে স্কয়ারও।

খুলশি কনকর্ড টাউন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্তকনকর্ড টাউন সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।করোনা পরিস্থিত...
08/05/2020

খুলশি কনকর্ড টাউন সেন্টার বন্ধ রাখার সিদ্ধান্ত

কনকর্ড টাউন সেন্টার ঈদের আগে না খোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা পরিস্থিতিতে সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত খুলশী টাউন সেন্টার শপিংমল ওনার্স অ্যাসোসিয়েশন এ সিদ্ধান্ত নিয়েছে।

বৃহস্পতিবার (৭ মে) বিকেলে ওনার্স অ্যাসোসিয়েশনের এক জরুরি সভায় সর্বসম্মতিক্রমে মার্কেট বন্ধ রাখার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন খুলশী কনকর্ড টাউন সেন্টার ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ রুম্মান আহাম্মেদ। সভায় অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজী ইমরান আহাম্মেদসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

ছোট বেলাতেই আমি 'চিটাগাং' এর 'প্রেমে' পড়েছিলাম। সবচেয়ে মজা লাগতো 'ট্রেন' এ করে চিটাগাং যাওয়া টা।  জানালার পাশে সীট। প্রচ...
07/05/2020

ছোট বেলাতেই আমি 'চিটাগাং' এর 'প্রেমে' পড়েছিলাম। সবচেয়ে মজা লাগতো 'ট্রেন' এ করে চিটাগাং যাওয়া টা। জানালার পাশে সীট। প্রচন্ড বাতাস৷ একটু পরে পরে জানালার বাইরে হাত আর মাথা বের করতে ইচ্ছে করতো৷ বকা খেয়েও আমি মাথা বের করতাম!

প্রথম 'পাহাড়' দেখা চিটাগং এই৷ ট্রেন থেকে দেখেছিলাম দূরের পাহাড়৷ পরে জেনেছিলাম জায়গা টার নাম 'সীতাকুন্ড!'

ছোট বেলায় আর ঘুরাঘুরির সুযোগ হয় নাই অতো। বড়বেলায় চিটাগাং এ 'স্থায়ী' হবার পরেই চিটাগাং এর 'মজা' টা পেয়ে যাই৷

চিটাগাং এর মানুষ জন এর কথা বলি, প্রথমে গিয়ে কেউ ই চিটাগাং এর ভাষা বুঝবে না! শুধু তাকাই থাকবে আর ভাববে 'আল্লাহ এরা কি বলতেসে?' আস্তে আস্তে চিটাগাং এ থাকার পর চিটাগাং এর ভাষা বুঝা যায়। সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে চিটাগাং এর ভাষা বুঝার পর চিটাগাং এর ভাষা টা কেই সবচেয়ে 'সুন্দর' আর 'মজার' ভাষা মনে হবে৷ যদিও সবার চয়েস আলাদা বাট আমার চিটাগাং এর ভাষা এত্ত জোশ লাগেএএএএ ❤
বিভিন্ন প্রোগ্রামে গিয়ে চিটাগাং এর মানুষ এর 'আভিজাত্য' টের পেয়েছি। এরা ভাই প্রচুর টাকা খরচ করতে পারে! প্রচুর খাওয়াইতে পারে! :3

চিটাগাং এর মেজবান এর কোন 'তুলনা' নেই অন্য কোন কিছুর সাথেই। এটা যে একবার খেয়েছে,তার মুখে আজীবন এই 'স্বাদ' লেগে থাকবে। মেজবান এমন বিখ্যাত যে, একটা রেস্টুরেন্টের নাম ই হচ্ছে 'মেজ্জান হাইলে আইয়ুন'। মেজবান চিটাগাং এর 'ঐতিহ্য।'

প্রথম প্রথম কমিউনিটি সেন্টারে গিয়ে খাওয়ার সময় একটা জিনিস সবচেয়ে ভালো লেগেছিলো, সেটা হচ্ছে 'অপরিচিত' মানুষ গুলা যেভাবে প্লেটে খাবার সার্ভ করতেছিলো,মনে হচ্ছে আমি তাদের বাসায় দাওয়াত খেতে গিয়েছি! আসলে আমরা কেউ ই কাউকে চিনিনা! মানুষ এর বাসায় বেড়াতে যাওয়ার পর তারা যেভাবে প্লেটে খাবার দেয়,তারাও এইভাবে খাবার বেড়ে দিচ্ছিলো৷ এই 'আন্তরিকতা' টা আমাকে মুগ্ধ করেছিলো খুউউউউউব!

চিটাগাং এর 'সৌন্দর্য' এর কথা বললে বলা উচিত যে 'চিটাগাং এর সৌন্দর্য দুইটা!'
একটা হচ্ছে চিটাগাং এর প্রাকৃতিক পরিবেশ আর আরেকটা হচ্ছে চিটাগাং এর মেয়ে! দুইটাই 'উফফফ' টাইপের সুন্দর! ❤

আপনার মুড ডাউন হয়ে থাকলে বা মন খারাপ থাকলে কি করেন? কেউ বাসাতেই থাকেন,বা কেউ রেস্টুরেন্টে খেতে যান। অনেকের ই এর বেশি কিছুই করা যায় না৷
কিন্তু চিটাগাং মানুষ এর জন্য এই 'মুড অফ' এর সময় টার জন্য 'নেভাল' আছে, 'সি বীচ' আছে! নেভাল এর রেলিং এ বসে পা ঝুলিয়ে বসে থাকার মতো 'মজা' খুব কম ই আছে! সন্ধ্যার কিংবা মেঘলা ওয়েদারের নেভাল তো আরো বেশি জোশ! সি বীচ এ গিয়ে বিশাল সমুদ্রের কাছে নিজের মন খারাপ কে ছুড়ে ফেলা যায়!
আরো আছে ভাটিয়ারি, পাহাড় এর সৌন্দর্য দেখে শেষ করতে পারবেন না সিরিয়াসলি!
সিআরবি,ডিসি হিল,বাটালি হিল,নতুন ব্রীজ ঘুরতে ঘুরতে আপনি চিটাগাং এর মায়ায় পড়ে যাবেন নিশ্চিত। চিটাগাং এক দুইবার গিয়েছে,এমন অনেক মানুষ এর মুখে শুনেছি তারা চিটাগাং এর 'সৌন্দর্য' দেখে মুগ্ধ হয়ে গেছে!

চিটাগাং টা আসলেই এমন। আপনাকে মুগ্ধ করে ছাড়বে! প্রত্যেক শহরের কিছু খারাপ দিক থাকে,এই শহরের ও আছে। তবুও 'ভালো' দিক টাই বেশি। এইজন্য চিটাগাং এর মানুষ চিটাগাং ছাড়তে চায় না!

চিটাগাং এর 'বাইরের' মানুষ যারা চিটাগাং থাকে,তাদের কে স্থানীয় রা 'বইংগা/বইংগে' নামে ডাকে! এইটা শুনলে অনেকেই ক্ষেপে যায়! বাট আমার শুনলে মজা লাগে কেনো জানি! আমাকে ডাকে,আমি হাসতে থাকি!

চিটাগাং এর সৌন্দর্য এর ব্যাপারে সবচেয়ে ভালো বলতে পারবে যারা জন্ম থেকেই চিটাগাং থাকে। চিটাগাং চষে বেড়িয়েছে। তবুও আমরা যারা পরে চিটাগাং গিয়েছি,তারাই চিটাগাং কে 'ভালোবাসার' জায়গায় স্থান দিয়েছি। এটা ভালোবাসার শহর। এটা মায়ার শহর,যে মায়া কখনো কাটে না! কোন ভাবেই কাটানো যায় না! ❤

লেখা: Muhammad Fahim Hossain

#চিটাগাংকথন

Photo by

❛❛ Tag or use to share your photos.
@ Mail your travel story!

Jamburi Park and the port in one frame.Photo by Mohammad Nasid Device: Mavic 2 pro
30/04/2020

Jamburi Park and the port in one frame.

Photo by Mohammad Nasid
Device: Mavic 2 pro

24/04/2020

১) ফুটপাত বা যত্রতত্র ইফতারি তৈরি ও বিক্রয় করা যাবে না।

২) রেস্টুরেন্ট বা খাবার দোকানে বসে ইফতার করা যাবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে ইফতার কিনে প্যাকেটে করে নিয়ে যেতে হবে।

৩) সন্ধ্যা ৬টার পর ইফতার বিক্রয় করা যাবে না।

৪) রেস্টুরেন্ট, খাবার দোকান বা অন্য কোথাও সেহেরি তৈরি, আয়োজন বা বিক্রয় করা যাবে না।

৫) কোথাও কোন ইফতার পার্টির আয়োজন করা যাবে না।

৬) সিএমপি'র অনুমতি ছাড়া কোথাও ইফতার বিতরণ করা যাবে না।

করোনা ভাইরাস প্রতিরোধের লক্ষ্যে দেশ ও জাতির স্বার্থে উপরিউক্ত নির্দেশনাবলী মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো।

Chattogram Metropolitan Police

বাংলাদেশ এর একটা এত সুন্দর ছবি দেখে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না!Photo Credit : Auninda Mahbub
29/03/2020

বাংলাদেশ এর একটা এত সুন্দর ছবি দেখে শেয়ার করার লোভ সামলাতে পারলাম না!

Photo Credit : Auninda Mahbub

23/03/2020

Dolphins 🐬 are back in Cox's Bazar, Bangladesh and also spotted in Italy waterways! The ozone layer is finally healing!

We have done so much damage to Mother Nature! And now mother nature is breathing!



Courtesy: Mahboob Rahman Ruhel Bhai

21/03/2020
18/03/2020

চায়না সরকার বাংলাদেশকে পর্যাপ্ত পরিমাণ করোনা টেস্ট কিট এবং অন্যান্য মেডিকেল পণ্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে!

Thanks a lot Chinese Government.

16/03/2020

চট্টগ্রাম:  নগরের পলোগ্রাউন্ড মাঠে চট্টগ্রাম চেম্বার আয়োজিত ২৮তম আন্তর্জাতিক বাণিজ্যমেলা স্থগিত করা হয়েছে।

রেলওয়ের জরুরী সংস্কার কাজের জন্য ১৫ মার্চ রাত ১১:৩০ হতে ১৬ মার্চ সকাল ৭টা পর্যন্ত খুলশী ঝাউতলা রেলক্রসিং- এ যানবাহন চলা...
14/03/2020

রেলওয়ের জরুরী সংস্কার কাজের জন্য ১৫ মার্চ রাত ১১:৩০ হতে ১৬ মার্চ সকাল ৭টা পর্যন্ত খুলশী ঝাউতলা রেলক্রসিং- এ যানবাহন চলাচল বন্ধ থাকবে।

হ্যান্ড স্যানিটাইজারের মুল্য নির্ধারণ করে দিল সরকার।
09/03/2020

হ্যান্ড স্যানিটাইজারের মুল্য নির্ধারণ করে দিল সরকার।

২০১৯-এনকোভি - যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভ...
08/03/2020

২০১৯-এনকোভি - যা নভেল করোনা ভাইরাস নামে পরিচিত - সাম্প্রতিক সময়ে গণমাধ্যমের শিরোনামে প্রাধান্য বিস্তার করেছে। এশিয়ার বিভিন্ন অংশ এবং এর বাইরেও দ্রুত ছড়িয়ে পড়ছে এই ভাইরাস। সাধারণ সতর্কতা অবলম্বন করে আপনি এই ভাইরাসটির সংক্রমণ ও বিস্তারের ঝুঁকি কমিয়ে আনতে পারেন।

বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি  ভাষা।আর বাংলা ভাষার সবচেয়ে মিষ্টি ভাষা চিটাইঙ্গা ভাষা।একটি লোকাল বাস সমাচার (চিটাইঙ্গা...
06/03/2020

বাংলা ভাষা পৃথিবীর সবচেয়ে মিষ্টি ভাষা।
আর বাংলা ভাষার সবচেয়ে মিষ্টি ভাষা চিটাইঙ্গা ভাষা।

একটি লোকাল বাস সমাচার (চিটাইঙ্গা ভার্সান)

হেল্পার : এই মার্কেট মার্কেট মার্কেট…….
১ম যাত্রী : ওডা টানসুনা ! মানুষ হম অয়্যি না ??
২য় যাত্রী : এন ছ্যাসরা ড্রাইভার আঁই আঁর ন দেহি !
৩য় যাত্রী : দেকি বাই একটু জায়গা দেন তো !
৪র্থ যাত্রী : বাই,এটা চারজইন্না সিট
৩য় : অ !
হেল্পার : গোডা গাড়ি হালি গোডা গাড়ি হালি…….
আইয়্যু আইয়্যু আইয়্যু…মাইফোয়ার সিট আসে….
মুরুব্বি যাত্রী : ওয়া ড্রাইভার সাব ! মানুষ ফুরাইয়্যি তো,
এবার টানো না…আঁরা দিন তিয়াই তাইলে অইবু না ?
২য় যাত্রী : আস্তা মাদারী ড্রাইভার
সাধু যাত্রী : আহহা ! গালি দিয়েন না…থাক থাক..
হেল্পার : অনে এককানা উউরে উডন তো……
৫ম যাত্রী : উউরে তোরার বাড়িত উইঠতু হদ্দে না ?
নাকি সাদ অত উইঠতাম ? আলার ফোয়া !!
৬ষ্ঠ : ভাই,চাপতেসেন কেন ?
৫ম : ফ্যাসেন্জার উঠতেসে,দেকতেসেন না ?
একটু দাক্কাদাক্কি তো হবেই….
হেল্পার : এই যে আফা,বাইচ্চা কোলে নেন,নইলে দুই সিটের ভাড়া দিতে হবে ।
মহিলা যাত্রী : ওডা,হতা হম হ,বেশি ন মাতিস…..
৩য় যাত্রী : ফিসের গাড়ি আগে যারগোই ! ইতে এডে
বই বই ফান সাবার ! এন ক্যান লাসারা !!
মুরুব্বি যাত্রী : মাইনষের বিবেক নীতি আজিয়ে হডে ?
আর কি হইতাম ! নাই নাই….বরবাদ (দীর্ঘঃশ্বাস)
হঠাৎ আরেফিন রুমির গানের রিংটোন…….
৪র্থ যাত্রী : হ্যালোওওও ! তিয়ে তিয়ে….আঁই দশ
মিনিটের বিতুর আইর….এককানা ওয়েট গর……
৫ম যাত্রী : কি দশ মিনিট ! অনে আধাগন্টা ফরও
যাইত তারোন না সন ! ইতে ঠেলাগাড়ি সালাদ্দে !
হেল্পার : অনেরা ফিসে এককানা সাফোন ত…গোডা
গাড়ি হাইল্যে আর অনোরা ফতত জ্যাম গরি রাইককুন !
ওয়া মুরুব্বি,অনে এককানা ডাইনে ঘুরি তিয়োন ।
মুরুব্বি যাত্রী : তোরার আ’হল ক্যান ? এডে নিঃশ্বাস
ফেলিবার জায়গা উদ্দো নাই ! বেয়াদব হন্ডেয়ার
ড্রাইভার : ওডা,ভাড়াগিন তুলি ল……
হেল্পার : সাই বড় ভাই,ভাড়াগিন দ ত….
৩য় যাত্রী : সাই,উগ্গো টেয়া দে…
হেল্পার : এক টিক্কে তো নাই বদ্দা !
৪র্থ যাত্রী : থাইকতু ন ত !
হেল্পার : মহিলা নামের….ব্রেএএ
এএএক……
১ম যাত্রী : ওডা ড্রাইভাইরজে,ইনন কি ব্রেক গরর দে !
হেল্পার : সাই,মার্কেট লামো লামো…..ভাড়া দিয়্যু না ?
৫ম যাত্রী : অ.. তোরে চইদ্দোবার দিবু ভাড়া !

হেল্পার : শ’রে লামো..

ঐ হালুঘাট হালুঘাট

(কালেক্টেড)

27/02/2020

কক্সবাজার মেরিন ড্রাইভে চালু হচ্ছে টুরিস্ট ক্যারাভ্যান!

টুরিস্ট ক্যারাভ্যানটি কলাতলী থেকে টেকনাফ জিরো পয়েন্ট হয়ে আবার কলাতলী পর্যন্ত চলবে। ভাড়া ধরা হয়েছে ২০০০ টাকা জনপ্রতি সকালের নাস্তা, দুপুরের খাবার, বিকেলের স্ন্যাক্স আর এন্ট্রি টিকেট আর সাইটসিন সহ। ভাড়াটা একটু বেশিই মনে হলেও ওয়াইফাই, লাইব্রেরী, ওয়াশরুমও থাকছে।
প্রতিদিন সকাল নয়টা থেকে যাত্রা শুরু করবে এই ক্যারাভ্যান।

Address

OR Nizam Road
Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Somewhere in Chittagong posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Somewhere in Chittagong:

Videos

Share