Nature Explorer

Nature Explorer Adventure lies off the beaten path. Explore natural and historical places in Bangladesh!
(20)

From Mountain to Bay, from Waterfall to Island, Explore Bangladesh with Nature Explorer!

মেঘালয় ট্রিপের বুকিং কিন্তু চলছে।আপনার ইন্ডিয়ান ভিসা নেই কিন্তু মেঘালয় ট্যুরে যেতে চান। যদি আপনি এই সপ্তাহে ঢাকা এসে ভিস...
06/05/2024

মেঘালয় ট্রিপের বুকিং কিন্তু চলছে।

আপনার ইন্ডিয়ান ভিসা নেই কিন্তু মেঘালয় ট্যুরে যেতে চান।
যদি আপনি এই সপ্তাহে ঢাকা এসে ভিসা সেন্টারে আবেদন জমা দিতে পারেন তাহলে আমাকে নক করবেন। আমি ভিসা প্রসেসিং করে দিবো।

যাদের ইন্ডিয়ান ভিসা আছে কিন্তু Dawki পোর্ট এড করা নেই দ্রুত পোর্ট
এড করতে দিতে হবে। আমাকে নক করলে আমি প্রসিডিউর বলে দিবো।
যাদের ভিসা ও পোর্ট এড করা আছে দ্রুত বুকিং করে ফেলুন।

বিস্তারিতঃ https://facebook.com/Shezan0/posts/pfbid06vi4BtvKNVv2QE7eajSkyptJzjFVRomYv3oi5GHDu4mhCtKjDnasdVXqjZYqYH3El

এবারের কুরবানির ঈদের ছুটির সময়টা মেঘালয় ভ্রমণের জন্য সিজনের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয় (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের রা...
02/05/2024

এবারের কুরবানির ঈদের ছুটির সময়টা মেঘালয় ভ্রমণের জন্য সিজনের সবচেয়ে উপযুক্ত সময়। মেঘালয় (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের রাজ্য। একে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। প্রায় সারা বছর মেঘের চাদরে ঢাকা থাকে এই মেঘের রাজ্য। আর বর্ষার সময় মেঘ, বৃষ্টি ও ঝর্ণাগুলোর সৌন্দর্য থাকে সর্বোচ মাত্রার। এই সিজনের সর্বোচ্চ সুন্দর সময়ে আমাদের মেঘালয় ভ্রমণ প্ল্যান আপনাদের জন্যঃ
❑ যাত্রা শুরুঃ
১৮ জুন রাতের বাসে ঢাকা/চট্টগ্রাম থেকে।
❑ ফেরাঃ
২৩ জুন ভোরে ঢাকা/চট্টগ্রাম পৌছাবেন।
❑ সিঙ্গেল প্যাকেজঃ
★ জনপ্রতি ১৬,৯৯৯/- (শেয়ারিং/ফ্যামিলি রুম)
❑ কাপল প্যাকেজঃ
★ প্রতি কাপল (২ জনের): ৩৬,০০০/- (কাপল রুম)
❑ বিঃদ্রঃ
★ ইকোনমি এসি জনপ্রতি ১০০০৳ যুক্ত হবে।
★ বিজনেস ক্লাস এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ১৭০০৳ যুক্ত হবে
❑ যা যা দেখবোঃ
★ শিলং
★ চেরাপুঞ্জি
★ সোনাংপেডাং
★ নোহকালী কাই ফলস
★ মাউসুমাই গুহা
★ মাউসুমাই ফলস
★ সেভেন সিস্টার ফলস
★ ইকো পার্ক
★ উইসেডং ফলস
★ ড্যান্থলেইন ফলস
★ জোয়াই ভ্যালি
★ ক্রাংসুরি ফলস
★ উম্নঘট রিভার
★ বোরহিল ওয়াটারফলস
★ এশিয়ার ক্লিন ভিলেজ
★ উমক্রেম ফলস
★ লিভিং র‍্যুট ব্রীজ
★ এলিফ্যান্ট ফলস
★ লাইটলুম ক্যানিয়ন
★ ওয়া কাবা ফলস
★ লিংকসিয়ার ফলস
★ মায়েসেডাং ফলস
★ জানালিয়া ফলস
★ প্রুট ফলস
❑ প্যাকেজে যা যা পাবেনঃ
★ ঢাকা টু সিলেট টু ঢাকা বাস
★ তামাবিল- শিলং- ডাউকি বাস/সিএনজি/লেগুনা
★ উল্লিখিত প্রতিবেলায় খাবার
★ একোমডেশন
★ সকল ধরনের ট্রান্সপোর্ট
★ অভিজ্ঞ গাইড
❑ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
★ ট্রাভেল ট্যাক্স
★ এন্ট্রি/এক্টিভিটির ফি
★ ব্যক্তিগত খরচ ও ওষুধ
★ ইভেন্টে উল্লিখিত নেই এমন কিছু
❑ যা যা সাথে নেয়া উচিত:
★ পাঁচ কপি পাসপোর্ট সাইজ ছবি, পাসপোর্ট ভিসা ও NID ফটোকপি
★ ভ্রমণ উপযোগী পোশাক ও ব্যাগপ্যাক
★ শীতের কাপড়
★ রেইনকোট অথবা ছাতা
★ আর আপনার রেগুলার ট্রিপে এ যা লাগে
❑ ভ্রমণ পরিকল্পনাঃ
রাত-০১:
◙ ঢাকা থেকে রাতে বাসে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা শুরু।
দিন-০১:
◙ সকালে সিলেট পৌঁছে তামাবিল- ডাউকি বর্ডারের সকল ফর্মালিটিজ শেষ করে টাটা সুমোতে করে আমরা চলে যাবো শিলং।
◙ পথে দেখবো উমক্রেম ফলস, বোরহীল ফলস আর এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনং ভিলেজ।
◙ লোকাল থালি আইটেম দিয়ে লাঞ্চ সেরে নিয়ে চলে যাবো লিভিং রুট ব্রিজ।
◙ রাত্রিযাপন চেরাপুঞ্জি।
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅
দিন-০২:
◙ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যাবো আজকের অভিযানে। আজকের দিনটি আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ স্মৃতি উপহার দিবে।
◙ এদিন আমরা- কিনরেন ফলস, মাওসুমাই কেইভ, নোহকালীকাই ফলস, সেভেন সিস্টার ফলস, ইকো পার্ক, উইসেডং ফলা, ড্যান্থলেইন ফলস, মাউসুমাই ফলসসহ অভিজ্ঞ গাইডিং এ চেরাপুঞ্জী ঘুরে বেড়াবো।
◙ নাইট স্টে চেরাপুঞ্জি/শিলং
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅
দিন-০৩:
◙ সকালে নাস্তা সেরেই আমরা এদিনের সাইট সিয়িং-এ বেড়িয়ে যাবো।
◙ এদিন আমরা- ওয়া কাবা ফলস, লিংকসিয়ার ফলস, মেসাডাং ফলস, জানালিয়া ফলস, প্রুট ফলস ও লাইট লুম ঘুরে দেখবো।
◙ তারপর আমরা চলে আসবো শিলং শহরে।
◙ রাত্রিযাপন শিলং
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅
দিন-০৪:
◙ সকালে নাস্তা সেরেই আমরা এদিনের সাইট সিয়িং-এ বেড়িয়ে যাবো।
◙ ক্রাংসুরি ঝর্ণা থেকে দুপুরের লাঞ্চ করে চলে যাবো সোনাংপেডাং। দেখবো স্বচ্ছ পানির উম্নঘট নদী ও সাসপেনশন ব্রীজ। সময় পেলে ঘুরে দেখবো ফি ফি ফলস।
◙ তারপর আমরা চলে আসবো তামাবিল বর্ডারে। বর্ডার পার হয়ে সিলেট এসে হবে আমাদের ট্রিপের সমাপ্তি। সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট শহরে যার যার মতো ঘুরার সময় মিলবে ২/৩ ঘন্টা।
Breakfast ✅, Lunch ✅, Dinner ❌
❑ বুকিং পলিসিঃ
◙ বুকিং এর জন্য নূন্যতম ৯০০০/- টাকা পাঠাতে হবে। (অফেরতযোগ্য)
◙ বুকিং এর শেষ তারিখঃ ৩১ মে পর্যন্ত।
◙ ভ্রমণের দিন বাসে উঠে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে পারবেন।
◙ বুকিং এর জন্য যোগাযোগঃ 01840-010795 / 01515-219644
এছাড়া নূন্যতম ১০ জনের গ্রুপ হলেই আমরা আপনার সুবিধা মত সময়ে কাস্টম ট্যুরের আয়োজন করে থাকি। বন্ধুবান্ধব মিলে বা কর্পোরেট ট্রিপ কিংবা ফ্যামিলি ট্যুর করতে চাইলে বা আরো কিছু বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ 01840-010795 / 01840010795 / 01829669555 / 01515219644
বিগত ট্যুরের ছবি ভিডিও দেখতে ও আগামী ট্যুর গুলোর আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন ও পেইজ ফলো করুন।
গ্রুপঃ www.facebook.com/groups/bncc7
পেইজঃ https://www.facebook.com/NatureExplorerBD

কুরবানির ঈদের ছুটিতে মেঘালয়,ইন্ডিয়া ইভেন্ট এর বিস্তারিত জেনে নিন! 💙মেঘালয় (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। একে...
02/05/2024

কুরবানির ঈদের ছুটিতে মেঘালয়,ইন্ডিয়া ইভেন্ট এর বিস্তারিত জেনে নিন! 💙

মেঘালয় (Meghalaya) উত্তর-পূর্ব ভারতের একটি রাজ্য। একে বলা হয় প্রাচ্যের স্কটল্যান্ড। এখানে প্রায় সারা বছরই মেঘ খেলা করে। আর বর্ষায় মেঘ যেনো এ বাড়ি ও বাড়ির উঠোন ছুয়ে যায় এখানে৷
____________________________________________
❑ সময়কাল: ৫ রাত, ৪ দিন (১৮জুন-২২জুন)

❑ সিঙ্গেল প্যাকেজঃ
জনপ্রতি ১৬,৯৯৯/- (নন এসি বাস+শেয়ারিং/ফ্যামিলি রুম)

❑ কাপল প্যাকেজঃ
প্রতি কাপল : ৩৬,০০০/- (নন এসি বাস & কাপল রুম)
__________________________________________
নোট:
- ইকোনমি এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ১০০০৳ এড হবে
- বিজনেস ক্লাস এসি বাসের ক্ষেত্রে জনপ্রতি ১৭০০৳ এড হবে

❑ যা যা দেখবো:
★ শিলং
★ চেরাপুঞ্জি
★ সোনাংপেডাং
★ নোহকালী কাই ফলস
★ মাউসুমাই গুহা
★ মাউসুমাই ফলস
★ সেভেন সিস্টার ফলস
★ ইকো পার্ক
★ উইসেডং ফলস
★ ড্যান্থলেইন ফলস
★ জোয়াই ভ্যালি
★ ক্রাংসুরি ফলস
★ উম্নঘট রিভার
★ বোরহিল ওয়াটারফলস
★ এশিয়ার ক্লিন ভিলেজ
★ উমক্রেম ফলস
★ লিভিং র‍্যুট ব্রীজ
★ এলিফ্যান্ট ফলস
★ লাইটলুম ক্যানিয়ন
★ ওয়া কাবা ফলস
★ লিংকসিয়ার ফলস
★ মায়েসেডাং ফলস
★ জানালিয়া ফলস
★ প্রুট ফলস
____________________________________________

❑ প্যাকেজে যা যা অন্তর্ভুক্তঃ
★ ঢাকা টু সিলেট টু ঢাকা বাস
★ তামাবিল- শিলং- ডাউকি বাস/সিএনজি/লেগুনা
★ উল্লিখিত প্রতিবেলায় ফুড
★ একোমডেশন
★ সকল ধরনের ট্রান্সপোর্ট
★ অভিজ্ঞ গাইড

❑ প্যাকেজে যা যা অন্তর্ভুক্ত নয়ঃ
★ ভিসা ফি
★ ট্রাভেল ট্যাক্স
★ এন্ট্রি/এক্টিভিটির ফি
★ ব্যক্তিগত খরচ ও ওষুধ
★ ইভেন্টে উল্লিখিত নেই এমন কিছু
___________________________________________

❑ যা যা সাথে নেয়া উচিত:
★ পাঁচ কপি পাসপোর্ট সাইজ ছবি এবং পাসপোর্ট, ভিসা ও এনআইডির ফটোকপি
★ ভ্রমণ উপযোগী পোশাক ও ব্যাগপ্যাক
★ শীতের কাপড়
★ ভ্যাক্সিন কার্ড
★ রেইনকোট অথবা ছাতা
★ আর আপনার রেগুলার ট্রিপে এ যা লাগে
____________________________________________

❑ ভ্রমণ পরিকল্পনাঃ

রাত-০১:
★ ঢাকা থেকে রাতে বাসে সিলেট এর উদ্দেশ্যে যাত্রা শুরু।

দিন-০১:
★ সকালে সিলেট পৌঁছে তামাবিল- ডাউকি বর্ডারের সকল ফর্মালিটিজ শেষ করে টাটা সুমোতে করে আমরা চলে যাবো শিলং।
★ পথে দেখবো উমক্রেম ফলস, বোরহীল ফলস আর এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম মাওলিনং ভিলেজ।
★ লোকাল থালি আইটেম দিয়ে লাঞ্চ সেরে নিয়ে চলে যাবো লিভিং রুট ব্রিজ।
★ রাত্রিযাপন চেরাপুঞ্জি।
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅

দিন-০২:
★ সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে বের হয়ে যাবো আজকের অভিযানে। আজকের দিনটি আপনার জীবনের অন্যতম সেরা ভ্রমণ স্মৃতি উপহার দিবে।
★ এদিন আমরা- কিনরেন ফলস, মাওসুমাই কেইভ, নোহকালীকাই ফলস, সেভেন সিস্টার ফলস, ইকো পার্ক, উইসেডং ফলা, ড্যান্থলেইন ফলস, মাউসুমাই ফলসসহ অভিজ্ঞ গাইডিং এ চেরাপুঞ্জী ঘুরে বেড়াবো।
★ নাইট স্টে চেরাপুঞ্জি/শিলং
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅

দিন-০৩:
★ সকালে নাস্তা সেরেই আমরা এদিনের সাইট সিয়িং-এ বেড়িয়ে যাবো।
★ এদিন আমরা- ওয়া কাবা ফলস, লিংকসিয়ার ফলস, মেসাডাং ফলস, জানালিয়া ফলস, প্রুট ফলস ও লাইট লুম ঘুরে দেখবো।
★ তারপর আমরা চলে আসবো শিলং শহরে।
★ রাত্রিযাপন শিলং
Breakfast ✅, Lunch ✅, Dinner ✅

দিন-০৪:
★ সকালে নাস্তা সেরেই আমরা এদিনের সাইট সিয়িং-এ বেড়িয়ে যাবো।
★ ক্রাংসুরি ঝর্ণা থেকে দুপুরের লাঞ্চ করে চলে যাবো সোনাংপেডাং। দেখবো স্বচ্ছ পানির উম্নঘট নদী ও সাসপেনশন ব্রীজ। সময় পেলে ঘুরে দেখবো ফি ফি ফলস।
★ তারপর আমরা চলে আসবো তামাবিল বর্ডারে। বর্ডার পার হয়ে সিলেট এসে হবে আমাদের ট্রিপের সমাপ্তি। সবকিছু ঠিকঠাক থাকলে সিলেট শহরে যার যার মতো ঘুরার সময় মিলবে ২/৩ ঘন্টা।
Breakfast ✅, Lunch ✅, Dinner ❌।

বুকিং করতে কিংবা বিস্তারিত জানতে কল করতে পারেন 01840010795 নম্বর এ কিংবা মেসেজ দিতে পারেন Whatsapp : 01840010795 or
আমাদের পেইজ : Nature Explorer এ।
__________________________________

টাংগুয়ার হাওড়ে এখন চলছে ফসল তোলার মৌসুম। চারপাশে ফসলের মৌ মৌ ঘ্রাণে আপনার মন প্রাণ জুড়াতে বাধ্য। আমরা ক্যাম্পিং করতে যাচ...
22/04/2024

টাংগুয়ার হাওড়ে এখন চলছে ফসল তোলার মৌসুম। চারপাশে ফসলের মৌ মৌ ঘ্রাণে আপনার মন প্রাণ জুড়াতে বাধ্য। আমরা ক্যাম্পিং করতে যাচ্ছি হিজল বনে। হাওড়ের সবচেয়ে বড় হিজল বনে আমরা তাবুতে রাত কাটাবো। সাথে থাকবে প্রফেশনাল ফটোগ্রাফার, সিনেমাটোগ্রাফার, একশন ক্যাম, ড্রোন, মিররলেস ক্যামেরা, তাবু, হ্যামক, বরশি, ফুটবল ও অন্যান্য গেজেড। এই ট্যুর রিলেক্স ও ছবি ভিডিও করার জন্য অন্যন্য হবে।

❑❑❑ ট্যুর প্ল্যান: ❑❑❑
◙ সকালে সুনামগঞ্জ নেমে নাস্তা সেড়ে নিবো।
◙ এরপর আমরা চলে যাবো তাহিরপুর। তাহিরপুরে আমরা ক্যাম্পিং এর জন্য বাজার করবো। এরপর আমরা চলে যাবো ওয়াচ টাওয়ার।
◙ সেখানে হাওরের অতিপ্রাকৃত সৌন্দর্য উপভোগ করবো। এখানেই হাওড়ের সবচেয়ে বড় হিজলবন। গিয়ে আমরা ক্যাম্পসাইট ঠিক করবো।
◙ তাবু লাগিয়ে ক্যাম্পসাইট প্রস্তুত হলে আমরা দুপুরের খাবার খেয়ে নিবো। বিশ্রাম করে বিকেলে আশপাশের এলাকা ঘুরে দেখবো সাথে ভিডিও, ফটোশুট করবো।
◙ বিকেলে স্পোর্টস থাকবে। আর সন্ধ্যার পর পূর্ণিমার চাঁদের আলোর হবে ক্যাম্প সাইটে হবে চা গানের আড্ডা। বরশি দিয়ে মাছ ধরা।
◙ এরপর রাতের খাবার খেয়ে বিশ্রাম।
◙ গরম গরম খিচুরি ও চায়ের সাথে শুরু হবে সকাল। আমরা ফটো ও ভিডিও শুট করবো। দলগত ড্রোন ফুটেজ নিবো টেন্ট হিজল বন হ্যামক সহ বিভিন্ন এংগেলে।
◙ কেউ শিমুলবাগান, নীলাদ্রি লেক, বারিক্কের টিলা ঘুরতে চাইলে অটোযোগে গিয়ে দেখে আসতে পারবেন।
◙ ফিরে এসে আমরা ক্যাম্প সাইট গুটিয়ে বোটে উঠে তাহিরপুরের উদ্দেশ্যে রওনা হবো। সেখান থেকে সুনামগঞ্জ এসে বাসে উঠে ঢাকার উদ্দেশ্যে রওনা হবো।...

❑❑❑ ইভেন্ট ফি ❑❑❑
◙ ঢাকা থেকে জনপ্রতি খরচ ৫৪৯০/-
◙ চট্টগ্রাম থেকে জনপ্রতি খরচ ৫৪৯০/-
◙ কুমিল্লা থেকে জনপ্রতি খরচ ৫৪৯০/-

❑❑❑ রেজিস্ট্রেশন পলিসিঃ ❑❑❑
◙ বুকিং এর জন্য নূন্যতম ২০০০/- টাকা পাঠাতে হবে। (অফেরতযোগ্য)
◙ বুকিং এর শেষ তারিখঃ ২৪ এপ্রিল রাত ১২ টা (সিট খালি থাকা সাপেক্ষে)
◙ ভ্রমণের দিন বাসে উঠে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে পারবেন।
◙ বুকিং মানি পাঠাবেন এই নাম্বারেঃ 01840-010795 (Bkash/ Nagad Personal No.) টাকা পাঠিয়ে আমাদের পেইজে বা 01840010795 / 01515219644 এই নাম্বারে যোগাযোগ করলে বুকিং কনফার্ম করে দেয়া হবে।
◙ কেউ ব্যাংক একাউন্টে জমা দিতে চাইলে যোগাযোগ করলে একাউন্ট নাম্বার দিয়ে দেয়া হবে।

❑❑❑ এই টাকায় যা যা থাকছে: ❑❑❑
◙ ঢাকা টু সুনামগঞ্জ ননএসি বাসে যাওয়া আসা
◙ তাবুতে থাকা ও রিজার্ভ বোট।
◙ ১ম দিন সকালের নাস্তা, দুপুরের খাবার ও রাতের খাবার। ২য় দিনের সকাল ও দুপুরের খাবার
◙ বিকেলে কফি বিস্কিটের ব্যবস্থা থাকবে।

❑❑❑ যা থাকছে না: ❑❑❑
◙ যাওয়ার আসার পথে যাত্রা বিরতিতে কোন খাবার।
◙ কোন ধরনের ব্যক্তিগত খরচ।
◙ অটোতে শিমুলবাগান, বারিক্কের টিলা কেউ গেলে ব্যাক্তিগত খরচে যাবেন।
◙ প্যাকেজে উল্লেখ নেই এমন কোনো খরচ।
যেকোন জিজ্ঞাসার জন্য ইনবক্সে নক করুন অথবা যোগাযোগ করুন এই নাম্বারে:
01840010795 (রেজওয়ান)

কোরবানীর ঈদের ছুটিতে ইভেন্ট হবে মেঘালয় , ইন্ডিয়ায়।যাদের ভিসা আছে রেডি থাকুন। যাদের ভিসা নেই আমি ভিসা প্রসেসিং করে দিবো স...
21/04/2024

কোরবানীর ঈদের ছুটিতে ইভেন্ট হবে মেঘালয় , ইন্ডিয়ায়।

যাদের ভিসা আছে রেডি থাকুন।
যাদের ভিসা নেই আমি ভিসা প্রসেসিং করে দিবো সম্পূর্ণ ফ্রি তে৷ যাদের ডাউকি পোর্ট এড করা নেই সেটি এড করার জন্য যোগাযোগ করতে পারেন।

ফ্রি ভিসা প্রসেসিং ও পোর্ট এড করে দিবো যারা আমাদের সাথে যেতে আগ্রহী সবাইকেই। সীমিত সময়ের জন্য এই সুযোগ।

৫ দিনের ট্যুর বাজেট:
নন এসি বাসে ১৬,০০০ টাকা।
এসি বাসে ১৭০০০ টাকা।

বিস্তারিত আসতেছে.....

ক্যাম্পিং ট্যুরে আগামী শুক্রবার-শনিবার যাবো সুনামগঞ্জের তাহিরপুর। ২৬-২৭ দুই দিনের প্ল্যান।রাজকীয় ক্যাম্পিং হবে এবার। থাক...
19/04/2024

ক্যাম্পিং ট্যুরে আগামী শুক্রবার-শনিবার যাবো সুনামগঞ্জের তাহিরপুর।
২৬-২৭ দুই দিনের প্ল্যান।

রাজকীয় ক্যাম্পিং হবে এবার। থাকবে পূর্ণিমার চাঁদ, রিলেক্স ট্যুর হবে। এখানে ছায়া ও প্রচুর বাতাস এখন। পারফেক্ট ওয়েদার ক্যাম্পিং এর। আর কিছু দিন পরেই হাওড়ে পানি চলে আসবে। এখনই উপযুক্ত সময় যাওয়ার।

থাকবে হ্যামক, তাবু, ক্যাম্পফায়ার, খাবার হিসেবে খাল/নদীর মাছ, মুরগী, হাসের মাংস, সিজনাল ফ্রুট সহ নানান খাবারদাবার।

সিনেমাটোগ্রাফি হবে ফাটাফাটি।
থাকবে DJI Drone, Mirrorless Camera, Action Camera etc.
এই ট্যুরে মনের মত ছবি ভিডিও পাবেন ১০০% শিউর।

বাজেট মাত্র: ৪৯৯০ টাকা। (ঢাকা থেকে ঢাকা পর্যন্ত)

যাওয়া,আসা, থাকা, খাওয়া, সব এর মধ্যেই। মাত্র ১০ জন যাবো।দ্রুত কনফার্ম করবেন। স্মৃতিময় ট্যুর হবে ইনশাআল্লাহ্।

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন: 01840010795

আবারো আমিয়াখুম ও সাকা হাফং একসাথে।যাচ্ছি ৬+৭+৮+৯ মার্চ। ৪ দিনের ট্যুর। কেউ ইন্টেরেস্টেড হলে ইনবক্সে বা নাম্বারে যোগাযোগ ...
27/02/2024

আবারো আমিয়াখুম ও সাকা হাফং একসাথে।

যাচ্ছি ৬+৭+৮+৯ মার্চ।

৪ দিনের ট্যুর।

কেউ ইন্টেরেস্টেড হলে ইনবক্সে বা নাম্বারে যোগাযোগ করুন।

বাজেটঃ ১০৫০০

যোগাযোগঃ 01840-010795

এই সিজনের শেষ দেবতাখুম ট্যুর।যারা যেতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন।যাত্রার তারিখঃ ২৯ ফেবুয়ারি বৃহস্পতিবার রাত ১০ টা (ঢাক...
27/02/2024

এই সিজনের শেষ দেবতাখুম ট্যুর।

যারা যেতে চান দ্রুত কনফার্ম করে ফেলুন।

যাত্রার তারিখঃ ২৯ ফেবুয়ারি বৃহস্পতিবার রাত ১০ টা (ঢাকা থেকে)
ফেরার তারিখঃ ১ মার্চ শুক্রবার রাত ৯ টায় (বান্দরবান থেকে)

ইভেন্ট ফি -
ঢাকা থেকে ৩৫০০ টাকা
চট্টগ্রাম থেকে ২৩০০ টাকা।

বিস্তারিত জানতে - 01840-010795

পূর্ণিমায় অপার্থিব আমিয়াখুমে ক্যাম্পিং ট্যুর শেষে Nature Explorer টিমের ট্রাভেলার রা এখন নিজ নিজ বাসস্থানে সঠিকভাবে পৌছ...
25/02/2024

পূর্ণিমায় অপার্থিব আমিয়াখুমে ক্যাম্পিং ট্যুর শেষে Nature Explorer টিমের ট্রাভেলার রা এখন নিজ নিজ বাসস্থানে সঠিকভাবে পৌছে গেছেন।
সবাই সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ।

চ্যালেঞ্জিং ছিলো এবারের ট্যুর। এবারের টিমের টাইম ম্যানেজমেন্ট খুব ভালো ছিলো তাই আমি সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

সবাইকে খুব মিস করছি৷

আগামী ২০ তারিখ রাতের বাসে ঢাকা থেকে আলীকদম > থানচি হয়ে আমাদের ২ টি ট্যুর রয়েছে। ১। আমিয়াখুম ক্যাম্পিং সহ নাফাখুম, রেমাক্...
18/02/2024

আগামী ২০ তারিখ রাতের বাসে ঢাকা থেকে আলীকদম > থানচি হয়ে আমাদের ২ টি ট্যুর রয়েছে।
১। আমিয়াখুম ক্যাম্পিং সহ নাফাখুম, রেমাক্রি, তিন্দু ভ্রমণ।
২। সাকা হাফং সামিট সহ আমিয়াখুম, নাফাখুম।
(দুইটা ট্যুরের বাজেট একই। ঢাকা থেকে ৯৫০০/- চট্টগ্রাম থেকে ৮৫০০/-)
বিস্তারিত জানতে কল করতে পারেন। না মেসেজ করতে পারেন।
যোগাযোগঃ 01840-010795

একটি ট্যুরে কি কি থাকলে সেটিকে মনের মত ট্যুর বলা হয়?১। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ছাদ খোলা জীপ জার্নি ?২। বড় বড় পাহাড়ের পা...
08/02/2024

একটি ট্যুরে কি কি থাকলে সেটিকে মনের মত ট্যুর বলা হয়?

১। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তায় ছাদ খোলা জীপ জার্নি ?
২। বড় বড় পাহাড়ের পাশে বয়ে যাওয়া পাহাড়ি নদীতে নৌকা রাইড?
৩। দুর্গম পাহাড়, ঝিরি, নদী বেয়ে ব্যাকপ্যাক নিয়ে ট্রেকিং।
৪। দুর্গম পাহাড়ের কোন পাহাড়ি গ্রামে রাত্রিযাপন।
৫। দেশের সবচেয়ে সুন্দর জলপ্রপাতের পাশে ক্যাম্পিং ও ক্যাম্প ফায়ার।
৬। স্বচ্চ নীল-সবুজ পানিতে ভেলায় ভেসে বেড়ানো।

এবারের ট্যুরে পাচ্ছেন সব রকমের রোমাঞ্চকর অভিজ্ঞতা।

আমিয়াখুমে ক্যাম্পিং, নাফাখুম, রেমাক্রি জলপ্রপাত, তিন্দু বড় পাথর রাজা পাথর এলাকায় নৌকা রাইড।

কি নেই এবারের ট্যুরে?

৩ দিনের ট্যুরকে রিলেক্স করার জন্য ৪ দিনে যাবো আমরা। ছেলে মেয়ে যে কেউ আমাদের সাথে যেতে পারবেন।

আমরা রেমাক্রি দিয়ে যাবো আসবো তাই কষ্ট কম হবে। এইজন্যই ইতিমধ্যেই ৪ জন ফিমেল কনফার্ম করেছেন। যারা যেতে আগ্রহী দ্রুত কনফার্ম করে ফেলুন।

২১ শে ফেব্রুয়ারি থেকে ২৪ শে ফেব্রুয়ারি।

বিস্তারিত কমেন্টে দেয়া আছে।

অপার্থিব সৌন্দর্যের আঁধার আমিয়াখুমে ক্যাম্পিং যেন সকল ট্রাভেলারের স্বপ্ন। ক্যাম্পসাইটে জলপ্রপাতের গর্জনের সাথে প্রকৃতির ...
31/01/2024

অপার্থিব সৌন্দর্যের আঁধার আমিয়াখুমে ক্যাম্পিং যেন সকল ট্রাভেলারের স্বপ্ন। ক্যাম্পসাইটে জলপ্রপাতের গর্জনের সাথে প্রকৃতির নীরবতা, কুয়াশার চাদরে ঘেরা খুমের রাজ্য থেকে দৈত্যাকার দেবতা পাহাড়ের অবয়ব আপনাকে অন্য জগতে নিয়ে যাবে। খুব লিমিটেড ট্রাভেলার নিয়ে এই ব্যাকপ্যাকিং ট্যুরের আয়োজন থাকবে।
❑যাত্রা শুরুঃ
ঢাকা থেকেঃ ২০ ফেব্রুয়ারি রাত ১১ টা।
চট্টগ্রাম থেকেঃ ২১ ফেব্রুয়ারি ভোর ৫ টা।
❑ফেরাঃ
২৪ ফেব্রুয়ারি রাত ৯ টায় বান্দরবান থেকে।
❑ ভ্রমণের স্থান সমুহঃ
◙ নাফাখুম জলপ্রপাত ◙ আমিয়াখুম জলপ্রপাত ◙ ভেলাখুম ◙ নাইক্ষাংমুখ ◙ সাতভাইখুম ◙ মাথভরাখুম ◙ রেমক্রি ফলস ◙ তিন্দু ◙ বড় পাথর ◙ রাজা পাথর ◙ সাঙ্গু নদী
❑ প্যাকেজে যা যা থাকছেঃ
◙ ঢাকা-বান্দরবান আসা-যাওয়ার বাসের টিকিট।
◙ বান্দরবান থানচি আসা-যাওয়ার রিজার্ভ জীপ।
◙ থানচি থেকে পদ্মমুখ ও রেমক্রি বোটের আসা-যাওয়ার খরচ।
◙ আমিয়াখুমে ক্যাম্পিং এর জন্য তাবু।
◙ ১ম ও ৩য় রাত আদিবাসীদের পাড়ায় থাকার খরচ।
◙ প্রতিদিন ৩ বেলা খাবার। (ট্রেকিং এর সময় দুপুরে ভাতের বদলে শুকনো খাবার খেতে হবে।)
◙ গাইডের ফি এবং তাঁদের থাকা খাওয়ার খরচ।
◙ ভেলাখুমে ভেলার ভাড়া।
❑ প্যাকেজে যা যা থাকছে নাঃ
◙ যাত্রা-ফেরার সময় হাইওয়েতে বাসের যাত্রাবিরতির সময় কোন খাবার এই প্যাকেজে অন্তর্ভুক্ত না।
◙ কোন হিডেন চার্জ নেই।
❑ ভ্রমণ খরচঃ
◙ ঢাকা থেকেঃ ৯৫০০/- প্রতিজন।
◙ চট্টগ্রাম থেকেঃ ৮৫০০/- প্রতিজন।
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
◙ ১ম ও ৩য় রাত আদিবাসীদের বাড়িতে আমাদের থাকতে হবে। বাড়িগুলো বড়সড় মাচাং এর মত হয়। ২য় রাতে আমিয়াখুমে ক্যাম্পিং এ তাবুতে থাকতে হবে। প্রতি তাবুতে ৩-৪ জন থাকার ব্যবস্থা থাকবে। ক্যাম্পিং এর জন্য স্লিপিং ব্যাগ নিজেকে আনতে হবে। মেয়েদের জন্য অবশ্যই আলাদা করে থাকার ব্যবস্থা করে দেওয়া হবে।
◙ বাসের আসন বণ্টনের ক্ষেত্রে সিট আগে বুকিং দিলে আগে পাবেন ভিত্তিতে দেয়া হয়।
◙ এই ট্যুরে ৪ দিনে আপনাকে ১৪ ঘন্টার মত হাঁটতে হবে পাহাড়ি পথে। নিজের সক্ষমতা বিবেচনা করে কনফার্ম করবেন।
◙ যেহেতু দুর্গম পাহাড়ি এলাকা, আদিবাসীদের সাথে অবস্থাতেই কোন ধরণের ঝামেলায় জড়ানো যাবেনা। দলবন্ধ হয়ে থাকতে হবে।
◙ পরিবেশ পরিস্থিতি বিবেচনায় যে কোন সিদ্ধান্ত মেনে নিতে হবে পাহাড়ে। গাইডের পরামর্শ মত চলতে হবে।
❑ রেজিস্ট্রেশন পলিসিঃ
◙ বুকিং এর জন্য নূন্যতম ৪০০০/- টাকা পাঠাতে হবে। (অফেরতযোগ্য)
◙ বুকিং এর শেষ তারিখঃ ১০ফেব্রুয়ারী পর্যন্ত (আসন শেষ হলে বুকিং ক্লোজ করা হবে)
◙ ভ্রমণের দিন বাসে উঠে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে পারবেন।
◙ বুকিং এর জন্য যোগাযোগঃ 01840-010795 / 01515-219644
এছাড়া নূন্যতম ১০ জনের গ্রুপ হলেই আমরা আপনার সুবিধা মত সময়ে কাস্টম ট্যুরের আয়োজন করে থাকি। বন্ধুবান্ধব মিলে বা কর্পোরেট ট্রিপ কিংবা ফ্যামিলি ট্যুর করতে চাইলে বা আরো কিছু বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ 01840-010795
আমাদের বিগত ট্যুরের ছবি ভিডিও দেখতে বা আগামী ট্যুর গুলোর আপডেট পেতে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করুন।
গ্রুপঃ Nature Explorer - A Travel Group

ছবি ক্রেডিটঃ Rezwan Islam

গতকাল সন্ধ্যার পর ব্যস্ত হয়ে উঠা ২ নাম্বার গেট।নাসিরাবাদ। চট্টগ্রাম। © Rezwan Islam
28/01/2024

গতকাল সন্ধ্যার পর ব্যস্ত হয়ে উঠা ২ নাম্বার গেট।
নাসিরাবাদ। চট্টগ্রাম।

© Rezwan Islam

আমিয়াখুমে ড্রোন দিয়ে ছবি ও ভিডিও ফুটেজ নেয়ার ইচ্ছে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ্‌!৩য় বারের মত ক্যাম্পিং করে এসেছি আমিয়াখুম থ...
09/01/2024

আমিয়াখুমে ড্রোন দিয়ে ছবি ও ভিডিও ফুটেজ নেয়ার ইচ্ছে পূর্ণ হলো আলহামদুলিল্লাহ্‌!

৩য় বারের মত ক্যাম্পিং করে এসেছি আমিয়াখুম থেকে।
এটি ছিলো আমিয়াখুমে আমাদের ১১ তম ট্যুর।

তারিখঃ ৭ জানুয়ারি ২০২৪

আমাদের আগামী আমিয়াখুম ক্যাম্পিং ট্যুর ২১-২৪ ফেব্রুয়ারি। ৪ দিনের ট্যুর হবে ইনশাআল্লাহ্‌। আগ্রহীরা নক করবেন শীগ্রই ইভেন্ট দিয়ে দিবো।

Good morning! Embrace the tranquility of a new day🌞✨
08/10/2023

Good morning!

Embrace the tranquility of a new day🌞✨

"Traveling – it leaves you speechless, then turns you into a storyteller." Explore The Unseen with Nature ExplorerHappy ...
27/09/2023

"Traveling – it leaves you speechless, then turns you into a storyteller."

Explore The Unseen with Nature Explorer

Happy World Tourism Day 2023

আমাদের সেইন্ট মার্টিন ট্যুরে মাত্র ৩ টি রুম খালি আছে আর। ৮ জন যেতে পারবেন। যাচ্ছি ২৮ -৩০ সেপ্টেম্বর এর টানা ৩ দিনের সরকা...
20/09/2023

আমাদের সেইন্ট মার্টিন ট্যুরে মাত্র ৩ টি রুম খালি আছে আর।

৮ জন যেতে পারবেন।

যাচ্ছি ২৮ -৩০ সেপ্টেম্বর এর টানা ৩ দিনের সরকারি ছুটিতে।

শীপে / ট্রলারে / স্পীড বোটে। যে কোনভাবেই আমাদের সাথে যেতে পারবেন।

বিস্তারিত : 01840010795 (Rezwan)

সবুজ অরণ্যের সমারোহ, ঝুমবৃষ্টি, জঙ্গলের মধ্যে সুনসান নীরব সুন্দর কাঠের প্রিমিয়াম কটেজে থাকা।এবার ট্যুরের মূল আকর্ষণ হিসে...
31/07/2023

সবুজ অরণ্যের সমারোহ, ঝুমবৃষ্টি, জঙ্গলের মধ্যে সুনসান নীরব সুন্দর কাঠের প্রিমিয়াম কটেজে থাকা।
এবার ট্যুরের মূল আকর্ষণ হিসেবে থাকছে থাকছে শ্রীমঙ্গলের সেরা "জঙ্গল কটেজ"।
বাজেট একদম স্টুডেন্ট ফ্রেন্ডলি। খুব কম বাজেটের ট্যুর হলেও সব সার্ভিস পাবেন ১০/১০ মানের।একা কিংবা পরিবার নিয়ে বা বন্ধুবান্ধব মিলে যে কেউ আমাদের সাথে যোগ দিতে পারেন।
♦ যাত্রাঃ ♦
◙ ঢাকা থেকেঃ ১৮ আগষ্ট ভোর ৬:২০ ট্রেনে।
◙ চট্টগ্রাম থেকেঃ ১৭ আগষ্ট রাত ৯:৪৫ ট্রেনে।
◙ কুমিল্লা থেকেঃ ১৭ আগষ্ট রাত ১১:৪৫ ট্রেনে।
♦ ফেরাঃ ♦
◙ ঢাকার উদ্দেশ্যে ১৯ আগষ্ট সন্ধ্যা ৬:৩০ শ্রীমঙ্গল থেকে ট্রেনে।
◙ চট্টগ্রাম ও কুমিল্লার উদ্দেশ্যে ১৯ আগষ্ট রাত ১১ টায় শ্রীমঙ্গল থেকে ট্রেনে।
♦ ভ্রমণ খরচঃ ♦
◙ ঢাকা থেকেঃ ৪৪০০/- প্রতিজন।
◙ চট্টগ্রাম থেকেঃ ৪৫০০/- প্রতিজন।
◙ কুমিলা থেকেঃ ৪৪০০/- প্রতিজন
♦ ভ্রমণের স্থান সমুহঃ ♦
◙ জঙ্গল কটেজ
◙ হামহাম ঝর্ণা
◙ লাউয়াছড়া জাতীয় উদ্যান
◙ মাধবপুর লেক
◙ নুরজাহান টি স্টেট
◙ আসা যাওয়ার রাস্তা সবকিছুই ছবির মত সুন্দর।
◙ শ্রীমঙ্গল ও মৌলভীবাজার
♦ খাবার: ♦
◙ সকালের নাস্তাঃ ভূনা খিচুরি, ডিম, সালাদ, চা অথবা পরোটা, ডিমভাজি, ডাল, চা।
◙ দুপুরে খাবারঃ মুরগীর মাংস/মাছ, ভর্তা, ডাল, সবজি।
◙ রাতের খাবারঃ মুরগীর মাংস/মাছ, ভর্তা, ডাল, সবজি।
♦ প্যাকেজে যা যা থাকছে। ♦
◙ শ্রীমঙ্গল আসা-যাওয়ার ট্রেনের টিকিট।
◙ হামহাম ঝর্ণায় যাওয়ার খরচ ও গাইড ফি।
◙ রিজার্ভ চাঁন্দের গাড়ির (জীপের) সকল ভাড়া।
◙ জঙ্গল কটেজে থাকা।
◙ প্রতি বেলায় পর্যাপ্ত খাবার।
◙ বিভিন্ন যায়গায় ঘুরার যাতায়ত খরচ ও এন্ট্রি ফি।
♦ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ ♦
◙ আমরা ট্রেনে যাতায়াত করবো, কারণ ট্রেনে যাতায়াত আরামদায়ক ও নিরাপদ।
◙ কটেজে ১ রুমে ৪ জন করে থাকতে হবে। অবশ্যই মেয়েদের জন্য আলাদা কটেজ দেয়া হবে।
◙ কাপলদের জন্য আলাদা রুম প্রয়োজন হলে দুই জনের জন্য অতিরিক্ত ২০০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।
◙ এটি একটি রিলেক্স ট্যুর। ছেলে মেয়ে যে কেউ এই ট্যুরে যেতে পারবেন।
♦ রেজিস্ট্রেশন পলিসিঃ ♦
• বুকিং এর জন্য নূন্যতম ২০০০/- টাকা পাঠাতে হবে। (অফেরতযোগ্য)
• ভ্রমণের দিন ট্রেনে উঠে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে পারবেন।
• বুকিং মানি পাঠাবেন এই নাম্বারেঃ
01840-010795, (Bkash/Nagad/Rocket Personal No.) টাকা পাঠিয়ে আমাদের পেইজে বা উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করলে sms এর মাধ্যমে বুকিং কনফার্ম করে দেয়া হবে।
এছাড়া নূন্যতম ১০ জনের গ্রুপ হলেই আমরা আপনার সুবিধা মত দিনে কাস্টম ট্যুরের আয়োজন করে থাকি। বন্ধুবান্ধব, কর্পোরেট কিংবা ফ্যামিলি ট্যুর করতে চাইলে বা আরো কিছু বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেনঃ
রেজওয়ানঃ 01840-010795

২ রিজার্ভ বাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর কুমিল্লা জোনের কর্পোরেট ট্যুর এখন কক্স থেকে কুমিল্লার পথে।
04/03/2023

২ রিজার্ভ বাসে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক এর কুমিল্লা জোনের কর্পোরেট ট্যুর এখন কক্স থেকে কুমিল্লার পথে।

ঘুরতে যেতে চান সবাই মিলে? হাড় কাপানো শীত , হন্টেড ফিল , আলো বলতে কেবল চাদ আর বিবিকিউ এর আগুন , চারিদিকে শূনশান,যেনো কেউ ...
08/01/2023

ঘুরতে যেতে চান সবাই মিলে?

হাড় কাপানো শীত , হন্টেড ফিল , আলো বলতে কেবল চাদ আর বিবিকিউ এর আগুন , চারিদিকে শূনশান,যেনো কেউ নেই কিচ্ছু নেই শুধু গাছ আর গাছ।
গরম চা'য়ে চুমুক!
আহা! এই অনুভূতি কে না চায় জীবনে একবার?
তাই চলে যাচ্ছি গহীন অরণ্যের "জংগল কটেজে"!

❑ যাত্রাঃ
◙ ঢাকা থেকেঃ ২০ জানুয়ারি ভোর ৬:২০ ট্রেনে।
◙ চট্টগ্রাম থেকেঃ ১৯ জানুয়ারি রাত ৯:৪৫ ট্রেনে।
◙ কুমিল্লা থেকেঃ ১৯ জানুয়ারি রাত ১১:৪৫ ট্রেনে।
❑ ফেরাঃ
◙ ঢাকার উদ্দেশ্যে ২১ জানুয়ারি সন্ধ্যা ৬:৩০ শ্রীমঙ্গল থেকে ট্রেনে।
◙ চট্টগ্রাম ও কুমিল্লার উদ্দেশ্যে রাত ১১ টায় শ্রীমঙ্গল থেকে ট্রেনে।
❑ ভ্রমণ খরচঃ
◙ ঢাকা থেকেঃ ৪২০০/- প্রতিজন।
◙ চট্টগ্রাম থেকেঃ ৪৩০০/- প্রতিজন।
◙ কুমিলা থেকেঃ ৩৯০০/- প্রতিজন

(কটেজ ফি, দুইদিনের রিজার্ভ জীপ ভাড়া,এন্ট্রি ফি, সব বেলার খাবার,বিভিন্ন জায়গায় ঘুরার ফি ,বিবিকিউ সব এই খরচের মধ্যে ইনক্লুডেড)
❑ ভ্রমণের স্থান সমুহঃ
◙ লাউয়াছড়া জাতীয় উদ্যান
◙ মাধবপুর লেক
◙ নুরজাহান টি স্টেট
◙ বাইক্কা বিল
◙ জঙ্গল কটেজ
◙ আসা যাওয়ার রাস্তা সবকিছুই ছবির মত সুন্দর।
◙ শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন
❑ খাবার:
◙ সকালের নাস্তাঃ ভূনা খিচুরি, ডিম কারি, সালাদ, চা / পরোটা, ডিমভাজি, ডাল, চা।
◙ দুপুরে খাবারঃ মুরগীর মাংস, ভর্তা, ডাল, সবজি।
◙ রাতে চিকেন বার-বি-কিউ, পরটা, কোক, সস, সালাদ।
❑ প্যাকেজে যা যা থাকছে।
◙ আসা-যাওয়ার ট্রেনের টিকিট।
◙ রিজার্ভ চাঁন্দের গাড়ির (জীপের) সকল ভাড়া।
◙ জঙ্গল কটেজে ১ রাত থাকা।
◙ প্রতি বেলায় পর্যাপ্ত খাবার।
◙ রাতে লাইভ বিবিকিউ।
◙ বিভিন্ন যায়গায় ঘুরার যাতায়ত খরচ ও এন্ট্রি ফি।
❑ কনফার্ম করার আগে যে ব্যাপার গুলো অবশ্যই বিবেচনা করতে হবেঃ
◙ শীতের রাতে বাসে গেলে কুয়াশার জন্য রাস্তা ঠিকভাবে দেখা যায়না ও ঠান্ডা বেশি হয়। তাই আমরা ট্রেনে যাতায়াত করবো, কারণ শীতকালে ট্রেন আরামদায়ক ও নিরাপদ।
◙ এক কটেজে ৪ জন করে থাকতে হবে। অবশ্যই মেয়েদের জন্য আলাদা কটেজ দেয়া হবে।
◙ কাপলদের জন্য আলাদা রুম প্রয়োজন হলে দুই জনের জন্য অতিরিক্ত ২০০০/- টাকা অতিরিক্ত প্রদান করতে হবে।
◙ এটি একটি রিলেক্স ট্যুর। বাচ্চা কিংবা বেশি বয়সের মানুষও এই ট্যুরে যেতে পারবেন। কিন্তু পর্যাপ্ত শীতের কাপড় নিতে হবে অবশ্যই।
❑ রেজিস্ট্রেশন পলিসিঃ
• বুকিং এর জন্য নূন্যতম ২৫০০/- টাকা পাঠাতে হবে। (অফেরতযোগ্য)
• ভ্রমণের দিন ট্রেনে উঠে অবশিষ্ট অর্থ পরিশোধ করতে পারবেন।
• বুকিং মানি পাঠাবেন এই নাম্বারেঃ
01840-010795, (Bkash/Nagad/Rocket Personal No.) টাকা পাঠিয়ে আমাদের পেইজে বা উক্ত নাম্বারগুলোতে যোগাযোগ করলে sms এর মাধ্যমে বুকিং কনফার্ম করে দেয়া হবে।
এছাড়া নূন্যতম ১০ জনের গ্রুপ হলেই আমরা আপনার সুবিধা মত দিনে কাস্টম ট্যুরের আয়োজন করে থাকি। বন্ধুবান্ধব, কর্পোরেট কিংবা ফ্যামিলি ট্যুর করতে চাইলে বা আরো কিছু বিস্তারিত জানতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন..

Nature Explorer - A Travel Group

প্রিয় দলের জার্সি গায়ে, মেতে উঠুন ফুটবল বিশ্বকাপে।আপনার পছন্দের দলের জার্সি কোন ঝামেলা ছাড়া কিনতে চাইলে যোগাযোগ করুন Ki...
21/10/2022

প্রিয় দলের জার্সি গায়ে, মেতে উঠুন ফুটবল বিশ্বকাপে।

আপনার পছন্দের দলের জার্সি কোন ঝামেলা ছাড়া কিনতে চাইলে যোগাযোগ করুন KitZ Castle এর ফেসবুক পেইজে।

প্রোমো কোড NatureExplorer ব্যবহার করলে পাচ্ছেন ৭% ডিসকাউন্ট।

Promo Code: NatureExplorer

বিশ্বকাপ উপভোগ করুন Kitz Castle এর জার্সি গায়ে।

হাঁটছিলাম না। রীতিমত দৌড়াচ্ছিলাম। আমরা মাত্র দুজন ট্রাভেলার। আমার সাথে আছেন রাসেল ভাই।সকাল ৭ টায় সেপ্রু পাড়া থেকে দুইভাই...
13/08/2022

হাঁটছিলাম না। রীতিমত দৌড়াচ্ছিলাম।
আমরা মাত্র দুজন ট্রাভেলার। আমার সাথে আছেন রাসেল ভাই।
সকাল ৭ টায় সেপ্রু পাড়া থেকে দুইভাই বের হয়ে চেদলাং > রিলিতে > মাইথাজামা হাফং > দুমলং > থেকে নেমে সুরাহা পাড়া আসতে আসতে রাত হয়ে গেলো। ভোরে ঘুম থেকে উঠেও সুরাহা পাড়ায় বিজিবির উপস্থিতির কারণে আমরা কারবারির ঘরে বন্দী হয়ে রইলাম ২ ঘন্টা। সকাল ৮ টার দিকে বিজিবির সাথে একপ্রকার লুকোচুরি খেলতে খেলতে চলে আসলাম রাইক্ষ্যাং ফলস।
রাইক্ষ্যাং ফলস থেকে আরো নিচের দিকে নামতে নামতেই এই ভিউ চোখে পড়লো।
সাথে সাথে দাঁড়িয়ে পড়লাম ব্যাকপ্যাক ছেড়ে। এখান থেকে উঠে আমরা রাইক্ষ্যাং লেকে ভেলায় ভেসে বেড়ালাম ঘন্টাখানেক।
আহা কি স্মৃতি !!

রাইক্ষ্যং রিভার ফলস এর একটু ডাউনস্ট্রিমে।
রাইক্ষ্যাং নদী। বিলাইছড়ি। রাঙামাটি।

Address

Chittagong
4000

Alerts

Be the first to know and let us send you an email when Nature Explorer posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Nature Explorer:

Videos

Share

Category



You may also like