Urme's Fly

Urme's Fly Your trusted partner for Umrah and Hajj. Experience a seamless, spiritually enriching journey with us.

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী🇧🇩 ✈️ 🇵🇰  ভিসা আবেদন:প্রথম ধাপেই পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন...
06/09/2024

পাকিস্তান ট্যুরের নিয়মাবলী
🇧🇩 ✈️ 🇵🇰 ভিসা আবেদন:
প্রথম ধাপেই পাকিস্তানের ভিসা আবেদন করতে হবে। বর্তমানে ভিসা ফ্রি হওয়ায় কোন টাকা পয়সার প্রয়োজন নেই। আবেদন সম্পন্ন করার পর আপনি ই-ভিসা পেয়ে যাবেন।
★টিকেট বুকিং:
ভিসা পাওয়ার পরেই টিকেট কনফার্ম করতে হবে। উত্তরাঞ্চল ঘুরতে চাইলে লাহোরকে বেছে নিন, কারণ ইসলামাবাদ বা করাচীর তুলনায় লাহোরের টিকেটের দাম তুলনামূলক কম। ঢাকা থেকে লাহোর রাউন্ড ট্রিপের টিকেটের দাম ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা পর্যন্ত ওঠানামা করতে পারে। তাই নিজের সুবিধা অনুযায়ী কম খরচের একটি এয়ারলাইন্সের টিকেট বুক করুন।
★লাহোর থেকে ইসলামাবাদ:
লাহোর এয়ারপোর্টে পৌঁছে সিটি বাস স্টেশনে যেতে হবে। এখান থেকে কোনো একটি বাসে উঠে ৫ ঘণ্টার জার্নি শেষে পৌঁছাবেন ইসলামাবাদে। বাস ভাড়া প্রায় ১ হাজার টাকা।
★ইসলামাবাদে থাকা:
ইসলামাবাদে বিভিন্ন ক্যাটাগরির হোটেল রয়েছে, আপনার বাজেট অনুযায়ী একটি হোটেল বেছে নিন। ইসলামাবাদকে বিশ্বের অন্যতম সুন্দরতম রাজধানী হিসেবে বিবেচনা করা হয়, তাই এখানে কিছুদিন অবস্থান করে শহরটি ঘুরে দেখা দারুণ অভিজ্ঞতা হতে পারে।
★কারেন্সি চেঞ্জিং:
লাহোরে পৌঁছানোর পর প্রথম কাজ হবে বাংলাদেশি টাকাকে রুপিতে কনভার্ট করা। ১০০ টাকা সাধারণত ১৯০ রুপি সমান, তবে কনভার্টের সময় কিছুটা কম পাওয়া যেতে পারে।
★প্রাথমিক থাকা/হোটেল বুকিং:
পাকিস্তানে যাওয়ার আগে বা পৌঁছে প্রথমে ১-২ দিন লাহোর বা ইসলামাবাদে থাকতে হবে। আপনি চাইলে আগেই অনলাইনে হোটেল বুক করতে পারেন, তবে অনলাইন বুকিং করা হোটেলগুলো সাধারণত ব্যয়বহুল হয়। পরিবারের সাথে থাকলে আগে থেকে হোটেল বুকিং করে রাখুন।
★মূল ট্যুর:
ইসলামাবাদ থেকে শুরু হবে আপনার মূল ট্যুর। খাইবার পাখতুনখা, গিলগিট-বাল্টিস্তান এবং আজাদ কাশ্মীরের যেকোনো অঞ্চল থেকে ঘুরতে পারবেন।
★ট্যুরের পদ্ধতি:
1. স্বাধীনভাবে: নিজের ইচ্ছামতো ট্যুর করতে পারেন, তবে খরচ কম হবে।
2. ট্রাভেল এজেন্সি: একাধিক এজেন্সি আপনার জন্য গাইডসহ জিপ গাড়ির ব্যবস্থা করে দেবে। এতে খরচ কিছুটা বেশি হলেও সুবিধা বেশি।
খরচ বিবরণ:
পাকিস্তানে থাকা-খাওয়া ও অভ্যন্তরীণ যাতায়াত খরচ বাংলাদেশের মতো বা তার চেয়ে কম হতে পারে। তবে মূল খরচ হবে বিমান ভাড়া। অনুমান করা খরচ:
• ভিসা: ফ্রি
• ঢাকা-লাহোর বিমান ভাড়া: ৫৫ হাজার থেকে ১ লাখ টাকা
• লাহোর-ইসলামাবাদ বাস ভাড়া: প্রায় ২/৩ হাজার টাকা
• ১৫-২০ দিন অবস্থানের জন্য আনুমানিক খরচ: ১৫-২৫ হাজার টাকা (হোটেল, খাবার, যাতায়াত ও ঘোরাঘুরি)
ভ্রমণস্থল:
নর্থ পাকিস্তানে পর্যটন স্থানের অভাব নেই। কয়েকটি আকর্ষণীয় স্থানের মধ্যে:
1. সোয়াত: কামরাট ভ্যালি, কালাম ভ্যালি, মহোদন্ড লেক
2. হুনজা: হুনজা ভ্যালি, আতাবাদ লেক, বালতিত ফোর্ট
3. স্কার্দু: সার্ফারাঙ্গা কোল্ড ডেজার্ট, কাচুরা লেক
4. আজাদ কাশ্মীর: মুজাফফরাবাদ সিটি, নীলাম ভ্যালী
★থাকা/হোটেল:
সব প্রধান পর্যটন অঞ্চলে আবাসিক হোটেল আছে, বিশেষ করে হুনজা এবং সোয়াতে হোটেলের পরিমাণ বেশি। স্কার্দুতে হোটেল কম। বড় হোটেলের লোকেশন অনলাইনেই পাওয়া যায়। আপনি চাইলে পোর্টেবল তাবু নিয়ে নিরিবিলি স্থানে থাকতে পারেন।
★অতিরিক্ত অভিজ্ঞতা:
• কারাকোরাম হাইওয়ে: পৃথিবীর সবচেয়ে সুন্দর সড়কগুলোর মধ্যে অন্যতম।
• বাবুসর পাস: বিশ্বের সবচেয়ে উঁচু সড়ক, যেখানে মেঘও আপনার নিচে দিয়ে বইবে।
সুইজারল্যান্ডের মতো জায়গা ঘোরার খরচের তুলনায় পাকিস্তান ট্যুর অনেক সস্তা।
ধন্যবাদ সবাইকে, আশাকরি এই নির্দেশনা আপনার ট্যুরকে আরো সহজ ও আনন্দময় করে তুলবে।

06/09/2024

পাসপোর্ট করলে কী কী সুবিধা পাবেন?
★★অনেকেই মনে করেন, "এখন তো বিদেশ যাবো না, পাসপোর্ট করে কী হবে?"

শুধুমাত্র বিদেশ যাবার প্রসেস হলেই পাসপোর্ট করবেন, এমন না।
একজন সচেতন নাগরিক হিসেবে আপনার পাসপোর্ট থাকাটা খুবই জরুরি। পাসপোর্ট থাকলে আপনি বিভিন্ন সুবিধা পাবেন, যেটা পাসপোর্ট ছাড়া সম্ভব না।

পাসপোর্ট থাকলে কী কী সুবিধা পাবেন? আসুন দেখে নিই:

১.ভিসা-ফ্রি দেশে যাবার সুবিধা:

★★বাংলাদেশী পাসপোর্ট দিয়ে প্রায় ৪০টি দেশে ভিসা-ফ্রি বা অন-এরাইভাল সুবিধা পাওয়া যায়। সেসব দেশে খুব সহজেই ভ্রমণ করতে পারবেন আপনার যদি একটা পাসপোর্ট থাকে।

★★অর্থাৎ, শুধুমাত্র লন্ডন-আমেরিকা যাবার জন্যই পাসপোর্ট না। ঐসব দেশ ছাড়াও অনেক দেশে পাসপোর্ট ছাড়া যাওয়া যায়।

২.ইমার্জেন্সি চিকিৎসা সুবিধা:

★★আপনার যদি হঠাৎ এমন কোনো অসুখ হয় যেটার চিকিৎসার জন্য বিদেশ যেতে হবে, সেক্ষেত্রে আপনার পাসপোর্ট থাকা আবশ্যক। সেই মুহূর্তে সময়ের অনেক মূল্য। ইমার্জেন্সি পাসপোর্ট করতে যতোদিন সময় লাগবে, এতোদিনে আপনার চিকিৎসা হবে না। এজন্য পাসপোর্ট থাকা দরকার।

৩.পাসপোর্ট হলো ইন্টারন্যাশনাল আইডেন্টিটি কার্ড:

★★আপনার ভোটার আইডি কার্ড বা যেটাকে ন্যাশনাল আইডি কার্ড বলা হয়, এটা দেশের মধ্যেই ব্যবহার করতে পারবেন। কিন্তু, বিদেশের কোনো কিছু করতে গেলে আপনার পাসপোর্ট লাগবে। এমনকি আপনি দেশে থেকে বিদেশে ব্যবসা করতে গেলে, অনেক কোম্পানিতে জব করতে গেলে আপনার পাসপোর্ট লাগতে পারে।

৪.স্কলারশিপের আবেদন, কনফারেন্সে যাবার সুযোগ:

★★বেশিরভাগ ভার্সিটিতে আবেদনের সময় পাসপোর্ট লাগে। শুধু তাই না, বিদেশী অনেক ভার্সিটিতে বিভিন্ন প্রোগ্রাম থাকে যেখানে ফ্রি-তে যাবার সুযোগ থাকে। অনেকসময় আপনি যে কলেজ-ভার্সিটিতে পড়েন, সেখানকার উদ্যোগেও ঐসব কনফারেন্সে যাবার সুযোগ মিলে।

এরকম শর্ট-নোটিশে যেতে চাইলে পাসপোর্ট থাকতে হয়।

অনেকেই আছে যাদের শুধুমাত্র পাসপোর্ট না থাকার কারণে অনেক কনফারেন্সে সুযোগ থাকা সত্ত্বেও তারা অংশগ্রহণ করতে পারেনি।

৫.পরীক্ষা দিতে পাসপোর্ট প্রয়োজন:

★★বাংলাদেশে থেকেও বিভিন্ন পরীক্ষা দিতে চাইলে পাসপোর্ট প্রয়োজন। যেমন: IELTS, GRE, GMAT, SAT, TOEFL ইত্যাদি।

৬. ডুয়েল কারেন্সী ডেবিট কার্ড:
দেশের বাহিরে অনলাইনে ই-কমার্স বা ইন্টারন্যাশনাল ট্রাঞ্জেকশন করতে অবশ্যই বাংলাদেশের ব্যাংকের কার্ড পাসপোর্ট দিয়ে ডলার এন্ডোর্স্মেন্ট করে নিতে হবে।
এক্ষেত্রেও পাসপোর্ট লাগবে।

যারা পাসপোর্ট করবেন তারা আগে সার্টিফিকেট,এনআইডি কার্ড, পিতা-মাতার এনআইডি কার্ডে আপনার নাম,পিতা/মাতার নাম যেনো একই থাকে লক্ষ্য রাখবেন যদি অমিল থাকে আগে সব কিছু ঠিক করবেন তারপর পাসপোর্ট করবেন অন্যথায় ভোগান্তিতে পড়বেন।
ধন্যবাদ।

06/09/2024

যারা নতুন ফ্লাই করবেন তাদের জন্য কিছু বেসিক তথ্য:

**ফ্লাইট ছাড়ার মিনিমাম তিন ঘন্টা আগে এয়ারপোর্ট পৌঁছাবেন।

** বাড়ি থেকে আপনার পাসপোর্ট, টিকিটসহ ভ্রমণের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস চেক করে নিন।

** যানজটের বিষয়টি মাথায় রেখে হাতে সময় নিয়ে যাত্রা করুন।

** ফ্লাইটের ৩ ঘন্টার সময় হাতে নিয়ে বিমানবন্দরে উপস্থিত হোন।

** চেক ইন কাউন্টার খুঁজে পেতে বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন।

** বিমানবন্দরের ভেতরে প্রবেশ করে আপনার নির্ধারিত এয়ারলাইনে চেক ইন সম্পন্ন করুন।

** ফ্লাইটের ১ ঘন্টা আগে এয়ারলাইনের বোর্ডিং কাউন্টার বন্ধ হয়ে যায়। এরপর আসলে আপনি আর চেক ইন করতে পারবেন না।

** চেক ইন করার সময় যে কয়টি লাগেজ জমা দিবেন, ততটি লাগেজ ট্যাগ বুঝে নিন।

** পাসপোর্ট, বোর্ডিং কার্ড, লাগেজ ট্যাগ বুঝে নিয়ে চেক ইন কাউন্টার ত্যাগ করুন।

** চেকইন সম্পন্ন করার পর অযথা ঘোরাফেরা না করে ইমিগ্রেশন সম্পন্ন করুন।

** ইমিগ্রেশন করা পর পুনরায় বিমানবন্দরের ভেতরে বিভিন্ন স্থানে থাকা নির্দেশনা মনিটরে নজর রাখুন। আপনার বোর্ডিং কার্ডে অথবা মনিটরে প্রদর্শিত গেট ব্যবহার করে উড়োজাহাজে উঠুন।

** আপনার বোর্ডিং কার্ডে লেখা নির্ধারিত সিটে বসুন। খালি থাকলেও অন্য সিটে বসবেন না।

**এয়ার হোস্ট এর দিক নির্দেশনা মেনে চলুন।

Address

Boixer Hat, Kotowali, Chattogram
Chittagong
353/1

Opening Hours

Monday 09:00 - 19:00
Tuesday 09:00 - 19:00
Wednesday 09:00 - 19:00
Thursday 09:00 - 19:00
Saturday 09:00 - 19:00
Sunday 09:00 - 19:00

Website

Alerts

Be the first to know and let us send you an email when Urme's Fly posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share