06/04/2024
কয়েক বছর আগেও প্রতি সপ্তাহেই বন্ধের দিনে আমরা ঘুরতে যেতাম। আর সাপ্তাহিক বন্ধের দিন ছাড়াও কোন একটা বন্ধের দিন পেলে তো আর কথাই ছিল না! আমরা ঘর ছেড়ে বেড়িয়ে পড়তাম ঘুরতে যাবার জন্য। অফলাইন ও অনলাইনে চেনা অচেনা সবাই কীভাবে যেন সেই সময়কার আমাদের ইকোট্যুরিজম ন্যাচার স্টাডি অ্যান্ড অ্যাডভেঞ্চার ক্লাব (EcoTourism Nature Study and Adventure Club), উই ট্রাভেল ইন্টারন্যাশনাল (We Travel International) গ্রুপের মাধ্যমে একটা টিম হয়ে ঘুরে আসা ছাড়াও নিজেদের আরও ছোট ছোট ক্লোজ গ্রুপের মাধ্যমে কত জায়গায় গিয়ে ঘুরে আসতাম!
দিনভর পাহাড় থেকে পাহাড়ে হাঁটা, ঝিরি পথ ধরে হাঁটা, ভরা বর্ষায় ঝরনা দেখা, শীতে কুয়াশার চাদরে ঘেরা মেঘের উপর থেকে পাহাড় দেখা, প্রকৃতিতে কোকিলের ডাক শুনতে শুনতে বসন্ত উপভোগ, সাগর ও নদীর তীরে হাঁটা, রাত জেগে পূর্ণিমা ও অমাবস্যা উপভোগ, তাঁবুতে প্রকৃতির মাঝে রাত কাটানো, হ্যামকে দোল খেতে খেতে প্রকৃতিতে রাতের নিস্তব্ধতা উপভোগ, নিজেরা আড্ডা ও আনন্দে রান্নাবান্না করে খাওয়া, ক্যাম্পিং, ট্রেকিং, হাইকিং, সাইকেল ও বাইক ট্যুর ইত্যাদি কোন কিছুরই কমতি ছিল না!
কিন্তু কাজের ব্যস্ততা ছাড়াও আরও বিভিন্ন কারণে আমাদের এখন আর আগের মত সেভাবে ঘোরাঘুরি করা হয় না।
তবে যখন আমরা সময় পাই এবং আমাদের ঘুরতে মন চায়, ঠিক তখনই আমরা ঘুরতে যাই। আর সেই উদ্দেশ্য নিয়েই আমাদের "মনের ইচ্ছায় ঘুরি - Moner Icchay Ghuri" গ্রুপ, যেটি কিছুটা বাণিজ্যিক উদ্দেশ্যে তৈরি করা হলেও পুরোপুরি বাণিজ্যিক ট্যুর গ্রুপের মত নয়। কারণ পুরোপুরি বাণিজ্যিক ট্যুর পরিচালনা করার মত মনমানসিকতা আমাদের আগেও ছিল না, এখনও নেই! তাই আপনার ঘুরতে মন চাইলে আমাদের "মনের ইচ্ছায় ঘুরি - Moner Icchay Ghuri" ট্যুর গ্রুপের সাথে ঘুরে আসতে পারেন।
ছবি কৃতজ্ঞতা: Rahul Olo
#মনের_ইচ্ছায়_ঘুরি