Tbm airways

Tbm airways International air ticket..
(1)

16/11/2023

16/11/2023
🔥একটি জরুরী ঘোষণা!!!
(সকল সাপ্লাইয়ারদের জন্য)
=========================
যাত্রীদের মেডিক্যাল করানোন জন্য স্লিপ উঠানোর পূর্বে অবশ্যই তার পাসপোর্ট মেডিক্যাল সার্ভারে চেক করবেন যে, পূর্বে আনফিট আছে কি না & পূর্বের রেফারেন্স পাসপোর্ট আনফিট আছে কিনা।(স্লিপ উঠানোর পরে কিন্তু আর চেক করা যায় না-এম্বাসী কিন্তু ঠিক-ই চেক করতে পারে এই পাসপোর্টের আন্ডারে কতবার মেডিক্যাল করানো হইছে & কি রিপোর্ট ছিলো)
যদি সেইম পাসপোর্ট / রেফারেন্স পাসপোর্ট পুর্বে আনফিট থাকে তাহলে মেডিক্যাল না করানোর জন্য অনুরোধ করা যাচ্ছে, বর্তমানে এম্বাসী এই সমস্ত প্রবলেমের জন্য সরাসরি লাইসেন্স " ব্লাকলিষ্ট" করে দিচ্ছে।
যদি কারো নিজস্ব গাফেলতির কারনে লাইসেন্সের কোন ক্ষতি হয় তাহলে সম্পূর্ণ দায়ভার তাকে-ই বহন করতে হবে।
সেক্ষেত্রে অফিস/এম্বাসী প্রতিনিধি কোনরুপ এর দায় বহন করিবে না।

13/11/2023-----ফ্লাইট ছাড়ার ৪ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে থাকার নির্দেশ.ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে হযরত ...
13/11/2023

13/11/2023-----
ফ্লাইট ছাড়ার ৪ ঘণ্টা আগে যাত্রীদের বিমানবন্দরে থাকার নির্দেশ.
ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত থাকার নির্দেশনা দিয়েছে কর্তৃপক্ষ। এটাসহ বহির্গমন যাত্রীদের জন্য পাঁচ ধাপের নির্দেশনা দেওয়া হয়।
শুক্রবার (১০ নভেম্বর) বিমানবন্দরের ওয়েবসাইটে গিয়ে দেখা যায়, বহির্গমন যাত্রীদের গেটে প্রবেশ, চেক-ইন কার্যক্রম বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ, ইমিগ্রেশন, প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন এবং বহির্গমন লাউঞ্জে অবস্থান নিয়ে নানা পরামর্শ দেওয়া হয়েছে। এগুলো হলো-
হ্যাভি লাগেজ বা প্রবেশ গেট
প্রথমে একজন যাত্রী তার ফ্লাইটের নির্ধারিত সময়ের চার ঘণ্টা আগে বিমানবন্দরের বহির্গমন ড্রাইভওয়েতে উপস্থিত হবেন। এরপর প্রবেশ গেটে রাখা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত গেট দিয়ে নিরাপত্তাকর্মীকে পাসপোর্টসহ আনুষঙ্গিক কাগজপত্র দেখিয়ে ভেতরে প্রবেশ করবেন। লাগেজ বহনের জন্য ড্রাইভওয়ের প্রতিটি প্রবেশ গেটে বিনামূল্যে ট্রলির ব্যবস্থা রয়েছে।
চেক-ইন বা লাগেজ বুকিং ও বোর্ডিং কার্ড সংগ্রহ
বিমানবন্দরের ভেতরে প্রবেশের পর, ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী ফ্লাইটের জন্য নির্ধারিত চেক-ইন কাউন্টারে উপস্থিত হবেন যাত্রীরা। এরপর এয়ারলাইন্স প্রতিনিধির কাছে পাসপোর্টসহ সব কাগজপত্র দেখিয়ে লাগেজ বুকিং দেবেন। একই সঙ্গে লাগেজ ট্যাগ ও বোর্ডিং কার্ড সংগ্রহ করবেন।
উল্লেখ্য, সৌদি আরবগামী যাত্রীদের ক্ষেত্রে যদি পুরাতন হন, অথবা ছুটিতে এসে থাকেন, তাহলে চেক-ইন করার আগেই বহির্গমন এলাকায় অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে ছুটির কাগজ সত্যায়িত করে নেবেন। আর নতুন যাত্রীর ক্ষেত্রে চেক-ইন করার পর, ইমিগ্রেশনের ভেতরে অবস্থিত প্রবাসী কল্যাণ ডেস্ক থেকে বিএমইটি কার্ড যাচাই করে বোর্ডিং কার্ডে সিল নিশ্চিত করে নেবেন। চেক-ইন করার সময় কোনো সমস্যা হলে বহির্গমন এলাকায় অবস্থিত হেল্প ডেস্কের মাধ্যমে বিনামূল্যে প্রয়োজনীয় তথ্য সেবা নেওয়া যাবে।
ইমিগ্রেশন
চেকিং কার্যক্রম শেষ হওয়ার পর যাত্রীরা পাসপোর্ট, বোর্ডিং কার্ড এবং আনুষঙ্গিক কাগজপত্র প্রদর্শন করে ইমিগ্রেশন শেষ করবেন। পাসপোর্টে সিল পড়েছে কি না তা নিশ্চিত হবেন।
বহির্গমন লাউঞ্জে অবস্থান
ইমিগ্রেশন শেষ হওয়ার পর প্রি-বোর্ডিং সিকিউরিটি শুরু হওয়ার দুই ঘণ্টা আগে বহির্গমন লাউঞ্জ এলাকায় অপেক্ষা করবেন যাত্রীরা। এরমধ্যে কারো যদি বিদেশি মুদ্রা এক্সচেঞ্জ করার প্রয়োজন হয়, তাহলে বহির্গমন লাউঞ্জে অবস্থিত মুদ্রা বুথ থেকে এক্সচেঞ্জ করতে পারবেন। এছাড়া শিশুদের মাতৃদুগ্ধ পান করানোর জন্য ইমিগ্রেশন-১ এর পাশে বেবি কেয়ার, বই পড়ার জন্য একটি বঙ্গবন্ধু কর্নার, শুল্কমুক্ত দোকান এবং দুপুর ও রাতের খাবার, অথবা নাস্তা করার জন্য রেস্তোরাঁ এবং প্রয়োজনীয় ফুড কর্নার রয়েছে।
প্রি-বোর্ডিং সিকিউরিটি সম্পন্ন
বহির্গমন লাউঞ্জে অবস্থানরত যাত্রীরা ডিসপ্লে বোর্ডের নির্দেশনা অনুযায়ী, ফ্লাইট ছাড়ার দুই বা এক ঘণ্টা আগে তাদের নির্ধারিত বোর্ডিং গেটে উপস্থিত হবেন। নিরাপত্তা তল্লাশি এবং স্ক্রিনিং নিশ্চিত করার জন্য কোট, ব্লেজার, জ্যাকেট, বেল্ট, জুতা, হাতঘড়ি, মোবাইল, ল্যাপটপ, আইপ্যাড, ট্যাব, চার্জার, পাওয়ার ব্যাংক, খেলনা বন্দুক, চাবি, কয়েন, ইলেক্ট্রনিক সামগ্রী ইত্যাদি ট্রের মধ্যে রাখতে হবে। তল্লাশি ও স্ক্রিনিং শেষ করার পর, প্লেনে উঠার জন্য হোল্ডিং লাউঞ্জে অপেক্ষা করবেন যাত্রীরা। এরপর নির্ধারিত সময়ে সংশ্লিষ্ট এয়ারলাইন্স প্রতিনিধি যাত্রীদের প্লেনে উঠতে সহায়তা করবেন।

07/11/2023

07-11-2023
জরুরী বিজ্ঞপ্তি
================
যে সমস্ত প্যাসেঞ্জার প্রবাসে যাওয়ার জন্য সরকারি মেডিকেল করে আনফিট হয়েছেন , ওই সমস্ত ভাইদের উদ্দেশ্য করে বলছি, পরবর্তী পাসপোর্ট করে দ্বিতীয়বার মেডিকেল করে অনলাইনে ফিট আছে , ওই সমস্ত পাসপোর্ট জমা দিবেন না , এতে করে আমাদের লাইসেন্স ব্লক হয়ে যাচ্ছে , দয়া করে নির্দেশনা মেনে চলুন , আপনাদের সহযোগিতা কামনা করছি ,,,

01-11-023
01/11/2023

01-11-023

28/10/2023

28/10/2023-
আগামীকাল ২৯ অক্টোবর সারাদেশে হরতাল।
*তাই, যাদের ২৯ অক্টোবরের ফ্লাইট আছে তারা সকল ডকুমেন্টস নিয়ে আগে থেকেই এয়ারপোর্টে হাজির থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হচ্ছে।*
সূত্র:- দ্য ডেইলি স্টার, ইত্তেফাক, সময়কাল, যুগান্তর ইত্যাদি নিউজ।

TBM TRAVEL & TOURS - স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।TBM Travel & T...
17/10/2023

TBM TRAVEL & TOURS - স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।TBM Travel & Tours

✨কম খরচে উমরাহ ভিসা ও উমরাহ্‌ প্যাকেজ করার কথা ভাবছেন? আমরাই দিচ্ছি দেশের একমাত্র সেরা রেট!!!!!
✨আমরা বিশ্বস্ততার সাথে ম্যা*ন'পাওয়ার, রিক্রু;টমেন্ট, ভি'সা প্রসেসিং, টিকেটিং ও ইমি'গ্রেশন সার্ভিস প্রদান করে থাকি।

🇸🇦 সৌদি আরব এবং অন্যান্য দেশের যে সকল ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার এর কাজ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে করা হয় ✈️

🇸🇦 সৌদি আরবের ভিসা প্রসেসিং🇸🇦
✅ ফ্যামেলি ভিজিট ভিসা
✅ জিয়ারাহ ভিসা
✅ কোম্পানি ভিসা
✅ আমেল আদি ভিসা
✅ মাজরা ভিসা
✅ আমেল মঞ্জিল ভিসা
✅ তাববাত মঞ্জিল ভিসা
✅ হাউজ ড্রাইভার ভিসা
✅ বিজনেস ভিজিট ভিসা
✈️আমাদের সেবা সমূহ ✈️
-----------------------------------------
✅ বিশ্বের সকল দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের টিকেট ।
✅ সকল দেশের বিমানের টিকেটের তারিখ পরিবর্তন।
✅ বিদেশ থেকে ছুটিতে আসা যাএীদের টিকেট কনফার্ম ও রি- কনফার্ম ।
✅ সৌদি আরবের আমেল আইডি, আমেল মনজিল ও জিয়ারা ভিসা প্রসেসিং ।
✅ ওমরা প্যাকেজ ভিসা প্রসেসিং ।
✅ ওমান, কাতার,ডুবাই মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ সকল দেশের ম্যানপাওয়ার প্রসেসিং ।
✅ সকল ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার সম্পন্ন প্রসেসিং ।

👉টিকেট নিয়ে নো টেনশন !!!!
TBM TRAVEL & TOURS এ পাবেন কম টাকায় বিমান টিকেট । সাশ্রয়ী মূল্যে ঢাকা থেকে শারজাহ,আবুধাবি,দুবাই,রিয়াদ ,দাম্মাম,জেদ্দা,মাস্কাট, কাতার,কুয়েত ও বাহরাইনের টিকেট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

➖ মোবাইল & WhatsApp
নাম্বারঃ +8801832710088
+8801310700986

সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন

হেড অফিস :- ৪৪ নয়য়া পল্টন ( ২য় তলা ) নয়য়া পল্টন থানার অপজিট ( ঢাকা ১০০০ ) ।

ব্রাঞ্চ অফিস :- চান্দিনা বাজার এনসিসি ব্যাংক অপজিট , চান্দিনা , কুমিল্লা ।

ব্রাঞ্চ অফিস :- দোল্লাই নবাবপুর বাজার ব্যাংক এশিয়া সংলগ্ন চান্দিনা , কুমিল্লা

©️বিস্তারিত জানতে চাইলে কল করুন/জরুরি প্রয়োজনে Voice Record দিয়ে রাখুন +8801832710088 (WhatsApp)

Tbm airways=> স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। => কম খরছে বিমানের ✈...
11/10/2023

Tbm airways
=> স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
=> কম খরছে বিমানের ✈️ টিকিট খুজছেন ? আমরাই দিচ্ছি দেশের একমাত্র সেরা রেট!

সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন :-
হেড অফিস :- ৪৪ নয়য়া পল্টন ( ২য় তলা ) নয়য়া পল্টন থানার অপজিট ( ঢাকা ১০০০ ) ।
ব্রাঞ্চ অফিস :- চান্দিনা বাজার এনসিসি ব্যাংক অপজিট , চান্দিনা , কুমিল্লা।
ব্রাঞ্চ অফিস :- দোল্লাই নবাবপুর বাজার ব্যাংক এশিয়া সংলগ্ন চান্দিনা , কুমিল্লা।

©️বিস্তারিত জানতে চাইলে কল করুন/জরুরি প্রয়োজনে Voice Record দিয়ে রাখুন 01832-710088 (WhatsApp)

wa.me/+8801832710088
wa.me/+8801862401111
wa.me/+8801310700986
wa.me/+8801833338156

📩E-mail: [email protected]

* তাশির ফিঙ্গার খরচ এখন ১৮২২ টাকা করা হয়েছে। পূর্বের ৬৫০ টাকার ঘোষণা বাতিল। তাই সকল যাত্রীসাধারনের জন্য প্রস্তুতি নিয়ে য...
10/10/2023

* তাশির ফিঙ্গার খরচ এখন ১৮২২ টাকা করা হয়েছে। পূর্বের ৬৫০ টাকার ঘোষণা বাতিল। তাই সকল যাত্রীসাধারনের জন্য প্রস্তুতি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ করা হলো !

জরুরী বিজ্ঞপ্তি
10/10/2023

জরুরী বিজ্ঞপ্তি

05/10/2023

সৌদি আরবের ভিসা স্টাম্পিং করার পূর্বে মোফাকপি নিয়ে ঢাকাস্থ নতুন বাজার জামাল টাওয়ার সৌদি দূতাবাসের অনুমোদিত সেন্টারে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য বলা হয়েছে।

04/10/2023
05/10/2023

04/10/2023

03/10/2023

03-10-2023
সৌদি আরবের রাজকীয় দূতাবাসের
জরুরী বিজ্ঞপ্তি
=============================
ঢাকায় অবস্থিত সৌদি আরবের রাজকীয় দূতাবাসের সকল অনুমোদিত অফিসের জন্য বিজ্ঞপ্তি
সৌদি আরবে কর্মসংস্থানের জন্য সকল ভিসার জন্য বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করা হবে, শুরু হবে আগামী ৮ই অক্টোবর, ২০২৩ থেকে। যেকোনো পাসপোর্ট যা বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট ছাড়া হবে তা গ্রহণ করা হবে না।
কর্মসংস্থান ভিসা পেতে আগ্রহী ব্যক্তিদের অবশ্যই যমুনা ফিউচার পার্কে অবস্থিত সৌদি ভিসা সলিউশনস অ্যান্ড ট্রাভেল (তাশির) সেন্টারে বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্টের জন্য যেতে হবে। বায়োমেট্রিক ফিঙ্গারপ্রিন্ট করা হলে পাসপোর্টটি গ্রহণ করা হবে। এরপর, অনুমোদিত অফিসের মাধ্যমে পাসপোর্টটি দূতাবাসের কনস্যুলার বিভাগে জমা দিতে হবে। অনুমোদিত অফিসের জন্য নির্ধারিত দিনে ভিসার জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে।
বিষয়টি মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

আন্তরিক শুভেচ্ছান্তে,
কনস্যুলার বিভাগ

25/09/2023

26/09/2023
সকলের দৃষ্টি আকর্ষণ করছি
=========================
সৌদি এম্বাসির বিশেষ আপডেট
=========================
যাত্রীদের মেডিক্যাল করানোর সময় অবশ্যই খেয়াল করবেন পাসপোর্টের মেয়েদ ১.৫ বসর আছে কিনা।
১.৫ বসরের কম পাসপোর্টের মেয়াদ থাকলে সেই পাসপোর্ট মেডিক্যাল করাবেন না, ইতিপূর্বে ৭মাস মেয়াদ থাকলেও ভিসা লাগানো যেতো, বর্তমানে এম্বাসীর নুতন নোটিশ অনুযায়ী ১ বছরের ১দিনও কম মেয়াদ থাকলে ভিসা দিবে না।
এবং ১ বছরের কম মেয়াদী পাসপোর্ট এম্বাসিতে জমা দিলে আইডি/পাসওয়ার্ড লক/বন্ধ করে দেয়/দিচ্ছে।।।

ধন্যবাদ

TBM TRAVEL & TOURS - স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।✨কম খরচে উমরাহ...
22/09/2023

TBM TRAVEL & TOURS - স্বল্প বাজেটে সর্বোচ্চ সুবিধায়, নিরাপদ ও আনন্দময় ভ্রমণের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান।
✨কম খরচে উমরাহ ভিসা ও উমরাহ্‌ প্যাকেজ করার কথা ভাবছেন? আমরাই দিচ্ছি দেশের একমাত্র সেরা রেট!!!!!
✨আমরা বিশ্বস্ততার সাথে ম্যা*ন'পাওয়ার, রিক্রু;টমেন্ট, ভি'সা প্রসেসিং, টিকেটিং ও ইমি'গ্রেশন সার্ভিস প্রদান করে থাকি।

🇸🇦 সৌদি আরব এবং অন্যান্য দেশের যে সকল ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার এর কাজ দ্রুত ও সাশ্রয়ী মূল্যে করা হয় ✈️
🇸🇦 সৌদি আরবের ভিসা প্রসেসিং🇸🇦
✅ ফ্যামেলি ভিজিট ভিসা
✅ জিয়ারাহ ভিসা
✅ কোম্পানি ভিসা
✅ আমেল আদি ভিসা
✅ মাজরা ভিসা
✅ আমেল মঞ্জিল ভিসা
✅ তাববাত মঞ্জিল ভিসা
✅ হাউজ ড্রাইভার ভিসা
✅ বিজনেস ভিজিট ভিসা

✈️আমাদের সেবা সমূহ ✈️
-----------------------------------------
✅ বিশ্বের সকল দেশের আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ বিমানের টিকেট ।
✅ সকল দেশের বিমানের টিকেটের তারিখ পরিবর্তন।
✅ বিদেশ থেকে ছুটিতে আসা যাএীদের টিকেট কনফার্ম ও রি- কনফার্ম ।
✅ সৌদি আরবের আমেল আইডি, আমেল মনজিল ও জিয়ারা ভিসা প্রসেসিং ।
✅ ওমরা প্যাকেজ ভিসা প্রসেসিং ।
✅ ওমান, কাতার,ডুবাই মালয়েশিয়া ও সিঙ্গাপুর সহ সকল দেশের ম্যানপাওয়ার প্রসেসিং ।
✅ সকল ভিসা প্রসেসিং ও ম্যানপাওয়ার সম্পন্ন প্রসেসিং ।

👉টিকেট নিয়ে নো টেনশন !!!!
TBM TRAVEL & TOURS এ পাবেন কম টাকায় বিমান টিকেট । সাশ্রয়ী মূল্যে ঢাকা থেকে শারজাহ,আবুধাবি,দুবাই,রিয়াদ ,দাম্মাম,জেদ্দা,মাস্কাট, কাতার,কুয়েত ও বাহরাইনের টিকেট পেতে আমাদের সাথে যোগাযোগ করুন

➖ মোবাইল & WhatsApp
নাম্বারঃ +8801832710088
+8801310700986

সরাসরি আমাদের অফিসে ভিজিট করতে পারেন
////////////////////////////////////////
হেড অফিস :- ৪৪ নয়য়া পল্টন ( ২য় তলা ) নয়য়া পল্টন থানার অপজিট ( ঢাকা ১০০০ ) ।
/////////////////////////////////////
ব্রাঞ্চ অফিস :- চান্দিনা বাজার এনসিসি ব্যাংক অপজিট , চান্দিনা , কুমিল্লা ।
///////////////////////////////////////
ব্রাঞ্চ অফিস :- দোল্লাই নবাবপুর বাজার ব্যাংক এশিয়া সংলগ্ন চান্দিনা , কুমিল্লা
""""'''''""""""'''""""''''''''''''""'''''""""""""""""""""'''''
©️বিস্তারিত জানতে চাইলে কল করুন/জরুরি প্রয়োজনে Voice Record দিয়ে রাখুন +8801832710088 (WhatsApp)
















১১টি দেশের জন্য ভিসামুক্ত পর্যটন সুবিধা দেবে রাশিয়া===================১১টি দেশের জন্য ভিসামুক্ত পর্যটন সুবিধা দেয়ার পরিক...
14/09/2023

১১টি দেশের জন্য ভিসামুক্ত পর্যটন সুবিধা দেবে রাশিয়া
===================
১১টি দেশের জন্য ভিসামুক্ত পর্যটন সুবিধা দেয়ার পরিকল্পনা হাতে নিয়েছে রাশিয়া।

সম্প্রতি ইস্টার্ন ইকোনমিক ফোরামের সাইডলাইন বৈঠকে এমনটাই জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী আন্দ্রে রুদেনকো। তিনি জানান, কয়েকটি এশীয় দেশের জন্য ভিসাসংক্রান্ত জটিলতা দূর করার জন্য কাজ করে যাচ্ছে রাশিয়া।দেশগুলো হলো মালয়েশিয়া, বাহরাইন, ওমান, সৌদি আরব, বাহামা, বার্বাডোজ, হাইতি, জাম্বিয়া, কুয়েত, মেক্সিকো এবং ত্রিনিদাদ ও টোবাগো।রাশিয়ার অর্থনৈতিক উন্নয়নমন্ত্রী ম্যাক্সিম রেশেতনিকভ বলেছেন, ‘‌আমরা পরিবহন ও পর্যটনকে ভিসা ফ্রি করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি। মধ্যপ্রাচ্য ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ করতে হয়। বিশেষ করে কুয়েত, ওমান, বাহরাইন, সৌদি আরব ও মালয়েশিয়ার জন্য ভিসামুক্ত পর্যটনের সুযোগ নিয়ে ভাবা হচ্ছে। আমাদের প্রিমিয়াম শ্রেণীর পর্যটক সাধারণত এ দেশগুলো থেকেই আসে।’

জেট ফুয়েলের দাম বাড়লো লিটার প্রতি ১২ টাকা=================ঢাকা : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অভ্যন্তরীণ ও আ...
14/09/2023

জেট ফুয়েলের দাম বাড়লো লিটার প্রতি ১২ টাকা
=================
ঢাকা : বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক গন্তব্যের জেট ফুয়েলের দাম বৃদ্ধি করেছে। অভ্যন্তরীণ গন্তব্যের জন্য লিটার প্রতি ১২ টাকা বাড়ানো হয়েছে। আর আন্তর্জাতিক গন্তব্যের জন্য ০.১১ ডলার বাড়ানো হয়েছে।

এতে চলতি মাসে অভ্যন্তরীণ গন্তব্যের জন্য লিটার প্রতি জেট ফুয়েলের দাম পড়বে ১১৮ টাকা, যা আগস্ট মাসে ছিলো ১০৬ টাকা। রবিবার এই দাম বৃদ্ধি করা হয়।আন্তর্জাতিক গন্তব্যের জন্য ভারতের জেট ফুয়েলের বাজারের গড়ম্যূল্যের ভিত্তিতে বাংলাদেশে দাম নির্ধারণ করা হয়। আগস্টে আন্তর্জাতিক গন্তব্যের জন্য দাম ছিলো ০.৮০ ডলার এখন তা ০.১১ ডলার বেড়ে হয়েছে ০.৯১ ডলার।বিপিসি বলছে, ভারতে যে দাম রাখা হয় বাংলাদেশে তার তুলনায় কম দাম রাখা হয়।

বিপিসির একটি সূত্র বলেন, প্রতি ২ মাস পর পর জেট ফুয়েলের দাম সমন্বয় করা হয়। এটা করার জন্য বিপিসি একটি কমিটি রয়েছে। দাম সমন্বয়ের জন্য আন্তর্জাতিক বাজার দর এবং ভারতের বাজার দরের উপর ভিত্তি করে নির্ধারন করা হয়। তাদের চেয়ে অন্তত ১ টাকা হলেও কম দর নির্ধারন করা হয়।

এভিয়েশন সংশ্লিস্টরা বলছেন, জেট ফুয়েলের দাম বেড়ে যাওয়ায় টিকেটের দামও বাড়বে যা যাত্রীর পকেট থেকেই নেয়া হবে।

13/09/2023

Dhaka to Jeddah
Saudi airlines
16 September
61000K 01832-710088 [email protected]

12/09/2023

Dhaka to Muscat 14-15 September Salam air 37000 Tk 01832710088 [email protected]

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম - দিতে হবে নির্ধারিত ফি==================এখন থেকে ইচ্ছে করলেই যে কেউ নিজের ইচ্ছেমতো সময়ে প...
11/09/2023

সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম - দিতে হবে নির্ধারিত ফি
==================
এখন থেকে ইচ্ছে করলেই যে কেউ নিজের ইচ্ছেমতো সময়ে প্রবাল দ্বীপ সেন্টমার্টিন যেতে পারবেন না। এজন্য সরকারের নির্দেশিত কিছু নিয়ম অনুসরণ করতে হবে। দিতে হবে নির্ধারিত ফি। তবেই ভ্রমণ করা যাবে সেন্টমার্টিন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এমনটিই জানানো হয়েছে।

প্রতি বছর নভেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত হচ্ছে পর্যটন মৌসুম। এ সময় সেন্টমার্টিন দ্বীপে পর্যটকদের যাতায়াত শুরু হয়। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নতুন প্রজ্ঞাপন অনুযায়ী এখন থেকে সেন্টমার্টিন যেতে লাগবে অনলাইন রেজিস্ট্রেশন।প্রজ্ঞাপনে বলা হয়েছে, পর্যটকদের সেন্টমার্টিন দ্বীপ ভ্রমণ করতে হলে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। এ ছাড়া দ্বীপে যাওয়ার জন্য নির্দিষ্ট পরিমাণ ফিও দিতে হবে পর্যটকদের। এমনকি দ্বীপে দিনপ্রতি সঠিক ধারণক্ষমতা অনুযায়ী পর্যটক নিশ্চিত করবে কর্তৃপক্ষ।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের বিষয়গুলো বাস্তবায়ন করার মূল দায়িত্ব দেয়া হয়েছে বেসামরিক বিমান চলাচল ও পর্যটন মন্ত্রণালয়কে। এ ছাড়া তাদের সহযোগিতা করবে কক্সবাজার জেলা প্রশাসন। তবে পর্যটকের সংখ্যা নিশ্চিত করার ক্ষেত্রে সহযোগিতা করবে পরিবেশ অধিদফতর, বাংলাদেশ কোস্টগার্ড, ট্যুরিস্ট পুলিশ ও টেকনাফ উপজেলা প্রশাসন।বাংলাদেশের মূল ভূখণ্ডের সর্বদক্ষিণে অবস্থিত দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্টমার্টিন। কক্সবাজার জেলা শহর থেকে এর দূরত্ব ১২০ কিলোমিটার। ১৭ বর্গকিলোমিটারের ক্ষুদ্র দ্বীপকে স্থানীয়রা বলে নারিকেল জিঞ্জিরা। দ্বীপটি একটু একটু করে তার সৌন্দর্য হারাচ্ছে। তাই দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্য রক্ষার্থে এমন প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিনিয়োগকারীদের ভিসা-ওয়ার্কপারমিটে ভোগান্তি হবে না, আশ্বাস বিডার===================ঢাকা : বাংলাদেশে আসা বিনিয়োগকারীদের অন...
11/09/2023

বিনিয়োগকারীদের ভিসা-ওয়ার্কপারমিটে ভোগান্তি হবে না, আশ্বাস বিডার
===================
ঢাকা : বাংলাদেশে আসা বিনিয়োগকারীদের অনেক সময় ভিসা জটিলতায় পড়তে হয়। একইসঙ্গে ওয়ার্কপারমিট পেতেও নানা সমস্যা হয়। এসব ভোগান্তি কমাতে বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)।

তাছাড়া কারখানা স্থাপন বা পণ্য উৎপাদনে গ্যাস, এলসি, এনবিআর বা অন্য কোনো সংস্থার সহযোগিতার প্রয়োজন পড়লে তাও নিরসনে কাজ করবে বিডা।শনিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর পূর্বাচলের বঙ্গবন্ধু বাংলাদেশ-চীন মৈত্রী এক্সিবিশন সেন্টারে বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) আয়োজনে এক সেমিনারে এসব কথা বলেন বিডার নির্বাহী সদস্য ও অতিরিক্ত সচিব অভিজিৎ চৌধুরী।

এর আগে শুক্রবার (৮ সেপ্টেম্বর) তিন দিনব্যাপী দ্য বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভ ইন বাংলাদেশ এক্সিবিশন-২০২৩ এর উদ্বোধন করা হয়।

শনিবার এ প্রদর্শনীর দ্বিতীয় দিন চলছে। প্রদর্শনী চলাকালে বিসিসিসিআই ও চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন ইন বাংলাদেশ (সিইএবি) যৌথভাবে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে একাধিক সেমিনার, দুই দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের চাকরির মেলা ও ব্যবসায়ী সভা অনুষ্ঠিত হচ্ছে। প্রদর্শনীতে ৬০টির বেশি স্টলে বিভিন্ন চীনা ও দেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

বিডার নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী বলেন, আমরা চাই না বিনিয়োগকারীরা কোনো ধরনের সমস্যায় পড়ুক। এটা যেকোনো দেশ বা দেশীয় উদ্যোক্তারা হতে পারেন। সবার জন্য আমাদের সহযোগিতা থাকবে। আজ আমরা জানতে পেরেছি, আকিজ গ্রুপের এক প্রতিষ্ঠান দীর্ঘসময় ধরে কারখানায় গ্যাস পাচ্ছে না। প্রতিষ্ঠানটিকে আগামীকালের মধ্যে বিডা অফিসে আবেদন করতে বলেছি। আমরা কাল থেকেই তাদের সমস্যা সমাধানে কাজ করব। যেকোনো বিনিয়োগকারীর সমস্যাই আমরা গুরুত্বের সঙ্গে দেখি।

চীনা এক বিনিয়োগকারী অভিযোগ করে বলেন, ভিসা ও ওয়ার্কপারমিট পেতে ভোগান্তিতে পড়তে হয়। এ বিষয়ে বিডার নির্বাহী সদস্য বলেন, এখন সব কিছু অনলাইনের মাধ্যমে আপনি করতে পারবেন। কোনো তৃতীয় পক্ষের কাছে আপনার ভিসা বা ওয়ার্ক পারমিটের কাজ করাবেন না। এতে সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা থাকে। আপনারা নিজেই অনলাইনে সব করতে পারবেন। এরপরও কোনো ধরনের সহযোগিতার জন্য আমাদের বলা হলে সব সময় আপনাদের সঙ্গে আছি।

চায়না এক্সপোর্টার্স অব বাংলাদেশের সভাপতি কে চ্যাং লিয়াং বলেন, গত কয়েক দশক ধরে চীনের বিভিন্ন প্রতিষ্ঠান এ দেশের স্বপ্ন পূরণে কাজ করছে। ৬৭০টি চীনা কোম্পানি বাংলাদেশে তাদের কার্যক্রম পরিচালনা করছে। প্রায় ১৫টি চীনা কোম্পানির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক হেডকোয়াটার্স এখানে রয়েছে। এসব কোম্পানি সুনামের সঙ্গে কাজ করছে। তারা বাংলাদেশ ও চীনের অর্থনৈতিক ও উন্নয়ন সহযোগিতার প্রধান চালিকাশক্তি।

বাংলাদেশ-চায়না চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের (বিসিসিসিআই) সভাপতি গাজী গোলাম মর্তুজা বলেন, আমাদের দেশে রাজনৈতিক স্থিতিশীলতা রয়েছে। বিনিয়োগের দারুণ পরিবেশ রয়েছে। আপনারা এখানে (বাংলাদেশে) বিনিয়োগ করুন। আমাদের জমি আছে, জমির সমস্যা নেই, আপনার বিনিয়োগ করতে আসুন, সব ধরনের সহযোগিতা পাবেন।

বিসিসিসিআই সাধারণ সম্পাদক আল মামুন মৃধা বলেন, করোনাকালে প্রায় তিন বছর চীনের সঙ্গে আমাদের ব্যবসায় কিছুটা বিঘ্ন ঘটেছে, বিনিয়োগ ব্যাহত হয়। চলতি বছর থেকে আবারও চীনের বিনিয়োগ বাড়তে শুরু করেছে। আমাদের রিজার্ভ সংকটকালে চীনের বিনিয়োগ ভালো সহযোগী হিসেবে কাজ করবে। দেশের মধ্যে চট্টগ্রামের আনোয়ারায় একটি স্পেশাল চীনা ইকোনমিক জোন হচ্ছে। চীনের বড় বড় প্রকল্পে বিনিয়োগের ফলে আমরা টেকনোলজির বিষয়েও অভিজ্ঞতা লাভ করছি। আগামীতে চীনে আমাদের বাণিজ্য নিয়ে সেমিনার করার ইচ্ছা আছে।অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন চীনা দূতাবাসের কাউন্সিলর সং ইয়ং, এনবিআরের প্রথম সচিব (শুল্ক মূল্যায়ন ও পুরস্কার) খন্দকার নাজমুল হক, এনবিআর প্রথম সচিব (শুল্ক ও ভ্যাট প্রশাসন) মনিরুজ্জামান, বিডার ডিরেক্টর জেনারেল শাহ মোহাম্মদ মাহবুব বেপজার নির্বাহী পরিচালক তানভির হোসেন, বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উড়োজাহাজে সেলফোন এয়ারপ্লেন মোডে রাখার কারণ ===================আকাশপথে বা উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে সেলফোন এয়ারপ্লেন মোড...
11/09/2023

উড়োজাহাজে সেলফোন এয়ারপ্লেন মোডে রাখার কারণ
===================
আকাশপথে বা উড়োজাহাজে ভ্রমণের ক্ষেত্রে সেলফোন এয়ারপ্লেন মোডে রাখার নির্দেশনা দেয়া হয়। যাত্রা শুরুর আগেই মূলত বিষয়টি জানানো হয়। শুধু সেলফোন নয়, সব ধরনের ডিভাইস ব্যবহার বন্ধ রাখতে হয়। অনেকেই তা করেন না। ভাবেন সবার ফোন এয়ারপ্লেন মোডে আছে আমারটা না থাকলে কী সমস্যা। না করলেও কেউ তো জানতে পারবে না। তবে এটি একটি গুরুত্বপূর্ণ বিষয়। খবর ইটিটেলিকম।

যাত্রীর সঙ্গে থাকা স্মার্টফোনকে যদি ফ্লাইট মোডে রাখা না হয় তাহলে উড়োজাহাজের নেভিগেশনে সমস্যা হতে পারে, যা ফ্লাইটে খারাপ প্রভাব ফেলতে পারে। এ নেভিগেশনের কাজ হলো পথ দেখানো। যদি নেভিগেশনে সমস্যা দেখা দেয়, তবে এটি তার পথ থেকে বিচ্যুত হয়ে যাবে। ফলে রাস্তা হারিয়ে ফেলার আশঙ্কা থাকে।সেলফোন থেকে আসা সিগন্যাল উড়োজাহাজের ইলেকট্রনিক সিস্টেমকে খারাপ করে দিতে পারে। এতে উড্ডয়নরত অবস্থায় উড়োজাহাজের নিয়ন্ত্রণে সমস্যা হতে পারে এবং দুর্ঘটনা ঘটতে পারে। তাই যাত্রার আগে বা বন্দর থেকে উড্ডয়নের আগে সবাইকে সেলফোন সুইচ অফ করতে বা এয়ারপ্লেন মোড চালুর নির্দেশনা দেয়া হয়। সুতরাং উড়োজাহাজে ভ্রমণের সময় এয়ারপ্লেন মোড চালু করা বা নিয়ম মানা উচিত।

সমুদ্রের তলদেশে ৯৪২ ফিট নরওয়ে  ==================সমুদ্র তলদেশ থেকে ৯৪২ ফিট নিচ দিয়ে গিয়েছে টানেলটি। সমুদ্রের ৯৪২ ফিট নিচ...
11/09/2023

সমুদ্রের তলদেশে ৯৪২ ফিট নরওয়ে
==================
সমুদ্র তলদেশ থেকে ৯৪২ ফিট নিচ দিয়ে গিয়েছে টানেলটি। সমুদ্রের ৯৪২ ফিট নিচে যাওয়া লোভনীয় ব্যাপার। টানেলটি লম্বায় প্রায় ২৫ হাজার ৫০০ ফিট। এত র্দীঘ টানেলর ভেতর দিয়ে গিয়েছি বলে মনে পড়ে না। টানেল দেখার দিনক্ষণ ঠিক হল। জায়েদ ও মুকসেদা আমাদের সঙ্গে যাবেন। নরওয়ের মূলভুখণ্ড ও হ্যারিডল্যান্ড দ্বীপের মধ্যে সংযোগ স্থাপনে ৮৪৩ মিলিয়ন নরওয়েজিয়ন মুদ্রা ব্যয়ে ২০০৮ সালে টানেলটি নির্মাণ করা হয়। দৈনিক এই টানেল দিয়ে প্রায় তিন হাজার ভেহিক্যাল যাতায়াত করে।

জায়েদ জানালেন আমারা যাবো ইউরোপালান্ড নামক জায়গায়।

সেটি আর এক প্রদেশ। যাওয়া আসার সময় লাগবে বলে পুরো দিনটাই হাতে রাখা হল। আমাদের যেতে হবে স্টাভাঙ্গার থেকে। স্টেশান সংলগ্ন বাস স্টেশান থেকে বাস যায়। সান্ডন্যাস নামক স্থানে আমরা যে হোটেলে ছিলাম সেখান থেকে স্টাভাঙ্গারের দূরত্ব মাত্র ১৬ কিলোমিটার, ট্রেনে যেতে সময় নেয় ১৬ মিনিট। বাস দিয়েও যাওয়া যায়, যেতে একটু সময় নেয় তবে হোটেল বাসস্ট্যান্ড থেকে বাস একেবারে জায়েদদের বিশ্ববিদ্যালয় হোস্টেলের দোর গোড়ায় নামিয়ে দেয়। উন্নত আধুনিক হোস্টেল ওদের, মোটামোটি সব ধরনের সুযোগ-সুবিধা রয়েছে। ঠিক হল আমরা ট্রেনে যাবো কারণ ট্রেন পথটি গিয়েছে সমুদ্রের ধার দিয়ে। সবাই দেখা করবো স্টাভাঙ্গার স্টেশানে।

র্নিধারিত দিনে আমরা রেল পথে স্টাভাঙ্গার স্টেশানে চলে এলাম।জায়েদ ও মুকসেদার সঙ্গে দেখা হল। জায়েদ ইউরোপাল্যান্ডে যাবার টিকেট নিয়ে এলেন। আমরা বাসে উঠে বসলাম। বাস গুলো টুরিস্ট বাসের মত বিলাস বহুল। জায়েদ মুকসেদা আগেও গিয়েছেন আর আমাদের প্রথম বলেই উত্তেজনা ও আগ্রহ বেশি। বাস এপথ ওপথ পেরিয়ে টানেলে প্রবেশ করে। দীর্ঘ পথ। টানেলের ভেতর মাঝে মাঝেই যানবাহন পার্কারিং এর জায়গা। কোন যান নষ্ট হলে বা গোলযোগ দেখা দিলে পাকিংয়ে অপেক্ষা করার সুযোগ ও পাশের বুথ থেকে টেলিফোন করার ব্যবস্থা রয়েছে। আমরা যে ধীরে ধীরে সমুদ্রের তলদেশে চলে যাচ্ছি বাসে বসে বোঝা যায় না। তবে বাতাসের চাপ হেতু চট করে চোখ লেগে আসে। এটাই বিপদ। চোখ লেগে যাবার মূর্হূতে ঘটনা ঘটে যেতে পারে। এপথের ড্রইভাররা হয়তো আরো দক্ষ ও অভ্যস্ত।টানেলটি আলোয় আলোয় আচ্ছাদিত।

একটি স্থানে কিছুটা পথ নীল আলোয় উদ্ভাসিত। মনে হয় এই স্থানটিই সাগরতলের গভীরতম পয়েন্ট। আমাদের বাস এগিয়ে যায়। পথ শেষ না হলেও এক সময় সাড়ে পঁচিশ হাজার ফিট পথের টানেল পাড়ি দিয়ে বাস বিশ্রামস্থলে এসে দাঁড়ায়। সমুদ্রের ধারে বিশাল জায়গা নিয়ে বিশ্রামস্থল। জায়েদ জানালেন আমরা এখানে না নেমে আরো একটু এগিয়ে যাবো। সামনে এক জলপ্রপাত সেটিও দেখবো। রাস্তার ধারেই জলপ্রপাত। উচু পাহাড় থেকে স্বশব্দে জল গভীর নদীতে নেমে যাচ্ছে। সে এক অপূর্ব দৃশ্য। ইউরোপাল্যান্ডে বেশ কিছুক্ষণ কাটিয়ে আবার রওনা হলাম একই পথে টানেলের ভেতর দিয়ে স্টাভাঙ্গারে ফেরার পথে টানেল প্রবেশ মুখে সমুদ্রের ধারে বিশ্রামস্থলে কিছুক্ষণ কাটিয়ে আমাদের বাস গভীর সমুদ্রের তলদেশে নেমে এলো।

পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও শুনতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী===================ঢাকা : পাসপোর্ট সেবা নিতে ...
11/09/2023

পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও শুনতে চাই না : স্বরাষ্ট্রমন্ত্রী
===================
ঢাকা : পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও শুনতে চান না বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর আফতাবনগরে পাসপোর্ট অফিসের সামনে আঞ্চলিক পাসপোর্ট অফিস ঢাকা পূর্ব (আফতাবনগর) ও ঢাকা পশ্চিম (মোহাম্মদপুর) এবং পাসপোর্ট বাতায়নের (কল সেন্টার) উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।নতুন উদ্বোধন হওয়া পাসপোর্ট অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, নতুন দুটি অফিস থেকে জনগণ সুবিধা পাবে। সেবা গ্রহণ করবে। এখানে যারা কাজ করবেন তাদের উদ্দেশে আমি বলবো, আপনারা জনগণের সেবা করবেন এবং জনগণের সেবার জন্যই আপনারা। পাসপোর্ট সেবা নিতে আসা জনগণের ‘উহ’ শব্দটিও আমরা শুনতে চাই না। আপনারা যতই তাদের সেবা দেবেন ততই সুনাম অর্জন করতে পারবেন।

তিনি বলেন, ২০০৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষণা করেন যে বাংলাদেশকে একটি ডিজিটাল দেশ হিসেবে গড়ে তুলবেন। এ ঘোষণার পর থেকে আমরা এমআরপি পাসপোর্ট হাতে নিলাম। এমআরপি হাতে নিয়ে আমরা অনেক প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছিলাম। সব প্রতিবন্ধকতা সামলে তখন এমআরপি চালু হয়েছিল। এরপর আমরা ই-পাসপোর্টের জগতে পা রাখি। আমাদের পাসপোর্টের মানও ধীরে ধীরে এগিয়ে যাচ্ছে। আগে যেমন আমাদের পাসপোর্টের মান নিম্নের দিকে ছিল, এখন ধীরে ধীরে উন্নতি করে এটা উপরের দিকে যাচ্ছে। আমাদের পাসপোর্ট এরই মধ্যে একটি বিশ্বমানের হিসেবে স্বীকৃতি পেয়েছে। সামনে আরও এগিয়ে যাবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ থেকে আমরা এখন স্মার্ট বাংলাদেশের দিকে যাত্রা শুরু করেছি। ই-পাসপোর্ট এবং ইমিগ্রেশনের ই-গেইট স্মার্ট বাংলাদেশের একটি ইঙ্গিত বহন করছে। এছাড়া খুবই দ্রুত ই-ভিসাও চালু হতে যাচ্ছে। আমরা প্যাসেঞ্জার অ্যাডভান্স ইনফরমেশনও চালু করতে যাচ্ছি। যদিও এটি আমাদের মন্ত্রণালয়ের অধীন নয়, সিভিল এভিয়েশনের পক্ষ থেকে প্যাসেঞ্জার অ্যাডভান্স ইনফরমেশন চালুর ব্যবস্থা করা হচ্ছে। এটি চালু হলে কোনো যাত্রী টিকিট কাটলে আমরা জানতে পারবো, কে বাংলাদেশে আসছেন বা কে বাংলাদেশ থেকে বিদেশে যাচ্ছেন। আমরা দেশের ৭১টি পাসপোর্ট অফিস এবং বিদেশে মোট ৩২টি জায়গা থেকে ই-পাসপোর্ট সেবা চালু করতে পেরেছি। বিদেশে আমাদের যেখানে পাসপোর্ট অফিস আছে প্রতিটি জায়গা থেকেই আমরা দ্রুত ই-পাসপোর্ট সেবা চালু করবো। ইমিগ্রেশনে ই-গেইট চালু হয়েছে। সেখানে কোনো যাত্রী যেতে চাইলেও ইমিগ্রেশন পুলিশ সদস্যরা যাত্রীদের নিরুৎসাহিত করছেন, সেখানে অনেকটা সমন্বয়হীনতা রয়েছে।

এ বিষয়ে পদক্ষেপ জানতে চাইলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা এখনো ট্রায়াল বেসিসে চলছে। যেকোনো কিছু চালুর আগে ছোটখাটো সমন্বয়হীনতা হয়ে থাকে। আপনি নতুন বাড়িতে উঠলেও দেখবেন যে লাইট ঠিক মতো জ্বলে না। সুয়ারেজে পানিটা ঠিক মতো পাস হচ্ছে না। আমাদের নজরে যেগুলো আসছে সেগুলো আমরা ইমিডিয়েটলি ব্যবস্থা নিচ্ছি। ই-গেইট যাতে সঠিকভাবে পরিচালিত হয় সে বিষয়টি অবশ্যই দেখবো।

ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. নূরুল আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বেনজির আহমেদ, ঢাকা-১৩ সংসদীয় আসনের সংসদ সদস্য সাদেক খান ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব মো. আব্দুল্লাহ আল মাসুদ চৌধুরী।

10/09/2023

10-09-2023
সম্মানিত সকল যাত্রীদের সদয় অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সকল এয়ারলাইন্স এর ( বিশেষ করে সৌদি এয়ারলাইন্স ) যাত্রীগন এখন থেকে ফ্লাইটের কম পক্ষে ৬ ঘন্টা পূর্বে বিমান বন্দরে রিপোর্ট করতে বলা হয়েছে। ধন্যবাদ

বিমানের সেবার মান বাড়ানোর আহ্বান জাপানি প্রবাসীদের==================জাপানের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চাল...
05/09/2023

বিমানের সেবার মান বাড়ানোর আহ্বান জাপানি প্রবাসীদের
==================
জাপানের সঙ্গে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু করায় দুই দেশের বানিজ্য ও সম্পর্ক বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেছে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান। অন্যদিকে বিমানের সেবার মান বৃদ্ধি, বিমানবন্দরে হয়রানি, লাগেজ নষ্ট না হওয়ার বিষয়ে দাবি জানিয়েছেন জাপানে অবস্থানরত প্রবাসি বাংলাদেশীরা।

রবিবার সন্ধ্যায় টোকিওতে একটি রেস্টুরেন্টে এক অনুষ্ঠানে এ দাবি জানানো হয়। বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপান এ অনুষ্ঠানের আয়োজন করে।

বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম প্রতিশ্রুতি দিয়ে বলেন, যাত্রী হয়রানির অভিযোগ পেলে কাউকেই ক্ষমা করা হবে না।অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের নেতারা সরাসরি ফ্লাইট চালু করায় বিমামকে ধন্যবাদ জানান। একই সঙ্গে ১৭ বছরে আগের মত যেন ফ্লাইট আবারও বন্ধ না হয়। ব্যবসায়ী নেতারা বলেন, সরাসরি ফ্লাইট না থাকার কারণে জাপানী বিনিয়োগকারীরা বাংলাদেশে যেতে আগ্রহী হন না। বাংলাদেশিদেরও জাপান থেকে দেশে যেতে দীর্ঘ সময় লাগত। বাংলাদেশি প্রবাসীদের লাশ বিনা খরচে দেশে নিতেও আহ্বান জানান তারা।জাপান চেম্বারের সভাপতি বাদল খন্দকার বলেন, আমরা সব সময় চাই জাপানীরা বাংলাদেশে বিনিয়োগ করুক। কিন্তু সরাসরি ফ্লাইট না থাকায় বাংলাদেশে একবার গেলে দ্বীতিয় বার যেতে অনেক বিনিয়োগকারী আগ্রহী হতেন না। মালামাল পরিবহণেও খরচ বেশি হয়। আমরা এখন চাইব এই ফ্লাইট আর যেন বন্ধ না হয়। সেবার মান বাড়াতে হবে।

বিমান সেবার মান বাড়ানোর প্রতিশ্রুতি দিয়ে বিমানের ব্যবস্থাপনা পরিচালক শফিউল আজিম বলেন, দীর্ঘ দিন পরে ফ্লাইট শুরু করতে পেরেছি। তাই জাপান রুট সফল করতে সব ধরণের চেষ্টা অব্যাহত থাকবে। আর সেবা নিয়ে কোনো অভিযোগ পেলে কাউকে ছাড় দেবে না।বিমান এমডি আরও বলেন, প্রবাসীরা বাংলাদেশের প্রতিনিধি, প্রবাসীদের প্রতি অনুরোধ আপনারা সহয়তা করুন, বিমানে ভ্রমণ করুন।

বেসামরিক বিমান পরিবহনণ ও পর্যটন প্রতিমন্ত্রী বলেন, ১৭ বছরে জাপানের টোকিওতে ফ্লাইট চালু করলে বিমান। এতে যাত্রী পরিবহণের পাশাপাশি পণ্য পরিবহণও সহজ হবে। ব্যবসায়ীরা বাংলাদেশে আসবেন, বাংলাদেশে বিনিয়োগ করবেন। বাংলাদেশ ওপার সম্ভাবনার দেশ।

বাংলাদেশে জাপানী পর্যটকদের আসার জন্য প্রবাসীদের ভুমিকা রাখতে আহ্বান জানান পর্যটন প্রতিমন্ত্রী।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিমান পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মোস্তাফা কামাল, বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ইন জাপানের সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক হক মো. সানাউল, ব্যবসায়ী নেতা কামরুল হাসান লিপু, মো. রেজাউল করিম, ইসলাম মোহাম্মদ রফিকুল, বিপ্লব মল্লিক, মুকিত এম এফ মাহমুদ, মোহাম্মদ আহসানুল কবির ভুইয়া প্রমুখ।

উল্লেখ্য গত সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে জাপানের সঙ্গে ফ্লাইট চালু করেছে বিমান। সপ্তাহে তিন দিন এই ফ্লাইট চলাচল করবে। ঢাকা থেকে শুক্র-সোম ও বুধবার ফ্লাইট আসবে জাপানে। শনি মঙ্গল ও বৃহস্পতিবার ফিরতি ফ্লাইট ঢাকা যাবে। বিমানের অত্যাধুনিক বোয়িং ড্রিম লাইনের দিয়ে এই ফ্লাইট চালাবে বিমান।

নতুন মাইলফলকে কক্সবাজার বিমানবন্দর=========================নতুন মাইলফলকে কক্সবাজার বিমানবন্দরজাফর আলম, কক্সবাজার Date: 0...
05/09/2023

নতুন মাইলফলকে কক্সবাজার বিমানবন্দর
=========================
নতুন মাইলফলকে কক্সবাজার বিমানবন্দর

জাফর আলম, কক্সবাজার Date: 04 September, 2023
আন্তর্জাতিক বিমান বন্দর হিসেবে স্বীকৃতি পাওয়ার আগেই রিফুয়েলিং সিস্টেম চালু করে নতুন মাইলফলক অর্জন করলো কক্সবাজার বিমান বন্দর।

রবিবার (৩ সেপ্টেম্বর) ঢাকা থেকে আসা একটি উড়োজাহাজে জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে শুরু হলো এই যাত্রা।

এদিকে, কক্সবাজার বিমান বন্দরকে আন্তর্জাতিকমানে উন্নীতকরণের কাজ চলছে দ্রুত গতিতে। একদিকে সাগর ছুঁয়ে দেশের দীর্ঘতম রানওয়ে বাস্তবে রূপ পাচ্ছে, ঠিক তেমনি এগিয়ে চলছে টার্মিনাল নির্মাণের কাজ। যার কারণে এই বিমান বন্দরের ব্যস্ততা বেড়েছে বহুগুণে। একই দিন দুপুর ২টা না বাজতেই দেখা যায়, কক্সবাজার বিমানবন্দরের রানওয়েতে একের পর এক উড়োজাহাজ নামছে। কর্তৃপক্ষ বলছে, বাংলাদেশ বিমানের বোয়িং ৭৮৭ ফ্লাইট থেকে শুরু করে বেসরকারি উড়োজাহাজ সংস্থার প্রতিদিন ৪০টি ফ্লাইট ওঠানামা করছে কক্সবাজার বিমান বন্দরে। দুপুর দেড়টার দিকে প্রথমবারের মতো বড় পরিসরে কক্সবাজার বিমান বন্দরে উদ্বোধন করা হয়েছে উড়োজাহাজে রিফুয়েলিং কার্যক্রম। পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড কর্তৃক কক্সবাজার বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি উড়োজাহাজে ১২শ’ লিটার জ্বালানি তেল সরবরাহের মাধ্যমে রিফুয়েলিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ।এসময় উপস্থিত ছিলেন- বাংলাদেশ বিমান বাহিনী ঘাঁটি কক্সবাজারের অধিনায়ক (পরিচালন শাখা) এয়ার কমডোর মো. আসিফ ইকবাল, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদুর রহমান, মহাব্যবস্থাপক (বিপণন), মহাব্যবস্থাপক (পরিচালন ও পরিকল্পনা) এবং উপ-মহাব্যবস্থাপক (এভিয়েশন) সহ পদ্মা অয়েল কোম্পানীর কর্মকর্তাবৃন্দ। এছাড়াও কক্সবাজার জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ, বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং বিভিন্ন বেসরকারি এয়ারলাইন্সের প্রতিনিধিবৃন্দ এ উদ্বোধনী রিফুয়েলিং কার্যক্রমে উপস্থিত ছিলেন। পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্বোধনী দিনে কক্সবাজার বিমান বন্দরে সিলেট ও ঢাকাগামী ৩টি ফ্লাইটে সরবরাহ করা হয়েছে ৬ হাজার ৪০০ লিটার জ্বালানি। এখন প্রতিদিনই কক্সবাজার বিমান বন্দরে এ কার্যক্রম চালু থাকবে।

আগামীতে এ অঞ্চল রিফুয়েলিংয়ের হাব হিসেবে গড়ে তোলা হচ্ছে কক্সবাজার বিমানবন্দরকে এমনটিই জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের চেয়ারম্যান এ বি এম আজাদ। তিনি বলেন, পদ্মা অয়েল কোম্পানী লিমিটেড বহু বছর ধরে রিফুয়েলিং কার্যক্রম জড়িত রয়েছে। তাদের দক্ষতা নিয়ে কোনো প্রশ্ন নেই। তাই কক্সবাজার বিমান বন্দরে উড়োজাহাজের রিফুয়েলিং ম্যানেজমেন্ট কার্যক্রমের দায়িত্বটা তাদের দেওয়া হয়েছে। সে দায়িত্বটা গত (রবিবার) পূর্ণাঙ্গভাবে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে। আমি বিশ্বাস করি, ‘কক্সবাজারের অর্থনৈতিক যে হাব বা বলতে পারি পর্যটনের হাব অথবা উন্নয়নের যে যাত্রাটা আগামীতে হতে যাচ্ছে সেটাকে কাভারেজ করতে গেলে এটা খুবই প্রয়োজন।

তিনি আরও বলেন, কক্সবাজার বিমানবন্দর বিশ্বের সবচেয়ে আকর্ষণীয় রিফুয়েলিং হাব হিসেবে গড়ে উঠবে। পাশ্চাত্য থেকে প্রাচ্যে বা প্রাচ্য থেকে পাশ্চাত্যে যতো উড়োজাহাজ যাবে তাদের রিফুয়েলিংয়ের জন্য সবচেয়ে সুবিধাজনক জায়গা হবে কক্সবাজার। কারণ একেক সময় পৃথিবীর একেকটি জায়গা উঠে আসে। এক সময় হংকং তারপর সিঙ্গাপুর, ব্যাংকক এখন দুবাই। কিন্তু বলতে পারি যে, ভবিষ্যতে কক্সবাজারই হবে সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কেন না খুব স্বল্প সময়ে এখানে বিমান এসে নামতে, রিফুয়েলিং করতে এবং যেতে পারবে।বেসরকারি উড়োজাহাজ সংস্থা এয়ার অ্যাস্ট্রা’র কক্সবাজারস্থ সহকারি স্টেশন ম্যানেজার শহিদুল আলম চৌধুরী বলেন, উড়োজাহাজে ঢাকা থেকে অতিরিক্ত জ্বালানি নিলে অনেক সময় সেটা সমস্যা হয়ে যায়। কিন্তু এখন ঢাকা থেকে কম জ্বালানি নিয়ে কক্সবাজার বিমান বন্দরে এসে রিফুয়েলিংটা করলে অনেক সুবিধা হবে। আবার অনেক সময় বৈরী আবহাওয়া থাকলে উড়োজাহাজে জ্বালানির সংকট হয়। আগে এই বিমানবন্দরে যা রিফুয়েলিং করা যেত না। কিন্তু এখন রিফুয়েলিংয়ে কার্যক্রম চালু হওয়ায় জ্বালানির সমস্যাটা দূর হবে।

Address

Comilla

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 09:00 - 11:00
Saturday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801832710088

Alerts

Be the first to know and let us send you an email when Tbm airways posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Tbm airways:

Share

Category


Other Travel Agencies in Comilla

Show All