Sweet Forest Flight

Sweet Forest Flight Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Sweet Forest Flight, Tour guide, South Thakur Para, Residential School Road, Cumilla.
(1)

কখনো কি মনে হয়েছে এই শহুরে কোলাহল ছেড়ে দূরে কোথাও হারিয়ে যাই? কিংবা এতই দূরে, চলে যাই, যেখানে সকলের সাথেই যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাবে। অর্থাৎ, নেটওয়ার্ক এর বাইরে। "ভ্রমণে ভ্রম' আপনার সেই ইচ্ছাকে পূর্ণতা দান এর জন্য তৈরি করা।

May the year 2024 will be a chapter of joy, a verse of success, and a tale of prosperity. Happy New Year from  Traveller...
01/01/2024

May the year 2024 will be a chapter of joy, a verse of success, and a tale of prosperity. Happy New Year from Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম to you and your loved ones!

Embrace the New Year with optimism and determination. May it be a year of positive transformations and extraordinary accomplishments. Happy New Year!

let's welcome the New Year with hope and enthusiasm. Wishing you a year ahead filled with love, laughter, and success.

➡️ আমাদের এবারের আয়োজন:১. নোয়াখালী জেলায় অবস্থিত মুছাপুর ক্লোজার২. চর আলেকজান্ডার, রামগতি, লক্ষীপুর🔷যাত্রা শুরু: ২২ ডিসে...
18/12/2023

➡️ আমাদের এবারের আয়োজন:
১. নোয়াখালী জেলায় অবস্থিত মুছাপুর ক্লোজার
২. চর আলেকজান্ডার, রামগতি, লক্ষীপুর

🔷যাত্রা শুরু: ২২ ডিসেম্বর, শুক্রবার, সকাল ৬ টা
🔷কুমিল্লা অবস্থান করবো: ২২ ডিসেম্বর, শুক্রবার রাত ৯ টায়
➡️শুভেচ্ছা মূল্য: ১২৫০ টাকা মাত্র

➡️বুকিং মানি: ৭১৫ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

বুকিং এর জন্য ছবিতে দেওয়া যেকোনো নাম্বারে ফোন দিন।

✅প্যাকেজে যা যা থাকছে:
১. সকল ধরণের ট্রান্সপোর্ট
২. সকালের নাস্তা
৩. দুপুরের খাবার
৩. সন্ধ্যায় নাস্তা

❌প্যাকেজে যা থাকছে না:
১. কোন ব্যাক্তিগত খরচ
২. হাইওয়ে বিরতিতে কোন খরচ

মিরিঞ্জা রেঞ্জের সর্বোচ্চ চূড়া!  যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনের সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারেন।মারায়ংতং ❤️বিঃদ্র  ...
02/12/2023

মিরিঞ্জা রেঞ্জের সর্বোচ্চ চূড়া! যেখানে দাঁড়িয়ে আপনি আপনার জীবনের সর্বোচ্চ সৌন্দর্য উপভোগ করতে পারেন।

মারায়ংতং ❤️
বিঃদ্র ৭ তারিখ রাতের ট্রিপ মারায়ানতং বান্দরবান জেলা প্রশাসন কতৃক বন্ধের পর আমাদের সেই ৩৫৯৯ টাকা(বুড়িচং শাখা) এবং৩৪৯৯ (কুমিল্লা ও চৌদ্দগ্রাম শাখা)বাজেটের ট্যুর কক্সবাজার সহ এখন হবে মিরিঞ্জা ভ্যালিতে।
বিস্তারিত একটু ভালো করে দেখে নিন!👇👇👇👇
ভালো করে পড়ে নিবেন কাইন্ডলি!

➡️ আমাদের এবারের আয়োজন:
বান্দরবানের লামাতে এ অবস্থিত মিরিন্জা ভ্যালী এ ক্যাম্পিং

কক্সবাজার সমুদ্র সৈকত এ দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অবস্থান।

**নোট- কক্সবাজারে ফ্রেশ হওয়া কিংবা বিশ্রাম এর জন্য হোটেলে রুমের ব্যাবস্থা থাকবে।

🔷যাত্রা শুরু: ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, রাত ১১ টা

🔷ভ্রমণের দিন: ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, টানা ২ দিন

🔷কুমিল্লা অবস্থান করবো: ১০ ডিসেম্বর, রবিবার, সকাল ৬ টা

➡️বুকিং মানি: ২০৪০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

💰বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
01629756482(Tasin)

✅প্যাকেজে যা যা থাকছে:
১. সকল ধরণের ট্রান্সপোর্ট
২. লোকাল ট্রান্সপোর্ট(চান্দের গাড়ি)
৩. তাবু প্যাকেজ
৩. সকল এন্ট্রি ফি
৪. ৬ বেলা খাবার

❌প্যাকেজে যা থাকছে না:
১. কোন ব্যাক্তিগত খরচ
২. হাইওয়ে বিরতিতে কোন খরচ

তো সবাই প্রস্তুত তো। শীতের আমেজে, পরিপূর্ণ একটি ভ্রমণ করতে? পাহাড়ের মেঘমালার সাথে নিজের আত্মাকে জুড়ে দিতে। তাহলে যুক্ত হয়ে যান আমাদের এবারের ইভেন্ট এ।

আর হ্যাঁ!! ভ্রমণ টি ছেলে, মেয়ে উভয়ের জন্যই উপযুক্ত। সকলেই সেখানে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তাই আর দেরি না করে, দলবেঁধে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন।

*** আসন সংখ্যাঃ ৪০ টি

আসন্ন সমতট পড়ুয়া  সাহিত্য উৎসব ২০২৩ এর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।
27/11/2023

আসন্ন সমতট পড়ুয়া সাহিত্য উৎসব ২০২৩ এর অংশ হতে পেরে আমরা আনন্দিত। সংশ্লিষ্ট সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা।

আসন্ন সমতট পড়ুয়া সাহিত্য উৎসব ২০২৩ এর গর্বিত স্পন্সর Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম।

অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের সাথে স্পন্সর হিসেবে যুক্ত হওয়ার জন্য। ✨🖤

26/11/2023

যাচ্ছি আগামী ৭ ডিসেম্বর এ মারায়ন তং পাহাড়ে ক্যাম্পিং এ। সেই সাথে কক্সবাজার সমুদ্র সৈকত ও আছে।
বিস্তারিত কমেন্ট বক্স এ।

24/11/2023

প্রেডিকশনের রেজাল্ট এবং আসন্ন ট্যুর নিয়ে বিস্তারিত....

Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম ৬ হাজার মানুষের গল্প টা হতে পারতো, আরো অনেক আগের। গ্রুপে মেম্বার বাড়লে, আনন্দের পসরা...
19/11/2023

Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম
৬ হাজার মানুষের গল্প টা হতে পারতো, আরো অনেক আগের। গ্রুপে মেম্বার বাড়লে, আনন্দের পসরা সাজিয়ে বসা যায় এটা সত্য।
দীর্ঘ ১ বছর ৩ মাস পাড়ি দিয়ে ফেলেছি। এখন এসে গ্রুপের মেম্বার হয়েছে ৬ হাজার। এখন পর্যন্ত সফলভাবে ১৮ টি ট্যুর পরিচালনা করেছি। অতিরিক্ত হিসেবে একটি কর্পোরেট ট্যুর, ১ টি আন অফিসিয়াল আন্তর্জাতিক ভ্রমণ রয়েছে। অফিসিয়ালি ভারত ভ্রমণ ও খুব শীগ্রই শুরু হতে যাচ্ছে।
তো যেটা বলছিলাম, এখন পর্যন্ত ধীরে চলো নীতে তেই এগিয়ে যাচ্ছি। লাগাতার ইনভাইট পাঠিয়ে মানুষকে বিরক্ত কিংবা বিভ্রান্ত করার ইচ্ছা ছিলো না। তথাপি যদি সেটা হয়ে থাকে, তার জন্য দুঃখ প্রকাশ করছি। অরগানিক ভাবে ২-৩ জন করে মানুষ যুক্ত হচ্ছে। রাস্তায় বের হলে বেশ কিছু মানুষ আমাকে/আমাদেরকে একজন অরগানাইজর হিসেবে রিকোগনাইজ করতে পারে।
চলমান ট্যুরে মানুষ গুলো নিজেদের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটায়, যা চোখের সামনেই দেখতে পারি। ২ জন প্রিয় আপু আছে। যারা গ্রুপে নেই। গ্রুপের মেম্বার না। অথচ তারা কোনভাবে জেনে যায়, আমাদের আপকামিং ট্যুর সম্পর্কে। যাওয়ার আগ্রহ জন্মালে সাথে সাথেই ফোন দিয়ে বলে, স্মরণ কনফার্ম করো। গ্রুপের বিকাশে, এই দুটো আপুর ভূমিকাও কম না।
Ta Bu Tasnuma Shonom Rudra Debnath Shuvo লাগাতার গ্রুপের সাথে একের পর এক ট্যুরে যাচ্ছে। আমাদের ব্যাপারে একের পর এক মানুষের কাছে বার্তা পৌঁছে দিচ্ছে কোন ধরণের আউটকাম ছাড়াই। তাদের ভূমিকাও নেহাত ই কম নয়।

ধীরে চলো নীতি অনুসরণ না করলে হয়তো এই ১ বছর ৩ মাসে ১৮ এর জায়গায় আরো কয়েকটা ট্যুর বেশি করতে পারতাম। ৬ হাজারের জায়গায় আরো বেশি গ্রুপ মেম্বার থাকতো। তবে এই পরিবার তৈরির প্রক্রিয়া টা হতো না।

ট্যুরিজম সেক্টর এ যেই গ্রুপ গুলো নিয়মিত কাজ করে যাচ্ছে, তাদের মধ্যে, আমরা ২ নাম্বারে যাত্রা শুরু করেছিলাম। তখন ও কুমিল্লার বেশিরভাগ মানুষ ই গ্রুপ ট্যুর সম্পর্কে জানে না। ওই কালচার টাই ছিলো না। আমাদের পরিচিতি গন্ডির মধ্যে প্রথমে এই গ্রুপ ট্যুরের কালচার টা তৈরি করতে হয়েছে। কালচার টা তৈরি করতে হেল্প করা কিছু বন্ধু,
Sharif Mazumder মহিউদ্দিন আহমেদ Omarfaruk Choton
এদের ও বেশ অবদান রয়েছে।

আর সবশেষে কৃতজ্ঞতা প্রকাশ করতে চাই, এই প্রিয় মানুষদের। যারা আমাদের উপর আস্থার হাত টা বাড়িয়ে দিয়ে দ্বিধাহীনভাবে ঘুরতে চলে যান। লাস্ট ট্যুরেও আমাদের সাথে ২২ টা মেয়ে ঘুরতে গেছে। অলমোস্ট ৫০/৫০। মেয়েদের আস্থার জায়গা টাও বেশ ভালোভাবে তৈরি হয়েছে।

স্রষ্টার নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। সবকিছুর জন্য, এত ভালোবাসার জন্য ধন্যবাদ ।💙 আবারো দেখা হবে কিছু মানুষের সাথে আপকামিং ট্যুর এ।

পাহাড়ের সাথে সাথে কি কখনো মেঘ কে ছুয়ে দেখেছেন? ঠান্ডা সুনির্মল বাতাসে নিজেকে পরিশুদ্ধ করেছেন? তাবুতে বসে থেকে প্রকৃতি কে...
14/11/2023

পাহাড়ের সাথে সাথে কি কখনো মেঘ কে ছুয়ে দেখেছেন? ঠান্ডা সুনির্মল বাতাসে নিজেকে পরিশুদ্ধ করেছেন? তাবুতে বসে থেকে প্রকৃতি কে কাছ থেকে কখনো অনুভব করেছেন? পাহাড় ভ্রমণ শেষে আবার কখনো সমুদ্রের পাড়ে চলে যাওয়ার ইচ্ছে জেগেছিলো?
এই সব গুলো প্রশ্নের ইতিবাচক উত্তর পাবেন আমাদের আসন্ন মারায়নতং ট্যুরে। পাহাড়ে পৌঁছে তাবু গেড়ে নিজের অবস্থান জানান দেওয়া, প্রকৃতির সান্নিধ্যে নিজের আত্মপ্রকাশ, মেঘেদের আনাগোনার মধ্যে নিজের মনের ভেতরে থাকা মেঘের অনুসন্ধান, রাতে সদলমিলে বারবিকিউ তে অবস্থান এবং গান আড্ডায় মেতে থাকা। পরিশেষে কক্সবাজার সমুদ্র সৈকত এ প্রায় ১০ ঘন্টা অবস্থান করে সমুদ্রকে কাছ থেকে উপভোগ করা। সবই আছে এই ট্যুরে।
➡️ আমাদের এবারের আয়োজন:
১. বান্দরবানের আলীকদম এ অবস্থিত মারায়ন পাহাড় এ ক্যাম্পিং
২. আলীর গুহা
৩. শিলবুনিয়া ঝর্ণা (পানি থাকা সাপেক্ষে)
৪. কক্সবাজার সমুদ্র সৈকত এ দুপুর ২ টা থেকে রাত ১২ টা পর্যন্ত অবস্থান

🔷যাত্রা শুরু: ৭ ডিসেম্বর, বৃহস্পতিবার, রাত ১১ টা

🔷ভ্রমণের দিন: ৮ ডিসেম্বর, ৯ ডিসেম্বর, টানা ২ দিন

🔷কুমিল্লা অবস্থান করবো: ১০ ডিসেম্বর, রবিবার, সকাল ৬ টা
➡️শুভেচ্ছা মূল্য: ৩৪৯৯ টাকা মাত্র

➡️বুকিং মানি: ২০৪০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

💰বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:

স্মরণ আর্য রাজীব - 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

✅প্যাকেজে যা যা থাকছে:
১. সকল ধরণের ট্রান্সপোর্ট
২. লোকাল ট্রান্সপোর্ট(চান্দের গাড়ি)
৩. তাবু প্যাকেজ
৩. সকল এন্ট্রি ফি
৪. ৬ বেলা খাবার

❌প্যাকেজে যা থাকছে না:
১. কোন ব্যাক্তিগত খরচ
২. হাইওয়ে বিরতিতে কোন খরচ

তো সবাই প্রস্তুত তো। শীতের আমেজে, পরিপূর্ণ একটি ভ্রমণ করতে? পাহাড়ের মেঘমালার সাথে নিজের আত্মাকে জুড়ে দিতে। তাহলে যুক্ত হয়ে যান আমাদের এবারের ইভেন্ট এ।

আর হ্যাঁ!! ভ্রমণ টি ছেলে, মেয়ে উভয়ের জন্যই উপযুক্ত। সকলেই সেখানে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তাই আর দেরি না করে, দলবেঁধে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন।

*** আসন সংখ্যাঃ ৪০ টি

৫৫০০ মানুষের পরিবারে পরিনত হলাম।কুমিল্লার একঝাক মানুষের একটি আস্থার, ভালোবাসার জায়গায় পরিণত হবো, সেই প্রত্যাশা রাখি। ধন্...
29/10/2023

৫৫০০ মানুষের পরিবারে পরিনত হলাম।

কুমিল্লার একঝাক মানুষের একটি আস্থার, ভালোবাসার জায়গায় পরিণত হবো, সেই প্রত্যাশা রাখি।
ধন্যবাদ আমাদেরকে এত সাপোর্ট দেবার জন্য।
আমাদের আসন্ন ট্যুর গুলোর আপডেট ও জানিয়ে দিচ্ছি।
নভেম্বর মাসের ৯ তারিখ এ বান্দরবান ইভেন্ট এর সব সিট ফিলাপ। ওখানে আর কোন আসন খালি নেই৷

নভেম্বর মাসের ২৩ তারিখ এ আমাদের বাজেট শ্রীমঙ্গল ট্যুর আছে, সব ধরনের খরচ ইনক্লুডেড। সেটির আসন খালি আছে। চাইলে সেখানে যুক্ত হতে পারেন। Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম র পাশে থাকুন। সামনে আরো এক্সাইটিং সব ট্যুর আসছে।

আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুইপাশে সারি সারি সবুজের রণক্ষেত্র। দামামা বাজিয়ে সেই সারি সারি সবুজ আপনাকে বিমুগ্ধ করছে। সেই স...
27/10/2023

আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা, দুইপাশে সারি সারি সবুজের রণক্ষেত্র। দামামা বাজিয়ে সেই সারি সারি সবুজ আপনাকে বিমুগ্ধ করছে। সেই সাথে আছে কুয়াশার হাতছানি, শীতের স্নিগ্ধতা। কখনো চা বাগানের বিশালতা, আবার কখনো ছোট ছোট পাহাড়ের মধ্যে রাশি রাশি সবুজ, উদ্যানের নির্জনতা। এই সব মিলিয়েই আমাদের পরবর্তী আয়োজন।
হ্যাঁ, ঠিক ধরেছেন। আমরা যাচ্ছি চায়ের রাজ্য শ্রীমঙ্গলে। নভেম্বরের শেষে মাঝারি শীতে মায়াবী শ্রীমঙ্গলে চায়ের রাজ্যে সকলের বিচরণ, রাউন্ড দা ওয়ার্ল্ড ইন এইটি ডেইজ এর মতো হলিউডের মুভির শ্যুটিং স্পট, "লাউয়াছড়া জাতীয় উদ্যান'। শান্ত নিবিড় মাধবপুর লেক। এই সব কিছু নিয়ে একদিনের একটি ভ্রমণ পরিকল্পনা করেছি।

➡️ আমাদের এবারের আয়োজন:
১. লাউয়াছড়া জাতীয় উদ্যান
২. নুরজাহান টি গার্ডেন
৩. মাধবপুর লেক
৪. লাল পাহাড়
৫. নীলকন্ঠ টি কেবিন(সময় সাপেক্ষে)

🔷যাত্রা শুরু: ২৩ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ১১ টা
🔷ভ্রমণের দিন: ২৪ নভেম্ভর, শুক্রবার সন্ধ্যা পর্যন্ত
🔷কুমিল্লা অবস্থান করবো:২৪ নভেম্বর, শুক্রবার রাত ১০ টা

➡️শুভেচ্ছা মূল্য: ১৪৯৯ টাকা মাত্র
➡️বুকিং মানি: ৮১৫ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

💰বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:

স্মরণ আর্য রাজীব- 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644197763

✅প্যাকেজে যা যা থাকছে:
১. কুমিল্লা-শ্রীমঙ্গল-কুমিল্লা বাস ভাড়া
২. শ্রীমঙ্গল এর লোকাল ট্রান্সপোর্ট(জিপ গাড়ি)
৩. সকল এন্ট্রি ফি
৪. ৩ বেলা খাবার

❌প্যাকেজে যা থাকছে না:
১. কোন ব্যাক্তিগত খরচ
২. হাইওয়ে বিরতিতে কোন খরচ

তো সবাই প্রস্তুত তো। শীতের আমেজে, পরিপূর্ণ একটি ভ্রমণ করতে? প্রশান্তির একটি রিলাক্স ভ্রমণে, পাহাড়ি রাস্তা, সুরভীত চা বাগান, লেকের নিবিড় সৌন্দর্য, জাতীয় উদ্যানের পাখির কিচিরমিচির আওয়াজ আপনাকে মুগ্ধ করবেই।
আর হ্যাঁ!! ভ্রমণ টি ছেলে, মেয়ে উভয়ের জন্যই উপযুক্ত। সকলেই সেখানে রেজিষ্ট্রেশন করতে পারবেন। তাই আর দেরি না করে, দলবেঁধে সবাই রেজিস্ট্রেশন করে ফেলুন।
*** আসন সংখ্যাঃ ৪০ টি

পাহাড়ের সাথে সখ্যতা টা হোক নিবিড়, শান্ত ও নির্ভেজাল। সেই লক্ষ্যেই আমরা এবার একটু ব্যাতিক্রম নিয়ে হাজির হলাম। সর্বদাই চেষ...
18/10/2023

পাহাড়ের সাথে সখ্যতা টা হোক নিবিড়, শান্ত ও নির্ভেজাল। সেই লক্ষ্যেই আমরা এবার একটু ব্যাতিক্রম নিয়ে হাজির হলাম। সর্বদাই চেষ্টা করি বাজেটের মধ্যেই অনেক কিছু করতে। এবারের আয়োজনে বান্দরবান কেই আমরা ভিন্ন ভাবে উপস্থাপন করবো।

➡️ আমাদের এবারের আয়োজন:
১. নীলগিরি
২. নীলাচল
৩. চিম্বুক পাহাড়
৪. শৈলপ্রপাত(সময় সাপেক্ষে)
৫. ডাবল হ্যান্ড ভিউ
৬. টাইটানিক পয়েন্ট
৭. স্বর্ণমন্দির(বাইরে থেকে দেখতে হবে)

🔷যাত্রা শুরু: ৯ নভেম্বর, বৃহস্পতিবার, রাত ১১ টা
🔷ভ্রমণের দিন: ১০ নভেম্ভর, শুক্রবার পুরো দিন
🔷কুমিল্লা অবস্থান করবো: ১১ নভেম্বর, শনিবার ভোর ৫ টা ৩০

➡️শুভেচ্ছা মূল্য: ২১৯৯ টাকা মাত্র
➡️বুকিং মানি: ১০২০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

💰বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
স্মরণ আর্য রাজীব - 01516-536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

✅প্যাকেজে যা যা থাকছে:
১. কুমিল্লা-বান্দরবান-কুমিল্লা বাস ভাড়া
২. বান্দরবানের লোকাল ট্রান্সপোর্ট(চান্দের গাড়ি)
৩. সকল এন্ট্রি ফি
৪. ৩ বেলা খাবার

❌প্যাকেজে যা থাকছে না:
১. কোন ব্যাক্তিগত খরচ
২. হাইওয়ে বিরতিতে কোন খরচ

পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গন। দূরের বিস্তৃত পাহাড় কুঞ্জ চোখ ভরে উপভোগ করতে চাইলে আপনাকে এবারের ট্যুর যুক্ত হতেই হবে। দেরি না করে দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিন।

12/10/2023

২৬ অক্টোবর ভরা পূর্ণিমায় আমাদের সাথে যুক্ত হোন সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণে। মাত্র ৩৮০০ টাকায় পুরো সাজেক ও খাগড়াছড়ি ভ্রমণ হয়ে যাচ্ছে আপনাদের।

**ভ্রমণ স্থান: সাজেক ভ্যালি, খাগড়াছড়ি(আলুটিলা গুহা, **জেলা পরিষদ হর্টিকালচার পার্ক)
**যাত্রা তারিখ: ২৬ অক্টোবর, রাত ১১ টা টাউন হল থেকে
**ঘুরে বেরাবার দিন: ২৭ ও ২৮ অক্টোবর পুরো দিন।
**কুমিল্লা অবস্থান করবো: ২৯ অক্টোবর ভোর ৫ টা

**শুভেচ্ছা মূল্য: ৩৮০০ টাকা মাত্র
**কাপল: ৮৬০০ টাকা(২ জন)
**বুকিং মানি: ২০৪০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ)- অফেরতযোগ্য

**বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
স্মরণ আর্য রাজীব - 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644197763

আরো বিস্তারিত জানতে আমাদের ফেসবুক গ্রুপে যুক্ত হতে পারেন। https://facebook.com/groups/3274697319435646/

*প্যাকেজে যা যা থাকছেঃ
১। কুমিল্লা-খাগড়াছড়ি-কুমিল্লা নন এসি বাস ভাড়া।
২। খাগড়াছড়ি- সাজেক ভ্যালি সাদা চান্দের গাড়ি ভাড়া
৩। ৫ বেলা খাবার
৬। সকল ধরণের এন্ট্রি ফি

* প্যাকেজে যা যা থাকছে নাঃ
১। হাইওয়ে বিরতিতে কোন খরচ
২। ব্যাক্তিগত খরচ

আর বাদ বাকি সকল খরচ আমাদের৷ তবে আর দেরি কেন? পূর্ণ চন্দ্রিমায় মেঘের ভেলায় ভেসে যেতে চাইলে আজই যুক্ত হয়ে যান আমাদের সাথে। দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আসন নিশ্চিত করুন।

শরৎময় সাজেক ভ্যালি। ভাসমান পূর্ণ দৃশ্যমান মেঘপুঞ্জ আপনাকে পূর্ণ মানসিক শান্তি দিবে, তা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। দি...
07/10/2023

শরৎময় সাজেক ভ্যালি। ভাসমান পূর্ণ দৃশ্যমান মেঘপুঞ্জ আপনাকে পূর্ণ মানসিক শান্তি দিবে, তা আমি নির্দ্বিধায় বলে দিতে পারি। দিনের মেঘমালার সাজেক ভ্যালি না কি রাতের পূর্ণ চন্দ্রিমার সাজেক ভ্যালি। কোনটা বেশি আকর্ষণ করে? এবারের সাজেক ভ্যালি ট্যুর এ আমাদের সাথে দুটোই পাবেন। বর্ষার এই মৌসুমে পূর্ণিমার রাতের প্রকৃতির চিত্র অতুলনীয় সুন্দর। আর সে প্রকৃতি উপভোগ করার জন্য যদি জায়গাটা হয় সাজেক তাহলে তো আর কোন কথাই নেই। পূ্র্ণিমার এই রাতে বন্ধু, পরিবার মিলে আড্ডা, গান আর শান্তির নিঃশ্বাস নিতে Travellers Of Cumilla - ভ্রমণে ভ্রম - আগামী ২৬ অক্টোবর রাতে রওনা হচ্ছে সাজেকের উদ্দেশ্যে।

**ভ্রমণ স্থান: সাজেক ভ্যালি, খাগড়াছড়ি(আলুটিলা গুহা, জেলা পরিষদ হর্টিকালচার পার্ক)
**যাত্রা তারিখ: ২৬ অক্টোবর, রাত ১১ টা টাউন হল থেকে
**ঘুরে বেড়াবার দিন: ২৭ ও ২৮ অক্টোবর পুরো দিন।
২৮ অক্টোবর সন্ধ্যা রাত এ খাগড়াছড়ি থেকে রওনা দিয়ে ২৯ অক্টোবর ৫ টায় কুমিল্লা অবস্থান করবো।

**শুভেচ্ছা মূল্য: ৩৮০০ টাকা মাত্র
**কাপল: ৩৮০০*২= ৭৬০০ এবং অতিরিক্ত ১০০০ টাকা বেশি।
বুকিং মানি- ২০৪০ টাকা- মোবাইল ব্যাংকিং চার্জ সহ (অফেরতযোগ্য)

**বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763
স্মরণ আর্য রাজীব - 01516536275

*প্যাকেজে যা যা থাকছেঃ
১। কুমিল্লা-খাগড়াছড়ি-কুমিল্লা নন এসি বাস ভাড়া।
২। খাগড়াছড়ি- সাজেক ভ্যালি সাদা চান্দের গাড়ি ভাড়া
৩। সাজেক এ ১ রাত থাকার হোটেল ভাড়া
৪। ৫ বেলা খাবার
৫। সকল ধরণের এন্ট্রি ফি

* প্যাকেজে যা যা থাকছে নাঃ
১। হাইওয়ে বিরতিতে কোন খরচ
২। ব্যাক্তিগত খরচ

আর বাদ বাকি সকল খরচ আমাদের৷ তবে আর দেরি কেন? পূর্ণ চন্দ্রিমায় মেঘের ভেলায় ভেসে যেতে চাইলে আজই যুক্ত হয়ে যান আমাদের সাথে। দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে আসন নিশ্চিত করুন।

02/10/2023

আগামী ৫ অক্টোবর রাতে রওনা হয়ে টেকনাফ- সেন্টমার্টিন রুটের সবচেয়ে বিলাসবহুল জাহাজ "বারো আউলিয়া" তে করে আমরা সেন্টমার্টিন এর উদ্দেশ্যে যাত্রা করবো। যা আপনাকে নিরাপদ এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্য ময় ভ্রমণ অভিজ্ঞতা উপহার দিবে।

**যাত্রা স্থানঃ সেন্টমার্টিন, কক্সবাজার(ফিরে আসার সময় কক্সবাজার হয়ে আসবো, প্রায় ৪ ঘন্টা সেখানে অবস্থান করবো)
**যাত্রা শুরুঃ ৫ ই অক্টোবর রাত ৯ টা
**কুমিল্লা অবস্থান করবো: ৮ই অক্টোবর সকাল ৬ টা

শুভেচ্ছা মূল্যঃ ৪২০০ টাকা
কাপলঃ ৯৪০০ টাকা(দুইজন)
বুকিং মানিঃ ২০৪০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ) অফেরতযোগ্য

যোগাযোগঃ
স্মরণ আর্য রাজীব - 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

প্যাকেজে যা যা থাকছেঃ
১৷ কুমিল্লা- টেকনাফ- কুমিল্লা বাস ভাড়া
২। টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজ ভাড়া
৩। সেন্টমার্টিন এ থাকার হোটেল
৪। ৬ বেলা খাবার

প্যাকেজে যা যা থাকছে নাঃ
১। কোন ব্যাক্তিগত খরচ
২। ছেড়া দ্বীপ যাওয়ার গাড়ি ভাড়া
৩। সেন্টমার্টিন এ কোন অটো ভাড়া

খাবারের তালিকাঃ
১ম দিনঃ
১ম দিনের খাবারঃ
সকালঃ (রুটি/পরটা, ডাল,সবজি)
দুপুরঃ (মুরগি, ভর্তা,ভাজি,ডাল)
রাতঃ (সামুদ্রিক মাছ, ভর্তা,ভাজি, ডাল)

২য় দিনের খাবারঃ
সকালঃ (খিচুড়ি)
দুপুরঃ (মুরগি, সবজি, ভর্তা, ভাত, ডাল)
রাতঃ (সামুদ্রিক মাছ, ভর্তা,ভাজি,ডাল)
**পরিবর্তনযোগ্য

তবে আর দেরি কেন? নীল জলরাশি রোমন্থন করতে খুব দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। আসন সংখ্যা মাত্র ৪০ টি।

ঘুরে বেড়ানোর খায়েশ তো কম বেশি সবার ই আছে৷ কুমিল্লার মানুষ বরাবরই বেশ সৌখিন। এভাবে একের পর এক ট্রাভেল গ্রুপ এর সৃষ্টি তো ...
27/09/2023

ঘুরে বেড়ানোর খায়েশ তো কম বেশি সবার ই আছে৷ কুমিল্লার মানুষ বরাবরই বেশ সৌখিন। এভাবে একের পর এক ট্রাভেল গ্রুপ এর সৃষ্টি তো এই বিস্তীর্ণ জনগোষ্ঠী কে ভ্রমণের পরিপূর্ণ সাধ দেওয়ার জন্যই। দেশ থেকে দেশান্তরের এই যাত্রা হোক আরো অনেক সুসংগঠিত ও যুগোপযোগী, সেই প্রত্যাশা রাখি৷ কুমিল্লার মানুষের ভ্রমণ পিয়াসু এ যাত্রা অব্যাহত থাকুক।

বিশ্ব পর্যটন দিবসের শুভেচ্ছা জানুন।💙💙💙

আপনি একটি জাহাজে আছেন। পেছনে প্রোপালের ঘূর্ণন এর ফলে সৃষ্ট সমুদ্রের পানির স্রোতের উপরে যে মাছ গুলো উঠে এসেছে, সে মাছগুলো...
19/09/2023

আপনি একটি জাহাজে আছেন। পেছনে প্রোপালের ঘূর্ণন এর ফলে সৃষ্ট সমুদ্রের পানির স্রোতের উপরে যে মাছ গুলো উঠে এসেছে, সে মাছগুলো খাওয়ার উদ্দেশ্যে গাঙচিল এর মতো নয়নাভিরাম পাখি ছুটে চলছে।
তখন সেই অনুভূতি টা কেমন হতে পারে?
Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম আপনাকে সেই অনুভূতিই দিতে যাচ্ছে। আমাদের এবারের গন্তব্য নীল জলরাশি "সেন্টমার্টিন" এ। নীলচে পানি, আর পরিষ্কার বালিয়াড়ি ধরে হেঁটে যাওয়া নিঃসন্দেহে এক দারুণ অনুভূতি দিবে।
হুমায়ূন আহমেদ এর এক টুকরো দারুচিনি দ্বীপে ছুটে বেড়িয়ে হতবিহ্বল হয়ে যাবেন। তাহলে চলুন?

** আমরা টেকনাফ- সেন্টমার্টিন রুটের সবচেয়ে প্রিমিয়াম শীপ "বারো আউলিয়া" তে করে যাচ্ছি৷ যা আপনাকে নিরাপদ এবং সবচেয়ে স্বাচ্ছন্দ্য ময় ভ্রমণ অভিজ্ঞতা উপহার দিবে।

**যাত্রা স্থানঃ সেন্টমার্টিন
**যাত্রা শুরুঃ ৫ ই অক্টোবর রাত ৯ টা
**ফেরার দিনঃ ৮ই অক্টোবর সকাল ৬ টা

শুভেচ্ছা মূল্যঃ ৪২০০ টাকা
কাপলঃ ৯৪০০ টাকা(দুইজন)
বুকিং মানিঃ ২০৪০ টাকা(মোবাইল ব্যাংকিং চার্জ সহ) অফেরতযোগ্য

যোগাযোগঃ
স্মরণ আর্য রাজীব - 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

প্যাকেজে যা যা থাকছেঃ
১৷ কুমিল্লা- টেকনাফ- কুমিল্লা বাস ভাড়া
২। টেকনাফ - সেন্টমার্টিন - টেকনাফ জাহাজ ভাড়া
৩। সেন্টমার্টিন এ থাকার হোটেল
৪। ৬ বেলা খাবার

প্যাকেজে যা যা থাকছে নাঃ
১। কোন ব্যাক্তিগত খরচ
২। ছেড়া দ্বীপ যাওয়ার গাড়ি ভাড়া
৩। সেন্টমার্টিন এ কোন অটো ভাড়া

খাবারের তালিকাঃ
১ম দিনঃ
১ম দিনের খাবারঃ
সকালঃ (রুটি/পরটা, ডাল,সবজি)
দুপুরঃ (মুরগি, ভর্তা,ভাজি,ডাল)
রাতঃ (সামুদ্রিক মাছ, ভর্তা,ভাজি, ডাল)

২য় দিনের খাবারঃ
সকালঃ (খিচুড়ি)
দুপুরঃ (মুরগি, সবজি, ভর্তা, ভাত, ডাল)
রাতঃ (সামুদ্রিক মাছ, ভর্তা,ভাজি,ডাল)
**পরিবর্তনযোগ্য

তবে আর দেরি কেন? নীল জলরাশি রোমন্থন করতে খুব দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করুন। আসন সংখ্যা মাত্র ৪০ টি।

18/09/2023

একনজরে দেখে নিন, নাপিত্তাছড়া ও আকিলপুর ভ্রমণের আদ্যোপান্ত। আমাদের ১৫ তম ভ্রমণ সত্যিকার অর্থেই বেশ এডভেঞ্চারাস ও সুন্দর ছিলো।
কেমন হয় যদি ঐ দূর পাহাড়ের পাদ দেশে জীবনের সকল ব্যস্ততা আর পাওয়া না পাওয়ার কথাকে ভুলে গিয়ে ঝর্নার সাথে গানের ছন্দে হারিয়ে যাওয়া যায়? নিজের সক্ষমতার চূড়ান্ত পরীক্ষা, এবং তার সুষম বাস্তবায়নের অন্বেষনে বের হয়ে যাওয়া।
হ্যাঁ, এই অ্যাডভেঞ্চারের স্বাদ নিতেই আমরা যাত্রা করেছিলাম নাপিত্তাছড়া ঝর্ণার উদ্দেশ্যে। বিকেলের সময় টা কেটেছে আকিলপুর সমুদ্র সৈকতে। আপনাদের এখন সেই গল্পই শুনাবো।

পরিকল্পনা, নির্মান ভাবনা ও বাস্তবায়ন: Mansib Zunayed Chowdhury
স্ক্রিপ্ট নির্মান ও ভয়েস ওভার: স্মরণ আর্য রাজীব

12/09/2023

পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গন কখনো মুগ্ধ হয়ে দেখেছেন? চোখের সামনে সারি সারি পাহাড়, আর সেখানে মেঘালয় এর বুক থেকে নেমে আসা স্বচ্ছ, স্নিগ্ধ জলরাশি৷ মুগ্ধতার সংজ্ঞায়ন টা বিছানাকান্দির ঠিক এই জায়গা টি তেই।
সেই সাথে থাকছে, বাংলাদেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট "রাতারগুল"। নির্জন জলারবনে পাখির কলতালি তে নিজের ভেতরের কলতান এর অন্বেষণ তো করা যেতেই পারে। আর মালনীছড়া চা বাগান এর অপূর্ব সুন্দরতার সাথে নিজের অন্তর্নিহিত সুন্দর টাও খুঁজে বের করতে পারেন। আকর্ষণীয় ইভেন্ট হিসেবে থাকছে, নৌপথে রাতারগুল থেকে বিছানাকান্দি ট্রলার ভ্রমণ৷ যেখানে সিলেট এর সীমান্তবর্তী নৌ পথের অনুসন্ধান এবং চারু প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারেন।
হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য পূণ্যভুমি সিলেট এ। দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিজের আসন নিশ্চিত করুন।

**যাত্রা স্থান: বিছানাকান্দি, রাতারগুল, মালনীছড়া চা বাগান, শাহজালাল মাজার

**যাত্রা তারিখ: ২৮ সেপ্টেম্বর, রাত ১১ টা
**ঘুরার দিন: ২৯ সেপ্টেম্বর পুরো দিন
**কুমিল্লা অবস্থান করবো: ৩০ সেপ্টেম্বর ভোর ৫ টায়।

**শুভেচ্ছা মূল্য: ১৮৯৯ টাকা
**বুকিং মানি: ১০২০ টাকা - মোবাইল ব্যাংকিং চার্জ সহ- অফেরতযোগ্য

বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
স্মরণ আর্য রাজীব - 01516536275

আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

**প্যাকেজে যা যা থাকছে:
১। সকল ধরণের ট্রান্সপোর্ট
২। অভ্যন্তরীণ নৌকা ভাড়া
৩। রাতারগুল এর টিকেট ফি
৪। নৌপথে রাতারগুল থেকে বিছানাকান্দি যাওয়ার ট্রলার ভাড়া
৫। সকালের নাস্তা
৬। দুপুরের খাবার
৭। রাতের খাবার

** প্যাকেজে যা যা থাকছে না:
১। কোন ধরণের ব্যাক্তিগত খরচ
২। হাইওয়ে বিরতিতে কোন খরচ
আর বাকি সকল খরচ আমরাই বহন করবো।

তবে আর দেরি কেন? মোহনীয় বিছানাকান্দি, শান্ত স্নিগ্ধ রাতারগুল, বিস্তৃত মালনীছড়া চা বাগান, এবং সন্ধ্যার পরে মাজার জিয়ারত। সব মিলিয়ে একটি ষোল আনা পয়সা উসুল ট্যুর৷ দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিজের আসন নিশ্চিত করুন।

12/09/2023

পাহাড়ের সাথে মেঘের আলিঙ্গন কখনো মুগ্ধ হয়ে দেখেছেন? চোখের সামনে সারি সারি পাহাড়, আর সেখানে মেঘালয় এর বুক থেকে নেমে আসা স্বচ্ছ, স্নিগ্ধ জলরাশি৷ মুগ্ধতার সংজ্ঞায়ন টা বিছানাকান্দির ঠিক এই জায়গা টি তেই।
সেই সাথে থাকছে, বাংলাদেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট "রাতারগুল"। নির্জন জলারবনে পাখির কলতালি তে নিজের ভেতরের কলতান এর অন্বেষণ তো করা যেতেই পারে। আর মালনীছড়া চা বাগান এর অপূর্ব সুন্দরতার সাথে নিজের অন্তর্নিহিত সুন্দর টাও খুঁজে বের করতে পারেন। আকর্ষণীয় ইভেন্ট হিসেবে থাকছে, নৌপথে রাতারগুল থেকে বিছানাকান্দি ট্রলার ভ্রমণ৷ যেখানে সিলেট এর সীমান্তবর্তী নৌ পথের অনুসন্ধান এবং চারু প্রকৃতির সান্নিধ্য লাভ করতে পারেন।
হ্যাঁ, আমাদের এবারের গন্তব্য পূণ্যভুমি সিলেট এ। দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিজের আসন নিশ্চিত করুন।

**যাত্রা স্থান: বিছানাকান্দি, রাতারগুল, মালনীছড়া চা বাগান, শাহজালাল মাজার

**যাত্রা তারিখ: ২৮ সেপ্টেম্বর, রাত ১১ টা
**ঘুরার দিন: ২৯ সেপ্টেম্বর পুরো দিন
**কুমিল্লা অবস্থান করবো: ৩০ সেপ্টেম্বর ভোর ৫ টায়।

**শুভেচ্ছা মূল্য: ১৮৯৯ টাকা
**বুকিং মানি: ১০২০ টাকা - মোবাইল ব্যাংকিং চার্জ সহ- অফেরতযোগ্য

বুকিং সংক্রান্ত ব্যাপারে যোগাযোগ করুন:
স্মরণ আর্য রাজীব - 01516536275
আবদুল্লাহ্ আল ফাহাদ পুলক - 01644-197763

**প্যাকেজে যা যা থাকছে:
১। সকল ধরণের ট্রান্সপোর্ট
২। অভ্যন্তরীণ নৌকা ভাড়া
৩। রাতারগুল এর টিকেট ফি
৪। নৌপথে রাতারগুল থেকে বিছানাকান্দি যাওয়ার ট্রলার ভাড়া
৫। সকালের নাস্তা
৬। দুপুরের খাবার
৭। রাতের খাবার

** প্যাকেজে যা যা থাকছে না:
১। কোন ধরণের ব্যাক্তিগত খরচ
২। হাইওয়ে বিরতিতে কোন খরচ
আর বাকি সকল খরচ আমরাই বহন করবো।

তবে আর দেরি কেন? মোহনীয় বিছানাকান্দি, শান্ত স্নিগ্ধ রাতারগুল, বিস্তৃত মালনীছড়া চা বাগান, এবং সন্ধ্যার পরে মাজার জিয়ারত। সব মিলিয়ে একটি ষোল আনা পয়সা উসুল ট্যুর৷ দ্রুত রেজিষ্ট্রেশন সম্পন্ন করে নিজের আসন নিশ্চিত করুন।

প্রকৃতির শোভা তো আমরা সকলেই কম বেশি উপভোগ করি। স্মৃতি বিজরিত কিছু সফর, আর সেই সফরের স্মৃতিচারণ টাও হয় মুঠোফোনে তোলা ছবিখ...
10/09/2023

প্রকৃতির শোভা তো আমরা সকলেই কম বেশি উপভোগ করি। স্মৃতি বিজরিত কিছু সফর, আর সেই সফরের স্মৃতিচারণ টাও হয় মুঠোফোনে তোলা ছবিখানা দিয়ে।
Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম আপনার সেই স্মৃতিচারণ টাকেই আরো একটু প্রাণবন্ত করতে চায়। আপনার মুঠোফোনে বা ক্যামেরায় তোলা সেই প্রিয় প্রকৃতির ছবিখানা আমাদের এই গ্রুপে পোস্ট করে পেতে পারেন, আসন্ন ট্যুরে নামমাত্র মূল্যে যাওয়ার সুযোগ। কিছু সহজ নিয়ম অনুসরণ করেই আপনি প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারেন। নিন্মে তা বর্ণনা করা হলো।
১। Toc_Photo_Contest এই হ্যাশট্যাগে আপনার তোলা ছবি টি পোস্ট করবেন।
২৷ পোস্টে ছবি তোলার ডিভাইস এবং জায়গা মেনশন করবেন।
৩। পোস্টের কমেন্টবক্সে আপনার ফ্রেন্ডলিস্টের অন্তত ৫ জন কে মেনশন করবেন।
৪। পোস্টটি আপনার প্রোফাইলে শেয়ার করবেন।
ব্যাস এতটুকুই। পোস্টের রিয়েক্ট, কমেন্ট এবং কন্টেস্ট পরিচালনাকারীদের মতামত এর ভিত্তি করে ৩ জন কে নির্বাচন করা হবে।

১ম স্থান অর্জনকারীর জন্য রয়েছে আগামী ২৮ সেপ্টেম্বর সিলেট ভ্রমণে ৬০ শতাংশ ডিস্কাউন্ট।
২য় স্থান অর্জনকারী পাচ্ছেন ৪০ শতাংশ ডিস্কাউন্ট।
৩য় স্থান অর্জনকারী পাচ্ছেন ৩০ শতাংশ ডিস্কাউন্ট।

অংশগ্রহণ এর শেষ সময়ঃ ১৬ সেপ্টেম্বর রাত ১১ টা ৫৯ মিনিট
ফলাফল ঘোষণাঃ ১৭ সেপ্টেম্বর

তবে আর দেরি কেন? আজই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে জিতে নিন পাহাড় এর সাথে মেঘের আলিঙ্গন এবং দেশের একমাত্র স্বীকৃত সোয়াম্প ফরেস্ট রাতারগুল ঘুরে দেখার সুযোগ।

এক বাস ভ্রমণ প্রেমীদের নিয়ে Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম  ১৫ নম্বর ট্যুরে রওনা দিয়েছে নাপিত্তাছড়া ও আকিলপুর সমু...
08/09/2023

এক বাস ভ্রমণ প্রেমীদের নিয়ে Travellers Of Cumilla - ভ্রমনে ভ্রম ১৫ নম্বর ট্যুরে রওনা দিয়েছে নাপিত্তাছড়া ও আকিলপুর সমুদ্র সৈকতের উদ্দেশ্যে।

05/09/2023

একনজরে দেখে নিন, প্রকৃতি কন্যা রাঙামাটির যাত্রা।
আমাদের ১৪ তম ভ্রমণের আদ্যোপান্ত উঠে না আসলেও, উঠে এসেছে, আমাদের ভ্রমণের ধারাবাহিক চিত্র।

অতি সুন্দর এই ভিডিওর নির্মানকারী: Mansib Zunayed Chowdhury

31/08/2023

Address

South Thakur Para, Residential School Road
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 18:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801629756482

Website

Alerts

Be the first to know and let us send you an email when Sweet Forest Flight posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sweet Forest Flight:

Videos

Share

Category