MRP & Epassport Comilla

ই-পাসপোর্টের সচরাচর জিজ্ঞাস্য প্রশ্নসমুহ
https://www.epassport.gov.bd/landing/articles/faq


Apply Your e-Passport Application Here
https://www.epassport.gov.bd/onboarding

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি  হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য জল...
08/11/2024

মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি)

মেশিন রিডেবল পাসপোর্ট বা এমআরপি হচ্ছে এমন একটি পাসপোর্ট যাতে আবেদনকারীর ব্যক্তিগত তথ্য জলছাপের মাধ্যমে ছবির নিচে লুক্বায়িত থাকে এবং একই সঙ্গে এতে থাকে একটি “মেশিন রিডেবল জোন(MRZ)” যা পাসপোর্ট বহনকারীর ব্যক্তিগত তথ্য, বিবরণী ধারণ করে। MRZ লাইনে লুকায়িত তথ্য শুধুমাত্র নির্দিষ্ট মেশিনের মাধ্যমে পড়া যায় ফলে ভ্রমণ ডকুমেন্ট এর নিরাপত্তা বৃদ্ধি পায় এবং MRZ লাইন দ্রুততম সময়ে পড়া যায় ফলে ইমিগ্রেশনে প্রক্রিয়াকরণ সময় কম লাগে। এমআরপি কম্পিউটার এ মুদ্রিত।

কিভাবে করবেন এমআরপি ?

প্রথমে এমআরপি ফরম সংগ্রহ করতে হবে। আঞ্চলিক পাসপোর্ট অফিস থেকে অথবা ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর এর ওয়েবসাইট থেকে আবেদন ফরম সংগ্রহ করুন। (ওয়েব সাইট হতে সংগ্রহকৃত/অনলাইনে আবেদনকৃত ফরমটি অবশ্যই উভয় পেজে প্রিন্ট করতে হবে)
অথবা online এ আবেদন করুন । (শুধুমাত্র নতুন আবেদনের ক্ষেত্রে online পদ্ধতি ব্যবহার করুন)
আবেদন ফরম পূরণ করার আগে আবেদনপত্রে উল্লিখিত নির্দেশাবলী ভালভাবে পড়ুন। নির্দেশাবলী অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র/দলিলপত্রাদি সংযুক্ত করুন।
ব্যাংকে পাসপোর্টের নির্ধারিত ফি প্রদান করে ব্যাংক ভাউচার আবেদন ফরম এর সঙ্গে সংযুক্ত করুন।
পূরণকৃত ফরম সংশ্লিষ্ট আঞ্চলিক পাসপোর্ট অফিসে উপস্হিত হয়ে জমা দিন।
প্রয়োজনীয় তথ্য:
সরকারি কর্মকর্তা/ কর্মচারী, সরকারি চাকরিজীবীগণের স্বামী/স্ত্রী এবং তাদের নির্ভরশীল ১৫ (পনের) বছরের কম বয়সী সন্তান, ৫ (পাঁচ)/১০ (দশ) বৎসরের অতিক্রান্ত, সমর্পণকৃত (সারেন্ডারড)দের জন্য একটি ফরম ও অন্যান্যদের ক্ষেত্রে নতুন পাসপোর্টের জন্য ২ (দুই) কপি পূরণকৃত পাসপোর্ট ফরম দাখিল করতে হবে।
অপ্রাপ্তবয়স্ক (১৫ বছরের কম) আবেদনকারীর ক্ষেত্রে আবেদনকারীর পিতা ও মাতার একটি করে রঙিন ছবি (৩০ x ২৫ মিঃমিঃ) আঠা দিয়ে লাগানোর পর সত্যায়ন করতে হবে।
জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধন সনদ এবং প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক টেকনক্যাল সনদসমূহের (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ড্রাইভার ইত্যাদি) সত্যায়িত ফটোকপি।
যে সকল ব্যক্তিগণ পাসপোর্টের আবেদনপত্র ও ছবি প্রত্যায়ন ও সত্যায়ন করতে পারবেন – সংসদ সদস্য, সিটি কর্পোরেশনের মেয়র, ডেপুটি মেয়র ও কাউন্সিলরগণ, গেজেটেড কর্মকর্তা, পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান, পৌরসভার মেয়র ও পৌর কাউন্সিলরগণ, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, বেসরকারি কলেজের অধ্যক্ষ, বেসরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক, নোটারী পাবলিক ও আধাসরকারি/স্বায়ত্তশাসিত/রাষ্ট্রায়ত্ত সংস্থার জাতীয় বেতন স্কেলের ৭ম ও তদুর্ধ্ব গ্রেডের গ্রেডের কর্মকর্তাগণ।
সরকারি কর্মকর্তা/কর্মচারী ও তাদের স্বামী/স্ত্রী এবং সরকারি চাকুরীজীবিগণের ১৫ (পনের) বৎসরের কম বয়সের সন্তান সাধারণ ফি জমা করে জরুরী সুবিধা পাবেন।
প্রযোজ্য ক্ষেত্রে প্রাসঙ্গিক জিও (GO)/এনওসি(NOC) দাখিল করতে হবে।
অবসরপ্রাপ্ত সরকারি চাকুরীজীবি ও তাদের নির্ভরশীল স্বামী/স্ত্রী সাধারণ ফি প্রদান করে জরুরী সুবিধা পাবেন। এক্ষেত্রে অবসর গ্রহণের সনদ দাখিল করতে হবে।
পাসপোর্ট সমর্পণকৃতদের (সারেন্ডারড) আবেদনপত্রের সাথে অবশ্যই পূর্বের পাসপোর্ট নিয়ে আসতে হবে।
কূটনৈতিক পাসপোর্ট লাভের যোগ্য আবেদনকারীগণকে পূরণকৃত ফরম ও সংযুক্তিসমূহ পররাষ্ট্র মন্ত্রনালয়ে জমা দিতে হবে।
শিক্ষাগত বা চাকুরীসূত্রে প্রাপ্ত পদবীসমূহ (যেমন ডাক্তার, ইঞ্জিনিয়ার, ডক্টর, পিএইচডি ইত্যাদি) নামের অংশ হিসেবে পরিগণিত হবে না। ফরমের ক্রমিক নং ৩ পূরনের ক্ষেত্রে, একাধিক অংশ থাকলে প্রতি অংশের মাঝখানে ১টি ঘর শূন্য রেখে পূরণ করতে হবে। আবেদনকারীর পিতা, মাতা, স্বামী/স্ত্রী মৃত হলেও তার/তাদের নামের পূর্বে ‘মৃত/মরহুম/Late’ লেখা যাবে না।
ছবি তোলার সময় সাদা পোশাক, সাদা ‍টুপি এবং চোখে চশমা পরা যাবে না।
ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পুর্বে একটি প্রাক ডেলিভারী রশিদ প্রদান করা হয় যাতে পাসপোর্ট এ প্রদর্শিত সকল তথ্য দেওয়া থাকে। উক্ত রশিদে আপনার তথ্য সঠিক আছে কিনা যাচাই করে নিন এবং কোন তথ্য ভুল থাকলে সংশ্লিষ্ট অপারেটরকে জানিয়ে তাৎক্ষণিক সংশোধন করে নিতে পারবেন। উল্লেখ্য যে, পাসপোর্ট আবেদনকারীর ছবি, স্বাক্ষর ও আঙ্গুলের ছাপ প্রদানের পর মূল ডেলিভারী রশিদ প্রদান করা হয় এবং এরপর সংশোধনের আর কোন সুযোগ থাকে না। অতএব, কাউন্টার ত্যাগের পূর্বে আপনার তথ্য যাচাই করে ডেলিভারী রশিদ বুঝে নিন।
www.passport.gov.bd এই ঠিকানায় প্রবেশ করে Application Status অপশন থেকে ডেলিভারী রশিদে প্রদত্ত আপনার Enrolment ID এবং Date of Birth প্রদান করে আবেদনের বর্তমান অবস্থা জেনে নিতে পারবেন।
বিঃ দ্রঃ ইমিগ্রেশন ও পাসপোর্ট অধিদপ্তর নিয়ন্ত্রণাধীন প্রতিটি বিভাগীয়/আঞ্চলিক পাসপোর্ট অফিসে মুক্তিযোদ্ধা, বৃদ্ধ নাগরিক, অসুস্থ ব্যক্তি ও প্রতিবন্ধী নাগরিকদের জন্য আলাদা কাউন্টারে আবেদন করার ব্যবস্থা আছে।
machine readable passport (mrp)
3machine ( )
#মেশিন #রিডেবল #পাসপোর্ট ( #এমআরপি)
@

👉 পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে :👉 Documents need to be carried w...
19/01/2023

👉 পাসপোর্ট অফিসে আবেদনপত্র জমা দেওয়ার সময় যে সকল প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে হবে :
👉 Documents need to be carried while enrolment at Passport offices.

👉 প্রয়োজনীয় কাগজপত্র:

১। আবেদনপত্রের সারংশের প্রিন্ট কপি (অ্যাপয়েন্টমেন্ট সহ)
২। সনাক্তকরণ নথির প্রিন্ট কপি (জাতীয় পরিচয় পত্র/ জন্ম নিবন্ধন নং)
৩। পেমেন্ট স্লিপ
৪। পূর্ববর্তী পাসপোর্ট এবং ডাটা পেজের প্রিন্ট কপি (যদি থাকে)
৫। সরকারি চাকরিজীবীদের ক্ষেত্রে GO/NOC (যদি থাকে)
৬। তথ্য সংশোধনের ক্ষেত্রে প্রয়োজনীয় কাগজপত্র(যদি থাকে)
৭। আবেদনপত্রের প্রিন্ট কপি

👉 Required documents:

1.Printed application summary incl. appointment(if any)
2.Identification documents (NID card or Birth certificate)
3.Payment Slip
4.Previous Passport (if any)
5.GO/NOC for govt. service holder(if any)
6.Further documents depends on application nature/correction
7.Printed application form

Last updated: 12 আগস্ট 2021



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


মহান বিজয়ের মাসে অদ্য ০১ ডিসেম্বর থেকে কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য চালু হলো “ক্ষুদে বার্তা” সেবা।এই সেবার মা...
02/12/2022

মহান বিজয়ের মাসে অদ্য ০১ ডিসেম্বর থেকে কুমিল্লার পাসপোর্ট সেবা গ্রহীতাদের জন্য চালু হলো “ক্ষুদে বার্তা” সেবা।এই সেবার মাধ্যমে সেবা প্রত্যাশী আবেদনকারী তার আবেদীত পাসপোর্টের সর্বশেষ অবস্থা সম্পর্কে ক্ষুদে বার্তার মাধ্যমে অবগত হতে পারবেন।

সাধারণত কোন আবেদনকারী পাসপোর্ট অফিসে পাসপোর্ট এর জন্য আবেদন দাখিল করলে তার আবেদন ফরমটি কোথায়, কি অবস্থায় আছে তা জানার জন্য দূর-দূরান্ত হতে শহরে এসে বিভিন্ন দপ্তরে যাতায়ত করেন।এতে করে সেবা প্রত্যাশী সাধারণ মানুষ আর্থিক খরচের মধ্যে পড়েন এবং অনেক শ্রম ঘন্টা নষ্ট হয়। এই ধরণের বিড়ম্বনা বন্ধে কুমিল্লা জেলার পুলিশ সুপার একটি বিশেষ অ্যাপ চালু করেন।

উক্ত অ্যাপের মাধ্যমে পাসপোর্ট আবেদনকারীর ফরমটি পাসপোর্ট অফিস থেকে তদন্তের জন্য পুলিশ গ্রহণ করা মাত্রই আবেদনকারীর দাখিলকৃত মোবাইল নাম্বারে তদন্তকারী অফিসারের নাম, ইউনিট ও মোবাইল নাম্বার সহকারে একটি ক্ষুদে বার্তা পৌঁছে যাবে। উক্ত ক্ষুদে বার্তার সূত্র ধরে আবেদনকারী জানতে পারবেন তার আবেদনটি তদন্তের জন্য কোন অফিসার এর নিকট আছে। আবেদনকারীর দাখিলকৃত তথ্য যাচাই-বাছাই শেষে তদন্ত প্রতিবেদন দাখিল করা হলে পুনরায় আবেদনকারী তার দাখিলকৃত মোবাইল নাম্বারে তার আবেদনটি তদন্ত শেষে সংশ্লিষ্ট পাসপোর্ট অফিসে দাখিল করা হয়েছে মর্মে একটি ফিরতি ক্ষুদে বার্তা পাবেন। এক্ষেত্রে পাসপোর্ট আবেদনকারীগণ খুব সহজেই কোন প্রকার বিড়ম্বনা ছাড়াই তার পাসপোর্ট এর তদন্ত সংক্রান্ত সর্বশেষ অবস্থা জানতে পারবেন।

কুমিল্লা জেলা পুলিশের এ উদ্যোগ ডিজিটাল বাংলাদেশ গড়া ও রুপ কল্প ২০৪১ এর উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ এর একটি প্রয়াস।



াসপোর্ট_তথ্য_সেবা

াসপোর্ট_কুমিল্লা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট

ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ     াসপোর্ট_তথ্য_সেবা      #বার্থ_সার্টিফিকেট #জন্ম_নিবন্ধন  #হেল্পলাইন ...
08/11/2022

ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


🔵  #বর্তমানে_ই_পাসপোর্ট_ফি_কত❓🔵  ❓➖➖➖➖➖➖➖➖➖➖➖⭕ Regular Delivery: Within 15 Working days / 21 days from the biometric enr...
10/10/2022

🔵 #বর্তমানে_ই_পাসপোর্ট_ফি_কত❓
🔵 ❓
➖➖➖➖➖➖➖➖➖➖➖
⭕ Regular Delivery: Within 15 Working days / 21 days from the biometric enrolment date.

⭕ Express Delivery: Within 7 Working days / 10 days from the biometric enrolment date.

⭕ Super Express Delivery: Within 2 Working days from the biometric enrolment date.

⭕ Govt employees who have NOC/Retired doc (PRL) will get Express facilities with Regular fees/Super-Express facilities with Express fees .

e-Passport fees for inside Bangladesh (Including 15% VAT)

👉 e-Passport with 48 pages and 5 years validity

Regular delivery: TK 4,025
Express delivery: TK 6,325
Super Express delivery: TK 8,625

👉 e-Passport with 48 pages and 10 years validity

Regular delivery: TK 5,750
Express delivery: TK 8,050
Super Express delivery: TK 10,350

👉 e-Passport with 64 pages and 5 years validity

Regular delivery: TK 6,325
Express delivery: TK 8,625
Super Express delivery: TK 12,075

👉 e-Passport with 64 pages and 10 years validity

Regular delivery: TK 8,050
Express delivery: TK 10,350
Super Express delivery: TK 13,800
🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹🔹
NB:
Last updated: 15 September 2022

ePassport fees can be paid in the following ways:

1. Online: Through " "
To check and download online payment slip( ) Click Here
2. Offline: Can be paid at any government or private banks through A-Challan.
To check and download offline payment slip( ) Click Here



াসপোর্ট_তথ্য_সেবা





#বার্থ_সার্টিফিকেট
#জন্ম_নিবন্ধন

#হেল্পলাইন


#ইপাসপোর্ট
#পাসপোর্ট


জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস আজজন্মসনদে ভুল, সংশোধন চেয়ে লাখ লাখ আবেদনজন্ম ও মৃত্যুসনদের তথ্যের সংশোধন চেয়ে ২৪ লাখ ৯১ হাজার...
06/10/2022

জন্ম ও মৃত্যুনিবন্ধন দিবস আজ
জন্মসনদে ভুল, সংশোধন চেয়ে লাখ লাখ আবেদন
জন্ম ও মৃত্যুসনদের তথ্যের সংশোধন চেয়ে ২৪ লাখ ৯১ হাজার ৫৪৬ আবেদন জমা পড়েছে।
* প্রথম আলো

24/08/2022

NID তে ভুল থাকলে, আপনার সার্টিফিকেট অনুযায়ী এনআইডি কারেকশন করে নিন তারপর আবেদন করুন, ধন্যবাদ

16/08/2022

এখন থেকে জন্মনিবন্ধন করতে মা-বাবার জন্মসনদ আর লাগবে না।
সূত্রঃ প্রথম আলো।

 #ভিসা_ছাড়া_৪০টি_দেশে_ভ্রমণ_করতে_পারেন #শক্তিশালী_পাসপোর্টের_তালিকায় পাঁচ ধাপ এগিয়ে  #বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ...
07/08/2022

#ভিসা_ছাড়া_৪০টি_দেশে_ভ্রমণ_করতে_পারেন
#শক্তিশালী_পাসপোর্টের_তালিকায় পাঁচ ধাপ এগিয়ে #বাংলাদেশ। যুক্তরাজ্যভিত্তিক প্রতিষ্ঠান দ্য হেনলি অ্যান্ড পার্টনারসের প্রকাশিত সূচকে এ তথ্য উল্লেখ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, শক্তিশালী পাসপোর্ট সূচকে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে ১০৩তম অবস্থানে রয়েছে লিবিয়া ও কসোভো।

এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া ৪০টি দেশে ভ্রমণ করতে পারেন। সর্বশেষ গত বছরের অক্টোবরে এ পাসপোর্ট সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১০৮তম। এর আগে গত বছরের জুলাইয়ে ১০৬ ও এপ্রিলে অবস্থান ছিল ১০০তম। এপ্রিলে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৪১টি দেশে ভ্রমণ করা যেত।

এক যুগের বেশি সময় ধরে এ বিষয়ে গবেষণা ও সূচক প্রকাশ করে আসছে দ্য হেনলি অ্যান্ড পার্টনারস। কোন দেশের পাসপোর্ট দিয়ে আগাম ভিসা ছাড়াই কতটি দেশে যাওয়া যায়, মূলত তার ওপর ভিত্তি করে শক্তিশালী পাসপোর্টের এ সূচক তৈরি করা হয়। তিন মাস অন্তর এ সূচক প্রকাশ করে হেনলি অ্যান্ড পার্টনারস।

সর্বশেষ প্রকাশিত পাসপোর্ট সূচকে দক্ষিণ এশিয়ার দুটি দেশ বাংলাদেশের পেছনে অবস্থান করছে। এর মধ্যে পাকিস্তান ১০৮তম ও নেপাল ১০৫তম। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট মালদ্বীপের। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া ৮৮টি দেশে ভ্রমণ করতে পারেন।

বর্তমানে সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হচ্ছে জাপানের। জাপানের সঙ্গে শীর্ষে রয়েছে সিঙ্গাপুরও। দেশ দুটির নাগরিকেরা আগাম ভিসা ছাড়াই ১৯২টি দেশে ভ্রমণ করতে পারবেন। এরপর যৌথভাবে দ্বিতীয় অবস্থানে রয়েছে জার্মানি ও দক্ষিণ কোরিয়া। এই দুই দেশের পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ১৯০টি দেশে যাওয়া যায়।

সর্বশেষ প্রকাশিত পাসপোর্টের সূচকে সাত ধাপ এগিয়ে ৮৩তম অবস্থানে উঠে এসেছে ভারত। দেশটির পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া ৬০টি দেশে যাওয়া যায়। আর তালিকায় ১১১তম হয়ে সর্বনিম্ন অবস্থানে রয়েছে আফগানিস্তান। দেশটির পাসপোর্টধারীরা আগামী ভিসা ছাড়া মাত্র ২৬টি দেশে ভ্রমণ করতে পারেন।

 #পাসপোর্ট_ফি_সংক্রান্তLast updated: 28 জুলাই 2022 াসপোর্ট_ফি_খরচ_নিম্নরূপ:-ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যা...
02/08/2022

#পাসপোর্ট_ফি_সংক্রান্ত
Last updated: 28 জুলাই 2022

াসপোর্ট_ফি_খরচ_নিম্নরূপ:-
ই-পাসপোর্ট ফি নিম্নোক্ত উপায়ে প্রদান করা যাবেঃ
১। অনলাইনঃ (অনিবার্য কারণবশত বর্তমানে অনলাইন পেমেন্ট সেবাটি বন্ধ রয়েছে।)
২। অফলাইনএ-চালানের মাধ্যমে দেশের সকল সরকারি অথবা বেসরকারি ব্যাংক থেকে পরিশোধ করা যবে।

বি:দ্র:
নিয়মিত বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ১৫ কর্মদিবস /২১ দিনের মধ্যে।
জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ৭ কর্মদিবস / ১০ দিনের মধ্যে।
অতীব জরুরী বিতরণ: বায়োমেট্রিক এনরোলমেন্টের তারিখ হতে ২ কর্মদিবসের মধ্যে।
সরকারি চাকরিজীবি যাদের এনওসি(NOC) /অবসর সনদ (PRL) রয়েছে তারা নিয়মিত ফি জমা দেওয়া সাপেক্ষে জরুরী সুবিধা পাবেন।

বাংলাদেশের অভ্যন্তরে আবেদনের ক্ষেত্রে (১৫% ভ্যাট সহ):

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৪,০২৫ টাকা
জরুরী বিতরণ: ৬,৩২৫ টাকা
অতীব জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্
নিয়মিত বিতরণ: ৫,৭৫০ টাকা
জরুরী বিতরণ: ৮,০৫০ টাকা
অতীব জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৬,৩২৫ টাকা
জরুরী বিতরণ: ৮,৬২৫ টাকা
অতীব জরুরী বিতরণ: ১২,০৭৫ টাকা

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৮,০৫০ টাকা
জরুরী বিতরণ: ১০,৩৫০ টাকা
অতীব জরুরী বিতরণ: ১৩,৮০০ টাকা

বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (সাধারণ আবেদনকারী) :

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১০০ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ১৫০ মার্কিন ডলার

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্
নিয়মিত বিতরণ: ১২৫ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ১৭৫ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার

বিদেশস্থ বাংলাদেশ মিশন হতে আবেদনের ক্ষেত্রে (শ্রমিক ও ছাত্র) :

৪৮ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ৩০ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ৪৫ মার্কিন ডলার

৪৮ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্
নিয়মিত বিতরণ: ৫০ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ৭৫ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা এবং ৫ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১৫০ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ২০০ মার্কিন ডলার

৬৪ পৃষ্ঠা এবং ১০ বছর মেয়াদ সহ পাসপোর্ট
নিয়মিত বিতরণ: ১৭৫ মার্কিন ডলার
জরুরী বিতরণ: ২২৫ মার্কিন ডলার

-Passport_official_fees
‑Passport Portal

 #ঘোষণা - বিশেষ আনন্দের সাথে সকলকে জানানো যাচ্ছে যে আজ হতে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট আবেদন উন্মুক্ত হয়েছে। জনগণ এখন চাইলে ২ হা...
02/08/2022

#ঘোষণা - বিশেষ আনন্দের সাথে সকলকে জানানো যাচ্ছে যে আজ হতে ৪৮ পৃষ্ঠার পাসপোর্ট আবেদন উন্মুক্ত হয়েছে। জনগণ এখন চাইলে ২ হাজার টাকা কমে সাশ্রয়ী খরচে ৪৮ পৃষ্ঠার আবেদন করতে পারবেন।
অপরদিকে আমাদের মেরামত কার্যক্রম সফল ভাবে সম্পন্ন হয়েছে। এতদিন মেরামত কার্যক্রনের কারণে বিনামূল্যে সেবাদান বিঘ্নিত হলেও আমরা বিনামূল্যে নাগরিক সহায়তা সেবা বন্ধ না করে সীমিত আকারে যতটুকু সম্ভব পরিচালনা করেছি। সীমিত আকারে হওয়ার কারণে কিছু নাগরিক কাঙ্ক্ষিত সেবা পাননি, যার জন্য আমরা আন্তরিক ভাবে দুঃখিত। এখন থেকে আবার সম্পূর্ণভাবে সহায়তা সেবা কার্যক্রম পরিচালিত হবে। ধন্যবাদ সহায়তা ও উন্নয়নের পথে আমাদের পাশে থাকার জন্য।

যেকোন বিষয়ে প্রশ্ন/পরামর্শ/অভিযোগ থাকলে নিশ্চিন্তে মেসেজ পাঠাবেন। সম্পূর্ণ বিনামূল্যে সর্বাত্মক তথ্যগত সহায়তা সেবা প্রদান করা হবে।

#48

আসসালামু আলাইকুম,,!! সকলের দৃষ্টি আকর্ষন করছি!!! এই পাসপোর্ট টি চরকালিকাপুর (তাল্লুক) এ পাওয়া গেছে!!!! এই পাসপোর্ট টির ম...
02/08/2022

আসসালামু আলাইকুম,,!! সকলের দৃষ্টি আকর্ষন করছি!!! এই পাসপোর্ট টি চরকালিকাপুর (তাল্লুক) এ পাওয়া গেছে!!!! এই পাসপোর্ট টির মালিক কে যদি কেউ চিনে থাকেন তাহলে ( 01934189355 ) এই নাম্বারে যোগাযোগ করে লোকটির পাসপোর্ট টি ফিরে পেতে,, সহযোগিতা করার অনুরোধ রইল!!!! ধন্যবাদ সকলকে!!!

22/07/2022

ভিসা ছাড়া বাংলাদেশী পাসপোর্টধারীরা একচল্লিশটা দেশ ভ্রমন করতে পারবেন!

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট রি-ইস্যুর জটিলতায় বিপাকে পড়েছে। ই-পাসপোর্ট ও মে...
15/07/2022

ইউরোপের বিভিন্ন দেশে অবস্থান করা ৬০ হাজার প্রবাসী বাংলাদেশি পাসপোর্ট রি-ইস্যুর জটিলতায় বিপাকে পড়েছে। ই-পাসপোর্ট ও মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) রি-ইস্যুর ক্ষেত্রে দেশের অভ্যন্তরে এক নিয়ম হলেও প্রবাসীদের ক্ষেত্রে আরেক নিয়ম আরোপ করা হয়েছে। ফলে ইউরোপের ইটালি, স্পেন, ইংল্যান্ড, গ্রিস, সুইডেন, জার্মানিসহ বেশ কয়েকটি দেশে অবৈধ বাংলাদেশিদের জীবনে হতাশা নেমে এসেছে।

ইউরোপের বিভিন্ন দেশের এসব অবৈধ প্রবাসীরা বলছেন, যেভাবেই হোক আমরা তো কাজের জন্য ইউরোপের বিভিন্ন দেশে ঢুকে পড়েছি। এখন নতুন পাসপোর্ট ছাড়া আমাদের খণ্ডকালীন কাজের কোনো অনুমতি মিলবে না। এমনকি ঐসব দেশে থাকতে গেলে বাংলাদেশের পাসপোর্ট দেখাতে হবে। তাহলে কাজের অনুমতি মিলবে। দেশে রেমিট্যান্স পাঠাতে পারবেন।

ইমিগ্রেশন অ্যান্ড পাসপোর্ট অধিদপ্তর (ডিআইপি) সূত্র জানায়, আগের পাসপোর্টের তথ্যের সঙ্গে বর্তমান এনআইডি ও বিআরসির (জন্ম নিবন্ধন সনদ) তথ্যে গরমিল থাকায় নতুনভাবে পাসপোর্ট করতে গিয়ে বিপাকে পড়েছেন ইউরোপের ৬০ হাজার প্রবাসী। অথচ দেশের অভ্যন্তরে এনআইডি, বিআরসি ও যৌক্তিক প্রমাণাদি দিয়ে সহজেই তথ্য পরিবর্তন-সংশোধন করে এমআরপি রি-ইস্যু করতে পারছেন সবাই। যাদের এমআরপির মেয়াদ শেষ হয়ে গেছে, তারা ই-পাসপোর্ট নিতে পারছেন।

জানা গেছে, ২০২১ সালের ২৮ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগ থেকে জারি হওয়া পরিপত্রে উল্লেখ করা হয়, তথ্য সংশোধনপূর্বক দেশে ও বিদেশে পাসপোর্ট রি-ইস্যুর আবেদনে নাম (নিজ, বাবা, মা) পরিবর্তনের ক্ষেত্রে এনআইডি, বিআরসি কিংবা শিক্ষা সনদপত্র বিবেচনা করতে হবে এবং বয়স পরিবর্তনের ক্ষেত্রে সর্বোচ্চ ৫ বছরের ব্যবধান পর্যন্ত বিবেচনা করা যাবে। এরপরে একই বছরের ৯ ডিসেম্বর একই বিভাগ থেকে জারি করা আরেকটি পরিপত্রে উল্লেখ করা হয়, বাংলাদেশের অভ্যন্তরে পাসপোর্টের জন্য আবেদনকারীরা এনআইডি ও পাসপোর্টের মধ্যে তথ্যের গরমিল হলে যথাযথ প্রমাণের ভিত্তিতে প্রদত্ত তথ্য (নাম, বাবা-মায়ের নাম, বয়স ইত্যাদি) অনুযায়ী পাসপোর্ট দেওয়া যাবে।

পরের পরিপত্রে প্রবাসীদের কথা উল্লেখ না থাকায় বিপাকে পড়ছেন প্রবাসীরা। তারা এই পরিপত্র সংশোধন করার জোর দাবি তুলছেন। তারা বলছেন, যারা বিদেশে মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠাচ্ছেন, তাদের জন্য আইনটি অবশ্যই সহজ হওয়া উচিত। তারা অচিরেই এ সমস্যার সমাধান চান। তারা এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সুদৃষ্টি কামনা করেছেন।

প্রবাসীদের এ সমস্যা সমাধানের বিষয়ে জানতে চাইলে পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল আইয়ূব চৌধূরী বলেন, যারা যে তথ্যে পাসপোর্ট নিয়ে প্রবাসে অবস্থান করছেন, তারা শুধু তাদের তথ্য সংশোধন করতে পারবেন কিন্তু পরিবর্তন নয়। আমরা দেখেছি অনেকে বিদেশে গিয়ে রাতারাতি তথ্য পরিবর্তন করে আবেদন করছেন, তাদের পাসপোর্ট পাওয়ার ক্ষেত্রে জটিলতা দেখা দেওয়াটা খুবই স্বাভাবিক। কারণ আমাদের তথ্য ভান্ডারে থাকা আগের তথ্যের সঙ্গে বর্তমান দেওয়া তথ্যের কোনো মিল নেই।

22/06/2022

🔴🟠🟡 #বিশেষ_ঘোষণা
সিলেট থেকে সুনামগঞ্জ যারা ত্রান নিয়ে যাবেন, সিলেট কুমারগাও বাস স্টেশন হতে ফ্রীতে তাদের ত্রাণ সুনামগঞ্জ নতুন বাস স্টেশন নিতে পারবেন, কোনো ভাড়া লাগবেনা।

এবং ভাড়ার অভাবে কেউ যদি সুনামগঞ্জ যেতে না পারেন, কুমারগাঁও বাস স্টেশন আসবেন আপনাকে ফ্রীতে সুনামগঞ্জ পৌঁছে দেয়া হবে।

সৌজন্যেঃ সুনামগঞ্জ - সিলেট সড়ক পরিবহন মালিক সমিতি।
যোগাযোগ ০১৭১১ ০৫৯৬৩৪
০১৭২৭ ৫৩৫৯৯৯

বি দ্রঃ আগামীকাল হতে সুনামগঞ্জ সিলেট রোডে বাস চলাচল করবে৷
কাউন্টারও খোলা থাকবে৷

বন্যা কবলিত এলাকায় অনেকের হাতে টাকা আছে কিন্তু খাদ্য নেই। পরনের কাপড় চোপর পানিতে ভিজে একাকার। সরকারি ত্রাণ মানে আপনার ন্...
22/06/2022

বন্যা কবলিত এলাকায় অনেকের হাতে টাকা আছে কিন্তু খাদ্য নেই। পরনের কাপড় চোপর পানিতে ভিজে একাকার।

সরকারি ত্রাণ মানে আপনার ন্যায্য প্রাপ্যতা ।
জীবন বাঁচাতে লজ্জা কেন ???

👉  ?👉 #ইপাসপোর্ট_আবেদন ?👉 #জন্ম_নিবন্ধন?👉 ?👉 ?✔️ E-passport  সম্পর্কিত অভিজ্ঞতা এবং তার বিস্তারিত আলোচনা।  চেষ্টা করবো স...
22/06/2022

👉 ?
👉 #ইপাসপোর্ট_আবেদন ?
👉 #জন্ম_নিবন্ধন?
👉 ?
👉 ?
✔️ E-passport সম্পর্কিত অভিজ্ঞতা এবং তার বিস্তারিত আলোচনা। চেষ্টা করবো সকল খুটিনাটি বিষয় তুলে ধরার জন্যে। কোন কিছু বাদ পড়ে গেলে অথবা জানতে চাইলে কমেন্টস করে জানাবেন। চেষ্টা করবো উত্তর দেয়ার

🔴 Topic 1 : Online Registration

🔵 আগের MRP পাসপোর্টের মতো e-passport এর ক্ষেত্রে হাতে লেখা এপ্লিকেশন গ্রহনযোগ্য নয়। তাই আপনাকে epassport এর www.epassport.gov.bd ওয়েবসাইটে গিয়ে ফরম ফিল আপ করতে হবে।
এটি খুবই সহজ যা আপনি নিজেই করতে পারবেন। তাই অযথা দোকানে গিয়ে ৩০০/৪০০ টাকা খরচ করার মানে হবে না। যদি একান্ত নাই পারেন তবে সাহায্য নিন কোন অভিজ্ঞ লোকের। কোন ভাবে ভুলও করা চলবে না। একটু সর্তক হতে হবে।

🔵 সকল তথ্য আপনার জন্ম নিবন্ধন সার্টিফিকেট অথবা NID Card অনুসারে দিবেন। NID যদি নির্ভুল হয় তবেই ওখানে যা থাকবে তাই হুবুহু application form এ ফিল আপ করবেন।

🔵 NID তে ভুল থাকলে তা আগারগাঁও ভোটার অফিসে গিয়ে ঠিক করে নিন। বেশি সময় লাগবে না আসা করি। তারপর E-passport এ সঠিক তথ্য দিয়ে ফর্মটি ফিল আপ করুন।

🔵 NID অনলাইন কপি গ্রহনযোগ্য নয়। তাই আগারগাঁও অথবা আপনার এলাকার ভোটার অফিসে গিয়ে বলুন ওরা আপনাকে অস্থায়ী NID প্রদান করবে

🔵 ভোটার স্লিপ হারিয়ে গেলে থানায় জিডি করুন। এবং জিডির কপি ভোটার অফিসে নিয়ে যান NID পেয়ে যাবেন

🔵 NID card থাকলে Birth certificate লাগবে না

🔴 Topic 2 - Old Passport Holder

🔵 যদি আগের পাসপোর্ট থাকে এবং সেখানে যদি ভুল থাকে তাহলে E-passport এ ভুল সংশোধন করে সঠিক তথ্যটি Application form এ দিন। অর্থাৎ আপনি নতুন পাসপোর্টে ভুল সংশোধন করতে পারবেন।

🔵 তবে Permanent Address সঠিক করতে চাইলে Police clearance certificate এর প্রয়োজন পড়তে পারে।

🔵 Present Address পরিবর্তনে কোনো বাধা নেই। এতে কোন নিয়মনিতির প্রয়োজন হবে না। আপনি স্বাধীন ।

🔵 Signature পরিবর্তন করতে পারবেন

🔵 বাবা মায়ের নাম ভুল থাকলে পরিবর্তন করতে পারবেন

🔵 হারিয়ে যাওয়া পাসপোর্টের জন্যে থানায় জিডি করুন এবং জিডির অরজিনাল ও ফটোকপি সাথে নিয়ে যাবেন

🔵 পাসপোর্টের মেয়াদ শেষ হয়নি তবে E-passport নিবেন সেটাও সম্ভব।
তবে Reason For reissue তে ফর্মে conversion To E-passport select করুন


🔴 Topic 3 - New passport issue

🔵 এক্ষেত্রে আপনাকে NID/Bith Certificate নিতে হবে

🔵 NID না থাকলে অথবা ১৮ বছরের নিচে হলে বাবা মায়ের NID লাগবে

🔵 খেয়াল রাখবেন বাবা মায়ের NID এর সাথে যেন আপনার Birth certificate এর তথ্য ঠিক থাকে। না থাকলে আগে ঠিক করুন

🔵 Police clearance certificate লাগবে
police verification হবে

🔵 Application এ সব তথ্য আপনার সকল সার্টিফিকেটের সাথে মিলিয়ে দিন। মনে রাখবেন আপনার পাসপোর্টের সাথে আপনার বাবা মায়ের তথ্য ভুল থাকলে ভবিষ্যতে তাদের বিদেশ নিয়ে যেতে সমস্যায় পরবেন ।

🔴 যা যা সাথে নিবেন

🔴 New passport holder

1. NID/Birth certificate ORGINAL + Copy
2. Pre-police clearance certificate
3. Bank Payment slip main
4. Electricity/utility bill copy for present address ( অনেক সময় প্রয়োজন হয়)
5. Students/Job ID copy (not mandatory but carry it)
6. Parents NID copy
7. Under 6 years old শিশুদের জন্যে পাসপোর্ট সাইজ ছবি তুলে নিয়ে যেতে হবে (মাথা শরীর সোজা রেখে ছবি তুলবেন নয়তো আবার তোলাবে)

🔴 Topic 6- Bank payment

🔷 ONE Bank, Premier Bank, Sonali Bank, Trust Bank, Bank Asia, Dhaka Bank
এই ব্যাংক গুলোতে টাকা জমা দিতে পারবেন

🔷 টাকা জমা দেয়ার পর আপনাকে একটি online copy দিবে। সেখানে paymen id and details থাকবে ওটা application form এ লিখুন

🔷 Payment Slip টি আঠা দিয়ে application form এর উপর লাগাতে হবে

🔴 NOTICE

1. প্রতিদিন ২০০ জনকে Appointment (ছবি তোলার তারিখ) দেয়া হয়।

2. আপনি অন্তত ২ মাস আগে Application fillup না করলে কখনোই date পাবেন না বলে মনে করতে পারেন ।

3.যদি না পেয়ে থাকেন তাহলে emergency passport করুন।
নয়তবা প্রতিদিন অনেক মানুষ Application form জমা দেয় না। আপনি passport অফিসে গিয়ে সিরিয়াল দেয়ার জন্যে বসে থাকা সেনাদের রিকোয়েস্ট করুন সিরিয়াল পেলেও পেতে পারেন। ভাগ্য

4. Application Form এ যেকোন ভুল হলে ৪০১ নং রুমে গিয়ে ঠিক করতে পারবেন। ভয়ের কারন নেই

5. আপনার appointment সময় হতে ২ ঘন্টা আগে Passport office এ চলে যান. সেখানে আর্মি সেনারা আপনাকে সিরিয়াল নাম্বার দিবে। সিরিয়াল অনুযায়ী ছবি তুলতে হবে

6. NID Smart card সাথে রাখবেন । প্রয়োজন হয়

7. আপনার ভুল গুলো কোথায় কোথায় তা ৪০১ নং রুমে দেখিয়ে দিন। উনারা মার্ক করে সিল দিয়ে দিল তারপর ছবি তোলার সময় ৪০৩ নং রুমে গিয়ে বলুন ওরা ঠিক করে দিবে

8. সাদা বা হালকা রঙের কাপড় অথবা কার্টুন আকা অতি কাজ করা কাপড় পরবেন না

9. এখানে কোন দালাল নেই। তাই আপনার নিজের কাজ আপনাকেই করতে হবে

10. ঢাকা মেট্রো ভোটার বাদে অন্য কোন অঞ্চলের লোক E-passport করতে পারবেন না আপাতত। তাই ভুলেও ঢাকায় এসে e-passport করার চেষ্টা করবেন না।

11. একবার এপ্লিকেশন ফর্ম online submission করে ফেললে আর Edit করতে পারবেন না। আবার নতুন করে করতেও পারবেন না। আপনার ঔ id টি block submission এ পড়ে যাবে। তাই বার বার চেক করে তারপর online এ submit বাটনটি ক্লিক করুন। আর ভুল হয়েই গেলে ৪০১ নং রুমে যান। ঠিক করে দিবে ।

12. Email id তে verification code আসতে অনেক সময় দেরি হয়। সেক্ষেত্রে gmail তা Spam মনে করে mail গ্রহন করে না।
অপেক্ষা করুন নয়তবা অন্য কোন ডিভাইসে Email login করে চেষ্টা করুন আসবে।

11. খেয়াল করবেন print out করার পর application Form এর ১ম পৃষ্ঠার নিচে যেন বড় Bar code টি থাকে নয়-তোবা তা reject করে দিতে পারে.

🔵 E- Passport Fees

🔴 Passport with 48 pages and 5 years validity

Regular delivery within 21 days: TK 4,025
Express delivery within 10 days: TK 6,325
Super Express delivery within 2 days: TK 8,625

🔴 Passport with 48 pages and 10 years validity

Regular delivery within 21 days: TK 5,750
Express delivery within 10 days: TK 8,050
Super Express delivery within 2 days: TK 10,350

🔴 Passport with 64 pages and 5 years validity

Regular delivery within 21 days: TK 6,325
Express delivery within 10 days: TK 8,625
Super Express delivery within 2 days: TK 12,075

🔴 Passport with 64 pages and 10 years validity

Regular delivery within 21 days: TK 8,050
Express delivery within 10 days: TK 10,350
Super Express delivery within 2 days: TK 13,800

✈️ বিমানবন্দরের নতুন আপডেট 🇧🇩 🛂   ই-গেট চালু হয়েছে বিমানবন্দরেঃহযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট। ...
08/06/2022

✈️ বিমানবন্দরের নতুন আপডেট 🇧🇩

🛂 ই-গেট চালু হয়েছে বিমানবন্দরেঃ
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে চালু হয়েছে ই-গেট। আজ থেকে শুরু হওয়া এ সিস্টেমের ফলে ই-পাসপোর্টধারী যাত্রী মাত্র ১৮ সেকেন্ডে নিজেই নিজের ইমিগ্রেশন শেষ করতে পেরেছেন।
ধন্যবাদ

Address

Dhaka/Comilla/Chittagong Bypass Rd
Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8808165785

Alerts

Be the first to know and let us send you an email when MRP & Epassport Comilla posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to MRP & Epassport Comilla:

Share