এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট

  • Home
  • Bangladesh
  • Cumilla
  • এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট

এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট Ticketing and Holidays Package. Visa Processing for Thailand, Malaysia, Singapore, India, China,

ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছাএস এন এয়ার  ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট ।আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা...
09/04/2024

ঈদ মোবারক, সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা

এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট ।
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ( ব্রীজ সংলগ্ন ) ,লালমাই, কুমিল্লা।মোবাইল:+8801732897591
স্বল্প খরচে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসা প্রসেস করে থাকি। তাছাড়া ও স্বল্প খরচে ইন্ডিয়ার সকল রোটের টিকিট করা হয়

01/04/2024

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে কোনও ভিসা ছাড়াই যেতে পারবেন যে দেশগুলিতে (NO VISA REQUIRED or NVR Countries with Bangladeshi Passport)

ভিসা ছাড়াও যে বিশ্বের অনেকগুলো দেশে যাওয়া যায়, তা হয়তো অনেকেই জানেন। তবে বাংলাদেশী পাসপোর্ট থাকলেই আপনি কোনো ধরনের ভিসার ছাড়াই ভ্রমণের সুযোগ পাবেন ২০টি চমৎকার দেশে আর এটি অবশ্যই যেকোনো ট্রাভেলারের জন্য দারুণ সুখবর। তবে ভিসা ছাড়াই তালিকায় থাকা ৪২টি দেশের যেকোনো একটিতে যেতে হলে আপনাকে শুধুমাত্র কয়েকটি বিষয় খেয়াল রাখতে হবে, যেমনঃ

আপনার পাসপোর্টটি অবশ্যই বৈধ হতে হবে। সাধারণত, বেশিরভাগ দেশের ক্ষেত্রেই বাংলাদেশী পাসপোর্টটি ডেস্টিনেশন থেকে এক্সিটের তারিখ , অর্থাৎ দেশটি ছেড়ে আসার তারিখের পর থেকে ৬ মাসের জন্য বৈধ হতে হয় এবং
ট্রাভেল করার আগে যে দেশে যাচ্ছেন সেটির জন্য সঠিক স্বাস্থ্য বীমা (Health Insurance) কিনে রাখা জরুরি। আপনি কোথায় যাচ্ছেন তার উপর নির্ভর করে বীমার ধরন এবং মূল্য ভিন্ন হতে পারে।
সব রিকোয়ারমেন্ট জেনে নেওয়ার পর বাংলাদেশি পাসপোর্ট দিয়ে ভিসা ছাড়া যে ৪২টি দেশে খুব সহজেই যেতে পারেন


এশিয়া - ৬টি দেশ - ভুটান, কম্বোডিয়া, মালদ্বীপ, নেপাল, শ্রীলঙ্কা, পূর্ব তিমুর।
দক্ষিণ আমেরিকা - ১টি দেশ - বলিভিয়া।
উত্তর আমেরিকা (ক্যারাবিয়ান অঞ্চল) - ১১ টি দেশ - বাহামাস, বার্বাডোস, ব্রিটিশ ভার্জিন দ্বীপসমূহ, ডোমিনিকা, গ্রেনাডা, হাইতি, জামাইকা, মন্টসেরাট, সেন্ট কিটস এবং নেভিস, সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইনস, ট্রিনিডাড ও টোব্যাগো।
ওশিয়ানিয়া - ৮টি দেশ - কুক দ্বীপপুঞ্জ, ফিজি, কিরিবাস বা কিরিবাটি, মাইক্রোনেশিয়া, নিউয়ে, সামোয়া, ভানুয়াটু, টুভালু।
আফ্রিকা - ১৬টি দেশ - লেসোথো, গাম্বিয়া, বুরুন্ডি, কেপ ভার্দে, কমোরো দ্বীপপুঞ্জ, জিবুতি, গিনি-বিসাউ, লেসোথো, মাদাগাস্কার, মৌরিতানিয়া, মোজাম্বিক, রুয়ান্ডা, সেশেল, সিয়েরা লিওন, সোমালিয়া, টোগো।
তথ্যসূত্র: visaguide.world

--------------------------

বাংলাদেশি পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (Visa on Arrival বা VoA) নিয়ে ঘুরে আসতে পারবেন যেসব দেশে


আগে থেকে কোনও প্রকার ভিসা আবেদন ছাড়াই বাংলাদেশী পাসপোর্ট দিয়ে উপভোগ করতে পারবেন অসাধারণ কিছু স্পট- এটা হয়তো অনেক ভ্রমণপ্রেমীরই শুধু কল্পনায় ছিল। ব্যাপারটা এখন পুরোপুরি সত্যি আর তা হয়তো অনেকে জেনেও থাকবেন। কিন্তু বাংলাদেশিদের জন্য অন এরাইভাল ভিসা ঠিক কোন কোন দেশে আছে তা নিয়ে বিভ্রান্তি থাকতে পারে। আজকে একনজরেই দেখে নিতে পারবেন সেই দেশগুলোর তালিকা আর চট করে প্ল্যান করে ফেলতে পারবেন আপনার পরবর্তি ট্রিপ।

বাংলাদেশী পাসপোর্ট থাকলে ভিসা অন-অ্যারাইভাল (VoA) পাবেন যেসব দেশে


এশিয়া - মালদ্বীপ, ভুটান, নেপাল, টিমর-লেস্টে, শ্রীলঙ্কা
আফ্রিকা - কাবো ভার্দে, মৌরিতানিয়া, বুরুন্ডি, কমোরোস, গিনি-বিসাউ, মাদাগাস্কার, রুয়ান্ডা, সিশেলস, সিয়েরা লিওন, সোমালিয়া
দক্ষিণ আমেরিকা - বলিভিয়া
ওশিয়ানিয়া - টুভালু
তথ্যসূত্র: visaguide.world
------------------------------
ভিসা অন-অ্যারাইভাল এমন এক ধরনের ভিসা যেটির মাধ্যমে ডেস্টিনেশনে পৌঁছানোর আগে আপনাকে ভিসার জন্য আবেদন করতে হবে না । অর্থাৎ, আপনাকে আগে থেকে কোনো ডকুমেন্ট সংগ্রহ করার দরকার নেই। আপনি যেই দেশে যাচ্ছেন সেখানে পৌঁছে একটি অনুমোদিত পয়েন্টে প্রয়োজনীয় ফি দিয়েই আপনি আপনার ভিসাটি কালেক্ট করে নিতে পারবেন। এই সম্পূর্ণ প্রসেসটি দেশভেদে কিছুটা পরিবর্তিত হতে পারে, তবে বেশিরভাগ ক্ষেত্রেই আপনি আপনার আবেদন জমা দেওয়ার ১০ মিনিটের মধ্যে আপনার ভিসা হাতে পেয়ে যাবেন। ভিসা অন-অ্যারাইভাল সাধারণত ট্যুরিস্টরাই ব্যবহার করে থাকেন এবং এর মেয়াদ থাকে ১৪ থেকে ৩০ দিন পর্যন্ত। তবে ভিসা অন-অ্যারাইভালের যেকোনো শর্ত উক্ত দেশগুলোর সিধান্ত অনুযায়ী চেঞ্জ হতে পারে।

বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ভিসা অন-অ্যারাইভালের জন্য আবেদন করার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন?


একটি বৈধ পাসপোর্ট
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ভিসা আবেদনপত্র (Visa Application Form)
প্রয়োজনীয় ফি দিতে ইন্টারন্যাশনাল ক্রেডিট কার্ড কিংবা ক্যাশ
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি।
বাংলাদেশী পাসপোর্ট দিয়ে ই-ভিসায় ঘুরে আসতে পারবেন যে দেশগুলো থেকে

বর্তমান সময়ে প্রায় সব ট্রাভেলারদের মধ্যেই ই-ভিসা বেশ পরিচিত। ই-ভিসা মূলত সাধারণ ভিসার একটি ইলেক্ট্রনিক ভার্সন । এটি একটি নিয়মিত ভিসার মতোই কাজ করে তবে নিয়মিত ভিসার তুলনায় কিছু এটির সুযোগ-সুবিধা কিছুটা বেশি, কেননা ই-ভিসার আবেদনের জন্য আপনাকে এম্বাসির লম্বা লাইনে মোটেই দাঁড়িয়ে থাকতে হবে না। যেই দেশে যেতে চান, সেখানের এম্বাসির পোর্টালে প্রয়োজনীয় ডকুমেন্টস আপলোড করলেই আপনার কাজ শেষ। অর্থাৎ, আপনাকে আর এম্বাসিতে সশরীরে উপস্থিত থাকতে হবে না বা ডকুমেন্টের কোনো হার্ড কপিও জমা দিতে হবে না। তাই বুঝতেই পারছেন, ই-ভিসা প্রক্রিয়াটি কতটা ঝামেলামুক্ত, সহজ এবং সময় সাশ্রয়ী!

বাংলাদেশী পাসপোর্টে ই-ভিসা অনুমোদনকারী দেশের তালিকা


এশিয়া: বাহরাইন, কাজাখস্তান, কিরগিজস্তান, মালয়েশিয়া, মায়ানমার, কাতার, তাজিকিস্তান, ভিয়েতনাম
ইউরোপ: আলবেনিয়া
আফ্রিকা: বেনিন, বটসোয়ানা, বুর্কিনা ফাসো, ক্যামেরুন, কঙ্গো জাতীয় প্রজাতন্ত্র, আইভরি কোস্ট (কোট ডিভোয়ার), জিবুটি, ইকুয়েটোরিয়াল গিনি, ইথিওপিয়া, গাবন, গিনি, কেনিয়া, মালাউই, মোজাম্বিক, নাইজেরিয়া, সাও টোমে এবং প্রিন্সিপে, দক্ষিণ সুদান, টোগো, উগান্ডা, জাম্বিয়া, জিম্বাবুয়ে
উত্তর আমেরিকা (ক্যারাইবিয়ান অঞ্চল): অ্যান্টিগুয়া এবং বারবুডা
দক্ষিণ আমেরিকা: সুরিনাম
তথ্যসূত্র: visaguide.world

-----------------------------
বাংলাদেশী পাসপোর্ট থাকলেও যেসব দেশ ভ্রমণ করতে আপনাকে ট্যুরিস্ট ভিসা নিতে হবে


নো-ভিসা, ই-ভিসা এবং ভিসা অন-অ্যারাইভাল নিয়ে সব প্রয়োজনীয় তথ্য জানার পর এবার পালা ভিসাসহ ট্রাভেল নিয়ে জানার। আপনার যদি একটি বৈধ বাংলাদেশী পাসপোর্ট এবং একটি ভিসা থাকে, তাহলে আপনি ঘুরে দেখতে পারেন পৃথিবীর অনন্য ১৬১টি দেশ! প্রকৃতির ভিন্ন ভিন্ন রূপ, চোখ ধাঁধানো আর্কিটেকচারসহ বিভিন্ন জনপ্রিয় স্পটের ছবিগুলো মডার্ন ডিভাইসটিতে ক্যাপচার করতে বেশ ভালোই লাগবে! চলুন তবে জেনে নেওয়া যাক এই নিয়ে সব গুরুত্বপূর্ণ তথ্য।

বাংলাদেশ থেকে ট্যুরিস্ট ভিসা আবেদনের জন্য কিছু বেসিক ডকুমেন্ট


ভিসা আবেদনপত্র (Visa Application Form)
একটি বৈধ পাসপোর্ট (অন্তত ছয় মাসের বৈধতা) যেখানে পরিদর্শনকারী দেশটির জন্য প্রয়োজনীয় কয়েকটি ফাঁকা পৃষ্ঠা রয়েছে।
পুরানো পাসপোর্ট (যদি থাকে)
রিসেন্ট ছবি (সাধারণত ৩ মাসের বেশি পুরানো নয়)। ছবির সাইজ নির্ভর করবে যেই দেশে যাচ্ছেন সেখানকার রিকোয়ারমেন্ট অনুযায়ী
ফ্লাইট টিকিট এবং হোটেল রিজার্ভেশনের কপি
ভ্রমণসূচী (Travel Itinerary) ইত্যাদি
আর্থিক স্বচ্ছলতার প্রমাণ (সাধারণত লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট)
ম্যারেজ সার্টিফিকেট

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️ ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, ...
29/12/2023

ঢাকায় গ্রিসের ভিসাকেন্দ্র চালু ❤️

ঢাকায় এবার ইউরোপের দেশ গ্রিসের ভিসাকেন্দ্র চালু হয়েছে। ভ্রমণ, কর্মসংস্থান, ফ্যামিলি, শিক্ষার্থী ও ডিজিটাল যাযাবরের (নোম্যাড) মতো সব ধরনের ক্যাটাগরিতে বাংলাদেশের নাগরিকরা ঢাকায় এ ভিসা কেন্দ্রে আবেদন করতে পারবেন।

এর আগে গ্রিসে যেতে চাইলে বাংলাদেশিদের ভারতের গ্রিক দূতাবাসে গিয়ে ভিসার জন্য আবেদন করতে হতো, যা বেশ সময়সাপেক্ষ।

ভিএফএস গ্লোবালের সঙ্গে অংশীদারত্বে গ্রিসের কূটনৈতিক ও কনস্যুলার কর্তৃপক্ষের বহিরাগত সেবা প্রদানকারী প্রতিষ্ঠান গ্রিস ভিসা ওয়ার্ল্ড সেন্টার (জিভিসিডব্লিউ) ঢাকায় এ ডেডিকেটেড ভিসা কেন্দ্রে চালু করে।

ঢাকার বোরাক মেহনুর (৮ম তলা), ৫১/বি, কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের ভিএফএস গ্লোবাল জয়েন্ট ভিসা অ্যাপ্লিকেশন সেন্টারে (জেভিএসি) গ্রিসের ভিসা আবেদন জমা দিতে এবং সেখানে বায়োমেট্রিক নিবন্ধন করতে হবে।

তার আগে অনলাইনে (লিংক: https://bd-gr.gvcworld.eu/en/online-visa-application) অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে।

অত্যাধুনিক নতুন ভিএসি নিয়মিত আবেদনকারীদের জন্য ডেডিকেটেড সাবমিশন কাউন্টারের পাশাপাশি নির্বিঘ্ন ভিসা অভিজ্ঞতা খুঁজছেন এমন ভ্রমণকারীদের জন্য ঐচ্ছিক প্রিমিয়াম লাউঞ্জ পরিষেবা দিয়ে সজ্জিত থাকবে।
, ,

INDIA TOURIST VISA ((ইন্ডিয়ান টুরিস্ট ভিসা )INDIA MULTIPLE TOURIST VISA ( ইন্ডিয়ান মাল্টিপল টুরিস্ট ভিসা)INDIA  DOUBLE E...
27/12/2023

INDIA TOURIST VISA ((ইন্ডিয়ান টুরিস্ট ভিসা )
INDIA MULTIPLE TOURIST VISA ( ইন্ডিয়ান মাল্টিপল টুরিস্ট ভিসা)
INDIA DOUBLE ENTRY VISA ( ইন্ডিয়ান ডাবল এন্টি ভিসা )
INDIA MEDICAL VISA ( ইন্ডিয়ান মেডিকেল ভিসা )
INDIA BUSINESS VISA( ইন্ডিয়ান বিসনেজ ভিসা )
স্বল্প খরচে ইন্ডিয়ার ইন্ডিয়ার ভিসা প্রসেস করে থাকি। তাছাড়া ও স্বল্প খরচে ইন্ডিয়ার সকল রোটের টিকিট করা হয়।
বি:দ্র: ( মেডিকেল ভিসা কন্ট্রাক্ট, লস্ট পাসপোর্ট, একাধিক বার এম্বাসি থেকে রিপিউজ ও দাড়ি ওয়ালা পাসপোর্ট এ ১০০% নিশ্চয়তার সাথে ভিসা করে দিচ্ছি ।
এছাড়া অন্যান্য দেশের ভিসার নরমাল প্রসেসিং ফি এবং প্রসেস সংক্রান্ত যে কোন পরামর্শের জন্য যোগাযোগ করুন।
এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট ।
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ( ব্রীজ সংলগ্ন ) ,লালমাই, কুমিল্লা।মোবাইল:+8801732897591

Alhamdulillah ❤️ I was Travel in Six Country🥰🥰
05/12/2023

Alhamdulillah ❤️ I was Travel in Six Country🥰🥰

13/08/2023

আমেরিকায় টুরিস্ট ভিসা

আপনি যদি 🇧🇩 বাংলাদেশ থেকে 🇺🇸 আমেরিকায় টুরিস্ট ভিসা নিয়ে যেতে চান, তাহলে কথাগুলো আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। হয়তো কেউ আগে বিষয়গুলো নিয়ে এত খোলামেলা কথা বলেনি যা আজকে আমরা বলতে যাচ্ছি। তাই ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়বেন আশা করি। যা আপনার ভিসা পাওয়ার পূর্বশর্ত হিসেবে কাজ করবে, আর আপনি পেতে পারেন আমেরিকার পাঁচ বছরের মাল্টিপল টুরিস্ট ভিসা ইনশাল্লাহ।
আমেরিকার ভিসা নিয়ে আমাদের অনেক কৌতূহল থাকে। আবার আমাদের অনেকের ড্রিম কান্ট্রি আমেরিকা। সবার একবার হলেও আমেরিকা যাওয়ার ইচ্ছা থাকে। তাই হয়তো আমাদের সবার চেষ্টা থাকে আমেরিকা যাওয়ার। আর সত্যি কথা হচ্ছে আমরা চাইলেই আমেরিকা যেতে পারি, হ্যাঁ আমরা সত্যি বলছি, চাইলে আপনিও যেতে পারেন। এখন আপনি বলতে পারেন এতই কি সহজ আমেরিকা যাওয়া? আমরা বলবো হ্যাঁ আসলেই সহজ আমেরিকা যাওয়া। যদি আপনি আমেরিকা যাওয়ার একজন যোগ্য ব্যক্তি হন। আমরা কিন্তু আমেরিকার টুরিস্ট ভিসার কথা বলছি।
এখন বলি সঠিক যোগ্যতার মাপকাঠি কি? আসলে এই ব্যাপারে কোন দিক নির্দেশনা নেই, ইউএস এম্বাসির ওয়েবসাইটেও এর কোন চেকলিস্ট বা ক্রাইটেরিয়াও নেই। যেইটা দেখে আপনি বুঝতে পারবেন যে এই এই ক্রাইটেরিয়া ও চেকলিস্ট গুলো ফুলফিল করলে আমেরিকার টুরিস্ট ভিসা পেয়ে যাবেন। তাহলে আপনি বলতে পারেন আমি তাহলে কোন যোগ্যতার কথা বলছি? আসলে যোগ্যতার কোন মাপকাঠি নেই এই ক্ষেত্রে আমি আপনাকে দীর্ঘ দিনের অভিজ্ঞতার আলোকে বলছি যেহেতু আমরা অনেক ফাইল প্রসেস করেছি তাই কেন ভিসা পেয়েছে বা রিফিউজ হয়েছে তা বুঝতে পারছি, তাই একজন ব্যক্তি বা একটি পরিবার যে বিষয় গুলো মেনে তার প্রোফাইল গুলো ঘুছাতে পারলে তার কাঙ্খিত ভিসাটি পেতে পারে, তার একটি বিস্তর ধারণা দিচ্ছি।
আর হ্যাঁ, মাঝখানে ছোট করে একটি কথা বলি আমেরিকার টুরিস্ট ভিসাটি মূলত ইন্টারভিউ নির্ভর একটি ভিসা। ৫ থেকে ৭ মিনিটের ছোট একটি ইন্টারভিউ এর মাধ্যমে ভিসাটি হয়ে থাকে। অন্যান্য দেশের মতো ডকুমেন্ট ভিত্তিক ভিসা নয়। ইন্টারভিউটি আপনি বাংলা অথবা ইংলিশে দিতে পারবেন।
যাক আগের কথায় আসি, আমরা প্রথমেই যে ভুল কাজটি করে থাকি সেটি হলো সঠিক যোগ্যতা না থাকা সত্ত্বেও আমেরিকার ভিসার জন্য আবেদন করে ফেলি। যে কারণে রিফিউজও হয়ে যাই। তাহলে অল্প করে ধারণা দিচ্ছি কি কি যোগ্যতা না থাকার কারণে ভিসা রিফিউজ হয়।
🔴 প্রথমত আমরা একেবারে সাদা পাসপোর্টে কোন দেশ ট্রাভেল করা ছাড়া ইউএস ভিজিট ভিসার জন্য দাঁড়িয়ে যাই, যেই ভুলটি আমরা অনেকে করে থাকি। আবার অনেকে আপনার ফাইল প্রসেস করার জন্য বলে, সাদা পাসপোর্টে ভিসা হয় এটি একবারে ভুল কথা। আপনি ভিসা অফিসারের কাছে একজন ট্রাভেলার হিসেবে কিভাবে প্রমাণ করবেন যে আপনি আমেরিকা গিয়ে আবার ফিরে আসবেন? যেহেতু এটি একটি টুরিস্ট ভিসা আপনাকে প্রমাণ করতে হবে আপনি একজন ট্রাভেলার। আর প্রমাণ করার একটি ভালো মাধ্যম হলো আমাদের দেশের পার্শ্ববর্তী দেশগুলো টুরিস্ট ভিসায় ভিজিট করা। আপনি নিজেকে প্রশ্ন করুন আপনি আপনার পার্শ্ববর্তী দেশগুলো ট্রাভেল না করে আমেরিকার মতো প্রথম সারির দেশে কেন ঘুরতে যাবেন? হয়তো আপনি উত্তরটি পেয়ে গেছেন।
তবে আপনার যদি বয়স বেশী থাকে বা নিজ পরিবার ও আত্মীয়র মধ্যে কেউ যদি আমেরিকায় থাকে সেক্ষেত্রে তেমন একটা ভিজিট না থাকলেও হবে, যেমন ধরেন আপনার বাবা-মা, ছেলে-মেয়ে, ভাই-বোন, চাচা-চাচি, কাজিন কেউ যদি আমেরিকায় থাকেন সেখানে ওনাদের দেখতে যাবেন বা ওনারা কোন প্রোগ্রাম এরেঞ্জ করেছেন সেখানে আপনি উপস্থিত থাকার কারণ দেখিয়ে আমেরিকা ভিজিট ভিসায় যেতে পারেন যদিও তার যুক্তিযুক্ত কারণ থাকতে হবে।
অনেকে বলে আমেরিকা থেকে আপনার জন্য ইনভাইটেশন এনে ভিসা করিয়ে দিবে, এটিও ভুল কথা। আপনি চিন্তা করে দেখেন অচেনা লোক বা দূর সম্পর্কের কেউ কেন আপনাকে ইনভাইটেশন দিবেন? যদি দিয়েও দেন সেই ইনভাইটেশনে কোন কাজে আসবে না। আর ইনভাইটেশন ব্যাপারটি শুধুমাত্র মেডিকেল ইমারজেন্সি, বিজনেস, কনফারেন্স, বিয়ে, জন্মদিন এবং ট্রেড ফেয়ার এর ক্ষেত্রে কিছুটা কার্যকর হয়।
🔴 দ্বিতীয়ত আপনি আপনার দেশে প্রতিষ্ঠিত, প্রতিষ্ঠিত মানে হচ্ছে আপনি বাংলাদেশে একজন ব্যবসায়ী বা ভালো কোন জব করেন, আর্থিকভাবে যথেষ্ট সচ্ছল আপনার আমেরিকাতে গিয়ে টাকা পয়সা খরচ করার মতো সামর্থ্য আপনার আছে, এর মানে আপনি আমেরিকাতে যাবেন এবং ফিরে আসবেন। আমার এই কথাটি পড়ে হয়তো চিন্তা করছেন অনেক টাকা থাকলে বা অনেক টাকা ইনকাম করলে হয়তো আমেরিকায় যেতে পারব। তাই না? কথাটি যদিও সত্য, কিন্তু আমরা যারা ভালো কোন দেশে যাওয়ার চিন্তা করি, তখনি যখন এটলিস্ট কিছু ভালো পরিমাণ টাকা আমাদের কাছে থাকে। তাহলেই আমেরিকার ভিসা নিয়ে চিন্তা করি। সেক্ষেত্রে আমরা ভালো জব বা ভালো ব্যবসা দেখাতে পারি। হয়তো আমি কি বুঝাতে চেয়েছি বুঝতে পারছেন।
যাইহোক প্রতিষ্ঠিত হওয়ার গল্পটি এই কারণেই বললাম। বলার কারণ কি জানেন? ভিসা অফিসার চিন্তা করেন আপনি আপনার দেশে যে পরিমাণ টাকা উপার্জন করেন, হয়তো সেখানে গিয়ে আরো ভালো পরিমাণ টাকা উপার্জন করলে আপনি দেশে ফিরবেন না। এটা চিন্তা করে ভিসা অফিসার আপনাকে ভিসাটি নাও দিতে পারে। ইউএস এম্বাসির ওয়েবসাইটে লেখা আছে আপনি যখন নন ইমিগ্রেন্ট তথা টুরিস্ট ভিসায় (B1/B2) আবেদন করেন, ইন্টারভিউর আগের সময় পর্যন্ত ভিসা অফিসার ধরে নেন আপনি আমেরিকাতে গিয়ে আর ফিরে আসবেন না।
🔴 তৃতীয় কথাটি খুব গুরুত্বপূর্ণ আমেরিকান এম্বাসির একটি অনলাইন ফর্ম আছে ফর্ম টিকে বলা হয় DS-160, ভিসা অফিসারের সামনে নিজেকে প্রেজেন্ট করার সবথেকে বড় একটি মাধ্যম, তবে একটি দুঃখের বিষয় কি জানেন? আমরা DS-160 ফর্মটিকে নিয়ে অবহেলা করি। যেমন অনভিজ্ঞ কাউকে দিয়ে DS-160 ফর্মটি পূরণ করানো এবং অনভিজ্ঞ কারো সাথে পরামর্শ নেওয়া। অনেকেই এই ক্ষেত্রে খরচ কমানোর জন্য যেখানে সেখানে মোটামুটি ব্রাউজ করতে পারে বা কোন এক কম্পিউটার দোকান থেকে DS-160 ফর্মটি পূরণ করে। এমন কারো কাছ থেকে পরামর্শ নেয় সে হয়তো আমেরিকা টুরিস্ট ভিসা সম্পর্কে তেমন অভিজ্ঞ নন, হয়তো বা তিনি একবার ভিসা পেয়েছে, কিন্তু ভিসা পাওয়ার মানে এই নয় যে তিনি সব ব্যাপারে জেনে গেছেন। তাই এরকম অনেকের পরামর্শ নিয়ে ভিসা আবেদন ফর্ম পূরণ করে বা ইন্টারভিউ দিয়ে অনেকেই রিফিউজ হয়েছে। কেননা DS-160 ফর্মটি ওভাবেই ডিজাইন করা হয়েছে যাতে করে ভিসা অফিসার আপনার সম্পর্কে যা জানার বা ডিসিশন নেওয়ার দরকার তা সব ইনফরমেশন DS-160 ফর্মটি থেকে পেয়ে যান।
🔴 চতুর্থ যে গুরুত্বপূর্ণ বিষয়টি সেটি হলো ইন্টারভিউ, যেহেতু আমেরিকার টুরিস্ট ভিসা একটি ইন্টারভিউ নির্ভর ভিসা সে ক্ষেত্রে আপনার ইন্টারভিউতে ভিসা অফিসারকে কনভেন্স করতে হবে যে আপনি যাবেন আবার ফিরে আসবেন, এজন্য অবশ্যই আপনার একটি বিশ্বাসযোগ্য গল্প থাকতে হবে। এটির মাধ্যমে ভিসা অফিসারকে বোঝাতে হবে -আমি বাংলাদেশে প্রতিষ্ঠিত, -আমেরিকা যাওয়ার আমার যৌক্তিক কারণ আছে এবং -আমি আমেরিকাতে গিয়ে ঘুরে ফিরে আসবো।
এই যে আমি বললাম আপনি যে ফিরে আসবেন, এটা কনভেন্স করতে হবে, এটা কনভেন্স করার উপায় কি? কাজ হচ্ছে DS-160 ফর্মটি সুন্দর ভাবে, নির্ভুল ভাবে পূরণ করা। অনেকেই (DS-160 ফর্ম ও ইন্টারভিউ) এই গুরুত্বপূর্ণ দুইটি বিষয়কে আলাদাভাবে পার্সেন্টেজ করে। আমরা এই কাজটি করব না কারণ এই দুইটির কম্বিনেশনে কাঙ্খিত ভিসাটি আপনার হবে।
আমরা আরেকটা বড় ভুল করি ডকুমেন্টকে মাত্রাতিরিক্ত গুরুত্ব দেওয়া ও প্রচুর ডকুমেন্ট রেডি করা, যেগুলো আসলে ইন্টারভিউতে ধরেও দেখবেন না, তবে কিছু ডকুমেন্ট ভিসা ইন্টারভিউর সময় নিয়ে যেতে হবে। অনেক ক্ষেত্রে হয়তো কোন যুক্তি সঙ্গত কারণ থাকলে ভিসা অফিসার দেখতে চাইবে। অনেকের মাথায় চিন্তাটি থাকে ব্যাংক ব্যালেন্স কত থাকতে হবে, ট্রানজেকশন কেমন করতে হবে, ব্যাংকে কত টাকা রাখতে হবে। এই প্রশ্নের আসলে কোন উত্তরই নেই, ডকুমেন্ট এর মতো আপনার ব্যাংক স্টেটমেন্ট বা ব্যাংক ব্যালেন্সও ভিসা অফিসার ধরেও দেখবেন না। যদিও দেখে খুব রেয়ার কেসে। আমাদের কথাটি হয়তো বুঝতে পেরেছেন ইউএস টুরিস্ট ভিসা ক্ষেত্রে এইসব ডকুমেন্টারি ইস্যু আপনার জন্য কোন ধরনের ভ্যালু রাখে না।
আমেরিকার ভিসার ব্যাপারে কোনভাবে আপনারা কন্ট্রাকে কারো সাথে যোগাযোগ করবেন না। কোনভাবে কন্ট্রাকে আমেরিকার ভিসা নিবেন এই বিষয়টি মন থেকে একেবারে ঝেড়ে ফেলে দিন। আমেরিকার ভিসা কন্ট্রাকে বা টাকা পয়সা দিয়ে কোনভাবে নেওয়া যায় না। সঠিকভাবে আবেদন করে ও সঠিকভাবে ইন্টারভিউ দিয়ে আপনি পেতে পারেন আমেরিকার টুরিস্ট (B1/B2) ভিসা।
💲 আমেরিকার টুরিস্ট ভিসার বর্তমান এম্বাসি ফি ১৮৫$ ডলার যা বাংলাদেশ এর টাকায় কনভার্ট করলে আসে ২০,৩৫০/- টাকা। এই টাকা শুধুমাত্র EBL অর্থাৎ ইস্টার্ন ব্যাংক লিমিটেড এ জমা দেওয়া যায়। এই টাকা জমা দিয়ে ইন্টারভিউ এর ডেট নিতে হয়।
🔷 সর্বপরি একটা কথা বলবো, আমেরিকার টুরিষ্ট ভিসার ক্ষেএে যদি DS-160 ফর্মটি একজন অভিজ্ঞ ব্যক্তি দ্বারা পূরণ করাতে পারেন, কারণ এই ফর্ম এর উপর আপনার ভিসা অনেকাংশ নির্ভর করে ও আমেরিকা যাওয়ার যথেষ্ট যৌক্তিক কারণ দেখাতে পারেন। এবং ইন্টারভিউতে ভিসা অফিসারকে সন্তুষ্ট করতে পারলে, আপনার ভিসাটি হবে ইনশাল্লাহ।
আপনারা যারা ধৈর্য সহকারে পুরো পোস্টটি পড়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। ❤️
🟢 আচ্ছা এখন বলি আমাদের কাজ কি। আমরা আপনাকে আমেরিকার টুরিস্ট ভিসা (B1/B2) প্রসেসিং এর ক্ষেত্রে সহায়তা প্রদান করে থাকি। যেমনঃ-
১। DS-160 ফর্ম সঠিক ও সুন্দর ভাবে পূরণ করে দিবো।
২। ইন্টারভিউ এর জন্য ট্রেনিং দিয়ে পুরোপুরি তৈরী করবো।
৩। ইন্টারভিউ এর জন্য যে সকল ডকুমেন্টস প্রয়োজন তার সঠিক গাইড লাইন দিবো।
🟢 আবেদন করার জন্য প্রথমে আপনার যা প্রয়োজনঃ-
১। পাসপোর্ট এর রঙিন কপি।
২। দুইটা ফোন নাম্বার।
৩। একটা ই-মেইল আইডি।
৪। ছবি (২x২ সাইজ) সাদা ব্যাকগ্রাউন্ড (সফট কপি)।
এগুলো থাকলেই আপনি আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আবেদনটি করতে পারেন।
🟢 আমরা আমেরিকার যেসব ভিসা প্রসেসিং করে থাকিঃ-
১। ভিজিট ভিসা (B1/B2)
২। মেডিকেল ভিসা (B2)
৩। বিজনেস ভিসা (B1)
৪। ড্রপ বক্সের মাধ্যমে ভিসা রিনিউ।
🔷 পরিশেষে বলবো আপনি যদি কিছু দেশ ভিজিট করে থাকেন এবং উপরে আমরা যা লিখেছি সে অনুযায়ি আপনার প্রোফাইলটির মিল থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি একটু সময় করে ফোন দিয়ে বিস্তারিত আলাপ করে দেখেন, আশাকরি আমরা আমেরিকার টুরিস্ট ভিসার জন্য আপনাকে সহজ সমাধান দিতে পারবো। ইনশাল্লাহ। আপনার মূল্যবান ফোনের অপেক্ষায় রইলাম। ধন্যবাদ।

মেজবানি
03/08/2023

মেজবানি

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজ পত্র নিয়ে আমাদের অফিসে আসবেন ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ১। ২*২ ল্য...
01/08/2023

ভারতীয় ট্যুরিস্ট ভিসার জন্য যেসব কাগজ পত্র নিয়ে আমাদের অফিসে আসবেন
ইন্ডিয়ান ট্যুরিস্ট ভিসা করতে যা যা প্রয়োজনঃ
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি ২ কপি
২। ছবির সফট কপি
৩। জাতীয় পরিচয় পত্র
৪। বিদুৎ / গ্যাস / হোল্ডিং টেক্স বিলের কপি
৫। ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট অথবা ডলার এন্ডোর্সমেন্ট
৬। ট্রেড লাইসেন্স / NOC / স্টুডেন্ট আইডি
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট
ভিসা প্রসেসিং করতে আমাদের অফিস

এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট ।
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ( ব্রীজ সংলগ্ন ) ,লালমাই, কুমিল্লা।মোবাইল:+8801732897591

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর :1. বেনাপোল Land Port.BD side:বেনাপোল যশোর।Indian side: Petrapole, Bongaon, 24-Parganas...
12/03/2023

বাংলাদেশ 🇧🇩 - 🇮🇳 ভারত স্থল বন্দর :
1. বেনাপোল Land Port.
BD side:বেনাপোল যশোর।
Indian side: Petrapole, Bongaon, 24-Parganas, West Bengal, India
2. বুড়িমারি Land Port.
BD side:বুড়িমারি,পাটগ্রাম, লালমনিরহাট।
Indian side: Changrabandha, Mekhaliganj, West Bengal, India
3. আখাউড়া Land Port.
BD side :.আখাউড়া ব্রাহ্মণবাড়িয়
Indian side: Ramnagar, Agartala, Tripura, India
4. ভোমরা Land Port.
BD side:ভোমরা,সাতক্ষীরা।
Indian side: Gojadanga, 24-Parganas, West Bengal, India
5. নকুগাঁও Land Port.
BD side: নালিতাবাড়ি শেরপুর।
Indian side: Dalu, Barangapara, Meghalaya, India
6. তামাবিল Land Port
BD side: তামাবিল,গোয়াইনঘাট,
সিলেট
Indian side: Dauki, Shillong, Meghalaya, India
7. দর্শনা Land Port.
BD side:দর্শনা ,চুয়াডাঙ্গা।
Indian side: Gede, Krishnanagar, West Benga, India
8. বেলনি Land Port.
BD side:বেলনি,পরশুরাম ফেনী
Indian side: Belonia, Tripura, India
9. গোবরাকুড়া Land Port.
BD side: হালুয়াঘাট ময়মনসিংহ।
Indian side: Gachhuapara, Tura, Meghalaya, India
10. রামগড় Land Port.
BD side: রামগড়, খাগড়াছড়ি
Indian side: Sabroom, Tripura, India.
11. সোনাহাট Land Port.
BD side: ভুরুঙ্গামারী কুড়িগ্রাম।
Indian side: Sonahat, Dhubri, Assam, India
12. Tegamukh. ভূষণছড়ি Land Port.
BD side: বরকল, রাঙামাটি।
Indian side: Demagri, Mizoram, India.
13. চিলাহাটি Land Port
BD side:চিলাহাটি,ডোমার নিলফামারী।
Indian side: Holdibari, Cooch Behar, West Bengal, India
14. সোনা মসজিদ Land Port.
BD side:সোনা মসজিদ,চাপাই নবাবগঞ্জ।ণ
Indian side: Mahadipur, Maldah, West Bengal, India
15. ধানুয়া Kamalpur Land Port.
BD side: বকশিগঞ্জ ,জামালপুর।
Indian side: Mohendragonj, Ampoti, Meghalaya, India
16. শিউলা Land Port.
BD side:শিউলা,বিয়ানীবাজার, সিলেট
Indian side: Sutarkandi, Karimganj, Assam
17. বেল্লা Land Port.
BD side: বেল্লা, চুনারুঘাট, হবিগঞ্জ
Indian side: Paharmura, Khoai, Tripura.
18. হিলি Land Port.
BD side: হিলি,হাকিমপুর,দিনাজপুর ।
Indian side: Hili, South Dinajpur, West Bengal, India
19. বাংলাবান্ধা Land Port.
BD side: তেতুলিয়া,পঞ্চগড়।
Indian side: Fulbari, Jalpaiguri, West Bengal, India
20. টেকনাফ Land Port.
BD side: Teknaf, Cox’s Bazar
Myanmar side: Mungdu, Myanmar
21. বিবিরবাজার Land Port.
BD side: Sadar Upazila, কুমিল্লা
Indian side: Srimantapur, Sunamura, Agartala, Tripura
22. বিরল Land Port.
BD side: বিরল,দিনাজপুর।
Indian side: Radhikapur (Goura), West Bengal, India
Proposed Land Ports
1. মুজিব নগর Land Customs Station
BD side: Mujibnagar, Meherpur
Indian side: Hridoypur, Chapra, Nadia, West Bengal
2. প্রাগপুর Land Customs Station
BD side: Daulatpur, Kushtia
Indian side: Shikarpur, Karimpur

এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো।
26/02/2023

এয়ারপোর্টে শুল্ক না দিয়ে বিদেশ থেকে আনা যাবে যে জিনিসগুলো।

উমরা হজ্জ প্যাকেজ প্রসেস করা হয় উমরা ভিসা করা হয় .মাত্র 135000 টাকা উমরা হজ্জ প্যাকেজ
27/01/2023

উমরা হজ্জ প্যাকেজ প্রসেস করা হয়
উমরা ভিসা করা হয় .
মাত্র 135000 টাকা উমরা হজ্জ প্যাকেজ

01/01/2023
২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি     #2022
30/08/2022

২০২২ সালের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষার সময়সূচি
#2022

💥কম দামে চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট, চেন্নাই, কোলকাতা, দিল্লী, ওমান, কাতার, বাহরাইন, UK, USA, আরব আমিরাত, সৌদি আরব সহ ...
17/08/2022

💥কম দামে চট্টগ্রাম, ঢাকা, যশোর, সিলেট, চেন্নাই, কোলকাতা, দিল্লী, ওমান, কাতার, বাহরাইন, UK, USA, আরব আমিরাত, সৌদি আরব সহ সকল দেশের Domestic & International টিকেটের জন্য যোগাযোগ করুন।
💥Air Ticket, Flight, Novo Air, Us Bangla, Biman Bangladesh, Qatar Airways, Salam Air, Indigo, Air India, Spice jet
🎯আমাদের সেবা সমূহ👇
🔖অভ্যন্তরীণ বিমান টিকেট
🔖আন্তর্জাতিক বিমান টিকেট
🔖ভিসা প্রসেসিং
🔖অভ্যন্তরীণ ট্যুর প্যাকেজ
🔖আন্তর্জাতিক ট্যুর প্যাকেজ
🔖মেডিকেল ট্যুরিজম
🔖স্টুডেন্ট ভিসা

ঢাকা -কক্সবাজার 5500 টাকা
ঢাকা -রাজশাহী 4500 টাকা
ঢাকা -চট্টগ্রাম 4500 টাকা
ঢাকা -সৈয়দপুর 3500 টাকা
ঢাকা -সিলেট 4500 টাকা
ঢাকা -বরিশাল 3500 টাকা

আমাদের অন্যান্য ট্যুর প্যাকেজ গুলো হলোঃ
১. বান্দারবান ২. কক্সবাজার ৩. কুয়াকাটা ৪. নিঝুমদ্বীপ ৫. সুন্দরবন ৬. সেন্ট-মার্টিন ৭. পানাম সিটি(সোনার গাঁও)৮. ম্যাজিক প্যাড়াডইস ৯. কোটবাড়ি শালবন বিহার
বিঃদ্রঃ পরিস্থিতি অনুযায়ী সময় সূচী পরিবর্তনীয়।
বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করুনঃ

এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ,লালমাই, কুমিল্লা।মোবাইল: 01732897591

ইন্ডিয়া মেডিকেল ভিসাIndian Medical Visa ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য যে সব কাগজপত্র প্রয়াজন: • জাতীয় পরিচয়পত্র ফটোকপি• পাস...
29/07/2022

ইন্ডিয়া মেডিকেল ভিসা
Indian Medical Visa
ইন্ডিয়া মেডিকেল ভিসার জন্য যে সব কাগজপত্র প্রয়াজন:

• জাতীয় পরিচয়পত্র ফটোকপি
• পাসর্পোট ফটোকপি ( 6 মাস মেয়াদ থাকতে হবে)
• 2*2” সাইজ ছবি 2 কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড )
• বিদ্যুৎ বিলের কপি
• ব্যাংক এস্টেটমেন্ট ও সলভেন্সর সাটিফিকেট (6 মাসের
• সকল প্রকার চিকিৎসা অরজেনিয়াল কাগজপত্র
• তারিখ সহ মেডিকেল ইনভেটিশন লেটার
• পেশার প্রমাণত্র
আমাদের র্সাভিস সমূহ: অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান টিকেট. হলিডেস প্যাকেজ, হজ্জ ও ওমরাহ প্যাকেজ, টুরিষ্ট ভিসা প্রসেস, র্সাভিয়া রোমানিয়া ত্রেুায়েশিয়া ভিসা র্সাভিস, হোটেল বুকিং, কার বুকিং, মানি এক্সচেন্জ র্সাভিস ,সৌদি আরব ভিসা প্রসেস. ডুবাই ভিসা প্রসেস করা হয়।
এছাড়া অন্যান্য দেশের ভিসার নরমাল প্রসেসিং ফি এবং প্রসেস সমন্ধে বিস্তারিত জানার জন্য
যোগাযোগ করুন:
এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট যোগাযোগ
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ,লালমাই, কুমিল্লা।মোবাইল: 01732897591

ইন্ডিয়া টুরিষ্ট  ভিসাIndian Tourist Visaটুরিষ্ট  ভিসা জন্য যে সব কাগজপত্র প্রয়াজন:• জাতীয় পরিচয়পত্র ফটোকপি• পাসর্পোট ফটো...
27/07/2022

ইন্ডিয়া টুরিষ্ট ভিসা
Indian Tourist Visa
টুরিষ্ট ভিসা জন্য যে সব কাগজপত্র প্রয়াজন:

• জাতীয় পরিচয়পত্র ফটোকপি
• পাসর্পোট ফটোকপি ( 6 মাস মেয়াদ থাকতে হবে)
• 2*2” সাইজ ছবি 2 কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড )
• বিদ্যুৎ বিলের কপি
• ব্যাংক এস্টেটমেন্ট ও সলভেন্সর সাটিফিকেট (6 মাসের
)
আমাদের র্সাভিস সমূহ: অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান টিকেট. হলিডেস প্যাকেজ, হজ্জ ও ওমরাহ প্যাকেজ, টুরিষ্ট ভিসা প্রসেস, র্সাভিয়া রোমানিয়া ত্রেুায়েশিয়া ভিসা র্সাভিস, হোটেল বুকিং, কার বুকিং, মানি এক্সচেন্জ র্সাভিস ,সৌদি আরব ভিসা প্রসেস. ডুবাই ভিসা প্রসেস করা হয়।

এছাড়া অন্যান্য দেশের ভিসার নরমাল প্রসেসিং ফি এবং প্রসেস সমন্ধে বিস্তারিত জানার জন্য
যোগাযোগ করুন:
এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট যোগাযোগ
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ,লালমাই, কুমিল্লা।মোবাইল: 01732897591

Double Entry Visa ContractINDIA DOUBLE ENTY VISA PROCESS:ইন্ডিয়া ডাবল এন্টি ভিসা কন্ট্রাক্ট সম্পূর্ণ চুক্তিতে ইন্ডিয়া ডা...
23/07/2022

Double Entry Visa Contract
INDIA DOUBLE ENTY VISA PROCESS:

ইন্ডিয়া ডাবল এন্টি ভিসা কন্ট্রাক্ট
সম্পূর্ণ চুক্তিতে ইন্ডিয়া ডাবল এন্টি ভিসা
3 দিনে সম্পূর্ণ চুক্তিতে ইন্ডিয়া ডাবল এন্টি ভিসা করা হয়।

যাদের জন্য ডাবল এন্টি ভিসাটি প্রয়োজন :

যে সমস্ত বাংলাদেশী ইন্ডিয়া তে অবস্থিত ইউরোপের দুতাবাস ফেস কিংবা vfs এ ফাইল জমা দিতে চান তাদের জন্য প্রয়োজন ডাবল এন্টি ভিসাটি। বাংলাদেশ থেকে যারা পর্তুগাল,মালটা, , রোমানিয়া ত্রেুায়েশিয়া ভিসার জন্য ইন্ডিয়াতে যেতে চান তাদের জন্য ডাবল এন্টি ভিসাটি প্রয়োজন .যে সমস্ত দেশের দুতাবাস বাংলাদেশে নেই ইন্ডিয়াতে রয়েছে সেই দুতাবাস ফেস করতে ইন্ডিয়া যেতে হলে আপনাকে ডাবল এন্টি ভিসাটি নিয়ে যেতে হবে।

ইন্ডিয়া ডাবল এন্টি ভিসার জন্য যে সব কাগজপএ প্রয়াজনঃ

• জাতীয় পরিচয়পত্র ফটোকপি
• পাসর্পোট ফটোকপি ( 6 মাস মেয়াদ থাকতে হবে)
• 2*2” সাইজ ছবি 2 কপি ( সাদা ব্যাকগ্রাউন্ড )
• বিদ্যুৎ বিলের কপি
• ব্যাংক এস্টেটমেন্ট ও সলভেন্সর সাটিফিকেট (6 মাসের )
• স্পন্সার ডিক্লরেশন ফর্ম ( ইংরেজিতে অনুবাধ করা এবং নোটারি সহ কারে)
• এপোয়েন্ট লেটার এবং পেমেন্ট কপি

বি:দ্র: ( মেডিকেল ভিসা কন্ট্রাক্ট, লস্ট পাসপোর্ট, একাধিক বার এম্বাসি থেকে রিপিউজ ও দাড়ি ওয়ালা পাসপোর্ট এ ১০০% নিশ্চয়তার সাথে ভিসা করে দিচ্ছি ।

আমাদের র্সাভিস সমূহ:
অভ্যন্তরীন ও আন্তর্জাতিক বিমান টিকেট. হলিডেস প্যাকেজ, হজ্জ ও ওমরাহ প্যাকেজ, টুরিষ্ট ভিসা প্রসেস, র্সাভিয়া রোমানিয়া ত্রেুায়েশিয়া ভিসা র্সাভিস, হোটেল বুকিং, কার বুকিং, মানি এক্সচেন্জ র্সাভিস ,সৌদি আরব ভিসা প্রসেস. ডুবাই ভিসা ও হলিডেস প্যাকেজ প্রসেস করা হয়।

এছাড়া অন্যান্য দেশের ভিসার নরমাল প্রসেসিং ফি এবং প্রসেস সমন্ধে বিস্তারিত জানার জন্য-

যোগাযোগ করুন:

এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট
আব্দুল খালেক ম্যানশন 2য় তলা (বাগমারা উচ্চ বিদ্যালয়ের র্পূব পাশে)
বাগমারা উত্তর বাজার ,লালমাই, কুমিল্লা।মোবাইল: 01732897591

27/06/2022

Address

Cumilla
3500

Opening Hours

Monday 09:00 - 06:00
Tuesday 09:00 - 06:00
Wednesday 09:00 - 06:00
Thursday 09:00 - 06:00
Friday 03:30 - 08:00
Saturday 09:00 - 06:00
Sunday 09:00 - 06:00

Telephone

+8801732897591

Website

Alerts

Be the first to know and let us send you an email when এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to এস এন এয়ার ট্রাভেলস এন্ড ট্যুরিজম কনসালটেন্ট:

Share