Cox's Bazar.com

Cox's Bazar.com cox`s bazar kolatoli
(5)

রাসুল সঃ বলেছেন চারটি বস্তু সোভাগ্যের নিদর্শনঃ১.পুণ্যবতী স্ত্রী। ২.প্রশস্ত বাড়ি।৩.সৎ প্রতিবেশী।৪.আরামদায়ক বাহন।
28/05/2023

রাসুল সঃ বলেছেন চারটি বস্তু সোভাগ্যের নিদর্শনঃ
১.পুণ্যবতী স্ত্রী।
২.প্রশস্ত বাড়ি।
৩.সৎ প্রতিবেশী।
৪.আরামদায়ক বাহন।

✈ For Air ticket call me or inbox @01872723226  🛫
08/05/2023

✈ For Air ticket call me or inbox @01872723226 🛫

 #পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৫ % পর্যন্ত ছাড়!!! ***এই অফারটি ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য!ঈদের বন্ধ...
14/04/2023

#পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সর্বোচ্চ ৩৫ % পর্যন্ত ছাড়!!!
***এই অফারটি ২০ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত প্রযোজ্য!
ঈদের বন্ধের ছুটি কাটাতে পারেন World Beach রিসোর্ট এ । নিরিবিলি পরিবেশে কক্সবাজার উপভোগ করার সুযোগ, একপাশে দিগন্ত সমুদ্র এবং অন্যপাশে ঝাউবনের মাঝে আমাদের রিসোর্ট অবস্থিত, যেখানে আপনি পাচ্ছে প্রকৃতির মাঝে প্রিমিয়াম সব সুযোগ সুবিধা।
বুকিং নাম্বার : @01872-723226 (WhatsApp)

টিকেট কিনেছি, কিন্তু যাওয়া হচ্ছে না ৷ আবার, যাওয়া দরকার টিকেট পাচ্ছিনা ৷ এসব ক্ষেত্রে আমরা একে-অপরকে সহযোগিতা করতে পার...
21/12/2022

টিকেট কিনেছি, কিন্তু যাওয়া হচ্ছে না ৷ আবার, যাওয়া দরকার টিকেট পাচ্ছিনা ৷ এসব ক্ষেত্রে আমরা একে-অপরকে সহযোগিতা করতে পারি৷
পেশাদার ও কালোবাজারীমুক্ত সাধারন মানুষদের নিয়ে একে-অপরের উপকারের উদ্দেশ্যে এই গ্রুপটি খোলা হয়েছে ৷

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড...
17/11/2022

রাজশাহী-কক্সবাজার রুটে নভোএয়ারের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে আগামীকাল থেকে। রাজশাহী থেকে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় ছেড়ে কক্সবাজারে দুপুর ১২টায় পৌঁছাবে ফ্লাইট। অপরদিকে কক্সবাজার থেকে সপ্তাহে প্রতি রোববার বিকাল ৩টা ৩৫ মিনিটে ছেড়ে বিকাল ৫টা ৫ মিনিটে রাজশাহীতে পৌঁছাবে। এই রুটে ওয়ানওয়ের সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫ হাজার ৯০০ টাকা।
আপনার টিকেট এর জন্য যোগাযোগ করুন।

.... @01872723226

For domestic air ✈️ ticket booking please call @01872723226  🛩
08/11/2022

For domestic air ✈️ ticket booking please call @01872723226
🛩

প্রিয় খুলনা -গোপালগঞ্জ - কক্সবাজার  বাসীআপনারা জেনে খুশি হবেন যে....আপনাদের সুবিধার্থে আপনাদের ♥️♥️প্রিয় রয়েল কোচ ♥❤️♥️ ...
02/09/2022

প্রিয় খুলনা -গোপালগঞ্জ - কক্সবাজার বাসী
আপনারা জেনে খুশি হবেন যে....
আপনাদের সুবিধার্থে আপনাদের

♥️♥️প্রিয় রয়েল কোচ ♥❤️

♥️ ❤️@কক্সবাজার- চট্টগ্রাম -পদ্মাসেতু-ভাঙা-গোপালগন্জ-- খুলনা ♥️♥️
❤️❤️ কক্সবাজার আব্দুল্লাহপুর - গাজীপুর-❤️❤️

প্রতিদিন নিয়মিত চলাচল করবে।
বিস্তারিত তথ্য জানতে,

কক্সবাজার কাউন্টার,
01957586355

বর্তমানে কক্সবাজারে অভ্যন্তরে পর্যটকদের যাতায়ত ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে ইজি বাইক/ টমটম।ইজি বাইক/ টমটম এর ভাড়া নির্দ...
23/07/2022

বর্তমানে কক্সবাজারে অভ্যন্তরে পর্যটকদের যাতায়ত ব্যবস্থার অন্যতম মাধ্যম হচ্ছে ইজি বাইক/ টমটম।
ইজি বাইক/ টমটম এর ভাড়া নির্দিষ্ট করা না থাকায় পর্যটকরা প্রায় ড্রাইভারদের সাথে বাক-বিতর্কে জড়িয়ে পরে। তাই আমরা কক্সবাজারের বিভিন্ন জায়গার ভাড়া সমুহ পর্যটকদের কাছে পৌঁছানোর চেষ্টা করবো।
ভাড়াসমুহঃ (বর্তমানে কক্সবাজারে ইজি বাইক/ টমটম এর ন্যূনত্বম ভাড়া = ১০ টাকা)
• বাস টার্মিনাল থেকে কলাতলী ডলফিন মোর পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৭০-৮০ টাকা
• বাস টার্মিনাল থেকে সুগন্ধা পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ৯০ টাকা
• বাস টার্মিনাল থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ১১০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে সুগন্ধা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৬০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৭০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১৫ টাকা / রিজার্ভ ১০০ টাকা
• কলাতলী ডলফিন মোর থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ২০ টাকা / রিজার্ভ ৮০-৯০ টাকা
• সুগন্ধা থেকে লাবনী পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৫০-৬০ টাকা
• সুগন্ধা থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• সুগন্ধা থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• লাবনী থেকে বাজারঘাটা পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
• লাবনী থেকে বার্মিজ মার্কেট পর্যন্ত = প্রতি জন ১০ টাকা / রিজার্ভ ৮০ টাকা
অন্যান্য জায়গা যেমনঃ দরিয়া নগর, হিমছড়ি, ইনানি এই জায়গাগুলোতে কত ঘন্টা বা কয়টা লোকেশানে ভিজিট করবে এর উপর ভাড়া নির্ধারণ করা হয়।
আসা করছি এই ইনফর্মেশনের মাধ্যমে পর্যটকদের কিছুটা সুবিধা হবে।
©️ Cox's bazar Bio

@01957586355

কক্সবাজার,_ঢাকা চাইদাবাদ _আরামবাগ_ফকিরাপুল _ফার্মগেট  _ আসাদগেট _কলাবাগান _কল্লানপুর_গাবতলী........  #রাত_৯ঃ০০মি.  @0195...
14/04/2022

কক্সবাজার,_ঢাকা চাইদাবাদ _আরামবাগ_ফকিরাপুল _ফার্মগেট _ আসাদগেট _কলাবাগান _কল্লানপুর_গাবতলী........
#রাত_৯ঃ০০মি.

@01957586355

বাংলাদেশে এই প্রথম আমরাই অল্প খরছে এসি /নন এসি.স্লিপার কোচ বাস রিজার্ভ দিয়ে থাকি,দেশের যে কোন প্রান্তে,    01957586355
13/04/2022

বাংলাদেশে এই প্রথম আমরাই অল্প খরছে এসি /নন এসি.স্লিপার কোচ বাস রিজার্ভ দিয়ে থাকি,দেশের যে কোন প্রান্তে,


01957586355

বাংলাদেশ সেনাবাহিনীর মত ঠিক আপনারাও আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের বাস রিজার্ভ নিতে পারবেন। তবে বাস রিজার্ভ নেওয়ার জন্য...
21/12/2021

বাংলাদেশ সেনাবাহিনীর মত ঠিক আপনারাও আপনাদের যেকোন প্রয়োজনে আমাদের বাস রিজার্ভ নিতে পারবেন। তবে বাস রিজার্ভ নেওয়ার জন্য অবশ্যই আমাদের নিচের কাউন্টারগুলোর যেকোন একটিতে গিয়ে আমাদের ম্যানেজারদের সাথে কথা বলে বাস রিজার্ভ করতে পারবেন।

কক্সবাজার 01957 586 355



এছাড়া আমাদের অন্যান্য কাউন্টারগুলোতে কথা বলেও আপনারা বাস রিজার্ভ করতে পারবেন।

ধন্যবাদ সবাইকে

🍁🍁এস আই এন্টারপ্রাইজ এর বহরে থাকা এক ইউনিট Hino 1j এসি বাসের প্রয়োজনীয় কাজ শেষ করা হয়েছে  এবং নতুন ৩২ সিট বসানো হয়েছে।🌠🌠...
24/11/2021

🍁🍁এস আই এন্টারপ্রাইজ এর বহরে থাকা এক ইউনিট Hino 1j এসি বাসের প্রয়োজনীয় কাজ শেষ করা হয়েছে এবং নতুন ৩২ সিট বসানো হয়েছে।

🌠🌠🌠লং রুটে এই প্রথম এস আই এন্টারপ্রাইজ নিয়ে এলো 32 সিটের Hino 1j এসি বাস। সেই সাথে থাকছে লেগরেস্ট এবং পর্যাপ্ত লেগস্পেস যা আপনার ভ্রমনকে আরামদায়ক করে তুলবে।

📌কক্সবাজার থেকে প্রতিদিন বিকালে টাংগাইল কড্ডা সিরাজগঞ্জ বগুড়া নওগাঁর উদ্দেশ্যে চলাচল করিতেছে আমাদের এসি এবং নন এসি বাস।

🟢কলাতলী ডলফিন মোড় কাউন্টারঃ 01957586355

📎এছাড়াও অনলাইনে ভিজিট করতে পারেন এখানে, www.sienterprisebd.com

♦এস আই এন্টারপ্রাইজ এর যেকোনো আপডেট জানতে এস আই এন্টারপ্রাইজ এর সাথেই থাকুন।

17/11/2021


  01957586355
16/11/2021


01957586355

এম ভি কর্ণফুলী জাহাজের নতুন টিকেট মূল্যঃ-জাহাজের ক্লাস ও ভাড়া ( সকল ভাড়া যাওয়া-আসার জন্য উল্লেখ করা হয়েছে)রেগুলার ক্লাস ...
16/11/2021

এম ভি কর্ণফুলী জাহাজের নতুন টিকেট মূল্যঃ-

জাহাজের ক্লাস ও ভাড়া ( সকল ভাড়া যাওয়া-আসার জন্য উল্লেখ করা হয়েছে)
রেগুলার ক্লাস ( Lavender): ২৫০০ টাকা
ক্লাস (শোভন চেয়ার (Marigold) : ২৫০০ টাকা
বিজনেস ক্লাস (ডিলাক্স) চেয়ার ( Gladiolas) : ৩২০০/- টাকা
ওপেন ডেক চেয়ার ( Open Deck): ৩২০০/- টাকা
লিলাক লাউঞ্জ( Lelak Lounge) : ৩২০০/- টাকা
ভি আই পি লাউঞ্জ(VIP Lounge) : ৩৬০০/- টাকা
সিঙ্গেল কেবিন( Single Cabin): ৬৫০০ টাকা (১ জন এর জন্য প্রযোজ্য)
টুইন বেড কেবিন (Twin Bed Cabin) : ১০০০০ (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি আই পি কেবিন ( VIP Cabin) : ১৮০০০ (২ জন এর জন্য প্রযোজ্য)
ভি ভি আই পি কেবিন (VVIP Cabin) ২৫০০০ (২ জন এর জন্য প্রযোজ্য)


01872723226

সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬/১১/২১ থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে আমাদের বিলাসবহুল পর্যটনবাহী জাহাজ কেয়...
15/11/2021

সকল প্রতিক্ষার অবসান ঘটিয়ে আগামী ১৬/১১/২১ থেকে টেকনাফ সেন্টমার্টিন রুটে চালু হচ্ছে আমাদের বিলাসবহুল পর্যটনবাহী জাহাজ কেয়ারী ক্রুজ এন্ড ডাইন, ১৮/১১/২১ থেকে চালু হবে কেয়ারী সিন্দবাদ। বুকিং এর জন্য আজই যোগাযোগ করুনঃ


০১৯৫৭৫৮৬৩৫৫
০১৮৭২৭২৩২২৬
০১৮৮৬২৭৫২০৫

🔳শীতের উষ্ণ দিনে এস আই এন্টারপ্রাইজ এর সিরাজগঞ্জ-কক্সবাজার রুটের কোচের পথচলা..♥️ নিয়মিত এই রুটে এস আই এর কোচ সার্ভিস প্র...
14/11/2021

🔳শীতের উষ্ণ দিনে এস আই এন্টারপ্রাইজ এর সিরাজগঞ্জ-কক্সবাজার রুটের কোচের পথচলা..♥️ নিয়মিত এই রুটে এস আই এর কোচ সার্ভিস প্রদান করে যাচ্ছে..‼️

🎯কক্সবাজারে ভ্রমণ করুন এস আই এন্টারপ্রাইজ এর সাথে..‼️ হিনো একে ওয়ান যে বাস এবং আরামদায়ক সিট আপনার যাত্রাকে স্বাচ্ছন্দ্য করে তুলবে।।❤️

🔰দেশের দীর্ঘতম রুট গুলোতে নিয়মিত সার্ভিস প্রদান করে যাচ্ছে..এস আই এন্টারপ্রাইজ।।।

📌টিকেটের জন্য নিকটস্থ কাউন্টারে যোগাযোগ করুন..
এছাড়াও এই রুটের অনলাইন টিকেট পেতে পারেনঃ www.sienterprisebd.com

🚩এস.আই এন্টারপ্রাইজ🚩
এসি, নন এসি চেয়ার কোচ সার্ভিস

⏩আপনার তোলা ছবি, ভ্রমণ অভিজ্ঞতা এবং সবধরনের সমস্যা, অভিযোগ জানাতে আমাদের এস আই এন্টারপ্রাইজ এর অফিসিয়াল গ্রুপে যোগ দিতে পারেন...

⛳গ্রুপ লিংকঃ


অসাধারণ এই ছবিটি তুলেছেনঃ Md Alamin

⚓আমাদের লং রুট সমুহঃ

✪সিরাজগঞ্জ-চট্টগ্রাম-কক্সবাজার
✪নওগা-বগুড়া-সিরাজগন্জ-চট্টগ্রাম-কক্সবাজার (এসি / নন এসি )
✪দিনাজপুর -চট্টগ্রাম - কক্সবাজার (নন এসি)
✪হিলি -পাচবিবি-জয়পুরহাট - কক্সবাজার
✪পঞ্চগড়-নীলফামারী-রংপুর-চট্টগ্রাম-কক্সবাজার
✪নওগা - বগুড়া- সিরাজগন্জ - সিলেট

♦এস আই এন্টারপ্রাইজ এর যেকোনো আপডেট জানতে এস আই এন্টারপ্রাইজ এর সাথেই থাকুন।

আপনার টিকিট নিশ্চিত করতে চাইলে এখনি ফোন দিন- +8801957586355Indian Medical, Tourist & Bussiness Visa Processing.আস্থা এবং...
14/11/2021

আপনার টিকিট নিশ্চিত করতে চাইলে এখনি ফোন দিন- +8801957586355
Indian Medical, Tourist & Bussiness Visa Processing.
আস্থা এবং ভরসা নিয়ে ঘরে বসেই নিশ্চিত করুন আপনার অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক এয়ার টিকিট।


Low Cost Domestic & International Air Ticket Available.
Dhaka to Coxbazar -4000/-
Dhaka to Chittagong -3300/-
Dhaka to Sylhet -3250/-
Dhaka to Saidpur -3150/-
Dhaka to Jessore -3150/-
Dhaka to Barisal -3150/-
Dhaka to Rajshahi -3300/-

বলুন তো কোন দেশে যেতে চান ? আমি সাউদিতে যেতে চাই 🇧🇩🇸🇦 মক্কা মদিনা  আমার প্রিয় শহর ❤️🔥
28/10/2021

বলুন তো কোন দেশে যেতে চান ?
আমি সাউদিতে যেতে চাই 🇧🇩🇸🇦
মক্কা মদিনা আমার প্রিয় শহর ❤️🔥

পর্যটক বিহীন এমন হাজারো সৌন্দর্য লুকিয়ে আছে, দেশের প্রতিটা জায়গায়। 😍😍তাই ভ্রমন করুন, নিজের দেশকে ভাল ভাবে  চিনুন, অপরকে ...
13/10/2021

পর্যটক বিহীন এমন হাজারো সৌন্দর্য লুকিয়ে আছে, দেশের প্রতিটা জায়গায়। 😍😍
তাই ভ্রমন করুন, নিজের দেশকে ভাল ভাবে চিনুন, অপরকে ভ্রমনে উৎসাহিত করুন।

01957586355

12/10/2021

আলহামদুলিল্লাহ্‌দীর্ঘ প্রতীক্ষার পর এমভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার - সেন্টমার্টিন- কক্সবাজার চলাচলের জন্য প্রস্তুুত! ...
04/10/2021

আলহামদুলিল্লাহ্‌
দীর্ঘ প্রতীক্ষার পর
এমভি কর্ণফুলী এক্সপ্রেস কক্সবাজার - সেন্টমার্টিন- কক্সবাজার চলাচলের জন্য প্রস্তুুত!
কক্সবাজার জেলা প্রশাসক মহোদয়ের অনুমতি সাপেক্ষে যে কোন দিন চলাচল করবে নিশ্চিত করেছেন কর্ণফুলী বিল্ডার্স কর্তৃপক্ষ!
টিকিট এর জন্য যোগাযোগ a

সুন্দরবনের এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে চাইলে প্রথমেই জানতে হয় কোন জাহাজে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন। আর এসব প্রশ্...
04/10/2021

সুন্দরবনের এই অপার্থিব সৌন্দর্য উপভোগ করতে চাইলে প্রথমেই জানতে হয় কোন জাহাজে যাবেন, কোথায় থাকবেন, কী খাবেন। আর এসব প্রশ্নের উত্তর ও সুন্দরবন ভ্রমণের নানা রকম ট্যুর নিয়ে এসেছে গো যায়ান।

আপনার ভ্রমণকে সহজ ও সুলভ করতে বিশেষ মূল্য- ছাড়ে এয়ার টিকেট। Call:01872723226
27/09/2021

আপনার ভ্রমণকে সহজ ও সুলভ করতে বিশেষ মূল্য- ছাড়ে এয়ার টিকেট। Call:01872723226

All     Available hereContacts...01872723226
10/09/2021

All
Available here
Contacts...01872723226

08/09/2021
  : +8801872723226বুকিং করুন Domestic & International Air Ticket ✈️ সবচেয়ে কম মূল্যে। Traveling anywhere soon or later,...
30/08/2021

: +8801872723226
বুকিং করুন Domestic & International Air Ticket ✈️ সবচেয়ে কম মূল্যে।
Traveling anywhere soon or later, book your desired flight at the Best Rate only from

You can save your time by book air ticket from us. we will give you the best fare of any air tickets (Domestic or International).

For more information,
Contact us through inbox:
m.me/
Hotline: +8801872723226
Email: [email protected]

যেকোনো সময়, যেকোনো রুটে - সবচেয়ে সাশ্রয়ী রেট আর ইনস্ট্যান্ট সার্ভিস পেতে ফ্লাইট বুক করুন   এ বুকিং সংক্রান্ত যেকোনো গ্রা...
30/08/2021

যেকোনো সময়, যেকোনো রুটে - সবচেয়ে সাশ্রয়ী রেট আর ইনস্ট্যান্ট সার্ভিস পেতে ফ্লাইট বুক করুন এ

বুকিং সংক্রান্ত যেকোনো গ্রাহকসেবা পেতে কল করুন: +8801872723226


করোনা মোকাবেলায় প্রয়োজনীয় স্বাস্থ্যবিধি মেনে চলুন,
নিজে সুরক্ষিত থাকুন, সুরক্ষিত রাখুন আপনজনকে।

  Hyundai 's Bazar->Dhaka
29/08/2021

Hyundai
's Bazar->Dhaka

 #ঢাকা_টু_চট্রগ্রাম_কক্সবাজার. #কক্সবাজার_টু_ঢাকা. রোডে আপনাদের জন্য এসেছে কিছু ব্রেন্ড নিউ গাড়ি যেখানে থাকছে বিলাসবহুল ...
27/08/2021

#ঢাকা_টু_চট্রগ্রাম_কক্সবাজার.
#কক্সবাজার_টু_ঢাকা. রোডে আপনাদের জন্য এসেছে কিছু ব্রেন্ড নিউ গাড়ি যেখানে থাকছে বিলাসবহুল স্লিপার এবং বিজনেজ ক্লাস। আশা করি আমরা আপনাদের সর্বোচ্চ সেবা দিয়ে যাবো।
বুকিং করতে:-
01957586355

01872723226

 #সেন্টমার্টিন সমুদ্রসৈকত বা দ্বীপ সবারই প্রিয় একাটি স্থান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন । মূলভূখন্ড...
19/08/2021

#সেন্টমার্টিন


সমুদ্রসৈকত বা দ্বীপ সবারই প্রিয় একাটি স্থান। বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ হলো সেন্টমার্টিন । মূলভূখন্ডের সর্ব দক্ষিণে, কক্সবাজার জেলা শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত ১৭ বর্গ কিলোমিটারের একটি ক্ষুদ্র দ্বীপ এটি । স্থানীয় ভাষায় একে নারিকেল জিঞ্জিরাও বলা হয়। মূল দ্বীপ ছাড়াও আরও একটি ক্ষুদ্র দ্বীপ রয়েছে যা ‘ছেড়াদ্বীপ’ নামে পরিচিত। এ দ্বীপটি বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান হিসাবে বিবেচিত। সমুদ্র আর নীল আকাশের অপূর্ব সমন্বয় লক্ষ্য করা যায় এখানে। বালি, পাথর, প্রবাল কিংবা জীব বৈচিত্র্যের সমন্বয়ে ভ্রমণপিপাসু মানুষের জন্য অনুপম অবকাশ কেন্দ্র হলো সেন্টমার্টিন।

যেভাবে যাবেন
ঢাকা থেকে টেকনাফ :
ঢাকা থেকে বাসে করে সরাসরি টেকনাফে আসা যায়। ঢাকার ফকিরাপুল ও সায়েদাবাদ থেকে শ্যামলী, সেন্টমার্টিন পরিবহন, ঈগল, এস আলম, মডার্ন লাইন, গ্রীন লাইন ইত্যাদি বাস সরাসরি টেকনাফ যায়। এতে প্রায় ১০-১২ ঘন্টা সময় লাগে ।এই ভ্রমণ ভাড়া বাস ও ক্লাস অনুযায়ী সাধারণত ৯০০ থেকে ২০০০ টাকার মধ্যে হয়ে থাকে।

ঢাকা থেকে কক্সবাজার হয়ে টেকনাফ:
বাংলাদেশের যে কোনও স্থান থেকে সেন্টমার্টিন যাওয়ার জন্য আপনাকে প্রথমে যেতে হবে কক্সবাজার।ঢাকা থেকে প্রতিদিনই গ্রীন লাইন, সোহাগ, টিআর ট্রাভেলস, শ্যামলী, হানিফ, সৌদিয়া, ঈগল, এস আলম, সিল্ক লাইন, সেন্টমার্টিন ইত্যাদি অনেক বাস কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসে, বাস ভেদে ভাড়া সাধারণত ১০০০ টাকা থেকে ২৫০০ টাকার মধ্যে। এছাড়াও ঢাকা থেকে বিমানে কিংবা ট্রেনেও কক্সবাজার যাওয়া যায়।কক্সবাজার থেকে লোকাল বাস বা মাইক্রো/জিপ ভাড়া করে আপনি টেকনাফ যেতে পারবেন সহজেই। কক্সবাজার থেকে টেকনাফ যেতে সময় লাগে অবস্থা ভেদে প্রায় এক থেকে দুই ঘন্টার মতো।

ঢাকা থেকে চট্টগ্রাম হয়ে টেকনাফ:
ট্রেনে করে ঢাকা থেকে চট্টগ্রাম আসতে চাইলে ঢাকা থেকে সোনার বাংলা, তূর্ণা-নিশীথা, সুবর্ন এক্সপ্রেস, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে ট্রেন থেকে নিজের সুবিধামত যাত্রা করতে পারেন। তারপর চট্টগ্রামের বহদ্দার হাট কিংবা নতুন ব্রিজ এলাকা থেকে প্রতি ঘন্টায় কক্সবাজারের গাড়ী পাওয়া যায়। এদের মধ্যে ভালো সার্ভিস পেতে এস আলম, সৌদিয়া, ইউনিক ইত্যাদি বাসে ভ্রমণ করতে পারেন।চট্টগ্রামের সিনেমা প্যালেস থেকে এস আলম এবং সৌদিয়া বাস রাত ১২ টায় টেকনাফ এর উদ্দেশ্যে রওয়ানা হয়।এছাড়া জিএসই গরিবুল্লাহশাহ মাজার ও দামপাড়া থেকেও চট্টগ্রাম থেকে টেকনাফ এর উদ্দেশ্যে কিছু বাস চলাচল করে।

টেকনাফ থেকে সেন্টমার্টিন:
টেকনাফ থেকে সেন্টমার্টিনে প্রতিদিন সকাল থেকে আসা-যাওয়া করে সি-ট্রাক, কেয়ারি, সিন্দাবাদ এবং . চমৎকার সব জাহাজ । এসব জাহাজের পাশাপাশি ট্রলার ও চলাচল করে এই সমুদ্র রুটে। তবে নিরাপদ জলযান হিসেবে কেয়ারি সিন্দাবাদ ও জাহাজ নির্ভরযোগ্য। এছাড়াও এই সমুদ্র রুটে বেশ কিছু ট্রলার ও স্পিডবোট চলাচল করে। জাহাজে করে টেকনাফ থেকে সেন্টমার্টিন যেতে দুই ঘণ্টা থেকে আড়াই ঘন্টা সময় লাগে।জাহাজের শ্রেনীভেদে আপ-ডাউন ভাড়া ৫৫০-৮০০ টাকার মত। জেটি ঘাট থেকে প্রতিদিন জাহাজগুলো সকাল ৯.০০-৯.৩০ মিনিটে সেন্টমার্টিনের উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেন্টমার্টিন থেকে ফেরত আসে বিকাল ৩.০০-৩.৩০ মিনিটে। তাই সময়ের আগে জেটি ঘাটে উপস্থিত না হতে পারলে জাহাজ মিস হবার সম্ভাবনা বাড়ে। আর এমন ক্ষেত্রে ট্রলারে করে ফেরা ছাড়া উপায় নেই যা অনেকটা বিপদজনক। যারা সেন্টমার্টিনে রাত্রি যাপন করেন তাঁরা পরের দিন একট জাহাজে ফেরার সুযোগ পান যা পূর্বেই টিকিটে উল্লেখ থাকে।

সেন্টমার্টিন ভ্রমণের উপযুক্ত সময়:
নভেম্বর থেকে এপ্রিল পর্যন্ত পর্যটকদের ভিড় লক্ষ করা যায় সেন্টমার্টিনে।নীল আকাশের সাথে সমুদ্রের নীল জলের মিতালী, সারি সারি নারিকেল গাছ এ দ্বীপকে করেছে অনন্য।সধারণত নভেম্বর থেকে মার্চ এই পাঁচ মাস এখানে জাহাজ চলে। এই সময় ছাড়া অন্য সময়ে গেলে ট্রলার কিংবা স্পিডবোট দিয়ে যেতে হয় ।শীত মৌসুমে সমুদ্র শান্ত থাকে এবং গ্রীষ্ম-বর্ষা মৌসুমে সমুদ্র উত্তাল থাকে, তখন চলাচল ঝুঁকিপূর্ণ।যদি আপনি এ্যাডভেঞ্জার প্রিয় হয়ে থাকেন তবে এই সময় উত্তাল সাগরে ট্রলার যোগে ভ্রমণ অভিজ্ঞতা নিতে পারেন।

18/08/2021

ঢাকা থেকে কলকাতা / দিল্লী রুটে ফ্লাইট টিকেট করতে অথবা যেকোনো রুটের ফ্লাইট টিকেট করতে অথবা পাসপোর্ট করা / ভিসা করা/ বিদেশ যাওয়া সংক্রান্ত যেকোনো বিষয়ে সাহায্য পেতে কল ও মেসেজ করুন।

অফিসঃ
চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এর নিচে। হোটেল জামান ও হোটেল ব্রিজের মাঝে।

৮৮, কোর্ট রোড, কোতয়ালী, চট্টগ্রাম।

মোবাইলঃ +8801977123570 (Whatsapp)

 #কক্সবাজার সমুদ্র সৈকতবিশ্বের দীর্ঘতম ও প্রাকৃতিক সমুদ্র সৈকতটি হলো কক্সবাজার। যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত...
18/08/2021

#কক্সবাজার সমুদ্র সৈকত

বিশ্বের দীর্ঘতম ও প্রাকৃতিক সমুদ্র সৈকতটি হলো কক্সবাজার। যা বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে অবস্থিত একটি শহর, মৎস্য বন্দর এবং পর্যটন কেন্দ্র। এটি ১২০ কিঃমিঃ দৈর্ঘ্য বিশিষ্ট। সৈকতটি সাধারনত বালুকাময় এতে কাদার অস্তিত্ব পাওয়া যায় না। এটি বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় স্থান। লম্বা ছুটি উদ্‌যাপনের গন্তব্য হিসেবে সবার পছন্দের তালিকায় এখনো শীর্ষে রয়েছে কক্সবাজার।

কক্সবাজার ভ্রমণের উপযুক্ত সময়
প্রায় সারাবছরই এখানে দেশি-বিদেশি পর্যটকদের ভিড় লক্ষিত। শীতকাল তথা অক্টোবর থেকে মার্চ মাসকেই ধরা হয় কক্সবাজার ভ্রমণের জন্য সবচেয়ে বেশি উপযুক্ত সময়। সমুদ্রও এই সময় অনেকটাই শান্ত প্রকৃতির থাকে। পরিবেশে থাকে এক প্রকার শীতল আমেজ। পর্যটক বেশি থাকায় এই সময় থাকার জন্য খরচটাও তুলনামূলক বেশিই করতে হয়।বৃষ্টি-বাদলের সময় লোকজন সমুদ্রবিলাসে তেমন একটা আগ্রহ প্রকাশ করে না ফলে থাকার খরচটা অনেক কমে যায়। তাছাড়া এ সময় হোটেলগুলোর ভাড়া এবং প্রায় সবকিছুতেই ছাড় পাওয়া যায়।

কিভাবে যাবেন
ঢাকা-কক্সবাজার প্রায় সবভাবেই যাওয়া যায়। বাস,ট্রেন,বিমান যে কোন মাধ্যমে। বাস এ যাওয়ার ক্ষেত্রে নন-এসি, এসি-ইকোনমি ক্লাস,আর এসি-বিজনেস ক্লাসে করে যেতে পারেন গন্তব্যে এক্ষেত্রে ১০ থেকে ১২ ঘণ্টা সময় লাগতে পারে।ঢাকা থেকে যদি আপনি ট্রেনে কক্সবাজার ভ্রমণ করতে চান তাহলে আপনি কমলাপুর কিংবা বিমানবন্দর রেলস্টেশান হতে সোনার বাংলা, সুবর্ন এক্সপ্রেস, তূর্ণা-নিশীথা, মহানগর প্রভাতী/গোধূলী, চট্রগ্রাম মেইলে যাত্রা করতে পারেন। এরপর চট্টগ্রামের নতুন ব্রিজ এলাকা অথবা দামপাড়া বাস্ট স্ট্যান্ড থেকে এস আলম, হানিফ, ইউনিক ইত্যাদি বিভিন্ন ধরণ ও মানের বাস পাবেন।আকাশ পথে যেতে চাইলে বাংলাদেশ বিমান, নভোএয়ার, ইউএস বাংলা সহ বেশকিছু বিমান ঢাকা থেকে সরাসরি কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া আকাশপথে চট্রগ্রাম এসে সড়ক পথে উপরে উল্লেখিত উপায়ে সহজেই আপনি কক্সবাজার যেতে পারবেন।

থাকবেন কোথায়
থাকার জন্য কক্সবাজারে রয়েছে ফাইভ স্টার হোটেল থেকে শুরু করে সস্তার বের্ডিং পর্যন্ত বিভিন্ন মানের হোটেল এবং মোটেল। যার সংখ্যা প্রায় ৫০০র ও বেশি।বিভিন্ন বিচভিও হোটেল ও বিদ্যমান। একদম সস্তা হোটেলগুলো ছাড়াও বিভিন্ন ক্যাটারির হোটেল রয়েছে কক্সবাজারে।
প্রিমিয়াম ক্যাটারির রিসোর্ট: - মারমেইড বিচ রিসোর্ট, সায়মন বিচ রিসোর্ট, ওশান প্যারাডাইস, লং বিচ বিচ রিসোর্ট, সি-গাল, সি প্যালেস, রয়্যাল টিউলিপ, হেরিটেজ, কক্স টুডে ইত্যাদি। এগুলোর রুম ভাড়া পড়বে ৬০০০ থেকে ১২০০০ হাজার টাকার মধ্যে।

এক্সিকিউটিভ ক্যাটাগরির রিসোর্ট: -হোটেল সি ক্রাউন, কোরাল রিফ, নিটোল রিসোর্ট, বিচ ভিউ রিসোর্ট, আইল্যান্ডিয়া, ইউনি রিসোর্ট ইত্যাদি। এগুলোর রুম প্রতি ভাড়া পড়বে ৩০০০ থেকে ৬০০০ টাকার মধ্যে।

স্ট্যান্ডার্ড ক্যাটাগরির রিসোর্ট: - সি ওয়ার্ল্ড, সেন্টমার্টিন রিসোর্ট, হানিমুন রিসোর্ট, ইকরা বিচ রিসোর্ট, হোয়াইট বিচ রিসোর্ট, নীলিমা রিসোর্ট ইত্যাদি। এসব হোটেলের ভাড়া পড়বে ৮০০ থেকে ৩০০০ টাকার মধ্যে।
তাছাড়া অফ সিজনে বুকিং না দিয়ে গেলেও সিজনে রুম বুকিং না করে কক্সবাজার ভ্রমণে যাওয়া উচিত হবেনা।
অটোরিকশা বা সিএনজিওয়ালার পরামর্শ নিয়ে কোনো হোটেলে যাওয়া ঠিক হবে না । এতে করে আপনার হোটেল ভাড়া নিশ্চিতভাবেই বেশি পড়বে। কারণ হোটেল থেকে সিএনজিওয়ালা কমিশন নিয়ে থাকে । তাছাড়া মেইন বিচ থেকে যতটা দূরে হোটেলের অবস্থান হবে, রুম ভাড়াও ততটা কম পড়বে। কক্সবাজারের প্রায় প্রত্যেকটা হোটেলের ওয়েবসাইট ও ফেসবুক পেজ রয়েছে। আপনি চাইলে অগ্রিম বুকিং দেওয়ার জন্য সেগুলোতে যোগাযোগ করতে পারেন।
ফ্যামিলি নিয়ে কক্সবাজার গেলে, পরিবারের সদস্য সংখ্যা বেশি হলে চাইলে ফ্ল্যাটও ভাড়া নিয়েও আপনি থাকতে পারেন৷ দুই তিন চার বেডরুমের ফ্ল্যাট আছে কক্সবাজারে। এসি, নন এসি ও ক্যাটাগরি ভেদে এগুলোর ভাড়া পড়ে ২৫০০ থেকে ১৫০০০ টাকা পর্যন্ত।

কি করবেন
সাগর এবং পাহাড়ের অপূর্ব মিতালী দেখতে পাওয়া যায় এখানে। একই সাথে মায়াবী ও রূপময়ী এই সমুদ্র সৈকত। বালুর আঁচলে যেন ঢেলে দেয়া হয়েছে বাংলার সবরুপ। এই সৈকতে প্রবেশ করতেই কানে ভেসে আসে সাগরের উওাল গজন। বিশাল জলরাশির মতো হৃদয়েও উদ্বেলিত হয় তরঙ্গ এর চোখ ধাঁধানো সূর্যাস্ত আপনার মনকে প্রশান্তি দিবে! সমুদ্রে গেলে মনে এক অসীম অদৃশ্য অস্তিত্বের দ্বারা আন্দোলিত হবে। আকাশের নীল আর সমুদ্রের নীল যেন এখানে মিলেমিশে একাকার হয়ে যায়।প্রত্যুষে এবং মধ্যাহ্নে এর রূপ ভিন্ন।পর্যটকরা এখানে আসে সী-বীচের সাথে আলিঙ্গন করতে, স্নান করতে, এর সৌন্দর্য পুরোপুরি উপভোগ করতে আর নির্ভেজাল নির্ঝঞ্জাট ও নিরাপদ পরিবেশে বিশুদ্ধ বাতাস খেতে। রৌদ্রস্নানসহ সাঁতারের সুযোগ- সুবিধাগুলি পর্যটকদের আকর্ষেনের মূল কেন্দ্রবিন্দু। ফেনাযুক্ত বিশাল ঢেউয়ে সাঁতার কাটা সম্ভব । প্রিয়জনের সাথে সমুদ্রঢেউ অনুভব করতে পারবেন এখানে। সূর্যোদয় এবং সূর্যাস্তের সময় বালুকাময় সমুদ্র সৈকত এর একটি বিশেষত্ব ফুটে উঠে। এই সময়ে আপনি সহজেই প্রকৃতির সাথে হারিয়ে যেতে পারবেন। যখন সূর্য পূর্ব দিক থেকে উদিত হয় তখন মনে হয় রক্তিম গোলাকার পৃথিবী যেন সমুদ্রের ভিতর থেকে ভেসে উঠছে!এখানে বিচে বেশ কয়েকটি স্পিডবোট চলে। মেইন বিচ থেকে এগুলো চলাচল করে লাবণী পয়েন্ট পর্যন্ত। এছাড়াও খোলা স্পিডবোটের সাহায্যে চলে লাইফ বোট। তিন চাকার বেশ কয়েকটি বিচে চলার উপযোগী বাইকও কক্সবাজার সাগর সৈকতে চলাচল করে। এসব সুবিধা আপনারা চাইলেই গ্রহন করতে পারবেন ।সাগর-পাহাড় কেন্দ্রীকও নানা আয়োজন লক্ষ করা যায় কক্সবাজারে বিশেষ করে সার্ফিং, প্যারাসাইলিং, স্কুভা ডাইভিং এর মতো অ্যাডভ্যাঞ্জার একেবারেই ভিন্নতর। তবে এরকম আয়োজনগুলো এখনও খুবই সীমিত পরিসরে রয়েছে। তাছাড়া কক্সবাজারে পর্যটন মৌসুমে শ দুয়েক বিচ ফটোগ্রাফার পর্যটকদের ছবি তুলে থাকে। প্রায় ঘন্টা খানেকের মধ্যেই এসব ছবি প্রিন্ট করে নেগেটিভসহ পর্যটকদের হাতে পৌঁছানোর ব্যবস্থা রয়েছে। লাল পোশাক পরা এসব বিচ ফটোগ্রাফারদের প্রত্যেকের রয়েছে একটি করে আইডি কার্ড। এদের সাহায্যে আপনি আপনার প্রিয়জনদের সাথে কাটানো মুহুর্ত গুলো ক্যামেরাবন্দি করে রাখতে পারবেন।

সমুদ্রে নামার আগে সতর্কতা
সমুদ্রে নামার আগে অবশ্যই জোয়ার-ভাটার সময় জেনে নিতে হবে । জোয়ারের সময় সমুদ্রে গোসলে নামা নিরাপদ কিন্তু ভাটার সময়ে তা বিপজ্জনক ভাটার টানে মুহূর্তেই হারিয়ে যেতে পারে যে কেউ। জোয়ারের সবুজ পতাকা এবং ভাটার সময় লাল পতাকা ওড়ানো হয়। এই সময় সমুদ্রে নামা থেকে বিরত থাকাই উওম। প্রয়োজেন পর্যটকদের নিরাপত্তায় নিয়োজিত লাইফ গার্ডের সহায়তা নিন।

কি খাবেন
এখানে প্রায় প্রতিটি আবাসিক হোটেল বা হোটেলের আশেপাশে রেস্টুরেন্ট বা খাবার হোটেল রয়েছে। সাগরের বিভিন্ন মাছের মেন্যু বিশেষ করে চিংড়ি, রূপচাঁদা, লাইট্যা, ছুরি মাছসহ মজাদার শুটকি মাছের ভর্তার প্রতিই পর্যটকদের আকর্ষণ বেশি থাকে। খাবারের মেনু অনুযায়ী একেক রেস্টুরেন্টে একেক ধরনের মূল্য তালিকা দেখা থাকে।মধ্যম মানের বাজেট সম্পন্ন রেস্টুরেন্টের মধ্যে রয়েছে রোদেলা, ঝাউবন, ধানসিঁড়ি, পৌষি, নিরিবিলি ইত্যাদি উল্লেখ করার মত। সিজন অনুসারে অন্য অনেক কিছুর মত এখানে খাবারের দামও কম কিংবা বেশী হতে পারে। এছাড়াও লাবনী পয়েন্ট সংলগ্ন হান্ডি রেস্তারা অল্প টাকায় হায়দ্রাবাদী বিরাণী চেখে দেখতে পারেন। এছাড়া কেওএফসি তো আছেই।

কক্সবাজার সমুদ্র সৈকত ভ্রমণে অন্যান্য দর্শনীয় স্থান
বঙ্গোপসাগরের নীল জলরাশি আর মনোমুগ্ধকর সমুদ্র সৈকত ছাড়াও এখানে আরও দেখে নিতে পারেন কিছু দর্শনীয় স্থান
যেমনঃ মেরিন ড্রাইভ,রেডিয়েন্ট ফিশ একুরিয়াম,
কলাতলী বিচ,লাবনী বিচ,হিমছড়ি,ইনানি বিচ,সোনাদিয়া,রামু ,মহেশখালী, আদিনাথ মন্দির,ডুলাহাজারা,টেকনাফ,কুতুবদিয়া,মাতার বাড়ি, শাহপরী, সেন্টমার্টিন।

ব্যস্ততম জীবনের ক্লান্তি দূর করতে প্রায় সারাবছরই ভ্রমণ পিপাসুরা ঘুরতে যায় কক্সবাজার সমুদ্র সৈকতে । আপনিও চাইলে সামনের কোনো ছুটিতে ঘুরে আসতে পারেন কক্সবাজার সমুদ্র সৈকত, কাটিয়ে আসতে পারেন জীবনের সেরা কিছু সময়। আবার চাইলে আমাদের ০১৯৫৭৫৮৬৩৫৫, সাথেও ঘুরে আসতে পারেন ।

17/08/2021
17/08/2021
04/08/2021

Now book cheap flights and hotels in Bangla. Bangladesh's 1st ever online travel agency!

23/07/2021

পরামর্শের জন্য,
মেহজাবিন টুর কক্সবাজার
01957586355

Address

Cox's Bazar. Kalatoli Dolpin Sottor
Cox's Bazar

Telephone

+8801872723226

Website

Alerts

Be the first to know and let us send you an email when Cox's Bazar.com posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Cox's Bazar.com:

Videos

Share

Category

Nearby travel agencies