Obhibadon অভিবাদন

Obhibadon অভিবাদন Obhibadon is your one-stop destination for all things travel in this stunning coastal paradise.
(11)

31/12/2023

HappY NeW YeaR 2024
তাড়াতাড়ি ফুটিয়ে দিয়েছে, বেশিক্ষণ অপেক্ষা করার সময় নেই😆😆

 #সতর্কীকরণ _পোস্টকক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে তিন দিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নি...
30/12/2023

#সতর্কীকরণ _পোস্ট

কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন দ্বীপে তিন দিন পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ থাকবে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে এ সিদ্ধান্ত দিয়েছে জেলা প্রশাসন। সাথে বন্ধ থাকবে সকল ধরনের হোটেল ও গেস্ট হাউজগুলো।

বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইয়ামিন হোসেন সিভয়েসকে বলেন, আগামী ৬-৮ জানুয়ারি পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। ৯ জানুয়ারি থেকে জাহাজ চলাচল স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, এ সিদ্ধান্ত শুধু সেন্টমার্টিন দ্বীপের জন্য নেওয়া হয়েছে। এছাড়াও ৬ জানুয়ারি রাত ১২টা থেকে ৭ জানুয়ারি রাত ১২ পর্যন্ত কক্সবাজারের অন্য স্থানে লঞ্চ ও ইঞ্জিন বোট চলাচলে নিষেধাজ্ঞা দেওয়া হয়। তবে জরুরি পরিবহন চালু থাকবে।

Obhibadon অভিবাদন এর সাথে থাকুন।

সেন্টমার্টিন এর সকল প্রকার শিপ টিকেট এবং হোটেল এন্ড রিসোর্ট বুকিং জন্য নির্ভরযোগ্য প্রতিষ্টান 👈

29/12/2023

রাতের সমুদ্র। জোয়ারের পানি কিটকট চেয়ার পার হয়ে সামনে চলে আসছে আজকে।

26/12/2023

বলুনতো আমাদের সম্মানিত মেহমানরা কি লিখতে যাচ্ছে বালিয়াড়িতে?

24/12/2023

চলেন এলাকার সবাইকে নিয়ে হাসসোবাজার যায়😄😄

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গ...
23/12/2023

কক্সবাজার আগমন ইচ্ছুক সম্মানিত পর্যটকগনের প্রতি কিছু পরামর্শ ।

১. বাস থেকে নামার পর নিজেদের ইচ্ছামত অটোতে উঠবেন, অবশ্যই গন্তব্যস্থল উল্লেখ করে ভাড়া ঠিক করে উঠবেন।
২. সম্ভব হলে আগেই হোটেল বুকিং দিয়ে যাবেন। তবে বুকিং দেবার আগে ভাড়া ঠিক করে নেবেন।
আপনার বাজেটের মধ্যে ভালো এবং নিরাপদ হোটেল বুকিং করতে Obhibadon অভিবাদন সবসময় আপনার পাশে আছে।
যারা কক্সবাজার এসে হোটেল ঠিক করতে চান তারা অবশ্যই অটো চালকের কথায় কোন হোটেলে যাবেন না। নিজেরা যাচাই করে, রুম দেখে ভাড়া ঠিক করে হোটেলে উঠবেন
৩. হোটেলে উঠার সময় অবশ্যই এনআইডি কার্ড বা জন্ম নিবন্ধন কার্ড সাথে আনবেন এবং হোটেলে কপি জমা দেবেন।
৪. বিচে নামার সময় মূল্যবান জিনিসপত্র হোটেলে রেখে আসাই উত্তম
৫. কিটকটে বসে কোন ম্যাসেজ বয় কে দিয়ে ম্যাসেজ করাবেন না, ম্যাসেজ বয় দেখলে কিটকটের দায়িত্বে থাকা কর্মিকে সরিয়ে দিতে বলবেন অথবা ট্যুরিস্ট পুলিশকে জানাবেন। ( ম্যাসেজের আড়ালে তারা আপনার মোবাইল, মানিব্যাগ নিয়ে যেতে পারে), ট্যুরিস্ট পুলিশ ম্যাসেজ বয়দের বিরুদ্ধে অভিযান অব্যাহত রেখেছে।
৬. কোন ভিক্ষুক, তৃতীয় লিঙ্গের মানুষ দেখলে ট্যুরিস্ট পুলিশকে অবহিত করুন
৭. বিচ থেকে ভ্রাম্যমাণ হকার উচ্ছেদে অভিযান পরিচালনা করা হচ্ছে। শীঘ্রই ভ্রাম্যমাণ হকার মুক্ত করা হবে। আপনার ভ্রাম্যমাণ হকার থেকে কেনাকাটা থেকে বিরত থাকুন
৮. ফটোগ্রাফার থেকে ছবি তোলার ক্ষেত্রে আগে থেকেই দরদাম ঠিক করে নিতে হবে। সম্ভব হলে তার লাইসেন্স আছে কিনা সেটা যাচাই করে নিবে এবং মোবাইল নাম্বার ও ফটোগ্রাফারের ছবি তুলে রাখবেন।
৯. বিচবাইক, ওয়াটার বাইকে চড়ার ক্ষেত্রে তাদের রেইট নির্ধারণ করে দেয়া আছে, যাচাই করে, দাম ঠিক করে উঠবেন।
১০. পানিতে নামার ক্ষেত্রে যেখানে লাইফ গার্ড রয়েছে তার আশেপাশে নামার চেষ্টা করবেন।
১১. কোন ধরনের হয়রানি হবার সম্ভাবনা হলে ট্যুরিস্ট পুলিশের সহায়তা নিবেন।
১২. হোটেলে খাবার গ্রহণের ক্ষেত্রে মূল্য তালিকা দেখে নিবেন।
১৩. খোলা পরিবেশে, ও অপরিস্কার স্ট্রিট ফুড খাওয়ার ক্ষেত্রে নিরুৎসাহিত করা হচ্ছে।
১৪. কক্সবাজার বিচ এলাকা ও এর আশপাশ নিরাপদ তবে সন্ধ্যার পর ঝাউবন ও অন্ধকারাচ্ছন্ন এলাকা এভয়েড করাই উত্তম।
১৫. যে কোন আইনী সহায়তা ও হয়রানি প্রতিরোধে যোগাযোগ করুন ডিউটি অফিসার ০১৩২০১৫৯০৮৭, এএসপি ০১৩২০১৫৯২০৯, অতিরিক্ত পুলিশ সুপার ০১৩২০১৫৯০৩৫
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়ন ২৪/৭ পর্যটকদের নিরাপত্তা ও সেবায় কাজ করে যাচ্ছে। আপনাদের সবার সহযোগিতায় একান্তই কাম্য।
কক্সবাজার এ ট্যুর সংক্রান্ত যে কোন তথ্য পেতে যুক্ত থাকুন আমাদের গ্রুপে:
Cox's Bazar - কক্সবাজার (Tourist Help Update)

এলাকার সব মানুষ একসাথে চলে আসছেন খুব ভালো কিন্তু এভাবে একসাথে চলে আসলে সাগর অভিশাপ দিবে 😆। আস্তে আস্তে হাতে সময় নিয়ে রিল...
22/12/2023

এলাকার সব মানুষ একসাথে চলে আসছেন খুব ভালো কিন্তু এভাবে একসাথে চলে আসলে সাগর অভিশাপ দিবে 😆। আস্তে আস্তে হাতে সময় নিয়ে রিলাক্সে কক্সবাজার আসুন। সাগর তো আর হারিয়ে যাচ্ছে না ☺️।

কক্সবাজারে নিরাপদ হোটেল এবং বাজেটের মধ্যে বুকিং করতে Obhibadon অভিবাদন আছে আপনার পাশেই।

পরবর্তীতে ভদ্রমহিলা রুম চেক আউট করছে কিনা জানা নেই। পরবর্তী ম্যাসেজ গুলো সিন করেননি এবং রেসপন্স ও পাওয়া সম্ভব হয়নি। আপনা...
17/12/2023

পরবর্তীতে ভদ্রমহিলা রুম চেক আউট করছে কিনা জানা নেই। পরবর্তী ম্যাসেজ গুলো সিন করেননি এবং রেসপন্স ও পাওয়া সম্ভব হয়নি। আপনাদেরকে এইজন্য বারবার বলা হয় নিরাপদ হোটেল গুলো তে বুকিং এর কথা। এদিকে কে শুনে কার কথা? ৫০০ টাকা বেশি হলেও যারা ভালো সার্ভিস দিচ্ছে এবং নিরাপদ হোটেল বুকিং করুন। সবসময় নিরাপদ হোটেল নির্বাচনে Obhibadon অভিবাদন আপনাদের পাশে আছে।

প্রথমে এতো বেশি মনোযোগ দেয়নি কেননা,আমরা ইনস্ট্যান্ট রুম বুকিং করিনা বললে চলে কিন্তু, আমাদের প্রচুর কল আসে কক্সবাজার এসে রুম বুকিং করছিলো বা যেটি বুকিং করছে এটা ভালো লাগছে না তাই #অভিবাদন এ নক দেয় আরেকটা ভালো হোটেল বুকিং করে দিতে কিন্তু এধরণের গ্রাহাক সেবা বন্ধ করা হয়ছে গতোমাস থেকে কেননা আমাদের সব গুলো হোটেলে এডভান্স বুকিং এসে রুম বুকিং করা হয়না কারণ, আগে থেকে যারা রুম বুকিং করে আসছে তাদের প্রতি আলেদা উদ্বেগ কাজ করে ঠিকঠাক মতো চেক ইন হলো কিনা, পৌঁছাতে পেরেছেন কিনা কোন কিছু প্রয়োজন কিনা এগুলোতে এক্সট্রা নজর এবং এডভান্স বুকিং গুলো ধীরে সুস্থ ভালো রুম ভালো হোটেলে বাজেটের মধ্যে বুকিং করে দেওয়া যায়। তাই আল্লাহর অশেষ রহমতে এখনো পর্যন্ত অপ্রতিকার কোনকিছুই ঘটেনি আমাদের গেস্টদের সাথে আলহামদুলিল্লাহ।

এবার আসা যাক স্কিন শর্টের বিষয়ে,
১৫,১৬ রাসের কারেণে হয়তো উনারা রুম খালি না পেয়ে একটু বেশি ভিতরে বা কটেজ টাইফের হোটেল গুলোতে বুকিং করছে সম্ভবত কেনো বলছি তার কারণ হলো, অনলাইনে অনেক আগে ভালো হোটেল গুলো বুকিং শেষ হয়েছিল সুতরাং এসে যারা রুম খুঁজা খুঁজি করছিলো সবাই মূল পয়েন্ট থেকে একটু দূরে হোটেল বুকিং করছিলো এসে এবং দেখে। সাধারণত এমন অনেক হোটেল আছে দেখতে ভালো , রুম গুলো দেখলে পছন্দ হয়ে যায় কিন্তু পরবর্তীতে অনেক সমস্যা দেখা যায় যেমন, পানি থাকে না ওয়াশরুমে, ঠিকমতো সার্ভিস দেয় না,আচরণ খারাপ করে এইছাড়া নানান ঝামেলা করে থাকে।

এটি আজকে সকালের ঘটনা তবে, ম্যাসেজ গুলো দেখে খারাপ লাগছে সত্য মিথ্যা উপরওয়ালা জানে।
উনাদের প্রতি দোয়া রইল সুন্দর এবং নিরাপদে যেনো নিজ গৃহে প্রবেশ করুক।

কক্সবাজারে অন্যতম ভালো হোটেলে সবচেয়ে ডিসকাউন্টে রুম বুকিং করুন।হিল সাইড ৬০০০ টাকা, সী সাইড ৬৫০০ টাকা।★ ব্যাূফে ব্রেকফাস্...
16/12/2023

কক্সবাজারে অন্যতম ভালো হোটেলে সবচেয়ে ডিসকাউন্টে রুম বুকিং করুন।
হিল সাইড ৬০০০ টাকা, সী সাইড ৬৫০০ টাকা।
★ ব্যাূফে ব্রেকফাস্ট
★ সুবিশাল সুইমিংপুল
★ জিমনেসিয়াম
★ রুম এ্যামিনিটিস,
★ স্পা
★ লকার,
★ এয়ারপোর্ট পিক আপ এন্ড ড্রপ সার্ভিস সহ
সব আধুনিক রসদ পাবেন স্যার।
সুগন্ধা পয়েন্ট।
হোটেল থেকে বীচে যাইতে সময় লাগবে মাত্র ৩ মিনিট হেঁটে সর্বোচ্চ।
বুকিং করতে এখনই যোগাযোগ করুন Obhibadon অভিবাদন

01601-250057 হোয়াটসঅ্যাপ।

ভাঁটার সময় বীচ অনেক বিস্তৃত দেখায় কিন্তু সাগর প্রেমিকদের জন্য বীচ দেখা যায় না। ১৫ ডিসেম্বর।কক্সবাজারে নিরাপদ এবং বাজেটের...
15/12/2023

ভাঁটার সময় বীচ অনেক বিস্তৃত দেখায় কিন্তু সাগর প্রেমিকদের জন্য বীচ দেখা যায় না। ১৫ ডিসেম্বর।

কক্সবাজারে নিরাপদ এবং বাজেটের মধ্যে হোটেল বুকিং করতে Obhibadon অভিবাদন আছে আপনার পাশেই।

15/12/2023

১৫ ডিসেম্বর শুক্রবার এবং ১৬ ডিসেম্বর সরকারি বন্ধ পাওয়াতে সবাই দলে দলে সাগর দেখতে চলে আসছে কক্সবাজারে। রাস্তাঘাট জ্যাম, জ্যাম।

কক্সবাজারে বাজেটের মধ্যে নিরাপদ হোটেল বুকিং করতে Obhibadon অভিবাদন এ যোগাযোগ করতে পারেন।

09/12/2023

আজকে কক্সবাজারে কড়া রোদ। কলাতলী সমুদ্র সৈকত থেকে।

কক্সবাজারে নিরাপদ হোটেল বুকিং এর জন্য Obhibadon অভিবাদন আপনার অন্যতম বিশ্বস্ত সহযোগী।

08/12/2023

যারা কক্সবাজারের আবহাওয়া জানতে চাচ্ছেন তাদের জন্য। সকালে হাল্কা বৃষ্টি ছিলো এর পর থেকে সারাদিন মেঘ, দুপুরের পর থেকে হাল্কা সূর্যের দেখা। ঠান্ডা বাতাস, মেঘ সব মিলে সাগরের অবস্থা খুব চমৎকার লাগছে।

কক্সবাজারগামী ট্রেন যাত্রী সাধারণের জন্য সুখবর। বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রা ১ ডিসেম্বর হতে শুরু হয়ে গ...
01/12/2023

কক্সবাজারগামী ট্রেন যাত্রী সাধারণের জন্য সুখবর।

বহুল প্রতীক্ষিত ঢাকা-কক্সবাজার ট্রেনের যাত্রা ১ ডিসেম্বর হতে শুরু হয়ে গেল। আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 'কক্সবাজার এক্সপ্রেস' নামের ট্রেনটি একটি নন-ষ্টপ ট্রেন যা কিনা সরাসরি ঢাকা-কক্সবাজার রাত ২২:৩০ ঘটিকায় এবং কক্সবাজার-ঢাকাগামী ট্রেন দুপুর ১২:৪০ ঘটিকায় যাত্রা শুরু করবে।

ট্রেনটির রানিং টাইম ৯ ঘন্টা ৫০ মিনিট। দীর্ঘ এই নন-ষ্টপ যাত্রায় আপনাদের যাত্রাকে আনন্দমূখর, স্বাচ্ছন্দ্যময় এবং আরামদায়ক করার লক্ষ্যে বাংলাদেশ রেলওয়ের নিজস্ব ক্যাটারিং সেল ''বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম সার্ভিস" এর মাধ্যমে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনটির খাবার ও পানীয়র ব্যবস্থাপনা করা হবে।
কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের সম্মানীত যাত্রীগণের জন্য দীর্ঘ এই যাত্রায় রিজনেবল মূল্যে নিম্নোক্ত খাবার ও পানীয় ভ্রমণকালীন গ্রহণ করতে পারবেন:
১। চিকেন ফ্রাই
২। চিকেন স্যান্ডউইচ
৩। চিকেন বার্গার
৪। ভেজিটেবল কাটলেট
৫। ভেজিটেবল রোল
৬। চিকেন রোল
৭। চকোলেইট চিকেন কাটলেট
৮। কাপ দই/ফিরনি
৯। মিস্টি/লাড্ডু
১০। প্লেইন কেক/চকোলেট কেক
১১। পিঠা
১২। লাবাং/মাঠা
১৩। চা/কফি
১৪। জুস/কোল্ড ড্রিংকস, ইত্যাদি।
-------------------
কক্সবাজার হতে ঢাকামূখী ট্রেনের ক্ষেত্রে উপরের আইটেমের সাথে সাথে নিম্নোক্ত আইটেমসমূহ পাওয়া যাবে:
১৫। মোরগ পোলাও
১৬। প্লেইন পাউরুটি উইথ জেলী/বাটার
১৭। ঝাল টোস্ট
১৮। চিপস/বিস্কিট

বাংলাদেশ রেলওয়ে ক্যাটারিং ও ট্যুরিজম সার্ভিসের খাবার ও পরিবেশনা আপনাদের যাত্রাকে আরও আনন্দিত ও আরামদায়ক করবে।

#সংগ্রহীত

সর্বোচ্চ একদিন ঠিক থাকবে দ্বিতীয়দিন আবার শুরু করবে।
01/12/2023

সর্বোচ্চ একদিন ঠিক থাকবে দ্বিতীয়দিন আবার শুরু করবে।

29/11/2023

ওভারব্রীজ দিয়ে পারাপার করার জন্য লিফ্ট সুবিধা| একমাত্র কক্সবাজারে #কক্সবাজার #আইকনিকরেলস্টেশন #অভিবাদন

27/11/2023

কক্সবাজার হঠাৎ করে কুয়াশাচ্ছন্ন #কক্সবাজার

কখন পরিপূর্ণ আইকনিক রেলস্টেশনের পরিপূর্ণতা আসবে?কোন ফ্লোরে কি কি সুবিধা পাবেন এক ভিডিও তে A- Zক্লিক - https://youtu.be/h...
22/11/2023

কখন পরিপূর্ণ আইকনিক রেলস্টেশনের পরিপূর্ণতা আসবে?
কোন ফ্লোরে কি কি সুবিধা পাবেন এক ভিডিও তে A- Z
ক্লিক - https://youtu.be/h6gz32QlRn0

কক্সবাজারের রেলের টিকেট আজকে থেকে বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কতৃপক্ষ তা আজকে থেকে বিক্রি শুরু করেননি। পরবর্তী টিকেট বি...
21/11/2023

কক্সবাজারের রেলের টিকেট আজকে থেকে বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও কতৃপক্ষ তা আজকে থেকে বিক্রি শুরু করেননি। পরবর্তী টিকেট বিক্রির তারিখ জানিয়ে দেওয়া হবে বলে জানায়। টিকেট অনলাইনে এবং রেলস্টেশন থেকে কাটতে পারবেন।

20/11/2023

কক্সবাজারে ৯০% রুম খালি কিন্তু কেনো পানির দামে রুম বুকিং করছে না হোটেল কতৃপক্ষে?

#কক্সবাজার #কক্সবাজারবীচ

Now, Obhibadon অভিবাদন is Available in YouTube.Please,  Watch our Videos and Don't Forget to hit subscribe Button. 👉👉 ht...
18/11/2023

Now, Obhibadon অভিবাদন is Available in YouTube.
Please, Watch our Videos and Don't Forget to hit subscribe Button.
👉👉 https://youtu.be/dvDUWid4dL8

17/11/2023

ইতিমধ্যে ঘূর্ণিঝড় মিধিলি পরিসমাপ্তি হয়ছে। বর্তমানে সমুদ্র সৈকতের অবস্থা।

16/11/2023

অবরোধের সময় চট্টগ্রাম থেকে কক্সবাজার কিভাবে আসবেন? কক্সবাজারে পরিস্থিতি কেমন?

Obhibadon অভিবাদন

12/11/2023

কক্সবাজার বীচে গানে গানে পর্যটকদেরকে আনন্দ দিচ্ছে কিশোর বীচ হকার।

রাতের কক্সবাজার আইকনিক রেল স্টেশন।
11/11/2023

রাতের কক্সবাজার আইকনিক রেল স্টেশন।

10/11/2023

শুক্রবারে কলাতলী এবং সুগন্ধা পয়েন্টের কি অবস্থা ভিডিও থেকে দেখে নিন।

কক্সবাজারে নিরাপদ এবং বাজেটের মধ্যে ভালো হোটেল বুকিং করতে Obhibadon অভিবাদন আপনার পাশে আছে সবসময়।

04/11/2023

গতোকাল কক্সবাজারে মোটামুটি ভীড় ছিলো এক সাইডে এসে অর্ধেক ভিডিও দিলাম বাকিটা লোডিং...
অবরোধে কক্সবাজার সমুদ্র সৈকত এবং হোটেল মোটেল।

আজকের রৌদ্রজ্বল কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজারে আবহাওয়া অনুকূলে থাকলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ ...
25/10/2023

আজকের রৌদ্রজ্বল কক্সবাজার সমুদ্র সৈকত। কক্সবাজারে আবহাওয়া অনুকূলে থাকলেও এখনও পর্যন্ত বিদ্যুৎ, ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ স্বভাবিক হয়নি।

20/10/2023

কলাতলী বীচে আজকের মতো লাস্ট ২৮,২৯ তারিখে হয়ছিলো। আর সুগন্ধায় মানুষ ছাড়া বীচ দেখা যায় না।

কক্সবাজারে নিরাপদ হোটেল বুকিং করতে আপনি Obhibadon অভিবাদন এ যোগাযোগ করতে পারেন।

আপনারা যারা কক্সবাজারে এসে পুল সুবিধা খুঁজেন তাদের জন্য বেস্ট একটি ডিল নিয়ে হাজির হলাম।আনলিমিটেড পুল এক্সেস এবং লাঞ্চ সহ...
07/10/2023

আপনারা যারা কক্সবাজারে এসে পুল সুবিধা খুঁজেন তাদের জন্য বেস্ট একটি ডিল নিয়ে হাজির হলাম।
আনলিমিটেড পুল এক্সেস এবং লাঞ্চ সহ মাত্র ৫০০ টাকায়।
যারা ইনানী ঘুরতে যান তাদের আরেকটি বড় সমস্যা থাকে বাজেটের মধ্যে দুপুরের খাবার। ইনানীতে দু'জন দুপুরের খাবারের বিল চলে আসে ১৫০০-২০০০ টাকা। কিন্তু, এখানে আনলিমিটেড পুল এবং একজনের সিলেক্টেড লাঞ্চ সহ মাত্র ৫০০ টাকায়।পুল এবং লাঞ্চ সেরে ফেলুন দুই জনের জন্য মাত্র ১০০০ টাকায়।
★ইনানীতে মেরিন ড্রাইভ ঘুরবেন এবং ভালো হোটেলে পুল, লাঞ্চ করুন।
★আনলিমিটেড পুল এবং সিলেক্টেড লাঞ্চ একজনের জন্য ৫০০ টাকা মাত্র।
★ লাঞ্চে কি কি থাকবে। নিম্নে সেট ম্যানু থেকে যে কোন একটি সিলেক্ট করতে পারেন।
★স্থান: ইনানী বীচ রিসোর্ট, ইনানী

আরো বিস্তারিত জানতে যোগাযোগ করতে পারেন। Obhibadon অভিবাদন এ। কক্সবাজারে বাজেটের মধ্যে হোটেল রিসোর্টে বুকিং করুন খুব সহজেই।

বলছিলাম না যাইতে... হুম কে শুনে কার কথা..
06/10/2023

বলছিলাম না যাইতে... হুম কে শুনে কার কথা..

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেলার শেষ রাতের কিছু স্থিরচিত্র।
03/10/2023

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে মেলার শেষ রাতের কিছু স্থিরচিত্র।

01/10/2023

কক্সবাজার কলাতলী তে মেরিন ড্রাইভের শুরুতে ২ একর ৪০ শতক বা ৬ কানি জায়গা বিক্রি করা হবে।

জায়গাটি বড় হোটেল, রিসোর্ট ও মার্কেটের মত স্থাপনার জন্য খুবই উপযোগী। গ্রুপ অব কোম্পানি বা একাদিক ব্যাক্তি নিয়ে ক্রয় করতে পারেন।

ফুল প্যাকেজ: ৬৬ কোটি।

নিতে চাইলে সরাসরি Obhibadon অভিবাদন এ যোগাযোগ করতে পারেন।

আজকের রাতের কক্সবাজার।যারা সেন্ট মার্টিন বা কক্সবাজার ফুল মুন দেখার জন্য অনেক কষ্ট করে এসেছেন তাদের জন্য 'আফসোস'। কেনো ন...
28/09/2023

আজকের রাতের কক্সবাজার।
যারা সেন্ট মার্টিন বা কক্সবাজার ফুল মুন দেখার জন্য অনেক কষ্ট করে এসেছেন তাদের জন্য 'আফসোস'। কেনো না ফুল মুন " আলিয়া মা" হয়ে গেছে।

বিশ্ব পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজার কে সাজানো হচ্ছে ভিন্ন আঙ্গিকে। জমকালো আয়োজনের বাঁধা হতে পারে বৃষ্টি। ইতিমধ্যে ঝিরঝির...
26/09/2023

বিশ্ব পর্যটন মেলা উপলক্ষে কক্সবাজার কে সাজানো হচ্ছে ভিন্ন আঙ্গিকে। জমকালো আয়োজনের বাঁধা হতে পারে বৃষ্টি। ইতিমধ্যে ঝিরঝির বৃষ্টি শুরু হয়ছে।

ঢাকা কক্সবাজার পরীক্ষামূলক রেল চালু হচ্ছে ১৫ অক্টোবর (সম্ভাব্য) পুরাপুরি কার্যক্রম চালু হতে আরো বেশ কয়েকমাস অপেক্ষা করতে...
23/09/2023

ঢাকা কক্সবাজার পরীক্ষামূলক রেল চালু হচ্ছে ১৫ অক্টোবর (সম্ভাব্য) পুরাপুরি কার্যক্রম চালু হতে আরো বেশ কয়েকমাস অপেক্ষা করতে হবে।
কক্সবাজার ঝিনুক আকৃতির রেলস্টেশনের ছবি।

কক্সবাজারে নিরাপদ হোটেল বুকিং করতে Obhibadon অভিবাদন এর উপর আস্থা রাখতে পারেন।

আপনাদের সুন্দর মতামত গুলো Obhibadon অভিবাদন কে আরো বেশি উজ্জীবিত করে। কক্সবাজারে নিরাপদ হোটেল নির্বাচনে আস্থার শীর্ষ স্থ...
21/09/2023

আপনাদের সুন্দর মতামত গুলো Obhibadon অভিবাদন কে আরো বেশি উজ্জীবিত করে। কক্সবাজারে নিরাপদ হোটেল নির্বাচনে আস্থার শীর্ষ স্থানে পৌঁছাতে চাই। আপনাদের দোয়া ও ভালোবাসা একান্ত কাম্য।

➡️

কম টাকায় সাচ্ছন্দ্যে সী ভিউ দেখতে হলে এতটুকু সী ভিউ যথেষ্ট মনে করি। এসি সী ভিউ রুম মাত্র ১৫০০ টাকায়। বীচের কাছাকাছি নিরা...
19/09/2023

কম টাকায় সাচ্ছন্দ্যে সী ভিউ দেখতে হলে এতটুকু সী ভিউ যথেষ্ট মনে করি। এসি সী ভিউ রুম মাত্র ১৫০০ টাকায়। বীচের কাছাকাছি নিরাপদ হোটেল চাইলে Obhibadon অভিবাদন কে ভরসা করতে পারেন নিঃসন্দেহে।

রুম থেকে এভাবে সাগর দেখা গেলে বলে ক্লোজ সী ভিউ।  ক্লোজ সী ভিউ রুম থেকে এভাবে সাগর দেখতে চাইলে আপনাকে Obhibadon অভিবাদন!
15/09/2023

রুম থেকে এভাবে সাগর দেখা গেলে বলে ক্লোজ সী ভিউ। ক্লোজ সী ভিউ রুম থেকে এভাবে সাগর দেখতে চাইলে আপনাকে Obhibadon অভিবাদন!

Address

Cox's Bazar
Cox's Bazar
4700

Telephone

+8801601250057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obhibadon অভিবাদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obhibadon অভিবাদন:

Videos

Share

Category



You may also like