Obhibadon অভিবাদন

Obhibadon অভিবাদন Obhibadon is your one-stop destination for all things travel in this stunning coastal paradise.

Happy New Year 2025.New Year, New Hope, New destination.Fly with Obhibadon including exclusive offers.
02/01/2025

Happy New Year 2025.
New Year, New Hope, New destination.Fly with Obhibadon including exclusive offers.

জানুয়ারির ১ তারিখ ২০২৫ মাসে অভিবাদন'র  সব আকর্ষণীয় চলমান অফার এক পোস্টে।★ সী মুন: সর্বনিম্ন ২৬৯৯ টাকা, সাইড সী ভিউ ৩৫০০ ...
29/12/2024

জানুয়ারির ১ তারিখ ২০২৫ মাসে অভিবাদন'র সব আকর্ষণীয় চলমান অফার এক পোস্টে।

★ সী মুন: সর্বনিম্ন ২৬৯৯ টাকা, সাইড সী ভিউ ৩৫০০ টাকা এবং ক্লোজ সী ভিউ ৬০০০ টাকা। ৪ জনের জন্য ৪৫০০ টাকা থেকে শুরু।

সাথে থাকবে মিনি সুইমিংপুল, লকার, ব্যূফে ব্রেকফাস্ট সহ বীচের কাছাকাছি আধুনিক সব সুযোগ সুবিধা।

★ সেইলর বীচ রিসোর্ট: সী ভিউ নন এসি ২২০০ টাকা। এসি কাপল রুম নন ভিউ ২৭৫০ টাকা। ৪ জনের জন্য সী ভিউ নন এসি ৩৫০০ টাকা। কাপল রুম ক্লোজ সী ভিউ ৪৫০০ টাকা।
বীচের একদম উপরে,উন্নত সার্ভিস, একোমোডেশান ও অন্যান্য আধুনিক সুযোগ সুবিধা।

★মারমেইড বে ওয়াচ: এসি কাপল রুম হিল সাইড ৩১৯৯ টাকা। সী ভিউ কাপল রুম ৩৫৯৯ টাকা।
৩ জনের জন্য হিল সাইড রুম ৩৫৯৯ টাকা। ৪ জনের জন্য কানেক্টিং রুম ৪৪৯৯ টাকা।

সিলেক্টেড ব্রেকফাস্ট ব্রেকফাস্ট সহ বীচের কাছাকাছি আধুনিক সুযোগ সুবিধা সহ উন্নত সার্ভিস সম্পন্ন হোটেল।

★ নিসর্গ: ভিউ কাপল রুম ৪৪৯৯ টাকা, সী ভিউ ৪৯৯৯ টাকা। সাথে থাকবে রুফটপে অসাধারণ ভিউ এবং ইনফিনিটি সুইমিংপুল, ব্যূফে ব্রেকফাস্ট, জিমনেসিয়াম, কিডস জোন সহ উন্নত সার্ভিস সম্পন্ন আধুনিক সুবিধাদি।

★ সী প্যারাডাইস: কাপল রুম সাইড সী ভিউ ৬৯৯৯ টাকা, সী ভিউ ৯৮০০ টাকা। সাথে থাকবে রুফটপে ইনফিনিটি সুইমিংপুল, ব্যূফে ব্রেকফাস্ট, সুবিধা সহ সন্তোষজনক সার্ভিস।

★ ফ্যালকন বীচ রিসোর্ট: কাপল রুম এসি ২৬৯৯ টাকা।চার জনের জন্য ৪৮৯৯ টাকা। চার জনের কানেক্টিং রুম ৪৪৯৯ টাকা। সাথে থাকবে সিলেক্টেড ব্রেকফাস্ট এবং আনুষঙ্গিক রুম আ্যামিনিটিস।

★ বে ম্যারিনা: কাপল রুম এসি ২২৯৯ টাকা। চার জনের নন এসি ৩৪৯৯ এসি ৩৯৯৯ টাকা ৬ জনের এসি ৪৮৯৯ টাকা। সাথে থাকবে প্রয়োজনীয় রুম আ্যামিনিটিস।

★ সী গাজীপুর: কাপল রুম নন এসি মাত্র ১১৯৯ টাকা। চার জনের নন এসি ১৯৯৯ এবং এসি ২৪৯৯ টাকা। সাথে থাকবে প্রয়োজনীয় রুম আ্যামিনিটিস।

উন্নত সার্ভিস সম্পন্ন বিভিন্ন বাজেটের বাছাইকৃত উপরোক্ত হোটেলগুলোতে আপনার পছন্দের অফারটি লুফে নিতে এখনই Obhibadon অভিবাদন এ যোগাযোগ করুন, অথবা হোয়াটসঅ্যাপে সরাসরি ম্যাসেজ করুন। হোয়াটসঅ্যাপ : 01601-250057

বিশেষ নোট: আসন্ন ঈদুল ফিতরের বুকিং ইতোমধ্যে হয়ে যাচ্ছে। যারা কুরবানির ইদে কক্সবাজার আসার সিদ্ধান্ত নিয়েছেন আপনারা ভালোমানের রুমগুলো সোল্ড-আউট হাওয়ার আগেই রুম বুকিং কনফার্ম করে নিন।

কক্সবাজার ভ্রমণ এবং নিরাপদ হোটেল বুকিং সংক্রান্ত যেকোনো ধরনের প্রশ্ন, তথ্য ও জিজ্ঞাসার জন্য আমাদের বিশাল ফেইসবুক গ্রুপে জয়েন হতে পারেন। ফেইসবুক গ্রুপ লিংক:
Cox's bazar hotel & resort booking

ইনডোর প্রোগ্রাম মানেই পছন্দের আর্টিস্টদের নিজের মতো করে পাওয়া। পড়শী'র দেওয়া "কথা একটাই" বা রাফা'র পাঠানো আকাশের ঠিকানায় ...
21/12/2024

ইনডোর প্রোগ্রাম মানেই পছন্দের আর্টিস্টদের নিজের মতো করে পাওয়া। পড়শী'র দেওয়া "কথা একটাই" বা রাফা'র পাঠানো আকাশের ঠিকানায় নিজেকে উদ্ভাসিত করতে চাইলে এখনই কনফার্ম করুন আপনার বুকিং।

বুকিং এবং আরো ডিসকাউন্ট পেতে যোগাযোগ করতে Obhibadon অভিবাদন এ যোগাযোগ করুন অথবা আমাদের হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন বুকিং শেষ হওয়ার আগে- 01601-250057

থার্টি ফাস্ট'র জন্য এটি হতে পারে আপনার ও প্রিয়জনের জন্য মনোরম এক মুহূর্ত।

কক্সবাজারে সাগরে পাশে একটি জায়গা কিনতে চাচ্ছেন?তাইলে পোস্টটি আপনার জন্য!!কক্সবাজারে একদম বীচের উপরে জায়গা বিক্রি হবে!!বি...
17/12/2024

কক্সবাজারে সাগরে পাশে একটি জায়গা কিনতে চাচ্ছেন?
তাইলে পোস্টটি আপনার জন্য!!

কক্সবাজারে একদম বীচের উপরে জায়গা বিক্রি হবে!!

বিমান বাহিনীর রাডারকেন্দ্রের সামনেই, মেরিন ড্রাইভের শুরুতে কলাতলী কক্সবাজার।
#জায়গার পরিমাণ: ৬৩ শতক, ৩২ গন্ডা, ৩৮ কাটা, ১.৯ বিঘা।
হোটেল, শপিংমল এবং বানিজ্যিক যেকোনো ভবনের জন্য আদর্শ একটি জায়গা।
বিক্রয় মূল্য ৩০ কোটি টাকা।
যোগাযোগ: 01601-250057 ( হোয়াটসঅ্যাপ)
Obhibadon অভিবাদন

Grand New Year’s Eve events are on 31st December. Kindly find the package details below: Musical Night with Imran & Pors...
14/12/2024

Grand New Year’s Eve events are on 31st December. Kindly find the package details below:

Musical Night with Imran & Porshi featuring DJ Ri
BDT 35000 Net
(Inclusive of 31st Show and Dinner, 2night accommodation)
For More Information and Booked Your Desire Room Please Contact With Obhibadon অভিবাদন or Leave a Message on Our Official WhatsApp 01601-250057

AvoidRafa Live featuring Countdown
BDT 31000 Net
(Inclusive of 31st Show and Welcome Snacks, 2night accommodation)

দুইদিন ধরে কক্সবাজারে ভালোই ঠান্ডা পড়ছে এবং ঠান্ডা বাতাস ও বয়ে চলছে। কক্সবাজার ভ্রমণে আসার সময় গরম কাপড় সাথে রাখুন। সূর্...
14/12/2024

দুইদিন ধরে কক্সবাজারে ভালোই ঠান্ডা পড়ছে এবং ঠান্ডা বাতাস ও বয়ে চলছে। কক্সবাজার ভ্রমণে আসার সময় গরম কাপড় সাথে রাখুন। সূর্যের দেখা মিলছে না দুপুরের আগ পর্যন্ত।

সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে যারা উদ্বিগ্ন হয়ে আছেন, টিকেট ম্যানেজ করা, থাকা-খাওয়া সহ নানান বিষয় নিয়ে সন্দিহান, তাদের জন্য ট...
10/12/2024

সেন্ট মার্টিন ভ্রমণ নিয়ে যারা উদ্বিগ্ন হয়ে আছেন, টিকেট ম্যানেজ করা, থাকা-খাওয়া সহ নানান বিষয় নিয়ে সন্দিহান, তাদের জন্য টিম অভিবাদন একটা অভাবনীয় অফার নিয়ে এসেছে।
পছন্দ হলে ঘুরে আসুন সদলবলে, নিম্নোক্ত অফারে:

প্যাকেজ বৃত্তান্ত :
১ রাত ২ দিন এর প্যাকেজ।

যা কিছু থাকছে:

★কক্সবাজার হতে সেন্ট মার্টিন আসা যাওয়ার টিকেট। চলমান পরিস্থিতি নিয়ে আক্ষেপের কিছু নেই, ট্রাভেল পাস করে দেয়ার সম্পূর্ণ দায়িত্ব আমাদের।
★ দুপুরের খাবার ২ দিনের জন্য , ব্রেকফাস্ট ১ টা, ডিনার ১ টা
★হোটেল রুম একসাথে ৪ জন। (কাপলদের জন্যও রয়েছে বিশেষ সুব্যবস্থা)।

জনপ্রতি খরচ : ৪৯৯৯/-
(অবস্থা এবং পরিস্থিতি সাপেক্ষে এই খরচের পরিমাণ কম ও বেশি হতে পারে।
এছাড়াও আপনাদের পছন্দ অনুযায়ী প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন এবং এক্ষেত্রে খরচের হিসেবেও কিছুটা পরিবর্তন হবে।)
নোট: গ্রুপের জন্য বিশেষ ডিসকাউন্ট আছে।
তবে আর দেরি নয়, এখনই সময় প্রিয়জনকে নিয়ে নীলাভ সমুদ্রে হারিয়ে যাবার!

আরও তথ্য পেতে ও বুকিং কনফার্ম করতে এখনই যোগাযোগ করুন Obhibadon অভিবাদন এবং আমাদের হোয়াটসঅ্যাপে 01601-250057

২৮ ডিসেম্বর থেকে কিছু কিছু ক্লোজ সী ভিউ রুম খালি আছে। আপনারা যারা আসতে আগ্রহী জানুয়ারি বা ফেব্রুয়ারীর জন্য বুকিং কনফার্ম...
04/12/2024

২৮ ডিসেম্বর থেকে কিছু কিছু ক্লোজ সী ভিউ রুম খালি আছে। আপনারা যারা আসতে আগ্রহী জানুয়ারি বা ফেব্রুয়ারীর জন্য বুকিং কনফার্ম করে রাখতে পারেন। কক্সবাজার ছাড়া সেন্টমার্টিনে রুম, শীপ টিকেট এবং ট্রাভেল পাস, বিমান টিকেট সহ সব এক সাথে বুকিং কনফার্ম করতে Obhibadon অভিবাদন আপনার পাশেই আছে। হোয়াটসঅ্যাপে ও যোগাযোগ করতে পারেন 01601-250057।

কক্সবাজারে একদম বীচের উপরে জায়গা বিক্রি হবে!!বিমান বাহিনীর রাডারকেন্দ্রের সামনেই, মেরিন ড্রাইভের শুরুতে কলাতলী কক্সবাজার...
01/12/2024

কক্সবাজারে একদম বীচের উপরে জায়গা বিক্রি হবে!!

বিমান বাহিনীর রাডারকেন্দ্রের সামনেই, মেরিন ড্রাইভের শুরুতে কলাতলী কক্সবাজার।
#জায়গার পরিমাণ: ৬৩ শতক, ৩২ গন্ডা, ৩৮ কাটা, ১.৯ বিঘা।
হোটেল, শপিংমল এবং বানিজ্যিক যেকোনো ভবনের জন্য আদর্শ একটি জায়গা।
বিক্রয় মূল্য ৩০ কোটি টাকা।
যোগাযোগ: 01601-250057 ( হোয়াটসঅ্যাপ)
Obhibadon অভিবাদন

For more Information Please Contact With Obhibadon অভিবাদন  01601-250057 ( WhatsApp)
16/11/2024

For more Information Please Contact With Obhibadon অভিবাদন 01601-250057 ( WhatsApp)

সম্মানিত পর্যটক, আসসালামু আলাইকুম, চাকরিসূত্রে ও ট্যুরিজম সংক্রান্ত সংযোগ থাকার কারণে দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম - কক্সবাজা...
16/11/2024

সম্মানিত পর্যটক,
আসসালামু আলাইকুম,

চাকরিসূত্রে ও ট্যুরিজম সংক্রান্ত সংযোগ থাকার কারণে দীর্ঘ সময় ধরে চট্টগ্রাম - কক্সবাজার হাইওয়েতে যাতায়াত করছি। আজ আপনাদের এমন একটি অনাকাঙ্ক্ষিত ও অপ্রত্যাশিত অভিজ্ঞতার কথা জানাবো যেটা হৃদয়বিদারক ও অত্যন্ত শোচনীয়। পুরো লিখাটা মনযোগ সহকারে পড়ার অনুরোধ রইলো।

চাকরি ও ট্যুরিজমের নানাবিধ কাজ নিয়ে ব্যস্ত সময় কাটলেও প্রতি বৃহস্পতিবার রাতেই কক্সবাজার হতে চট্টগ্রাম রওনা দিই। আবার শনিবার রাতে কক্সবাজারে ফিরে আসি। অন্য জেলা শহরের তুলনায় আমরা চট্টগ্রামের মানুষজন একটু বেশীই হোমসিক এটা জগৎ জানে। ছুটি কাটিয়ে কক্সবাজার ব্যাক করার সময় আমি সবসময়ই রাতের বাসে করে ফিরি। রাতের বাস দিনের তুলনায় আরামদায়ক। রোদও থাকে না, জ্যামও না, সময়ও বাঁচে, তাছাড়া পরিবারের সাথে একটু বেশী সময় কাটানো যায়। সবকিছু বিবেচনায় আমি রাতের যাতায়াতকেই আরামদায়ক মনে করি। আমি কেনো, জীবিকার তাগিদে যারাই কক্সবাজারে থাকেন তাদের অধিকাংশই রাতে যাতায়াত করেন ও ভোরে পৌঁছে সকালে অফিস করেন।
মূল কথায় আসি, বিগত কয়েকমাস যাবৎ একটা সমস্যা প্রকট আকার ধারণ করেছে। সৌদিয়া পরিবহনের সিনেমা প্যালেস কাউন্টার হতে ঢাকার গাড়ি কক্সবাজার-টেকনাফ রওনা দেয় (রাত ১২ টা হতে ২টা পর্যন্ত বিভিন্ন সময়ে গাড়ি ছাড়ে)। এসব গাড়িতে নানান বয়সের নানান অবস্থানের মানুষদের পাশাপাশি কিশোর বয়সী ৮-১০ জন বা কমবেশী এমন গ্রুপ/গ্যাং ও কক্সবাজার আসেন। তারা বাসে এমন একটা পরিবেশ তৈরী করেন, মনে হয় যেনো মাছের বাজারে এসেছি, কোনোরকমে এক কেজি কিনে বের হয়ে যেতে পারলেই বাঁচি। একজন আরেকজনকে অশ্রাব্য ভাষায় গালাগাল, নোংরা ফান, স্পীকারে লাউড ভলিউমে গান ছেড়ে উন্মাদনা, আরও কতো কী! একবার একটা গ্রুপ সদলবলে এমন একটা চিৎকার দিলো, আমার পেছনের সীটে বসা এক শিশু পীলে চমকে উঠলো। আরেক বারের ঘটনা, আমার পাশের সীটেই একজন বয়োজ্যেষ্ঠ বসেছিলেন, চট্টগ্রাম গিয়েছিলেন হার্টের ডাক্তার দেখাতে। ফেরার পথে এসব কিশোরদের উন্মত্ততার স্বীকার হলেন। আচমকা সদলবলে বিকট ও অশ্রাব্য চিৎকারে বৃদ্ধের ঘুম ভেঙে গেলো এবং থতমত অবস্থায় কী ঘটেছে বুঝতে না পেরে বৃদ্ধের শরীরে কাঁপুনি শুরু হয়ে গেছে। উনি কিছু একটা বলতে গিয়েও বললেন না। আমাদের ঠিক পেছনে বসা তাদের একজনকে এরকম আচরণ করার কারণ জিজ্ঞেস করাতে আমার দিকে সবাই মিলে তেড়ে আসার উপক্রম। কয়েকবার আগবাড়িয়ে প্রতিবাদ করতে যেয়ে নানান ঝামেলাও পোহাতে হয়েছে। ড্রাইভার ও এসিস্ট্যান্টকে জানালে তারাও বেশ কয়েকবার অনুরোধ করে, অনুরোধে তাদের প্রতিও বাজে মন্তব্য আসে। কিশোরদের মতে, ঘুরতে যাচ্ছি, হৈ-হুল্লোড় না করে নেতিয়ে থাকা যাবে না। আরেকবার দেখলাম, স্বামী তার স্ত্রীকে যত্ন করে একটা চাদর মুড়িয়ে দিয়ে উনার কাঁধে মাথা রেখে আরাম করতে পারেন এমন ব্যবস্থা করে দিচ্ছিলেন, পেছন থেকে একজন অনির্দিষ্টভাবে ও ইশারায় এমন কিছু বললেন, যা উক্ত কাপলকে পুরো রাস্তাতেই আর স্বাভাবিক হতে দেয়নি। অনেক সময় দেখা যায়, শুধু কিশোর গ্যাং নয়, অনেক পরিণত ও বুঝদার যাত্রীও এমন অসংলগ্ন আচরণ করেন। দায়িত্বের খাতিরে ও কক্সবাজার ট্যুরিজমের একজন শুভাকাঙ্ক্ষী হিসেবে এসব বিষয় নিয়ে বেশ কয়েকবার পরিবহন কাউন্টারে, অভিযোগ সেন্টারে যোগাযোগ করেছি, কিন্তু কোনো সুরাহা পাইনি।

সম্মানিত পর্যটক,
আমরা কি একবারও ভেবে দেখেছি, আমাদের এমন আচরণ আরেকজনের ক্ষতির কারণ হচ্ছে কিনা!
আমরা আমাদের প্রতিবেশীর হক যথাযথ আদায় করছি কি!
আমাদের পেইজে ও গ্রুপে যারা সংযুক্ত আছেন, তাদের প্রত্যেকেই কারও বাবা, সন্তান, ভাই-বোন। আমাদের সকলেরই পরিবার আছে। আমরা কি আমাদের পরিবারের সাথে কোথাও গেলেও এমন আচরণই করি! আমাদের পরিবার যদি এমন অবস্থায় পড়ে তখনও কি আমাদের মনের অবস্থা স্বাভাবিক থাকবে! আপনাদের প্রতি একান্ত অনুরোধ, আপনাদের ভ্রমণ যেনো অন্যের পথের কাঁটা হয়ে না উঠে। আমরা যেনো আরেকটু সহনশীল হই। নিজেদের মতো হৈ-হুল্লোড় করার মতো ভ্রমণ করতে চাইলে অবশ্যই এমনভাবে করা উচিৎ, যাতে আপনাদের উন্মাদনা আপনাদের মধ্যেই থাকে। আমাদের বিশ্বাস, আমাদের পেইজে ও গ্রুপের সংশ্লিষ্ট সকলেই এমন আচরণ হতে দূরে আছি। আল্লাহ আমাদের সকলের মঙ্গল করুন।

কক্সবাজার ভ্রমণকে নিরাপদ ও ঝামেলাহীন করতে এখনই যোগাযোগ করুন টিম Obhibadon অভিবাদন সাথে।
হোটেল বুকিং, বিমান টিকেট, সেন্টমার্টিন ভ্রমণ, চাঁদের গাড়ি, টমটম সহ যাবতীয় বিষয়ে টিম অভিবাদন আপনাকে সুপরামর্শ দিবে, ইনশাআল্লাহ।

অভিবাদনে সরাসরি যোগাযোগ করুন এই নম্বরে: 01601-250057 (হোয়াটসঅ্যাপ)

ইতিমধ্যে কক্সবাজারে ভরা মৌসুম চলছে। কক্সবাজারে ভ্রমণ ইচ্ছা থাকলে অনেক আগে হোটেল এবং বিমান টিকেট কনফার্ম করুন Obhibadon অ...
02/11/2024

ইতিমধ্যে কক্সবাজারে ভরা মৌসুম চলছে। কক্সবাজারে ভ্রমণ ইচ্ছা থাকলে অনেক আগে হোটেল এবং বিমান টিকেট কনফার্ম করুন Obhibadon অভিবাদন থেকে। যেহেতু পিক সিজন শুরু হয়েছে তাই ভালো রুম গুলো অনেক আগে বুকিং হয়ে যায়।
আমাদের হোয়াটসঅ্যাপে সরাসরি ম্যাসেজ এবং কল করতে পারেন 01601-250057 ( হোয়াটসঅ্যাপ)

রুম বুকিং ও এয়ার টিকেট সবই এখন একসাথে, 'টিম অভিবাদন'র হাতে!!!আপনার কক্সবাজার ভ্রমণকে আরও নির্ঝঞ্ঝাট ও 'আরামদায়ক করে তুলত...
31/10/2024

রুম বুকিং ও এয়ার টিকেট সবই এখন একসাথে,
'টিম অভিবাদন'র হাতে!!!

আপনার কক্সবাজার ভ্রমণকে আরও নির্ঝঞ্ঝাট ও 'আরামদায়ক করে তুলতে 'টিম Obhibadon অভিবাদন' এখন থেকে এয়ার টিকেট সার্ভিস চালু করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এয়ার টিকেট সার্ভিসে টিকেটের চলমান মূল্য হতে বিশেষ অফারেরও ব্যবস্থা রেখেছি।

তবে আর দেরি কেনো!
এখন রুম বুকিং এ যেমন ঝামেলা পোহাতে হয় না, এয়ার টিকেটের জন্যও কোনো টেনশন থাকবে না।

এয়ার টিকেট, রুম বুকিং ও অন্যান্য যেকোনো বিষয়ে এখনই যোগাযোগ করুন 01601-250057 (হোয়াটসঅ্যাপ নাম্বারে)।

রুম বুকিং ও এয়ার টিকেট সবই এখন একসাথে, 'টিম অভিবাদন'র হাতে!!!আপনার কক্সবাজার ভ্রমণকে আরও নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক করে তুলতে...
26/10/2024

রুম বুকিং ও এয়ার টিকেট সবই এখন একসাথে,
'টিম অভিবাদন'র হাতে!!!

আপনার কক্সবাজার ভ্রমণকে আরও নির্ঝঞ্ঝাট ও আরামদায়ক করে তুলতে 'টিম Obhibadon অভিবাদন' এখন থেকে এয়ার টিকেট সার্ভিস চালু করেছে। অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, এয়ার টিকেট সার্ভিসে টিকেটের চলমান মূল্য হতে বিশেষ অফারেরও ব্যবস্থা রেখেছি।

তবে আর দেরি কেনো!
এখন রুম বুকিং এ যেমন ঝামেলা পোহাতে হয় না, এয়ার টিকেটের জন্যও কোনো টেনশন থাকবে না।

এয়ার টিকেট, রুম বুকিং ও অন্যান্য যেকোনো বিষয়ে এখনই যোগাযোগ করুন 01601-250057 (হোয়াটসঅ্যাপ নাম্বারে)।

শুভ সকালআজকের এই সুন্দর সকাল দেখা প্রিয় অতিথিদের জানাই স্বাগতম। যেকোন প্রয়োজনে  Obhibadon অভিবাদন 01601-250057 আপনার পাশ...
08/10/2024

শুভ সকাল

আজকের এই সুন্দর সকাল দেখা প্রিয় অতিথিদের জানাই স্বাগতম।

যেকোন প্রয়োজনে Obhibadon অভিবাদন 01601-250057
আপনার পাশে।

Good Morning Welcome Cox's Bazar with excellent weather 😊Don’t Listen To What They Say, Go See...STAY with Obhibadon অভি...
07/10/2024

Good Morning

Welcome Cox's Bazar with excellent weather 😊

Don’t Listen To What They Say, Go See...

STAY with Obhibadon অভিবাদন for anything

শুভ সকালস্বাগতম  প্রিয় অতিথি।যেকোন প্রয়োজনে আপনাদের পাশে Obhibadon অভিবাদন
05/10/2024

শুভ সকাল

স্বাগতম প্রিয় অতিথি।

যেকোন প্রয়োজনে আপনাদের পাশে Obhibadon অভিবাদন

Address

Sea Gazipur Resort, Cox’s Bazar, Kolatoli Point
Cox's Bazar

Telephone

+8801601250057

Website

Alerts

Be the first to know and let us send you an email when Obhibadon অভিবাদন posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Obhibadon অভিবাদন:

Videos

Share

Category