Inani beach, cox's bazar

Inani beach, cox's bazar সমুদ্র আর পাহাড়ের এক চমৎকার মেলবন্ধ?

ইনানী থেকে ১১ই জানুয়ারি থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে প্রতিদিন ....
02/01/2024

ইনানী থেকে ১১ই জানুয়ারি থেকে জাহাজ সেন্টমার্টিন যাবে প্রতিদিন ....

এবার ইনানী থেকেই যাওয়া যাবে সেন্টমার্টিন NEWS BULLETIN CHANNEL OF SOMOY TV...YOU CAN WATCH HOURL...

কক্সবাজার পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচন হল। কক্সবাজারের ইনানী থেকে সেন্টমার্টিন রুটে সরাসরি চলাচল করবে পর্যটকবা...
01/01/2024

কক্সবাজার পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচন হল। কক্সবাজারের ইনানী থেকে সেন্টমার্টিন রুটে সরাসরি চলাচল করবে পর্যটকবাহী জাহাজ।

এই নতুন রুটে জাহাজ চালুর মধ্য দিয়ে পর্যটকরা মেরিন ড্রাইভ, ইনানীর সৌন্দর্য উপভোগের পাশাপাশি ঝামেলা মুক্তভাবে স্বল্প সময়ে সেন্টমার্টিন যাওয়া আসা করতে পারবেন।

মেরিন ড্রাইভ হয়ে সমুদ্র উপভোগ করে পর্যটকরা সকালেই সমুদ্র পথে যাত্রা করবেন প্রবাল দ্বীপে। করবেন সাগরের সৌন্দর্য উপভোগ এবং ফেরার সময় উপভোগ করতে পারবেন সূর্যাস্তের দৃশ্য। যা পর্যটকদের দিবে আলাদা আনন্দ এবং রোমাঞ্চ।

কক্সবাজার পর্যটন শিল্পের নতুন একটি দ্বার উন্মোচন হতে যাচ্ছে। কক্সবাজারের ইনানী থেকে সেন্টমার্টিন রুটে চলাচল কর...

19/01/2023
16/06/2022

Just want to be alone?
To enjoy this Monsoon,
To hear the roar of the sea ...
Come to Inani, where beauty abounds...
#কক্সবাজার_সৈকত #পটুয়ারটেক #ইনানী_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #হিমছড়ি

আষাঢ়ের মেঘলা আকাশ জানান দিচ্ছে, প্রকৃতিতে এসেছে বর্ষা। গ্রীষ্মের আগুনঝরা দিন পেরিয়ে, বর্ষা এসেছে রিমঝিম শব্দে। অন্যরকম এ...
15/06/2022

আষাঢ়ের মেঘলা আকাশ জানান দিচ্ছে, প্রকৃতিতে এসেছে বর্ষা। গ্রীষ্মের আগুনঝরা দিন পেরিয়ে, বর্ষা এসেছে রিমঝিম শব্দে। অন্যরকম এক বর্ষা বরনের মিলনমেলায় ইনানীতে ছুটে আসছে বর্ষা প্রেমীরা।

মাঝে মাঝে একা বেড়ানো ভালো, হারিয়ে যাওয়া যায়। হারিয়ে গিয়ে দেখো কে তোমায় খোঁজে ....
14/06/2022

মাঝে মাঝে একা বেড়ানো ভালো, হারিয়ে যাওয়া যায়। হারিয়ে গিয়ে দেখো কে তোমায় খোঁজে ....

Swimming gives the body a full workout and gets you to work on deep breathing which improves lung function. Minerals fro...
11/06/2022

Swimming gives the body a full workout and gets you to work on deep breathing which improves lung function. Minerals from seawater also fight infections, help the body to heal by detoxification, and offer some therapeutic effects. The calm of the beach also decreases stress, anxiety, and depression.

02/06/2022

বৃষ্টিতে মন ভিজানোর এখনই সময় !!

চমৎকার এই ঋতুতে কক্সবাজারের #ইনানী, #হিমছড়ি এবং #পটুয়ারটেক এর বৃষ্টিস্নাত মনোরম নৈসর্গিক দৃশ্যের সাথী হই, উপভোগ করি স্মরণীয় এক বৃষ্টি বিলাস . . . . .
রহস্যময় অনুভূতি, রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতা !!.
#কক্সবাজার_সৈকত #পটুয়ারটেক #ইনানী_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #হিমছড়ি

সমুদ্র আপনাকে কতটুকু আন্দোলিত করে? কতটুকু উপভোগ করতে পারেন তাকে যে কোন সময় কক্সবাজার ভ্রমণে?মনের মতো করে সমুদ্রকে উপভোগ ...
01/06/2022

সমুদ্র আপনাকে কতটুকু আন্দোলিত করে? কতটুকু উপভোগ করতে পারেন তাকে যে কোন সময় কক্সবাজার ভ্রমণে?

মনের মতো করে সমুদ্রকে উপভোগ করা হয় বৃষ্টিতে, মেঘলা দুপুরে, ঝড় ওঠা বিকেলে, দমকা হাওয়ায় উড়িয়ে নেওয়া সন্ধ্যায়, আকাশ ভেঙে নেমে আসা বৃষ্টিতে অথবা অঝোর ধারায় ঝরতে থাকা কালো রাতে!
অপরূপ সমুদ্রের এসব রূপ!!
রোমাঞ্চকর, অবিরাম সুন্দর!!
কি? ইচ্ছে হচ্ছে আসতে? মেঘলা দিনের ইনানীর সমুদ্রের প্রেমে আপনাকে পড়তেই হবে.....
অপেক্ষায় বর্ষার পাগলকরা পূর্ণ রূপ নিয়ে

-ইনানী সমুদ্র সৈকত-
কক্সবাজার

30/05/2022

আকর্ষণীয় প্রবাল দ্বীপ #সেন্টমার্টিন ভ্রমণে জাহাজ যাত্রা রোমাঞ্চকর করে তুলছে দুইপাশের ঝাঁকে ঝাঁকে উড়ে বেড়ানো গাঙচিল। এই পাখিগুলো যেন সেন্টমার্টিনে আগত অতিথিদের স্বাগত জানায়।

#ইনানী থেকে খুব সহজে টেকনাফ হয়ে দেশের একমাত্র #প্রবাল_দ্বীপ সেন্টমার্টিন ভ্রমণ করা যায়।
ইনানী-Inani
কক্সবাজার
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

The seas and oceans are the lifeblood of our planet and the lifeblood of all living things. They cover about three-quart...
30/05/2022

The seas and oceans are the lifeblood of our planet and the lifeblood of all living things. They cover about three-quarters of the Earth and contain 97% of our planet's water.
ইনানী-Inani
কক্সবাজার
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

সমুদ্র ভ্রমণের স্মৃতি কখনোই মুছবে না, যদিও সৈকতে পায়ের ছাপ দ্রুতই মুছে যায়  . . . -ইনানী সমুদ্র সৈকত- #প্রাণেরসৈকত  #ইন...
27/05/2022

সমুদ্র ভ্রমণের স্মৃতি কখনোই মুছবে না, যদিও সৈকতে পায়ের ছাপ দ্রুতই মুছে যায় . . .
-ইনানী সমুদ্র সৈকত-
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

26/05/2022

আপনি কি এই ধরনের সূর্যাস্ত ভালোবাসেন?.
যে মন পরিবার নিয়ে একসাথে সময় কাটাতে চায়, বন্ধুদের সাথে যে দূরে যেতে চায়, সেই মনকে একটি দুর্দান্ত সমুদ্র সৈকত উপহার দিন, তৈরি করুন সেরা স্মৃতি.....
-ইনানী সমুদ্র সৈকত-
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

একটু শ্বাস নিন ... অথবা দুই, অথবা আরও... এখানে সমুদ্রের একটি জাদুকরী সৈকত রয়েছে, যেখানে কিছুক্ষন থাকা এবং দীর্ঘ শ্বাস নে...
23/05/2022

একটু শ্বাস নিন ... অথবা দুই, অথবা আরও... এখানে সমুদ্রের একটি জাদুকরী সৈকত রয়েছে, যেখানে কিছুক্ষন থাকা এবং দীর্ঘ শ্বাস নেয়া আপনাকে জীবনের চাপ ভুলিয়ে শিথিলতার দিকে নিয়ে যাবে।

-ইনানী, কক্সবাজার
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

সমুদ্র সৈকতে চলে যান খুব ভোরে, সকালের স্নিগ্ধ নির্মল বাতাস উপভোগ করুন, উত্তাল সমুদ্র, তার অন্তহীন ঢেউয়ের উন্মাদনা, আপনা...
18/05/2022

সমুদ্র সৈকতে চলে যান খুব ভোরে, সকালের স্নিগ্ধ নির্মল বাতাস উপভোগ করুন, উত্তাল সমুদ্র, তার অন্তহীন ঢেউয়ের উন্মাদনা, আপনার পা ছুঁয়ে যাওয়া নরম ও ভেজা বালি......, চোখ বন্ধ করে তার শীতলতা অনুভব করুন, দেখবেন মন-প্রাণে শিহরণ জাগে! মাতাল হবেন, ব্যাকুল হবেন সমুদ্রের এমন আকুল আহ্বানে! তারপর হোটেলে ফিরে সুইমিং পুলের মায়াবী নীল জলে নিজেকে সপে দিন! কান পেতে শুনুন, উপভোগ করুন সুদূর সমুদ্রের সাতকাহন, অবিরাম সেই গর্জন!
চেনা সমুদ্রকে নতুন করে আবিষ্কার করি।
ইনানী-Inani
কক্সবাজার
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

কক্সবাজার সমুদ্র সৈকতের নিচে অবস্থিত বাড়ির আয়েশি রুম (গর্ত) থেকে লাল কাঁকড়ার দল সকাল ৮টা নাগাদ বালুচরে বের হয়ে আসে সূর্...
13/05/2022

কক্সবাজার সমুদ্র সৈকতের নিচে অবস্থিত বাড়ির আয়েশি রুম (গর্ত) থেকে লাল কাঁকড়ার দল সকাল ৮টা নাগাদ বালুচরে বের হয়ে আসে সূর্য স্নান করতে, আর এরপরই চলে সৈকত জুড়ে তাদের রাজত্ব । নাস্তা এবং দুপুরের খাবার সারা হয় এর মধ্যেই। এরা বিশাল বহর নিয়ে ঘুরে বেড়ায় সৈকতের প্রতিটি স্থানে প্রতিটি কোণে। প্রবাল পাথর কিংবা নারকেল গাছের গোড়া কোথায় নেই তাদের বিচরণ? তাদের দাম্ভিক পদচারণ জানান দেয় ইনানী তথা কক্সবাজার সমুদ্র সৈকতের প্রকৃতির নিজস্বতা, জীববৈচিত্র্যতা।

রোদ যতক্ষণ থাকে ততক্ষণ এদের বিচরণ নজরে পড়বে। সন্ধ্যা নামার সাথে সাথেই তারা আবার বাড়ির ফটক পেরিয়ে মাটির নিচের নিজেদের ঘরে ঘরে চলে যায় । পর্যটকদের সৈকত ভ্রমণের উপর তাদের থাকে তীক্ষ্ণ নজর, ভ্রমণকারী তাদের খুব কাছাকাছি চলে এলেই হঠাৎ করে সৈকত থেকে উধাও হয়ে যায় এই লাল কাঁকড়ার দল । আসলে বালু চরে দলবেঁধে ঘুরে বেড়ানো এই কাঁকড়া খুবই নিরীহ। বালুর কম্পন তাদের নিরাপদ স্থান অর্থাৎ সৈকতের বালু চরের নিচে চলে যেতে বাধ্য করে। নিরীহ টকটকে এই লাল কাঁকড়াগুলো দেখতে বেশ আকর্ষণীয়, এরা জীববৈচিত্র্যের একটি জ্বলন্ত উদাহরণ।

ইনানীতে অবস্থিত একটি হোটেল কর্তৃপক্ষের সাথে আলাপ করে জানা যায়, এই লাল কাঁকড়া ইনানী সৈকত তথা কক্সবাজার সমুদ্র সৈকতের একটি ঐতিহ্য, জীববৈচিত্র্যের ধারক। কিন্তু দুখঃখের বিষয় হল অপরিকল্পিত অস্থায়ী স্থাপনা বা বীচ এক্টিভিটিজের জন্য নিরীহ এই লাল কাঁকড়ার অস্তিত্ব আজ হুমকির মুখে। সকল পরিবেশবাদী এবং পর্যটকদের মত তারাও এই লাল কাঁকড়র অবাধ বিচরণ আশা করছেন। আমরাও লাল কাঁকড়ার অস্তিত্বের জন্য হুমকিস্বরূপ অপরিকল্পিত সমস্ত বীচ এক্টিভিটিজের নিয়মতান্ত্রিক নিয়ন্ত্রণ চাই, চাই শৃঙ্খলা এবং লাল কাঁকড়ার অবাধ বিচরণ।

অনুগ্রহ করে সৈকতের এই আকর্ষণীয় লাল কাঁকড়া বিষয়ে আপনার কোন অভিজ্ঞতা বা তাদের অস্তিত্ব রক্ষার্থে আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্টে জানাবেন।

ধন্যবাদ
হোটেল কর্তৃপক্ষ এবং
তথ্য প্রদানকারী : জনাব আহমেদ রুবেল
#প্রাণেরসৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

ইনানী কেন বিখ্যাত?নয়নাভিরাম  #ইনানী_সমুদ্র সৈকত  #হিমছড়ি থেকে মাত্র ৫ কিমি দূরে। প্রবাল প্রাচীর দ্বারা পরিপূর্ণ এই সৈকত...
12/05/2022

ইনানী কেন বিখ্যাত?

নয়নাভিরাম #ইনানী_সমুদ্র সৈকত #হিমছড়ি থেকে মাত্র ৫ কিমি দূরে। প্রবাল প্রাচীর দ্বারা পরিপূর্ণ এই সৈকত । অনেকটা সেন্ট মার্টিনের মতো। এখানে সমুদ্র কিছুটা শান্ত এবং লোভনীয়। ইনানীর পানি খুবই স্বচ্ছ । ভাটার সময়, প্রবাল গুলি একটি বিশাল এলাকা জুড়ে ভেসে উঠে। শামুক এবং ঝিনুক #প্রবাল_পাথরে আঁকড়ে থাকে। প্রবাল পাথর #ইনানী_সমুদ্র সৈকতের প্রধান আকর্ষণ। প্রায় প্রতিটি পাথরের বিভিন্ন আকার এবং প্রকার রয়েছে। প্রকৃতি যেন নিপুন ভাবে পাথর বিছিয়ে তার রূপের সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। আর সেই রূপ দেখতে হাজার হাজার পর্যটক ছুটে যায় কক্সবাজারের এই ইনানী বিচে।
#প্রাণের_সৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা #ইনানী_সমুদ্র #ইনানী

পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত হিসেবে যতটুকু পরিস্কার-পরিচ্ছন্ন থাকার কথা কক্সবাজার সমুদ্র সৈকত ততটুকু পরিস্কার-পরি...
11/05/2022

পৃথিবীর অন্যতম আকর্ষণীয় সমুদ্র সৈকত হিসেবে যতটুকু পরিস্কার-পরিচ্ছন্ন থাকার কথা কক্সবাজার সমুদ্র সৈকত ততটুকু পরিস্কার-পরিচ্ছন্ন নয়। এর দায়বদ্ধতা আমাদের সবার।

ইনানী, কক্সবাজার, পাটুয়ারটেক, টেকনাফ, সেন্টমার্টিন সহ সকল বীচ আমরা পর্যটকরা নিজ উদ্যোগে পরিস্কার রাখবো। কক্সবাজার সমুদ্র সৈকতে ভেসে আসা বিপুল পরিমাণ বর্জ্য পরিষ্কারের লক্ষ্যে পরিবেশ অধিদপ্তর, বিভিন্ন পরিবেশবাদী ও সামাজিক সংগঠন কাজ করছে। প্রাণের সৈকতের সৌন্দর্য রক্ষায় আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।
#প্রাণের_সৈকত #ইনানী_সৈকত #সৈকত #কক্সবাজার_সৈকত #পাটুয়ারটেক_সৈকত #সৈকতের_সৌন্দর্য_রক্ষা

একদিকে সুউচ্চ সবুজ পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। এ সমুদ্র কতোই না অপরূপ! এই দৃশ্যের দেখা মেলে পৃথিবীর দ...
10/05/2022

একদিকে সুউচ্চ সবুজ পাহাড়, অন্যদিকে বঙ্গোপসাগরের বিশাল নীল জলরাশি। এ সমুদ্র কতোই না অপরূপ! এই দৃশ্যের দেখা মেলে পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। তাই তো এর টানে হাজার হাজার পর্যটক প্রতিনিয়ত ছুটে আসছেন এ সমুদ্র দর্শনে।

সমুদ্রের কোল ঘেঁষে গড়ে উঠেছে কক্সবাজার শহর। থেকে মেরিনড্রাইভ ধরে একটু সামনে টেকনাফ রোডে এগোলে ইনানী । ইনানীর উথালপাথাল ঢেউ। নীল জলরাশি। এই দৃশ্য যে কাউকেই বিমোহিত করে।

#ইনানী #ইনানী_Inani

10/05/2022

বর্তমানে #ইনানী_সমুদ্র_সৈকত বাংলাদেশের বঙ্গোপসাগরের একটি উপকূলভূমি যা বিংশ শতাব্দীর শেষভাগে একটি #পর্যটন কেন্দ্রে রূপ নিয়েছে। কক্সবাজারের পর্যটন সেক্টরে উদীয়মান বাঘ হচ্ছে এই ইনানী। বাংলাদেশের কক্সবাজার শহর থেকে প্রায় ২৫ কিলোমিটার দক্ষিণে অবস্থিত ইনানী #প্রবাল গঠিত #সমুদ্র_সৈকত।

#ইনানীসৈকত #ইনানীসমুদ্রসৈকত

Inani Beach is one of the most beautiful beaches in Cox's Bazar because of its abundant coral reefs.  #কক্সবাজার      #ই...
09/05/2022

Inani Beach is one of the most beautiful beaches in Cox's Bazar because of its abundant coral reefs.

#কক্সবাজার #ইনানীসৈকত

ইনানী বিচ, কক্সবাজার - ইনানী সমুদ্র সৈকত যাবার উপায়, থাকা খাওয়ার ব্যবস্থা ও ইনানী বিচ ভ্রমণ খরচ এবং সহজে একটি আনন্দ....

ইনানী সমুদ্র সৈকতটি কক্সবাজারের সব সৈকতের মধ্যে সবচেয়ে সুন্দর কারণ এতে প্রচুর পরিমাণে প্রবাল পাথর রয়েছে। এই পাথরগুলির ...
09/05/2022

ইনানী সমুদ্র সৈকতটি কক্সবাজারের সব সৈকতের মধ্যে সবচেয়ে সুন্দর কারণ এতে প্রচুর পরিমাণে প্রবাল পাথর রয়েছে। এই পাথরগুলির বিশেষত্ব হল তারা ঋতু অনুযায়ী ছায়া পরিবর্তন করে। গ্রীষ্মকালে, শিলাগুলি একটি সবুজাভ ছায়া দেখাতে শুরু করে যা বর্ষায় সম্পূর্ণ সবুজ হয়ে যায় এবং সেই অনুযায়ী শীতকালে রঙ পরিবর্তন এবং বিবর্ণ হয়ে যায়। এটি জায়গাটিকে আরও জাদুকরী করে তোলে কারণ এটি মনে হয় যে প্রবালগুলি জীবন্ত এবং রঙগুলি ঋতুগুলির প্রতি তাদের আবেগ। এটি পাথর এবং প্রবাল পাথরের বিভিন্ন আকৃতির জন্য সবচেয়ে বিখ্যাত।

#কক্সবাজার #ইনানীসৈকত

Inani Beach (Bengali: ইনানী সৈকত), part of Cox's Bazar Beach, is an 18-kilometre-long (11 mi) sea beach in Ukhia Upazila of Cox's Bazar District, Bangladesh.[1][2] It has a lot of coral stones, which are very sharp. These coral stones look black and green, and they are found in su...

Address

Inani
Cox's Bazar

Website

Alerts

Be the first to know and let us send you an email when Inani beach, cox's bazar posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share



You may also like